ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৫: দেখতে হলে আলো চাই (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ক্ষীণদৃষ্টি সম্পন্ন ব্যক্তির চোখের-
i. নিকটমত বিন্দুর দূরত্ব ২৫ cm
ii. দূরবিন্দুর দূরত্ব অসীম
iii. দূরবিন্দুর দূরত্ব অসীম থেকে খানিক সামনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২. অবতল লেন্সের চশমা চোখের কোন ধরনের ত্রুটিতে ব্যবহার করা হয়?
Ο ক) বিষম দৃষ্টি
Ο খ) দীর্ঘ দৃষ্টি
Ο গ) হ্রস্ব দৃষ্টি
Ο ঘ) বার্ধক্য দৃষ্টি
সঠিক উত্তর: (গ)
৩. নিচের কোথায় দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) চশমায়
Ο খ) টেলিভিশনে
Ο গ) কম্পিউটারে
Ο ঘ) ড্রেসিং টেবিলে
সঠিক উত্তর: (ঘ)
৪. লেন্সের ক্ষমতা +2D বলতে বোঝায় লেন্সটি-
i. উত্তল লেন্স
ii. প্রধান অক্ষের ১ মিটার দূরত্বে আলোক রশ্মিগুচ্ছকে মিলিত করবে
iii. প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে অভিসারী করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫. কোনটি তীব্র আলোতে সাঁড়া দেয়?
Ο ক) কোন
Ο খ) রেটিনা
Ο গ) রড
Ο ঘ) অ্যাকুয়াস হিউমার
সঠিক উত্তর: (ক)
৬. একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব ২০ সে.মি. হলে এর ক্ষমতা কত?
Ο ক) -5 d
Ο খ) 5 d
Ο গ) 5 m
Ο ঘ) -5 m
সঠিক উত্তর: (ক)
৭. লেন্সের বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী সরলরেখাকে বলে?
Ο ক) বক্রতার দৈর্ঘ্য
Ο খ) প্রধান অক্ষ
Ο গ) বক্রতার অক্ষ
Ο ঘ) বক্রতার ব্যাসার্ধ
সঠিক উত্তর: (খ)
৮. একটি উত্তল লেন্সের ক্ষমতা 1/X ডাইঅপ্টার হলে, তার ফোকাস দূরত্ব কত মিটার?
Ο ক) x
Ο খ) -x
Ο গ) 1/x
Ο ঘ) -1/x
সঠিক উত্তর: (ক)
৯. চোখ ভাল রাখার উপায় কোনটি?
Ο ক) ধুমপান করা
Ο খ) ক্লান্তিহীনভাবে কম্পিউটার ব্যবহার করা
Ο গ) প্রখর রোদে বাইরে বের হওয়া
Ο ঘ) পর্যাপ্ত আলো ব্যবহার করা
সঠিক উত্তর: (ঘ)
১০. ক্ষীণ আলোতে সংবেদনশীল হয় কোনটি?
Ο ক) অ্যাকুয়ার হিউমার
Ο খ) ভিট্রিয়াস হিউমার
Ο গ) রড কোষ
Ο ঘ) কোণ কোষ
সঠিক উত্তর: (গ)
১১. চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি কত?
Ο ক) 30cm
Ο খ) 25cm
Ο গ) 35cm
Ο ঘ) 20cm
সঠিক উত্তর: (খ)
১২. রাস্তাটির বাঁকে গোলীয় দর্পণ থাকতে হবে, যাতে-
i. অন্যপাশ থেকে গাড়ি আসে কিনা বুঝা যায়
ii. গতি নিয়ন্ত্রণ করা যায়
iii. প্রাকৃতিক দৃশ্য দেখা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩. কীসের জন্য ফ্যাটি এসিডযুক্ত খাবার প্রয়োজন?
Ο ক) কান ভাল রাখার জন্য
Ο খ) চোখ ভাল রাখার জন্য
Ο গ) হৃদপিন্ড ভাল রাখার জন্য
Ο ঘ) যকৃত ভাল রাখার জন্য
সঠিক উত্তর: (খ)
১৪. চোখ ভালো রাখার জন্য কীসের প্রয়োজন?
Ο ক) ভিটামিন এ
Ο খ) খনিজ লবণ
Ο গ) ভিটামিন ডি
Ο ঘ) আয়োডিন
সঠিক উত্তর: (ক)
১৫. বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী সরল রেখাকে কী বলে?
Ο ক) আলোকরশ্মি
Ο খ) প্রধান অক্ষ
Ο গ) লেন্সের দৈর্ঘ্য
Ο ঘ) গৌণ অক্ষ
সঠিক উত্তর: (খ)
১৬. একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 1 m হলে এর ক্ষমতা কত?
Ο ক) -2d
Ο খ) -d
Ο গ) +d
Ο ঘ) +2d
সঠিক উত্তর: (খ)
১৭. অবতল লেন্সের আকৃতি কিরূপ?
Ο ক) প্রান্ত মোটা ও মধ্যভাগ সরু
Ο খ) প্রান্ত সরু ও মধ্যভাগ মোটা
Ο গ) প্রান্ত মোটা ও মধ্যভাগ মোটা
Ο ঘ) প্রান্ত সরু ও মধ্যভাগ সরু
সঠিক উত্তর: (খ)
১৮. রেটিনার উপর আলো পড়লে রড ও কোণ কোষসমূহ সেই আলোকে গ্রহণ করে তাকে পরিণত করে-
Ο ক) শব্দ প্রেরণায়
Ο খ) আলোক প্রেরণায়
Ο গ) তড়িৎ প্রেরণায়
Ο ঘ) চুম্বক প্রেরণায়
সঠিক উত্তর: (গ)
১৯. আলোর প্রতিসরণাঙ্কের মান কোনটির ওপর নির্ভর করে?
Ο ক) আপতন কোণ
Ο খ) প্রতিসরণ কোন
Ο গ) আলোর রং
Ο ঘ) বিভেদতল
সঠিক উত্তর: (গ)
২০. অবতল লেন্স আলোক রশ্মিকে কী করে?
Ο ক) প্রতিফলিত
Ο খ) আপতিত
Ο গ) অবর্তিত
Ο ঘ) অপসারিত
সঠিক উত্তর: (ঘ)
২১. আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে কোন ত্রিকোণমিত্রিক অনুপাত ব্যবহার করা হয়?
Ο ক) tan
Ο খ) cot
Ο গ) cos
Ο ঘ) sin
সঠিক উত্তর: (ঘ)
২২. অবতল লেন্সের- i. প্রান্তভাগ সরু ii. মধ্যভাগ সরু iii. প্রান্তভাগ মোটা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩. বই পড়া ও কম্পিউটার ব্যবহার কর উচিত-
i. খুব সামনে থেকে
ii. নির্দিষ্ট দূরত্বে থেকে
iii. মাঝে মাঝে বিরতি দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৪. স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বের সাথে সম্পর্কিত বাক্য হলো-
i. স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বয়সের সাথে সাথে পরিবর্তিত হয়
ii. একজন শিশুর স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব ৫ সেন্টিমিটার
iii. একজন স্বাভাবিক বয়স্ক ব্যক্তির ন্যূনতম দূরত্ব ২৫ সেন্টিমিটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫. উত্তল দর্পণ ব্যবহার করা হয়-
i. রাস্তার বাতিতে
ii. গাড়িতে
iii. ভবন বা শপিংমলের নিরাপত্তায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬. চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে-
i. দূরের বস্তু অস্পষ্ট মনে হয়
ii. কাছের বস্তু অস্পষ্ট দেখা যায়
iii. উত্তল লেন্স ব্যবহার করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭. ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির চশমার কোন লেন্স ব্যবহৃত হয়?
Ο ক) সমতল
Ο খ) উত্তল
Ο গ) অবতল
Ο ঘ) সমতলাবতল
সঠিক উত্তর: (গ)
২৮. লেন্সের ক্ষমতার এসআই একক হলো-
Ο ক) মিটার
Ο খ) রেডিয়ান /মিটার
Ο গ) লুমেন/মিটার
Ο ঘ) মিটার/রেডিয়ান
সঠিক উত্তর: (খ)
২৯. পাহাড়ি রাস্তার বিপদজনক বাঁকে কত ডিগ্রী কোণে সমতল দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) 00
Ο খ) ৪৫0
Ο গ) ৬০0
Ο ঘ) ৯০0
সঠিক উত্তর: (খ)
৩০. কোনটির মাধ্যমে তড়িৎ প্রেরণাকে মস্তিষ্কে প্রেরণ করা হয়?
Ο ক) রড কোষ
Ο খ) কোণ কোষ
Ο গ) ফেসিয়াল স্নায়ু
Ο ঘ) অক্ষি স্নায়ু
সঠিক উত্তর: (ঘ)
৩১. মানুষের চোখ কোন লেন্সরূপে কাজ করে?
Ο ক) অপসারী লেন্স
Ο খ) অভিসারী লেন্স
Ο গ) অবতল লেন্স
Ο ঘ) সমতল লেন্স
সঠিক উত্তর: (খ)
৩২. কোনটি চোখের আলোক স্নাযুতন্ত্রের বৈশিষ্ট্য নয়?
Ο ক) আলোর তীব্রতার হ্রাস বৃদ্ধি
Ο খ) রঙের অণুভূতি ও পার্থক্য
Ο গ) বস্তুর নড়াচড়া
Ο ঘ) অশ্রু তৈরী করা
সঠিক উত্তর: (ঘ)
৩৩. + 5d ক্ষমতাসম্পন্ন লেন্সটির ফোকাস দূরত্ব কত?
Ο ক) .5 m
Ο খ) 5 m
Ο গ) 2 m
Ο ঘ) 2 cm
সঠিক উত্তর: (গ)
৩৪. ক্ষীণ দৃষ্টি দূর করা যায়-
i. অবতল লেন্সের চশমা ব্যবহার করে
ii. উত্তল লেন্সের চশমা ব্যবহার করে
iii. ফোকাস দূরত্ব ক্ষীণদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ)
সঠিক উত্তর: (খ)
৩৫. -ID বলতে কি বোঝোয়?
Ο ক) লেন্সটি উত্তল এবং এর ফোকাস দূরত্ব ১ মিটার
Ο খ) লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ১ মিটার
Ο গ) লেন্সটি উত্তল এবং এর ফোকাস দূরত্ব ১ সে.মি.
Ο ঘ) লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ১ সে.মি.
সঠিক উত্তর: (খ)
৩৬. চোখ ভাল রাখার জন্য সঠিক জীবণধারণ পদ্ধতি হলো-
i. ক্লান্ত চোখকে ঘুমের মাধ্যমে সতেজ করা
ii. মাঝে মাঝে ধূমপান করা
iii. প্রখর রোদে সানগ্র্লাস ব্যবহার করে বাইরে বের হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৭. চোখের জন্য দরকারী সঠিক পুষ্টি সমৃদ্ধ খাবার হলো-
i. ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ খাবার
ii. আঁশ ও চর্বিযুক্ত খাবার
iii. ফ্যাটি এসিড যুক্ত খাবার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৮. অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে-
i. চোখের ফোকাস দূরত্ব হ্রাস পায়
ii. চোখের ফোকাস দূরত্ব বৃদ্ধি পাওয়া
iii. অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯. নীচের কোনটি কাছের বস্তু দেখার কিন্তু দূরের বস্তু না দেখার ত্রুটি নয়?
Ο ক) ক্ষীণ দৃষ্টি
Ο খ) হ্রস্ব দৃষ্টি
Ο গ) মাইওপিয়া
Ο ঘ) হাইপারমটোপিয়া
সঠিক উত্তর: (ঘ)
৪০. চোখের দূর বিন্দু হচ্ছে-
Ο ক) চোখ হতে অসীম দূরে
Ο খ) চোখ হতে সসীম দূরে
Ο গ) চোখ হতে ৫০ সে.মি. দূরে
Ο ঘ) চোখ হতে ৫ সে.মি. দূরে
সঠিক উত্তর: (ক)
৪১. বস্তুর নড়াচড়া বুঝতে সাহায্য করে কোনটি?
Ο ক) রড
Ο খ) ভিট্রিয়াল হিউমার
Ο গ) কোন
Ο ঘ) অ্যাকুয়াস হিউমার
সঠিক উত্তর: (ক)
৪২. স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
Ο ক) ৫ সেমি.
Ο খ) ১০ সেমি.
Ο গ) ২৫ সেমি.
Ο ঘ) ৫০সেমি.
সঠিক উত্তর: (গ)
৪৩. বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক ১ অপেক্ষা বেশি হওয়ার কারণ কোনটি?
Ο ক) বায়ু ও কাচে আলোর বেগ সমান
Ο খ) বায়ু অপেক্ষা কাচে আলোর বেগ বেশি
Ο গ) কাচ অপেক্ষা বায়ুর ঘনত্ব বেশি
Ο ঘ) বায়ু অপেক্ষা কাচের ঘনত্ব বেশি
সঠিক উত্তর: (ঘ)
৪৪. রেটিনার রডের কাজ-
i. রঙের অনুভূতি ও পার্থক্য বুঝিয়ে দেয়া
ii. রঙের নড়াচড়া বুঝিয়ে দেয়া
iii. আলোর তীব্রতার সামান্য হ্রাসবৃদ্ধি বুঝিয়ে দেয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৫. চোখের লেন্সের গোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে কোন ত্রুটির সৃষ্টি হয়?
Ο ক) বিষম দৃষ্টি
Ο খ) হ্রস্ব দৃষ্টি
Ο গ) দূর দৃষ্টি
Ο ঘ) বার্ধক্য দৃষ্টি
সঠিক উত্তর: (গ)
৪৬. লেন্সে আলোর কী ঘটে?
Ο ক) প্রতিসরণ
Ο খ) অপবর্তন
Ο গ) প্রতিফলন
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (ক)
৪৭. চোখের দূর বিন্দুর দূরত্ব কত?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (গ)
৪৮. চোখের কোথায় কোন ব্স্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত হয়?
Ο ক) অ্যাকুয়াস হিউমারে
Ο খ) রেটিনায়
Ο গ) চোখের লেন্সে
Ο ঘ) চোখের মনিতে
সঠিক উত্তর: (খ)
৪৯. কোন ধররে মাছ চোখকে সুস্থ রাখতে সহায়তা করে?
Ο ক) চর্বিযুক্ত
Ο খ) ভিটামিন ডি সমৃদ্ধ
Ο গ) প্রোটিন যুক্ত
Ο ঘ) আয়োডিন যুক্ত
সঠিক উত্তর: (ক)
৫০. শপিংমলে নিরাপত্তার জন্য নিচের কোন দর্পণটি ব্যবহার করা হয়?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) উত্তল দর্পণ
Ο গ) সমতলাবতল দর্পণ
Ο ঘ) অবতল দর্পণ
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ক্ষীণদৃষ্টি সম্পন্ন ব্যক্তির চোখের-
i. নিকটমত বিন্দুর দূরত্ব ২৫ cm
ii. দূরবিন্দুর দূরত্ব অসীম
iii. দূরবিন্দুর দূরত্ব অসীম থেকে খানিক সামনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২. অবতল লেন্সের চশমা চোখের কোন ধরনের ত্রুটিতে ব্যবহার করা হয়?
Ο ক) বিষম দৃষ্টি
Ο খ) দীর্ঘ দৃষ্টি
Ο গ) হ্রস্ব দৃষ্টি
Ο ঘ) বার্ধক্য দৃষ্টি
সঠিক উত্তর: (গ)
৩. নিচের কোথায় দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) চশমায়
Ο খ) টেলিভিশনে
Ο গ) কম্পিউটারে
Ο ঘ) ড্রেসিং টেবিলে
সঠিক উত্তর: (ঘ)
৪. লেন্সের ক্ষমতা +2D বলতে বোঝায় লেন্সটি-
i. উত্তল লেন্স
ii. প্রধান অক্ষের ১ মিটার দূরত্বে আলোক রশ্মিগুচ্ছকে মিলিত করবে
iii. প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে অভিসারী করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫. কোনটি তীব্র আলোতে সাঁড়া দেয়?
Ο ক) কোন
Ο খ) রেটিনা
Ο গ) রড
Ο ঘ) অ্যাকুয়াস হিউমার
সঠিক উত্তর: (ক)
৬. একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব ২০ সে.মি. হলে এর ক্ষমতা কত?
Ο ক) -5 d
Ο খ) 5 d
Ο গ) 5 m
Ο ঘ) -5 m
সঠিক উত্তর: (ক)
৭. লেন্সের বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী সরলরেখাকে বলে?
Ο ক) বক্রতার দৈর্ঘ্য
Ο খ) প্রধান অক্ষ
Ο গ) বক্রতার অক্ষ
Ο ঘ) বক্রতার ব্যাসার্ধ
সঠিক উত্তর: (খ)
৮. একটি উত্তল লেন্সের ক্ষমতা 1/X ডাইঅপ্টার হলে, তার ফোকাস দূরত্ব কত মিটার?
Ο ক) x
Ο খ) -x
Ο গ) 1/x
Ο ঘ) -1/x
সঠিক উত্তর: (ক)
৯. চোখ ভাল রাখার উপায় কোনটি?
Ο ক) ধুমপান করা
Ο খ) ক্লান্তিহীনভাবে কম্পিউটার ব্যবহার করা
Ο গ) প্রখর রোদে বাইরে বের হওয়া
Ο ঘ) পর্যাপ্ত আলো ব্যবহার করা
সঠিক উত্তর: (ঘ)
১০. ক্ষীণ আলোতে সংবেদনশীল হয় কোনটি?
Ο ক) অ্যাকুয়ার হিউমার
Ο খ) ভিট্রিয়াস হিউমার
Ο গ) রড কোষ
Ο ঘ) কোণ কোষ
সঠিক উত্তর: (গ)
১১. চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি কত?
Ο ক) 30cm
Ο খ) 25cm
Ο গ) 35cm
Ο ঘ) 20cm
সঠিক উত্তর: (খ)
১২. রাস্তাটির বাঁকে গোলীয় দর্পণ থাকতে হবে, যাতে-
i. অন্যপাশ থেকে গাড়ি আসে কিনা বুঝা যায়
ii. গতি নিয়ন্ত্রণ করা যায়
iii. প্রাকৃতিক দৃশ্য দেখা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩. কীসের জন্য ফ্যাটি এসিডযুক্ত খাবার প্রয়োজন?
Ο ক) কান ভাল রাখার জন্য
Ο খ) চোখ ভাল রাখার জন্য
Ο গ) হৃদপিন্ড ভাল রাখার জন্য
Ο ঘ) যকৃত ভাল রাখার জন্য
সঠিক উত্তর: (খ)
১৪. চোখ ভালো রাখার জন্য কীসের প্রয়োজন?
Ο ক) ভিটামিন এ
Ο খ) খনিজ লবণ
Ο গ) ভিটামিন ডি
Ο ঘ) আয়োডিন
সঠিক উত্তর: (ক)
১৫. বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী সরল রেখাকে কী বলে?
Ο ক) আলোকরশ্মি
Ο খ) প্রধান অক্ষ
Ο গ) লেন্সের দৈর্ঘ্য
Ο ঘ) গৌণ অক্ষ
সঠিক উত্তর: (খ)
১৬. একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 1 m হলে এর ক্ষমতা কত?
Ο ক) -2d
Ο খ) -d
Ο গ) +d
Ο ঘ) +2d
সঠিক উত্তর: (খ)
১৭. অবতল লেন্সের আকৃতি কিরূপ?
Ο ক) প্রান্ত মোটা ও মধ্যভাগ সরু
Ο খ) প্রান্ত সরু ও মধ্যভাগ মোটা
Ο গ) প্রান্ত মোটা ও মধ্যভাগ মোটা
Ο ঘ) প্রান্ত সরু ও মধ্যভাগ সরু
সঠিক উত্তর: (খ)
১৮. রেটিনার উপর আলো পড়লে রড ও কোণ কোষসমূহ সেই আলোকে গ্রহণ করে তাকে পরিণত করে-
Ο ক) শব্দ প্রেরণায়
Ο খ) আলোক প্রেরণায়
Ο গ) তড়িৎ প্রেরণায়
Ο ঘ) চুম্বক প্রেরণায়
সঠিক উত্তর: (গ)
১৯. আলোর প্রতিসরণাঙ্কের মান কোনটির ওপর নির্ভর করে?
Ο ক) আপতন কোণ
Ο খ) প্রতিসরণ কোন
Ο গ) আলোর রং
Ο ঘ) বিভেদতল
সঠিক উত্তর: (গ)
২০. অবতল লেন্স আলোক রশ্মিকে কী করে?
Ο ক) প্রতিফলিত
Ο খ) আপতিত
Ο গ) অবর্তিত
Ο ঘ) অপসারিত
সঠিক উত্তর: (ঘ)
২১. আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে কোন ত্রিকোণমিত্রিক অনুপাত ব্যবহার করা হয়?
Ο ক) tan
Ο খ) cot
Ο গ) cos
Ο ঘ) sin
সঠিক উত্তর: (ঘ)
২২. অবতল লেন্সের- i. প্রান্তভাগ সরু ii. মধ্যভাগ সরু iii. প্রান্তভাগ মোটা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩. বই পড়া ও কম্পিউটার ব্যবহার কর উচিত-
i. খুব সামনে থেকে
ii. নির্দিষ্ট দূরত্বে থেকে
iii. মাঝে মাঝে বিরতি দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৪. স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বের সাথে সম্পর্কিত বাক্য হলো-
i. স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বয়সের সাথে সাথে পরিবর্তিত হয়
ii. একজন শিশুর স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব ৫ সেন্টিমিটার
iii. একজন স্বাভাবিক বয়স্ক ব্যক্তির ন্যূনতম দূরত্ব ২৫ সেন্টিমিটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫. উত্তল দর্পণ ব্যবহার করা হয়-
i. রাস্তার বাতিতে
ii. গাড়িতে
iii. ভবন বা শপিংমলের নিরাপত্তায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬. চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে-
i. দূরের বস্তু অস্পষ্ট মনে হয়
ii. কাছের বস্তু অস্পষ্ট দেখা যায়
iii. উত্তল লেন্স ব্যবহার করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭. ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির চশমার কোন লেন্স ব্যবহৃত হয়?
Ο ক) সমতল
Ο খ) উত্তল
Ο গ) অবতল
Ο ঘ) সমতলাবতল
সঠিক উত্তর: (গ)
২৮. লেন্সের ক্ষমতার এসআই একক হলো-
Ο ক) মিটার
Ο খ) রেডিয়ান /মিটার
Ο গ) লুমেন/মিটার
Ο ঘ) মিটার/রেডিয়ান
সঠিক উত্তর: (খ)
২৯. পাহাড়ি রাস্তার বিপদজনক বাঁকে কত ডিগ্রী কোণে সমতল দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) 00
Ο খ) ৪৫0
Ο গ) ৬০0
Ο ঘ) ৯০0
সঠিক উত্তর: (খ)
৩০. কোনটির মাধ্যমে তড়িৎ প্রেরণাকে মস্তিষ্কে প্রেরণ করা হয়?
Ο ক) রড কোষ
Ο খ) কোণ কোষ
Ο গ) ফেসিয়াল স্নায়ু
Ο ঘ) অক্ষি স্নায়ু
সঠিক উত্তর: (ঘ)
৩১. মানুষের চোখ কোন লেন্সরূপে কাজ করে?
Ο ক) অপসারী লেন্স
Ο খ) অভিসারী লেন্স
Ο গ) অবতল লেন্স
Ο ঘ) সমতল লেন্স
সঠিক উত্তর: (খ)
৩২. কোনটি চোখের আলোক স্নাযুতন্ত্রের বৈশিষ্ট্য নয়?
Ο ক) আলোর তীব্রতার হ্রাস বৃদ্ধি
Ο খ) রঙের অণুভূতি ও পার্থক্য
Ο গ) বস্তুর নড়াচড়া
Ο ঘ) অশ্রু তৈরী করা
সঠিক উত্তর: (ঘ)
৩৩. + 5d ক্ষমতাসম্পন্ন লেন্সটির ফোকাস দূরত্ব কত?
Ο ক) .5 m
Ο খ) 5 m
Ο গ) 2 m
Ο ঘ) 2 cm
সঠিক উত্তর: (গ)
৩৪. ক্ষীণ দৃষ্টি দূর করা যায়-
i. অবতল লেন্সের চশমা ব্যবহার করে
ii. উত্তল লেন্সের চশমা ব্যবহার করে
iii. ফোকাস দূরত্ব ক্ষীণদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ)
সঠিক উত্তর: (খ)
৩৫. -ID বলতে কি বোঝোয়?
Ο ক) লেন্সটি উত্তল এবং এর ফোকাস দূরত্ব ১ মিটার
Ο খ) লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ১ মিটার
Ο গ) লেন্সটি উত্তল এবং এর ফোকাস দূরত্ব ১ সে.মি.
Ο ঘ) লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ১ সে.মি.
সঠিক উত্তর: (খ)
৩৬. চোখ ভাল রাখার জন্য সঠিক জীবণধারণ পদ্ধতি হলো-
i. ক্লান্ত চোখকে ঘুমের মাধ্যমে সতেজ করা
ii. মাঝে মাঝে ধূমপান করা
iii. প্রখর রোদে সানগ্র্লাস ব্যবহার করে বাইরে বের হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৭. চোখের জন্য দরকারী সঠিক পুষ্টি সমৃদ্ধ খাবার হলো-
i. ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ খাবার
ii. আঁশ ও চর্বিযুক্ত খাবার
iii. ফ্যাটি এসিড যুক্ত খাবার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৮. অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে-
i. চোখের ফোকাস দূরত্ব হ্রাস পায়
ii. চোখের ফোকাস দূরত্ব বৃদ্ধি পাওয়া
iii. অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯. নীচের কোনটি কাছের বস্তু দেখার কিন্তু দূরের বস্তু না দেখার ত্রুটি নয়?
Ο ক) ক্ষীণ দৃষ্টি
Ο খ) হ্রস্ব দৃষ্টি
Ο গ) মাইওপিয়া
Ο ঘ) হাইপারমটোপিয়া
সঠিক উত্তর: (ঘ)
৪০. চোখের দূর বিন্দু হচ্ছে-
Ο ক) চোখ হতে অসীম দূরে
Ο খ) চোখ হতে সসীম দূরে
Ο গ) চোখ হতে ৫০ সে.মি. দূরে
Ο ঘ) চোখ হতে ৫ সে.মি. দূরে
সঠিক উত্তর: (ক)
৪১. বস্তুর নড়াচড়া বুঝতে সাহায্য করে কোনটি?
Ο ক) রড
Ο খ) ভিট্রিয়াল হিউমার
Ο গ) কোন
Ο ঘ) অ্যাকুয়াস হিউমার
সঠিক উত্তর: (ক)
৪২. স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
Ο ক) ৫ সেমি.
Ο খ) ১০ সেমি.
Ο গ) ২৫ সেমি.
Ο ঘ) ৫০সেমি.
সঠিক উত্তর: (গ)
৪৩. বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক ১ অপেক্ষা বেশি হওয়ার কারণ কোনটি?
Ο ক) বায়ু ও কাচে আলোর বেগ সমান
Ο খ) বায়ু অপেক্ষা কাচে আলোর বেগ বেশি
Ο গ) কাচ অপেক্ষা বায়ুর ঘনত্ব বেশি
Ο ঘ) বায়ু অপেক্ষা কাচের ঘনত্ব বেশি
সঠিক উত্তর: (ঘ)
৪৪. রেটিনার রডের কাজ-
i. রঙের অনুভূতি ও পার্থক্য বুঝিয়ে দেয়া
ii. রঙের নড়াচড়া বুঝিয়ে দেয়া
iii. আলোর তীব্রতার সামান্য হ্রাসবৃদ্ধি বুঝিয়ে দেয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৫. চোখের লেন্সের গোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে কোন ত্রুটির সৃষ্টি হয়?
Ο ক) বিষম দৃষ্টি
Ο খ) হ্রস্ব দৃষ্টি
Ο গ) দূর দৃষ্টি
Ο ঘ) বার্ধক্য দৃষ্টি
সঠিক উত্তর: (গ)
৪৬. লেন্সে আলোর কী ঘটে?
Ο ক) প্রতিসরণ
Ο খ) অপবর্তন
Ο গ) প্রতিফলন
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (ক)
৪৭. চোখের দূর বিন্দুর দূরত্ব কত?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (গ)
৪৮. চোখের কোথায় কোন ব্স্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত হয়?
Ο ক) অ্যাকুয়াস হিউমারে
Ο খ) রেটিনায়
Ο গ) চোখের লেন্সে
Ο ঘ) চোখের মনিতে
সঠিক উত্তর: (খ)
৪৯. কোন ধররে মাছ চোখকে সুস্থ রাখতে সহায়তা করে?
Ο ক) চর্বিযুক্ত
Ο খ) ভিটামিন ডি সমৃদ্ধ
Ο গ) প্রোটিন যুক্ত
Ο ঘ) আয়োডিন যুক্ত
সঠিক উত্তর: (ক)
৫০. শপিংমলে নিরাপত্তার জন্য নিচের কোন দর্পণটি ব্যবহার করা হয়?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) উত্তল দর্পণ
Ο গ) সমতলাবতল দর্পণ
Ο ঘ) অবতল দর্পণ
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Science