এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৪: নবজীবনের সূচনা (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৪: নবজীবনের সূচনা (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. ল্যামার্কিজমের প্রধান প্রাতিপাদ্য হচ্ছে-
i. ব্যবহার ও অব্যবহার সূত্র
ii. পরিবেশের প্রভাব
iii. নতুন প্রজাতির উৎপত্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২. 'প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব' এটি কার রচনা?
Ο ক) স্পেনসার
Ο খ) রাসেরল ওয়াসেল
Ο গ) ডারউইন
Ο ঘ) ল্যামার্ক
সঠিক উত্তর: (গ)

৩. পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি হয় কত বছর পূর্বে?
Ο ক) তিনশত কোটি বছর
Ο খ) সাড়ে তিনশত কোটি বছর
Ο গ) চারশত কোটি বছর
Ο ঘ) সাড়ে চারশত কোটি বছর
সঠিক উত্তর: (খ)

৪. ল্যামার্কবাদ অনুসারে-
i. জীবের প্রয়োজন নতুন অঙ্গের উৎপত্তি হয়
ii. পরিবেশের পরিবর্তনে জীবের দৈহিক পরিবর্তন ঘটে
iii. জীবের অর্জিত সকল বৈশিষ্ট্যের বংশনুসরণ ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫. বহুকোষী উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব হয়েছে-
i. রাসায়নিক বিবর্তনের মাধ্যমে
ii. জৈব বিবর্তনের মাধ্যমে
iii. আকস্মিক ঘটনার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬. বিভিন্ন জীবের অঙ্গপ্রত্যাঙ্গের বাহ্যিক গঠনকে কী বলে?
Ο ক) তুলনামূলক অঙ্গসংস্থান
Ο খ) অঙ্গসংস্থান
Ο গ) সমসংস্থ অঙ্গ
Ο ঘ) সমবৃত্তি অঙ্গ
সঠিক উত্তর: (খ)

৭. সর্বপ্রথম জন্ম নেয়া টেস্টটিউব বেবেটি-
i. ড. পেট্রুসি তৈরি করেন
ii. মাত্র ২৯ দিন বেঁচে ছিল
iii. মাত্র ২৯ ঘন্টা বেঁচে ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৮. কিশোরকাল শুরু হয় কত বছর বয়সের পর থেকে?
Ο ক) ১০
Ο খ) ১১
Ο গ) ১২
Ο ঘ) ১৪
সঠিক উত্তর: (ক)

৯. অস্তিত্বের জন্য সংগ্রাম-
i. আন্তঃ প্রজাতিক সংগ্রাম
ii. অন্তঃপ্রজাতিক সংগ্রাম
iii. পরিবেশের সঙ্গে সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১০. বয়ঃসন্ধিকালে মেয়েরা আকর্ষণবোধ করে কার প্রতি?
Ο ক) মেয়েদের প্রতি
Ο খ) নপুংসক
Ο গ) শিশুদের প্রতি
Ο ঘ) ছেলেদের প্রতি
সঠিক উত্তর: (ঘ)

১১. বর্তমানে পৃথিবী সৃষ্টি হয়-
i. সূর্য থেকে
ii. জ্বলন্ত গ্যাস পিন্ড থেকে
iii. তাপ বিকিরণ পদ্ধতিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১২. কোনটি থেকে জিমনোস্পার্ম জাতীয় উদ্ভিদের আবির্ভব ঘটেছে বলে মনে করা হয়?
Ο ক) মস
Ο খ) শৈবাল
Ο গ) একজীজপত্রী
Ο ঘ) ফার্ন
সঠিক উত্তর: (ঘ)

১৩. শুক্রাণুকে কয় ধরনের সেক্স ক্রোমোজোম পাওয়া যায়?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (খ)

১৪. জেনোফোন জীবাশ্মা আবিষ্কার করেন কত সালে?
Ο ক) খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী
Ο খ) খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী
Ο গ) খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী
Ο ঘ) খ্রিস্টপূর্ব ১ম শতাব্দী
সঠিক উত্তর: (ক)

১৫. দেহের বাইরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটানোকে কী বলে?
Ο ক) ইন ভিজে ফার্টিলাইজেশন
Ο খ) এক্স ডিজে ফার্টিলাইজেশন
Ο গ) ইনভিট্রো ফার্টিলাইশেশন
Ο ঘ) ইনসিটো ফার্টিলাইশেন
সঠিক উত্তর: (গ)

১৬. সমবৃত্তি অঙ্গ হল-
i. পতঙ্গের ডানা
ii. বাদুরের ডানা
iii. চামচিকার ডানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭. মানুষ স্রষ্টার কী ধরনের সৃষ্টি?
Ο ক) মহান
Ο খ) সর্বনিকৃষ্ট
Ο গ) সর্বশ্রেষ্ঠ
Ο ঘ) সর্বলঘিষ্ঠ
সঠিক উত্তর: (গ)

১৮. কন্যা সন্তানের জন্মের জন্য পুরুষ দায়ী কেন?
Ο ক) স্ত্রী Y ক্রোমোজোম ধারণ করে বলে
Ο খ) স্ত্রী শুধু A ক্রোমোজোম ধারণ করে বলে
Ο গ) শুধু পুরুষ Y ক্রোমোজোম ধারণ করে বলে
Ο ঘ) শুধু পুরুষ X ক্রোমোজোম ধারণ করে বলে
সঠিক উত্তর: (গ)

১৯. ছেলেদের বয়ঃসন্ধিকাল-
i. ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে শুরু হয়
ii. ১০-১৫ বছর বয়সের মধ্যে শুরু হয়
iii. সাধারণত মেয়েদের পরে শুরু হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২০. দুইটি জীবের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তাকে কী বলে?
Ο ক) প্রকরণ
Ο খ) বিবর্তন
Ο গ) আবর্তন
Ο ঘ) অভিব্যক্তি
সঠিক উত্তর: (ক)

২১. নিউক্লিওপ্রোটিন থেকে কি সৃষ্টি হয়?
Ο ক) ভাইরাস
Ο খ) T2- ফায ভাইরাস
Ο গ) ব্যাসিলাস ভাইরাস
Ο ঘ) প্রোটোভাইরাস
সঠিক উত্তর: (ঘ)

২২. ড. পেট্রুসি কোন দেশের বিজ্ঞানী?
Ο ক) জার্মানি
Ο খ) ইতালি
Ο গ) সুইডেন
Ο ঘ) অস্ট্রিয়া
সঠিক উত্তর: (খ)

২৩. সৃষ্টির শুরুতে পৃথিবীর বায়ুমন্ডলে ছিল-
i. মিথেন গ্যাস
ii. অ্যামোনিয়া গ্যাস
iii. অক্সিজেন গ্যাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৪. সমবৃত্তি অঙ্গগুলির-
i. উৎপত্তি ও বিকাশ ভিন্ন
ii. কার্যগতভাবে ভিন্নতা আছে
iii. গঠন আলাদা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৫. ডারউইনের মতে, একজোড়া হাতি থেকে এক কোটি নব্বই লাখ হাতি হয় কত বছরে?
Ο ক) ৭৫০ বছরে
Ο খ) ৬৫০ বছরে
Ο গ) ৮৫০ বছরে
Ο ঘ) ৫০০ বছরে
সঠিক উত্তর: (ক)

২৬. ডারউইন কোন দেশের নাগরিক?
Ο ক) গ্রীক
Ο খ) আমেরিকা
Ο গ) ব্রিটিশ
Ο ঘ) রোমান
সঠিক উত্তর: (গ)

২৭. বুকে দুগ্ধগ্রন্থি বর্তমান- i. স্তন্যপায়ীর ii. প্লাটিপাসের iii. পাখির নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৮. ল্যামার্কের কত বছর পর ডাউইন এক বৈপ্লবিক চিন্তার সৃষ্টি করেন?
Ο ক) ৪০ বছর
Ο খ) ৫০ বছর
Ο গ) ৬০ বছর
Ο ঘ) ৭০ বছর
সঠিক উত্তর: (খ)

২৯. ল্যামার্কবাদের প্রতিপাদ্য বিষয়-
i. ব্যবহার ও অব্যবহারের সূত্র
ii. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ
iii. প্রাকৃতিক নির্বাচন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩০. ফিলোসোফিক জুওলজিক বইটি কত খ্রিষ্টাব্দে?
Ο ক) ১৮০৭
Ο খ) ১৮০৮
Ο গ) ১৮০৯
Ο ঘ) ১৮১০
সঠিক উত্তর: (গ)

৩১. 'আদিকোষ' নামে পরিচিত কোনটি?
Ο ক) ব্যাকটেরিয়া
Ο খ) প্রোটোজোয়া
Ο গ) ভাইরাস
Ο ঘ) নিউক্লিক এসিড
সঠিক উত্তর: (ক)

৩২. ফার্ন ব্যক্তিবীজী উদ্ভিদের উদ্ভব এর প্রমাণ বহন করে কোনটি?
Ο ক) টেরিডোস্পার্ম
Ο খ) ইকুইজিটাম
Ο গ) নিটাম
Ο ঘ) গিঙ্কো-বাইলোবা
সঠিক উত্তর: (ক)

৩৩. ঋতুস্রাব সাধারণত কতদিন চলে?
Ο ক) ৪-১০
Ο খ) ৫-৮
Ο গ) ৩-৭
Ο ঘ) ৮-১০
সঠিক উত্তর: (গ)

৩৪. নিউক্লিক এসিড সৃষ্টিতে কোন রশ্মির ভূমিকা রয়েছে?
Ο ক) এক্স রশ্মি
Ο খ) গামা রশ্মি
Ο গ) অতিবেগুনি রশ্মি
Ο ঘ) বেগুনি রশ্মি
সঠিক উত্তর: (গ)

৩৫. কোন পরিবর্তন দেখে সহজেই বোঝা যায় কারো সন্ধিঃকাল চলছে?
Ο ক) দৈহিক ও মানসিক
Ο খ) মানসিক ও শারীরিক
Ο গ) শারীরিক ও দৈহিক
Ο ঘ) মানসিক ও আচরণগত
সঠিক উত্তর: (ঘ)

৩৬. ল্যামার্কের তত্ত্বকে কী বলে?
Ο ক) মার্কসবাদ
Ο খ) ল্যামার্কিজম
Ο গ) ডারউইন
Ο ঘ) প্রকরণবাদ
সঠিক উত্তর: (খ)

৩৭. 'Evolution' শব্দটির উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে?
Ο ক) ল্যাটিন
Ο খ) গ্রীক
Ο গ) ইংরেজি
Ο ঘ) ফরাসি
সঠিক উত্তর: (ক)

৩৮. কী কারণে বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি ঘটত?
Ο ক) ঘূর্ণিঝড়ের কারণে
Ο খ) আগ্নেগিরির অগ্নোপাতের কারণে
Ο গ) জলোচ্ছ্বাসের কারণে
Ο ঘ) টর্নেডোর কারণে
সঠিক উত্তর: (খ)

৩৯. মানুষের ভ্রুণে- i. ফুলকা থাকে ii. ফুলকা ছিদ্র থাকে iii. লেজ থাকে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪০. স্পেনসার পেশায় কী ছিলেন?
Ο ক) বিজ্ঞানী
Ο খ) শিক্ষাবিদ
Ο গ) ইংরেজি
Ο ঘ) কাঠমিস্ত্রি
সঠিক উত্তর: (খ)

৪১. ককসিক্স-
i. মানুষের লুপ্তপ্রায় অঙ্গ
ii. মানুষের পূর্ব পুরুষে সুগঠিত ছিল
iii. মেরুদন্ডের শেষপ্রান্তে অবস্থিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪২. মেয়েদের শরীরে গর্ভধারনের সময় অস্বস্তিকর লক্ষণগুলো-
i. মাথাঘোরা
ii. স্তন বড় ও ভারী হওয়া
iii. বমিবমি ভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৩. ৬ বছর বয়সের পর ছেলেকে কি বলে?
Ο ক) শিশু
Ο খ) কিশোর
Ο গ) বালক
Ο ঘ) যুবক
সঠিক উত্তর: (গ)

৪৪. কোন সূচক বর্ণের দ্বারা পুরুষ ক্রোমোজোম দেখানো হয়?
Ο ক) A + XY
Ο খ) A + XX
Ο গ) Za + XY
Ο ঘ) ZA + XX
সঠিক উত্তর: (গ)

৪৫. কানেকটিং লিংক -এর উদাহরণ-
i. প্লাটিপাস
ii. টেরিডোস্পার্ম
iii. আর্কিওপটেরিক্স
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৬. দুটি জীবের বৈশিষ্ট্যের মধ্যে যে পার্থক্য তা হলো-
i. প্রকরণ
ii. বিবর্তন
iii. পরিবৃত্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪৭. আর্কিওপূটেরিক্স নামক প্রাণীর বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) মানুষের মতো পা
Ο খ) পালকবিহীন ডানা
Ο গ) ছোট লেজ
Ο ঘ) চঞ্চু
সঠিক উত্তর: (ঘ)

৪৮. 'প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব' বইটি কত সালে প্রকাশিত হয়?
Ο ক) ১৮৪৯
Ο খ) ১৯৫৯
Ο গ) ১৮৬৯
Ο ঘ) ১৮৭৯
সঠিক উত্তর: (খ)

৪৯. কখন ছেলে সন্তান হয়?
Ο ক) ডিম্বাণু ও X ক্রোমোজোমবিশিষ্ট শ্রুকাণুর মিলন হলে
Ο খ) ডিম্বাণু ও X ক্রোমোজোমবিশিষ্ট শূক্রাণুর মিলন হলে
Ο গ) দুটি ডিম্বাণুর পরস্পরিক মিলন হলে
Ο ঘ) দুটি শুক্রাণুর পারস্পরিক মিলন হলে
সঠিক উত্তর: (ক)

৫০. গিরিগিটি পায়ের সংখ্যা কত?
Ο ক) তিনটি
Ο খ) ছয়টি
Ο গ) চারটি
Ο ঘ) আটটি
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post