ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৩: হৃদযন্ত্রের যত কথা (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. পূর্ণবয়স্ক নারীর দেহে লোহিত রক্ত কণিকার সংখ্যা-
Ο ক) ৪-৫ লাখ
Ο খ) ৪.৫-৫.৫ লাখ
Ο গ) ৬০-৭০ লাখ
Ο ঘ) ৮০-৯০ লাখ
সঠিক উত্তর: (ক)
২. কাদের দেহে অনুচক্রিকার সংখ্যা বেশি থাকে?
Ο ক) ভ্রূণদেহে
Ο খ) শিশুদেহে
Ο গ) অসুস্থদেহে
Ο ঘ) পরিনতদেহে
সঠিক উত্তর: (গ)
৩. রক্তরসে বিদ্যমান অজৈব পদার্থগুলো হলো-
i. সোডিয়াম
ii. পটাসিয়াম
iii. ক্যালসিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪. রক্ত কোষ কতৃক সৃষ্ট পদার্থকে কী বলে?
Ο ক) অ্যান্টিবডি
Ο খ) অ্যান্টিজেন
Ο গ) অ্যান্টি টক্সিন
Ο ঘ) গ্লুটিনিন
সঠিক উত্তর: (ক)
৫. হৃদস্পন্দনের ত্রুটিপূর্ণ প্রবাহ হলে তাকে কী বলে?
Ο ক) হার্ট ফেইলওর
Ο খ) হার্ট অ্যাটাক
Ο গ) হার্ট ব্লক
Ο ঘ) হাইপার টেনশন
সঠিক উত্তর: (গ)
৬. LDL এর পূর্ণ রূপ-
Ο ক) Low Density Liporprotein
Ο খ) Low Density Lipid
Ο গ) Low Density Liquid
Ο ঘ) Long Distance Lipid
সঠিক উত্তর: (ক)
৭. কোনটি অনুচক্রিকার প্রধান কাজ?
Ο ক) অক্সিজেন সরবরাহ করা
Ο খ) জীবাণু ভক্ষণ করা
Ο গ) অম্ল-ক্ষারের সমতা রক্ষা করা
Ο ঘ) রক্ত তঞ্চনে সাহায্য করা
সঠিক উত্তর: (ঘ)
৮. একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে কতবার হৃদস্পন্দন হয়?
Ο ক) ৪০-৮০
Ο খ) ৫০-৯০
Ο গ) ৬০-১০
Ο ঘ) ৭০-১০
সঠিক উত্তর: (ঘ)
৯. দুই ধরনের অ্যান্টিবডি রক্তনালিকার রক্ত জমাট বাঁধলে তাকে কী বলে?
Ο ক) সেরিব্রাল থ্রম্বোসিস
Ο খ) করোনারি থ্রম্বোসিস
Ο গ) পারপুরা
Ο ঘ) অ্যানিমিয়া
সঠিক উত্তর: (ক)
১০. নিউক্লিয়াসবিহীন পরিণত লোহিত রক্তকণিকা উপস্থিতি কোন প্রাণীতে?
Ο ক) মাছ
Ο খ) মানুষ
Ο গ) ব্যাঙ
Ο ঘ) পাখি
সঠিক উত্তর: (খ)
১১. ডায়াবেটিস রোগীদের কোন রোগ হওয়ার প্রবণতা বেশি থাকে?
Ο ক) হার্ট ব্লক
Ο খ) হার্ট ফেলিওর
Ο গ) করোনারি হৃদরোগ
Ο ঘ) প্যারালাইসিস
সঠিক উত্তর: (গ)
১২. হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভব করাকে কী বলে?
Ο ক) পালস
Ο খ) লাব
Ο গ) ডাব
Ο ঘ) ইসিজি
সঠিক উত্তর: (ক)
১৩. অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলানায় বেড়ে যাওয়াকে কী বলে?
Ο ক) পারপুরা
Ο খ) থ্রম্বোসাইটোসিস
Ο গ) থ্যালসিমিয়া
Ο ঘ) লিউকোমিয়া
সঠিক উত্তর: (গ)
১৪. কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগজীবাণুকে ধ্বংস করে?
Ο ক) বেসোফিল
Ο খ) মনোসাইট
Ο গ) নিউট্রোফিল
Ο ঘ) বেসোফিল
সঠিক উত্তর: (খ)
১৫. হৃদপিন্ডে ত্রুটিপূর্ণ স্পন্দন প্রবাহ উৎপন্ন হলে তাকে কী বলে?
Ο ক) হার্ট অ্যাটাক
Ο খ) হার্ট ব্লক
Ο গ) হার্টবিট
Ο ঘ) হার্ট ফেলিওর
সঠিক উত্তর: (খ)
১৬. বি গ্রুপের রক্তের অধিকারী মানুষ-
Ο ক) ৯%
Ο খ) ৪৪১২%
Ο গ) ৩%
Ο ঘ) ৪৬%
সঠিক উত্তর: (ক)
১৭. মিলির বাবার ডায়াবেটিস রোগ আছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে তাকেঁ করতে হবে-
i. খাদ্য নিয়ন্ত্রণ
ii. ওষুধ সেবন
iii. জীবন শৃঙ্খলা মেনে চলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮. লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পেলে তাকে কী বলে?
Ο ক) পলিসাইথিমিয়া
Ο খ) অ্যানিমিয়া
Ο গ) লিউকোমিয়া
Ο ঘ) পারপুরা
সঠিক উত্তর: (ক)
১৯. পূর্ব বয়স্ক মানুষের দেহের মোট ওজনের কত ভাগ রক্ত?
Ο ক) প্রায় ৮%
Ο খ) প্রায় ৯%
Ο গ) প্রায় ৬%
Ο ঘ) প্রায় ৭%
সঠিক উত্তর: (ক)
২০. মানুষের দেহে থ্যালসিমিয়া রোগের প্রকাশ ঘটায় কারণ কোনটি?
Ο ক) অটোজোম ক্রোমোজোমের প্রকট জিন
Ο খ) অটোজোম ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন
Ο গ) হিমোগ্লোবিনের অস্বাভাবিক বৃদ্ধি
Ο ঘ) শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক বৃদ্ধি
সঠিক উত্তর: (খ)
২১. রক্তরসে পানির পরিমাণ শতকরা-
Ο ক) ৮০%
Ο খ) ৮৫%
Ο গ) ৯০%
Ο ঘ) ৯৫%
সঠিক উত্তর: (গ)
২২. কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে-
Ο ক) পালমোনারি
Ο খ) পালমোনারি ধমনি
Ο গ) অ্যাওর্টা
Ο ঘ) বাম ভেন্ট্রিকল
সঠিক উত্তর: (খ)
২৩. ধমনি ও শিরার মধ্যে সাদৃশ্য কোনটি?
Ο ক) উভয়ে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে
Ο খ) উভয়ের প্রাচীর তিন স্তরবিশিষ্ট
Ο গ) উভয়টিতে কপাটিকা থাকে
Ο ঘ) উভয়ে হৃৎপিন্ড থেকে সারাদেহে রক্ত ছড়িয়ে দেয়
সঠিক উত্তর: (খ)
২৪. বহিরাগত অযাচিত প্রোটিন রক্তে কী তৈরিতে উদ্বুদ্ধ করে?
Ο ক) অ্যান্টিবডি
Ο খ) হরমোন
Ο গ) এনজাইম
Ο ঘ) অ্যান্টিজেন
সঠিক উত্তর: (ক)
২৫. রক্তরস তরল অংশকে কী বলে?
Ο ক) সিরাম
Ο খ) রক্তকণিকা
Ο গ) লসিকা
Ο ঘ) প্লাজমা
সঠিক উত্তর: (ঘ)
২৬. কোনটি রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে?
Ο ক) কোলেস্টেরল
Ο খ) অ্যামাইনো এসিড
Ο গ) ফ্যাটি এসিড
Ο ঘ) গ্লুকোজ
সঠিক উত্তর: (ক)
২৭. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সতর্কতামূলক উপায়-
i. সুষম খাবার খাওয়া
ii. নিয়মিত ব্যায়াম করা
iii. ৭-৮ ঘন্টা ঘুমানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮. Rh- বিশিষ্ট রত্কে Rh+ বিশিষ্ট রক্ত দিলে গ্রহীতার রক্তরসে ক্রমশ বিপরীত অ্যান্টিবডি গড়ে উঠবে-
i. Rh- অ্যান্টিজেনের
ii. Rh+ অ্যান্টিজেনের
iii. তার নাম Rh+ অ্যান্টি ফ্যাক্টর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৯. ডায়াবেটিস কেন হয়?
Ο ক) বংশগত কারণে
Ο খ) ভিটামিনের অভাবে
Ο গ) এক ধরনের ভাইরাসের আক্রমণে
Ο ঘ) অতিরিক্ত দৈহিক পরিশ্রমে
সঠিক উত্তর: (ক)
৩০. রক্তরসে দ্রবীভূত অবস্থায় থাকা জৈব ও অজৈব পদার্থের পরিমাণ কত?
Ο ক) ২০%
Ο খ) ১৫%
Ο গ) ৮০%
Ο ঘ) ১০%
সঠিক উত্তর: (ঘ)
৩১. প্রতি ডিগ্রী ফারেনহাইট তাপ বৃদ্ধির জন্য প্রতি মিনিটে পালসের গতি কতবার বাড়ে?
Ο ক) ৮
Ο খ) ১০
Ο গ) ১২
Ο ঘ) ২০
সঠিক উত্তর: (খ)
৩২. পালস রেট এর কম স্বাভাবিক-
i. ঘুমানো অবস্থায়
ii. সুনিদ্রার পর সকালে
iii. ব্যায়ামের পর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩. শিরার উৎপত্তি কোথা হতে?
Ο ক) হৃৎপিন্ড
Ο খ) কৈশিক জালিকা
Ο গ) পালমোনারি নালি
Ο ঘ) উপশিরা
সঠিক উত্তর: (খ)
৩৪. সাইটোপ্লাজমের দানার ওপর ভিত্তি করে শ্বেত কণিকা কত রকমের?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৩৫. রক্তের অ্যান্টিজেনের ভিত্তিতে মানুষকে কয়টি গ্রুপে বিভক্ত করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (গ)
৩৬. করোনারি হৃদরোগের পূর্ব লক্ষণ কোনটি?
Ο ক) ডায়রিয়া
Ο খ) উচ্চ রক্তচাপ
Ο গ) জন্ডিস
Ο ঘ) আমাশয়
সঠিক উত্তর: (খ)
৩৭. লোহিত রক্তকণিকার আকৃতি কীরূপ?
Ο ক) দ্বি-অবতল
Ο খ) দ্বি-উত্তল
Ο গ) উত্তল-অবতল
Ο ঘ) অবতল-উত্তল
সঠিক উত্তর: (ক)
৩৮. অ্যান্টিবডি কোথায় থাকে?
Ο ক) রক্তরসে
Ο খ) সিরামে
Ο গ) বৃক্কে
Ο ঘ) লসিকায়
সঠিক উত্তর: (ক)
৩৯. ধমনি ও শিরার পার্থক্য হলো-
i. প্রথমটি বিশুদ্ধ ও দ্বিতীয়টি দূষিত রক্ত বহন করে
ii. প্রথমটিতে কপাটিকা আছে, দ্বিতীয়টিতে তা নেই
iii. প্রথমটির প্রাচীর পুরু এবং দ্বিতীয়টির প্রাচীর পাতলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪০. রক্তরসে দ্রবীভূত অবস্থায় কোনটি থাকে?
Ο ক) লোহিত রক্তকণিকা
Ο খ) শ্বেত রক্তকণিকা
Ο গ) অনুচক্রিকা
Ο ঘ) জৈব ও অজৈব পদার্থ
সঠিক উত্তর: (ঘ)
৪১. ইনসুলিন কিসের চিকিৎসায় ব্যবহৃত হয়?
Ο ক) লিউকোমিয়া
Ο খ) অ্যানিমিয়া
Ο গ) ডায়াবেটিস
Ο ঘ) পারপুরা
সঠিক উত্তর:
৪২. কোনটি রক্তরসের জৈব পদার্থ?
Ο ক) সোডিয়াম
Ο খ) ক্লোরিন
Ο গ) লৌহ
Ο ঘ) ভিটামিন
সঠিক উত্তর: (ঘ)
৪৩. যে সব মানুষের রক্তে Rh ফ্যাক্টর উপস্থিত তাদের কী বলে?
Ο ক) Rh + Ve
Ο খ) Rh - Ve
Ο গ) O + Ve
Ο ঘ) O - Ve
সঠিক উত্তর: (ক)
৪৪. গ্রানুলোসাইট শ্বেত কণিকার অন্তর্ভূক্ত-
i. নিউট্রোফিল
ii. ইওসিনোফিল
iii. বেসোফিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৫. পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের দেহে রক্তের পরিমাণ-
Ο ক) ৪-৫ লিটার
Ο খ) ৫-৬ লিটার
Ο গ) ৬-৭ লিটার
Ο ঘ) ৭-৮ লিটার
সঠিক উত্তর: (খ)
৪৬. হৃৎপিন্ডকে ভালো রাখা যায়-
i. শুধু প্রাণিজ প্রোটিন খেয়ে
ii. দেহের ওজন স্বাভাবিক রেখে
iii. সুষম খাদ্য গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৭. সারাদেহে নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি?
Ο ক) রক্ত
Ο খ) লসিকা
Ο গ) বৃক্ক
Ο ঘ) পাকস্থলি
সঠিক উত্তর: (ক)
৪৮. অণুচক্রিকার আকার-
i. দ্বি-অবতল
ii. গোলাকার ও বড় আকৃতি
iii. ডিম্বাকার, বড় আকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৯. লোহিত কণিকার কাজ-
i. দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা
ii. অ্যান্টিবডি তৈরি করা
iii. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫০. পারপুরা অবস্থা সৃষ্টি হয় কোন রোগে আক্রান্ত হলে?
Ο ক) নিউমোনিয়া
Ο খ) হুপিং কাশি
Ο গ) ডেঙ্গজ্বর
Ο ঘ) ব্লাড ক্যান্সার
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. পূর্ণবয়স্ক নারীর দেহে লোহিত রক্ত কণিকার সংখ্যা-
Ο ক) ৪-৫ লাখ
Ο খ) ৪.৫-৫.৫ লাখ
Ο গ) ৬০-৭০ লাখ
Ο ঘ) ৮০-৯০ লাখ
সঠিক উত্তর: (ক)
২. কাদের দেহে অনুচক্রিকার সংখ্যা বেশি থাকে?
Ο ক) ভ্রূণদেহে
Ο খ) শিশুদেহে
Ο গ) অসুস্থদেহে
Ο ঘ) পরিনতদেহে
সঠিক উত্তর: (গ)
৩. রক্তরসে বিদ্যমান অজৈব পদার্থগুলো হলো-
i. সোডিয়াম
ii. পটাসিয়াম
iii. ক্যালসিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪. রক্ত কোষ কতৃক সৃষ্ট পদার্থকে কী বলে?
Ο ক) অ্যান্টিবডি
Ο খ) অ্যান্টিজেন
Ο গ) অ্যান্টি টক্সিন
Ο ঘ) গ্লুটিনিন
সঠিক উত্তর: (ক)
৫. হৃদস্পন্দনের ত্রুটিপূর্ণ প্রবাহ হলে তাকে কী বলে?
Ο ক) হার্ট ফেইলওর
Ο খ) হার্ট অ্যাটাক
Ο গ) হার্ট ব্লক
Ο ঘ) হাইপার টেনশন
সঠিক উত্তর: (গ)
৬. LDL এর পূর্ণ রূপ-
Ο ক) Low Density Liporprotein
Ο খ) Low Density Lipid
Ο গ) Low Density Liquid
Ο ঘ) Long Distance Lipid
সঠিক উত্তর: (ক)
৭. কোনটি অনুচক্রিকার প্রধান কাজ?
Ο ক) অক্সিজেন সরবরাহ করা
Ο খ) জীবাণু ভক্ষণ করা
Ο গ) অম্ল-ক্ষারের সমতা রক্ষা করা
Ο ঘ) রক্ত তঞ্চনে সাহায্য করা
সঠিক উত্তর: (ঘ)
৮. একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে কতবার হৃদস্পন্দন হয়?
Ο ক) ৪০-৮০
Ο খ) ৫০-৯০
Ο গ) ৬০-১০
Ο ঘ) ৭০-১০
সঠিক উত্তর: (ঘ)
৯. দুই ধরনের অ্যান্টিবডি রক্তনালিকার রক্ত জমাট বাঁধলে তাকে কী বলে?
Ο ক) সেরিব্রাল থ্রম্বোসিস
Ο খ) করোনারি থ্রম্বোসিস
Ο গ) পারপুরা
Ο ঘ) অ্যানিমিয়া
সঠিক উত্তর: (ক)
১০. নিউক্লিয়াসবিহীন পরিণত লোহিত রক্তকণিকা উপস্থিতি কোন প্রাণীতে?
Ο ক) মাছ
Ο খ) মানুষ
Ο গ) ব্যাঙ
Ο ঘ) পাখি
সঠিক উত্তর: (খ)
১১. ডায়াবেটিস রোগীদের কোন রোগ হওয়ার প্রবণতা বেশি থাকে?
Ο ক) হার্ট ব্লক
Ο খ) হার্ট ফেলিওর
Ο গ) করোনারি হৃদরোগ
Ο ঘ) প্যারালাইসিস
সঠিক উত্তর: (গ)
১২. হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভব করাকে কী বলে?
Ο ক) পালস
Ο খ) লাব
Ο গ) ডাব
Ο ঘ) ইসিজি
সঠিক উত্তর: (ক)
১৩. অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলানায় বেড়ে যাওয়াকে কী বলে?
Ο ক) পারপুরা
Ο খ) থ্রম্বোসাইটোসিস
Ο গ) থ্যালসিমিয়া
Ο ঘ) লিউকোমিয়া
সঠিক উত্তর: (গ)
১৪. কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগজীবাণুকে ধ্বংস করে?
Ο ক) বেসোফিল
Ο খ) মনোসাইট
Ο গ) নিউট্রোফিল
Ο ঘ) বেসোফিল
সঠিক উত্তর: (খ)
১৫. হৃদপিন্ডে ত্রুটিপূর্ণ স্পন্দন প্রবাহ উৎপন্ন হলে তাকে কী বলে?
Ο ক) হার্ট অ্যাটাক
Ο খ) হার্ট ব্লক
Ο গ) হার্টবিট
Ο ঘ) হার্ট ফেলিওর
সঠিক উত্তর: (খ)
১৬. বি গ্রুপের রক্তের অধিকারী মানুষ-
Ο ক) ৯%
Ο খ) ৪৪১২%
Ο গ) ৩%
Ο ঘ) ৪৬%
সঠিক উত্তর: (ক)
১৭. মিলির বাবার ডায়াবেটিস রোগ আছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে তাকেঁ করতে হবে-
i. খাদ্য নিয়ন্ত্রণ
ii. ওষুধ সেবন
iii. জীবন শৃঙ্খলা মেনে চলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮. লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পেলে তাকে কী বলে?
Ο ক) পলিসাইথিমিয়া
Ο খ) অ্যানিমিয়া
Ο গ) লিউকোমিয়া
Ο ঘ) পারপুরা
সঠিক উত্তর: (ক)
১৯. পূর্ব বয়স্ক মানুষের দেহের মোট ওজনের কত ভাগ রক্ত?
Ο ক) প্রায় ৮%
Ο খ) প্রায় ৯%
Ο গ) প্রায় ৬%
Ο ঘ) প্রায় ৭%
সঠিক উত্তর: (ক)
২০. মানুষের দেহে থ্যালসিমিয়া রোগের প্রকাশ ঘটায় কারণ কোনটি?
Ο ক) অটোজোম ক্রোমোজোমের প্রকট জিন
Ο খ) অটোজোম ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন
Ο গ) হিমোগ্লোবিনের অস্বাভাবিক বৃদ্ধি
Ο ঘ) শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক বৃদ্ধি
সঠিক উত্তর: (খ)
২১. রক্তরসে পানির পরিমাণ শতকরা-
Ο ক) ৮০%
Ο খ) ৮৫%
Ο গ) ৯০%
Ο ঘ) ৯৫%
সঠিক উত্তর: (গ)
২২. কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে-
Ο ক) পালমোনারি
Ο খ) পালমোনারি ধমনি
Ο গ) অ্যাওর্টা
Ο ঘ) বাম ভেন্ট্রিকল
সঠিক উত্তর: (খ)
২৩. ধমনি ও শিরার মধ্যে সাদৃশ্য কোনটি?
Ο ক) উভয়ে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে
Ο খ) উভয়ের প্রাচীর তিন স্তরবিশিষ্ট
Ο গ) উভয়টিতে কপাটিকা থাকে
Ο ঘ) উভয়ে হৃৎপিন্ড থেকে সারাদেহে রক্ত ছড়িয়ে দেয়
সঠিক উত্তর: (খ)
২৪. বহিরাগত অযাচিত প্রোটিন রক্তে কী তৈরিতে উদ্বুদ্ধ করে?
Ο ক) অ্যান্টিবডি
Ο খ) হরমোন
Ο গ) এনজাইম
Ο ঘ) অ্যান্টিজেন
সঠিক উত্তর: (ক)
২৫. রক্তরস তরল অংশকে কী বলে?
Ο ক) সিরাম
Ο খ) রক্তকণিকা
Ο গ) লসিকা
Ο ঘ) প্লাজমা
সঠিক উত্তর: (ঘ)
২৬. কোনটি রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে?
Ο ক) কোলেস্টেরল
Ο খ) অ্যামাইনো এসিড
Ο গ) ফ্যাটি এসিড
Ο ঘ) গ্লুকোজ
সঠিক উত্তর: (ক)
২৭. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সতর্কতামূলক উপায়-
i. সুষম খাবার খাওয়া
ii. নিয়মিত ব্যায়াম করা
iii. ৭-৮ ঘন্টা ঘুমানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮. Rh- বিশিষ্ট রত্কে Rh+ বিশিষ্ট রক্ত দিলে গ্রহীতার রক্তরসে ক্রমশ বিপরীত অ্যান্টিবডি গড়ে উঠবে-
i. Rh- অ্যান্টিজেনের
ii. Rh+ অ্যান্টিজেনের
iii. তার নাম Rh+ অ্যান্টি ফ্যাক্টর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৯. ডায়াবেটিস কেন হয়?
Ο ক) বংশগত কারণে
Ο খ) ভিটামিনের অভাবে
Ο গ) এক ধরনের ভাইরাসের আক্রমণে
Ο ঘ) অতিরিক্ত দৈহিক পরিশ্রমে
সঠিক উত্তর: (ক)
৩০. রক্তরসে দ্রবীভূত অবস্থায় থাকা জৈব ও অজৈব পদার্থের পরিমাণ কত?
Ο ক) ২০%
Ο খ) ১৫%
Ο গ) ৮০%
Ο ঘ) ১০%
সঠিক উত্তর: (ঘ)
৩১. প্রতি ডিগ্রী ফারেনহাইট তাপ বৃদ্ধির জন্য প্রতি মিনিটে পালসের গতি কতবার বাড়ে?
Ο ক) ৮
Ο খ) ১০
Ο গ) ১২
Ο ঘ) ২০
সঠিক উত্তর: (খ)
৩২. পালস রেট এর কম স্বাভাবিক-
i. ঘুমানো অবস্থায়
ii. সুনিদ্রার পর সকালে
iii. ব্যায়ামের পর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩. শিরার উৎপত্তি কোথা হতে?
Ο ক) হৃৎপিন্ড
Ο খ) কৈশিক জালিকা
Ο গ) পালমোনারি নালি
Ο ঘ) উপশিরা
সঠিক উত্তর: (খ)
৩৪. সাইটোপ্লাজমের দানার ওপর ভিত্তি করে শ্বেত কণিকা কত রকমের?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৩৫. রক্তের অ্যান্টিজেনের ভিত্তিতে মানুষকে কয়টি গ্রুপে বিভক্ত করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (গ)
৩৬. করোনারি হৃদরোগের পূর্ব লক্ষণ কোনটি?
Ο ক) ডায়রিয়া
Ο খ) উচ্চ রক্তচাপ
Ο গ) জন্ডিস
Ο ঘ) আমাশয়
সঠিক উত্তর: (খ)
৩৭. লোহিত রক্তকণিকার আকৃতি কীরূপ?
Ο ক) দ্বি-অবতল
Ο খ) দ্বি-উত্তল
Ο গ) উত্তল-অবতল
Ο ঘ) অবতল-উত্তল
সঠিক উত্তর: (ক)
৩৮. অ্যান্টিবডি কোথায় থাকে?
Ο ক) রক্তরসে
Ο খ) সিরামে
Ο গ) বৃক্কে
Ο ঘ) লসিকায়
সঠিক উত্তর: (ক)
৩৯. ধমনি ও শিরার পার্থক্য হলো-
i. প্রথমটি বিশুদ্ধ ও দ্বিতীয়টি দূষিত রক্ত বহন করে
ii. প্রথমটিতে কপাটিকা আছে, দ্বিতীয়টিতে তা নেই
iii. প্রথমটির প্রাচীর পুরু এবং দ্বিতীয়টির প্রাচীর পাতলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪০. রক্তরসে দ্রবীভূত অবস্থায় কোনটি থাকে?
Ο ক) লোহিত রক্তকণিকা
Ο খ) শ্বেত রক্তকণিকা
Ο গ) অনুচক্রিকা
Ο ঘ) জৈব ও অজৈব পদার্থ
সঠিক উত্তর: (ঘ)
৪১. ইনসুলিন কিসের চিকিৎসায় ব্যবহৃত হয়?
Ο ক) লিউকোমিয়া
Ο খ) অ্যানিমিয়া
Ο গ) ডায়াবেটিস
Ο ঘ) পারপুরা
সঠিক উত্তর:
৪২. কোনটি রক্তরসের জৈব পদার্থ?
Ο ক) সোডিয়াম
Ο খ) ক্লোরিন
Ο গ) লৌহ
Ο ঘ) ভিটামিন
সঠিক উত্তর: (ঘ)
৪৩. যে সব মানুষের রক্তে Rh ফ্যাক্টর উপস্থিত তাদের কী বলে?
Ο ক) Rh + Ve
Ο খ) Rh - Ve
Ο গ) O + Ve
Ο ঘ) O - Ve
সঠিক উত্তর: (ক)
৪৪. গ্রানুলোসাইট শ্বেত কণিকার অন্তর্ভূক্ত-
i. নিউট্রোফিল
ii. ইওসিনোফিল
iii. বেসোফিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৫. পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের দেহে রক্তের পরিমাণ-
Ο ক) ৪-৫ লিটার
Ο খ) ৫-৬ লিটার
Ο গ) ৬-৭ লিটার
Ο ঘ) ৭-৮ লিটার
সঠিক উত্তর: (খ)
৪৬. হৃৎপিন্ডকে ভালো রাখা যায়-
i. শুধু প্রাণিজ প্রোটিন খেয়ে
ii. দেহের ওজন স্বাভাবিক রেখে
iii. সুষম খাদ্য গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৭. সারাদেহে নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি?
Ο ক) রক্ত
Ο খ) লসিকা
Ο গ) বৃক্ক
Ο ঘ) পাকস্থলি
সঠিক উত্তর: (ক)
৪৮. অণুচক্রিকার আকার-
i. দ্বি-অবতল
ii. গোলাকার ও বড় আকৃতি
iii. ডিম্বাকার, বড় আকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৯. লোহিত কণিকার কাজ-
i. দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা
ii. অ্যান্টিবডি তৈরি করা
iii. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫০. পারপুরা অবস্থা সৃষ্টি হয় কোন রোগে আক্রান্ত হলে?
Ο ক) নিউমোনিয়া
Ο খ) হুপিং কাশি
Ο গ) ডেঙ্গজ্বর
Ο ঘ) ব্লাড ক্যান্সার
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Science