এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১৪: জীবন বাঁচাতে বিজ্ঞান (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১৪: জীবন বাঁচাতে বিজ্ঞান (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. অস্ত্রোপচার না করে অভ্যন্তরের অঙ্গ প্রত্যঙ্গ দেখার জন্য যন্ত্র কোনটি?
Ο ক) মাইক্রোস্কোপ
Ο খ) এন্ডোস্কোপি
Ο গ) পেরিস্কোপ
Ο ঘ) এম আর আই
সঠিক উত্তর: (খ)

২. এন্ডোস্কোপিতে কী ব্যবহার করা হয়?
Ο ক) টেলিস্কোপ
Ο খ) মাইক্রোস্কোপ
Ο গ) অপটিক্যাল ফাইবার
Ο ঘ) আতশী কাঁচ
সঠিক উত্তর: (গ)

৩. মূত্রথলির সমস্যা কোনটির মাধ্যমে নির্ণয় করা হয়?
Ο ক) এক্সরে
Ο খ) এন্ডোস্কোপি
Ο গ) সিটিস্ক্যান
Ο ঘ) এমআর আই
সঠিক উত্তর: (খ)

৪. ক্যান্সারের চিকিৎসা হলো-
i. ফিজিওথেরাপি
ii. রেডিওথেরাপি
iii. কেমোথেরাপি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৫. পেটের আলসার নির্ণয়ে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) এন্ডোস্কোপি
Ο খ) ইসিজি
Ο গ) এনজিওগ্রাফি
Ο ঘ) এম আর আই
সঠিক উত্তর: (ক)

৬. আল্ট্রাসনোগ্রাফিতে কোন শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়?
Ο ক) শব্দেতর
Ο খ) শ্রবণোত্তর
Ο গ) উভয়
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)

৭. কোন পরীক্ষাটিতে গ্রাফ দেখেই হৃৎপিন্ড সার্বিকভাবে কাজ করছে কিনা বোঝা যায়?
Ο ক) এক্সরে
Ο খ) ইসিজি
Ο গ) কেমোথেরাপি
Ο ঘ) এনজিওগ্রাফি
সঠিক উত্তর: (খ)

৮. রোগাক্রান্ত কোষকে ধ্বংস করতে পারে কোনটি?
Ο ক) এক্সরে
Ο খ) আলোক রশ্মি
Ο গ) আল্ট্রাসনোগ্রাফি
Ο ঘ) সিটিস্ক্যান
সঠিক উত্তর: (ক)

৯. শরীরের কোন রাসায়নিক উপাদান ঠিক আছে কিনা কিসের মাধ্যমে জানা যায়?
Ο ক) সিটিস্ক্যান
Ο খ) এম আর আই
Ο গ) ই.সি.জি
Ο ঘ) এন্ডোস্কোপি
সঠিক উত্তর: (গ)

১০. আলোর প্রতিসরণ ব্যবহার করা হয় কোনটিতে?
Ο ক) এক্সরে
Ο খ) আল্ট্রাসনোগ্রাফি
Ο গ) এম আর আই
Ο ঘ) সিটি স্ক্যান
সঠিক উত্তর: (ঘ)

১১. টাংস্টেনের মধ্যে উচ্চবিভব সম্পন তড়িৎ চালনা করলে-
i. গরম হয়
ii. এক্স-রে উৎপন্ন হয়
iii. ইলেকট্রন নির্গত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

১২. পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এলার্জি হয়-
i. সিটি স্ক্যান
ii. এনজিওগ্রাফি
iii. এম আর আই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩. আল্ট্রাসনোগ্রাফিতে উৎপন্ন তরঙ্গ কিসের মাধ্যমে পাওয়া যায়?
Ο ক) বৈদ্যুতিকভাবে
Ο খ) চৌম্বকের প্রভাবে
Ο গ) আলোকের প্রভাবে
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)

১৪. এক্সরেতে কোন ধাতুর কুন্ডলী থাকে যা থেকে ইলেকট্রন নির্গত হয়?
Ο ক) মলিবডেনাম
Ο খ) টাংস্টেন
Ο গ) প্লাটিনাম
Ο ঘ) ইরিডিয়াম
সঠিক উত্তর: (খ)

১৫. নিউমোনিয়া সনাক্তকরনে ব্যবহৃত হয়-
Ο ক) এক্সরে
Ο খ) গামা রে
Ο গ) সিটিস্ক্যান
Ο ঘ) আলট্রাসনোগ্রাফ
সঠিক উত্তর: (ক)

১৬. বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহার করে নিচের কোন পরীক্ষাটি করা হয়?
Ο ক) আল্ট্রাসনোগ্রাফি
Ο খ) ই.সি.জি
Ο গ) এম আর আই
Ο ঘ) কেমোথেরাপি
সঠিক উত্তর: (খ)

১৭. অণুচক্রিকা উৎপাদন বাধাগ্রস্ত করে কোনটি?
Ο ক) ইসিজি
Ο খ) এন্ডোস্কোপি
Ο গ) কেমোথেরাপি
Ο ঘ) এম আর আই
সঠিক উত্তর: (গ)

১৮. পায়খানার রং কালচে হয়ে পড়ে কোন পরীক্ষায়?
Ο ক) রেডিওথেরাপি
Ο খ) কেমোথেরাপি
Ο গ) এন্ডোস্কোপি
Ο ঘ) এনজিওগ্রাফি
সঠিক উত্তর: (গ)

১৯. জীবদেহ গঠিত-
Ο ক) কোষ দ্বারা
Ο খ) মাটি দ্বারা
Ο গ) পানি দ্বারা
Ο ঘ) বায়ু দ্বারা
সঠিক উত্তর: (ক)

২০. এক্সরের ক্ষেত্রে -
i. তড়িৎ চৌম্বক বিকিরণ
ii. পেশির অবস্থান পরিবর্তন নির্ণয়ে ব্যবহার হয়
iii. উচ্চ গতিসম্পন্ন নিউট্রন ধাতুতে আঘাত করলে উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২১. MRI এর পূর্ণরূপ কী?
Ο ক) Manual Reporting Index
Ο খ) Monthy Report of Ignorance
Ο গ) Magnetic Resonance Imaging
Ο ঘ) Magnetic Recording Instrument
সঠিক উত্তর: (গ)

২২. ভাঙা হাড় শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) ই. সি. জি
Ο খ) রাসায়নিক ঔষধ
Ο গ) এক্সরে
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)

২৩. ক্যান্সার আক্রান্ত কোষের DNA ধ্বংস করে কোনটি?
Ο ক) কেমোথেরাপি
Ο খ) এক্সরে
Ο গ) ইসিজি
Ο ঘ) রেডিওথেরাপি
সঠিক উত্তর: (ঘ)

২৪. ক্যান্সারের চিকিৎসায় বহুল প্রচলিত চিকিৎসা পদ্ধতিটি কী?
Ο ক) কেমোথেরাপি
Ο খ) এক্সরে
Ο গ) সিটিস্ক্যান
Ο ঘ) এনজিওগ্রাফি
সঠিক উত্তর: (ক)

২৫. মানব শরীরে এক্সরের প্রভাব হলো-
i. শিশুদের প্রজননতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়
ii. একই স্থানে বারবার এক্সরে করলে টিউমার হতে পারে
iii. অতিরিক্ত এক্সরশ্মি জীবকোষ ধ্বংস করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬. ফরিদ সাহেব একজন ক্যান্সার আক্রান্ত রোগী। কোন পদ্ধতি প্রয়োগ তার চিকিৎসা করা যায়?
Ο ক) কেমোথেরাপি
Ο খ) এনজিওগ্রাফি
Ο গ) এন্ডোস্কোপি
Ο ঘ) এমআরআই
সঠিক উত্তর: (ক)

২৭. পায়ের তালুর চামড়া পুড়ে যায় কোনটিতে?
Ο ক) কেমোথেরাপি
Ο খ) এক্সরে
Ο গ) সিটিস্ক্যান
Ο ঘ) ইসিজি
সঠিক উত্তর: (ক)

২৮. এক্স-রে নিচের কোনটিকে ভেদ করতে পারে না?
Ο ক) চামড়া
Ο খ) কাপড়
Ο গ) লোহা
Ο ঘ) মাংস
সঠিক উত্তর: (গ)

২৯. হাড়ের অন্যতম প্রধান উপাদান কোনটি?
Ο ক) ক্যালসিয়াম
Ο খ) নাইট্রোজেন
Ο গ) পানি
Ο ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (ক)

৩০. রেডিও থেরাপি করা হয়-
Ο ক) ক্যান্সার নির্ণয়ে
Ο খ) ক্যান্সার নিয়ন্ত্রণে
Ο গ) টিউমার ধ্বংসে
Ο ঘ) হৃদকম্পন নির্ণয়ে
সঠিক উত্তর: (খ)

৩১. রাসায়নিক ঔষধ ব্যবহার করে দ্রুত বিভাজনরত কোষ ধ্বংস করার কৌশল কোনটি?
Ο ক) রেডিওথেরাপি
Ο খ) কেমোথেরাপি
Ο গ) এন্ডোস্কোপি
Ο ঘ) সিটি স্ক্যান
সঠিক উত্তর: (খ)

৩২. সাদিয়া ক্যান্সারে আক্রান্ত হওয়ায় কেমোথেরপি নিচ্ছে। ঝুঁকি এড়াতে তাকে কী করতে হবে ?
Ο ক) খালি হাতে বর্জ্য পরিষ্কার করতে হবে
Ο খ) শুষ্ক খাবার গ্রহণ করতে হবে
Ο গ) পানি পান থেকে বিরত থাকতে হবে
Ο ঘ) তরল বা নরম খাবার খেতে হবে
সঠিক উত্তর: (ঘ)

৩৩. ডাক্তারের ধারণা আশরাফের পিত্তথলিতে সমস্যা রয়েছে। তিনি কীভাবে এ ব্যপারে নিশ্চিত হতে পারেন?
Ο ক) এক্সরে পরীক্ষা দ্বারা
Ο খ) অপারেশন করে
Ο গ) কেমোথেরাপি প্রয়োগ করে
Ο ঘ) আল্ট্রাসনোগ্রাফির সাহায্যে
সঠিক উত্তর: (ঘ)

৩৪. নিচের কোনটি শনাক্তকরণে এক্সরে ব্যবহৃত হয়?
Ο ক) নিউমোনিয়া
Ο খ) ফুসফুসের ক্যান্সার
Ο গ) অন্ত্রের প্রতিবন্ধকতা
Ο ঘ) পেশির অবস্থান পরিবর্তন
সঠিক উত্তর: (ঘ)

৩৫. এন্ডোস্কোপির পার্শ্বপ্রতিক্রিয়া হলো-
i. বুকে ব্যথা
ii. জ্বর
iii. মাথা ব্যথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩৬. শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগানো হয় কোনটিতে?
Ο ক) আলট্রাসনোগ্রাফি
Ο খ) এনজিওগ্রাফি
Ο গ) কেমোথেরাপি
Ο ঘ) এন্ডোস্কোপি
সঠিক উত্তর: (ক)

৩৭. কোন অঙ্গের জন্য এমআরআই সর্বাধিক ব্যবহৃত হয়?
Ο ক) পা
Ο খ) হাত
Ο গ) মস্তিষ্ক
Ο ঘ) হাঁটু
সঠিক উত্তর: (গ)

৩৮. ডাই ব্যবহার করা হয়- i. সিটি স্ক্যান ii. ইসিজি iii. এম আর আই নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩৯. সিটি স্ক্যানে আলোর কোন ধর্মের সাহায্যে দ্বিমাত্রিক ছবিগুলোকে ত্রিমাত্রিক করা হয়?
Ο ক) প্রতিফলন
Ο খ) ব্যাতিচার
Ο গ) ঋজুগতি
Ο ঘ) প্রতিসরণ
সঠিক উত্তর: (ঘ)

৪০. কোন বিজ্ঞানী এক্স-রে আবিষ্কার করেন?
Ο ক) নিউটন
Ο খ) আইনস্টাইন
Ο গ) রনজেন
Ο ঘ) বেকেরেল
সঠিক উত্তর: (গ)

৪১. নিচের কোনটি সম্ভাব্য হার্ট এটাকের সংকেত দেয়?
Ο ক) এক্সরে
Ο খ) ইসিজি
Ο গ) এন্ডোস্কোপি
Ο ঘ) এম আর আই
সঠিক উত্তর: (খ)

৪২. রক্তনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝুঁকি রয়েছে কোনটিতে?
Ο ক) এম আর আই
Ο খ) এনজিওগ্রাফি
Ο গ) ইসিজি
Ο ঘ) এন্ডোস্কাপি
সঠিক উত্তর: (খ)

৪৩. শরীরে কোনো ভাঙা হাড়, ক্ষত বা অবাঞ্ছিত বস্তুর উপস্থিত বোঝার জন্য কোন পরীক্ষা করা হয়?
Ο ক) আলট্রাসনোগ্রাফি
Ο খ) সিটি স্ক্যান
Ο গ) এনজিওগ্রাফি
Ο ঘ) এক্সরে
সঠিক উত্তর: (ঘ)

৪৪. বুকে, পেটে ব্যাথা হওয়ার ঝুঁকি থাকে কোন পরীক্ষায়?
Ο ক) রেডিওথেরাপি
Ο খ) কেমোথেরাপি
Ο গ) এন্ডোস্কোপি
Ο ঘ) এনজিওগ্রাফি
সঠিক উত্তর: (গ)

৪৫. অস্থির ক্ষতি ও টিউমার নিখুতভাবে নির্ণয় করা হয় কোন পদ্ধতিতে?
Ο ক) আল্ট্রাসনোগ্রাফি
Ο খ) এক্স-রে
Ο গ) সিটি স্ক্যান
Ο ঘ) ইসিজি
সঠিক উত্তর: (গ)

৪৬. ইসিজি করে কী ধরনের চিত্র পাওয়া যায়?
Ο ক) গ্রাফ
Ο খ) প্রবাহচিত্র
Ο গ) ত্রিমাত্রিক চিত্র
Ο ঘ) চার্ট
সঠিক উত্তর: (ক)

৪৭. রোগাক্রান্ত কোষ ধ্বংস করতে পারে কোনটি?
Ο ক) ফোটন
Ο খ) এক্সরে
Ο গ) গামা রশ্মি
Ο ঘ) বেতার তরঙ্গ
সঠিক উত্তর: (খ)

৪৮. হাড়ের কোন উপাদান এক্সরেকে অনেকাংশে শোষণ করে?
Ο ক) ফসফরাস
Ο খ) সোডিয়াম
Ο গ) পটাশিয়াম
Ο ঘ) ক্যালসিয়াম
সঠিক উত্তর: (ঘ)

৪৯. কাদের জন্য আলট্রাসাউন্ড ব্যবহারে সীমাবদ্ধতা রয়েছে?
Ο ক) শিশুদের
Ο খ) গর্ভবতী মহিলাদের
Ο গ) বৃদ্ধ অবস্থায়
Ο ঘ) প্রাপ্তবয়স্ক অবস্থায়
সঠিক উত্তর: (খ)

৫০. মস্তিষ্কের রক্তক্ষরণ সনাক্তকরণে কোন পরীক্ষা করা হয়?
Ο ক) এক্সরে
Ο খ) এম আর আই
Ο গ) সিটি স্ক্যান
Ο ঘ) ইসিজি
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post