এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১৩: সবাই কাছাকাছি (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১৩: সবাই কাছাকাছি (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. রঙিন টেলিভিশনের পর্দা তৈরি হয় কত রকম ফসফর দানা দিয়ে?
Ο ক) ২ রকম
Ο খ) ৩ রকম
Ο গ) ৪ রকম
Ο ঘ) ৫ রকম
সঠিক উত্তর: (খ)

২. টেলিভিশনের রঙিন ছবি উৎপাদনে ব্যবহৃত মৌলিক রংয়ের অন্তর্ভুক্ত কোনটি?
Ο ক) নীল
Ο খ) বেগুনি
Ο গ) সবুজ
Ο ঘ) কমলা
সঠিক উত্তর: (গ)

৩. বহুল ব্যবহৃত তথ্য প্রযুক্তিপন্যগুলো হলো-
i. কম্পিউটার
ii. টেলিভিশন
iii. টেলিফোন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটে থাকে-
i. স্মৃতি ইউনিট
ii. নিয়ন্ত্রণ ইউনিট
iii. গাণিতক যুক্তি ইউনিট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫. বাইনারি কোড এর সাহায্য নিয়ে প্রেরিত হয়-
i. সংখ্যা
ii. অক্ষর
iii. বিশেষ সংকেত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬. কম্পিউটারের কাজ করার সময় কীভাবে তাকানো সঠিক?
Ο ক) ডান দিক থেকে
Ο খ) বাম দিক থেকে
Ο গ) সোজা সামনে
Ο ঘ) একটু নিচু হয়ে
সঠিক উত্তর: (গ)

৭. স্পিকারে কোনটি থাকে?
Ο ক) একটি চৌম্বক পদার্থ
Ο খ) একটি অচৌম্বক পদার্থ
Ο গ) একটি স্থায়ী চুম্বক
Ο ঘ) একটি অস্থায়ী চুম্বক
সঠিক উত্তর: (গ)

৮. যেকোনো ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থায় কয়টি অংশ থাকে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)

৯. যোগাযোগ কী?
Ο ক) সংকেত আদান-প্রদানের মূল প্রক্রিয়া
Ο খ) তথ্য আদান-প্রদানের মূল প্রক্রিয়া
Ο গ) ছবি আদান-প্রদানের মূল প্রক্রিয়া
Ο ঘ) কথা আদান-প্রদানের মূল প্রক্রিয়া
সঠিক উত্তর: (খ)

১০. নিচের কোনটি ই-মেইল এড্রেসের উদাহরণ?
Ο ক) W.W.W google.com
Ο খ) vally@gmail.com
Ο গ) vally.gmail.com
Ο ঘ) yohoo.com
সঠিক উত্তর: (খ)

১১. ইন্টারনেট কতটি দেশ সংযুক্ত করেছে?
Ο ক) ২০০টি
Ο খ) ৩০০টি
Ο গ) ২৫০টি
Ο ঘ) ৫০০টি
সঠিক উত্তর: (ক)

১২. তথ্য আদান-প্রদানের মূল প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) প্রকাশ
Ο খ) প্রযুক্তি
Ο গ) যোগাযোগ
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (গ)

১৩. মুদ্রণ শিল্পের ব্যয় কমে আসার কারণ কী?
Ο ক) ইন্টারনেটের ব্যবহার
Ο খ) কম্পিউটারের ব্যবহার
Ο গ) ফ্যাক্সের ব্যবহার
Ο ঘ) মোবাইলের ব্যবহার
সঠিক উত্তর: (খ)

১৪. কোনটি যোগাযোগের অন্তর্ভুক্ত?
Ο ক) তথ্য প্রক্রিয়াকরণ
Ο খ) তথ্য সংরক্ষণ
Ο গ) তথ্য বিনিময়
Ο ঘ) তথ্য বিকৃতি
সঠিক উত্তর: (গ)

১৫. কম্পিউটারের প্রয়োগ দিন দিন বেড়ে চলেছে-
i. শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে
ii. প্রতিরক্ষার ক্ষেত্রে
iii. চিকিৎসা ও বিনোদনের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬. প্রেরক কীরূপ দিয়ে বার্তা প্রেরণ করে?
Ο ক) প্যানেল
Ο খ) ফিডব্যাক
Ο গ) প্রতীক
Ο ঘ) সংকেত
সঠিক উত্তর: (ঘ)

১৭. প্রেরণের দিক বিবেচনায় সংকেতের প্রকারভেদ হলো-
i. ভিডিও সংকেত
ii. এনালগ সংকেত
iii. ডিজিটাল সংকেত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১৮. ভিশন সিনড্রোমের মধ্যে রয়েছে-
i. চোখ জ্বালাপোড়া করা
ii. চোখ শুষ্ক হয়ে যাওয়া
iii. চোখ চুলকানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯. ভিসিআর-এ থাকে- i. ইন্টারনেট ii. মাইক্রোফোন iii. স্পিকার নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

২০. যোগাযোগের সর্বাধুনিক প্রযুক্তি কোনটি?
Ο ক) টেলিগ্রাফ
Ο খ) টেলিফোন
Ο গ) ডাক
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (ঘ)

২১. এনালগ ডাটা প্রেরণ করে কোনটি?
Ο ক) কম্পিউটার
Ο খ) রাডার
Ο গ) ই-মেইল
Ο ঘ) টেলিফোন
সঠিক উত্তর: (ঘ)

২২. স্থায়ী চুম্বক থাকে কোনটিতে?
Ο ক) মাইক্রোফোনে
Ο খ) রেডিওতে
Ο গ) স্পিকারে
Ο ঘ) টেলিভিশনে
সঠিক উত্তর: (গ)

২৩. এনালগ ডিভাইসের অসুবিধা কোনটি?
Ο ক) এতে ক্রসকানেকশন হয়
Ο খ) এতে ব্যয় বেশি হয়
Ο গ) এতে উপাত্ত বিছিন্নভাবে প্রেরিত হয়
Ο ঘ) এতে সংকেত ভিন্ন রকম হয়
সঠিক উত্তর: (ক)

২৪. রঙিন টেলিভিশন ক্যামেরায় কয়টি মৌলিক রঙ রয়েছে?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (গ)

২৫. রেডিও প্রেরকযন্ত্রের শেষে কী থাকে?
Ο ক) অ্যানটেনা
Ο খ) মাইক্রোফোন
Ο গ) লাউড স্পিকার
Ο ঘ) মডেম
সঠিক উত্তর: (ক)

২৬. টেলিভিশন থেকে নিরাপদ দূরত্ব কত সে. মি.?
Ο ক) ৫০-৬০
Ο খ) ৬০-৭০
Ο গ) ৭০-৮০
Ο ঘ) ৫০-৭৫
সঠিক উত্তর: (ঘ)

২৭. স্থপতি ও শিল্পীদের ডিজাইনের কাজে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) কম্পিউটার
Ο খ) মোবাইল
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) টেলিভিশন
সঠিক উত্তর: (ক)

২৮. কোনো সমস্যা সমাধান বা সম্পর্কের উন্নতি নির্ভর করে কোনটির ওপর?
Ο ক) ব্যর্থ যোগাযোগের ওপর
Ο খ) সার্থক ও কার্যকর যোগাযোগের ওপর
Ο গ) সার্থক ও নিষ্ক্রিয় যোগাযোগের ওপর
Ο ঘ) উপরের সবকটি
সঠিক উত্তর: (খ)

২৯. টেলিফোনের কল প্রেরক-গ্রাহক টাওয়ার হতে কোন ওয়েবের মাধ্যমে মোবাইল সুইচ স্টেশন যায়?
Ο ক) শর্টওয়েভ
Ο খ) মাইক্রোওয়েভ
Ο গ) মেগাওয়েভ
Ο ঘ) মিডিয়ামওয়েভ
সঠিক উত্তর: (খ)

৩০. রঙিন টেলিভিশনে রঙিন ছবি দেখার জন্য প্রয়োজন-
i. লাল, সবুজ, আসমানী রঙের পৃথক ইলেকট্রন টিউব
ii. তিন রকম ফসফর দানা
iii. তিন রকম প্রতিভব কণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) iii
Ο ঘ) ii
সঠিক উত্তর: (ক)

৩১. নয়েজ বেড়ে গেলে সংকেতের মান-
i. বেড়ে যায়
ii. হ্রাস পায়
iii. বিকৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩২. কম্পিউটারের পর্দা চোখ থেকে কত সে.মি. দূরে থাকে?
Ο ক) ৪০-৫০
Ο খ) ৩০-৪০
Ο গ) ৫০-৬০
Ο ঘ) ১০-২০
সঠিক উত্তর: (গ)

৩৩. সর্বপ্রথম টেলিফোন আবিষ্কার করেন কে?
Ο ক) গুগলিয়েলমো মার্কনি
Ο খ) আলেকজান্ডার গ্রাহম বেল
Ο গ) লজি বেয়ার্ড
Ο ঘ) আলেকসান্দ্রো ভোল্ট
সঠিক উত্তর: (খ)

৩৪. বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর জন্মস্থান কোথায়?
Ο ক) নারায়নঞ্জ
Ο খ) বগুড়া
Ο গ) বিক্রমপুর
Ο ঘ) কুমিল্লা
সঠিক উত্তর: (গ)

৩৫. টেলিভিশনে শব্দ ও ছবি প্রেরণের জন্য কোনটি প্রয়োজন?
Ο ক) প্রেরক স্টেশন
Ο খ) গ্রাহক স্টেশন
Ο গ) তরঙ্গ
Ο ঘ) চৌম্বক
সঠিক উত্তর: (ক)

৩৬. ফ্যাক্স মেশিন কাজ করে-
i. ডকুমেন্টকে ইলেকট্রনিক সংকেতে রুপান্তর করে
ii. ইলেকট্রনিক সংকেতকে টেলিফোনের মাধ্যমে প্রেরণ করে
iii. প্রেরিত ডকুমেন্টকে প্রিন্ট করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৭. কম্পিউটারের সাথে কোনটি যুক্ত থাকে?
Ο ক) ফ্যাক্স
Ο খ) টেলেক্স
Ο গ) ইমেইল
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)

৩৮. রঙিন টেলিভিশন ক্যামেরায় কয়টি মৌলিক রঙের জন্য পৃথক ইলেকট্রন টিউব থাকে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)

৩৯. কোনটি কোনো চিহ্ন বা কার্য বা শব্দ যা নির্দিষ্ট বার্তা বহন করে?
Ο ক) মাত্রা সমীকরণ
Ο খ) সংকেত
Ο গ) একক
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (খ)

৪০. রেডিও আবিষ্কারের সাথে কার নাম জড়িয়ে আছে?
Ο ক) নিউটন
Ο খ) ফ্লেমিং
Ο গ) ফ্যারাডে
Ο ঘ) জগদীশচন্দ্র বসু
সঠিক উত্তর: (ঘ)

৪১. ল্যান্ডফোন কাজ করে-
i. শব্দকে তড়িৎ সংকেতে রূপান্তর করে
ii. তড়িৎ সংকেতকে তারের মাধ্যমে সঞ্চালিত করে
iii. তড়িৎ স্বংকেতকে শব্দে রূপান্তর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪২. প্রেরক ও গ্রাহক অবশ্যই থাকতে হবে কোনটির জন্য?
Ο ক) ফিডব্যাক
Ο খ) যোগাযোগ
Ο গ) ঘড়ি
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)

৪৩. যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এনেছে-
i. ছাপাখানা
ii. কম্পিউটার
iii. স্যাটেলাইট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৪. আরমান তার কম্পিউটারে ইন্টানেট সংযোগ নিয়েছে। সে এর মাধ্যমে-
i. পৃথিবীর যেকোনো রেডিও শুনতে পারে
ii. বিমানের টিকিট বুকিং দিতে পারে
iii. কনফারেন্স করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৫. যেসব ভৌত ডিভাইস দ্বারা কম্পিউটার তৈরি তাদের কী বলে?
Ο ক) হার্ডওয়্যার
Ο খ) সফটওয়্যার
Ο গ) স্ক্যানার
Ο ঘ) মাইক্রোফোন
সঠিক উত্তর: (ক)

৪৬. উচ্চ শব্দে টেলিভিশন চালানো কাদের জন্য ক্ষতিকর?
Ο ক) উচ্চরক্ত চাপ ও ডায়াবেটিস রোগীদের
Ο খ) উচ্চরক্তচাপ ও হৃদরোগীদের
Ο গ) অ্যাঁজমা ও যক্ষ্মা রোগীদের
Ο ঘ) ক্যান্সার ও আর্থ্রাইটিস রোগীদের
সঠিক উত্তর: (খ)

৪৭. টিভি পর্দার ফসফরে ইলেকট্রন বিম পড়লে কী ঘটে?
Ο ক) পর্দাটি আলোকিত হয়
Ο খ) পর্দাটি অন্ধকারাচ্ছন্ন হয়
Ο গ) পর্দাটি কাঁপতে থাকে
Ο ঘ) টিভি পর্দায় ছবি ফুটে ওঠে
সঠিক উত্তর: (ঘ)

৪৮. স্পিকার তড়িৎ সংকেতকে কোনটিতে পরিবর্তিত করে?
Ο ক) শব্দে
Ο খ) ডিজিটাল সংকেতে
Ο গ) এনালগ সংকেতে
Ο ঘ) ভিডিও সংকেতে
সঠিক উত্তর: (ক)

৪৯. শব্দের কম্পন মাইক্রোফোনের ডায়াফ্রামকে কম্পিত করলে যে পরিবর্তনশীল তড়িৎ সংকেতের উদ্ভব হয় তাকে কী বলে?
Ο ক) মোর্স সংকেত
Ο খ) ডিজিটাল সংকেত
Ο গ) ভিডিও সংকেত
Ο ঘ) অডিও সংকেত
সঠিক উত্তর: (ঘ)

৫০. টেলিভিশনের ক্ষেত্রে নিচের তথ্যগুলো লক্ষ্য কর-
i. টেলিভিশন শব্দের বাংলা অর্থ দূরদর্শন
ii. টেলিভিশনের আবিষ্কারক বিজ্ঞানী লজিবেয়ার্ড
iii. টিভি পর্দায় ফসফর নামক রাসায়নিক পদার্থ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

2 Comments

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post