এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১২: প্রাত্যহিক জীবনে তড়িৎ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১২: প্রাত্যহিক জীবনে তড়িৎ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. বাড়িতে তড়িৎ সংযোগের জন্য কোন বর্তনী উপযোগী?
Ο ক) সিরিজ বর্তনী
Ο খ) সমান্তরাল বর্তনী
Ο গ) শর্ট বর্তনী
Ο ঘ) খোলা বর্তনী
সঠিক উত্তর: (খ)

২. ইলেক্ট্রোপ্লেটিং এর জন্য তড়িৎ বিশ্লেষণ কোষে ব্যবহার করতে হবে কোনটি?
Ο ক) CuSO4
Ο খ) ZnSO4
Ο গ) FeSO4
Ο ঘ) Al2(SO4)3
সঠিক উত্তর: (ক)

৩. ব্যাটারিতে রাসায়নিক ক্রিয়ার ফলে কোথায় ইলেক্ট্রন জমা হয়?
Ο ক) অ্যানোডে
Ο খ) ক্যাথোডে
Ο গ) ইলেকট্রোলাইটে
Ο ঘ) পাত্রে
সঠিক উত্তর: (খ)

৪. বিয়ে বাড়ির আলোক সজ্জায় ব্যবহৃত বাতিগুলো কীভাবে সংযুক্ত থাকে?
Ο ক) সমান্তরালে
Ο খ) শ্রেণিতে
Ο গ) সিরিজে
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)

৫. ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে কী বলে?
Ο ক) আধান
Ο খ) ধনাত্মক আয়ন
Ο গ) ঋণাত্মক আয়ন
Ο ঘ) তড়িৎ দ্রব
সঠিক উত্তর: (গ)

৬. ক্ষমতা p, বিভব পার্থক্য v এবং তড়িৎ প্রবাহ I হলে নিচের কোনটি সঠিক?
Ο ক) P=VI
Ο খ) I=VP
Ο গ) V=PI
Ο ঘ) I=V/P
সঠিক উত্তর: (ক)

৭. ১ মেগাওয়াট কত ওয়াটের সমান?
Ο ক) ১০৬
Ο খ) ১০৩
Ο গ) ১০
Ο ঘ) ১০-৬
সঠিক উত্তর: (ক)

৮. UPS এর ক্ষেত্রে-
i. জেনারেটরের কার্যক্রম থেকে একটু ভিন্ন
ii. আইন্টারাপটিবল পাওয়ার সা্প্লাই
iii. মূলত তিনটি অংশ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯. নিরাপত্তা ফিউজ তৈরিতে ব্যবহৃত হয়- i. টিন ii. সীসা iii. তামা নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১০. বিদ্যুৎবাহী তারকে কী বলা হয়?
Ο ক) ঋণাত্মক তার
Ο খ) জীবন্ত তার
Ο গ) সক্রিয় তার
Ο ঘ) নিরপেক্ষ তার
সঠিক উত্তর: (খ)

১১. অ্যানোড হলো-
Ο ক) ধনাত্মক তড়িৎদ্বার
Ο খ) ঋণাত্মক তড়িৎদ্বার
Ο গ) ব্যাটারি
Ο ঘ) তড়িৎওয়ার
সঠিক উত্তর: (ক)

১২. পানি থেকে কীভাবে হাইড্রোজেন পাওয়া যায়?
Ο ক) বাষ্পীভূত করে
Ο খ) শীতলীকরণ প্রক্রিয়ায়
Ο গ) তড়িৎ বিশ্লেষণের সাহায্যে
Ο ঘ) স্প্রে করে
সঠিক উত্তর: (গ)

১৩. হাউজ ওয়ারিং এর ক্ষেত্রে ব্যবহৃত কালো রঙের তারটি-
Ο ক) জীবন্ত
Ο খ) নিরপেক্ষ
Ο গ) ধনাত্মক আধানযুক্ত
Ο ঘ) ঋণাত্মক আধানযুক্ত
সঠিক উত্তর: (খ)

১৪. মেইন তারের নিরপেক্ষ তার সাধারণত কোন রঙের হয়?
Ο ক) লাল
Ο খ) কালো
Ο গ) বেগুনি
Ο ঘ) সাদা
সঠিক উত্তর: (খ)

১৫. তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডের দিকে যায়-
Ο ক) অ্যানায়ন
Ο খ) দ্রাবকের অণু
Ο গ) ধণাত্মক আয়ন
Ο ঘ) নিউট্রন
সঠিক উত্তর: (ক)

১৬. নিচের কোনটিতে ভবিষ্যতে ব্যবহারে জন্য তড়িৎ শক্তি জমা থাকে?
Ο ক) তড়িৎ মোটর
Ο খ) জেনারেটর
Ο গ) ব্যাটারি
Ο ঘ) বৈদ্যুতিক পাম্প
সঠিক উত্তর: (গ)

১৭. খনিতে প্রাপ্ত বিভিন্ন ধাতুর মিশ্রণকে কী বলে?
Ο ক) যৌগ
Ο খ) জীবাশ্ম
Ο গ) আকরিক
Ο ঘ) ধাতু সংকর
সঠিক উত্তর: (গ)

১৮. সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন কে?
Ο ক) আলফ্রেড
Ο খ) আরহেনিয়াস
Ο গ) নিউটন
Ο ঘ) ফ্যারাডে
সঠিক উত্তর: (খ)

১৯. তড়িৎ প্রলেপন দেওয়ার সময় কোন ধাতুটি ব্যবহার করা হয়?
Ο ক) লৌহ
Ο খ) নিকেল
Ο গ) তামা
Ο ঘ) ব্রোঞ্জ
সঠিক উত্তর: (খ)

২০. তড়িৎ মুদ্রণে অ্যানোড হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয়?
Ο ক) তামা
Ο খ) রূপা
Ο গ) গ্রাফাইট
Ο ঘ) জিংক
সঠিক উত্তর: (ক)

২১. খনিতে ধাতুসমূহ-
i. বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়
ii. আকরিক রূপে পাওয়া যায়
iii. নানা ধাতুর মিশ্রণ রূপে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

২২. কোনটি চালনায় UPS ব্যবহার করা হয়?
Ο ক) বাল্ব
Ο খ) পাখা
Ο গ) কম্পিউটার
Ο ঘ) এসি
সঠিক উত্তর: (গ)

২৩. জীবন্ত তার-
i. সাধারণ লাল রঙের
ii. তড়িৎ ভোল্টেজ থাকে না
iii. বর্তনীর মেরু নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i, ii ও iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)

২৪. মেইন লাইনে অতিরিক্ত চাপ প্রতিহত করে কোনটি?
Ο ক) অ্যামিটার
Ο খ) ভোল্টমিটার
Ο গ) ফিউজ
Ο ঘ) রোধ
সঠিক উত্তর: (গ)

২৫. কোন বর্তনীতে তড়িৎ উপকরণগুলো পরপর সাজানো থাকে?
Ο ক) সিরিজ
Ο খ) সমান্তরাল
Ο গ) মিশ্র বর্তনী
Ο ঘ) নিয়মিত বর্তনী
সঠিক উত্তর: (ক)

২৬. ইলেক্ট্রোলাইট বলতে বুঝায়-
Ο ক) অ্যানোড
Ο খ) ক্যাথোড
Ο গ) ব্যাটারি
Ο ঘ) তড়িৎ বিশ্লেষ্য
সঠিক উত্তর: (ঘ)

২৭. সিরিজ বর্তনীর ব্যবহারে মূল সমস্যা কী?
Ο ক) আউটপুটগুলো এক সাথে জ্বলবে ও অফ হবে
Ο খ) আউটপুটগুলো জ্বলবে না
Ο গ) আউটপুটগুলো অফ হবে না
Ο ঘ) সব আউটপুটগুলো পুরোপুরি ভোল্টেজ পাবে
সঠিক উত্তর: (ক)

২৮. একক সময়ে সম্পন্ন কৃতকাজকে কী বলে?
Ο ক) শক্তি
Ο খ) ক্ষমতা
Ο গ) বলের দ্বারা কাজ
Ο ঘ) বলের বিরুদ্ধে কাজ
সঠিক উত্তর: (খ)

২৯. এক সাথে অনেকগুলো আউটপুট চালাতে সক্ষম কোনটি?
Ο ক) IPS
Ο খ) UPS
Ο গ) ব্যাটারি
Ο ঘ) বর্তনী
সঠিক উত্তর: (ক)

৩০. কোনটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ চলে?
Ο ক) মানবদেহ
Ο খ) শুষ্ক প্লাস্টিকের জুতা
Ο গ) শুকনো কাঠ
Ο ঘ) রাবার
সঠিক উত্তর: (ক)

৩১. সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে যে শক্তি বাঁচানো যায় তা দিয়ে প্রতি বছর কত সংখ্যক পরিবারে তড়িৎ সংযোগ দেওয়া সম্ভব?
Ο ক) ২০ লক্ষ
Ο খ) ২৫ লক্ষ
Ο গ) ৩০ লক্ষ
Ο ঘ) ৩৫ লক্ষ
সঠিক উত্তর: (গ)

৩২. তড়িৎ বন্টনের জন্য তড়িৎ প্রবাহ বন্ধ করার পদ্ধতিকে কী বলে?
Ο ক) লোডশেডিং
Ο খ) সিস্টেম লস
Ο গ) তড়িৎ কোষ
Ο ঘ) তড়িৎ বিশ্লেষণ
সঠিক উত্তর: (ক)

৩৩. সিস্টেম লসের প্রতিকার-
i. সরবরাহ পদ্ধতির উন্নয়ন
ii. অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করণ
iii. দক্ষ ও সফল মনিটর ঠিক করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৪. কোনো পরমাণুতে ইলেক্ট্রন সংখ্যা স্বাভাবিক-
i. অপেক্ষা বেশি হলে তা ঋণাত্মক আয়ন
ii. অপেক্ষা কম হলে তা ধনাত্মক আয়ন
iii. হলে তা নিরপেক্ষ আয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩৫. লোড শেডিং-এর মূল কারণ কোনটি?
Ο ক) চাহিদার তুলনায় বিদ্যুতের স্বল্প উৎপাদন
Ο খ) তড়িৎ সরবরাহ পদ্ধতির ত্রুটি
Ο গ) মনিটরিং ব্যবস্থার দুর্বলতা
Ο ঘ) তড়িতের অবৈধ সংযোগ
সঠিক উত্তর: (ক)

৩৬. নিচের কোনটি নিকৃষ্ট ধাতু?
Ο ক) সোনা
Ο খ) লোহা
Ο গ) রুপা
Ο ঘ) নিকেল
সঠিক উত্তর: (খ)

৩৭. নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়?
Ο ক) H2SO4
Ο খ) CuSO4
Ο গ) HCl
Ο ঘ) NaOH
সঠিক উত্তর: (গ)

৩৮. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো ধাতুর ওপর সুবিধামতো অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে?
Ο ক) তড়িৎ বিশ্লেষণ
Ο খ) তড়িৎ আধান
Ο গ) তড়িৎ প্রলেপন
Ο ঘ) তড়িৎ বিশ্লেষ্য দ্রব
সঠিক উত্তর: (গ)

৩৯. উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হলে নিচের কোনটি ঘটবে?
Ο ক) নিরবচ্ছিন্ন তড়িৎ প্রবাহ
Ο খ) প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা যাবে
Ο গ) লোডশেডিং
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)

৪০. হাউজ ওয়্যারিং-এ মেইন তার থাকে কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৩টি
সঠিক উত্তর: (ক)

৪১. নিচের কোনটি ইউপিএস এর অংশ?
Ο ক) ফিউজ
Ο খ) সুইচ
Ο গ) ইনভারটার
Ο ঘ) প্লাাগ-সকেট
সঠিক উত্তর: (গ)

৪২. তড়িৎকোষে অ্যানোড কী?
Ο ক) ধনাত্মক তড়িৎদ্বার
Ο খ) ঋণাত্মক তড়িৎদ্বার
Ο গ) চার্জহীন তড়িৎদ্বার
Ο ঘ) নিরপেক্ষ তড়িৎদ্বার
সঠিক উত্তর: (ক)

৪৩. বাড়িতে বাতি ও পাওয়ার সুইচের যাবতীয় ফিউজ কোন তারের সাথে সংযোগ করা হয়?
Ο ক) অন্তরক তার
Ο খ) নিরপেক্ষ তার
Ο গ) জীবন্ত তার
Ο ঘ) কুপরিবাহী তার
সঠিক উত্তর: (গ)

৪৪. আইপিএস মূলত কী প্রবাহ?
Ο ক) ডিসি
Ο খ) এসি
Ο গ) ডিসি-এসি
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)

৪৫. বাড়ির ওয়ারিং এ মেইন তারটি ফিউজের মধ্য দিয়ে কোথায় যায়?
Ο ক) মেইন বক্সে
Ο খ) বৈদ্যুতিক বাল্বে
Ο গ) মেইন সুইচে
Ο ঘ) মিটারে
সঠিক উত্তর: (ঘ)

৪৬. দুর্বল মনিটরিং ব্যবস্থা কোনটির কারণ?
Ο ক) লোডশেডিং
Ο খ) তড়িৎ বিশ্লেষণ
Ο গ) সিস্টেম লস
Ο ঘ) তড়িৎ আধান
সঠিক উত্তর: (গ)

৪৭. আন ইন্টারাপটিবল পাওয়ার সাপ্লাই এর অংশ-
i. রেকটিফায়ার
ii. ব্যাটারি
iii. ইনভারটর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৮. একসাথে অনেক গুলো আউটপুট চালাতে সক্ষম কোনটি?
Ο ক) IP
Ο খ) UPS
Ο গ) ব্যাটারি
Ο ঘ) বর্তনী
সঠিক উত্তর: (ক)

৪৯. ব্যাটারিতে থাকে-
i. একটি অ্যানোড
ii. একটি ক্যাথোড
iii. তড়িৎ বিশ্লেষ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫০. এক মেগাওয়াট সমান কত ওয়াট?
Ο ক) ১০৩ ওয়াট
Ο খ) ১০৪ ওয়াট
Ο গ) ১০৬ ওয়াট
Ο ঘ) ১০২ ওয়াট
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post