এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১০: এসো বলকে জানি (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১০: এসো বলকে জানি (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. আমাদের জুতার সোল ক্ষয়ে যাওয়ার কারণ কী?
Ο ক) গতিশক্তি
Ο খ) স্থিতিশক্তি
Ο গ) ওজন
Ο ঘ) ঘর্ষণ
সঠিক উত্তর: (ঘ)

২. দুটি আহিত কণিকার মাঝে ক্রিয়াশীল বলকে কী বলে?
Ο ক) তাড়িতচৌম্বক বল
Ο খ) দুর্বল নিউক্লিয় বল
Ο গ) মাধ্যাকর্ষণ বল
Ο ঘ) শক্তিশালী নিউক্লিয় বল
সঠিক উত্তর: (ক)

৩. বল-
i. একটি ভেক্টর রাশি
ii. এর মান ও দিক উভয়ই আছে
iii. একটি স্কেলার রাশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪. নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে মধ্যাকর্ষণ বল হবে?
Ο ক) অর্ধেক
Ο খ) দ্বিগুণ
Ο গ) এক-চতুর্থাংশ
Ο ঘ) চারগুণ
সঠিক উত্তর: (গ)

৫. যে শক্তিশালী আকর্ষণ বল নিউক্লিয়নগুলোর মধ্যে কাজ করে তাকে বলা হয়?
Ο ক) নিউক্লিয়াস
Ο খ) দুর্বল নিউক্লিয় বল
Ο গ) শক্তিশালী নিউক্লিয় বল
Ο ঘ) তড়িৎ পদার্থ
সঠিক উত্তর: (গ)

৬. ঘর্ষণ নির্ভর করে-
i. বস্তুর ভর বেশি হলে
ii. পৃষ্ঠ খসখসে হলে
iii. বস্তুর ওজন বেশি হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৭. স্থিতিশীল বস্তুর স্থির থাকার প্রবণতাকে কী বলে?
Ο ক) গতি জড়তা
Ο খ) স্থিতি জড়তা
Ο গ) ভরবেগ
Ο ঘ) ভর
সঠিক উত্তর: (খ)

৮. বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক এটি কার সূত্র?
Ο ক) গ্যালিলিও
Ο খ) ডেভিড ক্যামেরুন
Ο গ) আইনস্টাইন
Ο ঘ) স্যার আইজ্যাক নিউটন
সঠিক উত্তর: (ঘ)

৯. কোনটির একক হচ্ছে নিউটন?
Ο ক) কাজ
Ο খ) ক্ষমতা
Ο গ) বল
Ο ঘ) ভরবেগ
সঠিক উত্তর: (গ)

১০. কোনটি রাসায়নিক বিক্রিয়া সংঘটনের জন্য দায়ী?
Ο ক) চৌম্বক বল
Ο খ) তাড়িতচৌম্বক বল
Ο গ) ঘর্ষণ বল
Ο ঘ) মহাকর্ষ বল
সঠিক উত্তর: (খ)

১১. একটি বই টেবিলের উপর রাখলে বইটি টেবিলের উপর সাম্যবস্থায় থাকে। এই ঘটনাকে নিউটনের কোন সূত্রের দ্বারা ব্যাখ্যা করা যায়?
Ο ক) মহাকর্ষীয় সূত্র
Ο খ) গতির ১ম সূত্র
Ο গ) গতির ৩য় সূত্র
Ο ঘ) গতির ২য় সূত্র
সঠিক উত্তর: (গ)

১২. ঘর্ষণ বল নির্ভরশীল-
i. অভিকর্ষজ ত্বরণের ওপর
ii. বস্তুর ভরের ওপর
iii. পৃষ্ঠের প্রকৃতির ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩. নিউটনের কোন সূত্র থেকে বস্তুর বল ও জড়তা সম্পর্কে ধারণা পাওয়া যায়?
Ο ক) ২য় সূত্র
Ο খ) ১ম সূত্র
Ο গ) ৩য় সূত্র
Ο ঘ) ১ম ও ২য় সূত্র
সঠিক উত্তর: (খ)

১৪. নিউটনের প্রথম সূত্রানুসারে স্থির বস্তু-
Ο ক) সুষম দ্রুতিতে চলবে
Ο খ) সুষম ত্বরণে চলবে
Ο গ) স্থিরই থাকবে
Ο ঘ) অসম দ্রুতিতে চলবে
সঠিক উত্তর: (গ)

১৫. গতিশীল বস্তুর সমবেগে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে কী বলে?
Ο ক) স্থিতি জড়তা
Ο খ) গতিজড়তা
Ο গ) ভরবেগ
Ο ঘ) প্লবতা
সঠিক উত্তর: (খ)

১৬. একটি বস্তুর গতির পরিবর্তন ঘটায় কোনটি?
Ο ক) জড়তা
Ο খ) ভরবেগ
Ο গ) বল
Ο ঘ) প্লবতা
সঠিক উত্তর: (গ)

১৭. নিউটনের গতির ১ম সূত্র থেকে কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়?
Ο ক) বল ও গতিবেগ
Ο খ) বল ও জড়তা
Ο গ) জড়তা ও ভরবেগ
Ο ঘ) জড়তা ও শক্তি
সঠিক উত্তর: (খ)

১৮. সময়ের সাথে সাইকেল, রিক্সা ও গাড়ির টায়ার ক্ষয়প্রাপ্ত হয় কোনটির ফলে?
Ο ক) অভিকর্ষজ ত্বরণ
Ο খ) ঘর্ষণ বল
Ο গ) মহাকর্ষ বল
Ο ঘ) ঘাত বল
সঠিক উত্তর: (খ)

১৯. দুর্বল নিউক্লিয় বল কী ধরনের বলের উদাহরণ?
Ο ক) অস্পর্শ বল
Ο খ) মাধ্যাকর্ষণ বল
Ο গ) স্পর্শ বল
Ο ঘ) ঘর্ষণ বল
সঠিক উত্তর: (ক)

২০. যে বল সরাসরি বস্তুর সংস্পর্শে এসে বস্তুর ওপর ক্রিয়া করে তাকে কী বলে?
Ο ক) ঘাত বল
Ο খ) বলের ঘাত
Ο গ) স্পর্শ বল
Ο ঘ) সীমাস্থ বল
সঠিক উত্তর: (গ)

২১. বল বিয়ারিং ক্ষুদ্র বল?
Ο ক) লোহার
Ο খ) টিনের
Ο গ) স্টিলের
Ο ঘ) তামার
সঠিক উত্তর: (গ)

২২. বস্তর ভর ও ত্বরণের গুণফল দ্বারা কোনটি পরিমাণ করা হয়?
Ο ক) কাজ
Ο খ) বল
Ο গ) সরণ
Ο ঘ) ক্ষমতা
সঠিক উত্তর: (খ)

২৩. কোন বল পরমাণুর নিউক্লিয়াস কাজ করে?
Ο ক) দুর্বল নিউক্লিয় বল
Ο খ) শক্তিশালী নিউক্লিয় বল
Ο গ) মহাকর্ষ বল
Ο ঘ) তাড়িত চৌম্বক বল
সঠিক উত্তর: (খ)

২৪. বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের -
Ο ক) বর্গের সমানুপাতিক
Ο খ) বর্গের ব্যস্তানুপাতিক
Ο গ) ব্যস্তানুপাতিক
Ο ঘ) সমানুপাতিক
সঠিক উত্তর: (ঘ)

২৫. মহাকর্ষ বল- i. দুর্বল বল ii. বিকর্ষণ বল iii. আকর্ষণ বল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৬. ঘর্ষণ-
i. সর্বদা গতিকে বাধা দেয়
ii. বল হচ্ছে স্পর্শ বলের উদাহরণ
iii. এর সুবিধা ও অসুবিধা দুটিই আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৭. অস্পর্শ বল-
i. মাধ্যাকর্ষণ বল
ii. তাড়িত চৌম্বক বল
iii. শক্তিশালী নিউক্লিয় বল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৮. বাস বা গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করলে, যাত্রীরা গাড়ির আদিগতির দিকে সরে যায় কেন?
Ο ক) যাত্রীর ভারসাম্যহীনতা
Ο খ) বল
Ο গ) জড়তা
Ο ঘ) ভরবেগ
সঠিক উত্তর: (গ)

২৯. ঘর্ষণ বল বৃদ্ধি পাওয়ার জন্য দায়ী-
i. পৃষ্ঠের অমসৃণতা
ii. বস্তুর ভর
iii. পৃষ্ঠের ক্ষেত্রফল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩০. বস্তুর ভর বৃদ্ধির সংঙ্গে কোন বলের মান বৃদ্ধি পায়?
Ο ক) চৌম্বক বল
Ο খ) দুর্বল নিউক্লিয় বল
Ο গ) মাধ্যাকর্ষণ বল
Ο ঘ) শক্তিশালী নিউক্লিয় বল
সঠিক উত্তর: (গ)

৩১. বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে নিচের কোনটি প্রয়োগ করা হয়?
Ο ক) ভর
Ο খ) ওজন
Ο গ) বেগ
Ο ঘ) বল
সঠিক উত্তর: (ঘ)

৩২. ঘর্ষণের কারণে আমরা-
i. হাত দিয়ে কলম ধরতে পারি
ii. ইরেজার দ্বারা পেন্সিলের দাগ মুছতে পারি
iii. হাঁটতে পারি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৩. তড়িৎ চৌম্বক বল নিয়ন্ত্রণ করে-
Ο ক) বস্তুর আধানের পরিমাণ
Ο খ) পরমাণুর গঠন
Ο গ) আধানের মধ্যবর্তী দূরত্ব
Ο ঘ) আধানের গতির পরিমাণ
সঠিক উত্তর: (খ)

৩৪. কোনো বস্তু যে অবস্থায় আছে ঐ অবস্থায় থাকতে চাওয়াকে বলা হয়-
Ο ক) জড়তা
Ο খ) দ্রুতি
Ο গ) বেগ
Ο ঘ) গতি
সঠিক উত্তর: (ক)

৩৫. গাছ থেকে একটি ফল মাটিতে পড়ল এটি কোন বলের উদাহরণ?
Ο ক) মহাকর্ষ বল
Ο খ) চৌম্বক বল
Ο গ) তাড়িত চৌম্বক বল
Ο ঘ) দুর্বল নিউক্লিয় বল
সঠিক উত্তর: (ক)

৩৬. একজন মাঝি নৌকা চালানোর সময় বাঁশের লগি দিয়ে ভূমিতে ধাক্কা দেন তখন ভূমিও লগির ওপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। উপরোক্ত ক্ষেত্রে-
i. ঘটনাটি নিউটনের গতির ৩য় সূত্র মেনে চলে
ii. প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ নৌকাকে সামনে এগিয়ে নিয়ে যায়
iii. প্রতিক্রিয়া বলের উলম্ব উপাংশ নৌকার ওজন বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৭. পৃথিবী ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?
Ο ক) অভিকর্ষ
Ο খ) মহাকর্ষ
Ο গ) অভিকর্ষজ ত্বরণ
Ο ঘ) মহাকর্ষীয় ধ্রুবক
সঠিক উত্তর: (ক)

৩৮. স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়েন। এর কারণ কোনটি?
Ο ক) গতি জড়তা
Ο খ) স্থিতি জড়তা
Ο গ) প্রতিক্রিয়া বল
Ο ঘ) যাত্রীর ভারসাম্যহীনতা
সঠিক উত্তর: (খ)

৩৯. দুটি আহিত কণিকার মধ্যে ক্রিয়াশীল বলকে বলা হয় -
Ο ক) দুর্বল নিউক্লিয় বল
Ο খ) শক্তিশালী নিউক্লিয় বল
Ο গ) চৌম্বক বল
Ο ঘ) তাড়িত চৌম্বক বল
সঠিক উত্তর: (ঘ)

৪০. পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের বাইরে ঘূর্ণায়মান থাকে কোনটি?
Ο ক) ইলেকট্রন
Ο খ) নিউট্রন
Ο গ) প্রোটিন
Ο ঘ) মেসন
সঠিক উত্তর: (ক)

৪১. নিউটনের কোন সূ্ত্র থেকে আমরা জানি, বল = ভর X ত্বরণ?
Ο ক) প্রথম সূত্র
Ο খ) তৃতীয় সূত্র
Ο গ) সংরক্ষণ সূত্র
Ο ঘ) দ্বিতীয় সূত্র
সঠিক উত্তর: (ঘ)

৪২. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রাপ্ত বলের মান নির্ভর করে বস্তুর-
i. ভরের ওপর
ii. ত্বরণের ওপর
iii. আয়তনের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৩. কোনটির পরিমাপ হচ্ছে তরল?
Ο ক) জড়তার
Ο খ) সান্দ্রতার
Ο গ) বলের
Ο ঘ) কাজের
সঠিক উত্তর: (ক)

৪৪. গাড়ি চালানোর সময় চালক সিট বেল্ট পরিধান করে কোনটির কারণে?
Ο ক) ঘর্ষণ বল
Ο খ) আরামপ্রদতার জন্য
Ο গ) জড়তার কারণে
Ο ঘ) ওজনের কারণে
সঠিক উত্তর: (গ)

৪৫. পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, এটি কোন বলের ক্রিয়ায় সংঘটিত হয়?
Ο ক) মাধ্যাকর্ষণ বল
Ο খ) দুর্বল নিউক্লিয় বল
Ο গ) চৌম্বক বল
Ο ঘ) শক্তিশালী নিউক্লিয় বল
সঠিক উত্তর: (ক)

৪৬. বস্তুর ভর বৃদ্ধির সাথে কোন বলের মান বৃদ্ধি পায়?
Ο ক) চৌম্বক বল
Ο খ) দুর্বল নিউক্লিয় বল
Ο গ) মাধ্যাকর্ষণ বল
Ο ঘ) শক্তিশালী নিউক্লিয় বল
সঠিক উত্তর: (গ)

৪৭. একটি চুম্বক ও অন্য একটি চুম্বক পদার্থের মধ্যে কোন বল ক্রিয়া করে?
Ο ক) দুর্বল নিউক্লিয় বল
Ο খ) চৌম্বক বল
Ο গ) নিউক্লিয় বল
Ο ঘ) মহাকর্ষ বল
সঠিক উত্তর: (খ)

৪৮. নিচের কোনটি স্থিতি জড়তার উদাহরণ?
Ο ক) গতিশীল বাসের হঠাৎ থেমে যাওয়া
Ο খ) হাতুড়ি দিয়ে ইট ভাঙা
Ο গ) চলন্ত বাস থেকে নামতে গিয়ে পড়ে যাওয়া
Ο ঘ) গাড়ির ঘন্টায় ৩৬ কি.মি. অতিক্রম করা
সঠিক উত্তর: (খ)

৪৯. নিচের কোনটি ঘর্ষণের সুবিধা?
Ο ক) পেন্সিলের মাথা ভৌঁতা হয়ে যাওয়া
Ο খ) কাঠে পেরেক আটকে থাকা
Ο গ) জুতার সোল ক্ষয়ে যাওয়া
Ο ঘ) গাড়ির টায়ার ক্ষয় হয়ে যাওয়া
সঠিক উত্তর: (খ)

৫০. যে বলের জন্য কোনো রকেট এর জ্বালানী নির্গত হওয়ার বিপরীত দিকে চলে তার নাম কী?
Ο ক) পেশিজ বল
Ο খ) মাধ্যাকর্ষণ বল
Ο গ) ঘর্ষণ বল
Ο ঘ) প্রতিক্রিয়া বল
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post