এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৯: ব্যাংকিং ব্যবসা ও তার ধরন (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৯: ব্যাংকিং ব্যবসা ও তার ধরন (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. কোন ব্যবসায়টি ব্যাংকিং ব্যবসায়ে আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে?
Ο ক) ঘাটতি বাজেট
Ο খ) ব্যাংকিং পণ্য
Ο গ) ইলেকট্রনিক ব্যাংকিং
Ο ঘ) মনিটরিং
সঠিক উত্তর: (গ)

২. নিবন্ধনের দিক দিয়ে ব্যাংক কত প্রকার?
Ο ক) ৫ প্রকার
Ο খ) ৪ প্রকার
Ο গ) ৩ প্রকার
Ο ঘ) ২ প্রকার
সঠিক উত্তর: (ঘ)

৩. সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্যে যে সকল কাজ করে তা হলো-
i. নোট ও মুদ্রা প্রচলনে নিয়ন্ত্রণ
ii. মুদ্রা বাজার গবেষণা
iii. মুদ্রা বাজার নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৪. ন্যাশনাল ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংকিং প্রতিষ্ঠান?
Ο ক) সঞ্চয়ী ব্যাংক
Ο খ) শিল্প ব্যাংক
Ο গ) বাণিজ্যিক ব্যাংক
Ο ঘ) বিনিয়োগ ব্যাংক
সঠিক উত্তর: (গ)

৫. সংগঠনের ভিত্তিতে ব্যাংককে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
Ο ক) ৩ শ্রেণিতে
Ο খ) ৫ শ্রেণিতে
Ο গ) ৭ শ্রেণিতে
Ο ঘ) ৯ শ্রেণিতে
সঠিক উত্তর: (খ)

৬. কর্মসংস্থান ব্যাংকের মূল উদ্দেশ্য হল-
Ο ক) কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা
Ο খ) বেকার সমস্যা দূর করা
Ο গ) অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা
Ο ঘ) আত্মকর্মসংস্থান করা
সঠিক উত্তর: (ক)

৭. প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্যে ব্যাংককে কোন নীতি অনুসরণ করা একান্ত প্রয়োজন?
Ο ক) দক্ষতার নীতি
Ο খ) প্রচার নীতি
Ο গ) সুনামের নীতি
Ο ঘ) বিশেষয়ানের নীতি
সঠিক উত্তর: (ক)

৮. বেকারত্ব দূরীকরণে সরকারকে সাহায্য করা কার একটি কাজ?
Ο ক) বিনিয়োগকারীর
Ο খ) বাণিজ্যিক প্রতিষ্ঠানের
Ο গ) ব্যাংক ব্যবস্থার
Ο ঘ) রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের
সঠিক উত্তর: (গ)

৯. বাজার অর্থনীতিতে প্রশ্নের উত্তর পাওয়া যায়-
i. বাজারে চাহিদার মাধ্যমে
ii. বাজারে সরবরাহের মাধ্যমে
iii. বাজারে গুদামজাতকরণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১০. জনতা ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংকিং প্রতিষ্ঠান?
Ο ক) শাখা ব্যাংক
Ο খ) চেইন ব্যাংক
Ο গ) গ্রুপ ব্যাংক
Ο ঘ) জাতীয় ব্যাংক
সঠিক উত্তর: (ক)

১১. বাংলাদেশে কত সালে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন হয়?
Ο ক) ১৯৭৩ সালে
Ο খ) ১৯৮৩ সালে
Ο গ) ১৯৮৬ সালে
Ο ঘ) ১৯৭৬ সালে
সঠিক উত্তর: (খ)

১২. স্কুল ব্যাংকের বর্তমান এবং পূর্বের কার্যক্রমগুলো ছিল-
i. স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে সঞ্চয় বক্স দেওয়া
ii. সঞ্চয় ব্যাগ সরবরাহ করা
iii. স্কুল থেকে সঞ্চয়ে উৎসাহী করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩. রাজশাহীর কোন অঞ্চলের রেশম উৎপাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত?
Ο ক) দেশি ব্যাংক
Ο খ) ভোক্তাদের ব্যাংক
Ο গ) জাতীয় ব্যাংক
Ο ঘ) আঞ্চলিক ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)

১৪. দেশের সব ব্যাংকের মুরব্বি পরিচালক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কোন ব্যাংক?
Ο ক) সরকারি ব্যাংক
Ο খ) কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) বাণিজ্যিক ব্যাংক
Ο ঘ) বিশেষায়িত ব্যাংক
সঠিক উত্তর: (খ)

১৫. কোনটি আধুনিক ব্যাংকের মূলনীতিবহির্ভূত?
Ο ক) সচ্ছলতার নীতি
Ο খ) স্থলাভিষিক্তকরণ নীতি
Ο গ) দক্ষতার নীতি
Ο ঘ) গোপনীয়তার নীতি
সঠিক উত্তর: (খ)

১৬. স্বশাসিত ব্যাংকের মালিক কে?
Ο ক) জনগণ
Ο খ) কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) সরকার
Ο ঘ) আর্থিক প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (গ)

১৭. ব্যাংক গ্রাহকদের প্রকল্প বিষয়ক পরামর্শ প্রদান করে সেই প্রকল্পের-
i. পরিবর্ধন বিষয়ক
ii. পরিমার্জন বিষয়ক
iii. বিনিয়োগ বিষয়ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১৮. সরকারের মুদ্রা প্রচলনের কাজ সহজ করে কোনটি?
Ο ক) ব্যাংক চেক
Ο খ) ব্যাংক ড্রাফট
Ο গ) দেনা চিঠা
Ο ঘ) পাওনা চিঠা
সঠিক উত্তর: (ক)

১৯. যে ব্যাংক সরকারের বিশেষ আইনবলে ও সংবিধানের বিশেষ অধ্যাদেশের মাধ্যমে গঠিত হয় এবং যা স্বনিয়ন্ত্রণ ব্যবস্থায় স্বাধীনভাবে নিয়ন্ত্রিত হয় তাকে কী বলে?
Ο ক) কৃষি ব্যাংক
Ο খ) সরকারি ব্যাংক
Ο গ) স্বায়ত্তশাসিত ব্যাংক
Ο ঘ) বেসরকারি ব্যাংক
সঠিক উত্তর: (গ)

২০. আমানতকারীকে তার সুবিধামতো আমানত সৃষ্টিতে সাহায্য করা ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্যে?
Ο ক) সাধারণ উদ্দেশ্যে
Ο খ) অন্যতম উদ্দেশ্য
Ο গ) মৌলিক উদ্দেশ্য
Ο ঘ) সামাজিক উদ্দেশ্য
সঠিক উত্তর: (গ)

২১. ব্যাংক মক্কেলের আস্থা অর্জনের জন্য কোন নীতি অবলম্বন করে?
Ο ক) গোজনীয়তার
Ο খ) উদ্দেশ্যের
Ο গ) মুনাফার
Ο ঘ) বিশেষায়নের
সঠিক উত্তর: (ক)

২২. গোপনীয়তা রক্ষা করা ব্যাংকের কীরূপ নীতি?
Ο ক) প্রধান
Ο খ) সাধারণ
Ο গ) বিশেষ
Ο ঘ) অন্যতম
সঠিক উত্তর: (ঘ)

২৩. সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য হল-
i. নোট ও মুদ্র প্রচলন
ii. তহবিল বিনিয়োগ
iii. কর্মসংস্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪. Solvency ব্যাংক নগদ ১ কোটি টাকা নিয়ে ব্যবসায় শুরু করে। জনগণের দায় পরিশোধের সামর্থ্য তাদের রয়েছে।এখানে Solvency ব্যাংকের কোন নীতির পরিচয় পাওয়া যায়?
Ο ক) স্বচ্ছলতার
Ο খ) মুনাফার
Ο গ) মিতব্যয়িতার
Ο ঘ) বিশ্বস্ততার
সঠিক উত্তর: (ক)

২৫. গ্রাহকের অর্থ ও মূল্যবান সম্পদ জমা রাখতে ব্যাংক কোন ধরনের সেবা প্রদান করে?
Ο ক) প্রতিনিধিত্ব
Ο খ) অছি
Ο গ) সঞ্চয়ী
Ο ঘ) লকার
সঠিক উত্তর: (ঘ)

২৬. গ্রাহকদের পক্ষে ব্যাংকের উদ্দেশ্যাবলি হচ্ছে-
i. আমানত সৃষ্টি
ii. প্রতিনিধিত্ব
iii. অর্থ স্থানান্তর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৭. মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) চালান
Ο খ) হুন্ডি
Ο গ) প্রত্যয়পত্র
Ο ঘ) চেক
সঠিক উত্তর: (ঘ)

২৮. মেয়াদি আমানত সর্বনিম্ন কত দিন ব্যাংকে জমা রাখতে হয়?
Ο ক) ১৫ দিন
Ο খ) ৩০ দিন
Ο গ) ৪৫ দিন
Ο ঘ) ৬০ দিন
সঠিক উত্তর: (খ)

২৯. গ্রাহকের পক্ষে ব্যাংকের কাজ কোনটি?
Ο ক) বাড়িভাড়া আদায়
Ο খ) কর প্রদান
Ο গ) জামানত সংগ্রহ
Ο ঘ) পণ্য বিক্রয়
সঠিক উত্তর: (ক)

৩০. নিচের কোনটি ব্যাংকের মালিকানভিত্তিক শ্রেণিকরণের মধ্যে পড়ে না?
Ο ক) সমবায় ব্যাংক
Ο খ) বিশেষায়িত ব্যাংক
Ο গ) স্বসাসিত ব্যাংক
Ο ঘ) সরকারি ব্যাংক
সঠিক উত্তর: (ক)

৩১. প্রাইভেট ব্যাংকে পরিচালকের সংখ্যা হলো-
i. শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ
ii. সর্বনিম্ন ২ জন
iii. সর্বোচ্চ ১২ জন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৩২. বাংলাদেশ সরকার সাধারণত কোন ধরনের বাজেট প্রণয়ন করে?
Ο ক) সম্পূর্ণ বাজেট
Ο খ) ঘাটতি বাজেট
Ο গ) পরিকল্পিত বাজেট
Ο ঘ) স্বয়ংসম্পূর্ণ বাজেট
সঠিক উত্তর: (খ)

৩৩. বাজারে সুনাম সৃষ্টি ব্যাংকের জন্য কী?
Ο ক) অন্যতম মূলনীতি
Ο খ) সাধারণ নীতি
Ο গ) মৌলিক নীতি
Ο ঘ) মৌলিক উদ্দেশ্য
সঠিক উত্তর: (ক)

৩৪. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক?
Ο ক) বিশেষায়িত ব্যাংক
Ο খ) বাণিজ্যিক ব্যাংক
Ο গ) ইসলামী ব্যাংক
Ο ঘ) কেন্দ্রীয় ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)

৩৫. সঞ্চয়ী আমানতে সুদের পরিমাণ কত?
Ο ক) প্রায় ৫ %
Ο খ) প্রায় ৭ %
Ο গ) প্রায় ৯ %
Ο ঘ) প্রায় ১৩ %
সঠিক উত্তর: (খ)

৩৬. যে ব্যাংকিং পদ্ধতিতে একটি কেনদ্রীয় অফিসের অধীনে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত হয় তাকে কী বলে?
Ο ক) চেইন ব্যাংক
Ο খ) গ্রুপ ব্যাংক
Ο গ) একক ব্যাংক
Ο ঘ) শাখা ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)

৩৭. কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ক্ষমতা ও দায়িত্ব হলো-
i. মুদ্রা প্রচলন
ii. ঋণদান
iii. ঋণ নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৩৮. ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য হল-
i. আমানত ও মুদ্রা প্রচলন
ii. নিরাপত্তা ও অর্থ স্থানান্তর
iii.জীবনযাত্রার মানোন্নয়ন ও সহজীকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৯. ব্যাংকিং ব্যবসায় ঝুঁকি মোকাবেলার জন্য প্রয়োজন-
i. শক্তিশালী ব্যবস্থাপনা
ii. নির্ভরযোগ্য ব্যবস্থাপনা
iii. দক্ষ ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪০. কোন সেবার বিনিময়ে গ্রাহক ব্যাংককে নির্দিষ্ট পরিমাণ ভাড়া প্রদান করে?
Ο ক) বাই-সালাম
Ο খ) ইজারা
Ο গ) মুরাবাহা
Ο ঘ) বাই-মুয়াজ্জেল
সঠিক উত্তর: (খ)

৪১. বাণিজ্যিক ব্যাংক মুদ্রা প্রচলন করে কোন উপায়ে?
Ο ক) প্রত্যক্ষভাবে
Ο খ) পরোক্ষভাবে
Ο গ) সমানুপাতিক হারে
Ο ঘ) প্রগতিশীলভাবে
সঠিক উত্তর: (খ)

৪২. কতজন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়?
Ο ক) সর্বনিম্ন ২ জন ও সর্বোচ্চ ১০ জন
Ο খ) সর্বনিম্ন ৭ জন ও সর্বোচ্চ ৫০ জন
Ο গ) সর্বনিম্ন ২ জন ও সর্বোচ্চ ১৩ জন
Ο ঘ) সর্বনিম্ন ৭ জন ও সর্বোচ্চ ২০ জন
সঠিক উত্তর: (গ)

৪৩. ব্যাংক সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে-
i. মুনাফার অংশ সমাজকে দান করে
ii. গঠন মূলক কাজে সমাজে অর্থ দিয়ে
iii. গ্রাহকদের ঋণদান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৪৪. সরকার নিয়মিতভাবে অগ্রাধিকার খাতগুলো কার সামনে তুলে ধরে?
Ο ক) ব্যবসায়ী
Ο খ) সুশীল সমাজ
Ο গ) গণমাধ্যম
Ο ঘ) দেশ ও জাতি
সঠিক উত্তর: (ঘ)

৪৫. যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হচ্ছে ব্যাংক ব্যবসায়ের-
i. আকার
ii. উদ্দেশ্য
iii. গঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৬. ব্যাংকিং সেবা সহজ হয়েছে-
i. সোশ্যাল ব্যাংকিং এর মাধ্যমে
ii. মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে
iii. ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৪৭. N ব্যাংক লিমিটেড প্রচুর পরিমাণে অর্থ ঋণ হিসেবে প্রদান করায় নগদ অর্থের পরিমাণ কমে যায় । পরবর্তীতে আমানতের অর্থ আসায় এ অর্থ ঋণ হিসেবে না দিয়ে সংরক্ষণ করতে চায়। এক্ষেত্রে N ব্যাংকের করণীয় হলো-
i. স্বল্পমেয়াদি বিল ও বন্ড ক্রয়
ii. দীর্ঘমেয়াদি বিল ও বন্ড ক্রয়
iii. সরকারি ট্রেজারি বিল ক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ) 

৪৮. ব্যাংক কাকে অর্থসংক্রান্ত পরামর্শ প্রদান করে?
Ο ক) গ্রাহককে
Ο খ) সমাজকে
Ο গ) পরিবারকে
Ο ঘ) হিসাবরক্ষককে
সঠিক উত্তর: (ক)

৪৯. আলাদা সত্তাহীন ব্যাংক কোনটি?
Ο ক) িএকক ব্যাংক
Ο খ) শাখা ব্যাংক
Ο গ) দেশি ব্যাংক
Ο ঘ) বিদেশি ব্যাংক
সঠিক উত্তর: (খ)

৫০. ব্যাংক কীভাবে মূলধন গঠন করে?
Ο ক) নিজস্ব তহবিলের মাধ্যমে
Ο খ) কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে
Ο গ) বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়ে
Ο ঘ) জনগণের সঞ্চয়কৃত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post