ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৮: মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. মুক্তিযুদ্ধের পরপর বাংলাদেশের ব্যাংকিং ব্যবসায় দারুণ সংকটে নিপতিত হয়েছিল। এর কারণ কী?
Ο ক) সকল ব্যাংকের মালিক অবাঙালি হওয়ার
Ο খ) সকল ব্যাংকের মালিক বাঙালি হওয়ায়
Ο গ) দুটি ব্যাংক ব্যতীত সকল ব্যাংক বিদেশি মালিকানার হওয়ায়
Ο ঘ) দুটি ব্যাংক ব্যতীত সকল ব্যাংক দেশি মালিকানার হওয়ায়
সঠিক উত্তর: (গ)
২. ব্যাংক শব্দের আভিধানিক অর্থ কী?
Ο ক) বিনিময়ের কেন্দ্র
Ο খ) সঞ্চয়ের ভান্ডার
Ο গ) মূল্যের পরিমাপক
Ο ঘ) লম্বা টেবিল
সঠিক উত্তর: (ঘ)
৩. কারা দেশের সঞ্চয়কারী?
Ο ক) যাদের উপরি আয় বেশি
Ο খ) যাদের ব্যয়, আয় থেকে বেশি
Ο গ) যাদের আয় ও ব্যয় প্রায় সমান
Ο ঘ) যাদের আয়, ব্যয় থেকে বেশি
সঠিক উত্তর: (ঘ)
৪. মুদ্রাকে বলা যায়-
i. বিনিময়ের মাধ্যমে
ii. সঞ্চয়ের ভান্ডার
iii. মূল্যের পরিমাপক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫. বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
Ο ক) সোনালী ব্যাংক
Ο খ) ন্যাশনাল ব্যাংক
Ο গ) রুপালী ব্যাংক
Ο ঘ) বাংলাদেশ ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)
৬. অর্থ স্থানান্তর-এর ইংরেজি প্রতিশব্দ কোনটি?
Ο ক) Money Transaction
Ο খ) Money Travellin
Ο গ) Money Territiry
Ο ঘ) Money Transfer
সঠিক উত্তর: (ঘ)
৭. ব্রিটিশ আমল বলা হয়-
i ১৭৫৭-১৯৫৭ খ্রিষ্টাব্দকে
ii ১১৫০-১৯৪৭ খ্রিষ্টাব্দকে
iii ১৭৫৭-১৯৪৭ খ্রিষ্টাব্দকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮. উদ্দেশ্য অর্জনের জন্যে ব্যাংকের সম্পাদিত কার্যাবলি কী হিসেবে পরিচিত?
Ο ক) ব্যাংকিং
Ο খ) ব্যবস্থাপনা
Ο গ) বিমা
Ο ঘ) ব্যবসায়
সঠিক উত্তর: (ক)
৯. লম্বা টুলে বসে অর্থের ব্যবসায় করা হতো কোন যুগে?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) আধুনিক যুগে
Ο গ) মধ্যযুগে
Ο ঘ) ঐতিহাসিক যুগে
সঠিক উত্তর: (গ)
১০. যোগাযোগের অসুবিধা দূর করে কোনটি?
Ο ক) তামা
Ο খ) ঝিনুক
Ο গ) জাহাজ
Ο ঘ) হাতির দাঁত
সঠিক উত্তর: (গ)
১১. বর্তমানে বাংলাদেশে কতটি সরকারি ব্যাংক রয়েছে?
Ο ক) ২ টি
Ο খ) ৪ টি
Ο গ) ৬ টি
Ο ঘ) ৮ টি
সঠিক উত্তর: (খ)
১২. ব্যাংক অব ইংল্যান্ড কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৬০৬ সালে
Ο খ) ১৬০৯ সালে
Ο গ) ১৬৯৪ সালে
Ο ঘ) ১৬৬৪ সালে
সঠিক উত্তর: (গ)
১৩. কখন বাংলাদেশে ব্যাংক বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়া শুরু হয়েছিল?
Ο ক) ষাটের দশকে
Ο খ) সত্তরের দশকে
Ο গ) আশির দশকে
Ο ঘ) নব্বইয়ের দশকে
সঠিক উত্তর: (গ)
১৪. অর্থ জমা,তোলা এবং ঋণ দেয়ার নিরাপদ প্রতিষ্ঠান কোনটি?
Ο ক) সমবায় সমিতি
Ο খ) ব্যাংক
Ο গ) বিমা কোম্পানি
Ο ঘ) শেয়ার বাজার
সঠিক উত্তর: (খ)
১৫. পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
Ο ক) ফেডারেল ব্যাংক অব পাকিস্তান
Ο খ) স্টেট ব্যাংক অব পাকিস্তান
Ο গ) ব্যাংক অব পাকিস্তান
Ο ঘ) সেন্ট্রাল ব্যাংক অব পাকিস্তান
সঠিক উত্তর: (খ)
১৬. LC-কী
Ο ক) Letter of Creation
Ο খ) Lift Circle
Ο গ) Letter of Credit
Ο ঘ) Licence Cave
সঠিক উত্তর: (গ)
১৭. কোনটির ইতিহাস খুবই বিচিত্র?
Ο ক) স্বর্ণের
Ο খ) রৌপের
Ο গ) কড়ির
Ο ঘ) মুদ্রার
সঠিক উত্তর: (ঘ)
১৮. ২০১২ সালে নতুন কয়টি বেসরকারি ব্যাংকের অনুমোদন দেয়া হয়েছে?
Ο ক) ৪ টি
Ο খ) ৫ টি
Ο গ) ৬ টি
Ο ঘ) ৭ টি
সঠিক উত্তর: (গ)
১৯. পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯৪৭ সালে
Ο খ) ১৯৪৮ সালে
Ο গ) ১৯৭১ সালে
Ο ঘ) ১৯৫৬ সালে
সঠিক উত্তর: (খ)
২০. Banco শব্দটি কোন ভাষার শব্দ?
Ο ক) ফরাসি
Ο খ) জার্মান
Ο গ) ল্যাটিন
Ο ঘ) অস্ট্রিয়া
সঠিক উত্তর: (গ)
২১. সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষের বৃদ্ধি পায়-
i সামাজিক আচার-অনুষ্ঠান
ii সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকান্ড
iii লেনদেন ও বিনিময়ের কর্মকান্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২. বাংলাদেশে বেসরকারি ব্যাংক কয়টি?
Ο ক) ২৯ টি
Ο খ) ৩১ টি
Ο গ) ৩০ টি
Ο ঘ) ৩২ টি
সঠিক উত্তর: (গ)
২৩. ব্ন্দর নগরী নারায়ণগঞ্জে দি বেঙ্গল ব্যাংক-এর শাখা কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯২২ সালে
Ο খ) ১৯২৩ সালে
Ο গ) ১৯২৪ সালে
Ο ঘ) ১৯২৬ সালে
সঠিক উত্তর: (ঘ)
২৪. Letter of Credet –এর কাজ-
i আমদানিকারকের প্রতিনিধিত্ব করা
ii রপ্তানিকারককে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করা
iii বাণিজ্যে ঋণদানে মধ্যস্থতা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫. বিশ্বে প্রথম বিনিময় মাধ্যম হিসেবে মুদ্রা ব্যবহৃত হয়-
i. কাগজি মুদ্রা
ii. ধাতব মুদ্রা
iii. নুড়ি পাথর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬. কীসের অভাবে দ্রব্য বিনিময় প্রথার সমস্যা হয়?
Ο ক) সঞ্চয়ের
Ο খ) উপযোগের
Ο গ) পরিবর্তন দ্রব্যের
Ο ঘ) পরিপূরক দ্রব্যের
সঠিক উত্তর: (ক)
২৭. ব্যাংকিং ব্যবসায়ের অভিবাবকের দায়িত্ব পালনকারী ব্যাংক কোনটি?
Ο ক) সোনালী ব্যাংক
Ο খ) রূপালী ব্যাংক
Ο গ) পূবালী ব্যাংক
Ο ঘ) বাংলাদেশ ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)
২৮. বিনিময় কর্মকান্ডের প্রসার ঘটে মানুষের-
i. জ্ঞান বুদ্ধির ফলে
ii. বুদ্ধির পরিধি বৃদ্ধির সাথে সাথে
iii. অর্থ বৃদ্ধির সাথে সাথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৯. মানুষের দৈনন্দিন চাহিদা কেন বৃদ্ধি পায়?
Ο ক) আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য
Ο খ) বিনিময় কর্মকান্ড প্রসারের জন্য
Ο গ) প্রচুর পরিমাণ উৎপাদনের জন্য
Ο ঘ) বিলাস প্রবণতার জন্য
সঠিক উত্তর: (খ)
৩০. ব্যাংক শব্দটির উৎপত্তি কোন ভাষার শব্দ থেকে?
Ο ক) ইংরেজি
Ο খ) ল্যাটিন
Ο গ) রোমান
Ο ঘ) ফরাসি
সঠিক উত্তর: (খ)
৩১. কখন থেকে মানুষের প্রয়োজন,কর্মকান্ড এবং সামাজিক বন্ধনের পরিধি প্রসার লাভ করে?
Ο ক) মাবন সৃষ্টি ও সভ্যতার বিবর্তনের সাথে সাথে
Ο খ) আধুনিক প্রযুক্তি উৎকর্ষ লাভের সাথে সাথে
Ο গ) দ্রব্যের বিনিময়ে দ্রব্য প্রথা রহিতকরণের পর থেকে
Ο ঘ) সভ্যতা লাভ ও আধুনিক জীবন প্রণালি শুরুর পর থেকে
সঠিক উত্তর: (ক)
৩২. প্রদেয় বিল স্বীকৃতি প্রদান করা কার কাজ?
Ο ক) শিক্ষা প্রতিষ্ঠানের
Ο খ) হাসপাতালের
Ο গ) বিমা কোম্পানির
Ο ঘ) ব্যাংকের
সঠিক উত্তর: (ক)
৩৩. মূল্যের পরিমাপক হিসেবে কী ব্যবহার করা হয়ে থাকে?
Ο ক) মুদ্রা
Ο খ) কড়ি
Ο গ) ঝিনুক
Ο ঘ) শঙ্খ
সঠিক উত্তর: (ক)
৩৪. ব্যাংকের পূর্বসূরি-
i. স্বর্ণকারশ্রেণি
ii. ব্যবসায়ীশ্রেণি
iii. মহাজনশ্রেণি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫. ঢাকায় দি বেঙ্গল ব্যাংক –এর শাখা কখন খোলা হয়?
Ο ক) ১৮৭৩ সালে
Ο খ) ১৯০০ সালে
Ο গ) ১৮৬২ সালে
Ο ঘ) ১৯০৬ সালে
সঠিক উত্তর: (গ)
৩৬. কাগজি মুদ্রা প্রচলনের কারণ-
i ধাতুর বিকল্প ব্যবহার
ii ধাতব মুদ্রার দীর্ঘ স্থায়িত্ব
iii ধাতব পদার্থের দুষ্প্রাপ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৭. মধ্যযুগে অর্থের ব্যবসায়ের প্রচলন ছিল কোন দেশে?
Ο ক) চীনে
Ο খ) জাপানে
Ο গ) ল্যাটিন ফারসি
Ο ঘ) ল্যাটিন
সঠিক উত্তর: (ঘ)
৩৮. Bank of England কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৬৯৪
Ο খ) ১৬৫৬
Ο গ) ১১৫০
Ο ঘ) ১৪০১
সঠিক উত্তর: (ক)
৩৯. গোষ্ঠী উন্নয়ন ব্যাংকের উদাহরণ হলো-
i. ব্যাংককে
ii. অর্থকে
iii. ব্যবসায়কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪০. সাধারণত কোন প্রতিষ্ঠানের ঘাটতি থাকে?
Ο ক) বিশ্ববিদ্যালয়
Ο খ) ব্যাংক
Ο গ) ব্যবসায় প্রতিষ্ঠান
Ο ঘ) সামাজিক প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (গ)
৪১. প্রথম দিকে মানুষের চাহিদা কীরূপ ছিল?
Ο ক) সীমিত
Ο খ) খুব সীমিত
Ο গ) বেশি
Ο ঘ) খুব বেশি
সঠিক উত্তর: (খ)
৪২. বাংলাদেশ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
Ο খ) ১৯৭১ সালের ২৬ মার্চ
Ο গ) ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
Ο ঘ) ১৯৭২ সালের ২৬ মার্চ
সঠিক উত্তর: (ঘ)
৪৩. দেশের বাণিজ্যিক ব্যাংকসমূহের অভিভাবকের দায়িত্ব পালন করে কে?
Ο ক) সোনালী ব্যাংক
Ο খ) বাংলাদেশ ব্যাংক
Ο গ) জনতা ব্যাংক
Ο ঘ) অগ্রণী ব্যাংক
সঠিক উত্তর: (খ)
৪৪. Bank শব্দটি উৎপত্তি ঘটেছে-
i Bangk
ii Bankus
iii Banco
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৫. মুদ্রায় সর্বাধিক ব্যবহৃত উপাদান কী?
Ο ক) সোনা
Ο খ) রুপা
Ο গ) তামা
Ο ঘ) কাগজ
সঠিক উত্তর: (ঘ)
৪৬. দি বেঙ্গল ব্যাংক-এর শাখা ছিল-
i ময়মনসিংহ চাঁদপুর ও নারায়নগঞ্জ
ii ব্রাক্ষ্মণবাড়িয়া, সিলেট ও কিশোরগঞ্জে
iii ঢাকা,চট্টগ্রাম ও সিরাজগঞ্জ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৭. উপমহাদেশে আধুনিক ব্যাংকিং ব্যবসায় প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে-
i ভোগ্যপণ্যের ব্যবসায়
ii অর্থ লগ্নিকারী ব্যবসায়
iii সওদাগরী ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৮. ব্যাংক মক্কেলের পক্ষে কীসে স্বীকৃতি জ্ঞাপন করে?
Ο ক) বিনিময় বিলে
Ο খ) বাহকের চেকে
Ο গ) সঞ্চয়ী হিসাবে
Ο ঘ) এটিএম কার্ডে
সঠিক উত্তর: (খ)
৪৯. বাংলাদেশ ব্যাংক কার আদেশে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) প্রধানমন্ত্রীর আদেশে
Ο খ) রাষ্ট্রপতির আদেশে
Ο গ) মন্ত্রিপরিষদের আদেশে
Ο ঘ) আদালতের আদেশে
সঠিক উত্তর: (খ)
৫০. কোনটি আদিম যুগের মুদ্রা?
Ο ক) তামা
Ο খ) কড়ি
Ο গ) পাথর
Ο ঘ) স্বর্ণ মুদ্রা
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. মুক্তিযুদ্ধের পরপর বাংলাদেশের ব্যাংকিং ব্যবসায় দারুণ সংকটে নিপতিত হয়েছিল। এর কারণ কী?
Ο ক) সকল ব্যাংকের মালিক অবাঙালি হওয়ার
Ο খ) সকল ব্যাংকের মালিক বাঙালি হওয়ায়
Ο গ) দুটি ব্যাংক ব্যতীত সকল ব্যাংক বিদেশি মালিকানার হওয়ায়
Ο ঘ) দুটি ব্যাংক ব্যতীত সকল ব্যাংক দেশি মালিকানার হওয়ায়
সঠিক উত্তর: (গ)
২. ব্যাংক শব্দের আভিধানিক অর্থ কী?
Ο ক) বিনিময়ের কেন্দ্র
Ο খ) সঞ্চয়ের ভান্ডার
Ο গ) মূল্যের পরিমাপক
Ο ঘ) লম্বা টেবিল
সঠিক উত্তর: (ঘ)
৩. কারা দেশের সঞ্চয়কারী?
Ο ক) যাদের উপরি আয় বেশি
Ο খ) যাদের ব্যয়, আয় থেকে বেশি
Ο গ) যাদের আয় ও ব্যয় প্রায় সমান
Ο ঘ) যাদের আয়, ব্যয় থেকে বেশি
সঠিক উত্তর: (ঘ)
৪. মুদ্রাকে বলা যায়-
i. বিনিময়ের মাধ্যমে
ii. সঞ্চয়ের ভান্ডার
iii. মূল্যের পরিমাপক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫. বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
Ο ক) সোনালী ব্যাংক
Ο খ) ন্যাশনাল ব্যাংক
Ο গ) রুপালী ব্যাংক
Ο ঘ) বাংলাদেশ ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)
৬. অর্থ স্থানান্তর-এর ইংরেজি প্রতিশব্দ কোনটি?
Ο ক) Money Transaction
Ο খ) Money Travellin
Ο গ) Money Territiry
Ο ঘ) Money Transfer
সঠিক উত্তর: (ঘ)
৭. ব্রিটিশ আমল বলা হয়-
i ১৭৫৭-১৯৫৭ খ্রিষ্টাব্দকে
ii ১১৫০-১৯৪৭ খ্রিষ্টাব্দকে
iii ১৭৫৭-১৯৪৭ খ্রিষ্টাব্দকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮. উদ্দেশ্য অর্জনের জন্যে ব্যাংকের সম্পাদিত কার্যাবলি কী হিসেবে পরিচিত?
Ο ক) ব্যাংকিং
Ο খ) ব্যবস্থাপনা
Ο গ) বিমা
Ο ঘ) ব্যবসায়
সঠিক উত্তর: (ক)
৯. লম্বা টুলে বসে অর্থের ব্যবসায় করা হতো কোন যুগে?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) আধুনিক যুগে
Ο গ) মধ্যযুগে
Ο ঘ) ঐতিহাসিক যুগে
সঠিক উত্তর: (গ)
১০. যোগাযোগের অসুবিধা দূর করে কোনটি?
Ο ক) তামা
Ο খ) ঝিনুক
Ο গ) জাহাজ
Ο ঘ) হাতির দাঁত
সঠিক উত্তর: (গ)
১১. বর্তমানে বাংলাদেশে কতটি সরকারি ব্যাংক রয়েছে?
Ο ক) ২ টি
Ο খ) ৪ টি
Ο গ) ৬ টি
Ο ঘ) ৮ টি
সঠিক উত্তর: (খ)
১২. ব্যাংক অব ইংল্যান্ড কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৬০৬ সালে
Ο খ) ১৬০৯ সালে
Ο গ) ১৬৯৪ সালে
Ο ঘ) ১৬৬৪ সালে
সঠিক উত্তর: (গ)
১৩. কখন বাংলাদেশে ব্যাংক বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়া শুরু হয়েছিল?
Ο ক) ষাটের দশকে
Ο খ) সত্তরের দশকে
Ο গ) আশির দশকে
Ο ঘ) নব্বইয়ের দশকে
সঠিক উত্তর: (গ)
১৪. অর্থ জমা,তোলা এবং ঋণ দেয়ার নিরাপদ প্রতিষ্ঠান কোনটি?
Ο ক) সমবায় সমিতি
Ο খ) ব্যাংক
Ο গ) বিমা কোম্পানি
Ο ঘ) শেয়ার বাজার
সঠিক উত্তর: (খ)
১৫. পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
Ο ক) ফেডারেল ব্যাংক অব পাকিস্তান
Ο খ) স্টেট ব্যাংক অব পাকিস্তান
Ο গ) ব্যাংক অব পাকিস্তান
Ο ঘ) সেন্ট্রাল ব্যাংক অব পাকিস্তান
সঠিক উত্তর: (খ)
১৬. LC-কী
Ο ক) Letter of Creation
Ο খ) Lift Circle
Ο গ) Letter of Credit
Ο ঘ) Licence Cave
সঠিক উত্তর: (গ)
১৭. কোনটির ইতিহাস খুবই বিচিত্র?
Ο ক) স্বর্ণের
Ο খ) রৌপের
Ο গ) কড়ির
Ο ঘ) মুদ্রার
সঠিক উত্তর: (ঘ)
১৮. ২০১২ সালে নতুন কয়টি বেসরকারি ব্যাংকের অনুমোদন দেয়া হয়েছে?
Ο ক) ৪ টি
Ο খ) ৫ টি
Ο গ) ৬ টি
Ο ঘ) ৭ টি
সঠিক উত্তর: (গ)
১৯. পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯৪৭ সালে
Ο খ) ১৯৪৮ সালে
Ο গ) ১৯৭১ সালে
Ο ঘ) ১৯৫৬ সালে
সঠিক উত্তর: (খ)
২০. Banco শব্দটি কোন ভাষার শব্দ?
Ο ক) ফরাসি
Ο খ) জার্মান
Ο গ) ল্যাটিন
Ο ঘ) অস্ট্রিয়া
সঠিক উত্তর: (গ)
২১. সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষের বৃদ্ধি পায়-
i সামাজিক আচার-অনুষ্ঠান
ii সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকান্ড
iii লেনদেন ও বিনিময়ের কর্মকান্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২. বাংলাদেশে বেসরকারি ব্যাংক কয়টি?
Ο ক) ২৯ টি
Ο খ) ৩১ টি
Ο গ) ৩০ টি
Ο ঘ) ৩২ টি
সঠিক উত্তর: (গ)
২৩. ব্ন্দর নগরী নারায়ণগঞ্জে দি বেঙ্গল ব্যাংক-এর শাখা কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯২২ সালে
Ο খ) ১৯২৩ সালে
Ο গ) ১৯২৪ সালে
Ο ঘ) ১৯২৬ সালে
সঠিক উত্তর: (ঘ)
২৪. Letter of Credet –এর কাজ-
i আমদানিকারকের প্রতিনিধিত্ব করা
ii রপ্তানিকারককে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করা
iii বাণিজ্যে ঋণদানে মধ্যস্থতা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫. বিশ্বে প্রথম বিনিময় মাধ্যম হিসেবে মুদ্রা ব্যবহৃত হয়-
i. কাগজি মুদ্রা
ii. ধাতব মুদ্রা
iii. নুড়ি পাথর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬. কীসের অভাবে দ্রব্য বিনিময় প্রথার সমস্যা হয়?
Ο ক) সঞ্চয়ের
Ο খ) উপযোগের
Ο গ) পরিবর্তন দ্রব্যের
Ο ঘ) পরিপূরক দ্রব্যের
সঠিক উত্তর: (ক)
২৭. ব্যাংকিং ব্যবসায়ের অভিবাবকের দায়িত্ব পালনকারী ব্যাংক কোনটি?
Ο ক) সোনালী ব্যাংক
Ο খ) রূপালী ব্যাংক
Ο গ) পূবালী ব্যাংক
Ο ঘ) বাংলাদেশ ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)
২৮. বিনিময় কর্মকান্ডের প্রসার ঘটে মানুষের-
i. জ্ঞান বুদ্ধির ফলে
ii. বুদ্ধির পরিধি বৃদ্ধির সাথে সাথে
iii. অর্থ বৃদ্ধির সাথে সাথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৯. মানুষের দৈনন্দিন চাহিদা কেন বৃদ্ধি পায়?
Ο ক) আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য
Ο খ) বিনিময় কর্মকান্ড প্রসারের জন্য
Ο গ) প্রচুর পরিমাণ উৎপাদনের জন্য
Ο ঘ) বিলাস প্রবণতার জন্য
সঠিক উত্তর: (খ)
৩০. ব্যাংক শব্দটির উৎপত্তি কোন ভাষার শব্দ থেকে?
Ο ক) ইংরেজি
Ο খ) ল্যাটিন
Ο গ) রোমান
Ο ঘ) ফরাসি
সঠিক উত্তর: (খ)
৩১. কখন থেকে মানুষের প্রয়োজন,কর্মকান্ড এবং সামাজিক বন্ধনের পরিধি প্রসার লাভ করে?
Ο ক) মাবন সৃষ্টি ও সভ্যতার বিবর্তনের সাথে সাথে
Ο খ) আধুনিক প্রযুক্তি উৎকর্ষ লাভের সাথে সাথে
Ο গ) দ্রব্যের বিনিময়ে দ্রব্য প্রথা রহিতকরণের পর থেকে
Ο ঘ) সভ্যতা লাভ ও আধুনিক জীবন প্রণালি শুরুর পর থেকে
সঠিক উত্তর: (ক)
৩২. প্রদেয় বিল স্বীকৃতি প্রদান করা কার কাজ?
Ο ক) শিক্ষা প্রতিষ্ঠানের
Ο খ) হাসপাতালের
Ο গ) বিমা কোম্পানির
Ο ঘ) ব্যাংকের
সঠিক উত্তর: (ক)
৩৩. মূল্যের পরিমাপক হিসেবে কী ব্যবহার করা হয়ে থাকে?
Ο ক) মুদ্রা
Ο খ) কড়ি
Ο গ) ঝিনুক
Ο ঘ) শঙ্খ
সঠিক উত্তর: (ক)
৩৪. ব্যাংকের পূর্বসূরি-
i. স্বর্ণকারশ্রেণি
ii. ব্যবসায়ীশ্রেণি
iii. মহাজনশ্রেণি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫. ঢাকায় দি বেঙ্গল ব্যাংক –এর শাখা কখন খোলা হয়?
Ο ক) ১৮৭৩ সালে
Ο খ) ১৯০০ সালে
Ο গ) ১৮৬২ সালে
Ο ঘ) ১৯০৬ সালে
সঠিক উত্তর: (গ)
৩৬. কাগজি মুদ্রা প্রচলনের কারণ-
i ধাতুর বিকল্প ব্যবহার
ii ধাতব মুদ্রার দীর্ঘ স্থায়িত্ব
iii ধাতব পদার্থের দুষ্প্রাপ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৭. মধ্যযুগে অর্থের ব্যবসায়ের প্রচলন ছিল কোন দেশে?
Ο ক) চীনে
Ο খ) জাপানে
Ο গ) ল্যাটিন ফারসি
Ο ঘ) ল্যাটিন
সঠিক উত্তর: (ঘ)
৩৮. Bank of England কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৬৯৪
Ο খ) ১৬৫৬
Ο গ) ১১৫০
Ο ঘ) ১৪০১
সঠিক উত্তর: (ক)
৩৯. গোষ্ঠী উন্নয়ন ব্যাংকের উদাহরণ হলো-
i. ব্যাংককে
ii. অর্থকে
iii. ব্যবসায়কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪০. সাধারণত কোন প্রতিষ্ঠানের ঘাটতি থাকে?
Ο ক) বিশ্ববিদ্যালয়
Ο খ) ব্যাংক
Ο গ) ব্যবসায় প্রতিষ্ঠান
Ο ঘ) সামাজিক প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (গ)
৪১. প্রথম দিকে মানুষের চাহিদা কীরূপ ছিল?
Ο ক) সীমিত
Ο খ) খুব সীমিত
Ο গ) বেশি
Ο ঘ) খুব বেশি
সঠিক উত্তর: (খ)
৪২. বাংলাদেশ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
Ο খ) ১৯৭১ সালের ২৬ মার্চ
Ο গ) ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
Ο ঘ) ১৯৭২ সালের ২৬ মার্চ
সঠিক উত্তর: (ঘ)
৪৩. দেশের বাণিজ্যিক ব্যাংকসমূহের অভিভাবকের দায়িত্ব পালন করে কে?
Ο ক) সোনালী ব্যাংক
Ο খ) বাংলাদেশ ব্যাংক
Ο গ) জনতা ব্যাংক
Ο ঘ) অগ্রণী ব্যাংক
সঠিক উত্তর: (খ)
৪৪. Bank শব্দটি উৎপত্তি ঘটেছে-
i Bangk
ii Bankus
iii Banco
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৫. মুদ্রায় সর্বাধিক ব্যবহৃত উপাদান কী?
Ο ক) সোনা
Ο খ) রুপা
Ο গ) তামা
Ο ঘ) কাগজ
সঠিক উত্তর: (ঘ)
৪৬. দি বেঙ্গল ব্যাংক-এর শাখা ছিল-
i ময়মনসিংহ চাঁদপুর ও নারায়নগঞ্জ
ii ব্রাক্ষ্মণবাড়িয়া, সিলেট ও কিশোরগঞ্জে
iii ঢাকা,চট্টগ্রাম ও সিরাজগঞ্জ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৭. উপমহাদেশে আধুনিক ব্যাংকিং ব্যবসায় প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে-
i ভোগ্যপণ্যের ব্যবসায়
ii অর্থ লগ্নিকারী ব্যবসায়
iii সওদাগরী ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৮. ব্যাংক মক্কেলের পক্ষে কীসে স্বীকৃতি জ্ঞাপন করে?
Ο ক) বিনিময় বিলে
Ο খ) বাহকের চেকে
Ο গ) সঞ্চয়ী হিসাবে
Ο ঘ) এটিএম কার্ডে
সঠিক উত্তর: (খ)
৪৯. বাংলাদেশ ব্যাংক কার আদেশে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) প্রধানমন্ত্রীর আদেশে
Ο খ) রাষ্ট্রপতির আদেশে
Ο গ) মন্ত্রিপরিষদের আদেশে
Ο ঘ) আদালতের আদেশে
সঠিক উত্তর: (খ)
৫০. কোনটি আদিম যুগের মুদ্রা?
Ο ক) তামা
Ο খ) কড়ি
Ο গ) পাথর
Ο ঘ) স্বর্ণ মুদ্রা
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Finance