ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৭: শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে স্টক এক্সচেঞ্চের তালিকাভুক্ত শেয়ার গুলোকে বিভক্ত করা হয়েছে-
i A,B,G শ্রেণিতে
ii A,B,M শ্রেণিতে
iii N,Z শ্রেণিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২০২. মুনাফার যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয় সে অংশকে কী বলে?
Ο ক) সম্পত্তি
Ο খ) দলিলপত্র
Ο গ) লভ্যাংশ
Ο ঘ) সুনাম
সঠিক উত্তর: (গ)
২০৩. পারিজাত লি. ২০১২ সালে ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শান্তার ঐ কোম্পানির ১০০ টাকা মূল্যের ১০০ শেয়ার রয়েছে। সে কত টাকা লভ্যাংশ পাবে?
Ο ক) ১,০০০ টাকা
Ο খ) ১,৫০০ টাকা
Ο গ) ১৫,০০০ টাকা
Ο ঘ) ১,৫০,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)
২০৪. বিনিয়োগকারীরা যে বাজারে নিজেদের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে সে বাজারকে কী বলে?
Ο ক) সেকেন্ডারি বাজার
Ο খ) প্রাথমিক বাজার
Ο গ) প্রথম বাজার
Ο ঘ) স্টক বাজার
সঠিক উত্তর: (ক)
২০৫. শেয়ারহোল্ডারদের সেকেন্ডারি মার্কেটে শেয়ার বিক্রয় করেন কেন?
Ο ক) ফেরতযোগ্য
Ο খ) রূপান্তরযোগ্য
Ο গ) অরূপান্তরযোগ্য
Ο ঘ) অফেরতযোগ্য
সঠিক উত্তর: (ঘ)
২০৬. শেয়ার ক্রয় – বিক্রয়ের প্রতিষ্ঠানটি কী নামে পরিচিত?
Ο ক) সিকিউরিটি এক্সেচেঞ্চ
Ο খ) স্টক এক্সচেঞ্চ
Ο গ) স্টক কমিশন
Ο ঘ) স্টক ইন্সটিটিউশন
সঠিক উত্তর: (খ)
২০৭. সাধারণ শেয়ার বিনিয়োগকারীকে কোম্পানি দেয়-
Ο ক) নির্দিষ্ট হারে সুদ
Ο খ) নির্দিষ্ট হারে লভ্যাংশ
Ο গ) নির্দিষ্ট হারে মুনাফা
Ο ঘ) মালিকানা
সঠিক উত্তর: (ঘ)
২০৮. কোম্পানির আর্থিক বিবরণী বিশ্লেষণের পাশাপাশি পর্যাপ্ত জ্ঞান সংগ্রহ করা উচিত-
i শিল্পখাত সম্পর্কে
ii অর্থনৈতিক অবস্থা সম্পর্কে
iii বাজার দর সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০৯. ঋণপত্র মালিকদের দাবি কখন পূরণ করা হয়?
Ο ক) সাধারণ শেয়ার মালিকদের পরে
Ο খ) অগ্রাধিকার শেয়ার মালিকদের পরে
Ο গ) অগ্রাধিকার শেয়ার মালিকদের পরে
Ο ঘ) বন্ড মালিকদের পূর্বে
সঠিক উত্তর: (গ)
২১০. কোনটি হতে প্রাপ্ত আয় নির্দিষ্ট নয়?
Ο ক) বন্ড
Ο খ) সাধারণ শেয়ার
Ο গ) ডিবেঞ্চার
Ο ঘ) অগ্রাধিকার শেয়ার
সঠিক উত্তর: (খ)
২১১. কোন সুযোগ ব্যবহার করে বিনিয়োগকারী সাধারণ শেয়ারের মালিক হতে পারেন?
Ο ক) প্রাইজবন্ড রূপান্তর
Ο খ) সঞ্চয়পত্র রূপান্তর
Ο গ) গিবেঞ্চার রূপান্তর
Ο ঘ) অগ্রাধিকার শেয়ার রূপান্তর
সঠিক উত্তর: (ঘ)
২১২. কোম্পানি স্টক লভ্যাংশ ঘোষণা করলে কী হয়?
Ο ক) শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়
Ο খ) শেয়ারের সংখ্যা হ্রাস পায়
Ο গ) শেয়ারের সংখ্যা স্থির থাকে
Ο ঘ) শেয়ারের মূল্য বৃদ্ধি পায়
সঠিক উত্তর: (ঘ)
২১৩. কোন প্রতিষ্ঠান সাধারণ জনহণ থেকে কোম্পানিকে তহবিল সংগ্রহে সাহা্য্য করে?
Ο ক) স্টক এক্সচেঞ্চ
Ο খ) SEC
Ο গ) অর্থ মন্ত্রণালয়
Ο ঘ) বাণিজ্য মন্ত্রণালয়
সঠিক উত্তর: (ক)
২১৪. বিনিয়োগের উৎস হিসেবে সাধারণ শেয়ারের কোনটি থাকা আবশ্যক?
Ο ক) নিজস্ব স্বকীয়তা
Ο খ) নির্দিষ্ট আওতা
Ο গ) নির্দিষ্ট আয়
Ο ঘ) নিজস্ব চুক্তি
সঠিক উত্তর: (ক)
২১৫. বিনিয়োগের প্রতিটি খাতে বিনিয়োগকারীর-
i আয়ের ভিন্নতা রয়েছে
ii ঝুঁকির ভিন্নতা রয়েছে
iii ব্যয়ের ভিন্নতা রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৬. স্টক লভ্যাংশে কী হারে লভ্যাংশ দেওয়া হয়?
Ο ক) সমানুপাতিক হারে
Ο খ) নির্দিষ্ট হারে
Ο গ) আনুপাতিক হারে
Ο ঘ) আনুভূমিক হারে
সঠিক উত্তর: (গ)
২১৭. অগ্রাধিকার শেয়ার মালিকরা অবস্থান করছে-
i সাধারণ শেয়ার মালিকদের মাঝামাঝিতে
ii বন্ড মালিকদের মাঝামাঝিতে
iii ঋণপত্রের মালিকদের মাঝামাঝিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৮. কোন শেয়ারে বিনিয়োগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ?
Ο ক) সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের
Ο খ) সাধারণ শেয়ারের
Ο গ) অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের
Ο ঘ) রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ারের
সঠিক উত্তর: (খ)
২১৯. কোম্পানির অবসায়ন কালে কাদের দাবি সবার শেষে মেটানো হয়?
Ο ক) দেনাদার
Ο খ) সাধারণ শেয়ারহোল্ডার
Ο গ) অগ্রাধিকার শেয়ারহোল্ডার
Ο ঘ) বন্ড মালিক
সঠিক উত্তর: (খ)
২২০. কোনটি বিনিয়াগের উৎস হিসেবে ব্যবহৃত হয়?
Ο ক) বিনিয়োগের হাতিয়ারসমূহ
Ο খ) বিনিয়োগের নীতিসমূহ
Ο গ) বিনিয়োগের স্বার্থসমূহ
Ο ঘ) বিনিয়োগের কার্জ প্রক্রিয়াসমূহ
সঠিক উত্তর: (ক)
২২১. কোন ধরনের শেয়ার মালিকের ভোটাধিকার থাকে?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) বন্ড
Ο গ) অগ্রাধিকার শেয়ার
Ο ঘ) ডিবেঞ্চার
সঠিক উত্তর: (ক)
২২২. অগ্রাধিকার শেয়ার ও ডিবেঞ্চার মালিকরা কোম্পানির নিয়ন্ত্রণে অংশ গ্রহণ করতে অপরাগ কেন?
Ο ক) তাদের ভোটধিকার নেই বলে
Ο খ) তাদের সামর্থ্য নেই বলে
Ο গ) তাদের যোগ্যতা নেই বলে
Ο ঘ) তাদের ক্ষমতা নেই বলে
সঠিক উত্তর: (ক)
২২৩. নির্দিষ্ট আয় প্রত্যাশী বিনিয়োগকারীদের ক্ষেত্রে কোন শেয়ার সর্বোত্তম?
Ο ক) অনাঙ্কিক শেয়ার
Ο খ) বোনাস শেয়ার
Ο গ) অগ্রাধিকার শেয়ার
Ο ঘ) সাধারণ শেয়ার
সঠিক উত্তর: (গ)
২২৪. বাংলাদেশের স্টক এক্সচেঞ্চের বৈশিষ্ট্য হলো-
i এখানে প্রত্যক্ষভাবে ব্রোকাররা লেনদেনে অংশগ্রহণ করে
ii এখানে সিকিউরিটিজের মূল্য চাহিদা ও যোগান অনুযায়ী ওঠা- নামা করে
iii এখানে শুধুমাত্র তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৫. অগ্রাধিকার শেয়ার ও ডিবেঞ্চার মালিকরা কোম্পানির নিয়ন্ত্রণে অংশগ্রহণ করতে অপারগ কেন?
Ο ক) তাদের ভোটাধিকার নেই বলে
Ο খ) তাদের সামর্থ্য নেই বলে
Ο গ) তাদের যোগ্যতা নেই বলে
Ο ঘ) তাদের ক্ষমতা নেই বলে
সঠিক উত্তর: (ক)
২২৬. কোম্পানির অবসায়নকালে সম্পত্তি বিক্রি হতে দাবি মেটানো হয়-
i সকল দেনাদারদের
ii অগ্রাধিকার শেয়ারমালিকদের
iii সাধারণ শেয়ারমালিকদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৭. বিনিয়োগ হাতিয়ার থেকে ভিন্ন থাকে বিনিয়োগকারীদের-
i প্রত্যাশিত আয়ে
ii অপ্রত্যাশিত আয়ে
iii প্রত্যাশিত ঝুঁকিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২২৮. যে লভ্যাংশ নগদ টাকায় পরিশোধ করা হয় তাকে কী বলে?
Ο ক) নগদ লভ্যাংশ
Ο খ) বকেয়া লভ্যাংশ
Ο গ) স্টক লভ্যাংশ
Ο ঘ) বোনাস লভ্যাংশ
সঠিক উত্তর: (গ)
২২৯. বন্ডের বিনিয়োগকারীরা লিখিত মূল্য ফেরত পায় কখন?
Ο ক) পরিপক্বতার তারিখে
Ο খ) যেকোনো তারিখে
Ο গ) বছরের প্রথম দিনে
Ο ঘ) বছরের মাঝামাঝি
সঠিক উত্তর: (ক)
২৩০. সাধারণ শেয়ারহোল্ডারদের ঝুঁকি তার বিনিয়োগকৃত অর্থের-
Ο ক) বেশি
Ο খ) কম
Ο গ) সমান
Ο ঘ) শূণ্য অংশ
সঠিক উত্তর: (খ)
২৩১. শেয়ারহোল্ডারগণ সেকেন্ডারি মার্কেটে শেয়ার বিক্রয় করেন কেন?
Ο ক) তারল্যের প্রয়োজনে
Ο খ) সম্পত্তি বন্টনের প্রয়োজনে
Ο গ) ঋণপত্রের প্রয়োজনে
Ο ঘ) জামানত রাখার প্রয়োজনে
সঠিক উত্তর: (ক)
২৩২. লভ্যাংশ প্রদানের জন্যে সুনির্দিষ্ট দিক-নির্দেনাকে কী বলে?
Ο ক) লভ্যাংশ নীতি
Ο খ) লভ্যাংশ সিদ্ধান্ত
Ο গ) মুনাফ নীতি
Ο ঘ) লভ্যাংশ রীতি
সঠিক উত্তর: (ক)
২৩৩. শেয়ার বাজারে কেন সূচক ব্যবহার করা হয়?
Ο ক) বাজারের মোট কোম্পানির সংখ্যা জানার জন্যে
Ο খ) বাজারের সার্বিক অবস্থা বোঝার জন্যে
Ο গ) বাজারে কোম্পানির আর্থিক অবস্থা বোঝার জন্যে
Ο ঘ) বাজারে কোম্পানির ব্যবসায়ের ধরন সম্পর্কে জানার জন্যে
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * “স্কয়ার ফার্মা কোম্পানি ১,০০০ টাকা লিখিত মূল্যের ১০ শতাংশ অগ্রাধিকার শেয়ারবাজারে বিক্রির চিন্তা করছে। প্রতিটি শেয়ার বিক্রি থেকে কোম্পানিটি ৮২০ টাকা পাওয়ার প্রত্যাশা করে।
২৩৪. স্কয়ার ফার্মার শেয়ার ব্যয়ের হার কত?
Ο ক) ১১.১%
Ο খ) ১৬.১৮%
Ο গ) ১২.২০%
Ο ঘ) ১৯.২১%
সঠিক উত্তর: (গ)
২৩৫. স্কয়ার ফার্মার অগ্রাধিকার শেয়ার মালিকরা কোম্পানির নিয়ন্ত্রণে অংশগ্রহণ করতে পারবে না কেন?
Ο ক) নির্দিষ্ট আয় বলে
Ο খ) ঝুঁকি গ্রহণ করে না বলে
Ο গ) শেয়ার রূপান্তরযোগ্য বলে
Ο ঘ) ভোটাধিকার নেই বলে
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে স্টক এক্সচেঞ্চের তালিকাভুক্ত শেয়ার গুলোকে বিভক্ত করা হয়েছে-
i A,B,G শ্রেণিতে
ii A,B,M শ্রেণিতে
iii N,Z শ্রেণিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২০২. মুনাফার যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয় সে অংশকে কী বলে?
Ο ক) সম্পত্তি
Ο খ) দলিলপত্র
Ο গ) লভ্যাংশ
Ο ঘ) সুনাম
সঠিক উত্তর: (গ)
২০৩. পারিজাত লি. ২০১২ সালে ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শান্তার ঐ কোম্পানির ১০০ টাকা মূল্যের ১০০ শেয়ার রয়েছে। সে কত টাকা লভ্যাংশ পাবে?
Ο ক) ১,০০০ টাকা
Ο খ) ১,৫০০ টাকা
Ο গ) ১৫,০০০ টাকা
Ο ঘ) ১,৫০,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)
২০৪. বিনিয়োগকারীরা যে বাজারে নিজেদের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে সে বাজারকে কী বলে?
Ο ক) সেকেন্ডারি বাজার
Ο খ) প্রাথমিক বাজার
Ο গ) প্রথম বাজার
Ο ঘ) স্টক বাজার
সঠিক উত্তর: (ক)
২০৫. শেয়ারহোল্ডারদের সেকেন্ডারি মার্কেটে শেয়ার বিক্রয় করেন কেন?
Ο ক) ফেরতযোগ্য
Ο খ) রূপান্তরযোগ্য
Ο গ) অরূপান্তরযোগ্য
Ο ঘ) অফেরতযোগ্য
সঠিক উত্তর: (ঘ)
২০৬. শেয়ার ক্রয় – বিক্রয়ের প্রতিষ্ঠানটি কী নামে পরিচিত?
Ο ক) সিকিউরিটি এক্সেচেঞ্চ
Ο খ) স্টক এক্সচেঞ্চ
Ο গ) স্টক কমিশন
Ο ঘ) স্টক ইন্সটিটিউশন
সঠিক উত্তর: (খ)
২০৭. সাধারণ শেয়ার বিনিয়োগকারীকে কোম্পানি দেয়-
Ο ক) নির্দিষ্ট হারে সুদ
Ο খ) নির্দিষ্ট হারে লভ্যাংশ
Ο গ) নির্দিষ্ট হারে মুনাফা
Ο ঘ) মালিকানা
সঠিক উত্তর: (ঘ)
২০৮. কোম্পানির আর্থিক বিবরণী বিশ্লেষণের পাশাপাশি পর্যাপ্ত জ্ঞান সংগ্রহ করা উচিত-
i শিল্পখাত সম্পর্কে
ii অর্থনৈতিক অবস্থা সম্পর্কে
iii বাজার দর সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০৯. ঋণপত্র মালিকদের দাবি কখন পূরণ করা হয়?
Ο ক) সাধারণ শেয়ার মালিকদের পরে
Ο খ) অগ্রাধিকার শেয়ার মালিকদের পরে
Ο গ) অগ্রাধিকার শেয়ার মালিকদের পরে
Ο ঘ) বন্ড মালিকদের পূর্বে
সঠিক উত্তর: (গ)
২১০. কোনটি হতে প্রাপ্ত আয় নির্দিষ্ট নয়?
Ο ক) বন্ড
Ο খ) সাধারণ শেয়ার
Ο গ) ডিবেঞ্চার
Ο ঘ) অগ্রাধিকার শেয়ার
সঠিক উত্তর: (খ)
২১১. কোন সুযোগ ব্যবহার করে বিনিয়োগকারী সাধারণ শেয়ারের মালিক হতে পারেন?
Ο ক) প্রাইজবন্ড রূপান্তর
Ο খ) সঞ্চয়পত্র রূপান্তর
Ο গ) গিবেঞ্চার রূপান্তর
Ο ঘ) অগ্রাধিকার শেয়ার রূপান্তর
সঠিক উত্তর: (ঘ)
২১২. কোম্পানি স্টক লভ্যাংশ ঘোষণা করলে কী হয়?
Ο ক) শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়
Ο খ) শেয়ারের সংখ্যা হ্রাস পায়
Ο গ) শেয়ারের সংখ্যা স্থির থাকে
Ο ঘ) শেয়ারের মূল্য বৃদ্ধি পায়
সঠিক উত্তর: (ঘ)
২১৩. কোন প্রতিষ্ঠান সাধারণ জনহণ থেকে কোম্পানিকে তহবিল সংগ্রহে সাহা্য্য করে?
Ο ক) স্টক এক্সচেঞ্চ
Ο খ) SEC
Ο গ) অর্থ মন্ত্রণালয়
Ο ঘ) বাণিজ্য মন্ত্রণালয়
সঠিক উত্তর: (ক)
২১৪. বিনিয়োগের উৎস হিসেবে সাধারণ শেয়ারের কোনটি থাকা আবশ্যক?
Ο ক) নিজস্ব স্বকীয়তা
Ο খ) নির্দিষ্ট আওতা
Ο গ) নির্দিষ্ট আয়
Ο ঘ) নিজস্ব চুক্তি
সঠিক উত্তর: (ক)
২১৫. বিনিয়োগের প্রতিটি খাতে বিনিয়োগকারীর-
i আয়ের ভিন্নতা রয়েছে
ii ঝুঁকির ভিন্নতা রয়েছে
iii ব্যয়ের ভিন্নতা রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৬. স্টক লভ্যাংশে কী হারে লভ্যাংশ দেওয়া হয়?
Ο ক) সমানুপাতিক হারে
Ο খ) নির্দিষ্ট হারে
Ο গ) আনুপাতিক হারে
Ο ঘ) আনুভূমিক হারে
সঠিক উত্তর: (গ)
২১৭. অগ্রাধিকার শেয়ার মালিকরা অবস্থান করছে-
i সাধারণ শেয়ার মালিকদের মাঝামাঝিতে
ii বন্ড মালিকদের মাঝামাঝিতে
iii ঋণপত্রের মালিকদের মাঝামাঝিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৮. কোন শেয়ারে বিনিয়োগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ?
Ο ক) সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের
Ο খ) সাধারণ শেয়ারের
Ο গ) অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের
Ο ঘ) রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ারের
সঠিক উত্তর: (খ)
২১৯. কোম্পানির অবসায়ন কালে কাদের দাবি সবার শেষে মেটানো হয়?
Ο ক) দেনাদার
Ο খ) সাধারণ শেয়ারহোল্ডার
Ο গ) অগ্রাধিকার শেয়ারহোল্ডার
Ο ঘ) বন্ড মালিক
সঠিক উত্তর: (খ)
২২০. কোনটি বিনিয়াগের উৎস হিসেবে ব্যবহৃত হয়?
Ο ক) বিনিয়োগের হাতিয়ারসমূহ
Ο খ) বিনিয়োগের নীতিসমূহ
Ο গ) বিনিয়োগের স্বার্থসমূহ
Ο ঘ) বিনিয়োগের কার্জ প্রক্রিয়াসমূহ
সঠিক উত্তর: (ক)
২২১. কোন ধরনের শেয়ার মালিকের ভোটাধিকার থাকে?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) বন্ড
Ο গ) অগ্রাধিকার শেয়ার
Ο ঘ) ডিবেঞ্চার
সঠিক উত্তর: (ক)
২২২. অগ্রাধিকার শেয়ার ও ডিবেঞ্চার মালিকরা কোম্পানির নিয়ন্ত্রণে অংশ গ্রহণ করতে অপরাগ কেন?
Ο ক) তাদের ভোটধিকার নেই বলে
Ο খ) তাদের সামর্থ্য নেই বলে
Ο গ) তাদের যোগ্যতা নেই বলে
Ο ঘ) তাদের ক্ষমতা নেই বলে
সঠিক উত্তর: (ক)
২২৩. নির্দিষ্ট আয় প্রত্যাশী বিনিয়োগকারীদের ক্ষেত্রে কোন শেয়ার সর্বোত্তম?
Ο ক) অনাঙ্কিক শেয়ার
Ο খ) বোনাস শেয়ার
Ο গ) অগ্রাধিকার শেয়ার
Ο ঘ) সাধারণ শেয়ার
সঠিক উত্তর: (গ)
২২৪. বাংলাদেশের স্টক এক্সচেঞ্চের বৈশিষ্ট্য হলো-
i এখানে প্রত্যক্ষভাবে ব্রোকাররা লেনদেনে অংশগ্রহণ করে
ii এখানে সিকিউরিটিজের মূল্য চাহিদা ও যোগান অনুযায়ী ওঠা- নামা করে
iii এখানে শুধুমাত্র তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৫. অগ্রাধিকার শেয়ার ও ডিবেঞ্চার মালিকরা কোম্পানির নিয়ন্ত্রণে অংশগ্রহণ করতে অপারগ কেন?
Ο ক) তাদের ভোটাধিকার নেই বলে
Ο খ) তাদের সামর্থ্য নেই বলে
Ο গ) তাদের যোগ্যতা নেই বলে
Ο ঘ) তাদের ক্ষমতা নেই বলে
সঠিক উত্তর: (ক)
২২৬. কোম্পানির অবসায়নকালে সম্পত্তি বিক্রি হতে দাবি মেটানো হয়-
i সকল দেনাদারদের
ii অগ্রাধিকার শেয়ারমালিকদের
iii সাধারণ শেয়ারমালিকদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৭. বিনিয়োগ হাতিয়ার থেকে ভিন্ন থাকে বিনিয়োগকারীদের-
i প্রত্যাশিত আয়ে
ii অপ্রত্যাশিত আয়ে
iii প্রত্যাশিত ঝুঁকিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২২৮. যে লভ্যাংশ নগদ টাকায় পরিশোধ করা হয় তাকে কী বলে?
Ο ক) নগদ লভ্যাংশ
Ο খ) বকেয়া লভ্যাংশ
Ο গ) স্টক লভ্যাংশ
Ο ঘ) বোনাস লভ্যাংশ
সঠিক উত্তর: (গ)
২২৯. বন্ডের বিনিয়োগকারীরা লিখিত মূল্য ফেরত পায় কখন?
Ο ক) পরিপক্বতার তারিখে
Ο খ) যেকোনো তারিখে
Ο গ) বছরের প্রথম দিনে
Ο ঘ) বছরের মাঝামাঝি
সঠিক উত্তর: (ক)
২৩০. সাধারণ শেয়ারহোল্ডারদের ঝুঁকি তার বিনিয়োগকৃত অর্থের-
Ο ক) বেশি
Ο খ) কম
Ο গ) সমান
Ο ঘ) শূণ্য অংশ
সঠিক উত্তর: (খ)
২৩১. শেয়ারহোল্ডারগণ সেকেন্ডারি মার্কেটে শেয়ার বিক্রয় করেন কেন?
Ο ক) তারল্যের প্রয়োজনে
Ο খ) সম্পত্তি বন্টনের প্রয়োজনে
Ο গ) ঋণপত্রের প্রয়োজনে
Ο ঘ) জামানত রাখার প্রয়োজনে
সঠিক উত্তর: (ক)
২৩২. লভ্যাংশ প্রদানের জন্যে সুনির্দিষ্ট দিক-নির্দেনাকে কী বলে?
Ο ক) লভ্যাংশ নীতি
Ο খ) লভ্যাংশ সিদ্ধান্ত
Ο গ) মুনাফ নীতি
Ο ঘ) লভ্যাংশ রীতি
সঠিক উত্তর: (ক)
২৩৩. শেয়ার বাজারে কেন সূচক ব্যবহার করা হয়?
Ο ক) বাজারের মোট কোম্পানির সংখ্যা জানার জন্যে
Ο খ) বাজারের সার্বিক অবস্থা বোঝার জন্যে
Ο গ) বাজারে কোম্পানির আর্থিক অবস্থা বোঝার জন্যে
Ο ঘ) বাজারে কোম্পানির ব্যবসায়ের ধরন সম্পর্কে জানার জন্যে
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * “স্কয়ার ফার্মা কোম্পানি ১,০০০ টাকা লিখিত মূল্যের ১০ শতাংশ অগ্রাধিকার শেয়ারবাজারে বিক্রির চিন্তা করছে। প্রতিটি শেয়ার বিক্রি থেকে কোম্পানিটি ৮২০ টাকা পাওয়ার প্রত্যাশা করে।
২৩৪. স্কয়ার ফার্মার শেয়ার ব্যয়ের হার কত?
Ο ক) ১১.১%
Ο খ) ১৬.১৮%
Ο গ) ১২.২০%
Ο ঘ) ১৯.২১%
সঠিক উত্তর: (গ)
২৩৫. স্কয়ার ফার্মার অগ্রাধিকার শেয়ার মালিকরা কোম্পানির নিয়ন্ত্রণে অংশগ্রহণ করতে পারবে না কেন?
Ο ক) নির্দিষ্ট আয় বলে
Ο খ) ঝুঁকি গ্রহণ করে না বলে
Ο গ) শেয়ার রূপান্তরযোগ্য বলে
Ο ঘ) ভোটাধিকার নেই বলে
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Finance