এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৭: শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৭: শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. যেকোনো দেশের অর্থনীতিতে মূলধন সংগ্রহের বাজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
Ο ক) বন্ড
Ο খ) ডিবেঞ্চার
Ο গ) স্টক এক্সচেঞ্চ
Ο ঘ) শেয়ার
সঠিক উত্তর: (ঘ)

১৫২. কোন ধরনের শেয়ার ইস্যুকারী কোম্পানি শেয়ার মালিকদের সব সময় লভ্যাংশ দিতে বাধ্য থাকে না?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) অগ্রাধিকার শেয়ার
Ο গ) বন্ড
Ο ঘ) ডিবেঞ্চার
সঠিক উত্তর: (ক)

১৫৩. সাধারণ শেয়ারের বিনিয়োগকারীদের ঝুঁকি কীসের সমান থাকে?
Ο ক) বিনিয়োগকৃত অর্থের
Ο খ) মোট শেয়ারের
Ο গ) মোট সম্পত্তির
Ο ঘ) মোট দায়ের
সঠিক উত্তর: (ক)

১৫৪. বন্ডের বিপরীতে কোম্পানি জামানত হিসেবে রাখে-
i স্থায়ী সম্পত্তি
ii দলিলপত্রাদি
iii নগদ টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৫৫. কোম্পানির অবসায়নকালে সম্পত্তি বিক্রির প্রাপ্ত অর্থ সবার শেষে কোন মালিক পায়?
Ο ক) বন্ড
Ο খ) ঋনপত্র
Ο গ) অগ্রাধিকার শেয়ার মালিক
Ο ঘ) সাধারণ শেয়ার মালিক
সঠিক উত্তর: (ঘ)

১৫৬. সাধারণ শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য-
i হস্তান্তরযোগ্য
ii সীমাবদ্ধ দায়
iii নির্দিষ্ট হারে আয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ক)

১৫৭. বন্ডের সুদের হার কীরূপ?
Ο ক) অপরিবর্তনশীল
Ο খ) ঝুঁকিপূর্ণ
Ο গ) পরিবর্তমানশীল
Ο ঘ) নিশ্চিত
সঠিক উত্তর: (গ)

১৫৮. কোম্পানির ভোটাধিকার পায় কে?
Ο ক) বন্ডের মালিক
Ο খ) অগ্রাধিকার শেয়ারের মালিক
Ο গ) সাধারণ শেয়ারের মালিক
Ο ঘ) ডিবেঞ্চারের মালিক
সঠিক উত্তর: (গ)

১৫৯. কোম্পানি পরিচালনায় কাদের অধিকার থাকে না?
Ο ক) অগ্রাধিকার শেয়ার মালিক
Ο খ) বন্ড মালিক
Ο গ) ডিবেঞ্চার মালিক
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

১৬০. কোম্পানি অধিক আয় করলে কার প্রাপ্ত আয় বৃদ্ধি পাবে?
Ο ক) সরকারের
Ο খ) বিনিয়োগকারীর
Ο গ) পরিচালকের
Ο ঘ) তলবকারীর
সঠিক উত্তর: (খ)

১৬১. লভ্যাংশ নীতি কত প্রকার?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)

১৬২. মাহবুব সাহেব ‘সানি লি’ –এর নির্দিষ্ট সংখ্যা ডিবেঞ্চারের মালিক। কোম্পানিটি অবসায়নের সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে ‘সানি লি.’ মাহবুব সাহেবের পাওনা পরিশোধ করবে কখন?
Ο ক) অগ্রাধিকার শেয়ার মালিকদের পাওনা পরিশোধের পর
Ο খ) বন্ড মালিকদের পাওনা পরিশোধের পর
Ο গ) সাধারণ শেয়ার মালিকদের পাওনা পরিশোধের পর
Ο ঘ) কোম্পানির পরিচালকদের পাওনা পরিশোধের পর
সঠিক উত্তর: (খ)

১৬৩. কোম্পানির জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করা-
Ο ক) বাধ্যতামূলক
Ο খ) বাধ্যতামূলক নয়
Ο গ) নির্ধারিত
Ο ঘ) স্থির
সঠিক উত্তর: (খ)

১৬৪. প্রত্যেকটি বিনিয়োগ উৎসের কী রয়েছে?
Ο ক) নিজস্ব স্বকীয়তা
Ο খ) পারস্পরিক পরিপূরকতা
Ο গ) নিজস্ব অপূর্ণতা
Ο ঘ) পারস্পরিক পরিবর্তকতা
সঠিক উত্তর: (ক)

১৬৫. শেয়ার ক্রয়-বিক্রয়ের প্রতিষ্ঠানটি কী নামে পরিচিত?
Ο ক) সিকিউরিটি এক্সচেঞ্জ
Ο খ) স্টক এক্সচেঞ্জ
Ο গ) স্টক কমিশন
Ο ঘ) স্টক ইন্সটিটউশন
সঠিক উত্তর: (খ)

১৬৬. বাংলাদেশে বন্ড এখনও পরিচিতি না পাওয়ার কারণ কী?
Ο ক) ঋণ মূলধনের খাত হিসেবে ঝুঁকিপূর্ণ বলে
Ο খ) ঋণ মূলধনের ব্যয় অধিক বলে
Ο গ) অধিকাংশ কোম্পানি ব্যাংক থেকে ঋণ নেয় বলে
Ο ঘ) কোম্পানির ওপর বন্ড মালিকরা নিয়ন্ত্রণহীন বলে
সঠিক উত্তর: (খ)

১৬৭. মূলধন খাটানোর উৎস-
i শেয়ার
ii বন্ড
iii ডিবেঞ্চার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬৮. যে বাজারে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করে সেই বাজারকে বলে-
Ο ক) প্রাথমিক বাজার
Ο খ) Initial Market
Ο গ) Secondary Market
Ο ঘ) তৃতীয় বাজার
সঠিক উত্তর: (গ)

১৬৯. শেয়ার বাজারের সূচক হলো কীরূপ?
Ο ক) ধ্রুবক
Ο খ) অপরিবর্তনীয়
Ο গ) পরিবর্তনশীল
Ο ঘ) স্থিতিশীল
সঠিক উত্তর: (গ)

১৭০. কোম্পানি কর্তৃক ইস্যু করা হয়-
i সাধারণ শেয়ার
ii অগ্রাধিকার শেয়ার
iii বন্ড এবং ডিবেঞ্চার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭১. শেয়ারবাজারে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া উচিত-
i বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে
ii আর্থিক তথ্যাদি বিশ্লেষণ করে
iii গুজবের মাধ্যমে তথ্য পেয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৭২. বন্ডের সুবিধা হলো-
i সুদের হার নির্দিষ্ট
ii ঝুঁকি কম
iii শেয়ারে রূপান্তর যোগ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭৩. শেয়ার দাম বাড়লে-
i সূচক বাড়ে
ii লভ্যাংশ বাড়ে
iii মেয়াদ কমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৭৪. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্চে কতটি সূচক ব্যবহার করা হয়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)

১৭৫. স্টক এক্সচেঞ্চকে মাধ্যমিক বাজার বলা হয় কেন?
Ο ক) এখানে মধ্যমেয়াদি শেয়ার ক্রয় –বিক্রয় করা হয় বলে
Ο খ) এখানে জবাররা শেয়ার ক্রয়-বিক্রয় করে বলে
Ο গ) এখানে সদস্যরাই শুধু শেয়ার কেনা-বেচায় অংশগ্রহণ করে বলে
Ο ঘ) প্রাথমিক বাজারের শেয়ার-সিকিউরিটি পরবর্তী সময়ে এখানে ক্রয়-বিক্রয় হয় বলে
সঠিক উত্তর: (ঘ)

১৭৬. সাধারণ শেয়ার রূপান্তর করা যায় কোনটিকে?
Ο ক) বিলম্বিত শেয়ার
Ο খ) অগ্রাধিকার শেয়ার
Ο গ) বাজেয়াপ্ত শেয়ার
Ο ঘ) বন্ড ও ঋণপত্র
সঠিক উত্তর: (খ)

১৭৭. জনাব তামজিদ শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী। এজন্য বিনিয়োগের পূর্বে তাকে কী করতে হবে?
Ο ক) কোম্পানি হতে বিনিয়োগের ফরম সংগ্রহ করতে হবে
Ο খ) কোম্পানির নীতিমালা সংগ্রহ করতে হবে
Ο গ) কোম্পানির আর্থিক বিবরণী সংগ্রহ করতে হবে
Ο ঘ) কোম্পানির নীতিমালা অনুসরণ করতে হবে
সঠিক উত্তর: (গ)

১৭৮. কোম্পানি অতিরিক্ত মুনাফা করলে কারা এর অংশ পায়?
Ο ক) অগ্রাধিকার শেয়ার মালিক
Ο খ) বন্ড মালিক
Ο গ) সাধারণ শেয়ার মালিক
Ο ঘ) ডিবেঞ্চার মালিক
সঠিক উত্তর: (গ)

১৭৯. সাধারণ শেয়ারের সুবিধা হলো-
i অধিক আয়
ii সীমাবদ্ধ দায়
iii তারল্য সম্পদে পরিণত করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮০. সাধারণ শেয়ার মালিকরা কোম্পানি নিয়ন্ত্রণের কীরূপ ক্ষমতা পায়?
Ο ক) আংশিক ক্ষমতা
Ο খ) পূর্ণ ক্ষমতা
Ο গ) ঝুঁকি নিরসনের
Ο ঘ) মেয়াদকালীন কিছু ক্ষমতা
সঠিক উত্তর: (খ)

১৮১. ডিবেঞার হতে প্রাপ্ত আয় কীরূপ?
Ο ক) নিয়মিত
Ο খ) অনিয়মিত
Ο গ) মাঝে মাঝে আয় হয় না
Ο ঘ) মাঝে মাঝে আয় হয়
সঠিক উত্তর: (ক)

১৮২. সাধারন শেয়ার বিনিয়োগকারীকে কী দেয়?
Ο ক) কোম্পানির মালিকানা
Ο খ) কোম্পানির মুনাফা
Ο গ) কোম্পানির মূলধন
Ο ঘ) কোম্পানি বিক্রয়ের অধিকার
সঠিক উত্তর: (ক)

১৮৩. সাধারণ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদানের হার-
Ο ক) নির্ধারিত
Ο খ) অনির্ধারিত
Ο গ) স্থির
Ο ঘ) একই
সঠিক উত্তর: (খ)

১৮৪. লাভ ও মুনাফার একটি অংশ সংরক্ষিত থাকে-
i ভবিষ্যতে ভোগের জন্যে
ii ভবিষ্যতে বিনিয়োগের জন্যে
iii ভবিষ্যতে অর্থায়নের জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৮৫. যে আর্থিক সংস্থার মাধ্যমে দেশের পাবলিক লিমিটেড কোম্পানিসমূহের শেয়ার ও ঋণপত্র ক্রয়-বিক্রয় করা হয় তাকে কী বলে?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) শেয়ার বাজার
Ο গ) ব্যবসায়ের অর্থাসংস্থান
Ο ঘ) প্রাইভেট কোম্পানি
সঠিক উত্তর: (খ)

১৮৬. পাবলিক লিমিটেড কোম্পানির প্রকৃত মালিক কারা?
Ο ক) যারা মূলধন যোগাড় করে
Ο খ) যারা কার্য পরিচালনা করে
Ο গ) যারা শেয়ার ক্রয় করে
Ο ঘ) যারা নীতিমালা প্রদান করে
সঠিক উত্তর: (গ)

১৮৭. নগদ টাকায় পরিশোধকৃত লভ্যাংশকে বলে-
Ο ক) নগদ লভ্যাংশ
Ο খ) স্টক লভ্যাংশ
Ο গ) সুদ লভ্যাংশ
Ο ঘ) মুনাফা লভ্যাংশ
সঠিক উত্তর: (ক)

১৮৮. কী হিসেবে শেয়ারবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) সরকারের আয়ের উৎস
Ο খ) মূলধন সংগ্রহের বাজার
Ο গ) বিনিয়োগের হাতিয়ার
Ο ঘ) তারল্য সম্পদের উৎস
সঠিক উত্তর: (খ)

১৮৯. বন্ডের বিপরীতে কোম্পানি জামানত হিসেবে রাখে-
i স্থায়ী সম্পত্তি
ii দলিলপত্র
iii সোনা-গহনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৯০. শেয়ার বিনিয়োগকারীর ঝুঁকি কীরূপ?
Ο ক) বিনিয়োগকৃত অর্থের অধিক
Ο খ) বিনিয়োগকৃত অর্থের সমতূল্য
Ο গ) বিনিয়োগকৃত অর্থের কম
Ο ঘ) সহজে হস্তান্তরযোগ্য
সঠিক উত্তর: (খ)

১৯১. কোন নীতি অনুসারে কোম্পানিসমূহ আনুপাতিক হারে লভ্যাংশ প্রদান করে?
Ο ক) নগদ লভ্যাংশ নীতি
Ο খ) স্টক লভ্যাংশ নীতি
Ο গ) লভ্যাংশ প্রধান অনুপাত নীতি
Ο ঘ) স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি
সঠিক উত্তর: (গ)

১৯২. শেয়ার বাজারে বিনিয়োগের পূর্বে কোম্পানির আর্থিক বিবরণী থেকে বিশ্লেষণ করতে হয়-
i শেয়ার প্রতি আয়
ii ব্যবসায়ের ধরন
iii নিট ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯৩. জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানানো হয়-
i সরকারের অনুমতি নিয়ে
ii ন্যূনতম মূলধন সংগ্রহের পর
iii সংবাদপত্রে বিবরণ ছাপিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯৪. বুঝেশুণে বিনিয়োগ না করলে-
i ঝুঁকি বেড়ে যায়
ii ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে
iii লাভের পমিাণ বাড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৯৫. কোম্পানি তার অর্জিত আয়-
i ভবিষ্যৎ অর্থায়নের জন্য সংরক্ষিত করে
ii শেয়ার মালিকদের বন্টন করে
iii বন্ডের মালিকদের বন্টন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯৬. নির্দিষ্ট আয় প্রত্যাশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে কোন শেয়ার সর্বোত্তম?
Ο ক) অনাঙ্কিক শেয়ার
Ο খ) বোনাস শেয়ার
Ο গ) অগ্রাধিকার শেয়ার
Ο ঘ) সাধারণ শেয়ার
সঠিক উত্তর: (গ)

১৯৭. কার অনুমতি সাপেক্ষে কোম্পানি ন্যূনতম মূলধন সংগ্রহ করে?
Ο ক) সরকারের
Ο খ) মন্ত্রিপরিষদের
Ο গ) ডিবেঞ্চারের ক্ষেত্রে
Ο ঘ) আইন প্রয়োগকারী সংস্থার
সঠিক উত্তর: (ক)

১৯৮. যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংস্থাপন করে তাকে কী বলে?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) বোনাস শেয়ার
Ο গ) ডিবেঞ্চার
Ο ঘ) বন্ড
সঠিক উত্তর: (ঘ)

১৯৯. ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যবহৃত সূচক হল-
i সকল শেয়ার মূল্য সূচক
ii সিএসসি সাধারণ সূচক
iii ডিএসই ২০ সূচক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (গ)

২০০. শেয়ারবাজারে বিনিয়োগের পূর্বে বিবেচনা করতে হয়-
i ইপিএস
ii ব্যবসায়ের ধরন
iii এনএভি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post