ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৭: শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. লাভজনক কোম্পানির শেয়ারহোল্ডাররা কী পেয়ে থাকে?
Ο ক) সুদ
Ο খ) মুনাফা
Ο গ) লভ্যাংশ
Ο ঘ) ক্ষতির অংশ
সঠিক উত্তর: (গ)
৫২. অধিক নমনীয় লভ্যাংশ নীতি কোনটি?
Ο ক) স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি
Ο খ) লভ্যাংশ অনুপাত নীতি
Ο গ) অতিরিক্ত লভ্যাংশ নীতি
Ο ঘ) স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি
সঠিক উত্তর: (ঘ)
৫৩. অগ্রাধিকার শেয়ার মালিকরা লভ্যাংশ পায় কীরূপে?
Ο ক) নির্দিষ্ট হারে
Ο খ) অনির্দিষ্ট হারে
Ο গ) অধিক হারে
Ο ঘ) সমানুপাতিক হারে
সঠিক উত্তর: (ক)
৫৪. কোন ধরনের বিনিয়োগে নির্দিষ্ট পরিপক্বতার তারিখ থাকে?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) বন্ড
Ο গ) রাইট শেয়ার
Ο ঘ) ডিবেঞ্চার
সঠিক উত্তর: (খ)
৫৫. কোম্পানির শেয়ারের দাম কমলে সূচক-
i বাড়ে
ii কমে
iii স্থির থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৬. শেয়ার লভ্যাংশের নির্দিষ্ট হার কীরূপ?
Ο ক) পূর্ব নির্ধারিত
Ο খ) পূর্ব নির্ধারিত নয়
Ο গ) অধিক পরিমান
Ο ঘ) অল্প পরিমান
সঠিক উত্তর: (খ)
৫৭. বন্ড মালিকদের দাবি অগ্রণ্য মনে করা হয়-
i সাধারণ শেয়ার মালিকদের চেয়ে
ii ডিবেঞ্চার মালিকদের
iii অগ্রাধিকার শেয়ার মালিকদের চেয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৮. কোনটি বিনিয়োগকারীদের নিকট তরল সম্পদ হিসেবে সমাদৃত?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) অগ্রাধিকার শেয়ার
Ο গ) বন্ড
Ο ঘ) ডিবেঞ্চার
সঠিক উত্তর: (ক)
৫৯. বন্ড যেসব বৈশিষ্ট্যে বিশেষায়িত তা হল-
i জামানত
ii উচ্চ ঝুঁকি
iii রূপান্তরযোগ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬০. কোম্পানির অর্জিত আয়ের সর্বপ্রথম সুদ কাকে প্রদান করা হয়?
Ο ক) বন্ড মালিকদের
Ο খ) অগ্রাধিকার শেয়ার মালিকদের
Ο গ) বিলম্বিত দাবিযুক্ত শেয়ার মালিকদের
Ο ঘ) সাধারণ শেয়ার মালিকদের
সঠিক উত্তর: (ক)
৬১. স্থির লভ্যাংশর সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতির ক্ষেত্রে প্রযোজ্য-
i যেসব কোম্পানির আয় নিয়মিত নয় তাদের জন্য আদর্শ
ii কোম্পানি প্রতিবছর ন্যূনতম লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ প্রদান করে
iii অন্যান্য লভ্যাংশ নীতির তুলনায় নমনীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬২. বন্ড ও ডিবেঞ্চারর মধ্যে প্রধান পার্থক্য হল-
Ο ক) সুদের হার
Ο খ) সময়
Ο গ) জামানত
Ο ঘ) নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (গ)
৬৩. ঢাকা স্টক এক্সচেঞ্চ কতটি সূচক ব্যবহার করা হয়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
৬৪. কোন পদ্ধতিতে লভ্যাংশের পরিমাণ কমে না?
Ο ক) স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি
Ο খ) মুনাফার হার লভ্যাংশ নীতি
Ο গ) লভ্যাংশ প্রদান অনুপাত নীতি
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
৬৫. কোন ধরনের বিনিয়োগে ঝুঁকি সর্বাপেক্ষা কম?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) বন্ড
Ο গ) অগ্রাধিকার শেয়ার
Ο ঘ) ডিবেঞ্চার
সঠিক উত্তর: (খ)
৬৬. কোনটিকে জামানতবিহীন বন্ড বলা হয়?
Ο ক) ডিবেঞ্চারকে
Ο খ) বোনাস শেয়ারকে
Ο গ) সাধরণ শেয়ারকে
Ο ঘ) অগ্রাধিকার শেয়ারকে
সঠিক উত্তর: (ক)
৬৭. শেয়ার বাজারে বিনিয়োগের পূর্বে বিবেচনা করতে হয়-
i ইপিএস
ii ব্যবসায়ের ধরন
iii এনএভি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৮. ইপিএস বলতে কী বোঝায়?
Ο ক) শেয়ার বিনিয়োগের পরিমাণ
Ο খ) শেয়ারপ্রতি আয়
Ο গ) শেয়ারের নিট মূল্য
Ο ঘ) ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ
সঠিক উত্তর: (খ)
৬৯. অগ্রাধিকার শেয়ার সুবিধাজনক, কারণ-
i নির্দিষ্ট হারে সুদ
ii মুনাফা আয়ের ওপর অগ্রাধিকার
iii সম্পদের ওপর দাবি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭০. কোম্পানি তহবিলের গুরূত্বপূর্ণ উৎস কী?
Ο ক) নগদ অর্থ
Ο খ) শেয়ার
Ο গ) ব্যাংক ঋণ
Ο ঘ) অনুদান
সঠিক উত্তর: (খ)
৭১. স্টক এক্সেচেঞ্চে ক্রয়-বিক্রয় হয়-
i সাধারণ শেয়ার
ii মউচুয়াল ফান্ড
iii ডিবেঞ্চার ও বন্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭২. বিনিয়োগকারীদের কাছে তরল সম্পদ হিসেবে সমাদৃত হয় কোনটি?
Ο ক) জমি
Ο খ) ইজারা
Ο গ) হুন্ডি
Ο ঘ) শেয়ার
সঠিক উত্তর: (ঘ)
৭৩. বন্ডে বিনিয়োগকারীদের আয় নির্দিষ্ট থাকে কেন?
Ο ক) সুদের হার নির্দিষ্ট হয় বলে
Ο খ) সুদের হার অনির্দিষ্ট বলে
Ο গ) ঝুঁকির হার কম বলে
Ο ঘ) শেয়ারে রূপান্তরযোগ্য বলে
সঠিক উত্তর: (ক)
৭৪. সাধারণ শেয়ারের বিনিয়োগকারীদের ঝুঁকি কীসের সমান থাকে?
Ο ক) বিনিয়োগকৃত অর্থের
Ο খ) মোট শেয়ারের
Ο গ) মোট সম্পত্তির
Ο ঘ) মোট দায়ের
সঠিক উত্তর: (ক)
৭৫. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক হলো-
i CSE All Shares price Index
ii CSE Selective Categories Index
iii CSE 20 Index
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৬. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্চের ব্যবহৃত সূচক হল-
i ডিএসই সকল শেয়ার মূল্য সূচক
ii সিএসসি এক্স সূচক
iii সি এসই ৩০ সূচক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৭. কোম্পানির অবসায়নকালে কারা দাবি মেটানোর তালিকায় দ্বিতীয় স্থান থাকে?
Ο ক) বন্ড হোল্ডার
Ο খ) ডিবেঞ্চার হোল্ডার
Ο গ) রাইট শেয়াহোল্ডার
Ο ঘ) বোনাস শেয়ারহোল্ডার
সঠিক উত্তর: (খ)
৭৮. বন্ডের সাথে ডিবেঞ্চারের পার্থক্য কী?
Ο ক) ডিবেঞ্চারে পরিপক্বতার তারিখ উল্লেখ থাকে
Ο খ) ডিবেঞ্চারের বিপরীতে জামানত দিতে হয়
Ο গ) ডিবেঞ্চারকে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়
Ο ঘ) ডিবেঞ্চারে ঝুঁকি তুলনামূলক বেশি হয়
সঠিক উত্তর: (ঘ)
৭৯. স্টক এক্সচেঞ্চ সিকিউরিটিজের মূল্য কীভাবে নির্ধারিত হয়?
Ο ক) অভিহিত মূল্য অনুযায়ী
Ο খ) সরকার কর্তৃক নির্ধারিত মূল্য অনুযায়ী
Ο গ) কোম্পানি কর্তৃক নির্ধারিত মূল্য অনুযায়ী
Ο ঘ) বাজার মূল্য অনুযায়ী
সঠিক উত্তর: (ঘ)
৮০. মেয়ার বাজারে বিনিয়োগকারীরা কয়টি উপায়ে বিনিয়োগ করতে পারে?
Ο ক) ১ টি
Ο খ) ৩ টি
Ο গ) ২ টি
Ο ঘ) ৪ টি
সঠিক উত্তর: (গ)
৮১. বন্ড বিনিয়োগে ঝুঁকি সর্বাপেক্ষা কম কারণ-
Ο ক) সুদের হার নিশ্চিন্ত
Ο খ) জামানত
Ο গ) কম হারে আয়
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
৮২. ডিবেঞ্চার মালিকেরা কিসের সমান মর্যাদা ভোগ করে?
Ο ক) দেনাদার
Ο খ) পাওনাদার
Ο গ) মালিক
Ο ঘ) পরিচালক
সঠিক উত্তর: (খ)
৮৩. তারল্যের প্রয়োজন পড়লে শেয়ারহোল্ডাররা কোথায় শেয়ার বিক্রয় করতে পারে?
Ο ক) ওলিগোপালি মার্কেটে
Ο খ) মনোপলি মার্কেটে
Ο গ) সেকেন্ডারি মার্কেটে
Ο ঘ) সাধারণ মার্কেটে
সঠিক উত্তর: (গ)
৮৪. কোন শেয়ার থেকে আয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) বিলম্বিত দাবিযুক্ত শেয়ার
Ο গ) রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার
Ο ঘ) রূপান্তর অযোগ্য অগ্রাধিকার শেয়ার
সঠিক উত্তর: (ক)
৮৫. ডিবেঞ্চার মালিকরা কাদের সমান মর্জাদা ভোগ করে?
Ο ক) দেনাদারের
Ο খ) পাওনাদারের
Ο গ) কোম্পানির মালিকদের
Ο ঘ) কোম্পানির পরিচালকদের
সঠিক উত্তর: (খ)
৮৬. তহবিল সংরক্ষণে স্টক এক্সচেঞ্চ সাহায্য করে কাকে?
Ο ক) আর্থিক প্রতিষ্ঠানকে
Ο খ) ব্যাংককে
Ο গ) কোম্পানিকে
Ο ঘ) বিমা কোম্পানিকে
সঠিক উত্তর: (গ)
৮৭. রূপান্তর করার বিকল্প সুযোগ থাকে-
i সাধারণ শেয়ার মালিকদের মাঝামাঝিতে
ii বন্ড মালিকদের মাঝামাঝিতে
iii ঋণপত্রের মালিকদের মাঝামাঝিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮৮. সাধারণ শেয়ারের মালিকরা কোম্পানির ঝুঁকি বহন করে কীভাবে?
Ο ক) এককভাবে
Ο খ) যৌথভাবে
Ο গ) অধিক হারে
Ο ঘ) গড় হারে
সঠিক উত্তর: (খ)
৮৯. কোম্পানি কতভাবে লভ্যাংশ দিতে পারে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)
৯০. স্টক এক্সচেঞ্জে ক্রয়-বিক্রয় হয়-
i সাধারণ শেয়ার
ii মিউচুয়া ফান্ড
iii ডিবেঞ্চার ও বন্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯১. শেয়ারের দাম কমলে সূচক কী হয়?
Ο ক) বাড়ে
Ο খ) কমে
Ο গ) স্থির থাকে
Ο ঘ) শূন্য হয়
সঠিক উত্তর: (খ)
৯২. শেয়ার বাজারে বিনিয়োগের পূর্বে কোম্পানির আর্থিক বিবরণী থেকে বিশ্লেষণ করতে হবে-
i শেয়ার প্রতি আয়
ii ব্যবসায়ের ধরন
iii নীট ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৩. কোন শেয়ার মালিকের আয়ের হার নিশ্চিত থাকে না?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) অগ্রাধিকার শেয়ার
Ο গ) বন্ড মালিক
Ο ঘ) ডিবেঞ্চার মালিক
সঠিক উত্তর: (ক)
৯৪. কোন মেয়াদের আয় অনির্দিষ্ট?
Ο ক) পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার
Ο খ) সাধারণ শেয়ার
Ο গ) অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার
Ο ঘ) উদ্যোক্তাগনের
সঠিক উত্তর: (খ)
৯৫. শেয়ারের দাম বাড়লে কী ঘটে?
Ο ক) সূচক বাড়ে
Ο খ) সূচক কমে
Ο গ) সূচক স্থির থাকে
Ο ঘ) সূচক শূণ্য হয়
সঠিক উত্তর: (ক)
৯৬. ঝুঁকিবহুল বিনিয়োগ কোনটি বেশি থাকে?
Ο ক) আয়
Ο খ) ব্যয়
Ο গ) ক্ষতি
Ο ঘ) উপরিব্যয়
সঠিক উত্তর: (ক)
৯৭. কোনটিতে বিনিয়োগকারীর প্রাপ্ত আয় নির্দিষ্ট?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) ঝুঁকিপূর্ণ প্রকল্পে
Ο গ) অগ্রাধিকার শেয়ার
Ο ঘ) ঝুঁকিহীন প্রকল্পে
সঠিক উত্তর: (গ)
৯৮. মূলধন খাটানোর উৎস-
i শেয়ার
ii বন্ড
iii ডিবঞ্চার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৯. কোম্পানির ঋণদাতা হিসেবে কারা গণ্য হয়?
Ο ক) সাধারণ শেয়ার মালিকরা
Ο খ) অগ্রাধিকার শেয়ার মালিকরা
Ο গ) বন্ড মালিকরা
Ο ঘ) ডিবেঞ্চার মালিকরা
সঠিক উত্তর: (গ)
১০০. শেয়ার ক্রয় করা কী ধরণের বিনিয়োগ?
Ο ক) অধিক লাভজনক
Ο খ) সাধারণ বিনিয়োগ
Ο গ) পরোক্ষ বিনিয়োগ
Ο ঘ) ঝুঁকিপূর্ণ বিনিয়োগ
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. লাভজনক কোম্পানির শেয়ারহোল্ডাররা কী পেয়ে থাকে?
Ο ক) সুদ
Ο খ) মুনাফা
Ο গ) লভ্যাংশ
Ο ঘ) ক্ষতির অংশ
সঠিক উত্তর: (গ)
৫২. অধিক নমনীয় লভ্যাংশ নীতি কোনটি?
Ο ক) স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি
Ο খ) লভ্যাংশ অনুপাত নীতি
Ο গ) অতিরিক্ত লভ্যাংশ নীতি
Ο ঘ) স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি
সঠিক উত্তর: (ঘ)
৫৩. অগ্রাধিকার শেয়ার মালিকরা লভ্যাংশ পায় কীরূপে?
Ο ক) নির্দিষ্ট হারে
Ο খ) অনির্দিষ্ট হারে
Ο গ) অধিক হারে
Ο ঘ) সমানুপাতিক হারে
সঠিক উত্তর: (ক)
৫৪. কোন ধরনের বিনিয়োগে নির্দিষ্ট পরিপক্বতার তারিখ থাকে?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) বন্ড
Ο গ) রাইট শেয়ার
Ο ঘ) ডিবেঞ্চার
সঠিক উত্তর: (খ)
৫৫. কোম্পানির শেয়ারের দাম কমলে সূচক-
i বাড়ে
ii কমে
iii স্থির থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৬. শেয়ার লভ্যাংশের নির্দিষ্ট হার কীরূপ?
Ο ক) পূর্ব নির্ধারিত
Ο খ) পূর্ব নির্ধারিত নয়
Ο গ) অধিক পরিমান
Ο ঘ) অল্প পরিমান
সঠিক উত্তর: (খ)
৫৭. বন্ড মালিকদের দাবি অগ্রণ্য মনে করা হয়-
i সাধারণ শেয়ার মালিকদের চেয়ে
ii ডিবেঞ্চার মালিকদের
iii অগ্রাধিকার শেয়ার মালিকদের চেয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৮. কোনটি বিনিয়োগকারীদের নিকট তরল সম্পদ হিসেবে সমাদৃত?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) অগ্রাধিকার শেয়ার
Ο গ) বন্ড
Ο ঘ) ডিবেঞ্চার
সঠিক উত্তর: (ক)
৫৯. বন্ড যেসব বৈশিষ্ট্যে বিশেষায়িত তা হল-
i জামানত
ii উচ্চ ঝুঁকি
iii রূপান্তরযোগ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬০. কোম্পানির অর্জিত আয়ের সর্বপ্রথম সুদ কাকে প্রদান করা হয়?
Ο ক) বন্ড মালিকদের
Ο খ) অগ্রাধিকার শেয়ার মালিকদের
Ο গ) বিলম্বিত দাবিযুক্ত শেয়ার মালিকদের
Ο ঘ) সাধারণ শেয়ার মালিকদের
সঠিক উত্তর: (ক)
৬১. স্থির লভ্যাংশর সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতির ক্ষেত্রে প্রযোজ্য-
i যেসব কোম্পানির আয় নিয়মিত নয় তাদের জন্য আদর্শ
ii কোম্পানি প্রতিবছর ন্যূনতম লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ প্রদান করে
iii অন্যান্য লভ্যাংশ নীতির তুলনায় নমনীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬২. বন্ড ও ডিবেঞ্চারর মধ্যে প্রধান পার্থক্য হল-
Ο ক) সুদের হার
Ο খ) সময়
Ο গ) জামানত
Ο ঘ) নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (গ)
৬৩. ঢাকা স্টক এক্সচেঞ্চ কতটি সূচক ব্যবহার করা হয়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
৬৪. কোন পদ্ধতিতে লভ্যাংশের পরিমাণ কমে না?
Ο ক) স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি
Ο খ) মুনাফার হার লভ্যাংশ নীতি
Ο গ) লভ্যাংশ প্রদান অনুপাত নীতি
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
৬৫. কোন ধরনের বিনিয়োগে ঝুঁকি সর্বাপেক্ষা কম?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) বন্ড
Ο গ) অগ্রাধিকার শেয়ার
Ο ঘ) ডিবেঞ্চার
সঠিক উত্তর: (খ)
৬৬. কোনটিকে জামানতবিহীন বন্ড বলা হয়?
Ο ক) ডিবেঞ্চারকে
Ο খ) বোনাস শেয়ারকে
Ο গ) সাধরণ শেয়ারকে
Ο ঘ) অগ্রাধিকার শেয়ারকে
সঠিক উত্তর: (ক)
৬৭. শেয়ার বাজারে বিনিয়োগের পূর্বে বিবেচনা করতে হয়-
i ইপিএস
ii ব্যবসায়ের ধরন
iii এনএভি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৮. ইপিএস বলতে কী বোঝায়?
Ο ক) শেয়ার বিনিয়োগের পরিমাণ
Ο খ) শেয়ারপ্রতি আয়
Ο গ) শেয়ারের নিট মূল্য
Ο ঘ) ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ
সঠিক উত্তর: (খ)
৬৯. অগ্রাধিকার শেয়ার সুবিধাজনক, কারণ-
i নির্দিষ্ট হারে সুদ
ii মুনাফা আয়ের ওপর অগ্রাধিকার
iii সম্পদের ওপর দাবি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭০. কোম্পানি তহবিলের গুরূত্বপূর্ণ উৎস কী?
Ο ক) নগদ অর্থ
Ο খ) শেয়ার
Ο গ) ব্যাংক ঋণ
Ο ঘ) অনুদান
সঠিক উত্তর: (খ)
৭১. স্টক এক্সেচেঞ্চে ক্রয়-বিক্রয় হয়-
i সাধারণ শেয়ার
ii মউচুয়াল ফান্ড
iii ডিবেঞ্চার ও বন্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭২. বিনিয়োগকারীদের কাছে তরল সম্পদ হিসেবে সমাদৃত হয় কোনটি?
Ο ক) জমি
Ο খ) ইজারা
Ο গ) হুন্ডি
Ο ঘ) শেয়ার
সঠিক উত্তর: (ঘ)
৭৩. বন্ডে বিনিয়োগকারীদের আয় নির্দিষ্ট থাকে কেন?
Ο ক) সুদের হার নির্দিষ্ট হয় বলে
Ο খ) সুদের হার অনির্দিষ্ট বলে
Ο গ) ঝুঁকির হার কম বলে
Ο ঘ) শেয়ারে রূপান্তরযোগ্য বলে
সঠিক উত্তর: (ক)
৭৪. সাধারণ শেয়ারের বিনিয়োগকারীদের ঝুঁকি কীসের সমান থাকে?
Ο ক) বিনিয়োগকৃত অর্থের
Ο খ) মোট শেয়ারের
Ο গ) মোট সম্পত্তির
Ο ঘ) মোট দায়ের
সঠিক উত্তর: (ক)
৭৫. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক হলো-
i CSE All Shares price Index
ii CSE Selective Categories Index
iii CSE 20 Index
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৬. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্চের ব্যবহৃত সূচক হল-
i ডিএসই সকল শেয়ার মূল্য সূচক
ii সিএসসি এক্স সূচক
iii সি এসই ৩০ সূচক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৭. কোম্পানির অবসায়নকালে কারা দাবি মেটানোর তালিকায় দ্বিতীয় স্থান থাকে?
Ο ক) বন্ড হোল্ডার
Ο খ) ডিবেঞ্চার হোল্ডার
Ο গ) রাইট শেয়াহোল্ডার
Ο ঘ) বোনাস শেয়ারহোল্ডার
সঠিক উত্তর: (খ)
৭৮. বন্ডের সাথে ডিবেঞ্চারের পার্থক্য কী?
Ο ক) ডিবেঞ্চারে পরিপক্বতার তারিখ উল্লেখ থাকে
Ο খ) ডিবেঞ্চারের বিপরীতে জামানত দিতে হয়
Ο গ) ডিবেঞ্চারকে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়
Ο ঘ) ডিবেঞ্চারে ঝুঁকি তুলনামূলক বেশি হয়
সঠিক উত্তর: (ঘ)
৭৯. স্টক এক্সচেঞ্চ সিকিউরিটিজের মূল্য কীভাবে নির্ধারিত হয়?
Ο ক) অভিহিত মূল্য অনুযায়ী
Ο খ) সরকার কর্তৃক নির্ধারিত মূল্য অনুযায়ী
Ο গ) কোম্পানি কর্তৃক নির্ধারিত মূল্য অনুযায়ী
Ο ঘ) বাজার মূল্য অনুযায়ী
সঠিক উত্তর: (ঘ)
৮০. মেয়ার বাজারে বিনিয়োগকারীরা কয়টি উপায়ে বিনিয়োগ করতে পারে?
Ο ক) ১ টি
Ο খ) ৩ টি
Ο গ) ২ টি
Ο ঘ) ৪ টি
সঠিক উত্তর: (গ)
৮১. বন্ড বিনিয়োগে ঝুঁকি সর্বাপেক্ষা কম কারণ-
Ο ক) সুদের হার নিশ্চিন্ত
Ο খ) জামানত
Ο গ) কম হারে আয়
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
৮২. ডিবেঞ্চার মালিকেরা কিসের সমান মর্যাদা ভোগ করে?
Ο ক) দেনাদার
Ο খ) পাওনাদার
Ο গ) মালিক
Ο ঘ) পরিচালক
সঠিক উত্তর: (খ)
৮৩. তারল্যের প্রয়োজন পড়লে শেয়ারহোল্ডাররা কোথায় শেয়ার বিক্রয় করতে পারে?
Ο ক) ওলিগোপালি মার্কেটে
Ο খ) মনোপলি মার্কেটে
Ο গ) সেকেন্ডারি মার্কেটে
Ο ঘ) সাধারণ মার্কেটে
সঠিক উত্তর: (গ)
৮৪. কোন শেয়ার থেকে আয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) বিলম্বিত দাবিযুক্ত শেয়ার
Ο গ) রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার
Ο ঘ) রূপান্তর অযোগ্য অগ্রাধিকার শেয়ার
সঠিক উত্তর: (ক)
৮৫. ডিবেঞ্চার মালিকরা কাদের সমান মর্জাদা ভোগ করে?
Ο ক) দেনাদারের
Ο খ) পাওনাদারের
Ο গ) কোম্পানির মালিকদের
Ο ঘ) কোম্পানির পরিচালকদের
সঠিক উত্তর: (খ)
৮৬. তহবিল সংরক্ষণে স্টক এক্সচেঞ্চ সাহায্য করে কাকে?
Ο ক) আর্থিক প্রতিষ্ঠানকে
Ο খ) ব্যাংককে
Ο গ) কোম্পানিকে
Ο ঘ) বিমা কোম্পানিকে
সঠিক উত্তর: (গ)
৮৭. রূপান্তর করার বিকল্প সুযোগ থাকে-
i সাধারণ শেয়ার মালিকদের মাঝামাঝিতে
ii বন্ড মালিকদের মাঝামাঝিতে
iii ঋণপত্রের মালিকদের মাঝামাঝিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮৮. সাধারণ শেয়ারের মালিকরা কোম্পানির ঝুঁকি বহন করে কীভাবে?
Ο ক) এককভাবে
Ο খ) যৌথভাবে
Ο গ) অধিক হারে
Ο ঘ) গড় হারে
সঠিক উত্তর: (খ)
৮৯. কোম্পানি কতভাবে লভ্যাংশ দিতে পারে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)
৯০. স্টক এক্সচেঞ্জে ক্রয়-বিক্রয় হয়-
i সাধারণ শেয়ার
ii মিউচুয়া ফান্ড
iii ডিবেঞ্চার ও বন্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯১. শেয়ারের দাম কমলে সূচক কী হয়?
Ο ক) বাড়ে
Ο খ) কমে
Ο গ) স্থির থাকে
Ο ঘ) শূন্য হয়
সঠিক উত্তর: (খ)
৯২. শেয়ার বাজারে বিনিয়োগের পূর্বে কোম্পানির আর্থিক বিবরণী থেকে বিশ্লেষণ করতে হবে-
i শেয়ার প্রতি আয়
ii ব্যবসায়ের ধরন
iii নীট ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৩. কোন শেয়ার মালিকের আয়ের হার নিশ্চিত থাকে না?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) অগ্রাধিকার শেয়ার
Ο গ) বন্ড মালিক
Ο ঘ) ডিবেঞ্চার মালিক
সঠিক উত্তর: (ক)
৯৪. কোন মেয়াদের আয় অনির্দিষ্ট?
Ο ক) পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার
Ο খ) সাধারণ শেয়ার
Ο গ) অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার
Ο ঘ) উদ্যোক্তাগনের
সঠিক উত্তর: (খ)
৯৫. শেয়ারের দাম বাড়লে কী ঘটে?
Ο ক) সূচক বাড়ে
Ο খ) সূচক কমে
Ο গ) সূচক স্থির থাকে
Ο ঘ) সূচক শূণ্য হয়
সঠিক উত্তর: (ক)
৯৬. ঝুঁকিবহুল বিনিয়োগ কোনটি বেশি থাকে?
Ο ক) আয়
Ο খ) ব্যয়
Ο গ) ক্ষতি
Ο ঘ) উপরিব্যয়
সঠিক উত্তর: (ক)
৯৭. কোনটিতে বিনিয়োগকারীর প্রাপ্ত আয় নির্দিষ্ট?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) ঝুঁকিপূর্ণ প্রকল্পে
Ο গ) অগ্রাধিকার শেয়ার
Ο ঘ) ঝুঁকিহীন প্রকল্পে
সঠিক উত্তর: (গ)
৯৮. মূলধন খাটানোর উৎস-
i শেয়ার
ii বন্ড
iii ডিবঞ্চার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৯. কোম্পানির ঋণদাতা হিসেবে কারা গণ্য হয়?
Ο ক) সাধারণ শেয়ার মালিকরা
Ο খ) অগ্রাধিকার শেয়ার মালিকরা
Ο গ) বন্ড মালিকরা
Ο ঘ) ডিবেঞ্চার মালিকরা
সঠিক উত্তর: (গ)
১০০. শেয়ার ক্রয় করা কী ধরণের বিনিয়োগ?
Ο ক) অধিক লাভজনক
Ο খ) সাধারণ বিনিয়োগ
Ο গ) পরোক্ষ বিনিয়োগ
Ο ঘ) ঝুঁকিপূর্ণ বিনিয়োগ
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Finance