এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৬: মূলধন ব্যয় (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৬: মূলধন ব্যয় (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১.প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানের নিজস্ব কী থাকে?
Ο ক) মুনাফা
Ο খ) মূলধন ব্যয়
Ο গ) ঋণ
Ο ঘ) মূলধন আয়
সঠিক উত্তর: (খ)

২. রহমত আলী মহাজনের নিকট থেকে অর্থ ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিল যার হিসাব নির্ণয়ে তাকে বেশ ঋামেলা পোহাতে হয়েছে। তার জন্য কোন উৎসটি উপযুক্ত?
Ο ক) ব্যাংক
Ο খ) আত্মীয়স্বজন হতে ধার
Ο গ) সম্পত্তি বন্ধক
Ο ঘ) সম্পত্তি বিক্রয়
সঠিক উত্তর: (ক)

৩.সঠিক মূলধন খরচ নির্ণয়ের অভাবে-
i কারবার ব্যর্থ হয়
ii ঋণ পরিশোধে ব্যর্থ হয়
iii ঋণ গ্রহণে ব্যর্থ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪. WACC –এর পূর্ণরূপ কী?
Ο ক) Weighted Average cost of Capital
Ο খ) Worry Accounting cost of Cash
Ο গ) Wage Accounting Commerceal at cost
Ο ঘ) Weighted Average capital of cost
সঠিক উত্তর: (ক)

৫. বিভিন্ন উৎস হতে সংগৃহীত তহবিলের ব্যয় বলতে কী বোঝায়?
Ο ক) মূলধন ব্যয়
Ο খ) তহবিলের উৎস
Ο গ) মূনাফার হার
Ο ঘ) মূলধন আয়
সঠিক উত্তর: (ক)

৬. কোম্পানির শেয়ারমালিকরা শেয়ার কেনে-
i লভ্যাংশ প্রাপ্তির আশায়
ii কোম্পানির অংশিদার হওয়ার আশায়
iii শেয়ারের মূল্যবৃদ্ধির আশায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও iii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৭. প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সিদ্ধান্ত কেমন হওয়া উচিত?
Ο ক) মূলধনি খরচ অপেক্ষা কম লাভজনক
Ο খ) মূলধনি খরচ অপেক্ষা কম লাভজনক
Ο গ) মূলধনি খরচ ও মুনাফা সমান
Ο ঘ) মাথাপিছু আয় ও জাতীয় আয় সমান
সঠিক উত্তর: (ক)

৮. মূলধন ব্যয়ের সামগ্রিক ব্যয়কে কী বলা হয়?
Ο ক) ভার আরোপিত গড় মূলধন ব্যয়
Ο খ) সামগ্রিক মূলধন ব্যয়
Ο গ) নিরূপিত মূলধন ব্যয়
Ο ঘ) মোট নিরূপিত মূলধন ব্যয়
সঠিক উত্তর: (ক)

৯. মূলধন ব্যয়ের প্রয়োজন হয়-
i মূলধন কাঠামো নির্ধারণে
ii প্রকল্প মূল্যায়নে
iii মূলধনের উৎস নির্বাচনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১০. মুদি দোকানের ব্যবসায়ীকে অগ্রনী ব্যাংক ১০ লক্ষ টাকা ১৫% হারে ঋণ দিতে সম্মত হয়েছে। এক্ষেত্রে মুদি দোকানির ঋণ মূলধন ব্যয় কত হবে?
Ο ক) ১০%
Ο খ) ১২%
Ο গ) ১৪%
Ο ঘ) ১৫%
সঠিক উত্তর: (ঘ)

১১. মূলধন সংস্থানের কোন উৎসটির মূলধন ব্যয় নির্ণয় সবচেয়ে সহজ?
Ο ক) সাধারণ শেয়ার মূলধন
Ο খ) অগ্রাধিকার শেয়ার মূলধন
Ο গ) ঋণ মূলধন
Ο ঘ) সংরক্ষিত আয় মূলধন
সঠিক উত্তর: (গ)

১২. সাধারণ স্টকের ব্যয় নির্ধারনের ক্ষেত্রে ‘g ’ দ্বারা কী বোঝানো হয়?
Ο ক) জ্যামিতিক বৃদ্ধির হার
Ο খ) মুনাফা বৃদ্ধির হার
Ο গ) সুদ বৃদ্ধির হার
Ο ঘ) লভ্যাংশ বৃদ্ধির হার
সঠিক উত্তর: (ঘ)

১৩. কর – পূর্ব ঋণ মূলধন ব্যয়কে সমন্বয় করা প্রয়োজন হয় কেন?
Ο ক) কর হ্রাস করতে
Ο খ) কর মওকুব করতে
Ο গ) কর বুদ্ধি করতে
Ο ঘ) কর ফাঁকি দিতে
সঠিক উত্তর: (ক)

১৪. সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের পূর্বশর্ত কোনটি?
Ο ক) সঠিক মূলধনী খরচ
Ο খ) সঠিক মূলধনী আয়
Ο গ) সঠিক মূলধনী ক্ষতি
Ο ঘ) কাম্য মূলধনী মুনাফা
সঠিক উত্তর: (ক)

১৫. রহিম ফ্রিজ কেনার জন্য ব্যাংক থেকে ১৫% সুদের হারে ঋণ নিল। এক্ষেত্রে তার মূলধন খরচ কত হবে?
Ο ক) ১০%
Ο খ) ১২%
Ο গ) ১৫%
Ο ঘ) ২০%
সঠিক উত্তর: (গ)

১৬. কোনটি প্রতিষ্ঠানের জন্য কর – পূর্ব মূলধন ব্যয়?
Ο ক) ঋণ মূলধন ব্যয়
Ο খ) ব্যবসায় পরিচালন ব্যয়
Ο গ) ব্যাংক জমতিরিক্ত সুদ
Ο ঘ) ব্যবসায়ে বিনিয়োজিত মূলধন
সঠিক উত্তর: (ক)

১৭. বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে মূলধন খরচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোথায়?
Ο ক) পারিবারিক ব্যয় নির্বাহে
Ο খ) আর্থিক ব্যবস্থাপনায়
Ο গ) বিনিয়োগ বৃদ্ধিতে
Ο ঘ) কারখারার উৎপাদনে
সঠিক উত্তর: (খ)

১৮. যে কোম্পানির লভ্যাংশের হার প্রতি বছর সমান হারে বৃদ্ধি পায়, সে কোম্পানির ব্যয় নির্ণয়ে কোনটি প্রযোজ্য-
Ο ক) শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο খ) স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο গ) শূণ্যহীন লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο ঘ) শূণ্য ও স্থির হার লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
সঠিক উত্তর: (খ)

১৯. কোন মূলধন কাঠামো গ্রহণ করা হয়?
Ο ক) যে মূলধন খরচ সর্বনিম্ন
Ο খ) যে মূলধন খরচ সর্বোচ্চ
Ο গ) যে মূলধন খরচ অসীম
Ο ঘ) যে মূলধন খরচ অফেরতযোগ্য
সঠিক উত্তর: (ক)

২০. একটি পাবলিক লিমিটেড কোম্পানি দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সাধারণত কতটি উৎসের শরণাপন্ন হয়?
Ο ক) ২ টি
Ο খ) ৩ টি
Ο গ) ৪ টি
Ο ঘ) ৫ টি
সঠিক উত্তর: (ঘ)

২১. কাম্য ঋণনীতি কী?
Ο ক) মূলধনের কত অংশ শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হয়
Ο খ) মুলধনের কত অংশ নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করা হয়
Ο গ) মূলধনের কত অংশ তহবিল থেকে সংগ্রহ করা হয়
Ο ঘ) মূলধনের কত অংশ ধার বা ঋণ থেকে সংগ্রহ করা হয়
সঠিক উত্তর: (ঘ)

২২. নিচের কোনটির প্রত্যক্ষ ব্যয় নেই?
Ο ক) সাধারণ স্টক
Ο খ) সংরক্ষিত আয়
Ο গ) অগ্রাধিকার স্টক
Ο ঘ) ঋণপত্র
সঠিক উত্তর:

২৩. মূলধনী ব্যয় অপেক্ষা বেশি লাভসম্পন্ন প্রকল্পে বিনিয়োগ করার ফলাফল কী?
Ο ক) ব্যবসায় ব্যর্থ হওয়া
Ο খ) মুনাফা অর্জনের সম্ভাবনা
Ο গ) নিশ্চিত লোকসান
Ο ঘ) বৃহৎ আর্থিক ক্ষতি
সঠিক উত্তর: (খ)

২৪. শেয়ারের বর্তমান মূল্য ১৫০ টাকা এবং ঘোষিত লভ্যাংশ প্রতি শেয়ার ৮ টাকা কোম্পানি লভ্যাংশ বৃদ্ধির হার ১২% হলে। সাধারণ শেয়ারের মূলধন ব্যয়-
i ১৫.৭৭%
ii ১৭.৫৩%
iii ১৭.৯৭%
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৫. কোনটি বিবেচেনা করে বিনিয়োগ সিদ্ধান্ত কেমন হওয়া উচিত?
Ο ক) মূলধনি গঠন
Ο খ) বাজার গবেষণা
Ο গ) মূলধন খরচ
Ο ঘ) অর্থ পরিচালন খরচ
সঠিক উত্তর: (গ)

২৬. কোনো কোম্পানির মূলধন খরচ যদি ২০% হয়, তবে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগ হতে ন্যূনতম আয় কত অর্জন করতে হবে?
Ο ক) ১০%
Ο খ) ১৫%
Ο গ) ২০%
Ο ঘ) ২৫%
সঠিক উত্তর: (গ)

২৭. তহবিলের বিভিন্ন উৎসের মূলধন ব্যয়-
Ο ক) সমান
Ο খ) অসমান
Ο গ) শূন্য
Ο ঘ) অসীম
সঠিক উত্তর: (খ)

২৮. প্রতিটি তহবিল উৎসের পৃথকভাবে মূলধন ব্যয় নির্ণয়ের প্রয়োজন হয় কেন?
Ο ক) উৎসসমূহের মূলধন ব্যয় সমান না হওয়ায়
Ο খ) বড় অঙ্কের বিনিয়োগ হওয়ায়
Ο গ) ব্যবসায়ের উৎপাদন ক্ষমতা হ্রস পাওয়ায়
Ο ঘ) নগদ প্রবাহ সমমূল্যের বিবেচিত হওয়ায়
সঠিক উত্তর: (ক)

২৯. মূলধন ব্যয় নির্ণয়ের কোন পদ্ধতিতে বিনিয়োগকারীকে প্রদত্ত সমপরিমাণ লভ্যাংশ বিবেচনার বাইরে থাকে?
Ο ক) স্থির হার লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে
Ο খ) স্টক লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে
Ο গ) শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে
Ο ঘ) অপরিশোধযোগ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে
সঠিক উত্তর: (ক)

৩০. প্রতিষ্ঠানের মোট মূলধনের যে অংশ দার থেকে সংগ্রহ করা হয় তা হল-
Ο ক) ঋণনীতি
Ο খ) কাম্য ঋণনীতি
Ο গ) মূলধন নীতি
Ο ঘ) কাম্য মূলধননীতি
সঠিক উত্তর: (খ)

৩১. সুযোগ ব্যয় ধারণা দ্বারা ব্যাখ্যা করা হয়-
i সংরক্ষিত আয়ের ব্যয়
ii অগ্রাদিকার শেয়ার ব্যয়
iii ব্যাংক ঋণ মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)

৩২. শেয়ার মালিকদের দৃষ্টিকোণ থেকে কখন সুযোগ ব্যয়ের সৃষ্টি হয়?
Ο ক) মালিকানা বন্টন না করলে
Ο খ) মুনাফা বন্টন না করলে
Ο গ) ঝুঁকি ব্ন্টন না করলে
Ο ঘ) পরিচালনাগত ক্ষমতা বন্টন না করলে
সঠিক উত্তর: (খ)

৩৩. মূলধন মিশ্রণ নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়-
i সর্বোচ্চ ঋণের সুবিধা
ii কাম্য ঋণনীতি
iii সর্বনিম্ন মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৪. ছোচ ব্যবসায় প্রতিষ্ঠান কোন উৎস হতে ঋণ গ্রহণ করতে পারে না?
Ο ক) মহাজন ঋণ
Ο খ) বন্ড বিক্রয়
Ο গ) ব্যাংক ঋন
Ο ঘ) আত্মীয়-স্বজনের কাছ থেকে
সঠিক উত্তর: (খ)

৩৫. কোন শেয়ারহোল্ডারদের প্রতি বছর লভ্যাংশ প্রদান করা হয়?
Ο ক) অগ্রাধিকা শেয়ার
Ο খ) সাধারণ শেয়ার
Ο গ) সংরক্ষিত আয়
Ο ঘ) ঋণপত্র বা বন্ড
সঠিক উত্তর: (খ)

৩৬. মূলধন ব্যয় নির্ণয়ের পদ্ধতি কিসের ওপর ভিত্তি করে উদ্ভাবন করা হয়?
Ο ক) সুদ
Ο খ) অনুমান
Ο গ) লভ্যাংশ
Ο ঘ) মুনাফা
সঠিক উত্তর: (খ)

৩৭. প্রতিষ্ঠানের মোট মূলধনের যে অংশ ঋণ করে সংগ্র করা হয় তাকে কী বলে?
Ο ক) কার্জের বিভক্তিকরণ
Ο খ) কাম্য আর্থিক নীতি
Ο গ) কাম্য রাজ্যস্ব নীতি
Ο ঘ) কাম্য ঋণ নীতি
সঠিক উত্তর: (ঘ)

৩৮. কোনটিকে ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন খরচ হিসেবে গণ্য করা হয়?
Ο ক) প্রাপ্ত লভ্যাংশ
Ο খ) প্রত্যাশিত ব্যয়
Ο গ) প্রত্যাশিত আয়
Ο ঘ) ঘাটতি আয়
সঠিক উত্তর: (গ)

৩৯. দীর্ঘমেয়াদি অর্থ সরবরাহকারীদের মধ্যে ভিন্নতা থাকে-
i প্রত্যাশিত আয়ে
ii ঝুঁকির বাস্তবায়নে
iii প্রকল্প বাস্তবায়নে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪০. অর্থ সরবরাহকারীদের প্রত্যাশিত আয় কখন বাড়বে?
Ο ক) যখন বিনিয়োগ বেশি ঝুঁকিপূর্ণ হবে
Ο খ) যখন বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ হবে
Ο গ) যখন বিনিয়োগ কোন ঝুঁকি থাকবে না
Ο ঘ) যখন বিনিয়োগ মূলধনের পর্জাপ্ততা থাকবে
সঠিক উত্তর: (ক)

৪১. মে ব্যয় ভবিষ্যতে পুনরুদ্ধারের সম্ভাবনা নেই তাকে কী বলা হয়?
Ο ক) পরোক্ষ ব্যয়
Ο খ) মূলধন ব্যয়
Ο গ) সুযোগ ব্যয়
Ο ঘ) প্রত্যক্ষ ব্যয়
সঠিক উত্তর: (গ)

৪২. বিভিন্ন অর্থ সরবরাহকারীদের প্রত্যাশিত আয় সমান হয় না কেন?
Ο ক) বিনিয়োগ ঝুঁকিমুক্ত হওয়ায়
Ο খ) ঝুঁকির ধরনের ভিন্নতা
Ο গ) প্রত্যাশিত আয় সর্বদা সমান
Ο ঘ) মার্কেটিং পলিসির ভিন্নতা
সঠিক উত্তর: (খ)

৪৩. বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ প্রয়োজনীয় অর্থের সংস্থান করে থাকে-
i বন্ড বিক্রির মাধ্যমে
ii ঋণপত্র বিক্রির মাধ্যমে
iii ডিমান্ড ড্রাফট বিক্রির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৪. সাধারণ মূলধনের ব্যয় নির্ণয় করা জটিল। কারণ-
i ভবিষ্যতে প্রত্যাশিত লভ্যাংশ নির্ধারণ করা দূরুহ কাজ
ii কোম্পনির আয় এবং লভ্যাংশ বৃদ্ধির হার অনুমান করা জঠিল
iii ভবিষ্যতে শেয়ার মালিকদের লভ্যাংশ বন্টন করা দুর্বোধ্য কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৫. কীসের সাথে সঙ্গতি রেখে শেয়ারের মূল্য পরিবর্তিত হয়?
Ο ক) করের হারের
Ο খ) লভ্যাংশের হারের
Ο গ) বিনিয়োগ তহবিলের
Ο ঘ) উত্তরণ ব্যয়ের
সঠিক উত্তর: (খ)

৪৬. ব্যাংক ঋণের ক্ষেত্রে ঋণের সুদের হার কে নির্ধারণ করে?
Ο ক) বেশি
Ο খ) কম
Ο গ) সমান
Ο ঘ) অর্ধেক
সঠিক উত্তর: (গ)

৪৭. শেয়ার মূলধন ব্যয় বলতে বোঝায়-
i শেয়ার মূ্ল্যের হ্রাস –বৃদ্ধি সম্পর্কে পূর্বানুমান
ii শেয়ারমালিকদের লভ্যাংশ থেকে প্রত্যাশিত আয়
iii শেয়ারের মূল্যবৃদ্ধিজনিত লাভ থেকে প্রত্যাশিত আয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৮. শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি কোন মূলধন ব্যয় নির্ণয়ের একটি সহজ পদ্ধতি?
Ο ক) ব্যাংক ঋণ মূলধন
Ο খ) অগ্রাধিকার শেয়ার মূলধন
Ο গ) সাধারণ শেয়ার মূলধন
Ο ঘ) সংরক্ষিত আয় মূলধন
সঠিক উত্তর: (গ)

৪৯. ঋণ মূলধন সরবরাহকারীরা নির্দিষ্ট মেয়াদের জন্য কী পেয়ে থাকে?
Ο ক) সুদ
Ο খ) মুনাফা
Ο গ) লভ্যাংশ
Ο ঘ) আয়
সঠিক উত্তর: (ক)

৫০. ব্যবসায়ের সঠিক মূলধন কাঠামো নির্বাচনে ভূমিকা রাখ-
i মূলধন ব্যয়
ii কাম্য ঋণ নীতি
iii ব্যবসায়ের মালিকের মূলধন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post