এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৫: মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৫: মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. কোনো কোম্পানির ২০১১ সালের কর ৩,০০,০০০ টাকা, নিট মুনাফা ৩৫,০০,০০০ টাকা, অবচয় ১০,০০,০০০ টাকা, এবং মোট মুনাফা ৪৫,০০,০০০ টাকা হলে, উক্ত বছরে কোম্পানির নগদ আন্ত:প্রবাহ কত?
Ο ক) ৩৫,০০,০০০ টাকা
Ο খ) ৪০,০০,০০০ টাকা
Ο গ) ৪২,০০,০০০ টাকা
Ο ঘ) ৪৫,০০,০০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)

২. একটি কারবারের ব্যর্থতার দায়ভার কাকে নিতে হয়?
Ο ক) মালিককে
Ο খ) অর্থ ব্যবস্থাপককে
Ο গ) ঋণগ্রহীতাকে
Ο ঘ) সরকারকে
সঠিক উত্তর: (খ)

৩. উৎপাদন পদ্ধতি প্রতিস্থাপন ও আধুনিকায়নে কীসের প্রয়োগ লক্ষ করা যায়?
Ο ক) মূলধন বাজেটিংয়ের
Ο খ) অর্থের সময়মূল্যের
Ο গ) বহি:স্থ তহবিলের
Ο ঘ) গড় মূলধন ব্যয়ের
সঠিক উত্তর: (ক)

৪. মূলধন বাজেটিং এর সিদ্ধান্তের জন্য সাধারণত কী ধরনের তহবিল প্রয়োজন হয়?
Ο ক) ছোট অংকের
Ο খ) কোনো তহবিলই প্রয়োজন হয় না
Ο গ) বড় অংকের
Ο ঘ) মাঝারি অংকের
সঠিক উত্তর: (গ)

৫. মূলধন বাজেটিং-এর কয়টি পদ্ধতি রয়েছে?
Ο ক) ৫টি
Ο খ) ৪টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৩টি
সঠিক উত্তর:

৬. কোন উৎস থেকে প্রতিষ্ঠানে আন্ত:নগদ প্রবাহ ঘটে?
Ο ক) বিক্রয়
Ο খ) নিট মুনাফা
Ο গ) গড় বিনিয়োগ
Ο ঘ) ক্রয়
সঠিক উত্তর: (ক)

৭. প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা মাপকাঠি হিসেবে ব্যবহার করেন কোনটি?
Ο ক) নিট মুনাফা
Ο খ) পে-ব্যাক সময়
Ο গ) বাট্টা হার
Ο ঘ) নগদ আন্ত:প্রবাহ
সঠিক উত্তর: (খ)

৮. মূলধন বাজেটিং কেমন হলে কারবার সরাসরি উপকৃত হয়?
Ο ক) কঠিন
Ο খ) বৃহৎ আকারে
Ο গ) সঠিক ও বাস্তবসম্মত
Ο ঘ) ছোট আকারের
সঠিক উত্তর: (গ)

৯. পে-ব্যাক সময় পদ্ধতি হলো একটি-
Ο ক) মুনাফা পরিকল্পনা পদ্ধতি
Ο খ) মূলধন বাজেটিং পদ্ধতি
Ο গ) দীর্ঘমেয়াদি আর্থিক পদ্ধতি
Ο ঘ) গড় বিনিয়োগ নির্ণয় পদ্ধতি
সঠিক উত্তর: (খ)

১০. প্রকল্পের নিট নগদ প্রবাহ বা নিট মুনাফা নির্ধারণ করা হয় কখন?
Ο ক) আয়ব্যয় প্রাক্কলনের আগে
Ο খ) আয়ব্যয় প্রাক্কলনের শেষে
Ο গ) প্রকল্প শুরুর আগে
Ο ঘ) বিক্রয় শুরুর আগে
সঠিক উত্তর: (খ)

১১. মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়-
i দীর্ঘমেয়াদি হিসাব নিকাশে
ii দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহে
iii দীর্ঘমেয়াদি বিনিয়োগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১২. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের লাভজনকতা যাচাইয়ের জন্যে অর্থায়নে কী ব্যবহার করা হয়?
Ο ক) নীতিমালা
Ο খ) মূল্যায়ন প্রক্রিয়া
Ο গ) পদ্ধতি
Ο ঘ) পরিমাপ পদ্ধতি
সঠিক উত্তর: (খ)

১৩. গড় মুনাফার হার পদ্ধতিতে নগদ প্রবাহের পরিবর্তে নগদ প্রবাহের পরিবর্তে কোনটি বিবেচনা করা হয়?
Ο ক) প্রকৃত সুদের হার
Ο খ) বাট্টা হার
Ο গ) নিট মুনাফা
Ο ঘ) গড় মূলধন ব্যয়
সঠিক উত্তর: (গ)

১৪. গড় মুনাফার কোন হার পূর্ব নির্ধারিত থেকে?
Ο ক) বাজার হার
Ο খ) সর্বোচ্চ হার
Ο গ) গড় হার
Ο ঘ) সর্বনিম্ন হার
সঠিক উত্তর: (ঘ)

১৫. দীর্ঘমেয়াদি বিনিয়োগে প্রয়োজন হয়-
i ঝুঁকি নিরূপণ
ii ঝুঁকির গ্রহণযোগ্যতা যাচাই
iii মূলধন বাজেটিং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬. ব্যবসায়ের পণ্য উৎপাদান ক্ষমতা বৃদ্ধিকল্পে সম্প্রসারণমূলক কার্জক্রম কোনটি?
Ο ক) আমের পাশাপাশি কমলার জুস তৈরি
Ο খ) সেলাই মেশিন থাকা সত্ত্বেও আরেকটি ক্রয
Ο গ) অভিজ্ঞ কর্মী থাকা সত্ত্বেও অনভিজ্ঞ কর্মী নিয়োগ
Ο ঘ) ব্যবসায় শুরুর পূর্বে একাধিক মেশিন ক্রয়
সঠিক উত্তর: (খ)

১৭. মূলধন বাজেটিং প্রয়োগ রয়েছে-
i স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপনে
ii পণ্যের বৈচিত্র্যায়নে
iii ব্যবসায় আধুনিকায়নে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮. কীসের ভিত্তিতে প্রতিষ্ঠানের প্রকল্প নির্বাচন করা হয়?
Ο ক) মূলধনের পর্জাপ্ততা অনুসারে
Ο খ) মূলধন কাঠামো অনুসারে
Ο গ) তহবিলের উৎস অনুসারে
Ο ঘ) লভ্যাংশ নীতি অনুসারে
সঠিক উত্তর: (ক)

১৯. আয়ব্যয় প্রাক্কলনের পূর্বে কোনটি নির্ধারণ করা গুরুত্বপূর্ণ?
Ο ক) মুনাফার হার
Ο খ) বাট্টার হার
Ο গ) ক্রয়ের পরিমাণ
Ο ঘ) উৎপাদনের পরিমাণ
সঠিক উত্তর: (খ)

২০. প্রতিষ্ঠানের চলতি খরচ এবং স্থায়ী খরচ একত্র করলে কোনটি পাওয়া যায়?
Ο ক) মোট আয়
Ο খ) মোট মুনাফা
Ο গ) মোট আয়কর
Ο ঘ) মোট ব্যয়
সঠিক উত্তর: (ঘ)

২১. কারবারে জন্য পর্যাপ্ত আয় নিশ্চিত করতে পারে কোনটি?
Ο ক) ভালো বিনিয়োগ
Ο খ) নগদ প্রবাহ
Ο গ) বাট্টার হার
Ο ঘ) বড় অঙ্কের মাশুল
সঠিক উত্তর: (ক)

২২. দীর্ঘমেয়াদি বিনিয়োগের সকল ক্ষেত্রে কোন কৌশল প্রয়োগ করা হয়?
Ο ক) শেয়ার ও বন্ডের মূল্যায়ন
Ο খ) লভ্যাংশ নীতি
Ο গ) মূলধন বাজেটিং
Ο ঘ) মূলধন ব্যয় নির্ণেয়
সঠিক উত্তর: (গ)

২৩. নিচের কোন ক্ষেত্রে কোম্পানি মূলধন বাজেটিং প্রয়োগ করে সিদ্ধান্ত নেয়?
Ο ক) সম্পত্তি প্রতিস্থাপন
Ο খ) কর্মী ব্যবস্থাপনা
Ο গ) মার্কেটিং
Ο ঘ) মনিহারি দ্রব্য ক্রয়
সঠিক উত্তর: (ক)

২৪. গড় মুনাফা পদ্ধতিতে বিনিয়োগকে ২ দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
Ο ক) মোট বিনিয়োগ
Ο খ) প্রান্তিক বিনিয়োগ
Ο গ) গড় বিনিয়োগ
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)

২৫. দীর্ঘমেয়াদি ‍বিনিয়োগের সবক্ষেত্রেই কী প্রয়োগ করা হয়?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) পণ্য বৈচিত্রায়ন
Ο গ) আধুনিকায়ন
Ο ঘ) বাট্টা হার
সঠিক উত্তর: (ক)

২৬. নিচের কোনটি মূলধন বাজেটিং এর একটি পদ্ধতি নয়?
Ο ক) গড় মুনাফার হার পদ্ধতি
Ο খ) পে-ব্যাক সময় পদ্ধতি
Ο গ) নিট মুনাফার হার পদ্ধতি
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:

২৭. ব্যবসার জন্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও সম্প্রসারণে কিসের প্রয়োগ পরিলক্ষিত হয়?
i মূলধন বাজেটিংয়ের
ii মুনাফা বাজেটিংয়ের
iii অর্থের সময়মূল্যের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৮. মূলধনবাজেটিং সর্বদাই-
Ο ক) ঝুঁকিমুক্ত সিদ্ধান্ত
Ο খ) ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত
Ο গ) মুনাফা করতে পারে
Ο ঘ) ক্ষতির সম্মুখীন হয়
সঠিক উত্তর: (খ)

২৯. ‘X’ কোম্পানি ঢাকার অদুরে গ্যাস ও বিদ্যুৎহীন স্থানে কারখানা স্থাপন করল। যদি সময়মতো গ্যাস ও বিদ্যুৎ না পায় তাহলে কী ঘটবে?
Ο ক) বৃহৎ ক্ষতি
Ο খ) সামান্য ক্ষতি
Ο গ) ক্ষতির সম্ভাবনা
Ο ঘ) সরকারি ক্ষতিপূরণ লাভ
সঠিক উত্তর: (ক)

৩০. প্রতিষ্ঠান কেন বিভিন্ন প্রকল্পগুলোতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে
Ο ক) পর্যাপ্ত নগদ প্রবাহ আসবে বলে
Ο খ) বাট্টা হার কম হবে বলে
Ο গ) নিট বর্তমান মূল্য ধনাত্মক হবে বলে
Ο ঘ) মোট মুনাফা পর্যাপ্ত পরিমাণে আসবে বলে
সঠিক উত্তর: (ক)

৩১. গড় মুনাফা পদ্ধতিকে নিরভর্যোগ্য মনে না করার কারণ কী?
Ο ক) নগদ প্রবাহ ব্যবহার করায়
Ο খ) নিট মুনাফা ব্যবহার করায়
Ο গ) নগদ প্রবাহকে সময়মূল্যে বিবেচনা করায়
Ο ঘ) অর্থের সময়মূল্যকে বিবেচনা করায়
সঠিক উত্তর: (খ)

৩২. কোনটির মাধ্যমে প্রতিষ্ঠানের বহি:প্রবাহ ঘটে?
Ο ক) মোট আয়ের
Ο খ) মোট খরচের
Ο গ) নিট আয়ের
Ο ঘ) নিট খরচের
সঠিক উত্তর: (খ)

৩৩. প্রতি বছর মোট অর্জিত আয় থেকে পাওয়া যায় কোনটি?
Ο ক) ক্রমযোজিত নগদ প্রবাহ
Ο খ) বহি:নগদ প্রবাহ
Ο গ) আন্ত:নগদ প্রবাহ
Ο ঘ) নগদ প্রবাহ
সঠিক উত্তর: (গ)

৩৪. মূলধন বাজেটিং অতি গুরুত্বপূর্ণ হলো-
i. বিনিয়োগের পর্যাপ্ত আয় নিশ্চিতকরণে
ii ঝুঁকি নিরসনে
iii লাভ-লোকসান নিরূপনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৫. ব্যবসায় প্রতিষ্ঠানের নিকট গড় মুনাফার হার পরিমাপ করার সূত্র জনপ্রিয় কেন?
Ο ক) ঝুঁকি ও অনিশ্চয়তা পরিমাপ করা সহজ হয় বলে
Ο খ) অর্থের সময়মূল্যের ধারণা পাওয়া যায় বলে
Ο গ) আর্থিক বিবরণী থেকে তথ্যাদি পাওয়া যায় বলে
Ο ঘ) গড় মূলধনি ব্যয় নির্ণয় করা য়ায় বলে
সঠিক উত্তর: (গ)

৩৬. নিচের কোন পদ্ধতিটি সবচেয়ে জনপ্রিয়?
Ο ক) গড় মুনাফার হার পদ্ধতি
Ο খ) পে-ব্যাক সময় পদ্ধতি
Ο গ) নিট বর্তমান মূল্য পদ্ধতি
Ο ঘ) অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি
সঠিক উত্তর: (ক)

৩৭. কাঁচামাল ক্রয় বাবদ খরচ, বেতন ও অন্যান্য পরিচালনা খরচ কোন খরচের অন্তর্ভূক্ত?
Ο ক) চলতি খরচ
Ο খ) স্থায়ী খরচ
Ο গ) আগাম খরচ
Ο ঘ) অনিশ্চিত খরচ
সঠিক উত্তর: (ক)

৩৮. একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী থাকে?
Ο ক) সেবা দান
Ο খ) মুনাফা অর্জন
Ο গ) কর্মী সংস্থান
Ο ঘ) প্রতিষ্ঠানের উন্নয়ন
সঠিক উত্তর: (খ)

৩৯. কোনো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) অর্থায়ন পদ্ধতি
Ο খ) মূলধন কাঠামো
Ο গ) অর্থের সময়মূল্য
Ο ঘ) মূলধন বাজেটিং
সঠিক উত্তর: (ঘ)

৪০. নগদ প্রবাহের সঠিক প্রাক্কলন নির্ভর করে-
i পণ্যের ভবিষ্যৎ বছরগুলোতে বিক্রয়মূল্যের ওপর
ii পণ্যের ভবিষ্যৎ বছরগুলোতে ক্রয়মূল্যের ওপর
iii কতগুলো পণ্য বিক্রয় হবে তার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪১.  মূলধন বাজেটিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি বিনিয়োগের-
i মুনাফা বিশ্লেষণ করা হয়
ii ঝুঁকি নিরূপণ করা হয়
iii ঝুঁকির গ্রহণযোগ্যতা যাচাই করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪২. জনাব হানিফ একজন উদ্যোক্তা। তিনি শরিয়তপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরি দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কারখানা স্থাপনের পর হঠাৎ করে সরকার নতুন বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। এতে হানিফকে ক্ষতির সম্মুখীন হতে হয় । কারণ কারখানা স্থাপন করার সময় তিনি অনেক অর্থ ঋণ নিয়েছিলেন। হানিফের প্রকল্পটি অলাভজনক প্রতীয়মান হয়েছে কেন?
Ο ক) মুনাফা সংক্রান্ত জটিলতার কারণে
Ο খ) মূলধন বাজেটিং সিদ্ধান্ত ভুল হওয়ায়
Ο গ) অর্থের সময় মূল্যের কারণে
Ο ঘ) সৃষ্ট অনিশ্চয়তার কারণে
সঠিক উত্তর: (খ)

৪৩. মূলধন বাজেটিং কোন ধরনের সিদ্ধান্ত?
Ο ক) ঝুঁকিমুক্ত সিদ্ধান্ত
Ο খ) মূখ্য সিদ্ধান্ত
Ο গ) ঝুঁকি হৃাসের সিদ্ধান্ত
Ο ঘ) ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ঘ)

৪৪. পে-ব্যাক পদ্ধতিতে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য?
Ο ক) যে প্রকল্পের পে-ব্যাক সময় বেশি
Ο খ) যে প্রকল্পের পে-ব্যবক সময় কম
Ο গ) যে প্রকল্পের পে-ব্যাক সময় অনেক বেশি
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)

৪৫. মূলধন বাজেটিং কৌশল ব্যর্থ হলে এর দায়িত্ব নিতে হবে কাকে?
Ο ক) পরিচালনা পর্ষদকে
Ο খ) অর্থব্যবস্থাপককে
Ο গ) হিসাবরক্ষককে
Ο ঘ) চেয়ারম্যানকে
সঠিক উত্তর: (খ)

৪৬. কী কম হলে ঋণ পাওয়া যায় না?
Ο ক) গড় মুনাফার হার
Ο খ) সুদের হার
Ο গ) অভ্যন্তরীণ মুনাফার হার
Ο ঘ) পে-ব্যাক সময়
সঠিক উত্তর: (ক)

৪৭. প্রত্যাশিত বার্ষিক গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
Ο ক) নিট বিক্রয়
Ο খ) নিট আয়
Ο গ) গড় মুনাফার হার
Ο ঘ) গড় ক্ষতির হার
সঠিক উত্তর: (গ)

৪৮. প্রতিটি পণ্যের ভবিষ্যৎ বিক্রয়মূল্য এবং কতগুলো পণ্য বিক্রি হবে তা পূর্বানুমান করে কী পাওয়া যায়?
Ο ক) আন্ত:বহি প্রবাহ
Ο খ) আন্ত:নগত প্রবাহ
Ο গ) ক্রয়মূল্য
Ο ঘ) উৎপাদন খরচ
সঠিক উত্তর: (খ)

৪৯. নগদ প্রবাহ নির্ধারনের পর সেগুলোকে কোন মূ্ল্যে রূপান্তর করা হয়?
Ο ক) নগদ মূল্যে
Ο খ) বাকি মূল্যে
Ο গ) ভবিষ্যৎ মূল্যে
Ο ঘ) অতীত মূল্যে
সঠিক উত্তর: (ক)

৫০. নিচের কোনটির ওপর কারবারের সফলতা অনেকাংশে নির্ভর করে?
Ο ক) ক্রেতা
Ο খ) বিক্রেতা
Ο গ) মূলধন বাজেটিং
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post