ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৩: অর্থের সময়মূল্য (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. সুদাসলের ওপর প্রদান করা হয় নিচের কোনটি?
Ο ক) সরল সুদ
Ο খ) চক্রবৃদ্ধি সুদ
Ο গ) মোট সুদ
Ο ঘ) নিট সুদ
সঠিক উত্তর: (খ)
৫২. EAR কী
Ο ক) Effective annual Rate
Ο খ) Effecient annual Rate
Ο গ) Erning annual Rate
Ο ঘ) Evalued annual Rate
সঠিক উত্তর: (ক)
৫৩. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে কীসের ওপর সুদ ধার্জ করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়?
Ο ক) আসলে ওপর
Ο খ) বাট্টার ওপর
Ο গ) সুদাসলের ওপর
Ο ঘ) কমিশনের ওপর
সঠিক উত্তর: (গ)
৫৪. ‘রুল ৭২’ কী?
Ο ক) ৭২ নম্বর আইন
Ο খ) ৭২ নম্বর ধারা
Ο গ) বিনিয়োগের সুযোগ ব্যয় নির্ণয় পদ্ধতি
Ο ঘ) ৭২ নম্বর সিদ্ধান্ত
সঠিক উত্তর: (গ)
৫৫. কোন ক্ষেত্রে সুদ-আসল সবচেয়ে বেশি?
Ο ক) সরল সুদের
Ο খ) চক্রবৃদ্ধি পদ্ধতিতে
Ο গ) বাট্টাকরণ পদ্ধতিতে
Ο ঘ) সুযোগ ব্যয়
সঠিক উত্তর: (খ)
৫৬. সুদের হার, বাৎসরিক মেয়াদকাল, বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য এ সংক্ষিপ্ত রূপ হচ্ছে যথাক্রমে-
i Fv,pv,iএবং n
ii i,n,pv এবং Fv
iii n,i,Fv এবং Pv
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৭. ভোক্তা ঋণের পলিসিতে-
i এককালীন কিছু অর্থ বর্তমানে পাওয়া যায়
ii ভবিষ্যতে সমান কিস্তিতে তা পরিশোধ করা হয়
iii সাধারনত একটি মেয়াদকালের মধ্যে পরিশোধ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৮. সোহাগ একটি বিনিয়োগের ওপর শতকরা ১২ টাকা চক্রবৃদ্ধি হারে সুদ পান যা ৩ বছর পরে ১৬,০৬২ টাকা হবে। সোহাগের বিনিয়োগকৃত অর্থের বর্তমান মূল্য কত?
Ο ক) ১০,১৯০ টাকা
Ο খ) ১১,৮৩২ টাকা
Ο গ) ১৪,০০২ টাকা
Ο ঘ) ১৪,২৮০ টাকা
সঠিক উত্তর: (খ)
৫৯. অর্থের দ্রুত চক্রবৃদ্ধি হলে কোন মূল্য হ্রাস পাবে?
Ο ক) বর্তমান মূল্য
Ο খ) ভবিষ্যৎ মূল্য
Ο গ) প্রকৃত সুদের হার
Ο ঘ) বর্তমান ও ভবিষ্যৎ মূল্য
সঠিক উত্তর: (ক)
৬০. প্রতি বছর ৫,০০০ টাকা করে ৮% হার সুদে ৫ বছর মেয়াদি অর্থ জমা রাখলে হবে-
i ৭,৩৪৭ টাকা
ii ২৯,৩৩ টাকা
iii ২৭,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬১. বিনিয়োগ দ্বিগুণ হলে ‘রুল ৭২’ অনুযায়ী ৭২-কে-
i. মেয়াদ দিয়ে গুণ করলে সুদ পাওয়া যায়
ii. মেয়াদ দিয়ে ভাগ করলে সুদ পাওয়া যায়
iii. সুদ দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬২. জনাব শহীদকে কত টাকা করে বার্ষিক কিস্তি প্রদান করতে হবে?
Ο ক) ১১৫৪৪০ টাকা
Ο খ) ১২৬৬৫০ টাকা
Ο গ) ১২৬৯২ টাকা
Ο ঘ) ১৮২০২০ টাকা
সঠিক উত্তর: (ক)
৬৩. নির্দিষ্ট সময় পরপর সমপরিমাণ অর্থ ক্রমাগত প্রাপ্তি বা প্রদানকে কী বলে?
Ο ক) মোট বৃত্তি
Ο খ) বার্ষিক বৃত্তি
Ο গ) মোট কিস্তি
Ο ঘ) বৃত্তি
সঠিক উত্তর: (খ)
৬৪. FV এর পূর্ণ রূপ কী?
Ο ক) Foreign Value
Ο খ) Future Value
Ο গ) Fiscal Value
Ο ঘ) Full Value
সঠিক উত্তর: (ঘ)
৬৫. চক্রবৃদ্ধি প্রক্রিয় হতে পারে-
i দৈনিক সুদের ওপর
ii মাসিক,ত্রৈমাসিক সুদের ওপর
iii অর্ধবার্ষিক দ্বিবার্ষিক সুদের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৬. কোন সুদের ক্ষেত্রে কেবল আসলের ওপর সুদ গণনা করা হয়?
Ο ক) আসল সুদ
Ο খ) মূল সুদ
Ο গ) সরল সুদ
Ο ঘ) চক্রবৃদ্ধি সুদ
সঠিক উত্তর: (গ)
৬৭. সুদের হারের কারণে পার্থক্য ঘটে-
i. অর্থের বর্তমান মূল্যে
ii অর্থের সময়ে
iii. অর্থের ভবিষ্যৎ মূল্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৮. মি. রওশন মিল্লাত ব্যাংক থেকে ১০% সুদে ৫০,০০০ টাকা ৫ বছরের জন্যে ঋণ নিয়েছেন। তাকে এ ঋণ ৫টি সমকিস্তিতে পরিশোধ করতে হবে। মি. রওশন প্রতি কিস্তিতে কত টাকা পরিশোধ করবেন?
Ο ক) ১৪,৯১০ টাকা
Ο খ) ১২,৪৬০ টাকা
Ο গ) ১৩,১৯০ টাকা
Ο ঘ) ১১,৫৮০ টাকা
সঠিক উত্তর: (গ)
৬৯. আমিন সাহেব কিস্তিতে ঋণ পরিশোধ করতে অর্থের কোন ধারণা ব্যবহার করেছেন?
Ο ক) অর্থের সময়মূল্যের
Ο খ) অর্থের ভবিষ্যৎ মূল্যের
Ο গ) অর্থের বর্তমান মূল্যের
Ο ঘ) অর্থের অতীত মূল্যের
সঠিক উত্তর: (ক)
৭০. কোনটি ব্যবহার করে এককালীন ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায়?
Ο ক) চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি
Ο খ) সরল রৈখিক পদ্ধতি
Ο গ) মুনাফা সর্বোচ্চকরণ পদ্ধতি
Ο ঘ) আয় –ব্যয়
সঠিক উত্তর: (ক)
৭১. FVIFA-এর পূর্ণ রুপ কী?
Ο ক) Future Value Internal Factor of Annuity
Ο খ) Future Value Internal Factor Annually
Ο গ) Future Value Internal Factor of Annually
Ο ঘ) Future Value Interest Factor of Annuity
সঠিক উত্তর: (ঘ)
৭২. বর্তমান মূল্য থেকে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) চক্রবৃদ্ধিকরণ
Ο খ) বাট্টকরণ
Ο গ) সুদ-আসল নির্ণয়
Ο ঘ) আসল নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (ক)
৭৩. ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হলে-
i সুদের হারকে ৪ দিয়ে ভাগ করতে হবে
ii মেয়াদকে ৪ দিয়ে ভাগ করতে হবে
iii মেয়াদকে ৪ দিয়ে গুণ করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৪. একটি প্রতিষ্ঠানে বিভিন্ন উৎস থেকে অর্থে আগমনকে কী বলে?
Ο ক) আয়
Ο খ) আন্ত:প্রবাহ
Ο গ) বহি:প্রবাহ
Ο ঘ) নগদ প্রবাহ
সঠিক উত্তর: (খ)
৭৫. জমিতে বিনিয়োগ করলে ৫ বছরে তার মূল্য দ্বিগুণ হবে। এক্ষেত্রে সুদের হার নির্ণয়ের সূত্র কী নামে পরিচিত?
Ο ক) রুল ৬৯
Ο খ) রুল ৭২
Ο গ) রুল ৭৪
Ο ঘ) রুল ৭৫
সঠিক উত্তর: (খ)
৭৬. কোন সূত্র প্রযোগের মাধ্যমে সুযোগ ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা যায়?
Ο ক) অর্থের সময়মূল্যের সূত্র
Ο খ) ঝুঁকি পরিমাপের সূত্র
Ο গ) মূলধন ব্যয় নিরূপণের সূত্র
Ο ঘ) লভ্যাংশ নিরূপণের সূত্র
সঠিক উত্তর: (ক)
৭৭. FV = ৫০,০০০ টাকা, i = ২৪%, n =২ বছর m = ১২ হলে, মাসিক কিস্তি C = কত?
Ο ক) ২৬৪৩.৫ টাকা
Ο খ) ২২৩৯.৫২ টাকা
Ο গ) ১৯৪২.৭৭ টাকা
Ο ঘ) ২৪৫০.৫৫ টাকা
সঠিক উত্তর: (ক)
৭৮. ব্যাংক বা কোনো আর্থি প্রতিষ্ঠান থেকে ঋণের সিদ্ধান্ত গ্রহণে কোনটি বিবেচনা করতে হয়?
Ο ক) কিস্তি পরিশোধের ক্ষমতা
Ο খ) অর্থ বিনিয়োগের ক্ষমতা
Ο গ) নির্ধারিত কমিশন
Ο ঘ) সুদের পরিমাণ
সঠিক উত্তর: (ক)
৭৯. বছরে চক্রবৃদ্ধি সংখ্যা কী দ্বারা কী দ্বারা প্রকাশ কর হয়?
Ο ক) n
Ο খ) i
Ο গ) m
Ο ঘ) DC
সঠিক উত্তর: (গ)
৮০. মি. বসির ১৫% হারে অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদে৮,০০০ টাকা ইসলামী ব্যাংকে জমা রাখেন । ৩ বছর পর তার হিসাবে কত টাকা জমা হবে?
Ο ক) ১১,০০০ টাকা
Ο খ) ১১,৯০০ টাকা
Ο গ) ১২,০০০ টাকা
Ο ঘ) ১২,৩৪৬ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৮১. সুদের হার শতকরা ১০ টাকা হলে এখনকার ১০০ টাকা ১ বছর পরে কত টাকার সমান মূল্য বহন করে?
Ο ক) ২০০ টাকা
Ο খ) ১১১ টাকা
Ο গ) ১৯০ টাকা
Ο ঘ) ১১০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৮২. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে-
i. ১ম বছরের সুদ সুদাসলকে ২য় বছরের আসল ধরা হয়
ii. ১ম বছরের আসলকে ২য় বছরের সুদ ধরা হয়
iii. প্রতি বছর সুদাসলের ওপর সুদ ধার্জ করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও iii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮৩. ‘রুল ৭২’ –এর ক্ষেত্রে কোন পদ্ধতিতে সুদ গণনা করা হয়?
Ο ক) বার্ষিক চক্রবৃদ্ধি পদ্ধতিতে
Ο খ) সরল সুদ পদ্ধতিতে
Ο গ) ত্রৈমাসিক চক্রবৃদ্ধি পদ্ধতিতে
Ο ঘ) অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি পদ্ধতিতে
সঠিক উত্তর: (ক)
৮৪. একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের জন্য অন্য কোনো প্রকল্পের অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে?
Ο ক) সুযোগ ব্যয়
Ο খ) প্রকল্প মূল্যায়ন
Ο গ) উৎপাদন ব্যয়
Ο ঘ) বিনিয়োগ ব্যয়
সঠিক উত্তর: (ক)
৮৫. ঋণ নেওয়ার আগ কোনটি করা আবশ্যক?
Ο ক) সুদের পরিমাণ নির্ধারণ করা
Ο খ) ঋণের পরিমাণ নির্দিষ্ট করা
Ο গ) অর্থের মূল্য নির্ধাণ
Ο ঘ) পরিশোধ ক্ষমতা যাচাই
সঠিক উত্তর: (ঘ)
৮৬. অর্থের সময়মূল্যের সাথে সম্পৃক্ত বিষয় কোনটি?
i বর্তমান মূল্য
ii ভবিষ্যৎ মূল্য
iii চক্রবৃদ্ধি প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৭. মি. নাজির ৩ বছর পরে ১০% চক্রবৃদ্ধি সুদের হারে যদি ৩,৩২৭.৫০ টাকা পায় তবে এর বর্তমান মূল্য কত?
Ο ক) ২,৫০০ টাকা
Ο খ) ২,৯০০ টাকা
Ο গ) ৩,২০০ টাকা
Ο ঘ) ৩,৬০০ টাকা
সঠিক উত্তর: (ক)
৮৮. অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র কোনটি?
Ο ক) বর্তমান মূল্য /(১+ সুদের হার) মেয়াদ
Ο খ) বর্তমান মূল্য /(১- সুদের হার) মেয়াদ
Ο গ) বর্তমান মূল্য ´(১+ সুদের হার) মেয়াদ
Ο ঘ) বর্তমান মূল্য ´(১- সুদের হার) মেয়াদ
সঠিক উত্তর: (খ)
৮৯. বেল আসলের ওপর যে সুদ গণনা করা হয়,তাকে কী বলে?
Ο ক) সরল সুদ
Ο খ) চক্রবৃদ্ধি সুদ
Ο গ) বাৎসরিক সুদ
Ο ঘ) মাসিক সুদ
সঠিক উত্তর: (ক)
৯০. সামসুল হক এজন ব্যবসায়ী। তিনি দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে ১৪% হারে ১৫,০০০ টাকা ৪ বছরের জন্যে একটি প্রকল্পে বিনিয়োগ করেন। তাহলে সামসুল হক সাহেবের বিনিয়োগকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য কত হবে?
Ο ক) ২১,২০১ টাকা
Ο খ) ২২,৫৮৩ টাকা
Ο গ) ২৩,০৭৮ টাকা
Ο ঘ) ২৬০৯২ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৯১. ব্যাংক থেকে ভোগ্যপন্য কেনার জনযে ঋণ নেওয়া হয় তাকে বলে-
Ο ক) উদ্যোক্তা ঋণ
Ο খ) কৃষি ঋণ
Ο গ) ভোক্তা ঋণ
Ο ঘ) ক্ষুদ্র ঋণ
সঠিক উত্তর: (গ)
৯২. ‘EAR’ – দ্বারা কী বোঝায়?
Ο ক) বাৎসরিক সুদের হার
Ο খ) প্রকৃত সুদের হার
Ο গ) ষাণ্মাসিক সুদের হার
Ο ঘ) চক্রবৃদ্ধি সুদের হার
সঠিক উত্তর: (খ)
৯৩. মানুষ চলতি অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আগ্রহী হওয়ার কারণ-
i. অনিশ্চিত ভবিষ্যৎ
ii. মুদ্রাস্ফীতি
iii. ঝুঁকি হ্রাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৪. আমিন সাহেবের প্রতিটি কিস্তির পরিমাণ কত?
Ο ক) ৩৯৫০০ টাকা
Ο খ) ৩৭৪১.১১ টাকা
Ο গ) ৬৫০১.২২ টাকা
Ο ঘ) ৪২৬২.১২ টাকা
সঠিক উত্তর: (খ)
৯৫. আজকের ১,০০০ টাকা ভবিষ্যতের যেকোনো সময়ের ১,০০০ টাকার চেয়ে বেশি মূল্যবান কে?
i এখনই ভোগ করার সুযোগ
ii ভবিষ্যৎ অনিশ্চয়তা
iii মুদ্রাস্ফীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৬. ব্যবসায়ের প্রতিটি আর্থিক সদ্ধান্তের সাথে যুক্ত থাকে-
i. অর্থের আন্ত:প্রবাহ
ii. অর্থের বহি:প্রবাহ
iii. অর্থের উপযোগিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯৭. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে-
i. সদাসলের ওপর সুদ ধার্জ করা হয়
ii. ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়
iii. আসলের ওপর সুদ ধার্জ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯৮. সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয় কীসের দৃষ্টিতে?
Ο ক) ফিন্যান্সের
Ο খ) হিসাববিজ্ঞানের
Ο গ) ব্যবস্থাপনার
Ο ঘ) পরিসংখ্যানের
সঠিক উত্তর: (ক)
৯৯. নাফসি তার বন্ধুর নিকট হতে সাপ্তাহিক ২% হারে চক্র বৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলেন। ২% চক্রবৃদ্ধির প্রকৃত সুদের হার কত?
Ο ক) ০৫.৫০০%
Ο খ) ১০.৯৫৪%
Ο গ) ০২.২৬১%
Ο ঘ) ০৪.২৫৫%
সঠিক উত্তর: (খ)
১০০. ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে m এর মান কত?
Ο ক) ২
Ο খ) ৪
Ο গ) ৬
Ο ঘ) ১২
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. সুদাসলের ওপর প্রদান করা হয় নিচের কোনটি?
Ο ক) সরল সুদ
Ο খ) চক্রবৃদ্ধি সুদ
Ο গ) মোট সুদ
Ο ঘ) নিট সুদ
সঠিক উত্তর: (খ)
৫২. EAR কী
Ο ক) Effective annual Rate
Ο খ) Effecient annual Rate
Ο গ) Erning annual Rate
Ο ঘ) Evalued annual Rate
সঠিক উত্তর: (ক)
৫৩. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে কীসের ওপর সুদ ধার্জ করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়?
Ο ক) আসলে ওপর
Ο খ) বাট্টার ওপর
Ο গ) সুদাসলের ওপর
Ο ঘ) কমিশনের ওপর
সঠিক উত্তর: (গ)
Ο ক) ৭২ নম্বর আইন
Ο খ) ৭২ নম্বর ধারা
Ο গ) বিনিয়োগের সুযোগ ব্যয় নির্ণয় পদ্ধতি
Ο ঘ) ৭২ নম্বর সিদ্ধান্ত
সঠিক উত্তর: (গ)
৫৫. কোন ক্ষেত্রে সুদ-আসল সবচেয়ে বেশি?
Ο ক) সরল সুদের
Ο খ) চক্রবৃদ্ধি পদ্ধতিতে
Ο গ) বাট্টাকরণ পদ্ধতিতে
Ο ঘ) সুযোগ ব্যয়
সঠিক উত্তর: (খ)
৫৬. সুদের হার, বাৎসরিক মেয়াদকাল, বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য এ সংক্ষিপ্ত রূপ হচ্ছে যথাক্রমে-
i Fv,pv,iএবং n
ii i,n,pv এবং Fv
iii n,i,Fv এবং Pv
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৭. ভোক্তা ঋণের পলিসিতে-
i এককালীন কিছু অর্থ বর্তমানে পাওয়া যায়
ii ভবিষ্যতে সমান কিস্তিতে তা পরিশোধ করা হয়
iii সাধারনত একটি মেয়াদকালের মধ্যে পরিশোধ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৮. সোহাগ একটি বিনিয়োগের ওপর শতকরা ১২ টাকা চক্রবৃদ্ধি হারে সুদ পান যা ৩ বছর পরে ১৬,০৬২ টাকা হবে। সোহাগের বিনিয়োগকৃত অর্থের বর্তমান মূল্য কত?
Ο ক) ১০,১৯০ টাকা
Ο খ) ১১,৮৩২ টাকা
Ο গ) ১৪,০০২ টাকা
Ο ঘ) ১৪,২৮০ টাকা
সঠিক উত্তর: (খ)
৫৯. অর্থের দ্রুত চক্রবৃদ্ধি হলে কোন মূল্য হ্রাস পাবে?
Ο ক) বর্তমান মূল্য
Ο খ) ভবিষ্যৎ মূল্য
Ο গ) প্রকৃত সুদের হার
Ο ঘ) বর্তমান ও ভবিষ্যৎ মূল্য
সঠিক উত্তর: (ক)
৬০. প্রতি বছর ৫,০০০ টাকা করে ৮% হার সুদে ৫ বছর মেয়াদি অর্থ জমা রাখলে হবে-
i ৭,৩৪৭ টাকা
ii ২৯,৩৩ টাকা
iii ২৭,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬১. বিনিয়োগ দ্বিগুণ হলে ‘রুল ৭২’ অনুযায়ী ৭২-কে-
i. মেয়াদ দিয়ে গুণ করলে সুদ পাওয়া যায়
ii. মেয়াদ দিয়ে ভাগ করলে সুদ পাওয়া যায়
iii. সুদ দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬২. জনাব শহীদকে কত টাকা করে বার্ষিক কিস্তি প্রদান করতে হবে?
Ο ক) ১১৫৪৪০ টাকা
Ο খ) ১২৬৬৫০ টাকা
Ο গ) ১২৬৯২ টাকা
Ο ঘ) ১৮২০২০ টাকা
সঠিক উত্তর: (ক)
৬৩. নির্দিষ্ট সময় পরপর সমপরিমাণ অর্থ ক্রমাগত প্রাপ্তি বা প্রদানকে কী বলে?
Ο ক) মোট বৃত্তি
Ο খ) বার্ষিক বৃত্তি
Ο গ) মোট কিস্তি
Ο ঘ) বৃত্তি
সঠিক উত্তর: (খ)
৬৪. FV এর পূর্ণ রূপ কী?
Ο ক) Foreign Value
Ο খ) Future Value
Ο গ) Fiscal Value
Ο ঘ) Full Value
সঠিক উত্তর: (ঘ)
৬৫. চক্রবৃদ্ধি প্রক্রিয় হতে পারে-
i দৈনিক সুদের ওপর
ii মাসিক,ত্রৈমাসিক সুদের ওপর
iii অর্ধবার্ষিক দ্বিবার্ষিক সুদের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৬. কোন সুদের ক্ষেত্রে কেবল আসলের ওপর সুদ গণনা করা হয়?
Ο ক) আসল সুদ
Ο খ) মূল সুদ
Ο গ) সরল সুদ
Ο ঘ) চক্রবৃদ্ধি সুদ
সঠিক উত্তর: (গ)
৬৭. সুদের হারের কারণে পার্থক্য ঘটে-
i. অর্থের বর্তমান মূল্যে
ii অর্থের সময়ে
iii. অর্থের ভবিষ্যৎ মূল্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৮. মি. রওশন মিল্লাত ব্যাংক থেকে ১০% সুদে ৫০,০০০ টাকা ৫ বছরের জন্যে ঋণ নিয়েছেন। তাকে এ ঋণ ৫টি সমকিস্তিতে পরিশোধ করতে হবে। মি. রওশন প্রতি কিস্তিতে কত টাকা পরিশোধ করবেন?
Ο ক) ১৪,৯১০ টাকা
Ο খ) ১২,৪৬০ টাকা
Ο গ) ১৩,১৯০ টাকা
Ο ঘ) ১১,৫৮০ টাকা
সঠিক উত্তর: (গ)
৬৯. আমিন সাহেব কিস্তিতে ঋণ পরিশোধ করতে অর্থের কোন ধারণা ব্যবহার করেছেন?
Ο ক) অর্থের সময়মূল্যের
Ο খ) অর্থের ভবিষ্যৎ মূল্যের
Ο গ) অর্থের বর্তমান মূল্যের
Ο ঘ) অর্থের অতীত মূল্যের
সঠিক উত্তর: (ক)
৭০. কোনটি ব্যবহার করে এককালীন ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায়?
Ο ক) চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি
Ο খ) সরল রৈখিক পদ্ধতি
Ο গ) মুনাফা সর্বোচ্চকরণ পদ্ধতি
Ο ঘ) আয় –ব্যয়
সঠিক উত্তর: (ক)
৭১. FVIFA-এর পূর্ণ রুপ কী?
Ο ক) Future Value Internal Factor of Annuity
Ο খ) Future Value Internal Factor Annually
Ο গ) Future Value Internal Factor of Annually
Ο ঘ) Future Value Interest Factor of Annuity
সঠিক উত্তর: (ঘ)
৭২. বর্তমান মূল্য থেকে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) চক্রবৃদ্ধিকরণ
Ο খ) বাট্টকরণ
Ο গ) সুদ-আসল নির্ণয়
Ο ঘ) আসল নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (ক)
৭৩. ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হলে-
i সুদের হারকে ৪ দিয়ে ভাগ করতে হবে
ii মেয়াদকে ৪ দিয়ে ভাগ করতে হবে
iii মেয়াদকে ৪ দিয়ে গুণ করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৪. একটি প্রতিষ্ঠানে বিভিন্ন উৎস থেকে অর্থে আগমনকে কী বলে?
Ο ক) আয়
Ο খ) আন্ত:প্রবাহ
Ο গ) বহি:প্রবাহ
Ο ঘ) নগদ প্রবাহ
সঠিক উত্তর: (খ)
৭৫. জমিতে বিনিয়োগ করলে ৫ বছরে তার মূল্য দ্বিগুণ হবে। এক্ষেত্রে সুদের হার নির্ণয়ের সূত্র কী নামে পরিচিত?
Ο ক) রুল ৬৯
Ο খ) রুল ৭২
Ο গ) রুল ৭৪
Ο ঘ) রুল ৭৫
সঠিক উত্তর: (খ)
৭৬. কোন সূত্র প্রযোগের মাধ্যমে সুযোগ ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা যায়?
Ο ক) অর্থের সময়মূল্যের সূত্র
Ο খ) ঝুঁকি পরিমাপের সূত্র
Ο গ) মূলধন ব্যয় নিরূপণের সূত্র
Ο ঘ) লভ্যাংশ নিরূপণের সূত্র
সঠিক উত্তর: (ক)
৭৭. FV = ৫০,০০০ টাকা, i = ২৪%, n =২ বছর m = ১২ হলে, মাসিক কিস্তি C = কত?
Ο ক) ২৬৪৩.৫ টাকা
Ο খ) ২২৩৯.৫২ টাকা
Ο গ) ১৯৪২.৭৭ টাকা
Ο ঘ) ২৪৫০.৫৫ টাকা
সঠিক উত্তর: (ক)
৭৮. ব্যাংক বা কোনো আর্থি প্রতিষ্ঠান থেকে ঋণের সিদ্ধান্ত গ্রহণে কোনটি বিবেচনা করতে হয়?
Ο ক) কিস্তি পরিশোধের ক্ষমতা
Ο খ) অর্থ বিনিয়োগের ক্ষমতা
Ο গ) নির্ধারিত কমিশন
Ο ঘ) সুদের পরিমাণ
সঠিক উত্তর: (ক)
৭৯. বছরে চক্রবৃদ্ধি সংখ্যা কী দ্বারা কী দ্বারা প্রকাশ কর হয়?
Ο ক) n
Ο খ) i
Ο গ) m
Ο ঘ) DC
সঠিক উত্তর: (গ)
৮০. মি. বসির ১৫% হারে অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদে৮,০০০ টাকা ইসলামী ব্যাংকে জমা রাখেন । ৩ বছর পর তার হিসাবে কত টাকা জমা হবে?
Ο ক) ১১,০০০ টাকা
Ο খ) ১১,৯০০ টাকা
Ο গ) ১২,০০০ টাকা
Ο ঘ) ১২,৩৪৬ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৮১. সুদের হার শতকরা ১০ টাকা হলে এখনকার ১০০ টাকা ১ বছর পরে কত টাকার সমান মূল্য বহন করে?
Ο ক) ২০০ টাকা
Ο খ) ১১১ টাকা
Ο গ) ১৯০ টাকা
Ο ঘ) ১১০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৮২. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে-
i. ১ম বছরের সুদ সুদাসলকে ২য় বছরের আসল ধরা হয়
ii. ১ম বছরের আসলকে ২য় বছরের সুদ ধরা হয়
iii. প্রতি বছর সুদাসলের ওপর সুদ ধার্জ করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও iii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮৩. ‘রুল ৭২’ –এর ক্ষেত্রে কোন পদ্ধতিতে সুদ গণনা করা হয়?
Ο ক) বার্ষিক চক্রবৃদ্ধি পদ্ধতিতে
Ο খ) সরল সুদ পদ্ধতিতে
Ο গ) ত্রৈমাসিক চক্রবৃদ্ধি পদ্ধতিতে
Ο ঘ) অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি পদ্ধতিতে
সঠিক উত্তর: (ক)
৮৪. একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের জন্য অন্য কোনো প্রকল্পের অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে?
Ο ক) সুযোগ ব্যয়
Ο খ) প্রকল্প মূল্যায়ন
Ο গ) উৎপাদন ব্যয়
Ο ঘ) বিনিয়োগ ব্যয়
সঠিক উত্তর: (ক)
৮৫. ঋণ নেওয়ার আগ কোনটি করা আবশ্যক?
Ο ক) সুদের পরিমাণ নির্ধারণ করা
Ο খ) ঋণের পরিমাণ নির্দিষ্ট করা
Ο গ) অর্থের মূল্য নির্ধাণ
Ο ঘ) পরিশোধ ক্ষমতা যাচাই
সঠিক উত্তর: (ঘ)
৮৬. অর্থের সময়মূল্যের সাথে সম্পৃক্ত বিষয় কোনটি?
i বর্তমান মূল্য
ii ভবিষ্যৎ মূল্য
iii চক্রবৃদ্ধি প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৭. মি. নাজির ৩ বছর পরে ১০% চক্রবৃদ্ধি সুদের হারে যদি ৩,৩২৭.৫০ টাকা পায় তবে এর বর্তমান মূল্য কত?
Ο ক) ২,৫০০ টাকা
Ο খ) ২,৯০০ টাকা
Ο গ) ৩,২০০ টাকা
Ο ঘ) ৩,৬০০ টাকা
সঠিক উত্তর: (ক)
৮৮. অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র কোনটি?
Ο ক) বর্তমান মূল্য /(১+ সুদের হার) মেয়াদ
Ο খ) বর্তমান মূল্য /(১- সুদের হার) মেয়াদ
Ο গ) বর্তমান মূল্য ´(১+ সুদের হার) মেয়াদ
Ο ঘ) বর্তমান মূল্য ´(১- সুদের হার) মেয়াদ
সঠিক উত্তর: (খ)
৮৯. বেল আসলের ওপর যে সুদ গণনা করা হয়,তাকে কী বলে?
Ο ক) সরল সুদ
Ο খ) চক্রবৃদ্ধি সুদ
Ο গ) বাৎসরিক সুদ
Ο ঘ) মাসিক সুদ
সঠিক উত্তর: (ক)
৯০. সামসুল হক এজন ব্যবসায়ী। তিনি দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে ১৪% হারে ১৫,০০০ টাকা ৪ বছরের জন্যে একটি প্রকল্পে বিনিয়োগ করেন। তাহলে সামসুল হক সাহেবের বিনিয়োগকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য কত হবে?
Ο ক) ২১,২০১ টাকা
Ο খ) ২২,৫৮৩ টাকা
Ο গ) ২৩,০৭৮ টাকা
Ο ঘ) ২৬০৯২ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৯১. ব্যাংক থেকে ভোগ্যপন্য কেনার জনযে ঋণ নেওয়া হয় তাকে বলে-
Ο ক) উদ্যোক্তা ঋণ
Ο খ) কৃষি ঋণ
Ο গ) ভোক্তা ঋণ
Ο ঘ) ক্ষুদ্র ঋণ
সঠিক উত্তর: (গ)
৯২. ‘EAR’ – দ্বারা কী বোঝায়?
Ο ক) বাৎসরিক সুদের হার
Ο খ) প্রকৃত সুদের হার
Ο গ) ষাণ্মাসিক সুদের হার
Ο ঘ) চক্রবৃদ্ধি সুদের হার
সঠিক উত্তর: (খ)
৯৩. মানুষ চলতি অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আগ্রহী হওয়ার কারণ-
i. অনিশ্চিত ভবিষ্যৎ
ii. মুদ্রাস্ফীতি
iii. ঝুঁকি হ্রাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৪. আমিন সাহেবের প্রতিটি কিস্তির পরিমাণ কত?
Ο ক) ৩৯৫০০ টাকা
Ο খ) ৩৭৪১.১১ টাকা
Ο গ) ৬৫০১.২২ টাকা
Ο ঘ) ৪২৬২.১২ টাকা
সঠিক উত্তর: (খ)
৯৫. আজকের ১,০০০ টাকা ভবিষ্যতের যেকোনো সময়ের ১,০০০ টাকার চেয়ে বেশি মূল্যবান কে?
i এখনই ভোগ করার সুযোগ
ii ভবিষ্যৎ অনিশ্চয়তা
iii মুদ্রাস্ফীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৬. ব্যবসায়ের প্রতিটি আর্থিক সদ্ধান্তের সাথে যুক্ত থাকে-
i. অর্থের আন্ত:প্রবাহ
ii. অর্থের বহি:প্রবাহ
iii. অর্থের উপযোগিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯৭. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে-
i. সদাসলের ওপর সুদ ধার্জ করা হয়
ii. ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়
iii. আসলের ওপর সুদ ধার্জ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯৮. সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয় কীসের দৃষ্টিতে?
Ο ক) ফিন্যান্সের
Ο খ) হিসাববিজ্ঞানের
Ο গ) ব্যবস্থাপনার
Ο ঘ) পরিসংখ্যানের
সঠিক উত্তর: (ক)
৯৯. নাফসি তার বন্ধুর নিকট হতে সাপ্তাহিক ২% হারে চক্র বৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলেন। ২% চক্রবৃদ্ধির প্রকৃত সুদের হার কত?
Ο ক) ০৫.৫০০%
Ο খ) ১০.৯৫৪%
Ο গ) ০২.২৬১%
Ο ঘ) ০৪.২৫৫%
সঠিক উত্তর: (খ)
১০০. ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে m এর মান কত?
Ο ক) ২
Ο খ) ৪
Ο গ) ৬
Ο ঘ) ১২
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Finance