ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ২: অর্থায়নের উৎস (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. নিচের কোনটি বেসরকারি প্রতিষ্ঠান নয়?
Ο ক) মাইডাস
Ο খ) বাংলাদেশ ব্যাংক
Ο গ) ব্র্যাক
Ο ঘ) গ্রামীণ ব্যাংক
সঠিক উত্তর: (খ)
৩০২. মি. রায়হান নতুন ব্যবসায় স্থাপন করেছেন। তিনি দৈনন্দিন পরিচালনার জন্যে কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারেন?
Ο ক) স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ
Ο খ) বিমা প্রতিষ্ঠান
Ο গ) লিজিং
Ο ঘ) নিজস্ব তহবিল
সঠিক উত্তর: (ক)
৩০৩. যেকোনা প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা বিভিন্ন তহবিলের উৎস হিসেবে ব্যবহার করা যায়-
i মুনাফা থেকে ঋণের সুদ বাদ দেয়ার পর
ii সরকারকে প্রদেয় ট্যাক্স বাদ দেয়ার পর
iii মুনাফার একটা অংশ ভবিষ্যৎ তহবিলে জমা রাখার পর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i,ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০৪. Walton নামক প্রতিষ্ঠানটি সম্প্রতি শেয়ার বিক্রয়ের মাধ্যমে ২ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে। Walton প্রতিষ্ঠানের ধরন কোনটি?
Ο ক) একমালিকানা ব্যবসায়
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) কোম্পানি সংগঠ
Ο ঘ) সমবায় সমিতি
সঠিক উত্তর: (গ)
৩০৫. কাঁচামাল ক্রয়ের জন্যে কোন ধরনের সুযোগ ব্যবহার করা উচিত?
Ο ক) বাকিতে ক্রয়
Ο খ) নগদ ক্রয়
Ο গ) দেশীয় পন্য ক্রয়
Ο ঘ) বাকিতে বিক্রয়
সঠিক উত্তর: (ক)
৩০৬. মধ্যমেয়াদি অর্থসংস্থানের উৎস কোনটি?
Ο ক) ক্ষুদ্র ঋণ
Ο খ) বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান
Ο গ) ক্রেতা হতে অগ্রিম গ্রহণ
Ο ঘ) প্রাপ্য বিল বাট্টাকরণ
সঠিক উত্তর: (খ)
৩০৭. জনাব আসলাম তার প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্যে ফ্রন্ট ব্যাংক হতে ৬ বছরের জন্যে ১ কোটি টাকার ঋণের আবেদন করেছেন । এর প্রেক্ষিতে ফ্রন্ট ব্যাংক জনাব আসলামের সম্পর্কে নানান তথ্য অনুসন্ধান করতে লাগলো। ফ্রন্ট ব্যাংক যেসব বিয়য় বিশ্লেষণ করবে-
i জনাব আসলামের সুনাম
ii তার প্রতিষ্ঠানের কর্মচারীর সংখ্যা
iii তার প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩০৮. শেয়ারের বিকল্প বলা হয় কাকে?
Ο ক) বাণিজ্যিকপত্রকে
Ο খ) ঋণপত্রকে
Ο গ) বিনিময় বিলকে
Ο ঘ) চেককে
সঠিক উত্তর: (খ)
৩০৯. কোনটির সাথে কোম্পানির সুনাম জড়িত?
Ο ক) লভ্যাংশ প্রদান
Ο খ) পণ্য বাজারজাতকণ
Ο গ) পণ্যের বিজ্ঞাপন
Ο ঘ) দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ
সঠিক উত্তর: (ক)
৩১০. তহবিল সংগ্রহের জন্য ব্যাংকের কাছে বিক্রয় করা যায়-
i ঋণপত্র
ii ডিবেঞ্চার
iii বন্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১১. নিচের কোনটি মধ্যমেয়াদি তহবিলে উৎস?
Ο ক) ঋণ
Ο খ) ঋণপত্র
Ο গ) লিজিং
Ο ঘ) বেসরকারি প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ঘ)
৩১২. একমালিকানা ব্যবসায়ের উৎপাদনে ব্যবহৃত ভূমি, শ্রম ও মূলধন কোন ধরনের তহবিল?
Ο ক) মালিকানাভিত্তিক
Ο খ) স্বল্পমেয়াদভিত্তিক
Ο গ) মুনাফাভিত্তিক
Ο ঘ) মধ্যমেয়াদভিত্তিক
সঠিক উত্তর: (ক)
৩১৩. দীর্ঘমেয়াদি তহবিলের উৎস ব্যবহার করা হয়-
i ভূমি ক্রয়
ii দালান-কোঠা ক্রয়
iii যন্ত্রপাতি ক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৪. ব্র্যাক কোন ধরনের প্রতিষ্ঠান?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) সরকারি সংস্থা
Ο গ) স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান
Ο ঘ) এনজিও প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ঘ)
৩১৫. তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কী?
Ο ক) বিনিয়োগের সুষ্ঠ ব্যবহার
Ο খ) তারল্য অর্জন
Ο গ) সুষ্ঠু ব্যবস্থাপনা
Ο ঘ) মুনাফ অর্জন
সঠিক উত্তর: (ঘ)
৩১৬. ঋণদাতা কর্তৃক প্রদত্ত তহবিলকে কী বলা হয়?
Ο ক) অভ্যন্তরীণ তহবিল উৎস
Ο খ) বহি:স্থ তহবিল উৎস
Ο গ) আন্তর্জাতিক তহবিল উৎস
Ο ঘ) পারিবারিক তহবিল উৎস
সঠিক উত্তর: (খ)
৩১৭. ঋণের মাধ্যমে দীর্ঘমেয়াদি তহবিল গৃহীত হলে কীভাবে পরিশোধ করতে হয়?
Ο ক) চুক্তি মোতাবেক
Ο খ) কিস্তিতে
Ο গ) একবারে
Ο ঘ) সুদসহ আসল একসঙ্গে
সঠিক উত্তর: (ক)
৩১৮. কীসের বিপরীতে বাণিজ্যিক ব্যাংকের জণ্যে ঝুঁকিপূর্ণ?
Ο ক) আমানত
Ο খ) জামানত
Ο গ) সম্পদ
Ο ঘ) দায়
সঠিক উত্তর: (খ)
৩১৯. শেয়ার ও ঋণপত্রে বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থান করে-
i কোহিনূর কেমিক্যালস
ii স্কয়ার টেক্সটাইলস
iii সিঙ্গার বাংলাদেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২০. নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডরদের মধ্যে বন্টন না করে ব্যবসায়ে বিনিয়োগ করা হয় তাকে কী বলে?
Ο ক) মোট মুনাফা
Ο খ) মোট আয়
Ο গ) অপ্রত্যাশিত বিনিয়োগ
Ο ঘ) অবন্টিত মুনাফা
সঠিক উত্তর: (ঘ)
৩২১. মেয়াদের ভিত্তিতে বহিস্ত তহবিলকে কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৩২২. বহিস্থ তহবিল মেয়াদের ভিত্তিতে কত প্রকার?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
৩২৩. প্রাপ্য বিল কোন ব্যাংকে ভাঙানো হয়?
i কেন্দ্রীয় ব্যাংক
ii বাণিজ্যিক ব্যাংক
iii বেসরকারি ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)
৩২৪. ক্ষুদ্র বিনিয়োগকারীরা কীভাবে বিনিয়োগে অংশগ্রহণ করতে পারে?
Ο ক) শেয়ার ক্রয় করে
Ο খ) ঋণপত্র বিক্রয় করে
Ο গ) প্রাপ্য বিল বাট্টা করে
Ο ঘ) টাকা হুন্ডি করে
সঠিক উত্তর: (ক)
৩২৫. বেশির ভাগ ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি কীভাবে তহবিল সংগ্রহ করে?
Ο ক) নিজস্ব সঞ্চয় থেকে
Ο খ) আত্মীয়-স্বজন থেকে
Ο গ) শেয়ার ও ডিবেঞ্চার ইস্যু করে
Ο ঘ) ঋণ নিয়ে
সঠিক উত্তর: (গ)
৩২৬. ২ মাস পর অর্থ পাবে বিনিময় বিলে এ স্বীকৃতির মাধ্যমে ‘X’ ট্রেডার্স সম্প্রতি ‘Y’ ট্রেডার্সের কাছে ১০ লক্ষ টাকার পণ্য বাকিতে বিক্রয় করে। ২ মাস পর অর্থ পরিশোধের সময় ‘Y’ ট্রেডার্সের কাছে বিনিময় বিলটি কী হিসেবে গণ্য হবে?
Ο ক) প্রাপ্য বিল
Ο খ) প্রদেয় বিল
Ο গ) চালান রশিদ
Ο ঘ) নগদ ঋণ
সঠিক উত্তর: (খ)
৩২৭. কোনটির লভ্যাংশ করযোগ্য?
Ο ক) জীবন বিমার
Ο খ) ঋণপত্রের
Ο গ) শেয়ারের
Ο ঘ) অনুদানের
সঠিক উত্তর: (গ)
৩২৮. ১১৮. অর্থায়ন বলতে বোঝায়-
i তহবিল সংগ্রহ
ii তহবিলের ব্যবস্থাপনা
iii ব্যবস্থাপনার মাধ্যমে সুষ্ঠ বণ্টন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৯. উৎপাদনে ব্যবহার করা হয়- i আসবাবপত্র ii শ্রম iii মূলধন নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩০. পুঁজির সঙ্কট এড়ানোর জন্যে বড় ব্যবসায় প্রতিষ্ঠানকর্তৃক গৃহীত পদক্ষেপ হলো-
i মেশিনারীপ ও যন্ত্রপাতি ভাড়া নিতে পারে
ii বিল্ডিং অথবা জমি ক্রয় না করে লিজ নিতে পারে
iii আইনসম্মতভাবে শেয়ার ও ঋণপত্র বিক্রয় করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩১. অভ্যন্তরীন তহবিল উৎসকে দুভাবে ভাগ করা যায়।একটি মালিকানাভিত্তিক অপরটি-
Ο ক) মূলধনভিত্তিক
Ο খ) ঋণভিত্তিক
Ο গ) মুনাফাভিত্তিক
Ο ঘ) সুনামভিত্তিক
সঠিক উত্তর: (গ)
৩৩২. দীর্ঘমেয়াদি তহবিলের উৎস কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৩৩৩. কোন ধরনের উৎস হতে অর্থ সংগ্রহ করে দীর্ঘমেয়াদে ব্যবহার করা যায়?
Ο ক) পণ্য বিক্রয়লব্ধ অর্থ
Ο খ) নিজস্ব তহবিল
Ο গ) বাকিতে কাঁচামাল ক্রয়
Ο ঘ) শেয়ার ও ঋণপত্র বিক্রয়
সঠিক উত্তর: (ঘ)
৩৩৪. অপেক্ষাকৃত ব্যয়বহুল অর্থায়ন হলো-
i স্বল্পমেয়াদি
ii মধ্যমেয়াদি
iii দীর্ঘমেয়াদি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৩৫. মি. মামুন নতুন ব্যবসায় স্থাপন করেছেন। তিণি দৈনন্দিন কার্জ পরিচালনার জন্যে কোন ধরনের ঋণ গ্রহণ করতে পারেন?
Ο ক) স্বল্পমেয়াদি
Ο খ) দীর্ঘমেয়াদি
Ο গ) মধ্যমেয়াদি
Ο ঘ) নিজস্ব তহবিল
সঠিক উত্তর: (ক)
৩৩৬. তহবিলের উৎস হিসেবে শেয়ার ইস্যু করা হয়-
i মূল্যবান যন্ত্রপাতি ক্রয়ে
ii জমি ক্রয়ে
iii ব্যাংক জমাতিরিক্ত ইত্তোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৭. সুবীর একটি মুদি দোকান খুলতে আগ্রহী। প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্যে সে বিভিন্ন জনের কাছে পরামর্শ চাইছে। সুবীরের ব্যবসায়টির জন্যে তহবিল সংগ্রহের উৎস হতে পারে-
i নিজস্ব সঞ্চয়
ii আত্মীয়-স্বজন হতে গৃহীত ঋণ
iii বাণিজ্যিক ব্যাংক হতে গৃহীত ঋণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩৮. পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস হল-
i ঋণপত্র
ii নিজস্ব মূলধন
iii শেয়ার বিক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৯. জামানতবিতীন ব্যাংক ঋণ কোন ধরণের অর্থায়নের প্রধান করা যায়?
Ο ক) স্বল্পমেয়াদি
Ο খ) মধ্যমেয়াদি
Ο গ) দীর্ঘমেয়াদি
Ο ঘ) স্থায়ীমেয়াদি
সঠিক উত্তর: (ক)
৩৪০. ভবিষ্যত বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করা হয় কেন?
Ο ক) স্থায়ী খরচ নির্বাহের জণ্যে
Ο খ) দৈনন্দিন খরচ নির্বাহের জন্যে
Ο গ) স্থায়ী সম্পদ অর্জানের জন্যে
Ο ঘ) নতুন খাতে বিনিয়োগের জন্যে
সঠিক উত্তর: (খ)
৩৪১. ব্যবসায় প্রতিষ্ঠান কিসের মাধ্যমে অর্থ উপার্জন করে?
Ο ক) পণ্যদ্রব্য ও সেবার
Ο খ) সুনামের
Ο গ) ঋণের
Ο ঘ) ক+গ
সঠিক উত্তর: (ক)
৩৪২. স্বল্পমেয়াদি অপ্রাতিষ্ঠানিক তহবিলের উৎস হলো-
i বাণিজ্যিক পত্র
ii গ্রাম্য মহাজন
iii ক্ষুদ্র ঋণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪৩. মোট মুনাফা হতে নিট মুনাফা পাওয়া যায়-
i ব্যয় বাদ দিলে
ii কর বাদ দিলে
iii কর যোগ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
৩৪৪. কোন কারবারি সংগঠনের উদ্যোক্তর সদস্য সংখ্যা ঊর্ধ্বে শেয়ার দ্বারা সীমাবদ্ধ?
Ο ক) প্রাইভেট লিমিটেড কোম্পানির
Ο খ) পাবলিক লিমিটেড কোম্পানির
Ο গ) অংশীদারি ব্যবসায়ের
Ο ঘ) একমালিকানা ব্যবসায়ের
সঠিক উত্তর: (খ)
৩৪৫. সাধারণত বছরে কত বার কোম্পানি লভ্যাংশ ঘোষনা করে?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (ক)
৩৪৬. এফছান একটি টেইলারিং দোকান প্রতিষ্ঠা করতে চায়। দোকানটির জন্যে সে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে পারে যেসব উৎস হতে-
i গ্রাহকদের কাছে থেকে সংগৃহীত অনুদান
ii ঋণদাতা প্রতিষ্ঠান
iii মালকপক্ষ বা নিজস্ব তহবিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৪৭. স্বল্পমেয়াদি উৎস হতে অর্থসংস্থানের খরচ হতে পারে-
i সর্বোচ্চ
ii মাঝামাঝি
iii সর্বনিম্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৪৮. প্রাইভেট লিমিটেড কোম্পানি-
i শেয়ার বাজারে শেয়ার বিক্রয় করে না
ii জনগণকে শেয়ার ক্রয়ে আমন্ত্রণ জানায়
iii নির্ধারিত মালিকদের মধ্যে শেয়ার বিক্রয় করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪৯. যৌথমূলধনি কোম্পানির প্রকৃত মালিক কারা?
Ο ক) শেয়ারহোল্ডাররা
Ο খ) পরিচালকরা
Ο গ) ব্যবস্থাপকজগণ
Ο ঘ) কর্মচারীবৃন্দ
সঠিক উত্তর: (ক)
৩৫০. দীর্ঘমেয়াদি অর্থায়নের মেয়াদকাল কত?
Ο ক) ৫ বছর থেকে ঊর্ধ্বে
Ο খ) ৫ বছর
Ο গ) ৬ বছর থেকে ঊর্ধ্বে
Ο ঘ) ৬ বছর
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. নিচের কোনটি বেসরকারি প্রতিষ্ঠান নয়?
Ο ক) মাইডাস
Ο খ) বাংলাদেশ ব্যাংক
Ο গ) ব্র্যাক
Ο ঘ) গ্রামীণ ব্যাংক
সঠিক উত্তর: (খ)
৩০২. মি. রায়হান নতুন ব্যবসায় স্থাপন করেছেন। তিনি দৈনন্দিন পরিচালনার জন্যে কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারেন?
Ο ক) স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ
Ο খ) বিমা প্রতিষ্ঠান
Ο গ) লিজিং
Ο ঘ) নিজস্ব তহবিল
সঠিক উত্তর: (ক)
৩০৩. যেকোনা প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা বিভিন্ন তহবিলের উৎস হিসেবে ব্যবহার করা যায়-
i মুনাফা থেকে ঋণের সুদ বাদ দেয়ার পর
ii সরকারকে প্রদেয় ট্যাক্স বাদ দেয়ার পর
iii মুনাফার একটা অংশ ভবিষ্যৎ তহবিলে জমা রাখার পর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i,ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০৪. Walton নামক প্রতিষ্ঠানটি সম্প্রতি শেয়ার বিক্রয়ের মাধ্যমে ২ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে। Walton প্রতিষ্ঠানের ধরন কোনটি?
Ο ক) একমালিকানা ব্যবসায়
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) কোম্পানি সংগঠ
Ο ঘ) সমবায় সমিতি
সঠিক উত্তর: (গ)
৩০৫. কাঁচামাল ক্রয়ের জন্যে কোন ধরনের সুযোগ ব্যবহার করা উচিত?
Ο ক) বাকিতে ক্রয়
Ο খ) নগদ ক্রয়
Ο গ) দেশীয় পন্য ক্রয়
Ο ঘ) বাকিতে বিক্রয়
সঠিক উত্তর: (ক)
৩০৬. মধ্যমেয়াদি অর্থসংস্থানের উৎস কোনটি?
Ο ক) ক্ষুদ্র ঋণ
Ο খ) বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান
Ο গ) ক্রেতা হতে অগ্রিম গ্রহণ
Ο ঘ) প্রাপ্য বিল বাট্টাকরণ
সঠিক উত্তর: (খ)
৩০৭. জনাব আসলাম তার প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্যে ফ্রন্ট ব্যাংক হতে ৬ বছরের জন্যে ১ কোটি টাকার ঋণের আবেদন করেছেন । এর প্রেক্ষিতে ফ্রন্ট ব্যাংক জনাব আসলামের সম্পর্কে নানান তথ্য অনুসন্ধান করতে লাগলো। ফ্রন্ট ব্যাংক যেসব বিয়য় বিশ্লেষণ করবে-
i জনাব আসলামের সুনাম
ii তার প্রতিষ্ঠানের কর্মচারীর সংখ্যা
iii তার প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩০৮. শেয়ারের বিকল্প বলা হয় কাকে?
Ο ক) বাণিজ্যিকপত্রকে
Ο খ) ঋণপত্রকে
Ο গ) বিনিময় বিলকে
Ο ঘ) চেককে
সঠিক উত্তর: (খ)
৩০৯. কোনটির সাথে কোম্পানির সুনাম জড়িত?
Ο ক) লভ্যাংশ প্রদান
Ο খ) পণ্য বাজারজাতকণ
Ο গ) পণ্যের বিজ্ঞাপন
Ο ঘ) দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ
সঠিক উত্তর: (ক)
৩১০. তহবিল সংগ্রহের জন্য ব্যাংকের কাছে বিক্রয় করা যায়-
i ঋণপত্র
ii ডিবেঞ্চার
iii বন্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১১. নিচের কোনটি মধ্যমেয়াদি তহবিলে উৎস?
Ο ক) ঋণ
Ο খ) ঋণপত্র
Ο গ) লিজিং
Ο ঘ) বেসরকারি প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ঘ)
৩১২. একমালিকানা ব্যবসায়ের উৎপাদনে ব্যবহৃত ভূমি, শ্রম ও মূলধন কোন ধরনের তহবিল?
Ο ক) মালিকানাভিত্তিক
Ο খ) স্বল্পমেয়াদভিত্তিক
Ο গ) মুনাফাভিত্তিক
Ο ঘ) মধ্যমেয়াদভিত্তিক
সঠিক উত্তর: (ক)
৩১৩. দীর্ঘমেয়াদি তহবিলের উৎস ব্যবহার করা হয়-
i ভূমি ক্রয়
ii দালান-কোঠা ক্রয়
iii যন্ত্রপাতি ক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৪. ব্র্যাক কোন ধরনের প্রতিষ্ঠান?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) সরকারি সংস্থা
Ο গ) স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান
Ο ঘ) এনজিও প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ঘ)
৩১৫. তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কী?
Ο ক) বিনিয়োগের সুষ্ঠ ব্যবহার
Ο খ) তারল্য অর্জন
Ο গ) সুষ্ঠু ব্যবস্থাপনা
Ο ঘ) মুনাফ অর্জন
সঠিক উত্তর: (ঘ)
৩১৬. ঋণদাতা কর্তৃক প্রদত্ত তহবিলকে কী বলা হয়?
Ο ক) অভ্যন্তরীণ তহবিল উৎস
Ο খ) বহি:স্থ তহবিল উৎস
Ο গ) আন্তর্জাতিক তহবিল উৎস
Ο ঘ) পারিবারিক তহবিল উৎস
সঠিক উত্তর: (খ)
৩১৭. ঋণের মাধ্যমে দীর্ঘমেয়াদি তহবিল গৃহীত হলে কীভাবে পরিশোধ করতে হয়?
Ο ক) চুক্তি মোতাবেক
Ο খ) কিস্তিতে
Ο গ) একবারে
Ο ঘ) সুদসহ আসল একসঙ্গে
সঠিক উত্তর: (ক)
৩১৮. কীসের বিপরীতে বাণিজ্যিক ব্যাংকের জণ্যে ঝুঁকিপূর্ণ?
Ο ক) আমানত
Ο খ) জামানত
Ο গ) সম্পদ
Ο ঘ) দায়
সঠিক উত্তর: (খ)
৩১৯. শেয়ার ও ঋণপত্রে বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থান করে-
i কোহিনূর কেমিক্যালস
ii স্কয়ার টেক্সটাইলস
iii সিঙ্গার বাংলাদেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২০. নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডরদের মধ্যে বন্টন না করে ব্যবসায়ে বিনিয়োগ করা হয় তাকে কী বলে?
Ο ক) মোট মুনাফা
Ο খ) মোট আয়
Ο গ) অপ্রত্যাশিত বিনিয়োগ
Ο ঘ) অবন্টিত মুনাফা
সঠিক উত্তর: (ঘ)
৩২১. মেয়াদের ভিত্তিতে বহিস্ত তহবিলকে কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৩২২. বহিস্থ তহবিল মেয়াদের ভিত্তিতে কত প্রকার?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
৩২৩. প্রাপ্য বিল কোন ব্যাংকে ভাঙানো হয়?
i কেন্দ্রীয় ব্যাংক
ii বাণিজ্যিক ব্যাংক
iii বেসরকারি ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)
৩২৪. ক্ষুদ্র বিনিয়োগকারীরা কীভাবে বিনিয়োগে অংশগ্রহণ করতে পারে?
Ο ক) শেয়ার ক্রয় করে
Ο খ) ঋণপত্র বিক্রয় করে
Ο গ) প্রাপ্য বিল বাট্টা করে
Ο ঘ) টাকা হুন্ডি করে
সঠিক উত্তর: (ক)
৩২৫. বেশির ভাগ ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি কীভাবে তহবিল সংগ্রহ করে?
Ο ক) নিজস্ব সঞ্চয় থেকে
Ο খ) আত্মীয়-স্বজন থেকে
Ο গ) শেয়ার ও ডিবেঞ্চার ইস্যু করে
Ο ঘ) ঋণ নিয়ে
সঠিক উত্তর: (গ)
৩২৬. ২ মাস পর অর্থ পাবে বিনিময় বিলে এ স্বীকৃতির মাধ্যমে ‘X’ ট্রেডার্স সম্প্রতি ‘Y’ ট্রেডার্সের কাছে ১০ লক্ষ টাকার পণ্য বাকিতে বিক্রয় করে। ২ মাস পর অর্থ পরিশোধের সময় ‘Y’ ট্রেডার্সের কাছে বিনিময় বিলটি কী হিসেবে গণ্য হবে?
Ο ক) প্রাপ্য বিল
Ο খ) প্রদেয় বিল
Ο গ) চালান রশিদ
Ο ঘ) নগদ ঋণ
সঠিক উত্তর: (খ)
৩২৭. কোনটির লভ্যাংশ করযোগ্য?
Ο ক) জীবন বিমার
Ο খ) ঋণপত্রের
Ο গ) শেয়ারের
Ο ঘ) অনুদানের
সঠিক উত্তর: (গ)
৩২৮. ১১৮. অর্থায়ন বলতে বোঝায়-
i তহবিল সংগ্রহ
ii তহবিলের ব্যবস্থাপনা
iii ব্যবস্থাপনার মাধ্যমে সুষ্ঠ বণ্টন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৯. উৎপাদনে ব্যবহার করা হয়- i আসবাবপত্র ii শ্রম iii মূলধন নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩০. পুঁজির সঙ্কট এড়ানোর জন্যে বড় ব্যবসায় প্রতিষ্ঠানকর্তৃক গৃহীত পদক্ষেপ হলো-
i মেশিনারীপ ও যন্ত্রপাতি ভাড়া নিতে পারে
ii বিল্ডিং অথবা জমি ক্রয় না করে লিজ নিতে পারে
iii আইনসম্মতভাবে শেয়ার ও ঋণপত্র বিক্রয় করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩১. অভ্যন্তরীন তহবিল উৎসকে দুভাবে ভাগ করা যায়।একটি মালিকানাভিত্তিক অপরটি-
Ο ক) মূলধনভিত্তিক
Ο খ) ঋণভিত্তিক
Ο গ) মুনাফাভিত্তিক
Ο ঘ) সুনামভিত্তিক
সঠিক উত্তর: (গ)
৩৩২. দীর্ঘমেয়াদি তহবিলের উৎস কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৩৩৩. কোন ধরনের উৎস হতে অর্থ সংগ্রহ করে দীর্ঘমেয়াদে ব্যবহার করা যায়?
Ο ক) পণ্য বিক্রয়লব্ধ অর্থ
Ο খ) নিজস্ব তহবিল
Ο গ) বাকিতে কাঁচামাল ক্রয়
Ο ঘ) শেয়ার ও ঋণপত্র বিক্রয়
সঠিক উত্তর: (ঘ)
৩৩৪. অপেক্ষাকৃত ব্যয়বহুল অর্থায়ন হলো-
i স্বল্পমেয়াদি
ii মধ্যমেয়াদি
iii দীর্ঘমেয়াদি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৩৫. মি. মামুন নতুন ব্যবসায় স্থাপন করেছেন। তিণি দৈনন্দিন কার্জ পরিচালনার জন্যে কোন ধরনের ঋণ গ্রহণ করতে পারেন?
Ο ক) স্বল্পমেয়াদি
Ο খ) দীর্ঘমেয়াদি
Ο গ) মধ্যমেয়াদি
Ο ঘ) নিজস্ব তহবিল
সঠিক উত্তর: (ক)
৩৩৬. তহবিলের উৎস হিসেবে শেয়ার ইস্যু করা হয়-
i মূল্যবান যন্ত্রপাতি ক্রয়ে
ii জমি ক্রয়ে
iii ব্যাংক জমাতিরিক্ত ইত্তোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৭. সুবীর একটি মুদি দোকান খুলতে আগ্রহী। প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্যে সে বিভিন্ন জনের কাছে পরামর্শ চাইছে। সুবীরের ব্যবসায়টির জন্যে তহবিল সংগ্রহের উৎস হতে পারে-
i নিজস্ব সঞ্চয়
ii আত্মীয়-স্বজন হতে গৃহীত ঋণ
iii বাণিজ্যিক ব্যাংক হতে গৃহীত ঋণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩৮. পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস হল-
i ঋণপত্র
ii নিজস্ব মূলধন
iii শেয়ার বিক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৯. জামানতবিতীন ব্যাংক ঋণ কোন ধরণের অর্থায়নের প্রধান করা যায়?
Ο ক) স্বল্পমেয়াদি
Ο খ) মধ্যমেয়াদি
Ο গ) দীর্ঘমেয়াদি
Ο ঘ) স্থায়ীমেয়াদি
সঠিক উত্তর: (ক)
৩৪০. ভবিষ্যত বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করা হয় কেন?
Ο ক) স্থায়ী খরচ নির্বাহের জণ্যে
Ο খ) দৈনন্দিন খরচ নির্বাহের জন্যে
Ο গ) স্থায়ী সম্পদ অর্জানের জন্যে
Ο ঘ) নতুন খাতে বিনিয়োগের জন্যে
সঠিক উত্তর: (খ)
৩৪১. ব্যবসায় প্রতিষ্ঠান কিসের মাধ্যমে অর্থ উপার্জন করে?
Ο ক) পণ্যদ্রব্য ও সেবার
Ο খ) সুনামের
Ο গ) ঋণের
Ο ঘ) ক+গ
সঠিক উত্তর: (ক)
৩৪২. স্বল্পমেয়াদি অপ্রাতিষ্ঠানিক তহবিলের উৎস হলো-
i বাণিজ্যিক পত্র
ii গ্রাম্য মহাজন
iii ক্ষুদ্র ঋণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪৩. মোট মুনাফা হতে নিট মুনাফা পাওয়া যায়-
i ব্যয় বাদ দিলে
ii কর বাদ দিলে
iii কর যোগ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
৩৪৪. কোন কারবারি সংগঠনের উদ্যোক্তর সদস্য সংখ্যা ঊর্ধ্বে শেয়ার দ্বারা সীমাবদ্ধ?
Ο ক) প্রাইভেট লিমিটেড কোম্পানির
Ο খ) পাবলিক লিমিটেড কোম্পানির
Ο গ) অংশীদারি ব্যবসায়ের
Ο ঘ) একমালিকানা ব্যবসায়ের
সঠিক উত্তর: (খ)
৩৪৫. সাধারণত বছরে কত বার কোম্পানি লভ্যাংশ ঘোষনা করে?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (ক)
৩৪৬. এফছান একটি টেইলারিং দোকান প্রতিষ্ঠা করতে চায়। দোকানটির জন্যে সে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে পারে যেসব উৎস হতে-
i গ্রাহকদের কাছে থেকে সংগৃহীত অনুদান
ii ঋণদাতা প্রতিষ্ঠান
iii মালকপক্ষ বা নিজস্ব তহবিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৪৭. স্বল্পমেয়াদি উৎস হতে অর্থসংস্থানের খরচ হতে পারে-
i সর্বোচ্চ
ii মাঝামাঝি
iii সর্বনিম্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৪৮. প্রাইভেট লিমিটেড কোম্পানি-
i শেয়ার বাজারে শেয়ার বিক্রয় করে না
ii জনগণকে শেয়ার ক্রয়ে আমন্ত্রণ জানায়
iii নির্ধারিত মালিকদের মধ্যে শেয়ার বিক্রয় করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪৯. যৌথমূলধনি কোম্পানির প্রকৃত মালিক কারা?
Ο ক) শেয়ারহোল্ডাররা
Ο খ) পরিচালকরা
Ο গ) ব্যবস্থাপকজগণ
Ο ঘ) কর্মচারীবৃন্দ
সঠিক উত্তর: (ক)
৩৫০. দীর্ঘমেয়াদি অর্থায়নের মেয়াদকাল কত?
Ο ক) ৫ বছর থেকে ঊর্ধ্বে
Ο খ) ৫ বছর
Ο গ) ৬ বছর থেকে ঊর্ধ্বে
Ο ঘ) ৬ বছর
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Finance
Thanks dear
ReplyDelete