এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ২: অর্থায়নের উৎস (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ২: অর্থায়নের উৎস (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২৫১. দীর্ঘমেয়াদি ঋণ নেয়া হয় কেন?
Ο ক) স্থায়ী বিনিয়োগের জন্যে
Ο খ) চলতি খরচ মিটানোর জন্যে
Ο গ) ব্যবসায়ের দৈনন্দিন খরচ নির্বাহের জন্যে
Ο ঘ) কাঁচামাল ক্রয়ের জন্যে
সঠিক উত্তর: (ক)

২৫২. স্বল্পমেয়াদ বলতে কী বোঝায়-
Ο ক) এক মাসের কম সময়
Ο খ) এক বছরের কম সময়
Ο গ) এক যুগের কম সময়
Ο ঘ) এক সপ্তাহের কম সময়
সঠিক উত্তর: (খ)

২৫৩. কোন তহবিল ব্যবহার করে ব্যবসায়ের চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটানো হয়?
Ο ক) স্বল্পমেয়াদি তহবিল
Ο খ) মধ্যমেয়াদি তহবিল
Ο গ) দীর্ঘমেয়াদি তহবিল
Ο ঘ) চলতি তহবিল
সঠিক উত্তর: (খ)

২৫৪. ব্যবসায় প্রতিষ্ঠানে তহবিলের দুটি ভিন্ন ভিন্ন কী থাকে?
Ο ক) হিসাব
Ο খ) পুঁজি
Ο গ) উৎস
Ο ঘ) খতিয়ান
সঠিক উত্তর: (খ)

২৫৫. কোন ধরনের উৎস হতে অর্থ সংগ্রহ করে দীর্ঘমেয়াদে ব্যবহার করা যায়?
Ο ক) পণ্য বিক্রয়লব্ধ অর্থ
Ο খ) বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ গ্রহণ
Ο গ) বাকিতে কাঁচামাল ক্রয়
Ο ঘ) শেয়ার ও ঋণপত্র বিক্রয়
সঠিক উত্তর: (ঘ)

২৫৬. ব্যবসায়ের মৌলিক উপকরণ কী?
Ο ক) পুঁজি
Ο খ) পরিবহন
Ο গ) বাজার
Ο ঘ) পরিকল্পনা
সঠিক উত্তর: (ক)

২৫৭. ইরফান তার নার্সারি ব্যবসায়ের জন্যে জনতা ব্যাংক হতে ৪ বছরের জন্যে ২০ হাজার টাকা ঋণ নেয়। সোহেল ঋণের মাধ্যমে কোন ধরনের অর্থসংস্থান করেছেন?
Ο ক) মুনাফা থেকে অর্থসংস্থান
Ο খ) অভ্যন্তরীণ অর্থসংস্থান
Ο গ) স্বল্পমেয়াদি অর্থসংস্থান
Ο ঘ) মধ্যমেয়াদি অর্থসংস্থান
সঠিক উত্তর: (ঘ)

২৫৮. তহবিল সংগ্রহের জনপ্রিয় উৎস কোনটি?
Ο ক) বিনিময় বিল বাট্টাকরণ
Ο খ) প্রাপ্য বিল বাট্টাকরণ
Ο গ) ব্যাংক ঋণ
Ο ঘ) মালিকের মূলধন
সঠিক উত্তর: (গ)

২৫৯. মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস কোনটি?
Ο ক) সঞ্চিতি তহবিল
Ο খ) প্রদেয় বিল
Ο গ) মালিকের মূলধন
Ο ঘ) ঋণপত্র
সঠিক উত্তর: (গ)

২৬০. ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে মধ্যমেয়াদি অর্থায়নের উৎস হতে পারে-
i বাংলাদেশ ব্যাংক
ii বাণিজ্যিক ব্যাংক
iii মাইডাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৬১. দীর্ঘমেয়াদি তহবিলের উৎসগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো-
i এর মাধ্যমে সংগৃহীত তহবিলের আকার বড় হয়
ii এ তহবিল স্থায়ী সম্পত্তি অর্জনে ব্যবহৃত হয়
iii এ তহবিল দৈনন্দিন ব্যবসায় পরিচালনায় ব্যবহৃত করে থাকে-
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৬২. স্বল্পমেয়াদি অর্থায়নের বাহ্যিক উৎস কোনটি?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) অবন্টিত মুনাফা
Ο গ) সঞ্চিতি তহবিল
Ο ঘ) অবচয় তহবিল
সঠিক উত্তর: (ক)

২৬৩. পণ্য ক্রয়বিক্রয়ের মাধ্যমে কোন বিলের সৃষ্টি হয়?
Ο ক) প্রাপ্য বিল
Ο খ)
Ο গ) প্রদেয় বিল বিনিময় বিল
Ο ঘ) বাট্টাকরণ বিল
সঠিক উত্তর: (গ)

২৬৪. উক্ত লিজকৃত সম্পত্তির মালিকানা লিজিং কোম্পানির নিকট বহাল থেকে কেন?
Ο ক) একমালিকানা ব্যবসায়কে সুবিধা প্রদানে
Ο খ) আইন দ্বরা স্বীকৃত বলে
Ο গ) মধ্যমেয়াদি অর্থায়নের উৎস বলে
Ο ঘ) ভাড়া গ্রহণের মাধমে শুধুমাত্র ব্যবহারের অনুমতি দেয় বলে
সঠিক উত্তর: (ঘ)

২৬৫. দীর্ঘমেয়াদ ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংব বিচারবিশ্লেষণ করে-
i প্রতিষ্ঠানের সুনাম
ii প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের পরিমান
iii প্রতিষ্ঠানের অতীত ঋণ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬৬. মোট মুনাপ থেকে তহবিল বাবদ ব্যয় বাদ দিলে কী পাওয়া যায়?
Ο ক) মোট মুনাফা
Ο খ) নিট মুনাফা
Ο গ) মোট ক্ষতি
Ο ঘ) নিট ক্ষতি
সঠিক উত্তর: (খ)

২৬৭. দীর্ঘমেয়াদি ‍ঋণ শেয়ার ইস্যু শুধূ কিসের জন্য প্রযোজ্য?
Ο ক) একমালিকানা
Ο খ) অংশীদারি
Ο গ) কোম্পানি
Ο ঘ) সমবায়
সঠিক উত্তর: (গ)

২৬৮. ব্যবসায়ীরা কোন পরিস্থিতির জন্য ভবিষ্যৎ বিক্রয়ের বিপরীওত অগ্রিম গ্রহণ করতে পারেন?
Ο ক) স্থায়ী ব্যয় নির্বাহের জন্য
Ο খ) দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য
Ο গ) আয় বৃদ্ধি জন্য
Ο ঘ) সম্পত্তি ক্রয়ের জন্য
সঠিক উত্তর: (খ)

২৬৯. নিচের কোনটি মধ্যমেয়াদি তহবিলের উৎস?
Ο ক) ঋণ
Ο খ) ঋণপত্র
Ο গ) লিজিং
Ο ঘ) মূলধনী বাজারের প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ঘ)

২৭০. নিজস্ব সঞ্চয়, ব্যবসায়ের মুনাফা ও আত্মীয়-স্বজন থেকে গৃহীত ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করে-
i একমালিকানা ব্যবসায়
ii অংশীদারি ব্যবসায়
iii যৌথ মূলধনি সংগঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৭১. ব্যবসায় প্রতিষ্ঠান সেবার বিনিময়ে কী উপার্জন করে?
Ο ক) অর্থ
Ο খ) সুনাম
Ο গ) পণ্য
Ο ঘ) ঋণ
সঠিক উত্তর: (ক)

২৭২. বিভিন্ন রকম প্রতিষ্ঠান বিভিন্ন রকম উৎস হতে তহবিল সংগ্রহ করে;এর কারণ-
i গঠনগত ভিন্নতা
ii প্রকৃতিগত ভিন্নতা
iii উদ্দেশ্যগত ভিন্নতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৭৩. ব্যবসায়ীর সাধারণত তার নিজস্ব সঞ্চয় হতে স্থায়ী বিনিয়োগের অর্থ সংগ্রহের চেষ্টা করে। কারণ-
i এ অর্থ যে কোনো মেয়াদে ব্যবহার করা যায়
ii এ অর্থের জন্যে কোনো সুদ দিতে হয় না
iii কারও নিকট জবাবদিহি করতে হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৭৪. মালিকপক্ষের প্রদত্ত তহবিলকে কী বলা হয়?
Ο ক) অভ্যন্তরীণ তহবিল
Ο খ) বহিস্থ তহবিল
Ο গ) পারিবারিক তহবিল
Ο ঘ) বৈদেশিক তহবিল
সঠিক উত্তর: (ক)

২৭৫. ২ ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক সমস্যা দূরীকরণে উৎস নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয়-
i মূলধন যোগানের ব্যয়
ii মূলধনের গুরুত্ব ও লক্ষ্য
iii বিভিন্ন ধরনের উপকারিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৭৬. প্রতিষ্ঠানের সুনাম বাণিজ্যিক পত্র বিক্রয়ে কী হিসেবে কাজ করে?
Ο ক) জামানত
Ο খ) ঋণ
Ο গ) তহবিল
Ο ঘ) উৎস
সঠিক উত্তর: (ক)

২৭৭. নিচের কোনটি মুদ্রাবাজার হাতিয়ার হিসেবে বিবেচিত হয়?
Ο ক) বাণিজ্যিকপত্র
Ο খ) শেয়ার
Ο গ) বন্ড
Ο ঘ) মিউচ্যুয়াল ফান্ড
সঠিক উত্তর: (ক)

২৭৮. ‘PDX’ ব্যাংক হতে জহির ৬ মাসের জন্যে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে তার স্টেশনারি দোকান শুরু করেছে। জহিরের গৃহীত ঋণের সুদের হারের ক্ষেত্রে প্রযোজ্য উক্তি কোনটি?
Ο ক) অপেক্ষাকৃত কম হবে
Ο খ) তুলনামূলকভাবে বেশি হবে
Ο গ) সরকার কর্তৃক নির্ধারিত হবে
Ο ঘ) জহিরের চাহিদা অনুযায়ী নির্ধারিত হবে
সঠিক উত্তর: (খ)

২৭৯. অর্থায়নের উৎস প্রধাণত কয় প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)

২৮০. সাধারণত লাভজনক কোম্পানির ক্ষেত্রে শেয়ারহোল্ডাররা নিয়মিতভাবে কী পেয়ে থাকে?
Ο ক) সুদ
Ο খ) লভ্যাংশ
Ο গ) বোনাস
Ο ঘ) উপহাযল
সঠিক উত্তর: (খ)

২৮১. অর্থায়নের উৎস হিসেবে দীর্ঘমেয়াদি ঋণ প্রযোজ্য-
i একমালিকানা ব্যবসায়
ii প্রাইভেট লিমিটেড কোম্পানিতে
iii পাবলিক লিমিটেড কোম্পানিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) iiও iii
Ο ঘ) i,ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৮২. শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে-
i রাষ্ট্রীয় ব্যবনায় সংগঠ
ii পাবলিক লিমিটেড কোম্পানি
iii প্রাইভেট লিমিটেড কোম্পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৮৩. এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবীলকে কী বলা হয়?
Ο ক) স্বল্পমেয়াদি অর্থায়ন
Ο খ) মধ্যমেয়াদি অর্থায়ন
Ο গ) দীর্বঘমেয়াদি অর্থায়ন
Ο ঘ) দীর্ঘস্থায়ী অর্থায়ন
সঠিক উত্তর: (খ)

২৮৪. অর্থায়নের কোন উৎসটি সব ধরনের ব্যবসায় সংগঠনের জন্যে প্রযোজ্য?
Ο ক) অবন্টিত মুনাফা
Ο খ) সঞ্চয়
Ο গ) শেয়ার ইস্যু
Ο ঘ) বন্ধক
সঠিক উত্তর: (ক)

২৮৫. ব্যাংক ঋণের বৈশিষ্ট্য হলো-
i নির্দিষ্ট মেয়াদ
ii নির্দিষ্ট সুদের হার
iii নিয়মিত কিস্তি পরিশোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৮৬. জামানতযোগ্য স্থায়ী সম্পত্তির অভাব থাকে কোন ধরনের প্রতিষ্ঠানে?
Ο ক) নতুন প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠানে
Ο খ) পুরাতন ব্যবসায় প্রতিষ্ঠানে
Ο গ) একমালিকানা ব্যবসায়ে
Ο ঘ) অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে
সঠিক উত্তর: (ক)

২৮৭. স্বল্পমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে কোনটি প্রধান উৎস?
Ο ক) প্রাপ্য বিল
Ο খ) ঋণপত্র
Ο গ) প্রদেয় বিল
Ο ঘ) জামানতবিহীন ব্যাংক ঋণ
সঠিক উত্তর: (ঘ)

২৮৮. উৎপাদনের উপকরণ কয়টি?
Ο ক) দুইটি
Ο খ) চারটি
Ο গ) তিনটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)

২৮৯. কোনটি স্থায়ী বিনিয়োগের উদাহরণ?
Ο ক) কারখানা শ্রমিকের মজুরি প্রদান
Ο খ) কারখানা নির্মাণ
Ο গ) কারখানার বিদ্যুৎ বিল প্রদান
Ο ঘ) কারখানার ভাড়া প্রদান
সঠিক উত্তর: (খ)

২৯০. প্রাপ্য বিল বাট্টাকরণের মেয়াদ কত মাস পর্জন্ত?
Ο ক) ২ মাস
Ο খ) ৩ মাস
Ο গ) ৪ মাস
Ο ঘ) ৫ মাস
সঠিক উত্তর: (খ)

২৯১. লিজ গ্রহণ কোন ধরনের প্রতিষ্ঠানের জন্যে উত্তম?
Ο ক) বড় কোম্পানি
Ο খ) যাদের পুঁজির পরিমাণ বেশি
Ο গ) নতুন অথবা ছোট প্রতিষ্ঠান
Ο ঘ) পুরাতন অথবা বড় প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (গ)

২৯২. ব্যবসায় প্রতিষ্ঠানে তহবিলের ভিন্ন ভিন্ন কী থাকে?
Ο ক) হিসাব
Ο খ) পুঁজি
Ο গ) উৎস খতিয়ান
Ο ঘ) খতিয়ান
সঠিক উত্তর: (গ)

২৯৩. ৪ ৫৯. প্রতিষ্ঠানের নির্ধারিত মালিকদের মধ্যে শেয়ার বিক্রয় করে কোন সংগঠন?
Ο ক) পাবলিক লিমিটেড কোম্পানি
Ο খ) প্রাইভেট লিমিটেড কোম্পানি
Ο গ) সমবায় সমিতি
Ο ঘ) অংশীদারি ব্যবসায়
সঠিক উত্তর: (খ)

২৯৪. ৬২. বিক্রেতার কাছে ক্রয়বিক্রয়জনিত বিলটি কী ধরনের বিল?
Ο ক) প্রাপ্য বিল
Ο খ) প্রদেয় বিল
Ο গ) বিনিময় বিল
Ο ঘ) মেয়াদি বিল
সঠিক উত্তর:

২৯৫. বড় ব্যবসায় প্রতিষ্ঠনগুলো অর্থসংস্থান করে-
i শেয়ার বিক্রয়ের মাধ্যমে
ii প্রাইজবন্ড বিক্রয়ের মাধ্যমে
iii ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৯৬. নিচের কোনটি বহিস্থ তহবিলের প্রকারভেদের অর্তর্ভুক্ত নয়?
Ο ক) স্বল্পমেয়াদি
Ο খ) মধ্যমেয়াদি
Ο গ) দীর্ঘমেয়াদি
Ο ঘ) স্বল্পদীর্ঘমেয়াদি
সঠিক উত্তর: (ঘ)

২৯৭. মধ্যমেয়াদি অর্থায়নের সর্বনিম্ন সময়কাল কত?
Ο ক) ৬ মাস
Ο খ) ১ মাস
Ο গ) ৫ মাস
Ο ঘ) ৬ মাস
সঠিক উত্তর: (খ)

২৯৮. পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস কোনটি?
Ο ক) সম্পত্তি বিক্রয়
Ο খ) সম্পত্তি বন্ধক
Ο গ) ঋণ গ্রহণ
Ο ঘ) শেয়ার বিক্রয়
সঠিক উত্তর: (ঘ)

২৯৯. নিচের কোনটি নির্দিষ্ট কাজের জন্য ঋণ হিসেবে বিবেচিত হয়?
Ο ক) ঋণরেখা
Ο খ) ঘূর্ণায়মান ঋণ
Ο গ) লেনদেন ঋণ
Ο ঘ) মজুত পণ্য
সঠিক উত্তর: (গ)

৩০০. শেয়ার বাজারে বিনিয়োগের বিকল্প হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) প্রাইজবন্ড
Ο খ) ঋণপত্র
Ο গ) বাণিজ্যিক পত্র
Ο ঘ) আসবাবপত্র
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post