এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ২: অর্থায়নের উৎস (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ২: অর্থায়নের উৎস (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২০১. ‘E’ ব্যাংক একটি সুপ্রতিষ্ঠিত ব্যাংক। ব্যাংকটি নিজস্ব সুনাম পুঁজি করে এমন এটি দলিলের মাধ্যমে তহবিল সংগ্রহ করেছে যাতে উল্লেখ আছে নির্দিষ্ট সময়ান্তে গ্রাহকদের লাভসহ আসল অর্থ ফেরত দেয়া হবে। কীসের মাধ্যমে ব্যাংকটি তহবিল সংগ্রহ করেছে?
Ο ক) প্রত্যয়পত্র
Ο খ) বাণিজ্যিকপত্র
Ο গ) বন্ড বিক্রয়
Ο ঘ) স্টক বিক্রয়
সঠিক উত্তর: (খ)

২০২. ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে-
i গ্রামীণ ব্যাংক
ii যুব উন্নয়ন ব্যাংক
iii সমবায় ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) iও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:

২০৩. স্বল্পমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে কী ধরনের ব্যাংক ঋণ প্রধান উৎস হিসেবে কাজ করে?
Ο ক) সুদসহ
Ο খ) সুদবিহীন
Ο গ) জামানতবিহীন
Ο ঘ) জামানতসহ
সঠিক উত্তর: (গ)

২০৪. তহবিল সংগ্রহের ব্যবস্থাপনা ও বন্টনকে কী বলে?
Ο ক) অর্থায়ন
Ο খ) আবন্টন
Ο গ) মূলধন
Ο ঘ) মুনাফা
সঠিক উত্তর: (ক)

২০৫. কোন ধরনের ঋণের সুদের হার অন্যান্য স্বল্পমেয়াদি উৎস হতে বেশি?
Ο ক) নগদ ঋণ
Ο খ) প্রদেয় বিল
Ο গ) বাণিজ্যিক পত্র
Ο ঘ) ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
সঠিক উত্তর:

২০৬. ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থায়ন করলে আর্থিক ব্যবস্থাপকরা দক্ষতার সাথে অর্থায়ন পরিকল্পনা করতে পারে।কারণ,এতে-
i সুদের হার স্থির থাকে
ii সুদের হার পূর্ব নির্ধারিত থাকে
iii সুদের হার পরিবর্তন হতে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২০৭. “মনিরা”ব্যাংক একটি সুপ্রতিষ্ঠিত ব্যাংক। ব্যাংকটির নিজস্ব সুনাম পুঁজি করেন এমন এক ধরনের মাধ্যম ব্যবহার করে তহবিল সংগ্রহ করেছে যাতে উল্লেখ আছে নির্দিষ্ট সময়ান্তে গ্রাহকদের লাভসহ আসল অর্থ ফেরত দিবে। কিসের মাধ্যমে ব্যাংকটি তহবিল সংগ্রহ করেছে?
Ο ক) প্রত্যয়পত্র
Ο খ) বন্ড বিক্রয়
Ο গ) বাণিজ্যিক পত্র
Ο ঘ) স্টক বিক্রয়
সঠিক উত্তর: (গ)

২০৮. তহবিল সংগ্রহের উৎস নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা প্রয়োজন-
i তহবিল সংগ্রহের খরচ
ii প্রতিষ্ঠানের প্রকৃতি
iii তহবিলে প্রয়োজনের ধরন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২০৯. অর্থায়নের কোন উৎসটি সকল ধরণের সংগঠনের জন্যে প্রযোজ্য?
Ο ক) আবন্টিত মুনাফা
Ο খ) সঞ্চয়
Ο গ) শেয়ার ইস্যু
Ο ঘ) বন্ধক
সঠিক উত্তর: (ক)

২১০. অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদারবৃন্ ব্যবসায়ে যে তহবিল বিনিয়োগ করে তাকে কী বলে?
Ο ক) মূলধন
Ο খ) মুনাফা
Ο গ) ব্যয়
Ο ঘ) কমিশন
সঠিক উত্তর: (ক)

২১১. বড় আকারের ক্রয়ের ক্ষেত্রে অর্থায়নের উৎস নয়-
i ডিবেঞ্চার
ii ঋণ
iii লিজিং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২১২. নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন না করে কারবারে বিনিয়োগ করা হয় তাকে কী বলে?
Ο ক) লভ্যাংশ
Ο খ) বহিস্থ তহবিল
Ο গ) ঋণ তহবিল
Ο ঘ) অবন্টিত মুনাফা
সঠিক উত্তর: (ঘ)

২১৩. বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক অথবা ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করা হয়-
i নির্দিষ্ট সুদের হারে
ii নির্দিষ্ট মেয়াদে
iii স্থায়ী সম্পত্তি বন্ধক রেখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২১৪. লিজ নেওয়ার জন্যে লিজিং কোম্পানিকে কোনটি পরিশোধ করতে হয়?
Ο ক) ভাড়া
Ο খ) সুদ
Ο গ) কর
Ο ঘ) মুনাফা
সঠিক উত্তর: (ক)

২১৫. মূলধনভিত্তিক অভ্যন্তরীণ উৎসের উদাহরণ হলো-
i অবন্টিত মুনাফা
ii শেয়ার
iii মালিকের মূলধন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)

২১৬. মধ্যমেয়াদি তহবিলের উৎস কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ঘ)

২১৭. মালিকের অভ্যন্তরীণ তহবিলের উৎস কোনটি?
Ο ক) ঋণ
Ο খ) ঋণপত্র
Ο গ) শেয়ার
Ο ঘ) লিজিং
সঠিক উত্তর: (গ)

২১৮. মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎসসমূহ হলো-
i লভ্যাংশ সমতাকরণ তহবিল
ii অবন্টিত মুনাফা তহবিল
iii সঞ্চিত তহবিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১৯. বহিস্থ তহবিল ভিত্তিতে সাধারণত কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)

২২০. কোন তহবিল অর্থসংস্থানের প্রধান উৎস হিসেবে কাজ করে?
Ο ক) বহিস্থ
Ο খ) লভ্যাংশ
Ο গ) অবন্টিত
Ο ঘ) সঞ্চিত
সঠিক উত্তর: (ক)

২২১. যারা শেয়ার বা ঋণপত্র ইস্যু করে মূলধন সংগ্রহ করতে পারে না তারা কোন ধরনের ঋণে ব্যবসায় করে?
Ο ক) স্বল্পমেয়াদি ঋন
Ο খ) মধ্যমেয়াদি ঋণ
Ο গ) দীর্ঘমেয়াদি ঋণ
Ο ঘ) ব্যবসয়া ঋণ
সঠিক উত্তর: (খ)

২২২. কোন হিসাবের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো হিসাবের অতিরিক্ত অর্থ উত্তোলন করতে সক্ষম হয়?
Ο ক) স্থায়ী হিসাব
Ο খ) সঞ্চয়ী হিসাব
Ο গ) চলতি হিসাব
Ο ঘ) বিমা সঞ্চয়ী হিসাব
সঠিক উত্তর: (গ)

২২৩. উৎপাদনের উপকরণ হলো- i ভূমি ii শ্রম iii মূলধন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২২৪. যেসব প্রতিষ্ঠানে অর্থায়নের বিকল্প উৎস আছে তারা স্বল্প খরছে কোন ধরণের ঋণ ব্যবহার করতে পারে?
Ο ক) চাহিবামাত্র প্রদেয় ঋণ
Ο খ) দীর্ঘমেয়াদি উৎস
Ο গ) মধ্যমেয়াদি ঋণ
Ο ঘ) প্রদত্ত ঋণ
সঠিক উত্তর: (ক)

২২৫. মধ্যমেয়াদি অর্থসংস্থানের উৎস কোনটি?
Ο ক) ক্ষুদ্র ঋণ
Ο খ) বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান
Ο গ) ক্রেতা হতে অগ্রিম গ্রহণ
Ο ঘ) প্রাপ্য বিল বাট্টাকরণ
সঠিক উত্তর: (খ)

২২৬. কোনটির সঠিক মিশ্রণ সৃষ্টি অর্থায়ন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত?
Ο ক) মূলধনের
Ο খ) আয়-ব্যয়ের
Ο গ) কাঁচামালের
Ο ঘ) তহবিল উৎসের
সঠিক উত্তর: (ঘ)

২২৭. সেলিমকে ব্যবসায়ের জন্য তহবিল সংগ্রহে বিবেচনা করতে হবে-
i তহবিল উৎসের খরচ
ii তহবিল উৎসের ঝুঁকি
iii অর্থায়নের প্রয়োজনের ধরন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২২৮. মি. আজিজ তার প্রাইভেট কোম্পানির মূলধন সংগ্রহের জন্য শেয়ার বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেন, এক্ষেত্রে তাকে কোথায় শেয়ার বিক্রয় করতে হবে?
Ο ক) শেয়ার বাজারে
Ο খ) নির্ধারিত মালিকদের মধ্যে
Ο গ) বাণিজ্যিক ব্যাংকে
Ο ঘ) জনসাধারণের মধ্যে
সঠিক উত্তর: (খ)

২২৯. নিচের কোনটি মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস?
Ο ক) সঞ্চিত তহবিল
Ο খ) লভ্যাংশ সমতাকরণ তহবিল
Ο গ) শেয়ার
Ο ঘ) অবন্টিত মুনাফা
সঠিক উত্তর: (গ)

২৩০. বড় অঙ্কের ঋণ ছোট খন্ডে বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহকে কী বলে?
Ο ক) বাণিজ্যিকপত্র
Ο খ) শেয়ার
Ο গ) ঋণপত্র
Ο ঘ) বন্ড
সঠিক উত্তর: (গ)

২৩১. মালিক তার সঞ্চিত মুনাফার মাধ্যমে যে তহবিল ব্যবসায়ের প্রয়োজনে বিনিয়োগ করে তাকে কী বলে?
Ο ক) অভ্যন্তরীণ তহবিল
Ο খ) স্বল্পমেয়াদি তহবিল
Ο গ) মধ্যমেয়াদি তহবিল
Ο ঘ) দীর্ঘমেয়াদি তহবিল
সঠিক উত্তর: (ক)

২৩২. ঋণমুক্ত স্বল্পমেয়াদি অর্থসংস্থানের উৎস হলো –
i বাকিতে পণ্য ক্রয়
ii বকেয়া মজুরি
iii ব্যাংক ওভার ড্রাফট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৩৩. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্যসংখ্যা কত?
Ο ক) ৫০ জন
Ο খ) ৮০ জন
Ο গ) ৯০ জন
Ο ঘ) শেয়ার দ্বারা সীমাবদ্ধ
সঠিক উত্তর: (ঘ)

২৩৪. রাজীব তার চালের ব্যবসয়ের জন্যে রুপা ব্যাংক হতে ঋণ নিয়োছে,যার শর্ত হলো এতে কোনো নির্দিষ্ট সময় নেই এবং ব্যাংক চাওয়া মাত্রই রাজীব ঋণ পরিশোধে বাধ্য থাকবে। রাজীবের গুহীত ঋণটি কী নামে পরিচিত?
Ο ক) স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ
Ο খ) চাহিবামাত্র প্রদেয় ঋণ
Ο গ) নগদ ঋণ
Ο ঘ) মধ্যমেয়াদি ব্যাংক ঋণ
সঠিক উত্তর: (খ)

২৩৫. জনাব সুমন নারায়নগঞ্জে গার্মেন্টস প্রতিষ্ঠানের জন্যে ৮ বছরের মেয়াদে জনতা ব্যাংক হতে ১৫০ কোটি টাকা ঋণ নিয়েছেন। জনাব হাসান কোন ধরনের ঋণ গ্রহণ করেছেন?
Ο ক) জমাতিরিক্ত ঋণ
Ο খ) মধ্যমেয়দি অর্থসংস্থান
Ο গ) দীর্ঘমেয়াদি অর্থসংস্থান
Ο ঘ) ব্যবসায় অর্থসংস্থান
সঠিক উত্তর: (গ)

২৩৬. জনাব মেজবাহের স্টেশনারি দোকান থেকে ২০১২ সালে মোট মুনাফ হয়ছে ১ লক্ষ টাকা। এ থেকে মেজবাহ নিট মুনাফা পাবেন-
i কর বাদ দিলে
ii আমদানি শুল্ক বাদ দিলে
iii তহবিল উৎসের খরচ বাদ দিলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৩৭. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহনের পূর্বে ব্যবসায় প্রতিষ্ঠানের প্রাক্কলন করাকে কী বলে?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) ঘাটতি বাজেটিং
Ο গ) উদ্ধৃত্ত বাজেটিং
Ο ঘ) সুষম বাজেটিং
সঠিক উত্তর: (ক)

২৩৮. নিচের কোনটি দীর্ঘমেয়াদি অর্থায়নের অভিনব পদ্ধতি?
Ο ক) ঋণ
Ο খ) ঋণপত্র
Ο গ) লিজিং
Ο ঘ) মূলধন
সঠিক উত্তর: (গ)

২৩৯. কোম্পানির শেয়ারহোল্ডাররা কোম্পানি হতে কী পায়?
Ο ক) বেতন
Ο খ) বোনাস
Ο গ) লভ্যাংশ
Ο ঘ) কমিশন
সঠিক উত্তর: (গ)

২৪০. অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদারবৃন্দ ব্যবসায়ে যে তহবিল বিনিয়েঅগ করে তাকে কী বলে?
Ο ক) শেয়ার
Ο খ) ঋণপত্র
Ο গ) বিনিয়োগ
Ο ঘ) মূলধন
সঠিক উত্তর: (ঘ)

২৪১. আমাদের দেশের এনজিওগুলো তহাবিল প্রদান ছাড়াও কারবারি প্রতিষ্ঠানকে সাহায্য করে-
i পরামর্শ প্রদান করে
ii প্রশিক্ষণ দান করে
iii দ্ক্ষতা বৃদ্ধিতে সহায়কা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:

২৪২. স্বল্পমেয়াদি উৎস বলতে কত সময়কে বোঝানো হয়েছে?
Ο ক) এক বছর
Ο খ) এক বছরের কম সময়
Ο গ) এক বছরের বেশি সময়
Ο ঘ) ছয় মাস
সঠিক উত্তর: (খ)

২৪৩. জামসেদ তার ফ্যাশন হাউজের জন্যে ঋতু ব্যাংক হতে এক বিঘা জমির দলিল জামানত রেখে ১ লক্ষ টাকা এক বছরের জন্যে ‍ঋণ নেয়। ব্যবসায়ে মন্দা দেখা দেয়ায় জামসেদ ঋণ পরিশোধে অক্ষম হয়। এক্ষেত্রে ব্যাংকের করণীয় কী?
Ο ক) ব্যাংক সময় বাড়াবে
Ο খ) ব্যাংক জমি বিক্রি করে দিবে
Ο গ) ব্যাংক ঋণ মওকুফ করবে
Ο ঘ) ব্যাংক ৫০% ছাড় দিবে
সঠিক উত্তর: (খ)

২৪৪. মজুদ পণ্যের মাধ্যমে অর্থসংস্থানের ক্ষেত্রে মজুদ পণ্যের ওপর কার নিয়ন্ত্রণ থাকে?
Ο ক) ঋণগ্রহীতার
Ο খ) বিমা কোম্পানির
Ο গ) ব্যাংকের
Ο ঘ) ঋণদাতার
সঠিক উত্তর: (ঘ)

২৪৫. ব্যবসায় প্রতিষ্ঠান কীসের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে?
Ο ক) শেয়ার বাজারের মাধ্যমে
Ο খ) ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে
Ο গ) সেবা প্রদানের মাধমে
Ο ঘ) মজুত মাল বন্দকীকরণের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)

২৪৬. মধ্যমেয়াদি তহবিলের উৎসসমূহ হলো-
i বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ
ii বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান
iii মূলধন বাজারের প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪৭. ব্যবসায় মুনাফা না হলেও কাদের দেনা সর্বাগ্রে পরিশোধ করতে হয়?
Ο ক) শেয়ারহোল্ডারদের
Ο খ) ডিবেঞ্চার হোল্ডারদের
Ο গ) পাওনাদারদের
Ο ঘ) অংশীদারদের
সঠিক উত্তর: (খ)

২৪৮. স্থায়ী মূলধন ক্রয়ের জন্য কীভাবে তহবিল সংগ্রহ করা উচিত?
Ο ক) বন্ডে অর্থ বিনিয়োগ করে
Ο খ) ডিবেঞ্চার ক্রয় করে
Ο গ) লভ্যাংশবিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করে
Ο ঘ) শেয়ার বিক্রি করে
সঠিক উত্তর: (ঘ)

২৪৯. পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস কোনটি?
Ο ক) শেয়ার বিক্রয়
Ο খ) ঋণপত্র বিক্রয়
Ο গ) মালিকের নিজস্ব তহবিল
Ο ঘ) জমি বিক্রয়ক্রত অর্থ
সঠিক উত্তর: (ক)

২৫০. মধ্যমেয়াদি অর্থায়ন ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে?
Ο ক) কাঁচামাল ক্রয়
Ο খ) যন্ত্রপাতি ক্রয়
Ο গ) যন্ত্রপাতি মেরামত
Ο ঘ) সুদ
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post