ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ২: অর্থায়নের উৎস (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. প্রতিষ্ঠানের তহবিলের ভিন্ন উৎস দুটি কী কোন ধরণের?
Ο ক) মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ
Ο খ) শ্রমিকপক্ষ ও শেয়ারহোল্ডার পক্ষ
Ο গ) মালিকপক্ষ ও শেয়ারহোল্ডারগণ
Ο ঘ) মালিকপক্ষ ও ঋণদাতা
সঠিক উত্তর: (ঘ)
১৫২. জামানতযোগ্য স্থায়ী সম্পত্তি থাকে না কোন ধরনের প্রতিষ্ঠানে?
Ο ক) নতুন ব্যবসায় প্রতিষ্ঠনে
Ο খ) পুরাতন ব্যবসায় প্রতিষ্ঠানে
Ο গ) একমালিকানা ব্যবসায়ে
Ο ঘ) অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে
সঠিক উত্তর: (ক)
১৫৩. স্বল্পমেয়াদি অর্থায়নের উদ্দেশ্য কী?
Ο ক) দৈনন্দিন কাজের ব্যয় মিটানো
Ο খ) স্থায়ী সম্পদ ক্রয়
Ο গ) অবকাঠামো নির্মাণে
Ο ঘ) ভূমি ক্রয়
সঠিক উত্তর: (ক)
১৫৪. নতুন ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়নের উৎস হিসেবে কোনটি অধিকতর যুক্তিসঙ্গত?
Ο ক) লিজিং
Ο খ) সঞ্চয়
Ο গ) আবন্টিত মুনাফা
Ο ঘ) স্বল্পমেয়াদি ঋণ
সঠিক উত্তর: (ক)
১৫৫. মালিক পক্ষের প্রদত্ত তহবিলকে কী বলা হয়?
Ο ক) অভ্যন্তরীণ তহবিল উৎস
Ο খ) বহি:স্থ তহবিল উৎস
Ο গ) পারিবারিক তহবিল উৎস
Ο ঘ) বৈদেশিক তহবিল উৎস
সঠিক উত্তর: (ক)
১৫৬. কোন ধরনের ঋণের ক্ষেত্রে যখন ঋণের অর্থ ব্যবহার করা হয় কেবল তখনই সুদ প্রদান করা হয়?
Ο ক) ঋণপত্র
Ο খ) গ্রাম্য মহাজন
Ο গ) প্রদেয় বিল
Ο ঘ) ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. সব প্রতিষ্ঠান কোন হিসোবের মাধ্যমে পাওনা আদায় ও দেনা পরিশোধ করে থাকে?
Ο ক) সঞ্চয়ী
Ο খ) চলতি
Ο গ) স্থায়ী
Ο ঘ) ক+গ
সঠিক উত্তর: (খ)
১৫৮. আলামিন তার ব্যবসায়ের জন্যে মাইডাস হতে ২ বছরের জন্যে ঋণ গ্রহণ করে। তাবে আলামিন মাইডাস অফিসে গিয়ে দেখে প্রতিষ্ঠানটি আরও নানান ধরনের কাজের সাথে জড়িত। উক্ত প্রতিষ্ঠানটির কাজের আওতাভূক্ত-
i পরামর্শ দান
ii প্রশিক্ষণ দান
iii দক্ষতা বৃদ্ধিকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. কোন তহবিল ব্যবহার করে ব্যবসায় চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটানো হয়?
Ο ক) স্বল্পমেয়াদি তহবিল
Ο খ) মধ্যমেয়াদি তহবিল
Ο গ) দীর্ঘমেয়াদি তহবিল
Ο ঘ) অনির্দিষ্টমেয়াদি তহবিল
সঠিক উত্তর: (খ)
১৬০. নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বর্পন না করে কারবারে বিনিয়োগ করা হয় তাকে কী বলে?
Ο ক) অবন্টিত মুনাফা
Ο খ) সঞ্চিত তহবিল
Ο গ) লভ্যাংশ সমতাকরণ
Ο ঘ) বহিস্থ তহবিল
সঠিক উত্তর: (খ)
১৬১. মতিউর চট্টগ্রামের ‘X’ ইন্ডাস্ট্রিজের কাছ থেকে এ মর্মে ৩০ টন রড ক্রয় করেছে যে তিন মাস পর সে এর মূল্য পরিশেধি করবে এবং এ প্রেক্ষিতে একটি দলিল তৈরি কর `X `ইন্ডাস্ট্রিজের নিকট পাঠিয়েছে। মতিউরের প্রদত্ত দলিলটিকে কী বলা যায়?
Ο ক) চালান পত্র
Ο খ) প্রত্যয়পত্র
Ο গ) অঙ্গীকার পত্র
Ο ঘ) বিনিময় বিল
সঠিক উত্তর: (ঘ)
১৬২. প্রাইভেট কোম্পানির উদ্যোক্তার সদস্য সংখ্যা কত জন হতে পারে?
Ο ক) ২ থেকে ১০ জন
Ο খ) ৭ থেকে ১০ জন
Ο গ) ২ থেকে ৫০ জন
Ο ঘ) ৭ থেকে ৫০ জন
সঠিক উত্তর: (গ)
১৬৩. বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-
i গ্রামীণ ব্যাংক
ii কৃষি ব্যাংক
iii শিল্প ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬৪. লিজ গ্রহণ কোন ধরনের প্রতষ্ঠানের জন্যে উত্তম?
Ο ক) বড় কোম্পানি
Ο খ) যাদের পুঁজির পরিমাণ বেশি
Ο গ) নতুন অথবা ছোট প্রতিষ্ঠান
Ο ঘ) পুরাতন অথবা বড় প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (গ)
১৬৫. নিচের কোনটির মূলধনী খরচ আছে?
i গৃহীত ঋণ
ii বন্ড
iii বকেয়া মজুরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৬. বেশিরভাগ প্রতিষ্ঠানই সাধারণত কয়টি উৎস ব্যবহার করে থাকে?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
১৬৭. ব্যাংক থেকে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করাকে কী বলে?
Ο ক) বহিস্থ তহবিল
Ο খ) সঞ্চিতি তহবিল
Ο গ) অবন্টিত মুনাফা তহবিল
Ο ঘ) লভ্যাংশ সমতাকরণ তহবির
সঠিক উত্তর: (ক)
১৬৮. সংগঠনের ভিত্তিতে কারবার প্রতিষ্ঠান হতে পারে-
i একমালিকানা
ii অংশীদারি
iii যৌথমূলধনি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iiও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. দীর্ঘমেয়াদি মূলধনের উৎস হলো-
i শেয়ার ডিবেঞ্চার ইস্যু
ii লিজ গ্রহণ
iii জামানতের মাধ্যমে ঋণ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭০. কোন এনজিও ব্যবসায় প্রতিষ্ঠানকে মধ্যমেয়াদি ঋণ প্রদান করে থাকে?
Ο ক) প্রশিকা
Ο খ) আশা
Ο গ) কারিতাস
Ο ঘ) মাইডাস
সঠিক উত্তর: (ঘ)
১৭১. কখন লভ্যাংশ সমতাকরণ তহবিল ব্যবহার করা হয়?
Ο ক) অধিক মুনাফা অর্জিত হলে
Ο খ) দীর্ঘমেয়াদি তহবিলের অভাব হলে
Ο গ) চলতি মূলধনের সংকট হলে
Ο ঘ) লভ্যাংশ ঘোষণা করার মতো মুনাফা না থাকলে
সঠিক উত্তর: (ঘ)
১৭২. কোন ধরণের ঋণ সাধারনত কৃষিনির্ভর ?
Ο ক) বৃহৎ ঋণ
Ο খ) মাঝারি ঋণ
Ο গ) স্বল্পমেয়াদি ঋণ
Ο ঘ) দীর্ঘমেয়াদি ঋণ
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. জনাব হাসান গাজীপুরে গার্মেন্টস প্রতিষ্ঠানের জন্যে ৭ বছর মেয়াদি বাংলা ব্যাংক হতে ১৫ কোটি টাকা ঋণ নিয়েছেন। জনাব হাসান কোন ধরণের অর্থসংস্থান করেছেন?
Ο ক) জমাতিরিক্ত ঋণ
Ο খ) মধ্যমেয়াদি অর্থসংস্থান
Ο গ) দীর্ঘমেয়াদি অর্থসংস্থান
Ο ঘ) ব্যবসায় অর্থসংস্থান
সঠিক উত্তর: (গ)
১৭৪. মধ্যমেয়াদি অর্থায়নের সর্বোচ্চ সময়কা্ল কত?
Ο ক) ১ বছর
Ο খ) ২ বছর
Ο গ) ৫ বছর
Ο ঘ) ১০ বছর
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. তহবিল সংগ্রহের কাজ সুচারুরুপে সম্পদনের উপায় কী?
Ο ক) তহবিলের উৎস সম্পর্কে ধারণা লাভ
Ο খ) অভ্যন্তরীণ তহবিলের উৎস সম্পর্কে ধারণা লাভ
Ο গ) বহিস্থ তহবিলের উৎস সম্পর্কে ধারণা লাভ
Ο ঘ) স্বল্পমেয়াদি অর্থায়ন সম্পর্কে ধারণা লাভ
সঠিক উত্তর: (ক)
১৭৬. কোনটি মধ্যমেয়দি অর্থায়ন হিসেবে পরিগণিত?
Ο ক) ০-১ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল
Ο খ) ১-২ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল
Ο গ) ১-৩ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল
Ο ঘ) ১-৫ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. কীভাবে মোট মুনাফা থেকে নিট মুনাফা পাওয়া যায়?
Ο ক) তহবিলের উৎসের ব্যয় ও কর বাদ নিয়ে
Ο খ) তহবিলে উৎসের ব্যয় ও কর যোগ করে
Ο গ) তহবিলের উৎসের ব্যয় ও কর গুণ করে
Ο ঘ) তহবিলের উৎসের মধ্যে সমত করে
সঠিক উত্তর: (ক)
১৭৮. কোনটিতে অপেক্ষাকৃত কম খরচ হয়?
Ο ক) শেয়ার বিক্রয় করে অর্থয়ন করলে
Ο খ) স্বল্পমেয়াদি ঋণ নিলে
Ο গ) জমাতিরিক্ত উত্তোলন করলে
Ο ঘ) দীর্ঘমেয়াদি ঋণ নিলে
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. উৎপাদনের উপকরণ কয়টি?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ঘ)
১৮০. স্থাবর সম্পত্তি হলো- i ফ্যাক্টরি বিল্ডিং ii মনিহারি iii জমি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮১. উৎস নির্বাচন অর্থায়নের জন্য কী?
Ο ক) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
Ο খ) অভ্যন্তরীণ সিদ্ধান্ত
Ο গ) বাহ্যিক সিদ্ধান্ত
Ο ঘ) সময়োপযোগী সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ক)
১৮২. লভ্যাংশ সমতাকরণ তহবিল মূলত-
i নিট লভ্যাংশের অংশ
ii এক ধরনের সঞ্চিতি
iii প্রতিষ্ঠানের সম্পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৩. জনাব জয়নাল তার ফ্যাশন হাউজের জন্যে জনতা ব্যাংক হতে এক বিঘা জমির দলিল জামানত রেখে এক লক্ষ টকা এক বছরের জন্যে ঋণ দেয়। ব্যবসায়ে মন্দা দেখা দেয়ায় জনাব জয়নাল ঋণ পরিশোধে অক্ষম হয়। এক্ষেত্রে ব্যাংকের করণীয় কী?
Ο ক) ব্যাংক সময় বাড়াবে
Ο খ) ব্যাংক জমি বিক্রি করবে
Ο গ) ব্যাংব ঋণ মওকুফ করবে
Ο ঘ) ব্যাংক ৫০% ছাড় দিবে
সঠিক উত্তর: (খ)
১৮৪. স্বল্পমেয়াদি অর্থ আদানপ্রদানের প্রক্রিয়াটি কেমন?
i দ্রততম
ii ধীর
iii সরল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮৫. প্রাইভেট লিমিটেড কোম্পানি কার নিকট শেয়ার বিক্রয় করে?
Ο ক) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
Ο খ) সদস্যদের
Ο গ) ঢাকা স্টক এক্সচেঞ্জ
Ο ঘ) সরকারের
সঠিক উত্তর: (খ)
১৮৬. শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে-
i পাবলিক লিমিটেড কোম্পানি
ii অংশীদারি ব্যবসায়
iii প্রাইভেট লিমিটেড কোম্পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iও iii
Ο গ) iiও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৭. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্যসংখ্যা কত?
Ο ক) ৩
Ο খ) ৫
Ο গ) ৭
Ο ঘ) ৯
সঠিক উত্তর: (গ)
১৮৮. যৌথমূলধনী কারবার কিসের মাধ্যমে তহবিল সংগ্রহ করে?
Ο ক) ঋণের মাধ্যমে
Ο খ) শেয়ার বিক্রয় করে
Ο গ) মুনাফা বন্টনের মাধ্যমে
Ο ঘ) প্রাপ্য বিল বাট্টাকরণের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
১৮৯. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
Ο ক) সাতজন
Ο খ) বিশ জন
Ο গ) পঞ্চাশ জন
Ο ঘ) শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ
সঠিক উত্তর: (ঘ)
১৯০. নিচের কোনটি স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রতিষ্ঠানিক উৎস নয়?
Ο ক) বাণিজ্যিক পত্র
Ο খ) ক্রেতা হতে অগ্রিম গ্রহণ
Ο গ) মজুতমাল বন্ধকীকরণ
Ο ঘ) বেসরকারি প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ঘ)
১৯১. কোনটি মধ্যম্যেয়াদি তহবিলের উৎস?
Ο ক) ঋণ
Ο খ) ঋণপত্র
Ο গ) লিজিং
Ο ঘ) মূলধনি বাপারের প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ঘ)
১৯২. নিচের কোনটি স্থায়ী বিনিয়োগের উদাহরণ?
Ο ক) কারখানা শ্রমিকের মজুরি প্রদান
Ο খ) কারখানা নির্মাণ
Ο গ) কারখানার বিদ্যুৎ বিল জ্রদান
Ο ঘ) কারখানার ভাড়া প্রদান
সঠিক উত্তর: (ঘ)
১৯৩. মধ্যমেয়াদি অর্থসংস্থানের জন্য সংগৃহীত তহবিলের মেয়াদকাল কত?
Ο ক) এক থেকে পাঁচ বছর
Ο খ) এক থেকে তিন বছর
Ο গ) এক থেকে ছয় বছর
Ο ঘ) এক থেকে সাত বছর
সঠিক উত্তর: (ক)
১৯৪. পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস কী?
Ο ক) শেয়ার বিক্রয়
Ο খ) ডিবেঞ্চার বিক্রয়
Ο গ) সম্পত্তি বিক্রয়
Ο ঘ) সঞ্চয়পত্র বিক্রয়
সঠিক উত্তর: (ক)
১৯৫. স্বল্পমেয়াদি তহবিলের উৎস পরিশোধযোগ্য-
i ১ বছরের কম সময়ের মধ্যে
ii ১ বছর মধ্যে
iii ২ বছর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৬. সামির ‘X’ ইন্ডাস্ট্রিজের কাছ থেকে এ মর্মে ২০ টন রড ক্রয় করেছে যে তিন মাস পর সে এর মূল্য পরিশোধ করবে এবং এ প্রেক্ষিতে একটি দলিল তৈরি করে ‘X’ ইন্ডাস্ট্রিজের নিকট পাঠায়। সামিরের প্রদ্ত্ত দলিলটিকে কী বলা যায়?
Ο ক) বিনিময় বিল
Ο খ) প্রত্যয়পত্র
Ο গ) অঙ্গীকার পত্র
Ο ঘ) চালান পত্র
সঠিক উত্তর: (ক)
১৯৭. অপ্রাতিষ্ঠানিক তহবিলের উৎস কত প্রকার?
Ο ক) ৩
Ο খ) ৪
Ο গ) ৫
Ο ঘ) ৬
সঠিক উত্তর: (খ)
১৯৮. বাণিজ্যিক ব্যাংক ও বিমা কোম্পানি কোনটি বিক্রয় করে সাময়িক সময়ের জন্যে অর্থায়ন করতে পারে?
Ο ক) পে-অর্ডার
Ο খ) বিমা পলিসি
Ο গ) ঋণপত্র
Ο ঘ) বাণিজ্যিক পত্র
সঠিক উত্তর: (ঘ)
১৯৯. অগ্রাধিকার শেয়ার বিক্রয় তহবিল সংগ্রহের উৎস কীরুপ?
Ο ক) বহিস্থ
Ο খ) মুনাফাভিত্তিক
Ο গ) মালিকানাভিত্তিক
Ο ঘ) মূলধনভিত্তিক
সঠিক উত্তর: (ক)
২০০. স্বল্পমেয়াদি তহবিলের প্রাতিষ্ঠানিক উৎস হলো-
i প্রাপ্য বিলের বাট্টাকরণ
ii প্রদেয় বিল
iii ক্ষুদ্র ঋণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. প্রতিষ্ঠানের তহবিলের ভিন্ন উৎস দুটি কী কোন ধরণের?
Ο ক) মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ
Ο খ) শ্রমিকপক্ষ ও শেয়ারহোল্ডার পক্ষ
Ο গ) মালিকপক্ষ ও শেয়ারহোল্ডারগণ
Ο ঘ) মালিকপক্ষ ও ঋণদাতা
সঠিক উত্তর: (ঘ)
১৫২. জামানতযোগ্য স্থায়ী সম্পত্তি থাকে না কোন ধরনের প্রতিষ্ঠানে?
Ο ক) নতুন ব্যবসায় প্রতিষ্ঠনে
Ο খ) পুরাতন ব্যবসায় প্রতিষ্ঠানে
Ο গ) একমালিকানা ব্যবসায়ে
Ο ঘ) অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে
সঠিক উত্তর: (ক)
১৫৩. স্বল্পমেয়াদি অর্থায়নের উদ্দেশ্য কী?
Ο ক) দৈনন্দিন কাজের ব্যয় মিটানো
Ο খ) স্থায়ী সম্পদ ক্রয়
Ο গ) অবকাঠামো নির্মাণে
Ο ঘ) ভূমি ক্রয়
সঠিক উত্তর: (ক)
১৫৪. নতুন ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়নের উৎস হিসেবে কোনটি অধিকতর যুক্তিসঙ্গত?
Ο ক) লিজিং
Ο খ) সঞ্চয়
Ο গ) আবন্টিত মুনাফা
Ο ঘ) স্বল্পমেয়াদি ঋণ
সঠিক উত্তর: (ক)
১৫৫. মালিক পক্ষের প্রদত্ত তহবিলকে কী বলা হয়?
Ο ক) অভ্যন্তরীণ তহবিল উৎস
Ο খ) বহি:স্থ তহবিল উৎস
Ο গ) পারিবারিক তহবিল উৎস
Ο ঘ) বৈদেশিক তহবিল উৎস
সঠিক উত্তর: (ক)
১৫৬. কোন ধরনের ঋণের ক্ষেত্রে যখন ঋণের অর্থ ব্যবহার করা হয় কেবল তখনই সুদ প্রদান করা হয়?
Ο ক) ঋণপত্র
Ο খ) গ্রাম্য মহাজন
Ο গ) প্রদেয় বিল
Ο ঘ) ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. সব প্রতিষ্ঠান কোন হিসোবের মাধ্যমে পাওনা আদায় ও দেনা পরিশোধ করে থাকে?
Ο ক) সঞ্চয়ী
Ο খ) চলতি
Ο গ) স্থায়ী
Ο ঘ) ক+গ
সঠিক উত্তর: (খ)
১৫৮. আলামিন তার ব্যবসায়ের জন্যে মাইডাস হতে ২ বছরের জন্যে ঋণ গ্রহণ করে। তাবে আলামিন মাইডাস অফিসে গিয়ে দেখে প্রতিষ্ঠানটি আরও নানান ধরনের কাজের সাথে জড়িত। উক্ত প্রতিষ্ঠানটির কাজের আওতাভূক্ত-
i পরামর্শ দান
ii প্রশিক্ষণ দান
iii দক্ষতা বৃদ্ধিকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. কোন তহবিল ব্যবহার করে ব্যবসায় চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটানো হয়?
Ο ক) স্বল্পমেয়াদি তহবিল
Ο খ) মধ্যমেয়াদি তহবিল
Ο গ) দীর্ঘমেয়াদি তহবিল
Ο ঘ) অনির্দিষ্টমেয়াদি তহবিল
সঠিক উত্তর: (খ)
১৬০. নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বর্পন না করে কারবারে বিনিয়োগ করা হয় তাকে কী বলে?
Ο ক) অবন্টিত মুনাফা
Ο খ) সঞ্চিত তহবিল
Ο গ) লভ্যাংশ সমতাকরণ
Ο ঘ) বহিস্থ তহবিল
সঠিক উত্তর: (খ)
১৬১. মতিউর চট্টগ্রামের ‘X’ ইন্ডাস্ট্রিজের কাছ থেকে এ মর্মে ৩০ টন রড ক্রয় করেছে যে তিন মাস পর সে এর মূল্য পরিশেধি করবে এবং এ প্রেক্ষিতে একটি দলিল তৈরি কর `X `ইন্ডাস্ট্রিজের নিকট পাঠিয়েছে। মতিউরের প্রদত্ত দলিলটিকে কী বলা যায়?
Ο ক) চালান পত্র
Ο খ) প্রত্যয়পত্র
Ο গ) অঙ্গীকার পত্র
Ο ঘ) বিনিময় বিল
সঠিক উত্তর: (ঘ)
১৬২. প্রাইভেট কোম্পানির উদ্যোক্তার সদস্য সংখ্যা কত জন হতে পারে?
Ο ক) ২ থেকে ১০ জন
Ο খ) ৭ থেকে ১০ জন
Ο গ) ২ থেকে ৫০ জন
Ο ঘ) ৭ থেকে ৫০ জন
সঠিক উত্তর: (গ)
১৬৩. বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-
i গ্রামীণ ব্যাংক
ii কৃষি ব্যাংক
iii শিল্প ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬৪. লিজ গ্রহণ কোন ধরনের প্রতষ্ঠানের জন্যে উত্তম?
Ο ক) বড় কোম্পানি
Ο খ) যাদের পুঁজির পরিমাণ বেশি
Ο গ) নতুন অথবা ছোট প্রতিষ্ঠান
Ο ঘ) পুরাতন অথবা বড় প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (গ)
১৬৫. নিচের কোনটির মূলধনী খরচ আছে?
i গৃহীত ঋণ
ii বন্ড
iii বকেয়া মজুরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৬. বেশিরভাগ প্রতিষ্ঠানই সাধারণত কয়টি উৎস ব্যবহার করে থাকে?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
১৬৭. ব্যাংক থেকে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করাকে কী বলে?
Ο ক) বহিস্থ তহবিল
Ο খ) সঞ্চিতি তহবিল
Ο গ) অবন্টিত মুনাফা তহবিল
Ο ঘ) লভ্যাংশ সমতাকরণ তহবির
সঠিক উত্তর: (ক)
১৬৮. সংগঠনের ভিত্তিতে কারবার প্রতিষ্ঠান হতে পারে-
i একমালিকানা
ii অংশীদারি
iii যৌথমূলধনি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iiও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. দীর্ঘমেয়াদি মূলধনের উৎস হলো-
i শেয়ার ডিবেঞ্চার ইস্যু
ii লিজ গ্রহণ
iii জামানতের মাধ্যমে ঋণ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭০. কোন এনজিও ব্যবসায় প্রতিষ্ঠানকে মধ্যমেয়াদি ঋণ প্রদান করে থাকে?
Ο ক) প্রশিকা
Ο খ) আশা
Ο গ) কারিতাস
Ο ঘ) মাইডাস
সঠিক উত্তর: (ঘ)
১৭১. কখন লভ্যাংশ সমতাকরণ তহবিল ব্যবহার করা হয়?
Ο ক) অধিক মুনাফা অর্জিত হলে
Ο খ) দীর্ঘমেয়াদি তহবিলের অভাব হলে
Ο গ) চলতি মূলধনের সংকট হলে
Ο ঘ) লভ্যাংশ ঘোষণা করার মতো মুনাফা না থাকলে
সঠিক উত্তর: (ঘ)
১৭২. কোন ধরণের ঋণ সাধারনত কৃষিনির্ভর ?
Ο ক) বৃহৎ ঋণ
Ο খ) মাঝারি ঋণ
Ο গ) স্বল্পমেয়াদি ঋণ
Ο ঘ) দীর্ঘমেয়াদি ঋণ
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. জনাব হাসান গাজীপুরে গার্মেন্টস প্রতিষ্ঠানের জন্যে ৭ বছর মেয়াদি বাংলা ব্যাংক হতে ১৫ কোটি টাকা ঋণ নিয়েছেন। জনাব হাসান কোন ধরণের অর্থসংস্থান করেছেন?
Ο ক) জমাতিরিক্ত ঋণ
Ο খ) মধ্যমেয়াদি অর্থসংস্থান
Ο গ) দীর্ঘমেয়াদি অর্থসংস্থান
Ο ঘ) ব্যবসায় অর্থসংস্থান
সঠিক উত্তর: (গ)
১৭৪. মধ্যমেয়াদি অর্থায়নের সর্বোচ্চ সময়কা্ল কত?
Ο ক) ১ বছর
Ο খ) ২ বছর
Ο গ) ৫ বছর
Ο ঘ) ১০ বছর
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. তহবিল সংগ্রহের কাজ সুচারুরুপে সম্পদনের উপায় কী?
Ο ক) তহবিলের উৎস সম্পর্কে ধারণা লাভ
Ο খ) অভ্যন্তরীণ তহবিলের উৎস সম্পর্কে ধারণা লাভ
Ο গ) বহিস্থ তহবিলের উৎস সম্পর্কে ধারণা লাভ
Ο ঘ) স্বল্পমেয়াদি অর্থায়ন সম্পর্কে ধারণা লাভ
সঠিক উত্তর: (ক)
১৭৬. কোনটি মধ্যমেয়দি অর্থায়ন হিসেবে পরিগণিত?
Ο ক) ০-১ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল
Ο খ) ১-২ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল
Ο গ) ১-৩ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল
Ο ঘ) ১-৫ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. কীভাবে মোট মুনাফা থেকে নিট মুনাফা পাওয়া যায়?
Ο ক) তহবিলের উৎসের ব্যয় ও কর বাদ নিয়ে
Ο খ) তহবিলে উৎসের ব্যয় ও কর যোগ করে
Ο গ) তহবিলের উৎসের ব্যয় ও কর গুণ করে
Ο ঘ) তহবিলের উৎসের মধ্যে সমত করে
সঠিক উত্তর: (ক)
১৭৮. কোনটিতে অপেক্ষাকৃত কম খরচ হয়?
Ο ক) শেয়ার বিক্রয় করে অর্থয়ন করলে
Ο খ) স্বল্পমেয়াদি ঋণ নিলে
Ο গ) জমাতিরিক্ত উত্তোলন করলে
Ο ঘ) দীর্ঘমেয়াদি ঋণ নিলে
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. উৎপাদনের উপকরণ কয়টি?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ঘ)
১৮০. স্থাবর সম্পত্তি হলো- i ফ্যাক্টরি বিল্ডিং ii মনিহারি iii জমি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮১. উৎস নির্বাচন অর্থায়নের জন্য কী?
Ο ক) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
Ο খ) অভ্যন্তরীণ সিদ্ধান্ত
Ο গ) বাহ্যিক সিদ্ধান্ত
Ο ঘ) সময়োপযোগী সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ক)
১৮২. লভ্যাংশ সমতাকরণ তহবিল মূলত-
i নিট লভ্যাংশের অংশ
ii এক ধরনের সঞ্চিতি
iii প্রতিষ্ঠানের সম্পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৩. জনাব জয়নাল তার ফ্যাশন হাউজের জন্যে জনতা ব্যাংক হতে এক বিঘা জমির দলিল জামানত রেখে এক লক্ষ টকা এক বছরের জন্যে ঋণ দেয়। ব্যবসায়ে মন্দা দেখা দেয়ায় জনাব জয়নাল ঋণ পরিশোধে অক্ষম হয়। এক্ষেত্রে ব্যাংকের করণীয় কী?
Ο ক) ব্যাংক সময় বাড়াবে
Ο খ) ব্যাংক জমি বিক্রি করবে
Ο গ) ব্যাংব ঋণ মওকুফ করবে
Ο ঘ) ব্যাংক ৫০% ছাড় দিবে
সঠিক উত্তর: (খ)
১৮৪. স্বল্পমেয়াদি অর্থ আদানপ্রদানের প্রক্রিয়াটি কেমন?
i দ্রততম
ii ধীর
iii সরল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮৫. প্রাইভেট লিমিটেড কোম্পানি কার নিকট শেয়ার বিক্রয় করে?
Ο ক) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
Ο খ) সদস্যদের
Ο গ) ঢাকা স্টক এক্সচেঞ্জ
Ο ঘ) সরকারের
সঠিক উত্তর: (খ)
১৮৬. শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে-
i পাবলিক লিমিটেড কোম্পানি
ii অংশীদারি ব্যবসায়
iii প্রাইভেট লিমিটেড কোম্পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iও iii
Ο গ) iiও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৭. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্যসংখ্যা কত?
Ο ক) ৩
Ο খ) ৫
Ο গ) ৭
Ο ঘ) ৯
সঠিক উত্তর: (গ)
১৮৮. যৌথমূলধনী কারবার কিসের মাধ্যমে তহবিল সংগ্রহ করে?
Ο ক) ঋণের মাধ্যমে
Ο খ) শেয়ার বিক্রয় করে
Ο গ) মুনাফা বন্টনের মাধ্যমে
Ο ঘ) প্রাপ্য বিল বাট্টাকরণের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
১৮৯. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
Ο ক) সাতজন
Ο খ) বিশ জন
Ο গ) পঞ্চাশ জন
Ο ঘ) শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ
সঠিক উত্তর: (ঘ)
১৯০. নিচের কোনটি স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রতিষ্ঠানিক উৎস নয়?
Ο ক) বাণিজ্যিক পত্র
Ο খ) ক্রেতা হতে অগ্রিম গ্রহণ
Ο গ) মজুতমাল বন্ধকীকরণ
Ο ঘ) বেসরকারি প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ঘ)
১৯১. কোনটি মধ্যম্যেয়াদি তহবিলের উৎস?
Ο ক) ঋণ
Ο খ) ঋণপত্র
Ο গ) লিজিং
Ο ঘ) মূলধনি বাপারের প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ঘ)
১৯২. নিচের কোনটি স্থায়ী বিনিয়োগের উদাহরণ?
Ο ক) কারখানা শ্রমিকের মজুরি প্রদান
Ο খ) কারখানা নির্মাণ
Ο গ) কারখানার বিদ্যুৎ বিল জ্রদান
Ο ঘ) কারখানার ভাড়া প্রদান
সঠিক উত্তর: (ঘ)
১৯৩. মধ্যমেয়াদি অর্থসংস্থানের জন্য সংগৃহীত তহবিলের মেয়াদকাল কত?
Ο ক) এক থেকে পাঁচ বছর
Ο খ) এক থেকে তিন বছর
Ο গ) এক থেকে ছয় বছর
Ο ঘ) এক থেকে সাত বছর
সঠিক উত্তর: (ক)
১৯৪. পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস কী?
Ο ক) শেয়ার বিক্রয়
Ο খ) ডিবেঞ্চার বিক্রয়
Ο গ) সম্পত্তি বিক্রয়
Ο ঘ) সঞ্চয়পত্র বিক্রয়
সঠিক উত্তর: (ক)
১৯৫. স্বল্পমেয়াদি তহবিলের উৎস পরিশোধযোগ্য-
i ১ বছরের কম সময়ের মধ্যে
ii ১ বছর মধ্যে
iii ২ বছর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৬. সামির ‘X’ ইন্ডাস্ট্রিজের কাছ থেকে এ মর্মে ২০ টন রড ক্রয় করেছে যে তিন মাস পর সে এর মূল্য পরিশোধ করবে এবং এ প্রেক্ষিতে একটি দলিল তৈরি করে ‘X’ ইন্ডাস্ট্রিজের নিকট পাঠায়। সামিরের প্রদ্ত্ত দলিলটিকে কী বলা যায়?
Ο ক) বিনিময় বিল
Ο খ) প্রত্যয়পত্র
Ο গ) অঙ্গীকার পত্র
Ο ঘ) চালান পত্র
সঠিক উত্তর: (ক)
১৯৭. অপ্রাতিষ্ঠানিক তহবিলের উৎস কত প্রকার?
Ο ক) ৩
Ο খ) ৪
Ο গ) ৫
Ο ঘ) ৬
সঠিক উত্তর: (খ)
১৯৮. বাণিজ্যিক ব্যাংক ও বিমা কোম্পানি কোনটি বিক্রয় করে সাময়িক সময়ের জন্যে অর্থায়ন করতে পারে?
Ο ক) পে-অর্ডার
Ο খ) বিমা পলিসি
Ο গ) ঋণপত্র
Ο ঘ) বাণিজ্যিক পত্র
সঠিক উত্তর: (ঘ)
১৯৯. অগ্রাধিকার শেয়ার বিক্রয় তহবিল সংগ্রহের উৎস কীরুপ?
Ο ক) বহিস্থ
Ο খ) মুনাফাভিত্তিক
Ο গ) মালিকানাভিত্তিক
Ο ঘ) মূলধনভিত্তিক
সঠিক উত্তর: (ক)
২০০. স্বল্পমেয়াদি তহবিলের প্রাতিষ্ঠানিক উৎস হলো-
i প্রাপ্য বিলের বাট্টাকরণ
ii প্রদেয় বিল
iii ক্ষুদ্র ঋণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Finance