এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ২: অর্থায়নের উৎস (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ২: অর্থায়নের উৎস (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. ‘XL’ নামক প্রতিষ্ঠানটি সম্প্রতি শেয়ার বিক্রয়ের মাধ্যমে ২ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে।‘XL’ প্রতিষ্ঠানের ধরণ কোনটি?
Ο ক) একমালিকানা ব্যবসায়
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) কোম্পানি সংগঠন
Ο ঘ) সমবায় সমিতি
সঠিক উত্তর: (গ)

১০২. শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগৃতীত তহবিল কী হিসেবে বিবেচিত হয়?
Ο ক) মালিকের সম্পদ
Ο খ) মালিকের তহবিল
Ο গ) পাওনাদারের তহবিল
Ο ঘ) মালিকের পাওনা
সঠিক উত্তর: (খ)

১০৩. শেয়ারহোল্ডারদের মধ্যে অবন্টিত মুনাফা থেকে কোন তহবিল সৃষ্টি হয়?
Ο ক) নগদ তহবিল
Ο খ) মূলধনি তহবিল
Ο গ) সঞ্চিতি তহবিল
Ο ঘ) ভবিষ্যৎ তহবিল
সঠিক উত্তর: (গ)

১০৪. কোন উৎসের মাধ্যমে স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ করা যায়?
Ο ক) প্রাপ্য বিল
Ο খ) শেয়ার ইস্যু
Ο গ) লিজ গ্রহণ
Ο ঘ) ডিবেঞ্চার ইস্যু
সঠিক উত্তর: (ক)

১০৫. ব্যবসায় বিলুপ্ত না হওয়া পর্যন্ত পরিশোধর প্রয়োজন হয় না কোনটি?
Ο ক) ঋণ গ্রহণ
Ο খ) ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
Ο গ) শেয়ার বিক্রয়লব্ধ অর্থ
Ο ঘ) ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ
সঠিক উত্তর: (গ)

১০৬. নাহিদ ও তার সাত বন্ধুর গঠিত ব্যবসায়ে মূলধনের প্রয়োজন।কিন্তু তারা মূলধন সংগ্রহ নিয়ে উদ্বিগ্ন। করণ তাদের কোম্পানিটির জন্যে অনিশ্চিত-
i ব্যাংক হতে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ
ii শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ
iii ডিবেঞ্চার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ,ii ও iii
সঠিক উত্তর: (গ)

১০৭. ঋণের ক্ষেত্রে কোনটি প্রদান করা বাধ্যতামূলক?
Ο ক) প্রতিশ্রুতি
Ο খ) দলিল
Ο গ) চুক্তিপত্র
Ο ঘ) কিস্তি
সঠিক উত্তর: (ঘ)

১০৯. যৌথমূরধনি কোম্পানির তহবিল সংগ্রহের উৎস কী?
Ο ক) শেয়ার বিক্রয়
Ο খ) বন্ড বিক্রয়
Ο গ) ডিবেঞ্চার বিক্রয়
Ο ঘ) সম্পত্তি বিক্রয়
সঠিক উত্তর: (ক)

১১০. দৈনন্দিন প্রয়োজনে তহবিল সংগ্রহের উৎস হলো-
i বাকিতে পণ্য ক্রয়
ii স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ
iii শেয়ার বিক্রি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১১. বাণিজ্যিক পত্র বিক্রয় জামানত হিসেবে কোনটি ক্রয় করা হয়?
Ο ক) ব্যাংক তহবিল
Ο খ) নগদ তহবিল
Ο গ) সুনাম
Ο ঘ) ব্যবসায়ের যাবতীয় সম্পদ
সঠিক উত্তর: (গ)

১১২. ব্যবসায়ের দৈনন্দিন খরচ হয়-
i মেশিন মেরামতে
ii বাড়ি ভাড়া প্রদানে
iii বিদ্যুৎ বিল প্রদানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১৩. শুধু কোম্পানির জন্য প্রযোজ্য-
i দীর্ঘমেয়াদি ঋণ
ii নিজস্ব মূলধন
iii শেয়ার ইস্যু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১৪. ৪ আনোয়া সাহেব সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য লিজিং পদ্ধতি ব্যবহার করবেন। এক্ষেত্রে তিনি লিজ নিতে পারবেন-
i ব্যয়বহুল মেশিন
ii কাঁচামাল
iii যানবাহন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১১৫. ব্যবসায় করার জন্যে যে তহবিলের প্রয়োজন হয় তা সরবরাহ করাকে কী বলে?
Ο ক) ব্যবসায়িক খরচ
Ο খ) ব্যবসায় অর্থায়ন
Ο গ) ব্যবসায়িক সম্পদ
Ο ঘ) ব্যবসায়িক আয়
সঠিক উত্তর: (খ)

১১৬. ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক সমস্যা দূরীকরণে উৎস নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয়-
i মূলধন যোগানের ব্যয়
ii মূলধনের গুরুত্ব ও লক্ষ্য
iii বিভিন্ন ধরনের উপকারিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১৭. ফ্যাশন হাউসগুলোর পণ্য উৎসহতে অর্থসংস্থান করা হয়। কেন?
Ο ক) চাহিদার দ্রুত পরিবর্তন
Ο খ) অর্থের কম প্রয়োজন
Ο গ) পণ্যের চাহিদা কম
Ο ঘ) পণ্য উৎপাদনে খরচ কম
সঠিক উত্তর: (ক)

১১৮. লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির কোনটি জড়িত?
Ο ক) লাভ-লোকসান
Ο খ) নিয়ম-কানুন
Ο গ) সুনাম
Ο ঘ) কোম্পানির ভবিষ্যত
সঠিক উত্তর: (গ)

১১৯. নিচের কোনটি মূলধন বাজারের হাতিয়ার?
Ο ক) শেয়ার
Ο খ) প্রাপ্য বিল
Ο গ) মজুত পণ্য
Ο ঘ) গুদাম রশিদ
সঠিক উত্তর: (ক)

১২০. দৈনন্দিন খরচ নয়-
i যন্ত্রপাতি ক্রয়
ii বেতন প্রদান
iii ভাড়া প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)

১২১. অপ্রাতিষ্ঠানিক অর্থায়নে উৎস কোনটি?
Ο ক) গ্রাম্য মহাজন
Ο খ) বাণিজ্যিক ব্যাংক
Ο গ) বিমা কোম্পানি
Ο ঘ) ক্ষুদ্র ঋণ
সঠিক উত্তর: (ক)

১২২. নতুন ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়নের উৎস হিসেবে কোনটি অধিকতর যুক্তিসঙ্গত?
Ο ক) লিজিং
Ο খ) সঞ্চয়
Ο গ) অবন্টিত মুনাফা
Ο ঘ) স্বল্পমেয়াদি ঋণ
সঠিক উত্তর: (ক)

১২৩. লিজ নেয়ার বিপরীতে লিজিং কোম্পানিকে কী পরিশোধ করতে হয়?
Ο ক) ভাড়া
Ο খ) সুদ
Ο গ) কর
Ο ঘ) মুনাফা
সঠিক উত্তর: (ক)

১২৪. বহিস্থ তহবিলের অসুবিধা কী?
Ο ক) ফেরত দেওয়া বাধ্যতামূলক
Ο খ) সুদ প্রদান বাধ্যতামূলক
Ο গ) কিস্তিতে পরিশোধ করা বাধ্যদামূলক
Ο ঘ) বিনিয়োগ করা বাধ্যতামূলক
সঠিক উত্তর: (খ)

১২৫. শেয়ারের মাধ্যমে তহবিল সংগ্রহের বিনিময়ে শেয়ারহোল্ডারদের কী প্রদান করতে হয়?
Ο ক) কমিশন
Ο খ) সুদ
Ο গ) সেলামী
Ο ঘ) লভ্যাংশ
সঠিক উত্তর: (ঘ)

১২৬. বিক্রেতার কাছে ক্রয়বিক্রয়জনিত বিলটি কী ধরনের বিল?
Ο ক) প্রাপ্য বিল
Ο খ) প্রদেয় বিল
Ο গ) বিনিময় বিল
Ο ঘ) মেয়াদি বিল
সঠিক উত্তর: (ক)

১২৭. কোনটি মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস?
Ο ক) অবন্টিত মুনাফা
Ο খ) মালিকের মূলধন
Ο গ) শেয়ার
Ο ঘ) প্রদেয় বিল
সঠিক উত্তর: (ক)

১২৮. নতুন কোম্পানির জন্যে কোনটি বিক্রয় করা অনিশ্চিত থাকে?
Ο ক) কাঁচামাল
Ο খ) উৎপাদিত পণ্য
Ο গ) ভূমি
Ο ঘ) শেয়ার
সঠিক উত্তর: (ঘ)

১২৯. জনাব শিশির হার চামড়া উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্যে অর্থের প্রয়োজন হলে বিক্রয়যোগ্য চামড়া বন্ধক রেখে অগ্রণী ব্যাংক থেকে ২০ লক্ষ টাকা ঋণ নেন। শ্রেণিবিভাগ অনুসারে বন্ধকী সম্পত্তিটি কোন ধরনের?
Ο ক) অস্থাবর সম্পত্তি
Ο খ) স্থাবর সম্পত্তি
Ο গ) অদৃশ্যমান সম্পত্তি
Ο ঘ) স্পর্শনীয় সম্পত্তি
সঠিক উত্তর: (ক)

১৩০. গাজী গ্রুপ ২০১২ সাল হতে সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যৎ বিপদ মোকাবিলা করার জণ্যে মুনাফার একটি অংশ তহবিল করে জমা রাখবে। গাজী গ্রুপের জমাকৃত তহবিলকে কী বলা যায়?
Ο ক) অবন্টিত মুনাফা
Ο খ) সঞ্চিতি তহবিল
Ο গ) লভ্যাংশ সমতাকরণ তহবিল
Ο ঘ) বিধিবদ্ধ রিজার্ভ
সঠিক উত্তর: (খ)

১৩১. বাণিজ্যিকপত্র বিক্রয় করে সাময়িক সময়ের জন্য অর্থায়ন করতে পারে-
i খ্যাতিমান ব্যক্তি
ii বাণিজ্যিক ব্যাংক
iii সাধারণ ব্যবসায় প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৩২. ব্যবসায়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন উৎস ব্যবহার করে তহবিল সয়গ্রহ করার করণ কী?
Ο ক) অর্থায়নের বিভিন্ন বৈশিষ্ট্য আলাদা বলে
Ο খ) অর্থায়নের বিভিন্ন বৈশিষ্ট্য একই বলে
Ο গ) অর্থায়নের বিভিন্ন উদ্দেশ্য আলাদা বলে
Ο ঘ) অর্থায়নের বিভ্ন্নি কার্যাবলি আলাদা বলে
সঠিক উত্তর: (ক)

১৩৩. দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হলো- i ঋণ ii বিল বাট্টাকরণ iii লিজিং নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৩৪. মোট মুনাফা থেকে তহবিলের উৎস বাবদ খরচ ও কর বাদ দিলে কী পাওয়া যায়?
Ο ক) মোট মুনাফা
Ο খ) নিট মুনাফা
Ο গ) মোট ক্ষতি
Ο ঘ) নিট ক্ষতি
সঠিক উত্তর: (খ)

১৩৫. স্বল্পমেয়াদি তহবিলের অপ্রাতিষ্ঠানিক উৎস হলো-
i বাণিজ্যিক পত্র
ii প্রদেয় বিল
iii ক্ষুদ্র ঋণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)

১৩৬. স্বল্পমেয়াদি তহবিল একমালিকানা ব্যবসায়ের উৎপাদনে ব্যবহৃত ভূমি,শ্রম,মূলধন ও সংগঠন কোন ধরনের তহবিলের উৎস?
Ο ক) মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ তহবিল
Ο খ) বহিস্থ তহবিল
Ο গ) মালিকানাভিত্তিক তহবিল
Ο ঘ) অভ্যন্তরীণ তহবিল
সঠিক উত্তর: (ঘ)

১৩৭. কোনটি সুদ বহির্ভূত?
Ο ক) ঋণপত্র
Ο খ) বিনিয়োগ
Ο গ) সঞ্চয়পত্র
Ο ঘ) ব্যাংক জমা
সঠিক উত্তর: (ক)

১৩৮. মজুদ মাল বন্ধকীকরণ করা হয় কেন?
Ο ক) স্বল্পমেয়াদি অর্থসংস্থানের জন্যে
Ο খ) মধ্যমেয়াদি অর্থসংস্থানের জন্যে
Ο গ) দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের জন্যে
Ο ঘ) ব্যাংক ঋণ পাওয়ার জন্যে
সঠিক উত্তর: (ক)

১৩৯. দৈনন্দিন প্রয়োজনে কী ধরনের ব্যাংক ঋণ গ্রহণ করা উচিত?
Ο ক) স্বল্পমেয়াদি
Ο খ) মধ্যমেয়াদি
Ο গ) দীর্ঘমেয়াদি
Ο ঘ) মধ্যম ও দীর্ঘমেয়াদি
সঠিক উত্তর: (ক)

১৪০. কীসের জন্যে শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করা উচিত?
Ο ক) স্থায়ী মূলধনের জন্যে
Ο খ) চলতি মূলধনের জন্যে
Ο গ) স্থায়ী আয়ের জন্যে
Ο ঘ) চলতি আয়ের জন্যে
সঠিক উত্তর: (ক)

১৪১. বেশি পরিমাণে ঋণ প্রদান কোন ব্যাংকের জন্যে ঝুঁকিপূর্ণ?
Ο ক) সমবায় ব্যাংক
Ο খ) শিল্প ব্যাংক
Ο গ) কেন্দ্রীয় ব্যাংক
Ο ঘ) বাণিজ্যিক ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)

১৪২. কোন কারবারের অভ্যন্তনীণ তহবিলের উৎস অর্থ দ্বারা পরিমাপযোগ্য যেকোনো উৎপাদনের পুপকরণ হতে পারে?
Ο ক) একমালিকানা কারবারের
Ο খ) অংশীদারি কারবারের
Ο গ) যৌথমূলধনি কারবারের
Ο ঘ) রাষ্ট্রয়ী কারবারের
সঠিক উত্তর: (ক)

১৪৩. কোন উৎস থেকে লভ্যাংশ সমতাকরণ তহবিল সৃষ্টি করা হয়?
Ο ক) মোট মুনাফা থেকে
Ο খ) অর্জিত মুনাফা থেকে
Ο গ) নিট মুনাফা থেকে
Ο ঘ) প্রদেয় লভ্যাংশ থেকে
সঠিক উত্তর: (গ)

১৪৪. কোন মিশ্রণের উৎস থেকে প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করে?
Ο ক) কম সুবিধা ও কম খরচযুক্ত
Ο খ) বেশি সুবিধা ও বেশি খরচযুক্ত
Ο গ) বেশি সুবিধা ও কম খরচযুক্ত
Ο ঘ) কম সুবিধা ও বেশি খরচযুক্ত
সঠিক উত্তর: (গ)

১৪৫. তালুকদার কোম্পানি প্রতি মাসেই তাদের মুনাফার একটা নির্দিষ্ট অংশ শেয়অরহোল্ডারদের লভ্যাংশ হিসেবে প্রদান করে। কোম্পানিটি কেন এ অর্থ জমা না করে শেয়ারহোল্ডরদের মধ্যে বন্টন করে?
Ο ক) লভ্যাংশের প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত হওয়ায়
Ο খ) লভ্যাংশ দিলে শেয়ারের ব্যবহার বৃদ্ধি করতে
Ο গ) লভ্যাংশ দিলে সহজেই উদ্দেশ্য অর্জন হওয়ায়
Ο ঘ) লভ্যাংশ দিলে সরকার সহযোগিতা পাওয়ায়
সঠিক উত্তর: (ক)

১৪৬. প্রাপ্য বিল ও প্রদেয় বিল কোন অর্থসংস্থানের উৎস?
i স্বল্পমেয়াদি
ii মধ্যমেয়াদি
iii দীর্ঘমেয়াদি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৪৭. বড় অঙ্কের মোট মূলধনকে ছোট ছোট অংশে বিভক্ত করে শেয়ার হিসেবে বিক্রয় করে কোন ধরনের সংগঠন?
Ο ক) অংশীদরি ব্যবসায়
Ο খ) সমবায় সংগঠন
Ο গ) প্রাইভেট লিমিটেড কোম্পানি
Ο ঘ) পাবলিক লিমিটেড কোম্পানি
সঠিক উত্তর: (ঘ)

১৪৮. অর্থায়ন বলতে বোঝায়-
i তহবিল সংগ্রহ
ii তহবিল ব্যবস্থাপনা
iii তহবিলের বন্টন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৪৯. মুনাফার পরিমাণ সর্বোচ্চকরণে তহবিল উৎসের খরচ কীরূপ হওয়া আবশ্যক?
Ο ক) সর্বোচ্চ
Ο খ) ন্যূনতম
Ο গ) মধ্যম
Ο ঘ) নিম্নতম
সঠিক উত্তর: (খ)

১৫০. নিচের কোনটি স্বল্পমেয়াদি অর্থায়নের হাতিয়ার?
Ο ক) বাণিজ্যিক কাগজ
Ο খ) শেয়ার
Ο গ) বন্ড
Ο ঘ) মউচ্যুয়াল ফান্ড
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post