এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ২: অর্থায়নের উৎস (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ২: অর্থায়নের উৎস (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. অধিকাংশ ব্যবসায় প্রতিষ্ঠান তহবিলের কয়টি উৎস ব্যবহার করে থাকে?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)

৫২. কোনটি শেয়ারের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়?
Ο ক) ঋণ
Ο খ) শেয়ার
Ο গ) ঋণপত্র
Ο ঘ) বাণিজ্যিক পত্র
সঠিক উত্তর: (গ)

৫৩. অপ্রতিষ্ঠানিক তহবিলের উৎস কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (গ)

৫৪. ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থায়নের মূল সুবিধা কোনটি?
Ο ক) সুদের হার কম
Ο খ) ব্যবসায়ে লাভ না হলে সুদ দিতে হয় না
Ο গ) ইচ্ছে করলে সুদের হার কমানো যায়
Ο ঘ) দীর্ঘমেয়াদে সুদের হার স্থির থাকে
সঠিক উত্তর: (ঘ)

৫৫. বহি:স্ত তহবিলের উৎস কোনটি?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ
Ο খ) মালিকের মূলধন
Ο গ) লভ্যাংশ সমতাকরণ তহবিল
Ο ঘ) শেয়ার
সঠিক উত্তর: (ক)

৫৬. ব্যবসায়ীর একসাথে প্রচুর অর্থ বিনিয়োগের ঝুঁকি হতে রক্ষা পাওয়ার উপায় কোনটি?
Ο ক) যন্ত্রপাতি ক্রয় করা
Ο খ) বিল্ডিং ক্রয় করা
Ο গ) জমি ক্রয় করা
Ο ঘ) যন্ত্রপাতি ভাড়া নেওয়া
সঠিক উত্তর: (ঘ)

৫৭. অগ্রদূত লিমিটেড বাংলাদেশের স্বনামধন্য একটি কোম্পানি। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি অর্থ তহবিল করতে চায়। এক্ষেত্রে অন্যতম উৎস হলো-
i বাণিজ্যিক ব্যাংক
ii শেয়ার বিক্রয়
iii ঋণপত্র বিক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৫৮. কোন তহবিল ব্যবহার করে ব্যবসায় চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটানো হয়?
Ο ক) স্বল্পমেয়াদি তহবিল
Ο খ) মধ্যমেয়াদি তহবিল
Ο গ) দীর্ঘমেয়াদি তহবিল
Ο ঘ) অনির্দিষ্টমেয়াদি তহবিল
সঠিক উত্তর: (খ)

৫৯. ভূমি, শ্রম ও মূলধনের ব্যবহার ক্ষেত্রে কোথায়?
Ο ক) উৎপাদনে
Ο খ) বন্টনে
Ο গ) প্রত্যক্ষ সেবাদানে
Ο ঘ) উপযোগ সৃষ্টিতে
সঠিক উত্তর: (ক)

৬০. যৌতমূলধনি করবারের অভ্যন্তরীণ তহবিল হিসেবে বিবেচিত হয়-
Ο ক) নিজস্ব অর্থ
Ο খ) ব্যাংকের ঋণ
Ο গ) শেয়ার বিক্রয়ের অর্থ
Ο ঘ) বিশেষায়িত প্রতিষ্ঠানের ঋণ
সঠিক উত্তর: (গ)

৬১. “ SIBL’’ নামক একটি আর্থিক প্রতিষ্ঠান হতে বোরহান ৬ মাসের জন্যে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে তার স্টেশনারি দোকান শুরু করেছে। বোরহানের গৃহীত ঋণের সুদের হারের ক্ষেত্রে প্রযোজ্য উক্তি কোনটি?
Ο ক) অপেক্ষাকৃত কম হবে
Ο খ) তুলনামূলকভাবে বেশি হবে
Ο গ) সরকার কর্তৃক নির্ধারিত হবে
Ο ঘ) জহিরের চাহিদা অনুযায়ী নির্ধারিত হবে
সঠিক উত্তর: (খ)

৬২. অভ্যন্তরীণ তহবিলের উৎস কয় প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)

৬৩. মধ্যমেয়াদি ঋণের ধরণ-
i জামানতযুক্ত
ii জামানতবিহীন
iii ঝুঁকিবিহীন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬৪. কোনটি মধ্যমেয়াদি অর্থায়ন হিসেবে পরিগণিত?
Ο ক) ০-১ বছর মেয়াদের জন্যে সংগৃতীত তহবিল
Ο খ) ১-২ বছর মেয়াদের জন্যে সংগৃতীত তহবিল
Ο গ) ১-৩ বছর মেয়াদের জন্যে সংগৃতীত তহবিল
Ο ঘ) ১-৫ বছর মেয়াদের জন্যে সংগৃতীত তহবিল
সঠিক উত্তর: (ঘ)

৬৫. স্বল্পমেয়াদি ঋণমুক্ত উৎস হলো-
i বাকিতে পণ্য ক্রয়
ii বকেয় মজুরি
iii অগ্রিম বেতন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬৬. তহবিল সংগ্রহে দীর্ঘমেয়াদি উৎস হিসেবে ব্যবহার করা যায় কোনটি?
Ο ক) ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
Ο খ) প্রাপ্য বিল
Ο গ) বাকিতে ক্রয়
Ο ঘ) ডিবেঞ্চার ইস্যু
সঠিক উত্তর: (ঘ)

৬৭. রবিন ও তার সাত বন্ধুর গঠিত ব্যবসায়ে মূলধনের প্রয়োজন। কিন্তু তারা মূলধন সংগ্রহ নিয়ে উদ্বিগ্ন। কারণ তাদের কোম্পানিটির জন্যে অনিশ্চিত-
i ব্যাংক হতে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ
ii শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ
iii ডিবেঞ্চার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৬৮. নতনি কোম্পানির জন্যে কোনটি বিক্রয় করা অনিশ্চিত থাকে?
Ο ক) কাঁচামাল
Ο খ) উৎপাদিত পণ্য
Ο গ) ভূমি
Ο ঘ) শেয়ার
সঠিক উত্তর: (ঘ)

৬৯. যে কোনো প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা বিভিন্ন তহবিলের হিসেবে ব্যবহার করা যায়-
i মুনাফা থেকে ঋণের সুদ বাদ দেয়ার পর
ii সরকারকে প্রদেয় ট্যাক্স বাদ দেয়ার পর
iii মুনাফার একটি অংশ ভবিষ্যৎ তহবিলে জমা রাখার পর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৭০. লিজিং কোন অর্থায়নের অভিনব পদ্ধতি?
i স্বল্পমেয়াদি
ii মধ্যমেয়াদি
iii দীর্ঘমেয়াদি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (গ)

৭১. ব্যবসায় বিলুপ্ত না হওয়া পর্যন্ত পরিশোধের প্রয়োজন হয় না কোনটি?
Ο ক) ঋণ
Ο খ) ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
Ο গ) শেয়ার বিক্রয়লব্ধ অর্থ
Ο ঘ) ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ
সঠিক উত্তর: (গ)

৭২. প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস হতে তহবিল সংগ্রহ করাকে কী বলে?
Ο ক) অবন্টিত মুনাফা তহবিল
Ο খ) সঞ্চিতি তহবিল
Ο গ) বহিস্থ তহবিল
Ο ঘ) লভ্যাংশ সমতাকরণ তহবিল
সঠিক উত্তর: (গ)

৭৩. অর্জিত মুনাফা হতে ঋণের সুদ ও প্রদেয় ট্যাক্স বাদ দেওয়ার পর অতিরিক্ত অর্থ কী হিসেবে ব্যবহৃত হয়?
Ο ক) তহবিলে উৎস
Ο খ) অবন্টিত মুনাফা
Ο গ) সঞ্চিত তহবিল
Ο ঘ) লভ্যাংশ সমতায়ন
সঠিক উত্তর: (ক)

৭৪. অস্থাবর সম্পত্তি হলো-
i কাঁচামাল
ii বিক্রয়যোগ্য মালামাল
iii যন্ত্রপাতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৭৫. কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে বহিস্থ অর্থসংস্থান তহবিল সংগ্রহের প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়?
Ο ক) বৃহৎ প্রতিষ্ঠান
Ο খ) উৎপাদনমুখী প্রতিষ্ঠান
Ο গ) ক্ষুদ্র প্রতিষ্ঠান
Ο ঘ) সেবামূলক প্রতিষ্ঠন
সঠিক উত্তর: (গ)

৭৬. মেয়াদি বড় ঋণের উৎস-
i বাণিজ্যিক ব্যাংক
ii গ্রামিন ব্যাংক
iii বিমা কোম্পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৭৭. সংগঠনের ভিত্তিতে ব্যবসায় হতে পারে-
i একমালিকানা
ii অংশীদারি
iii যৌথ মুলধনি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৮. সোহেল সম্প্রতি নিউ মার্কেট একটি ফ্যাশন শপ চালু করেছে। সে কিছুদিন পর পরই গ্রাহকের চাহিদা অনুযায়ী নতুন নতনি আইটেম দোকানে নিয়ে আসে যার খরচও অনেক বেশি। সোহেলের অর্থসংস্থানের জন্যে সুবিধাজনক কোনটি?
Ο ক) নিজস্ব তহবিল
Ο খ) স্বল্পমেয়াদি উৎস
Ο গ) মধ্যমেয়াদি উৎস
Ο ঘ) দীর্ঘমেয়াদি উৎস
সঠিক উত্তর: (খ)

৭৯. ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে অবন্টিত মুনাফা একটি তহবিলে পৃথক করে রাখলে তাকে কী বলে?
Ο ক) অবন্টিত মুনাফা
Ο খ) সঞ্চিত তহবিল
Ο গ) লভ্যাংশ সমতাকরণ
Ο ঘ) বহিস্থ তহবিল
সঠিক উত্তর: (খ)

৮০. অধিক ব্যয় ও সময়ের প্রয়োজন হয়-
i স্বল্পমেয়াদি অর্থায়নে
ii মধ্যমেয়অদি অর্থায়নে
iii দীর্ঘমেয়াদি অর্থায়নে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৮১. উপার্জিত আয় হতে যাবতীয় খরচ বাদ দিলে কী পাওয়া যায়?
Ο ক) আয়
Ο খ) ব্যয়
Ο গ) লভ্যাংশ
Ο ঘ) মুনাফা
সঠিক উত্তর: (ঘ)

৮২. কখন ব্যাংকগুলো প্রতিষ্ঠানের আয়, সুনাম, স্থায়ী সম্পদ ইত্যাদি তথ্যাদি বিচার-বিশ্লেষণ করে থাকে?
Ο ক) দীর্ঘমেয়াদে ঋণ প্রদানের ক্ষেত্রে
Ο খ) স্বল্পমেয়াদে ঋণ প্রদানের ক্ষেত্রে
Ο গ) মধ্যমেয়াদে ঋণ প্রদানের ক্ষেত্রে
Ο ঘ) ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে
সঠিক উত্তর: (ক)

৮৩. বাণিজ্যিক পত্র বিক্রয়ের মাধ্যমে অর্থায়ন করতে পারে-
i বাণিজ্যিক ব্যাংক
ii বিমা কোম্পানি
iii পেনশন তহবিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৪. ক্ষুদ্র ঋণ ব্যবহার করা হয়-
i কুটির শিল্প ব্যবস্থাপনায়
ii কৃষি উপাদান ক্রয়ে
iii হ্যাচারী পরিচালনায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৫. বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হল-
i কৃষি ব্যাংক
ii শিল্প ব্যাংক
iii বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৬. ২ ১৭. ভবিষ্যত বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করা হয় কেন?
Ο ক) স্থায়ী খরচ নির্বাহের জন্যে
Ο খ) দৈনন্দিন খরচ নির্বাহের জন্যে
Ο গ) স্থায়ী সম্পদ অর্জনের জন্যে
Ο ঘ) নতুন খাতে বিনিয়োগের জন্যে
সঠিক উত্তর: (খ)

৮৭. অনেক সময় ব্যয় প্রক্রিয়া অনুসরণ করতে হয় নিচের কোন অর্থায়নের ক্ষেত্রে?
i স্বল্প
ii মধ্যম
iii দীর্ঘ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)

৮৮. স্বল্পমেয়াদি তহবিলের উৎস কোনটি?
Ο ক) প্রাতিষ্ঠানিক উৎস
Ο খ) মুনাফাভিত্তিক উৎস
Ο গ) মূলধনভিত্তিক উৎস
Ο ঘ) মালিকানাভিত্তিক উৎস
সঠিক উত্তর: (ক)

৮৯. গ্রাম্য মহাজনরা ঋণের ওপর সুদ গণনা করেন-
i দিন ভিত্তিক
ii সপ্তাহ ভিত্তিক
iii মাস ভিত্তিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯০. কোন ব্যাংক সুদের হার নির্ধারণ ও ঋণের চাহিদা বিচার-বিশ্লেষণ করে?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) কৃষি ব্যাংক
Ο গ) গ্রামিণ ব্যাংক
Ο ঘ) বাংলাদেশ ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)

৯১. স্বল্পমেয়াদি তহবিল উৎসের অন্তর্ভূক্ত হলো-
i প্রাপ্য বিল বাট্টাকরণ
ii প্রদেয় বিল
iii ক্ষুদ্র ঋণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iও iii
Ο গ) iiও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)

৯২. অস্থাবর সম্পত্তি বলতে-
i বিল্ডিং ফ্যাক্টরি
ii কাঁচামাল
iii বিক্রয়যোগ্য মালামাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৯৩. ক্রেতা নির্দিষ্ট সময় পরে বিক্রেতাকে অর্থ পরিশোধের যে অঙ্গীকার করে তাকে কী বলে?
Ο ক) চুক্তিপত্র
Ο খ) চালান
Ο গ) ভাউচার
Ο ঘ) বিনিময় বিল
সঠিক উত্তর: (ঘ)

৯৪. একটি প্রতিষ্ঠানের বেশিরভাগ অর্থায়ন কোন উৎস হতে আসে?
Ο ক) স্বল্পমেয়াদি
Ο খ) মধ্যমেয়াদি
Ο গ) দীর্ঘমেয়াদি
Ο ঘ) উচ্চমেয়াদি
সঠিক উত্তর: (ক)

৯৫. ব্যবসায় করার জন্য যে তহবিলের প্রয়োজন হয় তা সরবরাহ করাকে কী বলে?
Ο ক) অর্থায়ন
Ο খ) অর্থনীতি
Ο গ) ব্যবসায় অর্থায়ন
Ο ঘ) ব্যবসায় নীতি
সঠিক উত্তর: (গ)

৯৬. দীর্ঘমেয়াদি তহবিলের উৎস কত প্রকার?
Ο ক) ২
Ο খ) ৪
Ο গ) ৩
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (গ)

৯৭. সিয়াম একটি টেইলারিং দোকান প্রতিষ্ঠা করতে চায়। দোকানটির জন্যে সে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে পারে-
i গ্রাহকদের প্রদত্ত অনুদান থেকে
ii ঋণদাতা প্রতিষ্ঠান থেকে
iii নিজস্ব তহবিল থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৯৮. বিনিময় বিলের মেয়াদ সাধারণত কত দিন হয়?
Ο ক) ৩০ দিন
Ο খ) ৬০ দিন
Ο গ) ৯০ দিন
Ο ঘ) ১২০ দিন
সঠিক উত্তর: (গ)

৯৯. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানে তহবিলের কয়টি ভিন্ন উৎস থাকে?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)

১০০. মধ্যমেয়াদি অর্থায়নের উৎস হলো-
i বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান
ii আন্তর্জাতিক তহবিল
iii ক্ষুদ্র ঋণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও iii
Ο খ) i ও ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post