ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ২: অর্থায়নের উৎস (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ‘P’ গ্রুপ ২০১২ সাল হতে সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যৎ বিপদ মোকারিণা করার জন্যে মুনাফার একটি অংশ তহবিল আকারে জমা রাখবে । গ্রুপের জমকৃত তহবিলকে কী বলা যায়?
Ο ক) অবন্টিত মুনাফা
Ο খ) সঞ্চিতি তহবিল
Ο গ) লভ্যাংশ সমতাকরণ তহবিল
Ο ঘ) বিধিবদ্ধ রিজার্ভ
সঠিক উত্তর: (খ)
২. মূলধনী প্রতিষ্ঠান নয় কোনটি?
Ο ক) বিমা প্রতিষ্ঠান
Ο খ) বিনিয়োগ ব্যাংক
Ο গ) অবলেখক
Ο ঘ) ব্র্যাক
সঠিক উত্তর: (ঘ)
৩. পাবলিক লিমিটেড কোম্পানির প্রযোজ্য উক্তি হলো-
i মুনাফা না হলে লভ্যাংশ প্রদান করে না
ii ইচ্ছে করলে যে কোনো হারে লভ্যাংশ প্রদান করতে পারে
iii লভ্যাংশ প্রদান করতে সব সময় বাধ্য নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪. নিচের কোনটি দীর্ঘমেয়াদি তহবিলে উৎস?
Ο ক) বাণিজ্যিক পত্র
Ο খ) গ্রাম মহাজন
Ο গ) লিজিং
Ο ঘ) ক্ষুদ্র ঋণ
সঠিক উত্তর: (গ)
৫. বহিস্থ তহবিলের উৎসকোনটি?
Ο ক) বাণিজ্যিক ব্যাং প্রদত্ত ঋণ
Ο খ) মালিকের মূলধন
Ο গ) লভ্যাংশ সমতাকরণ তহবিল
Ο ঘ) শেয়ার
সঠিক উত্তর: (ক)
৬. মুনাফার পরিমাণকে সর্বোচ্চকরণে তহবিল উৎসের ব্যয় কীরূপ হওয়া অত্যাবশ্যক?
Ο ক) নূন্যতম
Ο খ) সর্বোচ্চ
Ο গ) স্বচ্ছতাপূর্ণ
Ο ঘ) মালিকানাভিত্তিক
সঠিক উত্তর: (ক)
৭. গ্রামের দরিদ্র ব্যক্তিদের স্বল্পমেয়াদে ঋণ প্রদান করে কারা?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) শিল্প ব্যাংক
Ο গ) বেসরকারি ব্যাংক
Ο ঘ) গ্রাম্য মহাজন
সঠিক উত্তর: (ঘ)
৮. আবির তার চালের ব্যবসায় আরও সম্প্রসারণের উদ্দেশ্যে মুন ব্যাংক হতে ২ বছরের জন্যে ১ লক্ষ টাকা ঋণ নিতে গেলে ব্যাংক কর্মকর্তা তাকে জামানত রাখতে বলেন।আবির জামানত হিসেবে ব্যবহার করতে পারে-
i মজুদ পণ্য
ii চলতি মূলধন
iii স্থায়ী সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯. কিসের বিপরীতে বলিজ্যিক ব্যাংকগুলো মধ্যমেয়াদি ঋণপ্রদান করে?
Ο ক) আমানত
Ο খ) জামানত
Ο গ) সম্পদ
Ο ঘ) দায়
সঠিক উত্তর: (খ)
১০. নিট মুনাফা পেতে হলে মোট মুনাফা থেকে-
i তহবিলের উৎস বাবদ খরচ বা ব্যয় বাদ দিতে হয়
ii সব আয় যোগ করতে হয়
iii কর বাদ দিতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১. লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির কী জড়িত থাকে?
Ο ক) স্বার্থ
Ο খ) অক্ষমতা
Ο গ) বিধিবিধান
Ο ঘ) সুনাম
সঠিক উত্তর: (ঘ)
১২. কোন ধরনের প্রতিষ্ঠান ‘চাহিবামাত্র প্রদেয় ঋণ’ স্বল্প খরচে ব্যবহার করতে পাবে?
Ο ক) যাদের অর্থায়নের বিকল্প উৎস আছে
Ο খ) যাদের অর্থায়নে বিকল্প উৎস নেই
Ο গ) যাদের বাজারে সুনাম আছে
Ο ঘ) যাদের প্রচুর পরিমানে মূলধন আছে
সঠিক উত্তর: (ক)
১৩. বড় আকারের ক্রয়ের ক্ষেত্রে নিচের কোনটি অর্থায়নের উৎস?
Ο ক) ক্রেতা হতে অগ্রিম গ্রহণ
Ο খ) নিজস্ব সম্পদ
Ο গ) সঞ্চয়
Ο ঘ) লিজিং
সঠিক উত্তর: (ঘ)
১৪. ঋণের মাধ্যৗমে দীর্ঘমেয়াদি তহবিল গৃহীত হলে কীভাবে বিবেচিত হয়?
Ο ক) কিস্তিতে
Ο খ) চুক্তি অনুসারে
Ο গ) একবারে
Ο ঘ) সুদসহ আসল একসঙ্গে
সঠিক উত্তর: (ক)
১৫. ১ রায়হান একটি উৎপাদন মুখী কারখানা স্থাপনা করতে চান। তিনি একসাথে প্রচুর অর্থ বিনিয়োগের ঝুঁকি হতে রক্ষা পেতে পারেন-
i মূল্যবান মেশিনারীজ লিজ হিসেবে গ্রহণ করে
ii বাকিতে পণ্য ক্রয় করে
iii বিল্ডিং অথবা জমি ক্রয়ের পরিবর্তে ভাড়া নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬. তহবিল সংগ্রহের উৎস নির্বাচনে সব ধরনের সংগঠনের জন্য প্রযোজ্য কোনটি/?
Ο ক) নিজস্ব সঞ্চয়
Ο খ) জমাতিরিক্ত ইত্তোলন
Ο গ) শেয়ার ইস্যু
Ο ঘ) ঋণ ইস্যু
সঠিক উত্তর: (খ)
১৭. ঋণপত্রের বৈশিষ্ট্য হলো-
i এতে সুদের হার নির্দিষ্ট থাকে
ii ঋণগ্রহীতা সুদ দিতে বাধ্য থাকে
iii ৫ বছর থেকে দীর্ঘমেয়াদি সময়ের জন্যে ঋণ নেয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮. কোনো বছর মুনাফার পরিমাণ কম হলে কী করা হয়?
Ο ক) লভ্যাংশ ঘোষিত হয়
Ο খ) উৎপাদন ব্যয় হ্রাস করা হয়
Ο গ) লভ্যাংশ ঘোষিত হয় না
Ο ঘ) উৎপাদন বন্ধ রাখা হয়
সঠিক উত্তর: (গ)
১৯. স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস কয় প্রকার?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)
২০. স্বল্পমেয়াদ বলতে কী বোঝায়?
Ο ক) এক মাসের কম সময়
Ο খ) এক বছরের কম সময়
Ο গ) এক যুগের কম সময়
Ο ঘ) এক সপ্তাহের কম সময়
সঠিক উত্তর: (খ)
২১. প্রাতিষ্ঠানিক তহবিলের উৎস কত প্রকার?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (গ)
২২. বাণিজ্যিক পত্র এর ইংরেজি প্রতিশব্দ কী?
Ο ক) Commerce Paper
Ο খ) Business Paper
Ο গ) Commercial Paper
Ο ঘ) Official Paper
সঠিক উত্তর: (গ)
২৩. কোন ঋণল ক্ষুদ্র ও কুটির শিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণের নিমিত্তে প্রদান করা হয়?
Ο ক) ক্ষুদ্র ঋণ
Ο খ) মাঝারি ঋণ
Ο গ) বৃহৎ ঋণ
Ο ঘ) দীর্ঘমেয়াদি ঋণ
সঠিক উত্তর: (ক)
২৪. গ্রহীতার মেয়াদান্তে বাধ্যতামূলকভাবে-
i সুদের অর্থ পরিশোধ করতে হয়
ii কিস্তির অর্থ পরিশোধ করতে হয়
iii আসল অর্থ পরিশোধ করতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫. বড় অঙ্কের ঋণ ছোট ছোট অংশে বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিলকে কী বলে?
Ο ক) ঋণ
Ο খ) শেয়ার
Ο গ) ঋণপত্র
Ο ঘ) বাণিজ্যিক পত্র
সঠিক উত্তর: (গ)
২৬. নিজস্ব সঞ্চয়,ব্যবসায় মুনাফা ও আত্মীয়-স্বজন থেকে গৃহীত ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করে-
i একমালিকানা ব্যবসায়
ii অংশীদারি ব্যবসায়
iii যৌথ মূলধনী সংগঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i,ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭. বেশিরভাগ ব্যবসায় প্রতিষ্ঠা সাধারণত তহবিলের কয়টি উৎস ব্যবহার করে থাকে?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
২৮. অর্থায়নের বিভিন্ন উৎস রয়েছে। এর মধ্যে দীর্ঘমেয়াদি ঋণ ও শেয়ার ইস্যু প্রযোজ্য কোন ক্ষেত্রে?
Ο ক) একমালিকানা ব্যবসায়ের
Ο খ) অংশীদারি ব্যবসায়ের
Ο গ) কোম্পানির
Ο ঘ) যেকোনো ব্যবসায়ের
সঠিক উত্তর: (গ)
২৯. বড় ব্যবসায় প্রতিষ্ঠান কীভাবে ব্যবসায়ের অর্থসংস্থান করে?
Ο ক) শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে
Ο খ) পণ্য বিক্রয় করে
Ο গ) নিজস্ব তহবিল হতে
Ο ঘ) স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ করে
সঠিক উত্তর: (ক)
৩০. উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করে কে?
Ο ক) সরকার
Ο খ) শেয়ারহোল্ডার
Ο গ) ঋণদাতা
Ο ঘ) ব্যবসায় প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ঘ)
৩১. অভ্যন্তরীণ তহবিল উৎসকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৩২. অভ্যন্তরীণ তহবিলের উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)
৩৩. কোনটি স্বল্পমেয়াদি অর্থায়নের একটি উৎস?
Ο ক) প্রদেয় বিল
Ο খ) প্রাপ্য বিল
Ο গ) ঋণপত্র
Ο ঘ) লিজিং
সঠিক উত্তর: (ক)
৩৪. কীভাবে একটি প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করে?
Ο ক) বিভিন্ন উৎসের মধ্যে তুলনা করে
Ο খ) আয়-ব্যয়ের মধ্যে সমন্বয় করে
Ο গ) অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস থেকে
Ο ঘ) অর্থায়নের স্বল্পমেয়াদি উৎস থেকে
সঠিক উত্তর: (ক)
৩৫. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের তহবিলের উস হচ্ছে-
i মালিকপক্ষ
ii শেয়ার
iii ঋণদাতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৬. বহিস্থ তহবিল বলতে বোঝায়-
i প্রতিষ্ঠনের বাইরে কোনো উৎস
ii প্রতিষ্ঠানের ভিতরের কোনো উৎস
iii প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানক যে কোনো উৎস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৭. তহবিলের উৎস হিসেবে স্বল্পমেয়াদি ঋণ ব্যবহৃত হয়-
i কাঁচামাল ক্রয়ে
ii মজুরি প্রদানে
iii বাড়ি ভাড়া প্রদানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮. অস্থাবর সম্পত্তি-
i বিল্ডিং, ফ্যাক্টরি
ii কাঁচামাল
iii বিক্রয় যোগ্য মালামাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৯. GT লিমিটেড বাংলাদেশের স্বনামধন্য একটি পাবলিক লিমিটেড কোম্পানি। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি তহবিল গঠন করতে চায়। এক্ষেত্রে অন্যতম উৎস হবে-
i ব্যবসায় ঋণ
ii শেয়ার বিক্রয়
iii ঋণপত্র বিক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪০. সাধারণত এক বছরের অধিক পাঁচ থেকে সাত বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে কী বলা হয়?
Ο ক) স্বল্পমেয়াদি অর্থায়ন
Ο খ) মধ্যমেয়াদি অর্থায়ন
Ο গ) দীর্ঘমেয়াদি অর্থায়ন
Ο ঘ) মধ্যমেয়াদি অর্থায়ন
সঠিক উত্তর: (খ)
৪১. কোন মেয়াদি অর্থসংস্থানের জন্য মজুত পণ্য ব্যবহার করা যায়?
Ο ক) স্বল্পমেয়াদি
Ο খ) দীর্ঘমেয়াদি
Ο গ) মধ্যমেয়াদি
Ο ঘ) স্বল্পমধ্যমেয়াদি
সঠিক উত্তর: (ক)
৪২. পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস-
Ο ক) সম্পত্তি বিক্রয়
Ο খ) সম্পত্তি বন্ধক
Ο গ) ঋণ গ্রহণ
Ο ঘ) শেয়ার বিক্রয়
সঠিক উত্তর: (ঘ)
৪৩. কোনটি অংশীদারি ব্যবসায়ের মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস?
Ο ক) ব্যাংক ঋণ গ্রহণ
Ο খ) লভ্যাংশ সমতাকরণ তহলিব
Ο গ) অংশীদারের অর্জিত মুনাফা
Ο ঘ) অংশীদারদের বিনিয়োগকৃত অর্থ
সঠিক উত্তর: (ঘ)
৪৪. বিমা প্রতিষ্ঠান এক প্রকার-
i মূলধন প্রতিষ্ঠান
ii বাণিজ্যিক প্রতিষ্ঠান
iii সেবামূলক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৫. জনাব সালাম তার চামড়া উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্যে অর্থের প্রয়োজন হলে বিক্রয়যোগ্য চামড়া বন্ধক রেখে রুপা ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নেন। শ্রেণিবিভাগ অনুসারে বন্ধকি সম্পত্তিটি কোন ধরনের-
Ο ক) স্থাবর সম্পত্তি
Ο খ) অস্থাবর সম্পত্তি
Ο গ) অদৃশ্যমান সম্পত্তি
Ο ঘ) স্পর্শনীয় সম্পত্তি
সঠিক উত্তর: (খ)
৪৬. দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংক বিবেচনা করে থাকে-
i প্রতষ্ঠানের আয়
ii পরিচালনা পদ্ধতি
iii স্থায়ী সম্পদের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৭. সায়মন সাহেব একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করতে চান। উক্ত ব্যবসায় সুষ্ঠভাবে পরিচালনার জন্য তাকে অর্থায়ন ব্যবস্থাপনায় কীরূপ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করতে হবে?
Ο ক) স্বল্পমেয়াদি তহবিল গঠন
Ο খ) দীর্ঘমেয়াদি তহবিল গঠন
Ο গ) মধ্যমেয়াদি তহবিল গঠন
Ο ঘ) তহবিলের উৎস নির্বাচন
সঠিক উত্তর: (ঘ)
৪৮. সোহেল তার নার্সারি ব্যবসায়ের জন্যে জয়তা ব্যাংক হতে ৩ বছরের জন্যে ৫০ হাজার টাকা ঋণ নেয়। সোহেল ঋণের মাধ্যমে কোন ধরনের অর্থসংস্থান করেছেন?
Ο ক) মধ্যমেয়াদি অর্থসংস্থান
Ο খ) অভ্যন্তরীণ অর্থসংস্থান
Ο গ) স্বল্পমেয়াদি অর্থসংস্থান
Ο ঘ) মুনাফা ভিত্তিক অর্থসংস্থান
সঠিক উত্তর: (ক)
৪৯. রসুলপুর গ্রামের ব্যবসায়ীরা চাড়া সুদের বিনিময়ে মহাজনদের কাছ থেকে ব্যবসায়ের প্রয়োজনে বিভিন্ন অংকের ঋণ নেয়।এ গ্রামের ব্যবসায়ীরা কোন ধরনের উৎস হতে অর্থায়ন করে?
Ο ক) প্রাতিষ্ঠানিক উৎস
Ο খ) অপ্রাতিষ্ঠানিক উৎস
Ο গ) অভ্যন্তরীণ উৎস
Ο ঘ) আর্থিক প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (খ)
৫০. স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস হলো-
i প্রাতিষ্ঠানিক
ii অপ্রাতিষ্ঠানিক
iii মুনাফাভিত্তিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও iii
Ο খ) ii ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ‘P’ গ্রুপ ২০১২ সাল হতে সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যৎ বিপদ মোকারিণা করার জন্যে মুনাফার একটি অংশ তহবিল আকারে জমা রাখবে । গ্রুপের জমকৃত তহবিলকে কী বলা যায়?
Ο ক) অবন্টিত মুনাফা
Ο খ) সঞ্চিতি তহবিল
Ο গ) লভ্যাংশ সমতাকরণ তহবিল
Ο ঘ) বিধিবদ্ধ রিজার্ভ
সঠিক উত্তর: (খ)
২. মূলধনী প্রতিষ্ঠান নয় কোনটি?
Ο ক) বিমা প্রতিষ্ঠান
Ο খ) বিনিয়োগ ব্যাংক
Ο গ) অবলেখক
Ο ঘ) ব্র্যাক
সঠিক উত্তর: (ঘ)
৩. পাবলিক লিমিটেড কোম্পানির প্রযোজ্য উক্তি হলো-
i মুনাফা না হলে লভ্যাংশ প্রদান করে না
ii ইচ্ছে করলে যে কোনো হারে লভ্যাংশ প্রদান করতে পারে
iii লভ্যাংশ প্রদান করতে সব সময় বাধ্য নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪. নিচের কোনটি দীর্ঘমেয়াদি তহবিলে উৎস?
Ο ক) বাণিজ্যিক পত্র
Ο খ) গ্রাম মহাজন
Ο গ) লিজিং
Ο ঘ) ক্ষুদ্র ঋণ
সঠিক উত্তর: (গ)
৫. বহিস্থ তহবিলের উৎসকোনটি?
Ο ক) বাণিজ্যিক ব্যাং প্রদত্ত ঋণ
Ο খ) মালিকের মূলধন
Ο গ) লভ্যাংশ সমতাকরণ তহবিল
Ο ঘ) শেয়ার
সঠিক উত্তর: (ক)
৬. মুনাফার পরিমাণকে সর্বোচ্চকরণে তহবিল উৎসের ব্যয় কীরূপ হওয়া অত্যাবশ্যক?
Ο ক) নূন্যতম
Ο খ) সর্বোচ্চ
Ο গ) স্বচ্ছতাপূর্ণ
Ο ঘ) মালিকানাভিত্তিক
সঠিক উত্তর: (ক)
৭. গ্রামের দরিদ্র ব্যক্তিদের স্বল্পমেয়াদে ঋণ প্রদান করে কারা?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) শিল্প ব্যাংক
Ο গ) বেসরকারি ব্যাংক
Ο ঘ) গ্রাম্য মহাজন
সঠিক উত্তর: (ঘ)
৮. আবির তার চালের ব্যবসায় আরও সম্প্রসারণের উদ্দেশ্যে মুন ব্যাংক হতে ২ বছরের জন্যে ১ লক্ষ টাকা ঋণ নিতে গেলে ব্যাংক কর্মকর্তা তাকে জামানত রাখতে বলেন।আবির জামানত হিসেবে ব্যবহার করতে পারে-
i মজুদ পণ্য
ii চলতি মূলধন
iii স্থায়ী সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯. কিসের বিপরীতে বলিজ্যিক ব্যাংকগুলো মধ্যমেয়াদি ঋণপ্রদান করে?
Ο ক) আমানত
Ο খ) জামানত
Ο গ) সম্পদ
Ο ঘ) দায়
সঠিক উত্তর: (খ)
১০. নিট মুনাফা পেতে হলে মোট মুনাফা থেকে-
i তহবিলের উৎস বাবদ খরচ বা ব্যয় বাদ দিতে হয়
ii সব আয় যোগ করতে হয়
iii কর বাদ দিতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১. লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির কী জড়িত থাকে?
Ο ক) স্বার্থ
Ο খ) অক্ষমতা
Ο গ) বিধিবিধান
Ο ঘ) সুনাম
সঠিক উত্তর: (ঘ)
১২. কোন ধরনের প্রতিষ্ঠান ‘চাহিবামাত্র প্রদেয় ঋণ’ স্বল্প খরচে ব্যবহার করতে পাবে?
Ο ক) যাদের অর্থায়নের বিকল্প উৎস আছে
Ο খ) যাদের অর্থায়নে বিকল্প উৎস নেই
Ο গ) যাদের বাজারে সুনাম আছে
Ο ঘ) যাদের প্রচুর পরিমানে মূলধন আছে
সঠিক উত্তর: (ক)
১৩. বড় আকারের ক্রয়ের ক্ষেত্রে নিচের কোনটি অর্থায়নের উৎস?
Ο ক) ক্রেতা হতে অগ্রিম গ্রহণ
Ο খ) নিজস্ব সম্পদ
Ο গ) সঞ্চয়
Ο ঘ) লিজিং
সঠিক উত্তর: (ঘ)
১৪. ঋণের মাধ্যৗমে দীর্ঘমেয়াদি তহবিল গৃহীত হলে কীভাবে বিবেচিত হয়?
Ο ক) কিস্তিতে
Ο খ) চুক্তি অনুসারে
Ο গ) একবারে
Ο ঘ) সুদসহ আসল একসঙ্গে
সঠিক উত্তর: (ক)
১৫. ১ রায়হান একটি উৎপাদন মুখী কারখানা স্থাপনা করতে চান। তিনি একসাথে প্রচুর অর্থ বিনিয়োগের ঝুঁকি হতে রক্ষা পেতে পারেন-
i মূল্যবান মেশিনারীজ লিজ হিসেবে গ্রহণ করে
ii বাকিতে পণ্য ক্রয় করে
iii বিল্ডিং অথবা জমি ক্রয়ের পরিবর্তে ভাড়া নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬. তহবিল সংগ্রহের উৎস নির্বাচনে সব ধরনের সংগঠনের জন্য প্রযোজ্য কোনটি/?
Ο ক) নিজস্ব সঞ্চয়
Ο খ) জমাতিরিক্ত ইত্তোলন
Ο গ) শেয়ার ইস্যু
Ο ঘ) ঋণ ইস্যু
সঠিক উত্তর: (খ)
১৭. ঋণপত্রের বৈশিষ্ট্য হলো-
i এতে সুদের হার নির্দিষ্ট থাকে
ii ঋণগ্রহীতা সুদ দিতে বাধ্য থাকে
iii ৫ বছর থেকে দীর্ঘমেয়াদি সময়ের জন্যে ঋণ নেয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮. কোনো বছর মুনাফার পরিমাণ কম হলে কী করা হয়?
Ο ক) লভ্যাংশ ঘোষিত হয়
Ο খ) উৎপাদন ব্যয় হ্রাস করা হয়
Ο গ) লভ্যাংশ ঘোষিত হয় না
Ο ঘ) উৎপাদন বন্ধ রাখা হয়
সঠিক উত্তর: (গ)
১৯. স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস কয় প্রকার?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)
২০. স্বল্পমেয়াদ বলতে কী বোঝায়?
Ο ক) এক মাসের কম সময়
Ο খ) এক বছরের কম সময়
Ο গ) এক যুগের কম সময়
Ο ঘ) এক সপ্তাহের কম সময়
সঠিক উত্তর: (খ)
২১. প্রাতিষ্ঠানিক তহবিলের উৎস কত প্রকার?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (গ)
২২. বাণিজ্যিক পত্র এর ইংরেজি প্রতিশব্দ কী?
Ο ক) Commerce Paper
Ο খ) Business Paper
Ο গ) Commercial Paper
Ο ঘ) Official Paper
সঠিক উত্তর: (গ)
২৩. কোন ঋণল ক্ষুদ্র ও কুটির শিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণের নিমিত্তে প্রদান করা হয়?
Ο ক) ক্ষুদ্র ঋণ
Ο খ) মাঝারি ঋণ
Ο গ) বৃহৎ ঋণ
Ο ঘ) দীর্ঘমেয়াদি ঋণ
সঠিক উত্তর: (ক)
২৪. গ্রহীতার মেয়াদান্তে বাধ্যতামূলকভাবে-
i সুদের অর্থ পরিশোধ করতে হয়
ii কিস্তির অর্থ পরিশোধ করতে হয়
iii আসল অর্থ পরিশোধ করতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫. বড় অঙ্কের ঋণ ছোট ছোট অংশে বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিলকে কী বলে?
Ο ক) ঋণ
Ο খ) শেয়ার
Ο গ) ঋণপত্র
Ο ঘ) বাণিজ্যিক পত্র
সঠিক উত্তর: (গ)
২৬. নিজস্ব সঞ্চয়,ব্যবসায় মুনাফা ও আত্মীয়-স্বজন থেকে গৃহীত ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করে-
i একমালিকানা ব্যবসায়
ii অংশীদারি ব্যবসায়
iii যৌথ মূলধনী সংগঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i,ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭. বেশিরভাগ ব্যবসায় প্রতিষ্ঠা সাধারণত তহবিলের কয়টি উৎস ব্যবহার করে থাকে?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
২৮. অর্থায়নের বিভিন্ন উৎস রয়েছে। এর মধ্যে দীর্ঘমেয়াদি ঋণ ও শেয়ার ইস্যু প্রযোজ্য কোন ক্ষেত্রে?
Ο ক) একমালিকানা ব্যবসায়ের
Ο খ) অংশীদারি ব্যবসায়ের
Ο গ) কোম্পানির
Ο ঘ) যেকোনো ব্যবসায়ের
সঠিক উত্তর: (গ)
২৯. বড় ব্যবসায় প্রতিষ্ঠান কীভাবে ব্যবসায়ের অর্থসংস্থান করে?
Ο ক) শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে
Ο খ) পণ্য বিক্রয় করে
Ο গ) নিজস্ব তহবিল হতে
Ο ঘ) স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ করে
সঠিক উত্তর: (ক)
৩০. উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করে কে?
Ο ক) সরকার
Ο খ) শেয়ারহোল্ডার
Ο গ) ঋণদাতা
Ο ঘ) ব্যবসায় প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ঘ)
৩১. অভ্যন্তরীণ তহবিল উৎসকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৩২. অভ্যন্তরীণ তহবিলের উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)
৩৩. কোনটি স্বল্পমেয়াদি অর্থায়নের একটি উৎস?
Ο ক) প্রদেয় বিল
Ο খ) প্রাপ্য বিল
Ο গ) ঋণপত্র
Ο ঘ) লিজিং
সঠিক উত্তর: (ক)
৩৪. কীভাবে একটি প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করে?
Ο ক) বিভিন্ন উৎসের মধ্যে তুলনা করে
Ο খ) আয়-ব্যয়ের মধ্যে সমন্বয় করে
Ο গ) অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস থেকে
Ο ঘ) অর্থায়নের স্বল্পমেয়াদি উৎস থেকে
সঠিক উত্তর: (ক)
৩৫. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের তহবিলের উস হচ্ছে-
i মালিকপক্ষ
ii শেয়ার
iii ঋণদাতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৬. বহিস্থ তহবিল বলতে বোঝায়-
i প্রতিষ্ঠনের বাইরে কোনো উৎস
ii প্রতিষ্ঠানের ভিতরের কোনো উৎস
iii প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানক যে কোনো উৎস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৭. তহবিলের উৎস হিসেবে স্বল্পমেয়াদি ঋণ ব্যবহৃত হয়-
i কাঁচামাল ক্রয়ে
ii মজুরি প্রদানে
iii বাড়ি ভাড়া প্রদানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮. অস্থাবর সম্পত্তি-
i বিল্ডিং, ফ্যাক্টরি
ii কাঁচামাল
iii বিক্রয় যোগ্য মালামাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৯. GT লিমিটেড বাংলাদেশের স্বনামধন্য একটি পাবলিক লিমিটেড কোম্পানি। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি তহবিল গঠন করতে চায়। এক্ষেত্রে অন্যতম উৎস হবে-
i ব্যবসায় ঋণ
ii শেয়ার বিক্রয়
iii ঋণপত্র বিক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪০. সাধারণত এক বছরের অধিক পাঁচ থেকে সাত বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে কী বলা হয়?
Ο ক) স্বল্পমেয়াদি অর্থায়ন
Ο খ) মধ্যমেয়াদি অর্থায়ন
Ο গ) দীর্ঘমেয়াদি অর্থায়ন
Ο ঘ) মধ্যমেয়াদি অর্থায়ন
সঠিক উত্তর: (খ)
৪১. কোন মেয়াদি অর্থসংস্থানের জন্য মজুত পণ্য ব্যবহার করা যায়?
Ο ক) স্বল্পমেয়াদি
Ο খ) দীর্ঘমেয়াদি
Ο গ) মধ্যমেয়াদি
Ο ঘ) স্বল্পমধ্যমেয়াদি
সঠিক উত্তর: (ক)
৪২. পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস-
Ο ক) সম্পত্তি বিক্রয়
Ο খ) সম্পত্তি বন্ধক
Ο গ) ঋণ গ্রহণ
Ο ঘ) শেয়ার বিক্রয়
সঠিক উত্তর: (ঘ)
৪৩. কোনটি অংশীদারি ব্যবসায়ের মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস?
Ο ক) ব্যাংক ঋণ গ্রহণ
Ο খ) লভ্যাংশ সমতাকরণ তহলিব
Ο গ) অংশীদারের অর্জিত মুনাফা
Ο ঘ) অংশীদারদের বিনিয়োগকৃত অর্থ
সঠিক উত্তর: (ঘ)
৪৪. বিমা প্রতিষ্ঠান এক প্রকার-
i মূলধন প্রতিষ্ঠান
ii বাণিজ্যিক প্রতিষ্ঠান
iii সেবামূলক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৫. জনাব সালাম তার চামড়া উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্যে অর্থের প্রয়োজন হলে বিক্রয়যোগ্য চামড়া বন্ধক রেখে রুপা ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নেন। শ্রেণিবিভাগ অনুসারে বন্ধকি সম্পত্তিটি কোন ধরনের-
Ο ক) স্থাবর সম্পত্তি
Ο খ) অস্থাবর সম্পত্তি
Ο গ) অদৃশ্যমান সম্পত্তি
Ο ঘ) স্পর্শনীয় সম্পত্তি
সঠিক উত্তর: (খ)
৪৬. দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংক বিবেচনা করে থাকে-
i প্রতষ্ঠানের আয়
ii পরিচালনা পদ্ধতি
iii স্থায়ী সম্পদের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৭. সায়মন সাহেব একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করতে চান। উক্ত ব্যবসায় সুষ্ঠভাবে পরিচালনার জন্য তাকে অর্থায়ন ব্যবস্থাপনায় কীরূপ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করতে হবে?
Ο ক) স্বল্পমেয়াদি তহবিল গঠন
Ο খ) দীর্ঘমেয়াদি তহবিল গঠন
Ο গ) মধ্যমেয়াদি তহবিল গঠন
Ο ঘ) তহবিলের উৎস নির্বাচন
সঠিক উত্তর: (ঘ)
৪৮. সোহেল তার নার্সারি ব্যবসায়ের জন্যে জয়তা ব্যাংক হতে ৩ বছরের জন্যে ৫০ হাজার টাকা ঋণ নেয়। সোহেল ঋণের মাধ্যমে কোন ধরনের অর্থসংস্থান করেছেন?
Ο ক) মধ্যমেয়াদি অর্থসংস্থান
Ο খ) অভ্যন্তরীণ অর্থসংস্থান
Ο গ) স্বল্পমেয়াদি অর্থসংস্থান
Ο ঘ) মুনাফা ভিত্তিক অর্থসংস্থান
সঠিক উত্তর: (ক)
৪৯. রসুলপুর গ্রামের ব্যবসায়ীরা চাড়া সুদের বিনিময়ে মহাজনদের কাছ থেকে ব্যবসায়ের প্রয়োজনে বিভিন্ন অংকের ঋণ নেয়।এ গ্রামের ব্যবসায়ীরা কোন ধরনের উৎস হতে অর্থায়ন করে?
Ο ক) প্রাতিষ্ঠানিক উৎস
Ο খ) অপ্রাতিষ্ঠানিক উৎস
Ο গ) অভ্যন্তরীণ উৎস
Ο ঘ) আর্থিক প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (খ)
৫০. স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস হলো-
i প্রাতিষ্ঠানিক
ii অপ্রাতিষ্ঠানিক
iii মুনাফাভিত্তিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও iii
Ο খ) ii ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Finance