এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ২: অর্থায়নের উৎস (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ২: অর্থায়নের উৎস (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. ‘P’ গ্রুপ ২০১২ সাল হতে সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যৎ বিপদ মোকারিণা করার জন্যে মুনাফার একটি অংশ তহবিল আকারে জমা রাখবে । গ্রুপের জমকৃত তহবিলকে কী বলা যায়?
Ο ক) অবন্টিত মুনাফা
Ο খ) সঞ্চিতি তহবিল
Ο গ) লভ্যাংশ সমতাকরণ তহবিল
Ο ঘ) বিধিবদ্ধ রিজার্ভ
সঠিক উত্তর: (খ)

২. মূলধনী প্রতিষ্ঠান নয় কোনটি?
Ο ক) বিমা প্রতিষ্ঠান
Ο খ) বিনিয়োগ ব্যাংক
Ο গ) অবলেখক
Ο ঘ) ব্র্যাক
সঠিক উত্তর: (ঘ)

৩. পাবলিক লিমিটেড কোম্পানির প্রযোজ্য উক্তি হলো-
i মুনাফা না হলে লভ্যাংশ প্রদান করে না
ii ইচ্ছে করলে যে কোনো হারে লভ্যাংশ প্রদান করতে পারে
iii লভ্যাংশ প্রদান করতে সব সময় বাধ্য নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪. নিচের কোনটি দীর্ঘমেয়াদি তহবিলে উৎস?
Ο ক) বাণিজ্যিক পত্র
Ο খ) গ্রাম মহাজন
Ο গ) লিজিং
Ο ঘ) ক্ষুদ্র ঋণ
সঠিক উত্তর: (গ)

৫. বহিস্থ তহবিলের উৎসকোনটি?
Ο ক) বাণিজ্যিক ব্যাং প্রদত্ত ঋণ
Ο খ) মালিকের মূলধন
Ο গ) লভ্যাংশ সমতাকরণ তহবিল
Ο ঘ) শেয়ার
সঠিক উত্তর: (ক)

৬. মুনাফার পরিমাণকে সর্বোচ্চকরণে তহবিল উৎসের ব্যয় কীরূপ হওয়া অত্যাবশ্যক?
Ο ক) নূন্যতম
Ο খ) সর্বোচ্চ
Ο গ) স্বচ্ছতাপূর্ণ
Ο ঘ) মালিকানাভিত্তিক
সঠিক উত্তর: (ক)

৭. গ্রামের দরিদ্র ব্যক্তিদের স্বল্পমেয়াদে ঋণ প্রদান করে কারা?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) শিল্প ব্যাংক
Ο গ) বেসরকারি ব্যাংক
Ο ঘ) গ্রাম্য মহাজন
সঠিক উত্তর: (ঘ)

৮. আবির তার চালের ব্যবসায় আরও সম্প্রসারণের উদ্দেশ্যে মুন ব্যাংক হতে ২ বছরের জন্যে ১ লক্ষ টাকা ঋণ নিতে গেলে ব্যাংক কর্মকর্তা তাকে জামানত রাখতে বলেন।আবির জামানত হিসেবে ব্যবহার করতে পারে-
i মজুদ পণ্য
ii চলতি মূলধন
iii স্থায়ী সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯. কিসের বিপরীতে বলিজ্যিক ব্যাংকগুলো মধ্যমেয়াদি ঋণপ্রদান করে?
Ο ক) আমানত
Ο খ) জামানত
Ο গ) সম্পদ
Ο ঘ) দায়
সঠিক উত্তর: (খ)

১০. নিট মুনাফা পেতে হলে মোট মুনাফা থেকে-
i তহবিলের উৎস বাবদ খরচ বা ব্যয় বাদ দিতে হয়
ii সব আয় যোগ করতে হয়
iii কর বাদ দিতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১১. লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির কী জড়িত থাকে?
Ο ক) স্বার্থ
Ο খ) অক্ষমতা
Ο গ) বিধিবিধান
Ο ঘ) সুনাম
সঠিক উত্তর: (ঘ)

১২. কোন ধরনের প্রতিষ্ঠান ‘চাহিবামাত্র প্রদেয় ঋণ’ স্বল্প খরচে ব্যবহার করতে পাবে?
Ο ক) যাদের অর্থায়নের বিকল্প উৎস আছে
Ο খ) যাদের অর্থায়নে বিকল্প উৎস নেই
Ο গ) যাদের বাজারে সুনাম আছে
Ο ঘ) যাদের প্রচুর পরিমানে মূলধন আছে
সঠিক উত্তর: (ক)

১৩. বড় আকারের ক্রয়ের ক্ষেত্রে নিচের কোনটি অর্থায়নের উৎস?
Ο ক) ক্রেতা হতে অগ্রিম গ্রহণ
Ο খ) নিজস্ব সম্পদ
Ο গ) সঞ্চয়
Ο ঘ) লিজিং
সঠিক উত্তর: (ঘ)

১৪. ঋণের মাধ্যৗমে দীর্ঘমেয়াদি তহবিল গৃহীত হলে কীভাবে বিবেচিত হয়?
Ο ক) কিস্তিতে
Ο খ) চুক্তি অনুসারে
Ο গ) একবারে
Ο ঘ) সুদসহ আসল একসঙ্গে
সঠিক উত্তর: (ক)

১৫. ১ রায়হান একটি উৎপাদন মুখী কারখানা স্থাপনা করতে চান। তিনি একসাথে প্রচুর অর্থ বিনিয়োগের ঝুঁকি হতে রক্ষা পেতে পারেন-
i মূল্যবান মেশিনারীজ লিজ হিসেবে গ্রহণ করে
ii বাকিতে পণ্য ক্রয় করে
iii বিল্ডিং অথবা জমি ক্রয়ের পরিবর্তে ভাড়া নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৬. তহবিল সংগ্রহের উৎস নির্বাচনে সব ধরনের সংগঠনের জন্য প্রযোজ্য কোনটি/?
Ο ক) নিজস্ব সঞ্চয়
Ο খ) জমাতিরিক্ত ইত্তোলন
Ο গ) শেয়ার ইস্যু
Ο ঘ) ঋণ ইস্যু
সঠিক উত্তর: (খ)

১৭. ঋণপত্রের বৈশিষ্ট্য হলো-
i এতে সুদের হার নির্দিষ্ট থাকে
ii ঋণগ্রহীতা সুদ দিতে বাধ্য থাকে
iii ৫ বছর থেকে দীর্ঘমেয়াদি সময়ের জন্যে ঋণ নেয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮. কোনো বছর মুনাফার পরিমাণ কম হলে কী করা হয়?
Ο ক) লভ্যাংশ ঘোষিত হয়
Ο খ) উৎপাদন ব্যয় হ্রাস করা হয়
Ο গ) লভ্যাংশ ঘোষিত হয় না
Ο ঘ) উৎপাদন বন্ধ রাখা হয়
সঠিক উত্তর: (গ)

১৯. স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস কয় প্রকার?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)

২০. স্বল্পমেয়াদ বলতে কী বোঝায়?
Ο ক) এক মাসের কম সময়
Ο খ) এক বছরের কম সময়
Ο গ) এক যুগের কম সময়
Ο ঘ) এক সপ্তাহের কম সময়
সঠিক উত্তর: (খ)

২১. প্রাতিষ্ঠানিক তহবিলের উৎস কত প্রকার?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (গ)

২২. বাণিজ্যিক পত্র এর ইংরেজি প্রতিশব্দ কী?
Ο ক) Commerce Paper
Ο খ) Business Paper
Ο গ) Commercial Paper
Ο ঘ) Official Paper
সঠিক উত্তর: (গ)

২৩. কোন ঋণল ক্ষুদ্র ও কুটির শিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণের নিমিত্তে প্রদান করা হয়?
Ο ক) ক্ষুদ্র ঋণ
Ο খ) মাঝারি ঋণ
Ο গ) বৃহৎ ঋণ
Ο ঘ) দীর্ঘমেয়াদি ঋণ
সঠিক উত্তর: (ক)

২৪. গ্রহীতার মেয়াদান্তে বাধ্যতামূলকভাবে-
i সুদের অর্থ পরিশোধ করতে হয়
ii কিস্তির অর্থ পরিশোধ করতে হয়
iii আসল অর্থ পরিশোধ করতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫. বড় অঙ্কের ঋণ ছোট ছোট অংশে বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিলকে কী বলে?
Ο ক) ঋণ
Ο খ) শেয়ার
Ο গ) ঋণপত্র
Ο ঘ) বাণিজ্যিক পত্র
সঠিক উত্তর: (গ)

২৬. নিজস্ব সঞ্চয়,ব্যবসায় মুনাফা ও আত্মীয়-স্বজন থেকে গৃহীত ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করে-
i একমালিকানা ব্যবসায়
ii অংশীদারি ব্যবসায়
iii যৌথ মূলধনী সংগঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i,ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৭. বেশিরভাগ ব্যবসায় প্রতিষ্ঠা সাধারণত তহবিলের কয়টি উৎস ব্যবহার করে থাকে?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)

২৮. অর্থায়নের বিভিন্ন উৎস রয়েছে। এর মধ্যে দীর্ঘমেয়াদি ঋণ ও শেয়ার ইস্যু প্রযোজ্য কোন ক্ষেত্রে?
Ο ক) একমালিকানা ব্যবসায়ের
Ο খ) অংশীদারি ব্যবসায়ের
Ο গ) কোম্পানির
Ο ঘ) যেকোনো ব্যবসায়ের
সঠিক উত্তর: (গ)

২৯. বড় ব্যবসায় প্রতিষ্ঠান কীভাবে ব্যবসায়ের অর্থসংস্থান করে?
Ο ক) শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে
Ο খ) পণ্য বিক্রয় করে
Ο গ) নিজস্ব তহবিল হতে
Ο ঘ) স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ করে
সঠিক উত্তর: (ক)

৩০. উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করে কে?
Ο ক) সরকার
Ο খ) শেয়ারহোল্ডার
Ο গ) ঋণদাতা
Ο ঘ) ব্যবসায় প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ঘ)

৩১. অভ্যন্তরীণ তহবিল উৎসকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)

৩২. অভ্যন্তরীণ তহবিলের উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)

৩৩. কোনটি স্বল্পমেয়াদি অর্থায়নের একটি উৎস?
Ο ক) প্রদেয় বিল
Ο খ) প্রাপ্য বিল
Ο গ) ঋণপত্র
Ο ঘ) লিজিং
সঠিক উত্তর: (ক)

৩৪. কীভাবে একটি প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করে?
Ο ক) বিভিন্ন উৎসের মধ্যে তুলনা করে
Ο খ) আয়-ব্যয়ের মধ্যে সমন্বয় করে
Ο গ) অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস থেকে
Ο ঘ) অর্থায়নের স্বল্পমেয়াদি উৎস থেকে
সঠিক উত্তর: (ক)

৩৫. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের তহবিলের উস হচ্ছে-
i মালিকপক্ষ
ii শেয়ার
iii ঋণদাতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৬. বহিস্থ তহবিল বলতে বোঝায়-
i প্রতিষ্ঠনের বাইরে কোনো উৎস
ii প্রতিষ্ঠানের ভিতরের কোনো উৎস
iii প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানক যে কোনো উৎস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৭. তহবিলের উৎস হিসেবে স্বল্পমেয়াদি ঋণ ব্যবহৃত হয়-
i কাঁচামাল ক্রয়ে
ii মজুরি প্রদানে
iii বাড়ি ভাড়া প্রদানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৮. অস্থাবর সম্পত্তি-
i বিল্ডিং, ফ্যাক্টরি
ii কাঁচামাল
iii বিক্রয় যোগ্য মালামাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৯. GT লিমিটেড বাংলাদেশের স্বনামধন্য একটি পাবলিক লিমিটেড কোম্পানি। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি তহবিল গঠন করতে চায়। এক্ষেত্রে অন্যতম উৎস হবে-
i ব্যবসায় ঋণ
ii শেয়ার বিক্রয়
iii ঋণপত্র বিক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪০. সাধারণত এক বছরের অধিক পাঁচ থেকে সাত বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে কী বলা হয়?
Ο ক) স্বল্পমেয়াদি অর্থায়ন
Ο খ) মধ্যমেয়াদি অর্থায়ন
Ο গ) দীর্ঘমেয়াদি অর্থায়ন
Ο ঘ) মধ্যমেয়াদি অর্থায়ন
সঠিক উত্তর: (খ)

৪১. কোন মেয়াদি অর্থসংস্থানের জন্য মজুত পণ্য ব্যবহার করা যায়?
Ο ক) স্বল্পমেয়াদি
Ο খ) দীর্ঘমেয়াদি
Ο গ) মধ্যমেয়াদি
Ο ঘ) স্বল্পমধ্যমেয়াদি
সঠিক উত্তর: (ক)

৪২. পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস-
Ο ক) সম্পত্তি বিক্রয়
Ο খ) সম্পত্তি বন্ধক
Ο গ) ঋণ গ্রহণ
Ο ঘ) শেয়ার বিক্রয়
সঠিক উত্তর: (ঘ)

৪৩. কোনটি অংশীদারি ব্যবসায়ের মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস?
Ο ক) ব্যাংক ঋণ গ্রহণ
Ο খ) লভ্যাংশ সমতাকরণ তহলিব
Ο গ) অংশীদারের অর্জিত মুনাফা
Ο ঘ) অংশীদারদের বিনিয়োগকৃত অর্থ
সঠিক উত্তর: (ঘ)

৪৪. বিমা প্রতিষ্ঠান এক প্রকার-
i মূলধন প্রতিষ্ঠান
ii বাণিজ্যিক প্রতিষ্ঠান
iii সেবামূলক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৫. জনাব সালাম তার চামড়া উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্যে অর্থের প্রয়োজন হলে বিক্রয়যোগ্য চামড়া বন্ধক রেখে রুপা ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নেন। শ্রেণিবিভাগ অনুসারে বন্ধকি সম্পত্তিটি কোন ধরনের-
Ο ক) স্থাবর সম্পত্তি
Ο খ) অস্থাবর সম্পত্তি
Ο গ) অদৃশ্যমান সম্পত্তি
Ο ঘ) স্পর্শনীয় সম্পত্তি
সঠিক উত্তর: (খ)

৪৬. দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংক বিবেচনা করে থাকে-
i প্রতষ্ঠানের আয়
ii পরিচালনা পদ্ধতি
iii স্থায়ী সম্পদের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪৭. সায়মন সাহেব একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করতে চান। উক্ত ব্যবসায় সুষ্ঠভাবে পরিচালনার জন্য তাকে অর্থায়ন ব্যবস্থাপনায় কীরূপ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করতে হবে?
Ο ক) স্বল্পমেয়াদি তহবিল গঠন
Ο খ) দীর্ঘমেয়াদি তহবিল গঠন
Ο গ) মধ্যমেয়াদি তহবিল গঠন
Ο ঘ) তহবিলের উৎস নির্বাচন
সঠিক উত্তর: (ঘ)

৪৮. সোহেল তার নার্সারি ব্যবসায়ের জন্যে জয়তা ব্যাংক হতে ৩ বছরের জন্যে ৫০ হাজার টাকা ঋণ নেয়। সোহেল ঋণের মাধ্যমে কোন ধরনের অর্থসংস্থান করেছেন?
Ο ক) মধ্যমেয়াদি অর্থসংস্থান
Ο খ) অভ্যন্তরীণ অর্থসংস্থান
Ο গ) স্বল্পমেয়াদি অর্থসংস্থান
Ο ঘ) মুনাফা ভিত্তিক অর্থসংস্থান
সঠিক উত্তর: (ক)

৪৯. রসুলপুর গ্রামের ব্যবসায়ীরা চাড়া সুদের বিনিময়ে মহাজনদের কাছ থেকে ব্যবসায়ের প্রয়োজনে বিভিন্ন অংকের ঋণ নেয়।এ গ্রামের ব্যবসায়ীরা কোন ধরনের উৎস হতে অর্থায়ন করে?
Ο ক) প্রাতিষ্ঠানিক উৎস
Ο খ) অপ্রাতিষ্ঠানিক উৎস
Ο গ) অভ্যন্তরীণ উৎস
Ο ঘ) আর্থিক প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (খ)

৫০. স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস হলো-
i প্রাতিষ্ঠানিক
ii অপ্রাতিষ্ঠানিক
iii মুনাফাভিত্তিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও iii
Ο খ) ii ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post