এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১৩: কেন্দ্রীয় ব্যাংক (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১৩: কেন্দ্রীয় ব্যাংক (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংককের মধ্যকার সম্পর্কটিকে কী বলা হয়?
Ο ক) ব্যাংক গ্রাহক
Ο খ) ব্যাংকার-মক্কেল
Ο গ) মক্কেলে-ব্যাংকার
Ο ঘ) ব্যাংকার-ব্যাংক
সঠিক উত্তর: (খ)

২. আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
Ο ক) রিজার্ভ ব্যাংক অব আমেরিকা
Ο খ) রিকস ব্যাংক অব আমেরিকা
Ο গ) ফেডারেল রিজার্ভ সিস্টেম
Ο ঘ) মারফেজ ব্যাংকাসী
সঠিক উত্তর: (গ)

৩. কেন্দ্রীয় ব্যাংক দেশের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এ ঋণ নিয়ন্ত্রণের অন্যতম পদ্ধতি কোনটি?
Ο ক) নৈতিক প্ররোচনা
Ο খ) সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান
Ο গ) বিশ্ব ব্যাংকের পরামর্শ গ্রহণ
Ο ঘ) অধীনস্থ ব্যাংকসমূহের মতামত গ্রহণ
সঠিক উত্তর: (ক)

৪. অর্থনীতিতে মন্দাভাব দেখা দেয় কেন?
Ο ক) পণ্যের বাহিদা বৃদ্ধির জন্য
Ο খ) পণ্যের চাহিদা হ্রাসের জন্য
Ο গ) মূল্যস্তরের অস্থিতিশীলতার জন্য
Ο ঘ) চাহিদা ভারসাম্যহীনতার জন্য
সঠিক উত্তর: (গ)

৫. তারল্য রক্ষা ব্যবস্থার মাধ্যমে বাণিজ্যিক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কোনটি সৃষ্টি হয়?
Ο ক) খদ্দের সম্পর্ক
Ο খ) নির্দেশক সম্পর্ক
Ο গ) নক্ষীতা সম্পর্ক
Ο ঘ) চলমান সম্পর্ক
সঠিক উত্তর: (খ)

৬. বাংলাদেশ ব্যাংক সাধারণত কোন ব্যাংককে নিকাশঘর ব্যবস্থার নিষ্পত্তিকারক হিসেবে দায়িত্ব থাকে?
Ο ক) জনতা ব্যাংক
Ο খ) সোনালী ব্যাংক
Ο গ) অতালিকাভুক্ত ব্যাংক
Ο ঘ) কৃষি ব্যাংক
সঠিক উত্তর: (খ)

৭. কোনটি কেন্দ্রীয় ব্যাংকের সহজ বিনিময় মাধ্যম?
Ο ক) হুন্ডি
Ο খ) চেক
Ο গ) প্রত্যয়পত্র
Ο ঘ) চালান
সঠিক উত্তর: (ক)

৮. কেন্দ্রীয় ব্যাংক কী জাতীয় প্রতিষ্ঠান?
Ο ক) মুনাফাভোগী
Ο খ) অমুনাফাভোগী
Ο গ) সেবামূলক
Ο ঘ) স্বায়ত্তশাসিত
সঠিক উত্তর: (খ)

৯. কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার কীরূপ বিনিময় হার সৃষ্টিকরে?
Ο ক) সম্মানজনক
Ο খ) সুবিধাজন
Ο গ) সাময়িক
Ο ঘ) সংকোচনমূলক
সঠিক উত্তর: (ক)

১০. ব্যাংক অব ইংল্যান্ড প্রতিষ্ঠার পেছনে কার ভূমিকা ছিল মুখ্য?
i. ব্রিটিশ ব্যবসায়ী উইলিয়াম প্যাটারসন
ii. ইতালি থেকে প্রত্যায়গত কয়েকজন ইহুদি ব্যবসায়ী
iii. কয়েকজন আমেরিকান ব্যবসায়ী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)

১১. কেন্দ্রীয় ব্যাংক কোন পদ্ধতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রন করে?
i. ব্যাংক হার নীতি
ii. জমার হার পরিবর্তন
iii. নৈতিক প্ররোচনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১২. কেন্দ্রীয় ব্যাংক সরকারকে-
i.স্বল্পমেয়াদি ঋণ দেয়
ii. মধ্যমেয়াদি ঋণ দেয়
iii. দীর্ঘমেয়াদি ঋণ দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৩. বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বর প্রতীক-
Ο ক) সোনালী ব্যাংক লি.
Ο খ) গ্রামীণ ব্যাংক লি.
Ο গ) ব্র্যাক ব্যাংক লি.
Ο ঘ) বাংলাদেশ ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)

১৪. কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলির মধ্যে রয়েছে-
i. সাধারণ কার্যাবলি ও সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলি
ii. অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কার্যাবলি
iii. উন্নয়নমূলক কার্যাবলি ও অন্যান্য কার্যাবলি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫. বাণিজ্যি ও কেন্দ্রীয় ব্যাংকসমূহের মধ্যে কার্যবিবরণীর মাধ্যমে কোনটি গড়ে ওঠে?
Ο ক) বন্ধুত্ব
Ο খ) সেতুবন্ধন
Ο গ) নির্ভরশীলতা
Ο ঘ) ব্যবসায়
সঠিক উত্তর: (খ)

১৬. তিনটি প্রধান বিভাগের মাধ্যমে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া পরিচালিত হয়। বিভাগগুলো হল-
i. ইস্যু, ব্যাংকিং ও কৃষি ঋণ
ii. ইস্যু, ব্যাংকিং ও শিল্প ঋণ
iii. ইস্যু, ব্যাংকিং ও বৈদেশিক ঋণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) iii
Ο খ) ii
Ο গ) i
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (গ)

১৭. কারা কেন্দ্রীয় ব্যাংক পরিচালনার কাজ করে?
Ο ক) ব্যাংকের সিন্ডিকেট সদস্যবৃন্দ
Ο খ) অর্থনীতিবিদদের সংগঠন
Ο গ) অর্থমন্ত্রণালেয়ে গঠিত কমিটি
Ο ঘ) ব্যবস্থাপনা পর্ষদ
সঠিক উত্তর: (ঘ)

১৮. কোন ব্যাংক অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে জন্ম লাভ করে?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) বাণিজ্যিক ব্যাংক
Ο গ) একক ব্যাংক
Ο ঘ) আন্তর্জাতিক ব্যাংক
সঠিক উত্তর: (ক)

১৯. কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য হল-
i. অর্থনৈতিক উন্নয়ন
ii. তহবিল সংরক্ষণ
iii. মুদ্রার মান নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

২০. বাংলাদেশে ব্যাংকে গভর্নরের পরবর্তী পদমর্যাদায় কার অবস্থান?
Ο ক) নির্বাহী পরিচালক
Ο খ) অর্থনৈতিক উপদেষ্টা
Ο গ) মহাব্যবস্থাপক
Ο ঘ) ডেপুটি গভর্নর
সঠিক উত্তর: (ঘ)

২১. বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোকে আইন-শৃঙ্খলে আবদ্ধ রাখে কোনটি?
Ο ক) বাংলাদেশে ব্যাংক
Ο খ) সোনালী ব্যাংক
Ο গ) সাংগঠনিক ব্যাংক
Ο ঘ) ইসলামি ব্যাংক
সঠিক উত্তর: (ক)

২২. কেন্দ্রীয় ব্যাংক ‍সৃষ্টির প্রধান উদ্দেশ্য হচ্ছে-
i. মদ্রাবাজারকে সুসংগঠিত করা
ii. দ্রব্যমূল্য হ্রাস করা
iii. নিয়ন্ত্রণমূলক ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৩. কেন্দ্রীয় ব্যাংক কাদের সাথে সরকারের সম্পর্কে স্থাপন করে?
i. সরকার কর্তৃক মনোনীত ব্যক্তি
ii. বাণিজ্যিক ব্যাংকের উর্ধ্বতন কর্তা
iii. অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪. দেশের আর্থিক শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট কোনটি?
Ο ক) গ্রামীণ ব্যাংক
Ο খ) একক ব্যাংক
Ο গ) বৈদেশিক ব্যাংক
Ο ঘ) কেন্দ্রীয় ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)

২৫. কেন্দ্রীয় ব্যাংখ বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদান করে কেন?
Ο ক) মূলধন সরবরাহের উদ্দেশ্যে
Ο খ) ব্যবসায়িক উদ্দেশ্য
Ο গ) দেশের কল্যাণের উদ্দেশ্য
Ο ঘ) আন্তর্জাতিক উদ্দেশ্যে
সঠিক উত্তর: (ক)

২৬. ব্যাংক ব্যবস্থার পথপ্রদর্শক কোনটি?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) কেন্দ্র্রীয় ব্যাংকের গভর্নর
Ο গ) সরকার
Ο ঘ) বিদেশি সংস্থা
সঠিক উত্তর: (ক)

২৭. কেন্দ্রীয় ব্যাংক তার নীতি ও পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করে?
Ο ক) বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে
Ο খ) পরিচালনা পর্ষদের মাধ্যমে
Ο গ) ব্যাংকের মূলধনের মাধ্যমে
Ο ঘ) ঋণ প্রদানের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)

২৮. প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমেকেন্দ্রীয় ব্যাংক কোন কাজটি সম্পাদন করে?
Ο ক) সম্পদের সুষম বন্টন
Ο খ) মূলধন গঠন
Ο গ) ঋণদান কর্মসূচি বাস্তবায়ন
Ο ঘ) অর্থনৈতিক উন্নয়ন
সঠিক উত্তর: (ক)

২৯. কেন্দ্রীয় ব্যাংক সরকারের কোন উৎস হিসেবে কাজ করে?
Ο ক) ঋণের উৎস
Ο খ) তহবিলের উৎস
Ο গ) সঞ্চয়ের উৎস
Ο ঘ) বিনিয়োগের উৎস
সঠিক উত্তর: (ক)

৩০. কোনটির কর্তৃক থেকে দেশে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
Ο ক) রাষ্ট্রের
Ο খ) জনগণের
Ο গ) ব্যাংকের
Ο ঘ) সমাজের
সঠিক উত্তর: (ক)

৩১. সকল ব্যাংকের নিয়ন্ত্রণকারী ব্যাংক কোনটি?
Ο ক) সমবায় ব্যাংক
Ο খ) কৃষি ব্যাংক
Ο গ) শিল্প ব্যাংক
Ο ঘ) কেন্দ্রীয় ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)

৩২. কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পিত লক্ষ্য কোনটি?
Ο ক) ব্যাংক হার বৃদ্ধি করা
Ο খ) নির্বাহী পরিষদ গঠন করা
Ο গ) নতুন নতুন ব্যাংক প্রতিষ্ঠা
Ο ঘ) সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা
সঠিক উত্তর: (ঘ)

৩৩. কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সম্পর্ক নির্দেশ করে-
i. তার‌ল্য
ii. বিধিবদ্ধ রিজভি
iii. ঋণদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩৪. অর্থবাজারকে স্থিতিশীল করা হয় কীভাবে?
Ο ক) ঋণ নিয়ন্ত্রণ করে
Ο খ) মুদ্রাবাজারকে নিয়ন্ত্রণ করে
Ο গ) জনকল্যাণমূলক কাজ করে
Ο ঘ) মূলধন গঠনে সাহায্য করে
সঠিক উত্তর: (ক)

৩৫. কেন্দ্রীয় ব্যাংক যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তখন এর প্রধান কাজ ছিল-
i. নোট ও মুদ্রার প্রচলন
ii. সরকারের পক্ষে অর্থ সংগ্রহ
iii. হিসাব সংরক্ষণ ও জমা রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৬. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সাধারণ পদ্ধতি নিচের কোনটি?
Ο ক) জমার হার পরিবর্তন নীতি
Ο খ) ঋণের বরাদ্দকরণ নীতি
Ο গ) ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ
Ο ঘ) জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন
সঠিক উত্তর: (ক)

৩৭. কোনটির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত হয়?
Ο ক) পরিচালনা পর্ষদ
Ο খ) প্রতিনিধি পর্ষদ
Ο গ) উচ্চ প্রতিনিধি পর্ষদ
Ο ঘ) অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদ
সঠিক উত্তর: (ক)

৩৮. ‘Lender of the last resort' বলা হয় কাকে?
Ο ক) সোনালী ব্যাংক
Ο খ) বশ্বি ব্যাংক
Ο গ) বাংলাদেশ ব্যাংক
Ο ঘ) বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক
সঠিক উত্তর: (গ)

৩৯. কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ বা সংখ্যাত্মক ঋণ পদ্ধতির মধ্য রয়েছে-
i. ব্যাংক হার নীতি
ii. ঋণের বরাদ্দকরণ নীতি
iii. খোলাবাজার নীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪০. বৈদেশিক মুদ্রার উপর নিয়ন্ত্রণ অপরিহার্য-
i. আমদানিকে দেশের অর্থনীতির অনূকূলে রাখতে
ii. রপ্তানিকে দেশের অর্থনীতির অনুকূলে রাখতে
iii. শেয়ারবাজারকে দেশের অর্থনীতির অনুকূলে রাখতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪১. কেন্দ্রীয় ব্যাংক যে সকল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক সমূহের ঋণ নিয়ন্ত্রণ করে তা হলো-
i. ব্যাংক হার নীতি
ii. জমার হার পরিবর্তন
iii. নৈতিক প্ররোচনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪২. মুদ্রাবাজার কোন ব্যাংকের ইচ্ছা ও গতিতে চলে?
Ο ক) বাংলাদেশ ব্যাংক
Ο খ) সোনালী ব্যাংক
Ο গ) জনতা ব্যাংক
Ο ঘ) রুপালী ব্যাংক
সঠিক উত্তর: (ক)

৪৩. বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা প্রধান হিসেবে কে দাুয়িত্ব পালন করেন?
Ο ক) ডেপুটি গভর্নর
Ο খ) নির্বাহী পরিচালক
Ο গ) অর্থনৈতিক উপদেষ্টা
Ο ঘ) গভর্নর
সঠিক উত্তর: (ঘ)

৪৪. কেন্দ্রীয় ব্যাংক কিসের মাধ্যমে সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে?
i. চেক
ii. মুদ্রা ও বিল
iii. হুন্ডি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৪৫. বাংলাদেশ ব্যাংকের কর্মকান্ডকে বিভাগত্তিক ভাগ করা যায়-
i. প্রশাসনিক বিভাগ
ii.নোট ইস্যু বিভাগ
iii. বিনিময় নিয়ন্ত্রণ বিভাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৬. কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের কী?
Ο ক) অভিভাবক
Ο খ) হিসাবরক্ষক
Ο গ) ব্যবস্থাপক
Ο ঘ) গভর্নর
সঠিক উত্তর: (ক)

৪৭. কোন ব্যাংক মূল্যস্তরকে স্থিতিশীল রাখে?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) গোষ্ঠী উন্নয়ন ব্যাংক
Ο গ) কৃষি ব্যাংক
Ο ঘ) বাংলাদেশ ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)

৪৮. বিশ্বের সমস্ত কেন্দ্রীয় ব্যাংকগুলো রাষ্ট্রের বা সরকারের মালিকানায় থাকা উচিত-
i. কেন্দ্রীয়ভাবে দেশের ঋণ নিয়ন্ত্রণ করার জন্য
ii. নোট ও মুদ্রা প্রচলনের একক নীতি ও মান রক্ষার জন্য
iii. মুনাফা অর্জন করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) iii
Ο খ) i
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪৯. কোন ব্যাংক নিয়ন্ত্রণমূলক ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি করে?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) কৃষি ব্যাংক
Ο গ) কেন্দ্রীয় ব্যাংক
Ο ঘ) ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক
সঠিক উত্তর: (গ)

৫০. নেতার মতো দেশের ব্যাংকিং রাজত্ব শাসন করে কোন ব্যাংক?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) আন্তর্জাতিক অর্থ তহবিল
Ο ঘ) এশিয়ান উন্নয়ন ব্যাংক
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post