ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১২: ব্যাংক ও গ্রাহক (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. প্রথম প্রতিষ্ঠিত সরকারি কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
Ο ক) ব্যাংক অব ইংল্যান্ড
Ο খ) বেনকোডা ব্রাজিল
Ο গ) শাপী ব্যাংক
Ο ঘ) রিকস ব্যাংক অব সুইডেন
সঠিক উত্তর: (ঘ)
২. ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের অবসান হবে-
i. গ্রাহক আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে
ii. গ্রাহক মানসিক ভারসাম্য হারালে
iii. গ্রাহক - এর মৃত্যু হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩. কোন ব্যাংক সরকারের প্রতিনিধি ও উপদেষ্টা হিসেবে ভূমিকা রাখে?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) বৃহত্তম ব্যাংক
Ο গ) তালিকাভুক্ত ব্যাংক
Ο ঘ) বিশেষায়িত ব্যাংক
সঠিক উত্তর: (ক)
৪. কোন ব্যক্তি আইনানুগভাবে চুক্তি সম্পাদনের অধিকার বঞ্চিত?
Ο ক) মহিলা
Ο খ) বৃদ্ধ
Ο গ) মানসিক ভারসাম্যহীন
Ο ঘ) যার অধিক দেনা রয়েছে
সঠিক উত্তর: (গ)
৫. মক্কেল দীর্ঘ সময় হিসাব চালু না রাখলে ব্যাংক তার হিসাব বন্ধ করে দেবার কারণ কী?
Ο ক) সম্পর্কের অবসান
Ο খ) ভবিষ্যৎ লেনদেনের অনিশ্চয়তা
Ο গ) মুনাফা অর্জনে অনিশ্চয়তা
Ο ঘ) সেবার ফি কম হওয়ার সম্ভাবনা
সঠিক উত্তর: (খ)
৬. সাধারণভাবে ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিতে বাধ্য থাকে-
Ο ক) চুক্তি অনুযায়ী
Ο খ) যথাযথ প্রক্রিয়ায় চাহিবামাত্র
Ο গ) হিসাব অনুযায়ী
Ο ঘ) নির্দিষ্ট দিনে চাহিবামাত্র
সঠিক উত্তর: (খ)
৭. কোন পসিস্থিতিতে ব্যাংক নিজেেই গ্রাহকের সাথে সম্পর্কের অবসান ঘটাতে পারে?
Ο ক) গ্রাহক সততার নীতি মেনে না চললে
Ο খ) ভুল বোঝাবুঝির কারণে
Ο গ) গারনিশি অর্ডার জারি করলে
Ο ঘ) হিসাবের পূর্ণ জের স্থানান্তর করলে
সঠিক উত্তর: (ক)
৮. ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে-
i. গ্রাহকের পক্ষে দেনা পরিশোধে
ii. গ্রাহকের পক্ষে ঋণ বিতরণে
iii. গ্রাহকের পক্ষে পাওনা আদায়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৯. কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্র প্রচলন ব্যতীত আর কোন কাজটি করে?
Ο ক) পরিচালনা
Ο খ) শাসন ব্যবস্থা
Ο গ) প্রচারণা
Ο ঘ) নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (ঘ)
১০. একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংক বাছাইয়ে ব্যাংকের কোন গুণটি অধিক বিবেচান করে?
Ο ক) আইনগত স্বত্বা
Ο খ) অবস্থান
Ο গ) ব্যাংকের স্বচ্ছলতা
Ο ঘ) ব্যাংকের তারল্য
সঠিক উত্তর: (খ)
Ο খ) চুক্তিবদ্ধ সম্পর্ক
Ο গ) ব্যাংক গ্রাহকের অছি
Ο ঘ) ব্যাংক গ্রাহকের প্রতিনিধি
সঠিক উত্তর: (খ)
১২. সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সম্পাদিত কাজ কোনটি?
Ο ক) মুদ্রার ক্রয়ক্ষমতা নিয়ন্ত্রণ
Ο খ) হিসাব সংরক্ষণ
Ο গ) ব্যাংক ব্যবস্থার উন্নয়ন
Ο ঘ) নোট ও মুদ্রা প্রচলন
সঠিক উত্তর: (ক)
১৩. কোন হিসাবের জমাতিরিক্ত উত্তোলন হলে ঋণগ্রহীতার কাছ থেক্রে ব্যাংক সুদ কেটে নেয়?
Ο ক) সঞ্চয়ী হিসাব
Ο খ) চলতি হিসাব
Ο গ) স্থায়ী হিসাব
Ο ঘ) চলতি ও স্থায়ী হিসাব
সঠিক উত্তর: (খ)
১৪. ব্যাংক যখন গ্রাহককে ঋণ দেয়, তখন ব্যাংক কী?
Ο ক) ডেটর
Ο খ) ক্রেডিটর
Ο গ) তত্ত্বাবধানকারী
Ο ঘ) উপদেষ্টা
সঠিক উত্তর: (খ)
১৫. ব্যাংক গ্রাহক বলতে বোঝা-
i. যিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন
ii. যার ব্যাংক হিসাব আছে
iii. যিনি ব্যাংকে টাকা জমা রাখেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬. ব্যাংক ও গ্রাহকের ম্যকার অছির সমপর্কে কোনটি?
Ο ক) মুনাফাভিত্তিক
Ο খ) আইনগত
Ο গ) প্রতিনিধির
Ο ঘ) অংশীদারিত্বের
সঠিক উত্তর: (খ)
১৭. নিকাশ ঘর কী?
Ο ক) আন্ত:ব্যাংকিং দোন-পাওনার নিষ্পত্তিস্থল
Ο খ) আন্ত:ব্যাংকিং দেনা-পাওনার উৎপত্তিস্থল
Ο গ) দেনা-পাওনার নিষ্পত্তিস্থল
Ο ঘ) দেনা-পাওনার উৎপত্তিস্থল
সঠিক উত্তর: (ক)
১৮. বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সহায়তা করার জন্য কতজন অর্থনৈতিক উপদেষ্টা নিয়োজিত থাকেন?
Ο ক) ৩ জন
Ο খ) ১ জন
Ο গ) ৫ জন
Ο ঘ) ২ জন
সঠিক উত্তর: (খ)
১৯. কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কোনটি?
Ο ক) বিনিময়ের মাধ্যমে
Ο খ) মূল্য স্তর স্থিতিশীল রাখা
Ο গ) কর্মসংস্থান সৃষ্টি
Ο ঘ) সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি
সঠিক উত্তর: (খ)
২০. ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে ব্যাংকার গ্রাহক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক কিসের মাধ্যমে সৃষ্টি হয়?
Ο ক) অর্থ আমানত রাখার মাধ্যমে
Ο খ) ব্যাংক হিসাব খোলার মাধ্যমে
Ο গ) ঋণ গ্রহণের মাধ্যমে
Ο ঘ) আর্থিক লেনদেন করার মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
২১. বৈদেশিক মুদ্রা আগমন ও নির্গমনের নিয়ন্ত্রণকারী কোনটি?
Ο ক) ভোক্তা ব্যাংক
Ο খ) কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) বিনিয়োগ ব্যাংক
Ο ঘ) এক্সিম ব্যাংক
সঠিক উত্তর: (খ)
২২. কার দ্বারা গ্রাহক দেউলিয়া ঘোষিত হয়?
Ο ক) পাওনাদার
Ο খ) দেনাদার
Ο গ) বাংলাদেশ ব্যাংক
Ο ঘ) আদালত
সঠিক উত্তর: (ঘ)
২৩. ব্যাংক হিসাব খোলার মধ্যে কিছু অধিকার ও দায়িত্ব থাকে কার?
Ο ক) গ্রাহকের ও বিক্রেতার
Ο খ) ব্যাংক মালিকের ও গ্রাহকের
Ο গ) ব্যাংকের ও গ্রাহকের
Ο ঘ) দেনাদার ও পাওনাদারের
সঠিক উত্তর: (গ)
২৪. ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কার নিকট সবচেয়ে আপনজন হিসেবে পরিচিত?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) বাংলাদেশ ব্যাংক
Ο গ) বাংলাদেশ শিল্প ব্যাংক
Ο ঘ) তালিকাভুক্ত ব্যাংক
সঠিক উত্তর: (ক)
২৫. মাসুদ ডাচ্-বাংলা ব্যাংকের এটি চেক ব্র্যাক ব্যাংকে জমা দিল । এ দুই ব্যাংকের লেনদেন নিষ্পত্তিতে সাহায্য করবে কোন ব্যাংক?
Ο ক) তালিকাভুক্ত ব্যাংক
Ο খ) ব্র্যাক ব্যাংক
Ο গ) কেন্দ্রীয় ব্যাংক
Ο ঘ) ডাচ্-বাংলা ব্যাংক
সঠিক উত্তর: (গ)
২৬. রাষ্ট্রপতির আদেশ ১২৭ নামের অধ্যাদেশের মাধ্যমে বাংলঅদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কার্যকর ঘোষণা করা হয় কোন তারিখ থেকে?
Ο ক) ১৯৭২ সালের ৩১ অক্টোবর
Ο খ) ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
Ο গ) ১৯৭১ সালের ৩১ অক্টোবর
Ο ঘ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর: (ঘ)
২৭. ভারত স্বাধীন হওয়ার কত বছর পর রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জাতীয়করণ করা হয়?
Ο ক) ১২ বছর
Ο খ) ১৪ বছর
Ο গ) ১০ বছর
Ο ঘ) ১৬ বছর
সঠিক উত্তর: (খ)
২৮. কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী?
Ο ক) ব্যক্তিস্বার্থের কল্যাণ
Ο খ) সরকারের কল্যাণ
Ο গ) মুনাফা অর্জন
Ο ঘ) জনগণের কল্যাংণ
সঠিক উত্তর: (ঘ)
২৯. দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার ব্যবসায় নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার?
Ο ক) বাণিজ্যিক ব্যাংকের
Ο খ) কেন্দ্রীয় ব্যাংকের
Ο গ) তালিকাভুক্ত ব্যাংকের
Ο ঘ) সবগুলোর
সঠিক উত্তর: (খ)
৩০. গ্রাহক চেক লিখে টাকা তূলতে পারে-
i. চলতি হিসাবে
ii. স্থায়ী হিসাবে
iii. সঞ্চয়ী হিসাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৩১. ব্যাংক যথাযথ সময়ে গ্রাহক কর্তৃক ঋণ পরিশোধের নিশ্চয়তা পেতে-
i. ঋণগ্রহীতিাকে যথাযথ সুযোগ দিবে
ii. ঋণ পরিশোধের উপযুক্ত সময় দিবে
iii. অল্প পরিমাণে ঋণ প্রদান করবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৩২. আইনানুসারে কোন ধারনের ব্যক্তি চুক্তি সম্পাদনের জন্যে অবিবেচিত হবে?
Ο ক) বৃদ্ধ
Ο খ) মহিলা
Ο গ) নাবালক
Ο ঘ) মানসিক ভারসাম্যহীন
সঠিক উত্তর: (ঘ)
৩৩. ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র কী?
Ο ক) হিসাবের গোপনীয়তা রক্ষা
Ο খ) সামাজিক সম্পর্ক দৃঢ়করণ
Ο গ) ব্যাংক ও গ্রাহকের আস্থা
Ο ঘ) সুদের আদান-প্রদান করা
সঠিক উত্তর: (গ)
৩৪. বাংলাদেশে ১৬ টি নিকাশ ঘরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি কয়টি পরিচালনা করে?
Ο ক) ৯ টি
Ο খ) ৭ টি
Ο গ) ৮ টি
Ο ঘ) ১২ টি
সঠিক উত্তর: (খ)
৩৫. কোন ধরনের হিসাব মালিককে ব্যাংক চেক বই সরবরাহ করে না?
Ο ক) সঞ্চয়ী
Ο খ) চলতি
Ο গ) বিশেষ চলতি
Ο ঘ) স্থায়ী
সঠিক উত্তর: (ঘ)
৩৬. ব্যাংকের প্রতি গ্রাহকদের দায়িত্ব হল-
i. সততা
ii. অর্থ ফেরত
iii. সুদ আদায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৩৭. বৈদেশিক মুদ্রার ওপর নিয়ন্ত্রণ অপরিহার্য কেন?
Ο ক) ব্যবসায়িক অবস্থা নিয়ন্ত্রণের জন্যে
Ο খ) বিনিয়োগ ব্যাংকসমুহকে অর্থনীতির অনুকূলে রাখতে
Ο গ) অভ্যন্তরীণ বাণিজ্যে সফলতার জন্যে
Ο ঘ) আমদানি ও রপ্তানিকে অর্থনীতির অনুকূলে রাখতে
সঠিক উত্তর: (ঘ)
৩৮. মক্কেল দীর্ঘসময় হিসাব চালু না রাখলে ব্যাংক তার হিসাব বন্ধ করে দেয়ার কারণ কী?
Ο ক) মক্কেল সততার নীতি ভঙ্গ করে বলে
Ο খ) চুক্তি ভঙ্গ হয় বলে
Ο গ) ভবিষ্যৎ লেনদেনের অনিশ্চয়তায়
Ο ঘ) ব্যাংকের আইনে এরূপ হিসাব অবৈধ বলে
সঠিক উত্তর: (গ)
৩৯. চেক কী ?
Ο ক) চুক্তির দলিল
Ο খ) লিখিত নোটিশ
Ο গ) আমানত কারীর লিখিত আদেশ
Ο ঘ) ব্যক্তিগত দলিল
সঠিক উত্তর: (গ)
৪০. ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি কী ?
Ο ক) ম্যানেজারের স্বার্থ রক্ষা
Ο খ) গ্রাহকের স্বার্থ রক্ষা
Ο গ) মুনাফা বৃদ্ধি
Ο ঘ) শেয়ারহোল্ডারের স্বার্থ রক্ষা
সঠিক উত্তর: (খ)
৪১. ব্যাংক ও গ্রাহকের মধ্যে আস্থা ও বিশ্বাসকে ব্যাংকিং ব্যবসায়ের কী বলা হয়?
Ο ক) মূলমন্ত্র
Ο খ) মূলযন্ত্র
Ο গ) মূল লক্ষ্য
Ο ঘ) মূল উদ্দেশ্য
সঠিক উত্তর: (ক)
৪২. কত শতাব্দীতে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার ব্যাংকের আবির্ভাব ঘটেছে?
Ο ক) সপ্তদশ শতাব্দীতে
Ο খ) সপ্তদশ শতাব্দীর মাঝে
Ο গ) সপ্তদশ শতাব্দীর প্রথমে
Ο ঘ) সপ্তদশ শতাব্দীর শেষে
সঠিক উত্তর: (খ)
৪৩. কোন ব্যাংক অর্থের মান নির্ধারণের ভূমিকা পালন করে?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) বাণিজ্যিক ব্যাংক
Ο গ) বিনিয়োগ ব্যাংক
Ο ঘ) বিনিময় ব্যাংক
সঠিক উত্তর: (ক)
৪৪. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজের বহির্ভূত?
Ο ক) মুদ্রা জারি করা
Ο খ) ঋণ নিয়ন্ত্রণ
Ο গ) ক্লিয়ারিং হাউজ
Ο ঘ) ঋণ প্রদান
সঠিক উত্তর: (ঘ)
৪৫. মক্কেল তার হিসাবের সমুদায় জের অন্য ব্যক্তির হিসাব স্থানান্তরের ফলে মক্কেলের হিসাব কী হবে?
Ο ক) স্বাভাবিক থাকবে
Ο খ) বন্ধ হয়ে যাবে
Ο গ) সাময়িক বন্ধ হয়ে যাবে
Ο ঘ) গারনিশি অর্ডার জারি হবে
সঠিক উত্তর: (খ)
৪৬. ব্যাংক অব ইংল্যান্ড প্রথমে কীভাবে গঠিত হয়?
Ο ক) সরকারি তত্ত্বাবধানে
Ο খ) একমালিকানায়
Ο গ) নিজস্ব মালিকানায়
Ο ঘ) যৌথ মালিকানায়
সঠিক উত্তর: (ঘ)
৪৭. কেন্দ্রীয় ব্যাংক হল ব্যাংকিং সমাজের নেতা, রাজ্য ও সূর্য সবকিছু। উক্তিটি কে করেছেন ?
Ο ক) ব্যাংক অব ইংল্যান্ড
Ο খ) ব্যাংক অব ফ্রান্স
Ο গ) ব্যাংক অব নরওয়ে
Ο ঘ) ব্যাংক অব নেদারল্যান্ড
সঠিক উত্তর: (ক)
৪৮. ফেডারেল রিজার্ভ সিস্টেম ব্যাংকটি কয়টি আঞ্চলিক ফেডারেল রিজার্ভ ব্যাংকের সমন্বয় প্রতিষ্ঠিত ব্যাংক?
Ο ক) ১২ টি
Ο খ) ১০ টি
Ο গ) ১৪ টি
Ο ঘ) ৮ টি
সঠিক উত্তর: (ক)
৪৯. ইনানের কেন্দ্রীয় ব্যাংকের নাক কী
Ο ক) বেনকোডা ইরান
Ο খ) সেন্ট্রাল ব্যাংক অব ইজিপ্ট
Ο গ) ব্যাংক মারকাজী
Ο ঘ) ব্যাংক অব ইরান
সঠিক উত্তর: (গ)
৫০. কোনটি ব্যাংক তহবিলের উৎস নয়?
Ο ক) আমানত
Ο খ) ঋণ গ্রহণ
Ο গ) বিনিয়োগ
Ο ঘ) মূলধন
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. প্রথম প্রতিষ্ঠিত সরকারি কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
Ο ক) ব্যাংক অব ইংল্যান্ড
Ο খ) বেনকোডা ব্রাজিল
Ο গ) শাপী ব্যাংক
Ο ঘ) রিকস ব্যাংক অব সুইডেন
সঠিক উত্তর: (ঘ)
২. ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের অবসান হবে-
i. গ্রাহক আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে
ii. গ্রাহক মানসিক ভারসাম্য হারালে
iii. গ্রাহক - এর মৃত্যু হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩. কোন ব্যাংক সরকারের প্রতিনিধি ও উপদেষ্টা হিসেবে ভূমিকা রাখে?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) বৃহত্তম ব্যাংক
Ο গ) তালিকাভুক্ত ব্যাংক
Ο ঘ) বিশেষায়িত ব্যাংক
সঠিক উত্তর: (ক)
৪. কোন ব্যক্তি আইনানুগভাবে চুক্তি সম্পাদনের অধিকার বঞ্চিত?
Ο ক) মহিলা
Ο খ) বৃদ্ধ
Ο গ) মানসিক ভারসাম্যহীন
Ο ঘ) যার অধিক দেনা রয়েছে
সঠিক উত্তর: (গ)
৫. মক্কেল দীর্ঘ সময় হিসাব চালু না রাখলে ব্যাংক তার হিসাব বন্ধ করে দেবার কারণ কী?
Ο ক) সম্পর্কের অবসান
Ο খ) ভবিষ্যৎ লেনদেনের অনিশ্চয়তা
Ο গ) মুনাফা অর্জনে অনিশ্চয়তা
Ο ঘ) সেবার ফি কম হওয়ার সম্ভাবনা
সঠিক উত্তর: (খ)
৬. সাধারণভাবে ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিতে বাধ্য থাকে-
Ο ক) চুক্তি অনুযায়ী
Ο খ) যথাযথ প্রক্রিয়ায় চাহিবামাত্র
Ο গ) হিসাব অনুযায়ী
Ο ঘ) নির্দিষ্ট দিনে চাহিবামাত্র
সঠিক উত্তর: (খ)
৭. কোন পসিস্থিতিতে ব্যাংক নিজেেই গ্রাহকের সাথে সম্পর্কের অবসান ঘটাতে পারে?
Ο ক) গ্রাহক সততার নীতি মেনে না চললে
Ο খ) ভুল বোঝাবুঝির কারণে
Ο গ) গারনিশি অর্ডার জারি করলে
Ο ঘ) হিসাবের পূর্ণ জের স্থানান্তর করলে
সঠিক উত্তর: (ক)
৮. ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে-
i. গ্রাহকের পক্ষে দেনা পরিশোধে
ii. গ্রাহকের পক্ষে ঋণ বিতরণে
iii. গ্রাহকের পক্ষে পাওনা আদায়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৯. কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্র প্রচলন ব্যতীত আর কোন কাজটি করে?
Ο ক) পরিচালনা
Ο খ) শাসন ব্যবস্থা
Ο গ) প্রচারণা
Ο ঘ) নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (ঘ)
১০. একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংক বাছাইয়ে ব্যাংকের কোন গুণটি অধিক বিবেচান করে?
Ο ক) আইনগত স্বত্বা
Ο খ) অবস্থান
Ο গ) ব্যাংকের স্বচ্ছলতা
Ο ঘ) ব্যাংকের তারল্য
সঠিক উত্তর: (খ)
১১.
কীসের কারণে ব্যাংক তার আমানতকারীর জমাকৃত টাকা ফেরত দিতে বাধ্য থাকে?
Ο ক)
ডেটর-ক্রেডিটর সম্পর্কΟ খ) চুক্তিবদ্ধ সম্পর্ক
Ο গ) ব্যাংক গ্রাহকের অছি
Ο ঘ) ব্যাংক গ্রাহকের প্রতিনিধি
সঠিক উত্তর: (খ)
১২. সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সম্পাদিত কাজ কোনটি?
Ο ক) মুদ্রার ক্রয়ক্ষমতা নিয়ন্ত্রণ
Ο খ) হিসাব সংরক্ষণ
Ο গ) ব্যাংক ব্যবস্থার উন্নয়ন
Ο ঘ) নোট ও মুদ্রা প্রচলন
সঠিক উত্তর: (ক)
১৩. কোন হিসাবের জমাতিরিক্ত উত্তোলন হলে ঋণগ্রহীতার কাছ থেক্রে ব্যাংক সুদ কেটে নেয়?
Ο ক) সঞ্চয়ী হিসাব
Ο খ) চলতি হিসাব
Ο গ) স্থায়ী হিসাব
Ο ঘ) চলতি ও স্থায়ী হিসাব
সঠিক উত্তর: (খ)
১৪. ব্যাংক যখন গ্রাহককে ঋণ দেয়, তখন ব্যাংক কী?
Ο ক) ডেটর
Ο খ) ক্রেডিটর
Ο গ) তত্ত্বাবধানকারী
Ο ঘ) উপদেষ্টা
সঠিক উত্তর: (খ)
১৫. ব্যাংক গ্রাহক বলতে বোঝা-
i. যিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন
ii. যার ব্যাংক হিসাব আছে
iii. যিনি ব্যাংকে টাকা জমা রাখেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬. ব্যাংক ও গ্রাহকের ম্যকার অছির সমপর্কে কোনটি?
Ο ক) মুনাফাভিত্তিক
Ο খ) আইনগত
Ο গ) প্রতিনিধির
Ο ঘ) অংশীদারিত্বের
সঠিক উত্তর: (খ)
১৭. নিকাশ ঘর কী?
Ο ক) আন্ত:ব্যাংকিং দোন-পাওনার নিষ্পত্তিস্থল
Ο খ) আন্ত:ব্যাংকিং দেনা-পাওনার উৎপত্তিস্থল
Ο গ) দেনা-পাওনার নিষ্পত্তিস্থল
Ο ঘ) দেনা-পাওনার উৎপত্তিস্থল
সঠিক উত্তর: (ক)
১৮. বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সহায়তা করার জন্য কতজন অর্থনৈতিক উপদেষ্টা নিয়োজিত থাকেন?
Ο ক) ৩ জন
Ο খ) ১ জন
Ο গ) ৫ জন
Ο ঘ) ২ জন
সঠিক উত্তর: (খ)
১৯. কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কোনটি?
Ο ক) বিনিময়ের মাধ্যমে
Ο খ) মূল্য স্তর স্থিতিশীল রাখা
Ο গ) কর্মসংস্থান সৃষ্টি
Ο ঘ) সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি
সঠিক উত্তর: (খ)
২০. ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে ব্যাংকার গ্রাহক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক কিসের মাধ্যমে সৃষ্টি হয়?
Ο ক) অর্থ আমানত রাখার মাধ্যমে
Ο খ) ব্যাংক হিসাব খোলার মাধ্যমে
Ο গ) ঋণ গ্রহণের মাধ্যমে
Ο ঘ) আর্থিক লেনদেন করার মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
২১. বৈদেশিক মুদ্রা আগমন ও নির্গমনের নিয়ন্ত্রণকারী কোনটি?
Ο ক) ভোক্তা ব্যাংক
Ο খ) কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) বিনিয়োগ ব্যাংক
Ο ঘ) এক্সিম ব্যাংক
সঠিক উত্তর: (খ)
২২. কার দ্বারা গ্রাহক দেউলিয়া ঘোষিত হয়?
Ο ক) পাওনাদার
Ο খ) দেনাদার
Ο গ) বাংলাদেশ ব্যাংক
Ο ঘ) আদালত
সঠিক উত্তর: (ঘ)
২৩. ব্যাংক হিসাব খোলার মধ্যে কিছু অধিকার ও দায়িত্ব থাকে কার?
Ο ক) গ্রাহকের ও বিক্রেতার
Ο খ) ব্যাংক মালিকের ও গ্রাহকের
Ο গ) ব্যাংকের ও গ্রাহকের
Ο ঘ) দেনাদার ও পাওনাদারের
সঠিক উত্তর: (গ)
২৪. ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কার নিকট সবচেয়ে আপনজন হিসেবে পরিচিত?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) বাংলাদেশ ব্যাংক
Ο গ) বাংলাদেশ শিল্প ব্যাংক
Ο ঘ) তালিকাভুক্ত ব্যাংক
সঠিক উত্তর: (ক)
২৫. মাসুদ ডাচ্-বাংলা ব্যাংকের এটি চেক ব্র্যাক ব্যাংকে জমা দিল । এ দুই ব্যাংকের লেনদেন নিষ্পত্তিতে সাহায্য করবে কোন ব্যাংক?
Ο ক) তালিকাভুক্ত ব্যাংক
Ο খ) ব্র্যাক ব্যাংক
Ο গ) কেন্দ্রীয় ব্যাংক
Ο ঘ) ডাচ্-বাংলা ব্যাংক
সঠিক উত্তর: (গ)
২৬. রাষ্ট্রপতির আদেশ ১২৭ নামের অধ্যাদেশের মাধ্যমে বাংলঅদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কার্যকর ঘোষণা করা হয় কোন তারিখ থেকে?
Ο ক) ১৯৭২ সালের ৩১ অক্টোবর
Ο খ) ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
Ο গ) ১৯৭১ সালের ৩১ অক্টোবর
Ο ঘ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর: (ঘ)
২৭. ভারত স্বাধীন হওয়ার কত বছর পর রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জাতীয়করণ করা হয়?
Ο ক) ১২ বছর
Ο খ) ১৪ বছর
Ο গ) ১০ বছর
Ο ঘ) ১৬ বছর
সঠিক উত্তর: (খ)
২৮. কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী?
Ο ক) ব্যক্তিস্বার্থের কল্যাণ
Ο খ) সরকারের কল্যাণ
Ο গ) মুনাফা অর্জন
Ο ঘ) জনগণের কল্যাংণ
সঠিক উত্তর: (ঘ)
২৯. দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার ব্যবসায় নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার?
Ο ক) বাণিজ্যিক ব্যাংকের
Ο খ) কেন্দ্রীয় ব্যাংকের
Ο গ) তালিকাভুক্ত ব্যাংকের
Ο ঘ) সবগুলোর
সঠিক উত্তর: (খ)
৩০. গ্রাহক চেক লিখে টাকা তূলতে পারে-
i. চলতি হিসাবে
ii. স্থায়ী হিসাবে
iii. সঞ্চয়ী হিসাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৩১. ব্যাংক যথাযথ সময়ে গ্রাহক কর্তৃক ঋণ পরিশোধের নিশ্চয়তা পেতে-
i. ঋণগ্রহীতিাকে যথাযথ সুযোগ দিবে
ii. ঋণ পরিশোধের উপযুক্ত সময় দিবে
iii. অল্প পরিমাণে ঋণ প্রদান করবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৩২. আইনানুসারে কোন ধারনের ব্যক্তি চুক্তি সম্পাদনের জন্যে অবিবেচিত হবে?
Ο ক) বৃদ্ধ
Ο খ) মহিলা
Ο গ) নাবালক
Ο ঘ) মানসিক ভারসাম্যহীন
সঠিক উত্তর: (ঘ)
৩৩. ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র কী?
Ο ক) হিসাবের গোপনীয়তা রক্ষা
Ο খ) সামাজিক সম্পর্ক দৃঢ়করণ
Ο গ) ব্যাংক ও গ্রাহকের আস্থা
Ο ঘ) সুদের আদান-প্রদান করা
সঠিক উত্তর: (গ)
৩৪. বাংলাদেশে ১৬ টি নিকাশ ঘরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি কয়টি পরিচালনা করে?
Ο ক) ৯ টি
Ο খ) ৭ টি
Ο গ) ৮ টি
Ο ঘ) ১২ টি
সঠিক উত্তর: (খ)
৩৫. কোন ধরনের হিসাব মালিককে ব্যাংক চেক বই সরবরাহ করে না?
Ο ক) সঞ্চয়ী
Ο খ) চলতি
Ο গ) বিশেষ চলতি
Ο ঘ) স্থায়ী
সঠিক উত্তর: (ঘ)
৩৬. ব্যাংকের প্রতি গ্রাহকদের দায়িত্ব হল-
i. সততা
ii. অর্থ ফেরত
iii. সুদ আদায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৩৭. বৈদেশিক মুদ্রার ওপর নিয়ন্ত্রণ অপরিহার্য কেন?
Ο ক) ব্যবসায়িক অবস্থা নিয়ন্ত্রণের জন্যে
Ο খ) বিনিয়োগ ব্যাংকসমুহকে অর্থনীতির অনুকূলে রাখতে
Ο গ) অভ্যন্তরীণ বাণিজ্যে সফলতার জন্যে
Ο ঘ) আমদানি ও রপ্তানিকে অর্থনীতির অনুকূলে রাখতে
সঠিক উত্তর: (ঘ)
৩৮. মক্কেল দীর্ঘসময় হিসাব চালু না রাখলে ব্যাংক তার হিসাব বন্ধ করে দেয়ার কারণ কী?
Ο ক) মক্কেল সততার নীতি ভঙ্গ করে বলে
Ο খ) চুক্তি ভঙ্গ হয় বলে
Ο গ) ভবিষ্যৎ লেনদেনের অনিশ্চয়তায়
Ο ঘ) ব্যাংকের আইনে এরূপ হিসাব অবৈধ বলে
সঠিক উত্তর: (গ)
৩৯. চেক কী ?
Ο ক) চুক্তির দলিল
Ο খ) লিখিত নোটিশ
Ο গ) আমানত কারীর লিখিত আদেশ
Ο ঘ) ব্যক্তিগত দলিল
সঠিক উত্তর: (গ)
৪০. ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি কী ?
Ο ক) ম্যানেজারের স্বার্থ রক্ষা
Ο খ) গ্রাহকের স্বার্থ রক্ষা
Ο গ) মুনাফা বৃদ্ধি
Ο ঘ) শেয়ারহোল্ডারের স্বার্থ রক্ষা
সঠিক উত্তর: (খ)
৪১. ব্যাংক ও গ্রাহকের মধ্যে আস্থা ও বিশ্বাসকে ব্যাংকিং ব্যবসায়ের কী বলা হয়?
Ο ক) মূলমন্ত্র
Ο খ) মূলযন্ত্র
Ο গ) মূল লক্ষ্য
Ο ঘ) মূল উদ্দেশ্য
সঠিক উত্তর: (ক)
৪২. কত শতাব্দীতে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার ব্যাংকের আবির্ভাব ঘটেছে?
Ο ক) সপ্তদশ শতাব্দীতে
Ο খ) সপ্তদশ শতাব্দীর মাঝে
Ο গ) সপ্তদশ শতাব্দীর প্রথমে
Ο ঘ) সপ্তদশ শতাব্দীর শেষে
সঠিক উত্তর: (খ)
৪৩. কোন ব্যাংক অর্থের মান নির্ধারণের ভূমিকা পালন করে?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) বাণিজ্যিক ব্যাংক
Ο গ) বিনিয়োগ ব্যাংক
Ο ঘ) বিনিময় ব্যাংক
সঠিক উত্তর: (ক)
৪৪. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজের বহির্ভূত?
Ο ক) মুদ্রা জারি করা
Ο খ) ঋণ নিয়ন্ত্রণ
Ο গ) ক্লিয়ারিং হাউজ
Ο ঘ) ঋণ প্রদান
সঠিক উত্তর: (ঘ)
৪৫. মক্কেল তার হিসাবের সমুদায় জের অন্য ব্যক্তির হিসাব স্থানান্তরের ফলে মক্কেলের হিসাব কী হবে?
Ο ক) স্বাভাবিক থাকবে
Ο খ) বন্ধ হয়ে যাবে
Ο গ) সাময়িক বন্ধ হয়ে যাবে
Ο ঘ) গারনিশি অর্ডার জারি হবে
সঠিক উত্তর: (খ)
৪৬. ব্যাংক অব ইংল্যান্ড প্রথমে কীভাবে গঠিত হয়?
Ο ক) সরকারি তত্ত্বাবধানে
Ο খ) একমালিকানায়
Ο গ) নিজস্ব মালিকানায়
Ο ঘ) যৌথ মালিকানায়
সঠিক উত্তর: (ঘ)
৪৭. কেন্দ্রীয় ব্যাংক হল ব্যাংকিং সমাজের নেতা, রাজ্য ও সূর্য সবকিছু। উক্তিটি কে করেছেন ?
Ο ক) ব্যাংক অব ইংল্যান্ড
Ο খ) ব্যাংক অব ফ্রান্স
Ο গ) ব্যাংক অব নরওয়ে
Ο ঘ) ব্যাংক অব নেদারল্যান্ড
সঠিক উত্তর: (ক)
৪৮. ফেডারেল রিজার্ভ সিস্টেম ব্যাংকটি কয়টি আঞ্চলিক ফেডারেল রিজার্ভ ব্যাংকের সমন্বয় প্রতিষ্ঠিত ব্যাংক?
Ο ক) ১২ টি
Ο খ) ১০ টি
Ο গ) ১৪ টি
Ο ঘ) ৮ টি
সঠিক উত্তর: (ক)
৪৯. ইনানের কেন্দ্রীয় ব্যাংকের নাক কী
Ο ক) বেনকোডা ইরান
Ο খ) সেন্ট্রাল ব্যাংক অব ইজিপ্ট
Ο গ) ব্যাংক মারকাজী
Ο ঘ) ব্যাংক অব ইরান
সঠিক উত্তর: (গ)
৫০. কোনটি ব্যাংক তহবিলের উৎস নয়?
Ο ক) আমানত
Ο খ) ঋণ গ্রহণ
Ο গ) বিনিয়োগ
Ο ঘ) মূলধন
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Finance