এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১১: ব্যাংকের আমানত (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১১: ব্যাংকের আমানত (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. লাভজনক বিনিয়োগ নিশ্চিত করে কোনটি?
Ο ক) ব্যাংক
Ο খ) বিমা
Ο গ) সরকার
Ο ঘ) এনজিও
সঠিক উত্তর: (ক)

২. ব্যাংক হিসাব জনসাধারণের সঞ্চয়ে উদ্বুদ্ধ করার পাশাপাশি কিসে বিরাট অবদান রাখে?
Ο ক) অর্থনৈতিক উন্নয়নে
Ο খ) সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠায়
Ο গ) মিতব্যয়িতা অর্জনে
Ο ঘ) জাতীয় মূলধন গঠনে
সঠিক উত্তর: (ঘ)

৩. বৈদেশিক মুদ্রা হিসাবের গ্রাহক?
Ο ক) বৈদেশিক মুদ্রা অর্জনকারী
Ο খ) বিশেষায়িত প্রতিষ্ঠানসমূহ
Ο গ) কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ
Ο ঘ) অভ্যন্তরীণ সকল ব্যবসায়ী
সঠিক উত্তর: (ক)

৪. চেকের উল্টো পৃষ্ঠায় প্রাপককে কয়টি স্বাক্ষর প্রদান করতে হয়?
Ο ক) ২ টি
Ο খ) ৩ টি
Ο গ) ৪ টি
Ο ঘ) ১ টি
সঠিক উত্তর: (ক)

৫. কোম্পানির ব্যাংক হিসাব বন্ধ করার ক্ষেত্রে কোনটির প্রয়োজন হয়?
Ο ক) নির্দিষ্ট ফরম পূরণ
Ο খ) কোম্পানির অনুমোদিত সভার অনুরোধপত্র
Ο গ) বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র
Ο ঘ) সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রত্যায়নপত্র
সঠিক উত্তর: (খ)

৬. ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড হচ্ছে এক ধরনের -
Ο ক) প্লাস্টিক কার্ড
Ο খ) ্ি্ি্িািইালেকট্রনিক প্লাস্টিক কার্ড
Ο গ) ইস্পাত বিশিষ্ট কার্ড
Ο ঘ) কাগজের কার্ড
সঠিক উত্তর: (খ)

৭. ব্যাংক ব্যবসায়ের তহবিলের মূল উৎস কী?
Ο ক) ঋণ
Ο খ) আমানত
Ο গ) শেয়ার
Ο ঘ) সিকিউরিটি
সঠিক উত্তর: (খ)

৮. ফোন ব্যাংকিং -এ কোনটি লক্ষ রাখতে হয়?
Ο ক) সকল উপকরণের সহজলভ্যতা
Ο খ) গ্রাহকের পরিচয় সত্যতা
Ο গ) গ্রাহকের অভিভাবক চিহ্নিতকরণ
Ο ঘ) দক্ষ কর্মী দ্বারা পরিচালনা করা
সঠিক উত্তর: (খ)

৯. সঞ্চয়ী হিসাবের সুবিধা হলো-
i. সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করে
ii. মূলধন গঠনে সহায়তা করে
iii. স্বল্প ও স্থায়ী আয়ের মানুয়ের জন্যে উপযোগী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:

১০. যে হিসাবের মাধ্যমে ব্যাংক জমাকারীকে কার্য দিবসে যতবার ইচ্ছা টাকা জমা ও উত্তোলন করার সুকিধা দেয়ং তাকে কী বলে?
Ο ক) স্থায়ী হিসাব
Ο খ) চলতি হিসাব
Ο গ) সঞ্চয়ী হিসাব
Ο ঘ) বিমা সঞ্চয়ী হিসাব
সঠিক উত্তর: (খ)

১১. চলতি হিসাব সাধারণত-
i. ব্যবসায়গণ পরিচালনা করে
ii. বিধি-নিষেধযুক্ত হিসাব পরিচালনা করে
iii. জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

১২. কোম্পানির ক্ষেত্রে কীভাবে হিসাব বন্ধ করতে হয়?
Ο ক) পরিমেল নিয়মাবলির মাধ্যমে
Ο খ) নিবন্ধক কর্তৃক ইস্যুকৃত নিবন্ধনপত্রের মাধ্যমে
Ο গ) অনুমোদিত সভার অনুরোধপত্রের মাধ্যমে
Ο ঘ) স্মারকলিপি ব্যবহার করে
সঠিক উত্তর: (গ)

১৩. একজন গ্রাহক ব্যাংকে কোন ধরনের হিসাব খুলতে পারে?
i. চলতি
ii. সঞ্চয়ী
iii. স্থায়ী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৪. FDR কী?
Ο ক) চলতি হিসাবের রসিদ
Ο খ) আমানতকারী হিসাবের রসিদ
Ο গ) সঞ্চয়ী হিসাবের রসিদ
Ο ঘ) স্থায়ী আমানত রসিদ
সঠিক উত্তর: (ঘ)

১৫. ব্যাংক হিসাব নয়-
i. চলতি ও সঞ্চয়ী হিসাব
ii. স্কুল ও বিমা সঞ্চয়ী হিসাব
iii. দেশী ও বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) iii
Ο গ) ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৬. ব্যাংকে টাকা জমা রাখাকে ঝুঁকিহীন বিনিয়োগ বলা হয় কেন?
Ο ক) অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটায় বলে
Ο খ) ঋণপাবার নিশ্চয়তা থাকে বলে
Ο গ) সময়মতো নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায় বলে
Ο ঘ) আমানতের সর্বোচ্চ নিরাপত্তা থাকে বলে
সঠিক উত্তর: (গ)

১৭. SMS-এর মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করলে তাকে কী বলা হয়?
Ο ক) কল সেন্টার
Ο খ) ফোন ব্যাংকিং
Ο গ) SMS ব্যাংকিং
Ο ঘ) ইন্টারনেট ব্যাংকিং
সঠিক উত্তর: (গ)

১৮. এক ধরনের ব্যক্তিগদ ঋণ বলা হয় কাকে?
Ο ক) ডেবিট কার্ডকে
Ο খ) অনলাইন ব্যাংকিংকে
Ο গ) ফোন ব্যাংকিংকে
Ο ঘ) ক্রেডিট কার্ডকে
সঠিক উত্তর: (ঘ)

১৯. কোন ব্যাংকিং সেবায় গ্রাহকের পরিচয় সত্যতা দরকার হয়?
Ο ক) ফোন ব্যাংকিং
Ο খ) SMS ব্যাংকিং
Ο গ) ইন্টারনেট ব্যাংকিং
Ο ঘ) এবি ব্রাঞ্চ ব্যাংকিং
সঠিক উত্তর: (ক)

২০. সঞ্চয়ী হিসাবের গ্রাহকদের ব্যাংক কর্তৃক সরবরাহকৃদ একটি ছোট বই হল-
Ο ক) চেক বই
Ο খ) জমার বই
Ο গ) পাস বই
Ο ঘ) ব্যাংক হিসাব বিবরণী বই
সঠিক উত্তর: (গ)

২১. মাসুদ রানা তার কিছু মূলধন ঝুঁকিহীন ক্ষেত্রে বিনিয়োগ করতে চায়। এক্ষেত্রে তার কী করা উচিত হবে?
Ο ক) শেয়ারে বিনিয়োগ করা
Ο খ) বন্ডে বিনিয়োগ করা
Ο গ) ব্যাংকে বিনিয়োগ করা
Ο ঘ) ডিবেঞ্চারে বিনিয়োগ করা
সঠিক উত্তর: (গ)

২২. ঋণ গ্রহণের ক্ষেত্রে অপেক্ষাকৃত পছন্দনীয় ব্যাংক কোনটি?
Ο ক) যে ব্যাংকের নিয়ম-নীতির পরিমাণ বেশি
Ο খ) যে ব্যাংকের হিসাব ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বেশি
Ο গ) যে ব্যাংকের ঋণ প্রদান নীতি অপেক্ষাকৃত নমনীয়
Ο ঘ) যে ব্যাংক অধিক পরিমাণে ঋণ প্রদান করে
সঠিক উত্তর: (গ)

২৩. সঞ্চয়ী হিসাব খোলার জন্য প্রয়োজনীয় আবেদনপত্রের ফরম কার থেকে সংগ্রহ করতে হয়?
Ο ক) ব্যাংক ম্যানেজার
Ο খ) ব্যাংক অফিসার
Ο গ) ব্যাংক সহকারী অফিসার
Ο ঘ) ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যাক্তির
সঠিক উত্তর: (ঘ)

২৪. ব্যাংক কর্তৃক আমানতকারীকে প্রদত্ত একটি ছোট হিসাবের বই হল-
Ο ক) ব্যাংক পাস বই
Ο খ) চেক বই
Ο গ) জমার বই
Ο ঘ) সঞ্চয় বই
সঠিক উত্তর: (ক)

২৫. চলতি ও সঞ্চয়ী হিসাবের মধ্যে মূল পার্থক্য কী?
Ο ক) উদ্দেশ্যগত
Ο খ) ধরনগত
Ο গ) উপযোগিতাগত
Ο ঘ) প্রাথমিক আমানতগত
সঠিক উত্তর: (ক)

২৬. নাজমুল সাহেব শপিং শেষ করে টাকা পরিশোধ করেন ব্যাংক চেকের মাধ্যমে । এখানে ব্যাংক চেক কী হিসেবে ব্যবহৃত হয়েছে?
Ο ক) বিনিময়ের মাধ্যমে
Ο খ) মূল্যের পরিমাপক
Ο গ) মূল্য স্থানান্তরের বাহন
Ο ঘ) তারল্যের মান
সঠিক উত্তর: (ক)

২৭. কোনটির মাধ্যমে ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে?
Ο ক) প্রত্যয়পত্র
Ο খ) ব্যাংক হিসাব
Ο গ) চেক
Ο ঘ) ব্যাংক ড্রাফট
সঠিক উত্তর: (খ)

২৮. কী কারণে ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে
Ο ক) সুদ প্রদানের জন্যে
Ο খ) ব্যবসায়ীদের লেনদেন বৃদ্ধির জন্যে
Ο গ) ব্যাংকের তহবিল গঠনের জন্যে
Ο ঘ) জনগণের আর্থিক উন্নতির জন্যে
সঠিক উত্তর: (গ)

২৯. জনগণের জন্য সুপ্রচলিত ব্যাংক হিসাব হলো-
i. সঞ্চয়ী হিসাব
ii. চলতি হিসাব
iii. স্থায়ী হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)

৩০. ন্যূনতম কত টাকা জমা দিয়ে সঞ্চয়ী হিসাব খোলা যায়?
Ο ক) ১০০ টাকা
Ο খ) ২০০ টাকা
Ο গ) ৫০০ বা ১,০০০ টাকা
Ο ঘ) ১,০০০ টাকা
সঠিক উত্তর: (ক)

৩১. গ্রাহক মেয়াদি হিসাব খুলে কোন ক্ষেত্রে?
Ο ক) মেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে
Ο খ) চলতি হিসাবের ক্ষেত্রে
Ο গ) বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে
Ο ঘ) আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে
সঠিক উত্তর: (ক)

৩২. মাহবুব সাহেব রঙ ডিপার্টমেন্টাল স্টোর থেকে পণ্য কিনে ব্যাংক হিসাবে অর্থ না থাকা সত্ত্বেও তার বিল পরিশোধ করে দিয়ে আসলো। এটি কী ভাবে সম্ভব হলো?
Ο ক) ক্রেডিট কার্ডের মাধ্যমে
Ο খ) ডেবিট কার্ডের মাধ্যমে
Ο গ) ফোনের মাধ্যমে
Ο ঘ) চেকের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)

৩৩. ব্যাংকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব হল-
i. আমানত গ্রহণ
ii. বিনিয়োগ
iii. বৈদেশিক বিনিময়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৪. গ্রাহকদের প্রয়োজন বিবেচনায় ব্যাংক কয় ধরনের হিসাব খোলার সুযোগ প্রদান করে থাকে?
Ο ক) নমুনাপত্র সংগ্রহ
Ο খ) চেক বই সংগ্রহ
Ο গ) আবেদনপত্র সংগ্রহ
Ο ঘ) দলিলাদি সংগ্রহ
সঠিক উত্তর: (গ)

৩৫. ই-ব্যাংকিংয়ের জনপ্রিয়তা বাংলাদেশে কেমন?
Ο ক) তেমন উজ্জ্বল নয়
Ο খ) উজ্জ্বল
Ο গ) তেমন সম্ভাবনাময় নয়
Ο ঘ) সম্ভাবনাময়
সঠিক উত্তর: (খ)

৩৬. ব্যাংকে হিসাব খোলার মূল উদ্দেশ্য হল-
i. অর্থের নিরাপদ সংরক্ষণ
ii. সহজে অর্থ লেনদেন করা
iii. মিতব্যয়িতা অর্জন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩৭. ব্যাংক সাধারণত কয় ধরনের আমানত গ্রহণ করে?
Ο ক) ২ ধরনের
Ο খ) ৩ ধরনের
Ο গ) ৪ ধরনের
Ο ঘ) ৫ ধরনের
সঠিক উত্তর: (খ)

৩৮. কোনো নিরক্ষর ব্যক্তি ব্যাংকে হিসাব খুলতে চাইলে তাকে ব্যাংক ম্যানেজারের সম্মুখে কী করতে হয়?
Ο ক) মৌখিক সম্মতি প্রদান করতে হয়
Ο খ) টিপসই দিতে হয়
Ο গ) বৃদ্ধাঙ্গুলির ছাপ হিতে হয়
Ο ঘ) বামহাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ বা টিপসই দিতে হয়
সঠিক উত্তর: (ঘ)

৩৯. স্থায়ী হিসাবে ব্যাংক সমর্থ হয়- i. অর্থের ii. ঋণের iii. আমানতের নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৪০. একমালিকানা ব্যবসায়ের হিসাব খোলা ক্ষেত্রে কোনটি প্রদান করতে হয়?
Ο ক) ট্রেড লাইসেন্স
Ο খ) প্রাথমিক জমা
Ο গ) নিবন্ধনপত্র
Ο ঘ) স্মারকলিপি
সঠিক উত্তর: (ক)

৪১. ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে অতালিকাভুক্তি ব্যাংকের চেয়ে তালিকাভুক্ত ব্যাংক অধিক প্রগণযোগ্য কেন?
Ο ক) অধিক ঋণ সুবিধা পাওয়ার জন্যে
Ο খ) অধিক নিরাপত্তর জন্যে
Ο গ) সুদ সুবিধা বেশি থাকে বলে
Ο ঘ) ব্যাংক চার্জ কম, সেজন্যে
সঠিক উত্তর: (খ)

৪২. ব্যাংক হিসাব খোলার মাধ্যমে জনগণের মধ্যে কী সৃষ্টি হয়?
Ο ক) সঞ্চয় প্রবণতা
Ο খ) মূলধন গঠন
Ο গ) উৎপাদন বৃদ্ধি
Ο ঘ) কর্মসংস্থান
সঠিক উত্তর: (ক)

৪৩. কোন হিসাবে ব্যাংক জমাকারীকে যতবার ইচ্ছা টাকা জমা ও উত্তোলন করতে পারে?
Ο ক) স্থায়ী হিসাব
Ο খ) সঞ্চয়ী হিসাব
Ο গ) চলতি হিসাব
Ο ঘ) পৌন:পুনিক হিসাব
সঠিক উত্তর: (গ)

৪৪. স্থায়ী হিসাবে সুদের হারে তারতম্য হয় কী অনুসারে?
Ο ক) টাকার পরিমাণ অনুসারে
Ο খ) জমার মেয়াদ অনুসারে
Ο গ) জমার উদ্দেশ্য অনুসারে
Ο ঘ) বিভিন্ন ব্যাংকভেদে
সঠিক উত্তর: (খ)

৪৫. SMS ব্যাংকিংয়ের মাধ্যমে কোনটি জানা যায়?
Ο ক) হিসাবের স্থিতি
Ο খ) হিসাবের সময়কাল
Ο গ) হিসাবের পাসওয়ার্ড
Ο ঘ) হিসাবের নাম্বার
সঠিক উত্তর: (ক)

৪৬. সুমনের ইউনিভাসিটির টাকা জমাদানের জন্যে টাকা উত্তোলন প্রয়োজন। ব্যাংকের অফিস টাইম শেষ হয়ে যাওয়ায়, এখন রবি কোনটির মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবে?
Ο ক) ইন্টারনেটের মাধ্যমে
Ο খ) ধারের সাহায্যে
Ο গ) কাজ করার মাধ্যমে
Ο ঘ) এটিএম বুতের সাহায্যে
সঠিক উত্তর: (ঘ)

৪৭. চলতি হিসাব কত প্রকার?
Ο ক) দু প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (খ)

৪৮. পৃথিবীর অন্যান্য দেশ ছাড়াও বাংলাদেশে ই-ব্যাংকিং জনপ্রিয়তা লাভ করেছে কারণ-
i. এটা দীর্ঘমেয়াদি সেবা কার্যক্রম
ii. দীর্ঘমেয়াদি ব্যাংক হিসাব
iii. এটা দীর্ঘমেয়াদি আয় সম্পর্কিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৪৯. ব্যাংক আমানতকারীকে সাহায্য করে-
i. আর্থিক বিভিন্ন বিষয়ে তথ্য লিপিবদ্ধ করে
ii. তথ্য সরবরাহ করে
iii. পরামর্শ দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৫০. ব্যাংকে চলতি হিসাব খোলার সময় প্রাথমিক জমার পরিমাণ কত টকা?
Ο ক) ১০০০ টাকা
Ο খ) ৫০০ টাকা
Ο গ) ১০০ টাকা
Ο ঘ) ৫০ টাক
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post