এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১০: বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১০: বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. ঋণলগ্রহীতাদের ঋণ দিয়ে ব্যাংক কোন কাজে সাহায্য করে?
Ο ক) উৎপাদনমুখী কাজে
Ο খ) সেবামূলক কাজে
Ο গ) বিনিময়মূলক কাজে
Ο ঘ) মূলধন গঠনমূলক কাজে
সঠিক উত্তর: (ক)

২. বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হলো-
i. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
ii. দেশের সকল অঞ্চলের উন্নয়ন করা
iii. সমাজের দারিদ্র্য দূরীকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩. বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কী?
Ο ক) মূলধন গঠন
Ο খ) বিনিময়ের মাধ্যম
Ο গ) কর্মসংস্থান সৃষ্টি
Ο ঘ) মুনাফা অর্জন
সঠিক উত্তর: (ঘ)

৪. বাণিজ্যিক ব্যাংক মক্কেলের আমানতের ওপর কী প্রদান করে?
Ο ক) কমিশন
Ο খ) বাট্টা
Ο গ) চার্জ
Ο ঘ) সুদ
সঠিক উত্তর: (ঘ)

৫. নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ?
Ο ক) আমানত সংগ্রহ
Ο খ) অর্থ স্থানান্তর
Ο গ) বিল বাট্টাকরণ
Ο ঘ) চেকের অর্থ সংগ্রহ
সঠিক উত্তর: (ঘ)

৬. বাণিজ্যিক ব্যাংকের মুখ্য দুটি কাজ কী?
Ο ক) মূলধন সৃষ্টি ও ব্যবসায়ীদের ঋণ দান
Ο খ) আমানত গ্রহণ ও ঋণপ্রদান
Ο গ) চেক,ড্রাফ্‌ট ইস্যুকরণ এবং শেয়ার ক্রয়বিক্রয়
Ο ঘ) হুন্ডি বাট্টাকরণ ও বিনিময় বিলের ঋণদান
সঠিক উত্তর: (খ)

৭. গ্রাহকদের অর্থ চাহিবামাত্র ফেরতদানের ক্ষমতাকে ব্যাংকের ভাষায় কী বলে?
Ο ক) তারল্য
Ο খ) সেবা
Ο গ) স্বচ্ছতা
Ο ঘ) সুনাম
সঠিক উত্তর: (ক)

৮. ব্যাংক ব্যবসায়ের উন্নয়নে সহায়ক হলো-
i. প্রয়োজনীয় মূলধন গঠন করা
ii. মূলধন ব্যবহারের চেষ্টা চালানো
iii. মুদ্রাস্ফীতি হ্রাস করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৯. প্রত্যয়পত্র কী?
Ο ক) মূল্য পরিশোধের অসামর্থ্য
Ο খ) মূল্য পরিশোধের নিশ্চয়তা
Ο গ) রপ্তানি প্রতিকূলতা
Ο ঘ) আমদানি নির্ভরতা
সঠিক উত্তর: (খ)

১০. কোন ব্যাংক জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ এবং নিরাপত্তা প্রদান করে?
Ο ক) সমবায় ব্যাংক
Ο খ) কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) বাণিজ্যিক ব্যাংক
Ο ঘ) মার্চেন্ট ব্যাংক
সঠিক উত্তর: (গ) 

১১. চেক, ভ্রমণকারীর চেক ও পে-অর্ডারের মাধ্যমে -
i. মুনাফা বৃদ্ধির পথ সুগম হয়
ii. আর্থিক ঝুঁকি হ্রাস পায়
iii. অর্থ স্থানান্তর কার্য সহজ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১২. বানিজ্যিক ব্যাংকের আত্মরক্ষার অন্যতম একটি হাতিয়ার হল-
Ο ক) চাহিবামাত্র ও স্বল্পমেয়াদি নোটিশে দেয় ঋণ
Ο খ) ব্যাংক নিশ্চয়তা সনদ
Ο গ) তথ্য সরবরাহ ও উপদেশ প্রদান
Ο ঘ) কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রি
সঠিক উত্তর: (ক)

১৩. বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কী?
Ο ক) মুনাফা অর্জন
Ο খ) জনকল্যাণ
Ο গ) মূলধন গঠন
Ο ঘ) নিরাপত্তা
সঠিক উত্তর: (খ)

১৪. কোন ব্যাংক জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ এবং নিরাপত্তা প্রদান করে?
Ο ক) সমবায় ব্যাংক
Ο খ) কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) বাণিজ্যিক ব্যাংক
Ο ঘ) মার্চেন্ট ব্যাংক
সঠিক উত্তর: (গ) 

১৫. বাণিজ্যিক ব্যাংক আমানতকারীদের নিকট থেকে -সুদে আমানত গ্রহণ করে।
Ο ক) ৮% হার
Ο খ) অধিক হার
Ο গ) ১০% হার
Ο ঘ) স্বল্প হার
সঠিক উত্তর: (ঘ)

১৬. মূলধন ও অর্থের মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান কোনটি?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) বিশেষায়িত ব্যাংক
Ο গ) বাণিজ্যিক ব্যাংক
Ο ঘ) সমবায় ব্যাংক
সঠিক উত্তর: (গ)

১৭. বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য কী?
Ο ক) অর্থনৈতিক স্থিতিশীলতা
Ο খ) সঞ্চয় প্রবণতা সৃষ্টি
Ο গ) নিরাপত্তা প্রদান
Ο ঘ) শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন
সঠিক উত্তর: (গ)

১৮. নিজস্ব তহবিলের প্রধান উৎস হল-
Ο ক) সঞ্চিতি তহবিল
Ο খ) সাধারণ রিজার্ড
Ο গ) ব্যাংক দলিলের মাধ্যমে সংগৃহীত ঋণ
Ο ঘ) বিধিবদ্ধ রিজার্ভ
সঠিক উত্তর: (ক)

১৯. বাণিজ্যিক স্বার্থে পরিচালিত হয় বিধায় মুনাফা অর্জনই বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য। এ লক্ষ্যে মুখ্য ভুমিকা পালন করে-
i. আমানত গ্রহণ ও মূলধন গঠন
ii. ঋণদান ও বিনিময় বিল বাট্টাকরণ
iii. শেয়ার ও সিকউরিটি ক্রয় বিক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২০. কোন সেবার মাধ্যমে ব্যাংক জনগণের মূল্যবান সামগ্রী জমা রাখে?
Ο ক) ডিপিএস
Ο খ) ই-ব্যাংকিং
Ο গ) সঞ্চয়পত্র
Ο ঘ) লকার
সঠিক উত্তর: (ঘ)

২১. বাণিজ্যিক উদ্দেশ্য বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংককে বলে-
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) বাণিজ্যিক ব্যাংক
Ο গ) বিশেষায়িত ব্যাংক
Ο ঘ) সমবায় ব্যাংক
সঠিক উত্তর: (খ)

২২. কোনটি দেশের মূলধন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
Ο ক) সঞ্চয়
Ο খ) আমানত
Ο গ) ঋণ আমানত
Ο ঘ) বৈদেশিক বিনিময়
সঠিক উত্তর: (খ)

২৩. বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করে?
Ο ক) মক্কেলদের ঋণদানের মাধ্যমে
Ο খ) ইস্যুকৃত চেক, ব্যাংক ড্রাফ্‌ট ইত্যাদি ভাঙ্গিয়ে
Ο গ) প্রাপ্যবিল মেয়াদপূর্তির পূর্বে ভাঙ্গিয়ে
Ο ঘ) আমানতকারীর কাছ থেকে ব্যাংক চার্জ গ্রহণ করে
সঠিক উত্তর: (গ)

২৪. ট্রাভেলার্স চেক হতে বাণিজ্যিক ব্যাংক কী পায়?
Ο ক) চার্জ
Ο খ) কমিশন
Ο গ) সুদ
Ο ঘ) বাট্ট
সঠিক উত্তর: (খ)

২৫. দারিদ্র্য দূরীকরণে বাণিজ্যিক ব্যাংক ঋণ সরবরাহ করে-
i. ক্ষুদ্র ব্যবসায়ীদের
ii. উৎপাদনকারীদের
iii. উদ্যোক্তাদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) 

২৬. বাণিজ্যিক ব্যাংক কীভাবে মুদ্রা প্রচলন করে?
Ο ক) প্রত্যক্ষভাবে
Ο খ) পরোক্ষভাবে
Ο গ) বিশেষ পদ্ধতিতে
Ο ঘ) নিয়ম মেনে
সঠিক উত্তর: (খ)

২৭. বাণিজ্যিক ব্যাংকের খরচের খাতগুলো হলো-
i. নিরীক্ষকের ভির
ii. বিজ্ঞাপন
iii. বিমা প্রিমিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৮. বাণিজ্যিক ব্যাংক কিসের সনদ প্রদান করে থাকে?
Ο ক) আর্থিক স্বচ্ছলতার সনদ
Ο খ) ব্যাংক হিসাব খোলার সনদ
Ο গ) উচ্চ শিক্ষার সনদ
Ο ঘ) নাগরিক সনদ
সঠিক উত্তর: (ক)

২৯. বাণিজ্যি ব্যাংক আয় করে থাকে-
i. বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করে
ii. শেয়ার ক্রয়-বিক্রয় করে
iii. প্রত্যয়পত্র ক্রয়-বিক্রয় করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩০. কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়?
Ο ক) ঋণদান
Ο খ) মুদ্রার মান নিয়ন্ত্রণ
Ο গ) বিলের বাট্টাকরণ
Ο ঘ) মূলধন গঠন
সঠিক উত্তর: (খ)

৩১. বাণিজ্যিক ব্যাংককে অনেকে কী নামে অভিহিত করেছেন?
Ο ক) Mother of modern bank
Ο খ) Father of modern bank
Ο গ) Mother of new bank
Ο ঘ) Father of new bank
সঠিক উত্তর: (ক)

৩২. বাণিজ্যিক ব্যাংক প্রচলন করে কীভাবে?
Ο ক) প্রত্যক্ষভাবে
Ο খ) পরোক্ষভাবে
Ο গ) সমানুপাতিক হারে
Ο ঘ) প্রগতিশীল হারে
সঠিক উত্তর: (খ)

৩৩. ব্যাংক প্রচুর আয় করে থাকে কিসের মাধ্যমে?
i. ব্যাংক ড্রাফট
ii. ট্যাভেলারস চেক
iii. বিনিময় বিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩৪. টেলেক্স বাণিজ্যিক ব্যাংকের কোন ধরণের খরচ?
Ο ক) পরিবহন খরচ
Ο খ) যোগাযোগ খরচ
Ο গ) অফিস খরচ
Ο ঘ) প্রত্যক্ষ মজুরি খরচ
সঠিক উত্তর: (খ)

৩৫. বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কোনটি?
Ο ক) ঋণ নিয়ন্ত্রণ
Ο খ) সঞ্চয় প্রবণতা সৃষ্টি
Ο গ) মূলধন গঠন
Ο ঘ) জনকল্যাণ
সঠিক উত্তর: (ঘ)

৩৬. সুষ্ঠুভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সুরক্ষার কৌশলকে বাণিজ্যিক ব্যাংকের-বলা হয়।
Ο ক) কৌশল
Ο খ) হাতিয়ার
Ο গ) আত্মরক্ষার হাতিয়ার
Ο ঘ) আত্মরক্ষার রক্ষাকবচ
সঠিক উত্তর: (ঘ)

৩৭. ঋণ আমানত সৃষ্টির কৌশলগুলো হলো-
i. বিনিয়োগের মাধ্যমে ঋণ সৃষ্টি
ii. ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি
iii. আমানতকৃত অর্থ হতে ঋণের সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩৮. ব্যবসায় প্রতিষ্ঠানে নিয়োজিত বাণিজ্যিক ব্যাংকের অর্থের পরিবর্তিত রূপকে কী বলে?
Ο ক) বিনিয়োগ
Ο খ) ঋণ
Ο গ) মুনাফা
Ο ঘ) ব্যবসায়ী
সঠিক উত্তর: (খ)

৩৯. এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানোর সহজ পদ্ধতি কী?
Ο ক) বিনিময় বিল
Ο খ) চেক
Ο গ) হুন্ডি
Ο ঘ) ব্যাংক ড্রাফট
সঠিক উত্তর: (ঘ)

৪০. বৈদেশিক বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাজ সমূহ হলো-
i. প্রত্যয়পত্র ইস্যু করা
ii. বিনিময় বিলে স্বীকৃতি দেয়া
iii. বিনিময়ের হার নির্ধারণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪১. ‘লকার ভাড়া’ সেবার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের নিকট থেকে কী আদায় করে?
Ο ক) সুদ
Ο খ) বিনিময়
Ο গ) ঋণপত্র
Ο ঘ) সার্ভিস চার্জ
সঠিক উত্তর:

৪২. ব্যাংক কীসের মাধ্যমে বিল ভাঙিয়ে থাকে?
Ο ক) কমিশনের
Ο খ) কিস্তির
Ο গ) বিনিময়ের
Ο ঘ) বাট্টার
সঠিক উত্তর: (ঘ)

৪৩. ব্যাংক নির্দিষ্ট হারে সুদ প্রদনা করে থাকে-
i. চলতি হিসাবে
ii. সঞ্চয়ী হিসাবে
iii. স্থায়ী হিসাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৪৪. বাণিজ্যিক ব্যাংক জনগণের মধ্যে কোন ধরনের প্রবণতা সৃষ্টি করে?
Ο ক) খরচের প্রবণতা
Ο খ) আমদানির প্রবণতা
Ο গ) আয়ের প্রবণতা
Ο ঘ) সঞ্চয়ের প্রবণতা
সঠিক উত্তর: (ঘ)

৪৫. ব্যাংকের শাখা কোথায় বিস্তৃত?
Ο ক) বিভিন্ন এলাকায়
Ο খ) বিভিন্ন অঞ্চলে
Ο গ) বিভিন্ন দেশে
Ο ঘ) দেশের বাইরে
সঠিক উত্তর: (ক)

৪৬. বাণিজ্যিক ব্যাংক ভূমিকা পালন করে-
i. বৈদেশিক বাণিজ্যে
ii. লেনদেন নিষ্পত্তিতে
iii. অছি হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৭. ব্যাংক শিল্পপ্রতিষ্ঠানগুলোকে কোন মেয়াদে ঋণ প্রদান করে?
Ο ক) স্বল্প
Ο খ) মধ্য
Ο গ) দীর্ঘ
Ο ঘ) অনির্দিষ্ট
সঠিক উত্তর: (গ)

৪৮. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের উন্নয়নমূলক কাজ?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) সামাজিক
Ο গ) রাবনৈতিক
Ο ঘ) ব্যক্তিক
সঠিক উত্তর: (ক)

৪৯. ব্যাংক শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে কেন?
Ο ক) মূলধনের গতিশীলতা বৃদ্ধিতে
Ο খ) শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে
Ο গ) দেশের বাহিরে অর্থ স্থানান্তর করতে
Ο ঘ) কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে
সঠিক উত্তর: (ক)

৫০. বেসরকারি মালিকানাধীন দেশীয় বাণিজ্যিক ব্যাংক হলো-
i. ইস্টার্ণ ব্যাংক
ii. ওয়ান ব্যাংক
iii. ট্রাস্ট ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i, ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post