ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১: অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. কোন উৎস হতে কী পরিমাণে এবং কীভাবে তহবিল সংগ্রহ করা হবে অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে কেন?
Ο ক) সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য
Ο খ) অধিক তহবিল সংগ্রহের জন্য
Ο গ) প্রতিষ্ঠানের আয়তন বৃদ্ধির জন্য
Ο ঘ) কার্জ পরিধি বৃদ্ধির জন্য
সঠিক উত্তর: (ক)
৩০২. জনাব মাহবুব সাহেব একটি প্রতিষ্ঠানের মালিক। নতুন অর্ডার পাওয়ায় তার কাঁচামালের সরবরাহ প্রয়োজন । কিন্তু অর্থ সংকটের জন্যে তিনি উপযুক্ত পরিমাণ কাঁচামাল কিন্তে অপারগ হন। এজন্যে কীসের ওপর তার ধারণা থাকা প্রয়োজন?
Ο ক) উৎপাদন সংক্রান্ত
Ο খ) প্রকল্প সংক্রান্ত
Ο গ) পরিকল্পনা সংক্রান্ত
Ο ঘ) অর্থায়ন সংক্রান্ত
সঠিক উত্তর: (ঘ)
৩০৩. কোন ধরনের প্রতিষ্ঠানের জন্যে সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক?
Ο ক) যৌথ মূলধনী
Ο খ) একমালিকানা
Ο গ) অংশীদারি
Ο ঘ) সমবায় সমিতি
সঠিক উত্তর: (ক)
৩০৪. BCIC এর অধীনে রাসায়নিক প্রতিষ্ঠান কীরূপ?
Ο ক) লাভজনক
Ο খ) অলাভজনক
Ο গ) কম লাভজনক
Ο ঘ) মুনাফা অর্জনযোগ্য
সঠিক উত্তর: (গ)
৩০৫. সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন নীতির ভূমিকা অপরিসীম?
Ο ক) তারল্য ও মুনাফা নীতি
Ο খ) ঝুঁকি-মুনাফা নীতি
Ο গ) উপযুক্ততার নীতি
Ο ঘ) বৈচিত্রায়ণ নীতি
সঠিক উত্তর: (ক)
৩০৬. ১১.একটি কোম্পানি কেমন করে মূলত তহবিল সংগ্রহ করে?
Ο ক) শেয়ার বিক্রি
Ο খ) ব্যাংক
Ο গ) নিজস্ব মূলধন
Ο ঘ) বিমা
সঠিক উত্তর: (ক)
৩০৭. স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করাকে অর্থায়নের কী নীতি বলা হয়?
Ο ক) তারল্য নীতি
Ο খ) মুনাফা নীতি
Ο গ) উপযুক্ততার নীতি
Ο ঘ) ঝুঁকি বন্টন নীতি
সঠিক উত্তর: (গ)
৩০৮. কোন প্রতিষ্ঠানকে সরকারি অনুমোদন দেওয়ার আগে বিচার-বিশ্লেষণের প্রয়োজন হয়?
Ο ক) কোম্পানি সংগঠন
Ο খ) অংশীদারি
Ο গ) যৌথ মূলধনী
Ο ঘ) একমালিকানা
সঠিক উত্তর: (গ)
৩০৯. ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ কীভাবে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করতে সমর্থ হয়?
Ο ক) অর্থের প্রবহ নিয়ন্ত্রণ করে
Ο খ) বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে
Ο গ) কাঁচামালের সহজলভ্যতা যাচাই করে
Ο ঘ) নিজস্ব ও বাহ্যিক মূলধনের উৎস যাচাই করে
সঠিক উত্তর: (খ)
৩১০. কোন দশকে বিশ্বব্যাপী আমদানি রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হৃাস পায়?
Ο ক) ১৯৬০
Ο খ) ১৯৭০
Ο গ) ১৯৮০
Ο ঘ) ১৯৯০
সঠিক উত্তর: (ঘ)
৩১১. কোন উৎস থেকে অর্থায়নের প্রকৃতি ও আওতা সম্পর্কে ধারণা পাওয়া যায়?
Ο ক) জাতীয় আয়ের প্রবৃদ্ধি থেকে
Ο খ) আয় বা অর্থায়ন সিদ্ধান্ত থেকে
Ο গ) অর্থায়ন বিষয়ক জ্ঞানের প্রয়োগ থেকে
Ο ঘ) অর্থায়নের ক্রমবিকাশের ধারা থেকে
সঠিক উত্তর: (ঘ)
৩১২. বাংলাদেশ ব্যবসায় বাণিজ্যে কোন ধরনের?
Ο ক) রপ্তানি নির্ভর দেশ
Ο খ) আমদানিনির্ভর দেশ
Ο গ) বাণিজ্যনির্ভর দেশ
Ο ঘ) শুল্কনির্ভর দেশ
সঠিক উত্তর: (খ)
৩১৩. বাংলাদেশে বাণিজ্য ঘাটতি হওয়ার কারনে কী?
Ο ক) রপ্তানি অপেক্ষা আমদানি বেশি
Ο খ) কারিগরি অক্ষমতা
Ο গ) আমদানি অপেক্ষা রপ্তানি বেশি
Ο ঘ) শ্রমশক্তির অভাব
সঠিক উত্তর: (ক)
৩১৪. ফিন্যান্স আর্থিক বিবরনীর বিচার-বিশ্লেষণ কাফে নিয়োজিত ছিল কখন?
Ο ক) পঞ্চদশ শতাব্দীতে
Ο খ) সপ্তদশ শতাব্দীতে
Ο গ) অষ্টাদশ শতাব্দীতে
Ο ঘ) বিংশ শতাব্দীতে
সঠিক উত্তর: (গ)
৩১৫. শিল্পবিপ্লবের পরেই উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষতা লাভ করে-
i সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে
ii বিশেষায়িত প্রক্রিয়ার মাধ্যমে
iii বিভাজিত প্রক্রিয়ার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩১৬. পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে নির্ধারিত হয়-
i পারিবারিক আয়ের উৎস
ii পারিবারিক আয়ের পরিমান
iii পারিবারিক চাহিদার পরিমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iও iii
Ο গ) iiও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ক)
৩১৭. কোন দশকে অর্থায়ন অঙ্কনির্ভর হয়ে উঠে?
Ο ক) ১৯৪০
Ο খ) ১৯৫০
Ο গ) ১৯৬০
Ο ঘ) ১৯৭০
সঠিক উত্তর: (ঘ)
৩১৮. তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা যায় কীভাবে?
Ο ক) শ্রম আইন নীতির মাধ্যমে
Ο খ) তারল্য সম্প্রসারণের নীতির মাধ্যমে
Ο গ) অর্থায়নের নীতির মাধ্যমে
Ο ঘ) আইন স্বীকৃত নীতির মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৩১৯. কোনটি বাংলাদেশের আমদানি পণ্য?
Ο ক) পাট
Ο খ) পাটজাত দ্রব্য
Ο গ) তৈরী পোশাক
Ο ঘ) পেট্রোলিয়াম
সঠিক উত্তর: (ঘ)
৩২০. অর্থায়ন বলতে বোঝায়-
i তহবিল সংগ্রহ
ii তহবিল পরিকর্পনা
iii তহবিল ব্যবহার সংক্রান্ত পরিকল্পনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iiও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (গ)
৩২১. সরকারের ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় আয়ের উৎস হলো-
i আয়কর
ii আমদানি শুল্ক
iii ট্রেজারি বিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iও iii
Ο গ) iiও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২২. একটি প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্যে যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তাকে কী বলে?
Ο ক) পারিবারিক অর্থায়ন
Ο খ) সমবায় অর্থায়ন
Ο গ) সরকারি অর্থায়ন
Ο ঘ) ব্যবসায় অর্থায়ন
সঠিক উত্তর: (ঘ)
৩২৩. নিচের কোনটিচ স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস?
i প্রাপ্য বিল বাট্টাকরণ
ii শেয়ার
iii সঞ্চিত তহবিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) iiও iii
সঠিক উত্তর: (ক)
৩২৪. কোন নীতি তহবিল সংগ্রহের ক্ষেত্রে একটি উৎসের বদলে বহুবিধ উৎস থেকে তহবিল সংগ্রহ করাকে প্রাধান্য দেয়?
Ο ক) উপযুক্ততার নীতি
Ο খ) সুযোগ ব্যয় নীতি
Ο গ) সমন্বয়সাধন নীতি
Ο ঘ) বৈচিত্রয়িণ নীতি
সঠিক উত্তর: (ক)
৩২৫. নিচের কোন প্রতিষ্ঠানটির অর্থায়নের ক্ষেত্রে কিছু ভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে?
Ο ক) কুটির শিল্প
Ο খ) ছোট প্রতিষ্ঠান
Ο গ) মাঝারি প্রতিষ্ঠান
Ο ঘ) কোম্পানি
সঠিক উত্তর: (ঘ)
৩২৬. উপযুক্ততার নীতি বলতে বোঝায়-
i স্বল্বমেয়াদি তহবিল দ্বারা চলতি মূলধন সরবরাহ করা
ii দীর্ঘমেয়দি তহবিল দ্বরা স্থায়ী মূলধন স্বরাহ করা
iii স্বল্পমেয়াদি তহবিল দ্বরা স্থায়ী মূলধণ সরবরাহ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২৭. বাংলাদেশ হতে রপ্তানিকৃত পণ্যদ্রব্যগুলো হলো-
i বিলাসবহুল দ্রব্য
ii পাট জাত দ্রব্য
iii কৃষিজাত দ্রব্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩২৮. একটি ব্যবসায় প্রতিষ্ঠান যদি শুধু মুনাফা পরিকল্পনা গ্রহণ করে হবে তার ফলাফল কী হবে?
Ο ক) ঝুঁকির পরিমাণ অনেক বৃদ্ধি পাবে
Ο খ) মুনাফার পরিমাণ হৃাস পাবে
Ο গ) ব্যয় বৃদ্ধি পাবে
Ο ঘ) ব্যয় হ্রাস পাবে
সঠিক উত্তর: (ক)
৩২৯. গতানুগতিক ধারায় আর্থিক ব্যবস্থাপকদের প্রধান দায়িত্ব ছিল-
i হিসাব সংরক্ষণ করা
ii সিদ্ধান্ত বাস্তবায়ন করা
iii হিসাব বিশ্লেষণপূর্বক ভবিষ্যৎ কার্জক্রম প্রণয়ন করা-
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও i
সঠিক উত্তর: (খ)
৩৩০. ব্যবসায় প্রতিষ্ঠানসমূহে নিত্যনৈমিত্তিক ঘটনা হিসেবেবিবেচিত হয় কোনটি?
Ο ক) কর্মচারি সংকট
Ο খ) আর্থিক সংকট
Ο গ) কাঁচামাল সংকট
Ο ঘ) ব্যবস্থাপক সংকট
সঠিক উত্তর: (খ)
৩৩১. মি. বশিরের একটি দোকান আছে যেখানে শুধু শীতকলীন পোশাক বিক্রয় করা হয়। এর জন্য তার ব্যবসায়ে বছরের একটি নির্দেষ্ট সময়ে কোনাবেচা হয়। তার ব্যবসায়ে কোন নীতি অনুসরণ করা হবে না?
Ο ক) উপযুক্ততার নীতি
Ο খ) সমন্বয়সাধন নীতি
Ο গ) বৈচিত্রায়ণ নীতি
Ο ঘ) সুয়োগ ব্যয় নীতি
সঠিক উত্তর: (গ)
৩৩২. বর্তমান প্রেক্ষাপটে অর্থায়ন নিম্ণোক্ত কোন বিষয়ের সাথে জড়িত?
i হিসাববিজ্ঞান
ii অর্থনীতি
iii অন্যান্য আর্থিক বিষয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iiও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৩. বাংলাদেশ সরকার যেসব প্রতিষ্ঠান হতে বৈদেশিক ঋণ গ্রহণ করে থাকে-
i ADB
ii IDB
iii বিশ্বব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৪. বাণিজ্য ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি?
Ο ক) রেমিটেন্স
Ο খ) বৈদেশিক ঋণ
Ο গ) বৈদেশিক সাহায্য
Ο ঘ) আয়কর
সঠিক উত্তর: (ক)
৩৩৫. তহবিল সংক্রান্ত যে বিষয়গুলো ব্যবসায় অর্থায়নে আলোচনা করা হয় তা হল-
i কখন তহবিল প্রয়োজন
ii কি কারণে তহবিল প্রয়োজন
iii কত তহবিল প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৬. একমালিকানা বা অংশীদারি ব্যবসায়ের অন্তর্ভূক্ত-
i ক্ষুদ্র ও কুটির শিল্প
ii রেস্টুরেন্ট ব্যবসায়
iii বুটিক শপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৭. কোন ধরনের প্রতিষ্ঠানে সরকারি অনুমোদন নিতে হয়?
Ο ক) একমালিকানা
Ο খ) যৌথমূলধনী
Ο গ) অংশীদারি
Ο ঘ) সমবায়
সঠিক উত্তর: (খ)
৩৩৮. কোন শতাব্দীতে অর্থায়ন আর্থিক বিচার বিবরণী বিশ্লেষেণের কাজে নিয়োজিত ছিল?
Ο ক) ১৬ শতকে
Ο খ) ১৭ শতকে
Ο গ) ১৮ শতকে
Ο ঘ) ১৯ শতকে
সঠিক উত্তর: (গ)
৩৩৯. মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান নয় কোনটি?
Ο ক) পরিবার
Ο খ) মুদির দোকান
Ο গ) দর্জির দোকান
Ο ঘ) চায়ের দোকান
সঠিক উত্তর: (ক)
৩৪০. গতানুগতিক ধারায় উনবিংশ শতাব্দীর শেষের দিকে আর্থিক ব্যবস্থাপকদের প্রধান দায়িত্ব ছিল-
i হিসাব সংরক্ষণ করা
ii হিসাব বিশ্লেষণপূর্বক ভবিষ্যত কার্যক্রম প্রণয়ন করা
iii অর্থায়ন সিদ্ধান্ত গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪১. চলতি ব্যয় নির্বাহের জন্যে দীর্ঘমেয়াদি উৎস হতে অর্থ সংগ্রহ করা হলে কীরূপ প্রভাব পড়বে?
Ο ক) দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করা দুরূহ হবে
Ο খ) প্রতিষ্ঠানে ঋএণর পরিমাণ বৃদ্ধি পাবে
Ο গ) উপার্জিত আয় হতে ঋণের সুদ পরিশোধ করা অসম্ভব হবে
Ο ঘ) নগদ অর্থ প্রবাহের বাজেট তৈরি করা জটিল হবে
সঠিক উত্তর: (গ)
৩৪২. কোন দশকে অর্থায়নের ক্ষেত্রে গাণিতিক বিশ্লেষণ কাজে লাগানো হয়?
Ο ক) ১৯৩০
Ο খ) ১৯৪০
Ο গ) ১৯৫০
Ο ঘ) ১৯৬০
সঠিক উত্তর: (গ)
৩৪৩. মি. সাফি একজন ব্যবসায়ী। কারখানায় কিছু মেশিন অকেজো হয়ে পড়ায় তাকে নতুন মেশিন ক্রয় করতে হয়। এজন্য তিনি একটি বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেন।মি. সাফিকে বাণিজ্যিক ব্যাংক হতে তহবিল সংগ্রহ করথে হলে কী প্রদান করতে হবে?
Ο ক) বন্ড
Ο খ) ডিভিডেন্ড
Ο গ) শেয়ার
Ο ঘ) সুদ
সঠিক উত্তর: (ঘ)
৩৪৪. দীর্ঘমেয়াদে ব্যবসায়ের প্রবৃ্দ্ধি নিশ্চিত করে কোনটি?
Ο ক) অর্থায়ন ব্যবস্থাপনা
Ο খ) অর্থায়ন নীতিমালা
Ο গ) ব্যবস্থাপকের কার্যাবলি
Ο ঘ) মূলধন ব্যবস্থাপনা
সঠিক উত্তর: (খ)
৩৪৫. পরিবারভেদে আয়ে সংস্থান হতে পারে-
i চাকরির মাধ্যমে
ii ব্যবসায়ের মাধ্যমে
iii কৃষিকাজের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iও iii
Ο গ) iiও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * মি. সুমন সাহেব একটি এতিমখানা নিজের মায়ের নামে প্রতিষ্টা করেছেন। এর সকল তত্ত্বাবধাণ তিণি তার বিশ্বস্থ লোক দিয়ে করেন এবং অর্থায়নের জন্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের স্হায্য গ্রহণ করেন।
৩৪৬. মি. সুমন সাহেবের প্রতিষ্ঠানটি কোন ধরণের?
Ο ক) ব্যবসায়ী
Ο খ) অব্যবসায়ী
Ο গ) সমবায়
Ο ঘ) পারিবারিক
সঠিক উত্তর: (খ)
৩৪৭. সুমন সাহেবের প্রতিষ্ঠানে অর্থায়ন যে ভূমিকা রাখে, তা হলো-
i অর্থের উৎস চিহ্নিতকরণ
ii সম্পদের উৎস চিহ্নিতকরণ
iii নগদ প্রবাহ প্রাক্কলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iiও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. কোন উৎস হতে কী পরিমাণে এবং কীভাবে তহবিল সংগ্রহ করা হবে অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে কেন?
Ο ক) সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য
Ο খ) অধিক তহবিল সংগ্রহের জন্য
Ο গ) প্রতিষ্ঠানের আয়তন বৃদ্ধির জন্য
Ο ঘ) কার্জ পরিধি বৃদ্ধির জন্য
সঠিক উত্তর: (ক)
৩০২. জনাব মাহবুব সাহেব একটি প্রতিষ্ঠানের মালিক। নতুন অর্ডার পাওয়ায় তার কাঁচামালের সরবরাহ প্রয়োজন । কিন্তু অর্থ সংকটের জন্যে তিনি উপযুক্ত পরিমাণ কাঁচামাল কিন্তে অপারগ হন। এজন্যে কীসের ওপর তার ধারণা থাকা প্রয়োজন?
Ο ক) উৎপাদন সংক্রান্ত
Ο খ) প্রকল্প সংক্রান্ত
Ο গ) পরিকল্পনা সংক্রান্ত
Ο ঘ) অর্থায়ন সংক্রান্ত
সঠিক উত্তর: (ঘ)
৩০৩. কোন ধরনের প্রতিষ্ঠানের জন্যে সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক?
Ο ক) যৌথ মূলধনী
Ο খ) একমালিকানা
Ο গ) অংশীদারি
Ο ঘ) সমবায় সমিতি
সঠিক উত্তর: (ক)
৩০৪. BCIC এর অধীনে রাসায়নিক প্রতিষ্ঠান কীরূপ?
Ο ক) লাভজনক
Ο খ) অলাভজনক
Ο গ) কম লাভজনক
Ο ঘ) মুনাফা অর্জনযোগ্য
সঠিক উত্তর: (গ)
৩০৫. সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন নীতির ভূমিকা অপরিসীম?
Ο ক) তারল্য ও মুনাফা নীতি
Ο খ) ঝুঁকি-মুনাফা নীতি
Ο গ) উপযুক্ততার নীতি
Ο ঘ) বৈচিত্রায়ণ নীতি
সঠিক উত্তর: (ক)
৩০৬. ১১.একটি কোম্পানি কেমন করে মূলত তহবিল সংগ্রহ করে?
Ο ক) শেয়ার বিক্রি
Ο খ) ব্যাংক
Ο গ) নিজস্ব মূলধন
Ο ঘ) বিমা
সঠিক উত্তর: (ক)
৩০৭. স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করাকে অর্থায়নের কী নীতি বলা হয়?
Ο ক) তারল্য নীতি
Ο খ) মুনাফা নীতি
Ο গ) উপযুক্ততার নীতি
Ο ঘ) ঝুঁকি বন্টন নীতি
সঠিক উত্তর: (গ)
৩০৮. কোন প্রতিষ্ঠানকে সরকারি অনুমোদন দেওয়ার আগে বিচার-বিশ্লেষণের প্রয়োজন হয়?
Ο ক) কোম্পানি সংগঠন
Ο খ) অংশীদারি
Ο গ) যৌথ মূলধনী
Ο ঘ) একমালিকানা
সঠিক উত্তর: (গ)
৩০৯. ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ কীভাবে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করতে সমর্থ হয়?
Ο ক) অর্থের প্রবহ নিয়ন্ত্রণ করে
Ο খ) বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে
Ο গ) কাঁচামালের সহজলভ্যতা যাচাই করে
Ο ঘ) নিজস্ব ও বাহ্যিক মূলধনের উৎস যাচাই করে
সঠিক উত্তর: (খ)
৩১০. কোন দশকে বিশ্বব্যাপী আমদানি রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হৃাস পায়?
Ο ক) ১৯৬০
Ο খ) ১৯৭০
Ο গ) ১৯৮০
Ο ঘ) ১৯৯০
সঠিক উত্তর: (ঘ)
৩১১. কোন উৎস থেকে অর্থায়নের প্রকৃতি ও আওতা সম্পর্কে ধারণা পাওয়া যায়?
Ο ক) জাতীয় আয়ের প্রবৃদ্ধি থেকে
Ο খ) আয় বা অর্থায়ন সিদ্ধান্ত থেকে
Ο গ) অর্থায়ন বিষয়ক জ্ঞানের প্রয়োগ থেকে
Ο ঘ) অর্থায়নের ক্রমবিকাশের ধারা থেকে
সঠিক উত্তর: (ঘ)
৩১২. বাংলাদেশ ব্যবসায় বাণিজ্যে কোন ধরনের?
Ο ক) রপ্তানি নির্ভর দেশ
Ο খ) আমদানিনির্ভর দেশ
Ο গ) বাণিজ্যনির্ভর দেশ
Ο ঘ) শুল্কনির্ভর দেশ
সঠিক উত্তর: (খ)
৩১৩. বাংলাদেশে বাণিজ্য ঘাটতি হওয়ার কারনে কী?
Ο ক) রপ্তানি অপেক্ষা আমদানি বেশি
Ο খ) কারিগরি অক্ষমতা
Ο গ) আমদানি অপেক্ষা রপ্তানি বেশি
Ο ঘ) শ্রমশক্তির অভাব
সঠিক উত্তর: (ক)
৩১৪. ফিন্যান্স আর্থিক বিবরনীর বিচার-বিশ্লেষণ কাফে নিয়োজিত ছিল কখন?
Ο ক) পঞ্চদশ শতাব্দীতে
Ο খ) সপ্তদশ শতাব্দীতে
Ο গ) অষ্টাদশ শতাব্দীতে
Ο ঘ) বিংশ শতাব্দীতে
সঠিক উত্তর: (গ)
৩১৫. শিল্পবিপ্লবের পরেই উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষতা লাভ করে-
i সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে
ii বিশেষায়িত প্রক্রিয়ার মাধ্যমে
iii বিভাজিত প্রক্রিয়ার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩১৬. পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে নির্ধারিত হয়-
i পারিবারিক আয়ের উৎস
ii পারিবারিক আয়ের পরিমান
iii পারিবারিক চাহিদার পরিমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iও iii
Ο গ) iiও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ক)
৩১৭. কোন দশকে অর্থায়ন অঙ্কনির্ভর হয়ে উঠে?
Ο ক) ১৯৪০
Ο খ) ১৯৫০
Ο গ) ১৯৬০
Ο ঘ) ১৯৭০
সঠিক উত্তর: (ঘ)
৩১৮. তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা যায় কীভাবে?
Ο ক) শ্রম আইন নীতির মাধ্যমে
Ο খ) তারল্য সম্প্রসারণের নীতির মাধ্যমে
Ο গ) অর্থায়নের নীতির মাধ্যমে
Ο ঘ) আইন স্বীকৃত নীতির মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৩১৯. কোনটি বাংলাদেশের আমদানি পণ্য?
Ο ক) পাট
Ο খ) পাটজাত দ্রব্য
Ο গ) তৈরী পোশাক
Ο ঘ) পেট্রোলিয়াম
সঠিক উত্তর: (ঘ)
৩২০. অর্থায়ন বলতে বোঝায়-
i তহবিল সংগ্রহ
ii তহবিল পরিকর্পনা
iii তহবিল ব্যবহার সংক্রান্ত পরিকল্পনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iiও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (গ)
৩২১. সরকারের ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় আয়ের উৎস হলো-
i আয়কর
ii আমদানি শুল্ক
iii ট্রেজারি বিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iও iii
Ο গ) iiও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২২. একটি প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্যে যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তাকে কী বলে?
Ο ক) পারিবারিক অর্থায়ন
Ο খ) সমবায় অর্থায়ন
Ο গ) সরকারি অর্থায়ন
Ο ঘ) ব্যবসায় অর্থায়ন
সঠিক উত্তর: (ঘ)
৩২৩. নিচের কোনটিচ স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস?
i প্রাপ্য বিল বাট্টাকরণ
ii শেয়ার
iii সঞ্চিত তহবিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) iiও iii
সঠিক উত্তর: (ক)
৩২৪. কোন নীতি তহবিল সংগ্রহের ক্ষেত্রে একটি উৎসের বদলে বহুবিধ উৎস থেকে তহবিল সংগ্রহ করাকে প্রাধান্য দেয়?
Ο ক) উপযুক্ততার নীতি
Ο খ) সুযোগ ব্যয় নীতি
Ο গ) সমন্বয়সাধন নীতি
Ο ঘ) বৈচিত্রয়িণ নীতি
সঠিক উত্তর: (ক)
৩২৫. নিচের কোন প্রতিষ্ঠানটির অর্থায়নের ক্ষেত্রে কিছু ভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে?
Ο ক) কুটির শিল্প
Ο খ) ছোট প্রতিষ্ঠান
Ο গ) মাঝারি প্রতিষ্ঠান
Ο ঘ) কোম্পানি
সঠিক উত্তর: (ঘ)
৩২৬. উপযুক্ততার নীতি বলতে বোঝায়-
i স্বল্বমেয়াদি তহবিল দ্বারা চলতি মূলধন সরবরাহ করা
ii দীর্ঘমেয়দি তহবিল দ্বরা স্থায়ী মূলধন স্বরাহ করা
iii স্বল্পমেয়াদি তহবিল দ্বরা স্থায়ী মূলধণ সরবরাহ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২৭. বাংলাদেশ হতে রপ্তানিকৃত পণ্যদ্রব্যগুলো হলো-
i বিলাসবহুল দ্রব্য
ii পাট জাত দ্রব্য
iii কৃষিজাত দ্রব্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩২৮. একটি ব্যবসায় প্রতিষ্ঠান যদি শুধু মুনাফা পরিকল্পনা গ্রহণ করে হবে তার ফলাফল কী হবে?
Ο ক) ঝুঁকির পরিমাণ অনেক বৃদ্ধি পাবে
Ο খ) মুনাফার পরিমাণ হৃাস পাবে
Ο গ) ব্যয় বৃদ্ধি পাবে
Ο ঘ) ব্যয় হ্রাস পাবে
সঠিক উত্তর: (ক)
৩২৯. গতানুগতিক ধারায় আর্থিক ব্যবস্থাপকদের প্রধান দায়িত্ব ছিল-
i হিসাব সংরক্ষণ করা
ii সিদ্ধান্ত বাস্তবায়ন করা
iii হিসাব বিশ্লেষণপূর্বক ভবিষ্যৎ কার্জক্রম প্রণয়ন করা-
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও i
সঠিক উত্তর: (খ)
৩৩০. ব্যবসায় প্রতিষ্ঠানসমূহে নিত্যনৈমিত্তিক ঘটনা হিসেবেবিবেচিত হয় কোনটি?
Ο ক) কর্মচারি সংকট
Ο খ) আর্থিক সংকট
Ο গ) কাঁচামাল সংকট
Ο ঘ) ব্যবস্থাপক সংকট
সঠিক উত্তর: (খ)
৩৩১. মি. বশিরের একটি দোকান আছে যেখানে শুধু শীতকলীন পোশাক বিক্রয় করা হয়। এর জন্য তার ব্যবসায়ে বছরের একটি নির্দেষ্ট সময়ে কোনাবেচা হয়। তার ব্যবসায়ে কোন নীতি অনুসরণ করা হবে না?
Ο ক) উপযুক্ততার নীতি
Ο খ) সমন্বয়সাধন নীতি
Ο গ) বৈচিত্রায়ণ নীতি
Ο ঘ) সুয়োগ ব্যয় নীতি
সঠিক উত্তর: (গ)
৩৩২. বর্তমান প্রেক্ষাপটে অর্থায়ন নিম্ণোক্ত কোন বিষয়ের সাথে জড়িত?
i হিসাববিজ্ঞান
ii অর্থনীতি
iii অন্যান্য আর্থিক বিষয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iiও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৩. বাংলাদেশ সরকার যেসব প্রতিষ্ঠান হতে বৈদেশিক ঋণ গ্রহণ করে থাকে-
i ADB
ii IDB
iii বিশ্বব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৪. বাণিজ্য ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি?
Ο ক) রেমিটেন্স
Ο খ) বৈদেশিক ঋণ
Ο গ) বৈদেশিক সাহায্য
Ο ঘ) আয়কর
সঠিক উত্তর: (ক)
৩৩৫. তহবিল সংক্রান্ত যে বিষয়গুলো ব্যবসায় অর্থায়নে আলোচনা করা হয় তা হল-
i কখন তহবিল প্রয়োজন
ii কি কারণে তহবিল প্রয়োজন
iii কত তহবিল প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৬. একমালিকানা বা অংশীদারি ব্যবসায়ের অন্তর্ভূক্ত-
i ক্ষুদ্র ও কুটির শিল্প
ii রেস্টুরেন্ট ব্যবসায়
iii বুটিক শপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৭. কোন ধরনের প্রতিষ্ঠানে সরকারি অনুমোদন নিতে হয়?
Ο ক) একমালিকানা
Ο খ) যৌথমূলধনী
Ο গ) অংশীদারি
Ο ঘ) সমবায়
সঠিক উত্তর: (খ)
৩৩৮. কোন শতাব্দীতে অর্থায়ন আর্থিক বিচার বিবরণী বিশ্লেষেণের কাজে নিয়োজিত ছিল?
Ο ক) ১৬ শতকে
Ο খ) ১৭ শতকে
Ο গ) ১৮ শতকে
Ο ঘ) ১৯ শতকে
সঠিক উত্তর: (গ)
৩৩৯. মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান নয় কোনটি?
Ο ক) পরিবার
Ο খ) মুদির দোকান
Ο গ) দর্জির দোকান
Ο ঘ) চায়ের দোকান
সঠিক উত্তর: (ক)
৩৪০. গতানুগতিক ধারায় উনবিংশ শতাব্দীর শেষের দিকে আর্থিক ব্যবস্থাপকদের প্রধান দায়িত্ব ছিল-
i হিসাব সংরক্ষণ করা
ii হিসাব বিশ্লেষণপূর্বক ভবিষ্যত কার্যক্রম প্রণয়ন করা
iii অর্থায়ন সিদ্ধান্ত গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪১. চলতি ব্যয় নির্বাহের জন্যে দীর্ঘমেয়াদি উৎস হতে অর্থ সংগ্রহ করা হলে কীরূপ প্রভাব পড়বে?
Ο ক) দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করা দুরূহ হবে
Ο খ) প্রতিষ্ঠানে ঋএণর পরিমাণ বৃদ্ধি পাবে
Ο গ) উপার্জিত আয় হতে ঋণের সুদ পরিশোধ করা অসম্ভব হবে
Ο ঘ) নগদ অর্থ প্রবাহের বাজেট তৈরি করা জটিল হবে
সঠিক উত্তর: (গ)
৩৪২. কোন দশকে অর্থায়নের ক্ষেত্রে গাণিতিক বিশ্লেষণ কাজে লাগানো হয়?
Ο ক) ১৯৩০
Ο খ) ১৯৪০
Ο গ) ১৯৫০
Ο ঘ) ১৯৬০
সঠিক উত্তর: (গ)
৩৪৩. মি. সাফি একজন ব্যবসায়ী। কারখানায় কিছু মেশিন অকেজো হয়ে পড়ায় তাকে নতুন মেশিন ক্রয় করতে হয়। এজন্য তিনি একটি বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেন।মি. সাফিকে বাণিজ্যিক ব্যাংক হতে তহবিল সংগ্রহ করথে হলে কী প্রদান করতে হবে?
Ο ক) বন্ড
Ο খ) ডিভিডেন্ড
Ο গ) শেয়ার
Ο ঘ) সুদ
সঠিক উত্তর: (ঘ)
৩৪৪. দীর্ঘমেয়াদে ব্যবসায়ের প্রবৃ্দ্ধি নিশ্চিত করে কোনটি?
Ο ক) অর্থায়ন ব্যবস্থাপনা
Ο খ) অর্থায়ন নীতিমালা
Ο গ) ব্যবস্থাপকের কার্যাবলি
Ο ঘ) মূলধন ব্যবস্থাপনা
সঠিক উত্তর: (খ)
৩৪৫. পরিবারভেদে আয়ে সংস্থান হতে পারে-
i চাকরির মাধ্যমে
ii ব্যবসায়ের মাধ্যমে
iii কৃষিকাজের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iও iii
Ο গ) iiও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * মি. সুমন সাহেব একটি এতিমখানা নিজের মায়ের নামে প্রতিষ্টা করেছেন। এর সকল তত্ত্বাবধাণ তিণি তার বিশ্বস্থ লোক দিয়ে করেন এবং অর্থায়নের জন্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের স্হায্য গ্রহণ করেন।
৩৪৬. মি. সুমন সাহেবের প্রতিষ্ঠানটি কোন ধরণের?
Ο ক) ব্যবসায়ী
Ο খ) অব্যবসায়ী
Ο গ) সমবায়
Ο ঘ) পারিবারিক
সঠিক উত্তর: (খ)
৩৪৭. সুমন সাহেবের প্রতিষ্ঠানে অর্থায়ন যে ভূমিকা রাখে, তা হলো-
i অর্থের উৎস চিহ্নিতকরণ
ii সম্পদের উৎস চিহ্নিতকরণ
iii নগদ প্রবাহ প্রাক্কলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iiও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Finance