ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১: অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. কোন সময় থেকে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রয়োজন দেখা দেয়?
Ο ক) ১৯৩০-এর দশকে
Ο খ) ১৯৪০-এর দশকে
Ο গ) ১৯৫০-এর দশকে
Ο ঘ) ১৯৬০-এর দশকে
সঠিক উত্তর: (ক)
২৫২. জনাব আলমগীরের পারিকারিক আয় ব্যয়ের জন্য যথেষ্ট নয়। এক্ষেত্রে তিনি কী করতে পারেন?
Ο ক) ব্যাংক থেকে ঋণ নেওয়া
Ο খ) ব্যয় হ্রাস করা
Ο গ) বন্ধুবান্ধব থেকে ঋণ নেওয়া
Ο ঘ) আয় বৃদ্ধি করা
সঠিক উত্তর: (গ)
২৫৩. বিক্রয়লব্ধ অর্থ থেকে উৎপাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে কোনটি নির্ধারিত হয়?
Ο ক) লভ্যাংশ
Ο খ) নগদ প্রবাহ
Ο গ) পণ্যের মূল্য
Ο ঘ) আর্থিক বিবরণী
সঠিক উত্তর: (খ)
২৫৪. সরকারের আয়ের খাত নয় কোনটি?
Ο ক) প্রাইজবন্ড
Ο খ) ট্রেজারি বিল
Ο গ) রাস্তাঘাট
Ο ঘ) আমদানি শুল্ক
সঠিক উত্তর: (ঘ)
২৫৫. বৈচিত্রায়ণের নীতি কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়?
Ο ক) মুনাফা বৃদ্ধির ক্ষেত্রে
Ο খ) তহবিল সংগ্রহের ক্ষেত্রে
Ο গ) ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে
Ο ঘ) ঘাটতি পূরণের ক্ষেত্রে
সঠিক উত্তর: (খ)
২৫৬. মুনাফা বাড়ানোর জন্য বিনিয়োগ বেশি করা হলে কোনটি হয়?
Ο ক) তারল্য ঘাটতি
Ο খ) তারল্য উদ্ধৃত্ত
Ο গ) তারল্য শূন্য হয়
Ο ঘ) তারল্য অসীম হয়
সঠিক উত্তর: (ক)
২৫৭. কোন ধরনের অর্থায়নে আমদানি ও রপ্তানির খাত গুলো নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয়?
Ο ক) সরকারি অর্থায়নে
Ο খ) ব্যবসায়ী অর্থায়নে
Ο গ) আন্তর্জাতিক অর্থায়নে
Ο ঘ) অব্যবসায়ী অর্থায়নে
সঠিক উত্তর: (গ)
২৫৮. কী পরিমাণে কাঁচামাল ক্রয় প্রতিষ্ঠানের জন্য উযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করাপ যাবে এ সংক্রান্ত সিদ্ধান্তকে কী বলে?
Ο ক) চলতি বিনিয়োগ সিদ্ধান্ত
Ο খ) স্থায়ী বিনিয়োগ সিদ্ধান্ত
Ο গ) চলতি অর্থায়ন সিদ্ধান্ত
Ο ঘ) স্থায়ী অর্থায়ন সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ক)
২৫৯. নিচের কোনটি শেয়ার বাজারে শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করে?
i গ্রাহক
ii সুনাম
iii মুনাফার হার
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iiও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬০. কীভাবে উৎপাদন বা বিক্রয় খরচ ন্যূনতম রাখা সম্ভব হয়?
Ο ক) আন্তর্জাতিক খাতে অর্থায়ন করে
Ο খ) সঠিক পণ্য নির্বাচন করে
Ο গ) অর্থের সদ্ব্যবহার করে
Ο ঘ) তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করে
সঠিক উত্তর: (গ)
২৬১. বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে কিসের পরিকল্পনা করতে হয়?
Ο ক) লাভ-ক্ষতি
Ο খ) আদেশ-নির্দেশ
Ο গ) নির্দেশ-নিয়ন্ত্রণ
Ο ঘ) আগমন-নির্গম
সঠিক উত্তর: (ঘ)
২৬২. ব্যাংক ঋণ ছাড়াও অন্যান্য ঋণ বলতে বোঝায়-
i নিজস্ব অর্থ
ii বন্ড
iii ডিবেঞ্চার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬৩. কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা হল-
i.পর্যাপ্ত পরিমাণ অর্থ যোগান
ii.কয়েক মাসের জন্য মূলধন খাটানো
iii.অর্থ বন্টন-সংক্রান্ত সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iও iii
Ο গ) iiও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (খ)
২৬৪. কোন দেশের অর্থনৈতিক কর্মকান্ড কোনটিকে কেন্দ্র করে আবর্তিত হয়?
Ο ক) পরিবার
Ο খ) সরকার
Ο গ) ব্যাংক
Ο ঘ) অলাভজনক প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (গ)
২৬৫. বাংলাদেশের প্রেক্ষাপটে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হলো-
i আইসিবি
ii বাংলাদেশ গৃহনির্মান অর্থায়ন সংস্থা
iii বাংলাদেশ কৃষি ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬৬. শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে কারা?
Ο ক) ক্ষুদ্র কোম্পানি
Ο খ) মাঝারি কোম্পানি
Ο গ) বৃহৎ কোম্পানি
Ο ঘ) অতি ক্ষুদ্র কোম্পানি
সঠিক উত্তর: (গ)
২৬৭. শিল্প বিপ্লব সংঘটিত হয় কত শতাব্দীতে?
Ο ক) ষষ্ঠদশ শতাব্দীতে
Ο খ) সপ্তদশ শতাব্দীতে
Ο গ) অষ্টাদশ শতাব্দীতে
Ο ঘ) ঊনবিংশ শতাব্দীতে
সঠিক উত্তর: (খ)
২৬৮. বিদ্যালয় একটি-
i সামাজিক প্রতিষ্ঠান
ii অলাভজনক প্রতিষ্ঠান
iii অমুনাফাভোগী প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iiও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৯. জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে কী?
Ο ক) সফল বিনিয়োগ
Ο খ) প্রাইজবর্ন্ড বিক্রি
Ο গ) ডিবেঞ্চার বিক্রি
Ο ঘ) মুক্তবাজার অর্থনীতি
সঠিক উত্তর: (ক)
২৭০. নিচের কোনটি বিনিয়োগ সিদ্ধান্ত?
Ο ক) মুদি দোকানের রেফ্রিজারেটর ক্রয় সিদ্ধান্ত
Ο খ) দর্জি দোকানের সেলাই মেশিন ক্রয় সিদ্ধান্ত
Ο গ) কারখানার উৎপাদনমুখী ক্রয় সিদ্ধান্ত
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২৭১. সুদক্ষ অর্থায়ন ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর-
i মুনাফা বৃদ্ধি পায়
ii শেয়ারহোল্ডার সংখ্যা বৃদ্ধি পায়
iii ঝুাঁক হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭২. বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জানতে হবে-
i অর্থায়ন সংক্রান্ত ধারণা
ii নিজস্ব মূলধনের সংস্থান
iii অর্থ সংক্রান্ত ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৩. বাংলাদেশের ক্ষুদ্র প্রতিষ্ঠানের উদ্যোক্তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে অর্থায়ন কার্জক্রম পরিচালনা করতে পারেন না কেন?
Ο ক) স্বল্পশিক্ষিত বলে
Ο খ) স্বশিক্ষিত বলে
Ο গ) অশিক্ষিত বলে
Ο ঘ) শিক্ষার সুযোগ নেই বলে
সঠিক উত্তর: (ক)
২৭৪. অর্থায়ন বিকাশের মূল চাণভূমি বিবেচনা করা হয় কোন দেশকে?
Ο ক) যুক্তরাষ্ট্রকে
Ο খ) জাপানকে
Ο গ) চীনকে
Ο ঘ) ভারতকে
সঠিক উত্তর: (ক)
২৭৫. ব্যবসায় আর্থিক ক্ষতি হলে ব্যক্তিহত সম্পত্তি ব্যবহারের জন্যে জ্রস্তুত রাখতে হয় কোন ব্যবসায়ে?
Ο ক) অংশীদারি ব্যবসায়
Ο খ) যৌথ মূলধনি ব্যবসায়
Ο গ) রাষ্ট্রীয় ব্যবসায়
Ο ঘ) সমবায় ব্যবসায়
সঠিক উত্তর: (ক)
২৭৬. রাব্বি তার বাসার পচশীল দ্রব্য সংরক্ষণের জন্যে একটি ফ্রিজ কিনতে ইচ্ছুক। কিন্তু প্রতি মাসে তার নিয়মিত আয় থেকে ফ্রিজ কেনার অর্থ সরবরাহ করা অসম্ভব। এক্ষেত্রে রাব্বি কীভাবে এ অর্থের ব্যবস্থা করতে পারেন?
Ο ক) লিজিং কোম্পানি থেকে স্বল্পমেয়াদি ঋণ নিয়ে
Ο খ) ব্যাংক থেকে স্বল্পমেয়দি ঋণ নিয়ে
Ο গ) বিমা প্রতিষ্ঠান থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে
Ο ঘ) ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে
সঠিক উত্তর: (ঘ)
২৭৭. BCIC-এর অধীনে কোন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে?
Ο ক) কটির শিল্প
Ο খ) ক্ষুদ্র শিল্প
Ο গ) রাসায়নিক শিল্প
Ο ঘ) বাণিজ্যিক শিল্প
সঠিক উত্তর: (গ)
২৭৮. কোন ধরনের অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে তহবিল সংগ্রহ করা হয়?
Ο ক) পারিবারিক অর্থায়ন
Ο খ) সরকারি অর্থায়ন
Ο গ) আন্তর্জাতিক অর্থায়ন
Ο ঘ) ব্যবসায় অর্থায়ন
সঠিক উত্তর: (খ)
২৭৯. কম্পউটার অধ্যায়ের শুরু হয় কোন দশকে?
Ο ক) ১৯৩০-এর দশকে
Ο খ) ১৯৪০-এর দশকে
Ο গ) ১৯৭০-এর দশকে
Ο ঘ) ১৯৮০-এর দশকে
সঠিক উত্তর: (গ)
২৮০. কারবারি অর্থায়ান ব্যবস্থাপনা হলো-
i পর্যাপ্ত পরিমাণ অর্থ যোগান
ii কয়েক মাসের জন্যে মূলধন খাটানো
iii অর্থ বন্টন সংক্রান্ত সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮১. বাংলাদেশের বেশির ভাগ ক্ষুদ্র পুতিষ্ঠান লাভের বদলে ক্ষতির সম্মুখীন হয় কেন?
Ο ক)
Ο খ) আর্থিক অব্যবস্থাপনা
Ο গ) বিপণন অব্যবস্থাপনা
Ο ঘ) অধিক ঋণ গ্রহণ বিনিয়োগ সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ক)
২৮২. শিল্প বিপ্লবের পরে উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষতা লাভ করে কীভাবে?
Ο ক) সঠিক অর্থায়ন সিদ্ধান্তের মাধ্যমে
Ο খ) কোম্পানিগুলোর শেয়ার বিক্রির মাধ্যমে
Ο গ) বিশেষায়িত ও বিভাজিত প্রক্রিয়র মাধ্যমে
Ο ঘ) ঋণের দায় ও মালিকানাস্বত্বের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
২৮৩. মি আতিক ব্যবসায়ে একটি মেশিন ক্রয় করার জন্য দীর্ঘমেয়দি ঋণ গ্রহন করেছেন। এক্ষেত্রে তিনি কোন নীতি অনুসরণ করেছেন?
Ο ক) ন্যূনতম মূলধন ব্যয় নীতি
Ο খ) সময়ন্বসাধন নীতি
Ο গ) ঝুঁকি পরিহার নীতি
Ο ঘ) উপযুক্ততার নীতি
সঠিক উত্তর: (ঘ)
২৮৪. পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হলে সেটা কী করা হয়?
Ο ক) ব্যয় বৃদ্ধি
Ο খ) ভবিষ্যতের জন্য সঞ্চয়
Ο গ) আয় হৃাস
Ο ঘ) ব্যবসায়ে বিনিয়োগ
সঠিক উত্তর: (খ)
২৮৫. কোন সময়কালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রিকরণের প্রবণতা শুরু হয়?
Ο ক) ১৯৩০ এর পূর্ববর্তী দশক
Ο খ) ১৯৩০ এর দশক
Ο গ) ১৯৪০ এর দশক
Ο ঘ) ১৯৫০ এর দশক
সঠিক উত্তর: (ক)
২৮৬. একজন ব্যবসায়ীকে মুনাফা অর্জন করতে হলে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কী করতে হবে?
Ο ক) উদ্দেশ্যের বাস্তবায়ন
Ο খ) অর্থের সদ্ব্যবহার
Ο গ) সম্পদের মূল্যায়ন
Ο ঘ) প্রকল্পের যথার্থতা যাচাই
সঠিক উত্তর: (খ)
২৮৭. ব্যবসায় প্রতিষ্ঠান চালানোর জন্য কোন মূলধনের প্রয়োজন হয়?
Ο ক) স্থায়ী মূলধন
Ο খ) চলতি মূলধন
Ο গ) দীর্ঘমেয়াদি মূলধন
Ο ঘ) অণিশ্চিত তহবিল
সঠিক উত্তর: (খ)
২৮৮. একটি সুপার স্টোরের জন্য বিনিয়োগ সিদ্ধান্ত হলো-
i পণ্য ক্রয়
ii আসবাবপত্র ক্রয়
iii ফ্রিজারেটর ক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৮৯. কানবারি প্রতিষ্ঠান গুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ৩
Ο খ) ৪
Ο গ) ৫
Ο ঘ) ৭
সঠিক উত্তর: (ক)
২৯০. ব্যবসায়ের কোন সিদ্ধান্তের মাধ্যমে প্রত্যাশিত আগমন নির্গমনের একটি পরিকল্পনা করতে হয়?
i আয় সিদ্ধান্ত
ii ব্যয় সিদ্ধান্ত
iii বিনিয়োগ সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iiও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (খ)
২৯১. দীর্ঘমেয়াদি ঋণের জন্য অধিক হারে সুদ প্রদান করতে হয়। ফলে চলতি ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদি উৎস ব্যবহার করা হলে কেমন প্রভাব পড়বে?
Ο ক) আয় দ্বারা ঋণের সুদ পরিশোধ কঠিন হবে
Ο খ) প্রতিষ্ঠানে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে
Ο গ) দৈনন্দিন আয় হ্রাস পাবে
Ο ঘ) প্রতিষ্ঠানে স্থায়ী সম্পত্তি বৃদ্ধি পাবে
সঠিক উত্তর: (ক)
২৯২. একমালিকানা বা অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে তহবিল সংগ্রহের উৎস হচ্ছে-
i আন্তর্জাতিক তহবিল হতে ঋণ
ii আত্মীয়-স্বজন থেকে ঋণ
iii গ্রামীণ মহাজন থেকে সুদ ভিত্তিক ঋণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
২৯৩. কোম্পানিসমূহ ডিবেঞ্চার হোল্ডারদের নির্দিষ্ট হারে কী প্রদান করে?
Ο ক) সম্পদ
Ο খ) সুদ
Ο গ) লভ্যাংশ
Ο ঘ) বন্ড
সঠিক উত্তর: (খ)
২৯৪. একটি প্রতিষ্ঠান যৌথ মূলধনী হতে হলে কী প্রয়োজন হয়?
Ο ক) বৃহদায়তন পরিধি
Ο খ) অধিক সংখ্যক শ্রমিক
Ο গ) সরকারি অনুমোদন
Ο ঘ) সাকারি সহযোগিতা
সঠিক উত্তর: (গ)
২৯৫. চলতি মূলধন কীসের মাধ্যমে ব্যবস্থাপনা করা হয়?
Ο ক) দীর্ঘমেয়াদি ঋণের মাধ্যমে
Ο খ) শেয়ার বিক্রয়ের মাধ্যমে
Ο গ) বিক্রয় লব্ধ অর্থের মাধ্যমে
Ο ঘ) অবন্টন হিসাবের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
২৯৬. প্রতিষ্ঠানের জন্য কী পরিমাণে কাঁচামাল ক্রয় উপযোগী এবং সেই অর্থ কোথা হতে সংগ্রহ করা যাবে এরুপ সিদ্ধান্তকে কী বলে?
Ο ক) আয় সিদ্ধান্ত
Ο খ) তহবিল সিদ্ধান্ত
Ο গ) ব্যব সিদ্ধান্ত
Ο ঘ) চলতি সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ঘ)
২৯৭. সাধারণ জনগণ থেকে ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারে কে?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) অংশীদারি কারবার
Ο গ) যৌথ মূলধনী কারবার
Ο ঘ) শেয়ারহোল্ডারদের
সঠিক উত্তর: (গ)
২৯৮. দীর্ঘমেয়াদে অর্থ গ্রহণ করলে ঋণ পরিবেশোধের ঝুঁকি কীরূপ হয়?
Ο ক) অত্যধিক হয়
Ο খ) কম হয়
Ο গ) বেশি হয়
Ο ঘ) সমপরিমাণ থাকে
সঠিক উত্তর: (খ)
২৯৯. নিচের কোন ব্যক্তি ১৯৭০ এর দশকে কারবারি অর্থায়নকে নানা তত্ত্বের বিশ্লেষণে সমৃদ্ধ করেছিলেন?
Ο ক) অ্যাডাম স্মিথ
Ο খ) কেইল
Ο গ) মার্টন মিলার
Ο ঘ) কিলার
সঠিক উত্তর: (গ)
৩০০. অর্থায়ন বলতে বোঝায়-
i তহবিল সংগ্রহ
ii তহবিলের ব্যবহার
iii বিনিয়োগ সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. কোন সময় থেকে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রয়োজন দেখা দেয়?
Ο ক) ১৯৩০-এর দশকে
Ο খ) ১৯৪০-এর দশকে
Ο গ) ১৯৫০-এর দশকে
Ο ঘ) ১৯৬০-এর দশকে
সঠিক উত্তর: (ক)
২৫২. জনাব আলমগীরের পারিকারিক আয় ব্যয়ের জন্য যথেষ্ট নয়। এক্ষেত্রে তিনি কী করতে পারেন?
Ο ক) ব্যাংক থেকে ঋণ নেওয়া
Ο খ) ব্যয় হ্রাস করা
Ο গ) বন্ধুবান্ধব থেকে ঋণ নেওয়া
Ο ঘ) আয় বৃদ্ধি করা
সঠিক উত্তর: (গ)
২৫৩. বিক্রয়লব্ধ অর্থ থেকে উৎপাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে কোনটি নির্ধারিত হয়?
Ο ক) লভ্যাংশ
Ο খ) নগদ প্রবাহ
Ο গ) পণ্যের মূল্য
Ο ঘ) আর্থিক বিবরণী
সঠিক উত্তর: (খ)
২৫৪. সরকারের আয়ের খাত নয় কোনটি?
Ο ক) প্রাইজবন্ড
Ο খ) ট্রেজারি বিল
Ο গ) রাস্তাঘাট
Ο ঘ) আমদানি শুল্ক
সঠিক উত্তর: (ঘ)
২৫৫. বৈচিত্রায়ণের নীতি কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়?
Ο ক) মুনাফা বৃদ্ধির ক্ষেত্রে
Ο খ) তহবিল সংগ্রহের ক্ষেত্রে
Ο গ) ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে
Ο ঘ) ঘাটতি পূরণের ক্ষেত্রে
সঠিক উত্তর: (খ)
২৫৬. মুনাফা বাড়ানোর জন্য বিনিয়োগ বেশি করা হলে কোনটি হয়?
Ο ক) তারল্য ঘাটতি
Ο খ) তারল্য উদ্ধৃত্ত
Ο গ) তারল্য শূন্য হয়
Ο ঘ) তারল্য অসীম হয়
সঠিক উত্তর: (ক)
২৫৭. কোন ধরনের অর্থায়নে আমদানি ও রপ্তানির খাত গুলো নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয়?
Ο ক) সরকারি অর্থায়নে
Ο খ) ব্যবসায়ী অর্থায়নে
Ο গ) আন্তর্জাতিক অর্থায়নে
Ο ঘ) অব্যবসায়ী অর্থায়নে
সঠিক উত্তর: (গ)
২৫৮. কী পরিমাণে কাঁচামাল ক্রয় প্রতিষ্ঠানের জন্য উযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করাপ যাবে এ সংক্রান্ত সিদ্ধান্তকে কী বলে?
Ο ক) চলতি বিনিয়োগ সিদ্ধান্ত
Ο খ) স্থায়ী বিনিয়োগ সিদ্ধান্ত
Ο গ) চলতি অর্থায়ন সিদ্ধান্ত
Ο ঘ) স্থায়ী অর্থায়ন সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ক)
২৫৯. নিচের কোনটি শেয়ার বাজারে শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করে?
i গ্রাহক
ii সুনাম
iii মুনাফার হার
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iiও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬০. কীভাবে উৎপাদন বা বিক্রয় খরচ ন্যূনতম রাখা সম্ভব হয়?
Ο ক) আন্তর্জাতিক খাতে অর্থায়ন করে
Ο খ) সঠিক পণ্য নির্বাচন করে
Ο গ) অর্থের সদ্ব্যবহার করে
Ο ঘ) তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করে
সঠিক উত্তর: (গ)
২৬১. বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে কিসের পরিকল্পনা করতে হয়?
Ο ক) লাভ-ক্ষতি
Ο খ) আদেশ-নির্দেশ
Ο গ) নির্দেশ-নিয়ন্ত্রণ
Ο ঘ) আগমন-নির্গম
সঠিক উত্তর: (ঘ)
২৬২. ব্যাংক ঋণ ছাড়াও অন্যান্য ঋণ বলতে বোঝায়-
i নিজস্ব অর্থ
ii বন্ড
iii ডিবেঞ্চার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬৩. কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা হল-
i.পর্যাপ্ত পরিমাণ অর্থ যোগান
ii.কয়েক মাসের জন্য মূলধন খাটানো
iii.অর্থ বন্টন-সংক্রান্ত সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iও iii
Ο গ) iiও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (খ)
২৬৪. কোন দেশের অর্থনৈতিক কর্মকান্ড কোনটিকে কেন্দ্র করে আবর্তিত হয়?
Ο ক) পরিবার
Ο খ) সরকার
Ο গ) ব্যাংক
Ο ঘ) অলাভজনক প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (গ)
২৬৫. বাংলাদেশের প্রেক্ষাপটে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হলো-
i আইসিবি
ii বাংলাদেশ গৃহনির্মান অর্থায়ন সংস্থা
iii বাংলাদেশ কৃষি ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬৬. শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে কারা?
Ο ক) ক্ষুদ্র কোম্পানি
Ο খ) মাঝারি কোম্পানি
Ο গ) বৃহৎ কোম্পানি
Ο ঘ) অতি ক্ষুদ্র কোম্পানি
সঠিক উত্তর: (গ)
২৬৭. শিল্প বিপ্লব সংঘটিত হয় কত শতাব্দীতে?
Ο ক) ষষ্ঠদশ শতাব্দীতে
Ο খ) সপ্তদশ শতাব্দীতে
Ο গ) অষ্টাদশ শতাব্দীতে
Ο ঘ) ঊনবিংশ শতাব্দীতে
সঠিক উত্তর: (খ)
২৬৮. বিদ্যালয় একটি-
i সামাজিক প্রতিষ্ঠান
ii অলাভজনক প্রতিষ্ঠান
iii অমুনাফাভোগী প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iiও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৯. জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে কী?
Ο ক) সফল বিনিয়োগ
Ο খ) প্রাইজবর্ন্ড বিক্রি
Ο গ) ডিবেঞ্চার বিক্রি
Ο ঘ) মুক্তবাজার অর্থনীতি
সঠিক উত্তর: (ক)
২৭০. নিচের কোনটি বিনিয়োগ সিদ্ধান্ত?
Ο ক) মুদি দোকানের রেফ্রিজারেটর ক্রয় সিদ্ধান্ত
Ο খ) দর্জি দোকানের সেলাই মেশিন ক্রয় সিদ্ধান্ত
Ο গ) কারখানার উৎপাদনমুখী ক্রয় সিদ্ধান্ত
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২৭১. সুদক্ষ অর্থায়ন ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর-
i মুনাফা বৃদ্ধি পায়
ii শেয়ারহোল্ডার সংখ্যা বৃদ্ধি পায়
iii ঝুাঁক হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭২. বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জানতে হবে-
i অর্থায়ন সংক্রান্ত ধারণা
ii নিজস্ব মূলধনের সংস্থান
iii অর্থ সংক্রান্ত ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৩. বাংলাদেশের ক্ষুদ্র প্রতিষ্ঠানের উদ্যোক্তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে অর্থায়ন কার্জক্রম পরিচালনা করতে পারেন না কেন?
Ο ক) স্বল্পশিক্ষিত বলে
Ο খ) স্বশিক্ষিত বলে
Ο গ) অশিক্ষিত বলে
Ο ঘ) শিক্ষার সুযোগ নেই বলে
সঠিক উত্তর: (ক)
২৭৪. অর্থায়ন বিকাশের মূল চাণভূমি বিবেচনা করা হয় কোন দেশকে?
Ο ক) যুক্তরাষ্ট্রকে
Ο খ) জাপানকে
Ο গ) চীনকে
Ο ঘ) ভারতকে
সঠিক উত্তর: (ক)
২৭৫. ব্যবসায় আর্থিক ক্ষতি হলে ব্যক্তিহত সম্পত্তি ব্যবহারের জন্যে জ্রস্তুত রাখতে হয় কোন ব্যবসায়ে?
Ο ক) অংশীদারি ব্যবসায়
Ο খ) যৌথ মূলধনি ব্যবসায়
Ο গ) রাষ্ট্রীয় ব্যবসায়
Ο ঘ) সমবায় ব্যবসায়
সঠিক উত্তর: (ক)
২৭৬. রাব্বি তার বাসার পচশীল দ্রব্য সংরক্ষণের জন্যে একটি ফ্রিজ কিনতে ইচ্ছুক। কিন্তু প্রতি মাসে তার নিয়মিত আয় থেকে ফ্রিজ কেনার অর্থ সরবরাহ করা অসম্ভব। এক্ষেত্রে রাব্বি কীভাবে এ অর্থের ব্যবস্থা করতে পারেন?
Ο ক) লিজিং কোম্পানি থেকে স্বল্পমেয়াদি ঋণ নিয়ে
Ο খ) ব্যাংক থেকে স্বল্পমেয়দি ঋণ নিয়ে
Ο গ) বিমা প্রতিষ্ঠান থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে
Ο ঘ) ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে
সঠিক উত্তর: (ঘ)
২৭৭. BCIC-এর অধীনে কোন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে?
Ο ক) কটির শিল্প
Ο খ) ক্ষুদ্র শিল্প
Ο গ) রাসায়নিক শিল্প
Ο ঘ) বাণিজ্যিক শিল্প
সঠিক উত্তর: (গ)
২৭৮. কোন ধরনের অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে তহবিল সংগ্রহ করা হয়?
Ο ক) পারিবারিক অর্থায়ন
Ο খ) সরকারি অর্থায়ন
Ο গ) আন্তর্জাতিক অর্থায়ন
Ο ঘ) ব্যবসায় অর্থায়ন
সঠিক উত্তর: (খ)
২৭৯. কম্পউটার অধ্যায়ের শুরু হয় কোন দশকে?
Ο ক) ১৯৩০-এর দশকে
Ο খ) ১৯৪০-এর দশকে
Ο গ) ১৯৭০-এর দশকে
Ο ঘ) ১৯৮০-এর দশকে
সঠিক উত্তর: (গ)
২৮০. কারবারি অর্থায়ান ব্যবস্থাপনা হলো-
i পর্যাপ্ত পরিমাণ অর্থ যোগান
ii কয়েক মাসের জন্যে মূলধন খাটানো
iii অর্থ বন্টন সংক্রান্ত সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮১. বাংলাদেশের বেশির ভাগ ক্ষুদ্র পুতিষ্ঠান লাভের বদলে ক্ষতির সম্মুখীন হয় কেন?
Ο ক)
Ο খ) আর্থিক অব্যবস্থাপনা
Ο গ) বিপণন অব্যবস্থাপনা
Ο ঘ) অধিক ঋণ গ্রহণ বিনিয়োগ সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ক)
২৮২. শিল্প বিপ্লবের পরে উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষতা লাভ করে কীভাবে?
Ο ক) সঠিক অর্থায়ন সিদ্ধান্তের মাধ্যমে
Ο খ) কোম্পানিগুলোর শেয়ার বিক্রির মাধ্যমে
Ο গ) বিশেষায়িত ও বিভাজিত প্রক্রিয়র মাধ্যমে
Ο ঘ) ঋণের দায় ও মালিকানাস্বত্বের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
২৮৩. মি আতিক ব্যবসায়ে একটি মেশিন ক্রয় করার জন্য দীর্ঘমেয়দি ঋণ গ্রহন করেছেন। এক্ষেত্রে তিনি কোন নীতি অনুসরণ করেছেন?
Ο ক) ন্যূনতম মূলধন ব্যয় নীতি
Ο খ) সময়ন্বসাধন নীতি
Ο গ) ঝুঁকি পরিহার নীতি
Ο ঘ) উপযুক্ততার নীতি
সঠিক উত্তর: (ঘ)
২৮৪. পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হলে সেটা কী করা হয়?
Ο ক) ব্যয় বৃদ্ধি
Ο খ) ভবিষ্যতের জন্য সঞ্চয়
Ο গ) আয় হৃাস
Ο ঘ) ব্যবসায়ে বিনিয়োগ
সঠিক উত্তর: (খ)
২৮৫. কোন সময়কালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রিকরণের প্রবণতা শুরু হয়?
Ο ক) ১৯৩০ এর পূর্ববর্তী দশক
Ο খ) ১৯৩০ এর দশক
Ο গ) ১৯৪০ এর দশক
Ο ঘ) ১৯৫০ এর দশক
সঠিক উত্তর: (ক)
২৮৬. একজন ব্যবসায়ীকে মুনাফা অর্জন করতে হলে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কী করতে হবে?
Ο ক) উদ্দেশ্যের বাস্তবায়ন
Ο খ) অর্থের সদ্ব্যবহার
Ο গ) সম্পদের মূল্যায়ন
Ο ঘ) প্রকল্পের যথার্থতা যাচাই
সঠিক উত্তর: (খ)
২৮৭. ব্যবসায় প্রতিষ্ঠান চালানোর জন্য কোন মূলধনের প্রয়োজন হয়?
Ο ক) স্থায়ী মূলধন
Ο খ) চলতি মূলধন
Ο গ) দীর্ঘমেয়াদি মূলধন
Ο ঘ) অণিশ্চিত তহবিল
সঠিক উত্তর: (খ)
২৮৮. একটি সুপার স্টোরের জন্য বিনিয়োগ সিদ্ধান্ত হলো-
i পণ্য ক্রয়
ii আসবাবপত্র ক্রয়
iii ফ্রিজারেটর ক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৮৯. কানবারি প্রতিষ্ঠান গুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ৩
Ο খ) ৪
Ο গ) ৫
Ο ঘ) ৭
সঠিক উত্তর: (ক)
২৯০. ব্যবসায়ের কোন সিদ্ধান্তের মাধ্যমে প্রত্যাশিত আগমন নির্গমনের একটি পরিকল্পনা করতে হয়?
i আয় সিদ্ধান্ত
ii ব্যয় সিদ্ধান্ত
iii বিনিয়োগ সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iiও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (খ)
২৯১. দীর্ঘমেয়াদি ঋণের জন্য অধিক হারে সুদ প্রদান করতে হয়। ফলে চলতি ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদি উৎস ব্যবহার করা হলে কেমন প্রভাব পড়বে?
Ο ক) আয় দ্বারা ঋণের সুদ পরিশোধ কঠিন হবে
Ο খ) প্রতিষ্ঠানে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে
Ο গ) দৈনন্দিন আয় হ্রাস পাবে
Ο ঘ) প্রতিষ্ঠানে স্থায়ী সম্পত্তি বৃদ্ধি পাবে
সঠিক উত্তর: (ক)
২৯২. একমালিকানা বা অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে তহবিল সংগ্রহের উৎস হচ্ছে-
i আন্তর্জাতিক তহবিল হতে ঋণ
ii আত্মীয়-স্বজন থেকে ঋণ
iii গ্রামীণ মহাজন থেকে সুদ ভিত্তিক ঋণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
২৯৩. কোম্পানিসমূহ ডিবেঞ্চার হোল্ডারদের নির্দিষ্ট হারে কী প্রদান করে?
Ο ক) সম্পদ
Ο খ) সুদ
Ο গ) লভ্যাংশ
Ο ঘ) বন্ড
সঠিক উত্তর: (খ)
২৯৪. একটি প্রতিষ্ঠান যৌথ মূলধনী হতে হলে কী প্রয়োজন হয়?
Ο ক) বৃহদায়তন পরিধি
Ο খ) অধিক সংখ্যক শ্রমিক
Ο গ) সরকারি অনুমোদন
Ο ঘ) সাকারি সহযোগিতা
সঠিক উত্তর: (গ)
২৯৫. চলতি মূলধন কীসের মাধ্যমে ব্যবস্থাপনা করা হয়?
Ο ক) দীর্ঘমেয়াদি ঋণের মাধ্যমে
Ο খ) শেয়ার বিক্রয়ের মাধ্যমে
Ο গ) বিক্রয় লব্ধ অর্থের মাধ্যমে
Ο ঘ) অবন্টন হিসাবের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
২৯৬. প্রতিষ্ঠানের জন্য কী পরিমাণে কাঁচামাল ক্রয় উপযোগী এবং সেই অর্থ কোথা হতে সংগ্রহ করা যাবে এরুপ সিদ্ধান্তকে কী বলে?
Ο ক) আয় সিদ্ধান্ত
Ο খ) তহবিল সিদ্ধান্ত
Ο গ) ব্যব সিদ্ধান্ত
Ο ঘ) চলতি সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ঘ)
২৯৭. সাধারণ জনগণ থেকে ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারে কে?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) অংশীদারি কারবার
Ο গ) যৌথ মূলধনী কারবার
Ο ঘ) শেয়ারহোল্ডারদের
সঠিক উত্তর: (গ)
২৯৮. দীর্ঘমেয়াদে অর্থ গ্রহণ করলে ঋণ পরিবেশোধের ঝুঁকি কীরূপ হয়?
Ο ক) অত্যধিক হয়
Ο খ) কম হয়
Ο গ) বেশি হয়
Ο ঘ) সমপরিমাণ থাকে
সঠিক উত্তর: (খ)
২৯৯. নিচের কোন ব্যক্তি ১৯৭০ এর দশকে কারবারি অর্থায়নকে নানা তত্ত্বের বিশ্লেষণে সমৃদ্ধ করেছিলেন?
Ο ক) অ্যাডাম স্মিথ
Ο খ) কেইল
Ο গ) মার্টন মিলার
Ο ঘ) কিলার
সঠিক উত্তর: (গ)
৩০০. অর্থায়ন বলতে বোঝায়-
i তহবিল সংগ্রহ
ii তহবিলের ব্যবহার
iii বিনিয়োগ সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Finance