এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১: অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১: অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২০১. অর্থায়ন পরিকল্পনা কার্জকর ফল দেয়-
i পরিবারে
ii কারবারে
iii সমাজে
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iiও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)

২০২. প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান কোনটিকে কেন্দ্র করে মুনাফা অর্জনের চেষ্টা করে?
Ο ক) বিনিয়োগকে
Ο খ) অনিশ্চত ভবিষ্যৎকে
Ο গ) ঝুঁকিকে
Ο ঘ) অনিশ্চিত তিসাবকে
সঠিক উত্তর: (খ)

২০৩. সরকারের ব্যয়ের খাত কোটি?
Ο ক) আয়কর
Ο খ) মূলধন
Ο গ) সঞ্চয়পত্র
Ο ঘ) প্রতিরক্ষা
সঠিক উত্তর: (ঘ)

২০৪. বাংলাদেশ সরকার যদি একটি বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করতে চায়, তবে কোন উপায়ে এর অর্থায়ন করবে?
Ο ক) নিজস্ব অর্থায়নে
Ο খ) সরকারি অর্থায়নে
Ο গ) বেসরকারি অর্থায়নে
Ο ঘ) আন্তর্জাতিক অর্থায়নে
সঠিক উত্তর: (খ)

২০৫. কারবারে চলতি মূলধনের পরিমাণ কী রূপ?
Ο ক) কম
Ο খ) বেশি
Ο গ) শূন্য
Ο ঘ) অসীম
সঠিক উত্তর: (ক)

২০৬. আর্থিক ব্যবস্থাপককে তহবিল সংগ্রহের ক্ষেত্রে বিবেচনা করতে হয়-
i মেয়াদ কাল
ii সুদে হার
iii পরিশোধ পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২০৭. সাধারণত ব্যবসায় তহবিল সংগ্রহ করা হয়-
i নিজস্ব পুঁজির মাধ্যমে
ii বিভিন্ন উৎসের ঋণ গ্রহণের মাধ্যমে
iii শেয়ার বিক্রয়ের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২০৮. কোন দশকে বিশ্ব বাণিজ্য আমদানি রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হৃাস পায়?
Ο ক) ১৯৬০
Ο খ) ১৯৭০
Ο গ) ১৯৮০
Ο ঘ) ১৯৯০
সঠিক উত্তর: (ঘ)

২০৯. জাতীয় আয় বৃদ্ধিতে কোনটি প্রত্যক্ষ ভূমিকা রাখে?
Ο ক) উৎপাদনমূখী বিনিয়োগ
Ο খ) রক্ষণশীল বিনিয়োগ
Ο গ) সেবাশূলক বিনিয়োগ
Ο ঘ) আমদানিমুখী বিনিয়োগ
সঠিক উত্তর: (ক)

২১০. অর্থায়নের শ্রেণিবিভাগের মূল বিষয় বলতে কোনটিকে বোঝায়?
Ο ক) কারবারি অর্থায়ন
Ο খ) পারিবারিক অর্থায়ন
Ο গ) আন্তর্জাতিক অর্থায়ন
Ο ঘ) সরকারি অর্থায়ন
সঠিক উত্তর: (ক)

২১১. বাংলাদেশের অর্থিক প্রতিষ্ঠানগুলো উন্নত বিশ্বের তুলনায় কীরূপ?
Ο ক) সুসংগঠিত
Ο খ) সুসংগঠিত নয়
Ο গ) পরিকল্পিত
Ο ঘ) উন্নত
সঠিক উত্তর: (খ)

২১২. নিচের কোনটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান?
i মুদি দোকান
ii এতিমখানা
iii পরিবার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iও ii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ক)

২১৩. নগদ অর্থ বেশি রাখলে মুণাফা কী হয়?
Ο ক) বাড়ে
Ο খ) কমে
Ο গ) শূণ্য হয়
Ο ঘ) অসীম হয়
সঠিক উত্তর: (খ)

২১৪. কারবারি প্রতিষ্ঠান গুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর: (খ)

২১৫. কখন উৎপাদন কৌশল জটিলতর হওয়া শুরু হয়?
Ο ক) ষোড়শ শতাব্দীতে
Ο খ) সপ্তদশ শতাব্দীতে
Ο গ) অষ্টাদশ শতাব্দীতে
Ο ঘ) ঊনবিংশ শতাব্দীতে
সঠিক উত্তর: (খ)

২১৬. মি. শামিম তার বইয়ের দোকানে একটি ফটোকপি মেশিন ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছন। এটি কী ধরণের সিদ্ধান্ত ?
Ο ক) আয় সিদ্ধান্ত
Ο খ) অর্থায়ন সিদ্ধান্ত
Ο গ) বিনিয়োগ সিদ্ধান্ত
Ο ঘ) মুনাফা ‍সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ক)

২১৭. সরকারকে অর্থ ব্যয় করতে হয়-
i রাস্তাঘাট নির্মাণে
ii সরকারি প্রতিষ্ঠানে
iii বেসরকারি প্রতিষ্ঠানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২১৮. সরকারি তহবিল ব্যবহৃত হয়-
i রাস্তা-ঘাট উন্নয়নে
ii ধারে পণ্য ক্রয়
iii নিজস্ব তহবিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১৯. নগদ অর্থ ও মুনাফার সম্পর্ক কীরূপ?
Ο ক) উর্ধ্ব সম্মুখ
Ο খ) বিপরীত
Ο গ) নিম্ন মুখী
Ο ঘ) সমানুপাত
সঠিক উত্তর: (খ)

২২০. নগদ অর্থ ও মুনাফার মাঝে সম্পর্ক কী রূপ?
Ο ক) সম্মখী
Ο খ) বিপরীতমুখী
Ο গ) শূন্য
Ο ঘ) অসীম
সঠিক উত্তর: (খ)

২২১. অনগ্রসর ব্যাংকব্যবস্থা হতে উদ্ভুত সমস্যা মোকারিলা করার জন্য ব্যবসায়ীদের প্রয়োজন হয়-
i অর্থসংস্থানের অভ্যন্তরীণ উৎস ব্যবহার করা
ii পরিকল্পিতভাবে অর্থের সংস্থান করা
iii সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২২২. নিচের কোনটির জন্য স্থায়ী মূলধন প্রয়োজন হয় না?
Ο ক) কাঁচামার ক্রয়
Ο খ) মেশিন ক্রয়
Ο গ) দালানকোঠা নির্মাণ
Ο ঘ) গাড়ি ক্রয়
সঠিক উত্তর: (ক)

২২৩. বাংলাদেশের প্রেক্ষাপটে আর্থিক প্রতিষ্ঠান হলো-
i আইসিবি
ii বাংলাদেশ গৃহনির্মাণ অর্থায়ন সংস্থা
iii বাংলাদেশ কৃষি ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iও iii
Ο গ) iiও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)

২২৪. সরকারের অর্থায়নের জন্য কোনটি থাকা দরকার?
Ο ক) অর্থ ব্যবস্থাপনা
Ο খ) পরিকল্পনা ব্যবস্থাপনা
Ο গ) রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা
Ο ঘ) উৎপাদন ব্যবস্থাপনা
সঠিক উত্তর: (ক)

২২৫. মালিকপক্ষের অধিকার প্রতিষ্ঠিত হয় কীভাবে?
Ο ক) ব্যবসায়ের নিজস্ব ও বিশেষায়িত অর্থনীতির ওপর ভিত্তি করে
Ο খ) অর্থসংস্থান ও আর্থিক বিবরণী তৈরির ওপর ভিত্তি করে
Ο গ) শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিলের ওপর ভিত্তি করে
Ο ঘ) সংগৃহীত মূলধনের পরিমাণের ওপর ভিত্তি করে
সঠিক উত্তর: (ঘ)

২২৬. গতানুগতিক ধারায় আর্থিক ব্যবস্থাকদের প্রধাণ দায়িত্ব কী ছিল?
Ο ক) নগদ প্রবাহ হতে মুনাফার পরিমাণ নির্ণয় করা
Ο খ) হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণপূর্বক ভবিষ্যৎ কার্জক্রম প্রণয়ন করা
Ο গ) মালিকপক্ষের অধিকার প্রতিষ্ঠা করা
Ο ঘ) তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য করা
সঠিক উত্তর: (খ)

২২৭. উৎপাদনমুখী প্রতিষ্ঠানের জন্যে বিনিয়োগ সিদ্ধান্ত হবে-
i কারখানা নির্মাণের জন্যে খরচ
ii বিদ্যুৎ বিলের জন্যে খরচ
iii মেশিন জ্রয়ের জন্যে খনচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২২৮. IDB এর পূর্ণরূপ কী?
Ο ক) Islamic Development Bank
Ο খ) India Development Bank
Ο গ) Investment Development Bank
Ο ঘ) Income Development Bank
সঠিক উত্তর: (ক)

২২৯. ডিবেঞ্চারহোল্ডারগণ কোম্পানি থেকে গ্রহণ করেন-
i লভ্যাংশ
ii সুদ
iii মুনাফা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৩০. অর্থায়ন সিদ্ধান্তের আওতায়-
i উৎস নির্বাচন করা হয়
ii উৎসের সুবিদা-অসুবিদা বিশ্লেষণ করা হয়
iii পণ্যের মূল্য নির্ধারণ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৩১. কোন উৎসের অর্থ ব্যবহার করে চলতি মূলধন ব্যবস্থাপনা করা হয়?
Ο ক) বিক্রয়লব্ধ অর্থ
Ο খ) মেশিনারি ক্রয়কৃত অর্থ
Ο গ) নিজস্ব মূলধনায়িত অর্থ
Ο ঘ) কাঁচামাল বিক্রয়কৃত অর্থ
সঠিক উত্তর: (ক)

২৩২. ব্যবসায় প্রতিষ্ঠান সমূহে নিত্যনৈমিত্তিক ঘটনা কোনটি?
Ο ক) কর্মচারী সংকট
Ο খ) কাঁচামাল সংকট
Ο গ) আর্থিক সংকট
Ο ঘ) ব্যবস্থাপক সংকট
সঠিক উত্তর: (গ)

২৩৩. নগদ অর্থ ও মুনাফার মধ্যকার সর্ম্পক কীরূপ?
Ο ক) সরল
Ο খ) পরিপূরক
Ο গ) বিপরীত
Ο ঘ) সম্পূরক
সঠিক উত্তর: (গ)

২৩৪. শিল্পবিপ্লবের পর উৎপাদন কৌশলের কীরূপ পরিবর্তন হয়?
i জটিলতর হয়
ii বিশেণায়িত হয়
iii বিভাজিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iiও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩৫. আলমগীর একটি সেলাই মেশিন কেনার সিদ্ধান্ত নেয়। তার দর্জি দোকানের এই সেলাই মেশিন ক্রয়সংক্রান্ত সিদ্ধান্ত-
i বিনিয়োগ সিদ্ধান্ত
ii ব্যয় সিদ্ধান্ত
iii অর্থায়ন সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৩৬. ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থের আগমন ও নির্গমন প্রবাহ সৃষ্টি হয় কীভাবে?
Ο ক) পণ্য বাজারে বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে
Ο খ) সুদেরভিত্তিতে ঋণ গ্রহণের মাধ্যমে
Ο গ) অর্থের উৎস চিন্হিতকরণের মাধ্যমে
Ο ঘ) আন্তর্জাতিক অর্থায়নের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)

২৩৭. রাকিব সাহেব একজন নতুন ব্যবসায়ী। তাকে ব্যবসায়িক প্রয়োজনে মেীশনাদি ও কাঁচামাল ক্রয় করতে হবে। এমতাবস্থায় রাকিব সাহেবের ব্যবসায়ের মালামাল প্রস্তুত ও কাঁচামাল ক্রয় করতে কী প্রয়োজন?
Ο ক) স্থায়ী সম্পদ
Ο খ) তহবিল
Ο গ) বিনিয়োগ
Ο ঘ) পরিকল্পনা
সঠিক উত্তর: (খ)

২৩৮. মি. সাজ্জাদ পারিবারিক প্রয়োজনে একটি ফ্রিজ কিনতে চান, কিন্তু তিনি একজন সীমিত আয়ের লোক। এক্ষেত্রে তিনি কীভাবে অর্থের ব্যবস্থা করতে পালেন?
Ο ক) ব্যাংক থেকে স্বল্পমেয়াদি ঋণ নিয়ে
Ο খ) ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে
Ο গ) আত্মীয়স্বজনের নিকট হতে ঋণ নিয়ে
Ο ঘ) অফিস থেকে অগ্রিম বেতন নিয়ে
সঠিক উত্তর: (ক)

২৩৯. একটি প্রতিষ্ঠানের ঋণের দায় ও মালিকানা স্বত্বের মধ্যে লাভজনক ভারসাম্য কিসের দ্বারা অর্জিত হতে পারে?
Ο ক) আয় সিদ্ধান্ত
Ο খ) বিনিয়োগ সিদ্ধান্ত
Ο গ) ব্যয় সিদ্ধান্ত
Ο ঘ) চলতি সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ক)

২৪০. শেয়ার ছাড়াও কোম্পানি বিনিয়োগের জন্যে তহবিল সংগ্রহ করতে পারে-
i সম্পত্তি বিক্রির মাধ্যমে
ii বন্ড বিক্রির মাধ্যমে
iii ডিবেঞ্চার বিক্রির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪১. বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে ভবিষ্যৎ আয়-ব্যয়ের সম্ভাব্যতা বিশ্লেষণ করে সবচেয়ে লাভজনক প্রকল্পটি বেছে নিতে কোনটি প্রয়োজন?
Ο ক) অধিক অর্থ প্রয়োগ
Ο খ) চাহিদাসম্পন্ন প্রকল্প গ্রহণ
Ο গ) অর্থায়নবিষয়ক জ্ঞানের প্রয়োগ
Ο ঘ) কার্জকর পরিকল্পনা প্রণয়ন
সঠিক উত্তর: (গ)

২৪২. তহবিল সংগ্রহের ভিন্ন উৎস নির্বাচন ও সকল উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে পরিকল্পনা গ্রহণ করাকে কী বলে?
Ο ক) বিনিয়োগ সিদ্ধান্ত
Ο খ) নীতিগত সিদ্ধান্ত
Ο গ) পরিকল্পিত সিদ্ধান্ত
Ο ঘ) অর্থায়ন সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ঘ)

২৪৩. ঋণদাতা প্রতিষ্ঠানের অধিক হারে সুদ প্রদান করতে হয় কখন?
Ο ক) শেয়ার বিক্রয় করলে
Ο খ) স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ করলে
Ο গ) উচ্চহারে ঋণ প্রদান করলে
Ο ঘ) দীর্ঘমেয়াদি ঋণ গ্রহন করলে
সঠিক উত্তর: (ঘ)

২৪৪. বর্তমানে ব্যবসায়ের মূল চালিকাশক্তি হিসেবে কী ব্যবহার করা হয়?
Ο ক) উদ্যোগ
Ο খ) বিনিয়োগ
Ο গ) অর্থায়ন
Ο ঘ) উৎপাদন
সঠিক উত্তর: (গ)

২৪৫. ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ ঋণের জন্যে আবেদন করলে কাঙ্খিত সময়ের মধ্যে তা পাওয়া অসম্ভব কেন?
Ο ক) আর্থিক স্বল্পতা থাকায়
Ο খ) প্রতিষ্ঠানের মুনাফা অনিশ্চিত হওয়ায়
Ο গ) আর্থিক প্রতিষ্ঠানগুলো সুসংগঠিত না হওয়ায়
Ο ঘ) অধিক হারে সুদের ব্যবস্থা থাকায়
সঠিক উত্তর: (গ)

২৪৬. কোনটি অর্থের প্রবাহকে পুঙ্খভাবে নিয়ন্ত্রণ করে?
Ο ক) উপযোগিতা
Ο খ) অর্থায়ন
Ο গ) পরিকল্পনা
Ο ঘ) নির্দেশনা
সঠিক উত্তর: (খ)

২৪৭. মুনাফা বৃদ্ধি করতে বেশি তহবিল বিনিয়োগ করলে কোনটি ঘটে?
Ο ক) তারল্য ঘাটতি হয়
Ο খ) তারল্য অধিক বৃদ্ধি পায়
Ο গ) তারল্য অপরিবর্তিত থাকে
Ο ঘ) স্থায়ী সম্পদ বৃদ্ধি পায়
সঠিক উত্তর: (ক)

২৪৮. অব্যবসায়ী প্রতিষ্ঠানে অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে-
i মুনাফ সর্বোচ্চকরণ
ii অর্থের উৎস চিন্হিতকরণ
iii উদ্দেশ্য অর্জনে এর যথাযথ ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iiও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (খ)

২৪৯. অর্থের উৎস চিহ্নিতকরণ এবং উদ্দেশ্য অর্জনে এর যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করা কোন অর্থায়নের মূল উদ্দেশ্য?
Ο ক) সরকারি অর্থায়ন
Ο খ) আন্তর্জাতিক অর্থায়ন
Ο গ) অব্যবসায়ী অর্থায়ন
Ο ঘ) ব্যবসায় অর্থায়ন
সঠিক উত্তর: (গ)

২৫০. সরকারি অর্থায়নে আলোচনা করা হয়-
i বার্ষিক ব্যয়ের পরিমাণ
ii বার্ষিক ব্যয়ের উৎস
iii ভবিষ্যৎ সঞ্চয়ের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post