এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১: অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১: অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. পরিকল্পনামাফিক তহবিল সংগ্রহ করতে হয় কেন?
Ο ক) আমদানি শুল্ক যাতে কম থাকে
Ο খ) উৎপাদন প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে
Ο গ) ব্যয়ের সাথে আয় যাতে জড়িত থাকে
Ο ঘ) উৎপাদন যাতে বৃদ্ধি পায়
সঠিক উত্তর: (খ)

১৫২. প্রতিটি প্রতিষ্ঠানই কীসের সাথে জড়িত?
Ο ক) মুনাফা অর্জনের সাথে
Ο খ) সেবা জ্রদানের সাথে
Ο গ) অর্থায়ন প্রক্রিয়ার সাথে
Ο ঘ) উৎপাদন প্রক্রিয়ার সাথে
সঠিক উত্তর: (ক)

১৫৩. ১৯৫০-এর দশকে মুনাফা সর্বোচ্চকরণ করা অর্থায়নের প্রধান কাজে পরিণত হয়-
i দীর্ঘমেয়াদি বিণিয়োগ করে
ii বিক্রয় বৃদ্ধি করে
iii ব্যয় হ্রাস করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫৪. বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা কী রকম?
Ο ক) অগ্রসর
Ο খ) অনগ্রসর
Ο গ) পরিকল্পিত
Ο ঘ) আধুনিক
সঠিক উত্তর: (খ)

১৫৫. মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ-ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে কী বলে?
Ο ক) অব্যবসায়ী প্রতিষ্ঠান
Ο খ) সমবায় প্রতিষ্ঠান
Ο গ) ধর্মীয় প্রতিষ্ঠান
Ο ঘ) ব্যবসায় প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ঘ)

১৫৬. ভবিষ্যতের পণ্য বিক্রয়ের পরিমাণ পণ্যের মূল্য নির্ধারণ একটি র্দর্রহ কাজ বলে নিরে কোন সিদ্ধান্তটি ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ?
Ο ক) আয় সিদ্ধান্ত
Ο খ) ব্যয় সিদ্ধান্ত
Ο গ) অর্থায়ন সিদ্ধান্ত
Ο ঘ) তহবিল সিদ্ধান্ত
সঠিক উত্তর: (খ)

১৫৭. বাণিজ্যিক ব্যাংক ছাড়া দেশের অর্থনৈতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-
i ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ
ii বাংলাদেশ গৃহনির্মাণ অর্থায়ন সংস্থা
iii বাংলাদেশ কৃষি ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫৮. নিচের কোন প্রতিষ্ঠানটির অর্থায়ন প্রক্রিয়া সহজ?
Ο ক) স্কয়ার ফার্মাসিউটিক্যালস
Ο খ) বাটা কোম্পানি
Ο গ) মুদি দোকান
Ο ঘ) কোহিনূর কেমিক্যালস
সঠিক উত্তর: (গ)

১৫৯. স্থায়ী মূলধন প্রয়োজন হয়-
i মেশিন ক্রয়ে
ii কাঁচামাল ক্রয়ে
iii দালানকোঠা নির্মাণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৬০. সরকারের আয়ের খাত নয় কোনটি?
Ο ক) আয়কর
Ο খ) রাস্তাঘাট
Ο গ) সরকারি হাসপাতাল
Ο ঘ) প্রতিরক্ষা
সঠিক উত্তর: (ক)

১৬১. অর্থায়ন বিকাশের মূল চারণ ভূমি ছিল-
Ο ক) যুক্তরাষ্ট্র
Ο খ) যুক্তরাজ্য
Ο গ) ফ্রান্স
Ο ঘ) ইটালি
সঠিক উত্তর: (ক)

১৬২. সামাজিক প্রতিষ্ঠানের পরিকল্পনা করা হয়-
i তহবিল ব্যবস্থাপনার
ii আয়-ব্যয়ের
iii মুনাফা অর্জনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iiও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ক)

১৬৩. কারবারের পণ্য বৈচিত্র্যপূর্ণ হলে ঝুঁকি কীরূপ হয়?
Ο ক) বৃদ্ধি পায়
Ο খ) হৃাস পায়
Ο গ) বণ্টিত হয়
Ο ঘ) শূন্য হয়
সঠিক উত্তর: (গ)

১৬৪. বিক্রয়লব্ধ অর্থ তেকে উৎপাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে কোনটি নির্ধারণ করতে হয়?
Ο ক) আর্থিক বিবরণী
Ο খ) লভ্যাংশ
Ο গ) পণ্যের মূল্য
Ο ঘ) নগদ প্রবাহ
সঠিক উত্তর: (ঘ)

১৬৫. একটি মুদি দোকানের জন্য স্থায়ী খরচ হলো-
i কাঁচামাল ক্রয়
ii দোকানের আয় বৃদ্ধি
iii রেফ্রিজারেটর ক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iও iii
Ο গ) iiও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬৬. মুনাফাভিত্তিক বাণিজ্যিক ব্যাংকের মধ্যে রয়েছে-
i সোনালী ব্যাংক
ii রূপালী ব্যাংক
iii শাহজালাল ইসলামি ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬৭. ঝুঁকি বন্টনের নীতি অনুসরণের মাধ্যমে কোন পরিস্থিতিতেও প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব?
Ο ক) আকস্মিক দুর্ঘটনার ক্ষেত্রে
Ο খ) প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে
Ο গ) অনিশ্চিত বাজারের ক্ষেত্রে
Ο ঘ) রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ক্ষেত্রে
সঠিক উত্তর: (গ)

১৬৮. একটি প্রতিষ্ঠান ঋণের দায় ও মালিকানাস্বত্বের মধ্যে লাভজনক ভারসাম্য সৃষ্টিতে সফল হয় কীভাবে?
Ο ক) শেয়ার বিক্রির মাধ্যমে
Ο খ) নগদ অর্থে ব্যবস্থাপনার মাধ্যমে
Ο গ) নিজস্ব তহবিল সংগ্রহের মাধ্যমে
Ο ঘ) সঠিক অর্থায়ন সিদ্ধান্তের মাধ্যমে
সঠিক উত্তর: (ঘ)

১৬৯. X কোম্পানি Y কোম্পানির সাথে যুক্ত হয়ে Z কোম্পানি গঠন করল। কোন দিকটি বিবেচনা করে X কোম্পানি নতুন কোম্পানি গঠন করল?
Ο ক) আর্থিক বিবরণী বিশ্লেষণ করে
Ο খ) পণ্য বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করে
Ο গ) ঋণের দায় ও মালিকানাস্বত্ব হৃাস করে
Ο ঘ) ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত করে
সঠিক উত্তর: (ক)

১৭০. ইকরাম ব্যাংক আমানতকারীদের নিকট থেকে ক্ষুদ্র তহবিল সংগ্রহ করে মেয়াদি জামানত সৃষ্টি করে। এক্ষেত্রে আমানতকারীকে প্রিতম ব্যাংক কোনটি প্রদান করে?
Ο ক) শেয়ার
Ο খ) বন্ড
Ο গ) ডিবেঞ্চার
Ο ঘ) সুদ
সঠিক উত্তর: (ঘ)

১৭১. শেয়ার মূল্য বৃদ্ধিতে সহায়তা করে-
i সুনাম
ii মুনাফার হার
iii গ্রাহক সেবা
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iও iii
Ο গ) iiও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭২. কোনটিকে কেন্দ্র করে ব্যবসায় প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে?
Ο ক) উৎপাদন পরিকল্পনা
Ο খ) কারখানার পরিবেশ
Ο গ) শ্রম আইন নিয়ন্ত্রন
Ο ঘ) অনিশ্চিত ভবিষ্যৎ
সঠিক উত্তর: (ঘ)

১৭৩. অর্থায়নে ঝুঁকির ধারণা বিশ্লেষণ করলে পাওয়া যায়-
i মুনাফা বৃদ্ধির সাথে সাথে ঝুঁকি বৃদ্ধি পায়
ii মুনাফা হ্রাসের সাথে সাথে ঝুঁকি হ্রাস পায়
iii মুনাফা ও ঝুঁকির মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৭৪. অর্থায়নে মুনাফা দৃদ্ধির সাথে সাথে কোনটি বৃদ্ধি পায়?
Ο ক) ব্যয়
Ο খ) আয়
Ο গ) বিক্রয়
Ο ঘ) ঝুঁকি
সঠিক উত্তর: (ঘ)

১৭৫. মি. মহসিন আলম এন্ড ব্রাদার্স এর শেয়ার ক্রয় করেন। অর্থের প্রয়োজন হওয়ায় তিনি কীভাবে তার শেয়ারটি নগদ অর্থে রূপান্তর করতে পারেন?
Ο ক) আলম এন্ড ব্রাদার্স এ শেয়ার দিয়ে
Ο খ) ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ারটি বিক্রি করে
Ο গ) মুন্ডো বাজারে শেয়ারটি বিক্রয় করে
Ο ঘ) মুন্ডো বাজারে শেয়ারটি ফেরত দিয়ে
সঠিক উত্তর: (খ)

১৭৬. একটি যৌথ মূলধনি কোম্পানি লাভজনক হলে শেয়ারহোল্ডাররা সাধারণত নিয়মিতভাবে লভ্যাংশ পেয়ে থাকে কেন?
Ο ক) তারা প্রভাবশালী বলে
Ο খ) তারা কোম্পানির অংশীদার বলে
Ο গ) তারা কোম্পানির মালিক বলে
Ο ঘ) আইনগত বাধ্যবাধকতার জন্য
সঠিক উত্তর: (খ)

১৭৭. সপ্তদশ শতাব্দীতে উৎপাদন কৌশল জটিলতর হয় কেন?ৎ
Ο ক) শিল্পবিপ্লবের কারণে
Ο খ) কম্পউটার আবিষ্কারের কারণে
Ο গ) কোম্পানিগুলোর একত্রীকরণের কারণে
Ο ঘ) মূলধন বাজারের কারণে
সঠিক উত্তর: (ক)

১৭৮. অর্থায়ন প্রক্রিয়কা কোন প্রতিষ্ঠানের জ্রব্য অথিক গুরুত্বপূর্ণ?
Ο ক) ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য
Ο খ) অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য
Ο গ) সেবামূলক প্রতিষ্ঠানের জন্য
Ο ঘ) সকল প্রতিষ্ঠানের জন্য
সঠিক উত্তর: (ঘ)

১৭৯. সরকারি অর্থায়ন সাধারণত কীরূপ হয়?
Ο ক) লাভজনক
Ο খ) অলাভজনক
Ο গ) অধিক লাভজনক
Ο ঘ) মুনাফাভিত্তিক
সঠিক উত্তর: (খ)

১৮০. শোভন জামিল উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যবসায় করতে আগ্রহী। এজন্য সে বেশ কয়েকটি প্রকল্প সম্পর্কে ধারণা লাভ করে। নতুন ব্যবসায় হিসেবে কে কীভাবে প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে লাভজনক প্রকল্পটি বেছে নিতে পারবে?
Ο ক) রক্ষণাবেক্ষণ বিষয়ক জ্ঞানের প্রয়োগ
Ο খ) ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞনের প্রয়োগ
Ο গ) অর্থায়ন বিষয়ক জ্ঞানের প্রয়োগ
Ο ঘ) হিসাবরক্ষণ বিষয়ক জ্ঞানের প্রয়োগ
সঠিক উত্তর: (গ)

১৮১. সরকারি অর্থায়ন কীরূপ?
Ο ক) লাভজনক
Ο খ) অলাবজন
Ο গ) ঝুঁকিপূর্ণ
Ο ঘ) মুনাফা অর্জনযোগ্য
সঠিক উত্তর: (খ)

১৮২. স্বল্পমূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থসংস্থান করতে হলে কোন জ্ঞান থাকা আবশ্যক?
Ο ক) কারখানা ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান
Ο খ) প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান
Ο গ) অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান
Ο ঘ) রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান
সঠিক উত্তর: (গ)

১৮৩. আর্থিক ব্যবস্থাপক কয় ধরণের সিদ্ধান্ত নিয়ে কাজ করে?
Ο ক) ২ ধরণের
Ο খ) ৩ ধরণের
Ο গ) ৪ ধরণের
Ο ঘ) ৫ ধরণের
সঠিক উত্তর: (ক)

১৮৪. কোনটির কারণে পণ্য বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হয়?
Ο ক) দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুযোগগিতার সৃষ্টি হয়?
Ο খ) তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করায়
Ο গ) নিজস্ব মলধন বিনিয়োগের সুযোগ থাকায়
Ο ঘ) ব্যবসা-বাণিজ্যের কার্জ পরিধি বৃদ্ধি পাওয়া
সঠিক উত্তর: (ঘ)

১৮৫. বাংলাদেশের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নিত্যনৈমিত্তিক ঘটনা কী?
Ο ক) আর্থিক সংকট
Ο খ) নীতির সমস্যা
Ο গ) কাঁচামালের অপ্রাচুর্জ
Ο ঘ) পরিকল্পনার অভাব
সঠিক উত্তর: (ক)

১৮৬. ব্যবসায়ের পণ্য বৈচিত্র্যপূর্ণ হলে-
i ঝুঁকি বণ্টিত হয়
ii ঝুঁকি হৃাস পায়
iii ঝুঁকি বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৮৭. আজাদ কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থায়ন করতে চায়। গ্রাহক সেবার মান উন্নত হওয়ার প্রতিষ্ঠানের ভালো সুনাম রয়েছে। এক্ষেত্রে কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধিতে কোনটি ব্যাঘাদ সৃষ্টি করতে পারে?
Ο ক) সুনাম
Ο খ) ভোক্তা সন্তুষ্টি
Ο গ) গ্রাহক সেবা
Ο ঘ) মুনাফার হার
সঠিক উত্তর: (ঘ)

১৮৮. কোনটির কারণে ব্যবসায় বাণিজ্যের কার্জ পরিধি বৃদ্ধি পেয়েছে?
i সভ্যতার ক্রম বিকাশ
ii প্রযুক্তিগত উন্নয়ন
iii রাজনৈতিক পটভূমি পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iiও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ক)

১৮৯. নিচের কোনটির জন্য চলতি মূলধন দরকার হয়না?
Ο ক) কাঁচামাল ক্রয়
Ο খ) শ্রমিকের মজুরি প্রদান
Ο গ) মেশিন ক্রয়
Ο ঘ) ভাড়া প্রদান
সঠিক উত্তর: (গ)

১৯০. পরিবারের স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য কোথায় থেকে ঋণ গ্রহণ করতে পারে?
Ο ক) ব্যাংক
Ο খ) বিমা
Ο গ) মহাজন
Ο ঘ) প্রাপ্য বিল
সঠিক উত্তর: (ক)

১৯১. উপযুক্ততার নীতি মূল বৈশিষ্ট্য হলো-
i স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন সরবরা করা
ii দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মুলধন সরবরাহ করা
iii দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে চলতি মুলধন সরবরাহ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৯২. তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) অর্থায়ন
Ο খ) পরিকল্পনা
Ο গ) বাস্তবায়ন
Ο ঘ) প্রকল্প
সঠিক উত্তর: (ক)

১৯৩. সকারের আয়ের খাত কোনটি?
Ο ক) সামাজিক অবকাঠামো
Ο খ) সেতু
Ο গ) সঞ্চয়পত্র
Ο ঘ) রাস্তাঘাট
সঠিক উত্তর: (গ)

১৯৪. যৌথ মূলধনি কোম্পানিকে সরকার অনুমোদন দেওয়ার আগে বিচার-বিশ্লেষণ করে-
i মূলধনের পরিমাণ
ii পরিচালকগণের পরিচয়পত্র
iii ব্যবসায়ের উদ্দেশ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯৫. মূলধন তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) আয় সিদ্ধান্ত
Ο খ) ব্যয় সিদ্ধান্ত
Ο গ) বিনিয়োগ সিদ্ধান্ত
Ο ঘ) বিপণন সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ক)

১৯৬. কোম্পানির মালিক বলা হয় কাদের মধ্যে?
Ο ক) শেয়ার হোল্ডারদের
Ο খ) ডিবেঞ্চারহোল্ডারদের
Ο গ) পরিালাদের
Ο ঘ) ঋণগ্রতীতাদের
সঠিক উত্তর: (ক)

১৯৭. তহবিলের ব্যবহার হয়-
i মেশিনাদি ক্রয়
ii কাঁচামাল ক্রয় করতে
iii শ্রমিকদের মজুরি প্রদান করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯৮. হিসাবরক্ষণ, অর্থনীতি ও অন্যান্য আর্থিক বিষয়গুলোর সংমিশ্রণের ফলাফল-
i হিসাববিজ্ঞান
ii অর্থায়ন
iii ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (খ)

১৯৯. কোন দশকে অর্থায়ন সনাতনী দায়িত্বের পরিবর্তন করে নতুন রূপে আবির্ভূত হয়?
Ο ক) ১৯৬০
Ο খ) ১৯৭০
Ο গ) ১৯৮০
Ο ঘ) ১৯৯০
সঠিক উত্তর: (গ)

২০০. মি. নাজমূল একজন দর্জি। দোকানের প্রয়োজনে তাকে সেলাই মেশিন,সুতা বোতাম, কাঁচি ইত্যাদি ক্রয় করতে। মি. নাজমূল ব্যবসায়ের শুরূতে এসব সামগ্রী ক্রয়ের জণ্যে প্রয়োজনীয় তহবিল কোথা থেকে নির্বাহ করেছিলেন?
Ο ক) সরকারি তহবিল থেকে
Ο খ) আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে
Ο গ) নিজস্ব তহবিল থেকে
Ο ঘ) আন্তর্জাতিক তহবিল থেকে
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post