এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১: অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১: অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. যৌথমূলধনী প্রতিষ্ঠান হতে শেয়ারহোল্ডার গণ কী পেয়ে থাকেন?
Ο ক) সুদ
Ο খ) ঋণ
Ο গ) বেতন
Ο ঘ) লভ্যাংশ
সঠিক উত্তর: (ঘ)

১০২. কিসের মাধ্যমে চলতি মূলধন ব্যবস্থাপনা করা হয়?
Ο ক) কাঁচামাল বিক্রয়কৃত অর্থ
Ο খ) মেশিনারি ক্রয়কৃত অর্থ
Ο গ) নিজস্ব মূলধনায়িত অর্থ
Ο ঘ) বিক্রয়লব্ধ অর্থ
সঠিক উত্তর: (ঘ)

১০৩. এক জন ব্যবসায়ী কী থাকলে স্বল্পমূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থসংস্থান করতে পারবে?
Ο ক) অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান
Ο খ) প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান
Ο গ) কানখানা ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান
Ο ঘ) রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান
সঠিক উত্তর: (ক)

১০৪. যে নীতি অনুসরণ করে ফার্ম প্রয়োজনমতো তারল্য সংরক্ষণ করে এবং পাশাপাশি লাভ অর্জনের পথ সুগম রাখে তাকে কী বলে?
Ο ক) তারল্য ও মুনাফা নীতি
Ο খ) ঝুঁকি-মুনাফা নীতি
Ο গ) উপযুক্ততার নীতি
Ο ঘ) বৈচিত্রায়ন নীতি
সঠিক উত্তর: (ক)

১০৫. পরিকল্পনা মাফিক তহবিল সংগ্রহ করতে হয় কেন?
Ο ক) ব্যয়ের সাথে আয় যাতে জড়িত থাকে
Ο খ) উৎপাদন প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে
Ο গ) আমদানি শুল্ক যাতে কম থাকে
Ο ঘ) উৎপাদন যাতে বৃদ্ধি পায়
সঠিক উত্তর: (খ)

১০৬. একটি পরিবারের আয়ের উৎস হতে পারে কোনটি?
Ο ক) চাকরি
Ο খ) বিল
Ο গ) গ্যাস বিল
Ο ঘ) স্কুলের বেতন
সঠিক উত্তর: (ক)

১০৭. সাধারণত শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে কারা?
Ο ক) ক্ষুদ্র কোম্পানি
Ο খ) মাঝারি কোম্পানি
Ο গ) বৃহৎ কোম্পানি
Ο ঘ) অতি ক্ষুদ্র কোম্পানি
সঠিক উত্তর: (গ)

১০৮. নিচের কোনটি বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক ছাড়া আর্থিক প্রতিষ্ঠান?
i বাংলাদেশ কৃষি ব্যাংক
ii বাংলাদেশ গৃহ নির্মাণ অর্থায়ন সংস্থা
iii ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i,ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১০৯. আমাদের দেশে ঋণের জন্য আবেদন করলেও কাঙ্ক্ষিত সময়ের মধ্যে ঋণ পাওয়া যায় না কেন?
Ο ক) আর্থিক প্রতিষ্ঠানে অর্থ সক্রিয় বলে
Ο খ) আর্থিক প্রতিষ্ঠানগ্রলো সুসংগঠিত বলে
Ο গ) অর্থায়ন প্রতিষ্ঠানে গ্রাহক সেবা অনুন্নত বলে
Ο ঘ) অর্থায়ন প্রতিষ্ঠানগুলো উন্নত নয় বলে
সঠিক উত্তর: (খ)

১১০. ব্যবসায় প্রতিষ্ঠান নানা ধরনের ঝুঁকির সম্মুখীন হয়, যা নিয়ন্ত্রন করা ব্যবস্থাপকের পক্ষে অসম্ভব। এমতাবস্থায় কোন নীতি অনুসরণ করলে অনিশ্চিত বাজার পরিস্থিতি থাকা সত্ত্বেও প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব হবে?
Ο ক) ঝুঁকি বন্টন নীতি
Ο খ) পরিকল্পনা নীতি
Ο গ) মুনাফা বনাম তারল্য নীতি
Ο ঘ) সম্প্রসারণ নীতি
সঠিক উত্তর: (ক)

১১১. কোম্পানি বিনিয়োগকারীদের নিকট শেয়ার বিক্রি করে বিনিময়ে কী প্রদান করে?
Ο ক) ডিভিডেন্ড
Ο খ) বন্ড
Ο গ) ডিবেঞ্চার
Ο ঘ) সুদ
সঠিক উত্তর: (ক)

১১২. বাংলাদেশ প্রতি বছর বিপুল পরিমাণে আদাণি করে-
i কাঁচামাল
ii মেশিনারিজ
iii পেট্রোলিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১৩. ক্রমবিকাশের ধারায় অর্থায়নের কাজ হিসেবে যুক্ত হয়-
i প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিবেদন তৈরি করা
ii নগদ অর্থের ব্যবস্থাপনা করা
iii পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১৪. কানবারি অর্থায়ন গুরুত্বপূর্ণ, কারণ-
i ব্যবসায়িক মূলধন সংকট
ii অনগ্রসর ব্যাংক ব্যবস্থা
iii স্বল্পশিক্ষিত উদ্যোক্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১৫. অর্থায়ন ব্যবস্থাপনা কীভাবে একজন ব্যবসায়ীকে সহায়তা করে?
Ο ক) দীর্ঘমেয়াদি পুঁজি বিনিয়োগে উৎসাহিত করে
Ο খ) অধিক পুঁজি বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করে
Ο গ) স্বল্প পুঁজি বিনিয়োগ করে অধিক মুণাফা অর্জন করে
Ο ঘ) সঠিক পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা দিয়ে
সঠিক উত্তর: (গ)

১১৬. পরিবারের ব্যয়ের তুলনায় আয় বেশি হলে অতিরিক্ত অর্থ কী করা হয়ে থাক?
Ο ক) বিনিয়োগ
Ο খ) সঞ্চয়
Ο গ) ঋণ প্রদান
Ο ঘ) কখনো অর্থ অতিরিক্ত হয় না
সঠিক উত্তর: (খ)

১১৭. অর্থায়নের নীতিসমূহ কোন কাজে ব্যবহৃত হয়?
Ο ক) অর্থায়নের গুরুত্ব বোঝাতে
Ο খ) অর্থের উপযোগিতা বৃদ্ধি করতে
Ο গ) অর্থের প্রবাহ নিয়ন্ত্রন করতে
Ο ঘ) অর্থের সময়মূল্য বিবেচনা করতে
সঠিক উত্তর: (গ)

১১৮. অনগ্রসর ব্যাংক ব্যবস্থার কারণে ব্যবসায়ীদের অর্থ সংকট হতে উদ্ভুত সমস্যা মোকাবিলায়-
i পরিকল্টনামাফিক আয়কর কমানোর ব্যবস্থা করতে হয়
ii পরিকল্পিতভাবে অর্থের সংস্থান করতে হয়
iii সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে অর্থের লাভজনক ব্যবহার করতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iও iii
Ο গ) iiও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (গ)

১১৯. কোন দশকে অর্থায়নের ক্ষেত্রে কম্পিউটারের যাত্রা শুরু হয়?
Ο ক) ১৯৪০
Ο খ) ১৯৫০
Ο গ) ১৯৬০
Ο ঘ) ১৯৭০
সঠিক উত্তর: (ঘ)

১২০. পরিবারের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণের সময় বিবেচনা করতে হবে-
i ঋণের উৎস
ii ঋণের ব্যবহার
iii ঋন ফেরত দানের উপায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও iii
Ο খ) iiও iii
Ο গ) iও ii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)

১২১. একটি লাভজনক প্রতিষ্ঠন লাভের পরিবর্তে কীভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে?
Ο ক) আর্থিক অব্যবস্থাপনা করণে
Ο খ) দক্ষ জনশক্তির কারণে
Ο গ) অনগ্রসর ব্যাংক ব্যবস্থার কারণে
Ο ঘ) অধিক মূলধনের কারণে
সঠিক উত্তর: (ক)

১২২. নাহিদ কলেজের সামনে একটি বইয়ের লাইব্রেরি দিয়েছে। প্রথম দিকে শুধু পাঠ্যবই বিক্রি করলেও নাহিদ এখন উপন্যাস,চাকরির বইসহ অন্যান্য বই বিক্রির প্রধান কারণ কোনটি?
Ο ক) উপযুক্ততার নীতি
Ο খ) ঝুঁকি বন্টন নীতি
Ο গ) মুনাফার নীতি
Ο ঘ) তারল্য নীতি
সঠিক উত্তর: (খ)

১২৩. জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে-
i সফল বিনিয়োগ
ii অর্থায়ন পরিকল্পনা
iii দীর্ঘমেয়াদি ঋণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১২৪. অর্থায়ন কী নিয়ে কাজ করে?
Ο ক) তহবিল ব্যবস্থাপনা
Ο খ) শ্রম ব্যবস্থাপনা
Ο গ) মানবসম্পদ ব্যবস্থাপনা
Ο ঘ) অভ্যন্তরীণ ব্যবস্থাপনা
সঠিক উত্তর: (ক)

১২৫. মি. হাকিমের একটি রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্ট থেকে যে আয় হয় তিনি তার কিছু অংশ ব্যাংকে জমা রাখতে চান, এক্ষেত্রে তাকে কী খেয়াল রাখতে হবে?
Ο ক) ব্যবসায়ের দৈনন্দিন ব্যয়ের
Ο খ) তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য
Ο গ) অধিক উপার্জনের জন্য বিনিয়োগের পরিমাণ
Ο ঘ) ব্যবসায়ের আয়ের পরিমাণ
সঠিক উত্তর: (ক)

১২৬. কোন প্রবণতা যুক্তরাষ্ট্রে যথেষ্ট সফলতা পায় নি?
Ο ক) পুনর্গঠন
Ο খ) একত্রিকরণ
Ο গ) বিবর্তন
Ο ঘ) বিনিয়োগ মূল্যায়ন
সঠিক উত্তর: (খ)

১২৭. কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি?
Ο ক) ব্যবসায় অর্থায়নে
Ο খ) আন্তর্জাতিক অর্থায়নে
Ο গ) পারিবারিক অর্থায়নে
Ο ঘ) সরকারি অর্থায়নে
সঠিক উত্তর: (ঘ)

১২৮. যুক্তরাষ্ট্রে কোন দশকে চরম মন্দা শুরু হয়?
i ১৯২০ এর দশক
ii ১৯৩০ এর দশক
iii ১৯৪০ এর দশক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (গ)

১২৯. কোন দশকে কম্পউটার অধ্যায়ের শুরু হয়?
Ο ক) ১৯২০-১৯৩০
Ο খ) ১৯৫০-১৯৬০
Ο গ) ১৯৬০-১৯৭০
Ο ঘ) ১৯৭০-১৯৮০
সঠিক উত্তর: (ঘ)

১৩০. শিল্পবিপ্লব হয় কত শতাব্দীতে?
Ο ক) পঞ্চতশ
Ο খ) ষোড়শ
Ο গ) সপ্তদশ
Ο ঘ) বিংশ
সঠিক উত্তর: (গ)

১৩১. অর্থায়নের বৈচিত্রায়ণ নীতির মাধ্যমে কোনটি করা সম্ভব?
Ο ক) উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ
Ο খ) ব্যাখ্যা তারল্য বজায় রাখা
Ο গ) সঠিক প্রকল্প বাছাই
Ο ঘ) তারল্য ও মুনাফার ভারসাম্য রক্ষা
সঠিক উত্তর: (ক)

১৩২. দীর্ঘমেয়দি উৎস হতে চলতি ব্যয় নির্বাহের অর্থ সংগ্রহ করা হলে ব্যবসায় কীরূপ প্রভব পড়বে?
Ο ক) নগদ প্রবাহের বাজেট তৈরি করা জটিল হবে
Ο খ) প্রতিষ্ঠনে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে
Ο গ) উপার্জিত আয় হতে ঋণের সুদ পরিশোধ করা অসম্ভব হবে
Ο ঘ) দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করা দুরূহ হবে
সঠিক উত্তর: (গ)

১৩৩. বড় কোম্পানিগুলো কিসের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে?
Ο ক) স্বল্পমেয়াদি উৎস
Ο খ) দীর্ঘমেয়াদি উৎস
Ο গ) শেয়ার বিক্রয়
Ο ঘ) চাঁদা তুলে
সঠিক উত্তর: (গ)

১৩৪. ১৯৫০-১৯৬০ দশকে অর্থায়নের প্রধান কাজ ছিল-
i মূলধন বাজারের প্রকৃতি নির্ধারণ করা
ii দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে বিক্রয় বৃদ্ধি করা
iii ব্যয় হ্রাস করে মুনাফা সর্বোচ্চকরণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৩৫. অর্থায়নের আয়ের সাথে কোনটির সঙ্গতি থাকা বান্চ্ছণীয়?
Ο ক) প্রয়োজনীয় মূলধনের
Ο খ) সংগ্রহীত ঋণের
Ο গ) ব্যয়ের সঠিক সময়ের
Ο ঘ) যথার্থ পরিকল্পনার
সঠিক উত্তর: (গ)

১৩৬. আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করেন?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)

১৩৭. তোমার পরিবারের সাথে বাংলাদেশ সরকারের অর্থায়ন পরিকল্পনার তফাত কী?
Ο ক) প্রথমটি আয় বুঝে ব্যয় এবং পরেরটি ব্যয় বুঝে আয় করে
Ο খ) প্রথমটি ব্যয় বুঝে আয় এবং দ্বিতীয়টি আয় বুঝে ব্যয় করে
Ο গ) পরিবারের অর্থায়ন পরিকল্পনায় সঞ্চয়কে অন্তর্ভূক্ত করা হয় না
Ο ঘ) সাকারের অর্থায়নে রেমিটেন্সকে বিবেচনা করা হয় না
সঠিক উত্তর: (ক)

১৩৮. মি. সাজ্জাদ কীভাবে স্বল্পমূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থসংস্থান করে সঠিক বিনিয়োগের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করে পর্যাপ্ত মুনাফা অর্জন করতে পারে?
Ο ক) উচ্চশিক্ষা অর্জন করে
Ο খ) অধিক তহবিল সংগ্রহ করে
Ο গ) অর্থায়ন ব্যবস্থাপনাবিষয়ক জ্ঞান দিয়ে
Ο ঘ) অধিক জনশক্তি ব্যবহার করে
সঠিক উত্তর: (গ)

১৩৯. ১৯৯০ এর দশকে কোন বিশ্লেষণ নোবেল পুরস্কার লাভ কলেন?
Ο ক) মার্কোইজ
Ο খ) মার্টন মিলার
Ο গ) মডিগ্লিয়ান
Ο ঘ) সবাই
সঠিক উত্তর: (ঘ)

১৪০. সুজন একজন শিক্ষিত যুবক। তিনি ব্যবসায় করতে আগ্রহী। এজন্য তিনি বেশ কয়েকটি প্রকল্প সম্পর্কে ধানণা লাভ করেন। সুজন নতুন ব্যবসায়ী হিসেবে কীভাবে প্রকল্পগুলোর মধ্যে ভবিষ্যৎ আয়-ব্যয়ের সম্ভাব্য বিশ্লেষণ করে সবচেয়ে লাভজনক প্রকল্পটি বেছে নিতে পারবেন?
Ο ক) রক্ষণাবেক্ষণ বিষয়ক জ্ঞান প্রয়োগ
Ο খ) ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান প্রয়োগ
Ο গ) অর্থায়ন বিষয়ক জ্ঞান প্রয়োগ
Ο ঘ) হিসাবরক্ষণ বিষয়ক জ্ঞান প্রয়োগ
সঠিক উত্তর: (গ)

১৪১. পরিবারের অর্থায়ন প্রক্রিয়ায় নেই কোনটি?
Ο ক) উৎস নির্ধারণ
Ο খ) তহবিল সংগ্রহ
Ο গ) মুনাফা অর্জন
Ο ঘ) ব্যবহার প্রক্রিয়া
সঠিক উত্তর: (গ)

১৪২. কোন সিদ্ধান্তর মাধ্যমে প্রত্যাশিত আগ্রাসন নির্গমনের একটি পরিকল্পনা করতে হয়?
Ο ক) বিনিয়োগ সিদ্ধান্ত
Ο খ) অর্থায়ন সিদ্ধান্ত
Ο গ) আয় সিদ্ধান্ত
Ο ঘ) মুনাফা সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ক)

১৪৩. স্বল্পমেয়াদি তহবিল দিয়ে কোন মূলধন সরবরাহ করা হয়?
Ο ক) চলতি
Ο খ) সঞ্চয়ী
Ο গ) স্থায়ী
Ο ঘ) অনাদায়ী
সঠিক উত্তর: (ক)

১৪৪. একটি কোম্পানির অর্থায়ন সম্পর্কিত কার্যাবলি সম্পাদনের দায়িত্ব বর্তায় কার ওপর?
Ο ক) ব্যবস্থাপনা পরিচালক
Ο খ) অর্থায়ন ব্যবস্থাপক
Ο গ) ব্যবস্থাপক
Ο ঘ) মার্কেটিং ব্যবস্থাপক
সঠিক উত্তর: (খ)

১৪৫. স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি শুলধন সরবরাহ করা অর্থায়নের কোন নীতি?
i তারল্য নীতি
ii উপযুক্ততার নীতি
iii মুনাফা নীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) iও ii
সঠিক উত্তর: (খ)

১৪৬. সরকারি অর্থায়নে আলোচিত বিষয় হলো-
i অর্থ সংগ্রহের উৎস নির্ধারণ
ii বাৎসরিক ব্যয় নিরূপণ
iii বাট্টা হার নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৪৭. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?
Ο ক) মুনাফা অর্জন
Ο খ) সমাজ কল্যাণ
Ο গ) অসমতা কমানো
Ο ঘ) ঝুঁকি কমানো
সঠিক উত্তর: (খ)

১৪৮. কারবারের মুনাফার যে অংশ রেখে দেওয়া হয় তাকে কী বলে?
Ο ক) মোট মুনাফা
Ο খ) সংরক্ষিত মুনাফা
Ο গ) নিট মুনাফা
Ο ঘ) বন্টিত মুনাফা
সঠিক উত্তর: (ক)

১৪৯. কোন নীতি অনুসরণ করলে অনিশ্চিত বাজার পরিস্থিতি থাকা সত্ত্বেও প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব হয়?
Ο ক) পরিকল্পনা নীতি
Ο খ) ঝুঁকি বন্টন নীতি
Ο গ) মুনাফা বনাম তারল্য নীতি
Ο ঘ) সম্প্রসারণ নীতি
সঠিক উত্তর: (খ)

১৫০. অর্থ সংগ্রহের উৎস হিসেবে ব্যবহৃদ হয় কোনটি?
Ο ক) মূলধন ও ঋণ
Ο খ) মূলধন ও প্রাপ্য বিল
Ο গ) ঋণ ও প্রাপ্য বিল
Ο ঘ) প্রদেয় বিল
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post