ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১: অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) আয় সিদ্ধান্ত
Ο খ) ব্যয় সিদ্ধান্ত
Ο গ) বিনিয়োগ সিদ্ধান্ত
Ο ঘ) চলতি বিনিয়োগ সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ক)
৫২. দীর্ঘমেয়াদি তহবিল তিয়ে কোন মূলধন সরবরাহ করা হয়?
Ο ক) চলতি
Ο খ) সঞ্চয়ী
Ο গ) স্থায়ী
Ο ঘ) অনাদায়ী
সঠিক উত্তর: (গ)
৫৩. কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করে-
i গ্রাহকদের প্রদত্ত সেবা
ii প্রতিষ্ঠানের সুনাম
iii মুনাফার হার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৪. কাঁচামাল ক্রয়ের জন্যে অর্থ সংগ্রহের সিদ্ধান্তকে কী বলে?
Ο ক) চলতি বিনিয়োগ সিদ্ধান্ত
Ο খ) স্থায়ী বিনিয়োগ সিদ্ধান্ত
Ο গ) অর্থায়ন সিদ্ধান্ত
Ο ঘ) বিনিয়োগ সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ক)
৫৫. স্থায়ী ব্যয় নির্বাহ করতে কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়?
Ο ক) মধ্যমেয়াদি
Ο খ) দীর্ঘময়াদি
Ο গ) স্বল্পমেয়াদি
Ο ঘ) অনির্দিষ্ট মেয়াদি
সঠিক উত্তর: (খ)
৫৬. ১৯৬০-এর দশকে কম্পউটারের আবিষ্কা বিশেষ জনপ্রিয়তা পায় কেন?
Ο ক) মুনাফা বৃদ্ধি সর্বদা কাঙ্কিত হওয়ার জন্যে
Ο খ) সুদূর প্রসারি পরিকল্পনার জন্যে
Ο গ) আর্থিক হিসাবের জটিলতা নিরসনের জন্যে
Ο ঘ) মুনাফা বৃদ্ধির সাথে ঝুঁকি বৃদ্ধির জন্যে
সঠিক উত্তর: (গ)
৫৭. প্রতিযোগিতামূলক মুক্তবাজার ব্যবস্থায় মুনাফা অর্জনের জন্য গুরুত্বের সাথে পূর্বপরিকল্পনামাফিক অর্থায়ন করতে হয়-
i সরকারি ব্যবসায় প্রতিষ্ঠানকে
ii বেসরকারি ব্যবসায় প্রতিষ্ঠানকে
iii আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠানকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৮. জনাব এনামুল একজন দর্জি দোকানের ব্যবসায়ী। দোকানের প্রয়োজনে তাকে সেলাই মেশিন,সুতা, বোতাম, কাঁচি ইত্যাদি ক্রয় করতে হয়। জনাব এনামুল ব্যবসায়ের শুরুতে এসব সামগ্রী ক্রয়ের জন্যে প্রয়োজনীয় তহবিল কোথা থেকে নির্বাহ করেছিলেন?
Ο ক) সরকারি তহবিল
Ο খ) আর্থিক প্রতিষ্ঠান
Ο গ) নিজস্ব তহবিল
Ο ঘ) আন্তর্জাতিক তহবিল
সঠিক উত্তর: (গ)
৫৯. অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে মুনাফা অর্জনের চেষ্টা করার ফলে কীসের সম্মখীন হতে হয়?
Ο ক) আয়ের
Ο খ) ব্যয়ের
Ο গ) ঝুঁকির
Ο ঘ) মুনাফার
সঠিক উত্তর: (গ)
৬০. কোম্পানি সমূহ বড় অঙ্গের প্রয়োজনীয় মূলধন ছোট ছোট অঙ্গের শেয়ার বিভক্ত করে কার নিকট বিক্রি করে?
Ο ক) ব্যবস্থাপক
Ο খ) পরিচালনা পর্ষদ
Ο গ) সরকারি কর্মচারী
Ο ঘ) ক্ষুদ্র বিনিয়োগকারী
সঠিক উত্তর: (ঘ)
৬১. দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে-
i বিনিয়োগ ব্যাংক
ii বানিজ্যিক ব্যাংক
iii ডিবেঞ্চার হোল্ডার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬২. মি. আরমান মিন ট্রেডার্সের স্বত্বাধিকারী। নতুন অর্ডার পাওয়ার তার কাঁচামালের সরবরাহ প্রয়োজন। কিন্তু অর্থ সংকট থাকায় সে উপযুক্ত পরিমাণ কাঁচামালের কিনতে অপারগ হয়। এজন্য আরমানের কোন বিণয়ে ধারণা থাকা প্রয়োজন?
Ο ক) উৎপাদন সংক্রান্ত ধারণা
Ο খ) প্রকল্প সংক্রান্ত ধারণা
Ο গ) পরিকল্পনা সংক্রান্ত ধারণা
Ο ঘ) অর্থায়ন সংক্রান্ত ধারণা
সঠিক উত্তর: (ঘ)
৬৩. কারবারি অর্থায়ন ব্যবস্থাপনার নীতিমালার অন্তর্ভূক্ত-
i তারল্য বনাম মুনাফঅ নীতি
ii উপযুক্তত্র নীতি
iii বৈচিত্রায়ন নীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৪. কারবার প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনা করা দুরূহ কাজ কেন?
Ο ক) জনবল সংকটের জন্য
Ο খ) আর্থিক সংকটের জন্য
Ο গ) সামাজিক পরিবেশের জন্য
Ο ঘ) ঐতিহাসিক পরিবেশের জন্য
সঠিক উত্তর: (খ)
৬৫. শেয়ার বিক্রয়ের মাধ্যমে সয়গৃহীত তহবিলের ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপকের জন্য গুরূত্বপূর্ণ বিবেচ্য বিষয় হচ্ছে-
i প্রত্যাশিত হারে মুনাফা অর্জন
ii লভ্যাংশ পরিমাণ সুদ প্রদান
iii নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৬. নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখে কোনটি নির্ধারণ করা হয়?
Ο ক) পারিবারিক বাজেট
Ο খ) নিয়মিত ব্যয়
Ο গ) বাৎসরিক ব্যয়
Ο ঘ) মূলধন বাজেট
সঠিক উত্তর: (খ)
৬৭. চলতি ব্যয় নির্বাহের জন্যে কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়?
Ο ক) স্বল্পমেয়াদি
Ο খ) চলতি মেয়াদি
Ο গ) দীর্ঘমেয়াদি
Ο ঘ) মধ্যমেয়াদি
সঠিক উত্তর: (ক)
৬৮. দীর্ঘমেয়াদি ঋণ প্রদা করে থাকে-
i বাণিজ্যিক ব্যাংক
ii ডিবেঞ্চারহোল্ডার
iii বিনিয়োগ ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৯. জনতা ব্যাংক কোন ধরনের ব্যাংক?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) ইসলামি ব্যাংক
Ο গ) আন্তর্জাতিক ব্যাংক
Ο ঘ) বাণিজ্যিক ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)
৭০. নগদ অর্থ ও মুনাফার মধ্যে সর্ম্পক কীরূপ?
Ο ক) ঊর্ধ্ব সম্মুখ
Ο খ) বিপরীত
Ο গ) নিম্ন মুখী
Ο ঘ) সমানুপাত
সঠিক উত্তর: (খ)
৭১. অর্থায়নের সনাতন ধারা কোনটি?
Ο ক) ১৯৪০-১৯৫০ দশক
Ο খ) ১৯৫০-১৯৬০ দশক
Ο গ) ১৯৬০-১৯৭০ দশক
Ο ঘ) ১৯৭০-১৯৮০ দশক
সঠিক উত্তর: (খ)
৭২. ব্যবসায়ের মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহার করা হয় কী?
Ο ক) ঋণ ব্যবস্থাপনা
Ο খ) শ্রম ব্যবস্থাপনা
Ο গ) ঝুঁকি ব্যবস্থাপনা
Ο ঘ) অর্থায়ন ব্যবস্থাপনা
সঠিক উত্তর: (ঘ)
৭৩. একটি প্রতিষ্ঠানের জন্য দুরূহ কাজ হলো-
i ভবিষ্যতের পণ্য বিক্রয়ের পরিমাণ নির্ণয়
ii পন্য ক্রয়ের জন্য তহবিল সংগ্রহ
iii পণ্যের মূল্য নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৪. বাংলাদেশে আমদানিক্রত পণ্যদ্রব্যগুলো হলো-
i খাদ্য সামগ্রী
ii পেট্রোলিয়াম
iii ঔষধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iiও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৫. আরমানের স্থানীয় বাজারে একটি শীতবস্ত্র বিতান আছে। যেখানে সে শুধুমাত্র শীতকালী বস্ত্রের কেনা-বেচা করে। শীতের মৌসুমে তার ব্যবসায় থেকে খুব ভালো মুনাফা হয় কিন্তু বাকি সময় সে বসে থাকে। আরমানের ব্যবসায় কোন নীতিটির অভাব পরিলক্ষিত হয়?
Ο ক) উপযুক্ততার নীতি
Ο খ) তারল্য নীতি
Ο গ) উৎপাদনমুখী নীতি
Ο ঘ) বৈচিত্র্যায়ন নীতি
সঠিক উত্তর: (ঘ)
৭৬. সরকারি ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে বৃহৎ প্রকল্পগুলোর অর্থায়ন করা হলে তাকে কী বলে?
Ο ক) AAA
Ο খ) BBB
Ο গ) PPP
Ο ঘ) IRR
সঠিক উত্তর: (গ)
৭৭. কোনটি নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক নির্দেশ করে?
Ο ক) নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কম হয়
Ο খ) নগদ অর্থ কম রাখলে মুনাফা কম হয়
Ο গ) নগদ অর্থ বেশি রাখলেও মুনাফঅ অপরিবর্তিত থাকে
Ο ঘ) নগদ অর্থ বেশি রাখলে মুনাফা বেশি হয়
সঠিক উত্তর: (ক)
৭৮. সঠিক অর্থায়ন সিদ্ধান্ত কীসের মধ্যে লাভজনক ভারসাম্য সৃষ্টিতে সহায়তা করে?
Ο ক) ঋণের দায় ও মালিকানা স্বত্বের মধ্যে
Ο খ) ঋণের দায় ও স্থায়ী সম্পত্তির মধ্যে
Ο গ) চলতি সম্পত্তি ও মালিকানা স্বত্বের মধ্যে
Ο ঘ) স্থায়ী সম্পত্তি ও মালিকানা স্বত্বের মধ্যে
সঠিক উত্তর: (ক)
৭৯. পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে নির্ধারিত হয়-
i পারিবারিক আয়ের উৎস
ii পারিবারিক আয়ের পরিমাণ
iii পারিবারিক চাহিদার পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮০. কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি এ তিন ধরনের অর্থায়ন করে থাকে?
Ο ক) বৃহদায়তন প্রতিষ্ঠান
Ο খ) মাঝারি আয়তন প্রতিষ্ঠান
Ο গ) ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান
Ο ঘ) যেকোনো প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ক)
৮১. সরকারি অর্থায়নে কী হতে পারে?
Ο ক) ব্যয়.>আয়
Ο খ) ব্যয়<আয়
Ο গ) ব্যয়=আয়
Ο ঘ) ব্যয়+আয়
সঠিক উত্তর: (ক)
৮২. .একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেমন করে অর্থের আগমন ঘটে?
Ο ক) উদ্যোক্তা হতে
Ο খ) মালামাল বিক্রয় হতে
Ο গ) ঋণ হতে
Ο ঘ) মালিকের নিজস্ব তহবিল হতে
সঠিক উত্তর: (খ)
৮৩. একটি কোম্পানির বড় অঙ্গের কাঙ্ক্ষিত মূলধনকে ছোট ছোট অঙ্গে বিভক্ত করা হলে তাকে কী বলে?
Ο ক) ঋণপত্র
Ο খ) ডিবেঞ্চার
Ο গ) শেয়ার
Ο ঘ) বন্ড
সঠিক উত্তর: (গ)
৮৪. অর্থায়নের অভ্যন্তরীণ তহবিল কোনটি?
i অবণ্টিত মুনাফা
ii মালিকের মূলধন
iii শেয়ার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i,ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৫. সরকারি অর্থায়নে কোনটি প্রথমে করা হয়?
Ο ক) আয়ের পরিমাণ নির্ধারণ
Ο খ) মুনাফা নির্ধারণ
Ο গ) ব্যয়ের পরিমাণ নির্ধারণ
Ο ঘ) ঝুঁকি নির্ধারণ
সঠিক উত্তর: (গ)
৮৬. অনেক সময় সরকার বৈদেশিক ঋণ গ্রহণ করে-
i ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে
ii এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে
iii ইসলামি ডেভেলপমন্ট ব্যাংক থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮৭. ডিবেঞ্চারহোল্ডারগণ কোম্পানি থেকে কী গ্রহণ করে?
Ο ক) লভ্যাংশ
Ο খ) সুদ
Ο গ) মুনাফা
Ο ঘ) ঋণ
সঠিক উত্তর: (খ)
৮৮. মানিক সাহেব একজন নতুন ব্যবসায়ী। তাকে ব্যবসায়িক প্রয়োজনে মেশিনাদি ও কাঁচামাল ক্রয় করতে হবে। এমতাবস্থায় মানিক সাহেবের ব্যবসায়ের মালামাল প্রস্তুত ও কাঁচামাল ক্রয় করতে কী প্রয়োজন?
Ο ক) স্থায়ী সম্পদ
Ο খ) তহবিল
Ο গ) বিনিয়োগ
Ο ঘ) পরিকল্পনা
সঠিক উত্তর: (খ)
৮৯. সোন ধারণা বর্তমানে কম্পিউটারের মাধ্যমে সঠিকভাবে পরিমাপ ও ব্যবস্থাপনা করা হয়?
Ο ক) আয়
Ο খ) ব্যয়
Ο গ) ঝুঁকি
Ο ঘ) মুনাফা
সঠিক উত্তর: (গ)
৯০. অর্থায়ন বিকাশের মূল চারণ ভূমি কোথায়?
Ο ক) যুক্তরাজ্য
Ο খ) রাশিয়া
Ο গ) জাপান
Ο ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর: (ঘ)
৯১. নগদ প্রবাহ হতে কী নির্ণয় করা হয়?
Ο ক) পন্য বিক্রয়ের পরিমাণ
Ο খ) মুনাফার পরিমাণ
Ο গ) কাঁচামালের পরিমাণ
Ο ঘ) শেয়ারের পরিমাণ
সঠিক উত্তর: (খ)
৯২. তহবিল বিনিয়োগের ক্ষেত্রে কারবারি পণ্য বৈচিত্র্যপূর্ণ হলে-
i আয় বৃদ্ধি পায়
ii ঝুঁকি বন্টিত হয়
iii ঝুঁকি হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৩. বন্ড বা ডিবেঞ্চারের মাধ্যমে তহবিল সংগৃহীত হলে মি. আসলামকে একজন আর্থিক ব্যবস্থাপক হিসেবে কোন বিষয় বিবেচনা করতে হবে?
Ο ক) প্রত্যাশিত কারে মুনাফা অর্জন
Ο খ) লভ্যাংশ বন্টন
Ο গ) নির্দিষ্ট পরিমাণ সূদ প্রদান
Ο ঘ) মুনাফা অবন্টন
সঠিক উত্তর: (ক)
৯৪. বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কারবারি প্রতিষ্ঠান কোনটি ?
Ο ক) একমালিকানা
Ο খ) যৌমূলধনী
Ο গ) সমবায়
Ο ঘ) অলাভজনক প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ক)
৯৫. যেকোনো দেশের অর্থনৈতিক কর্মকান্ড কাকে ঘিরে আবর্তিত হয়?
Ο ক) ব্যাংক
Ο খ) রাজনীতি
Ο গ) সরকার
Ο ঘ) প্রশাসন
সঠিক উত্তর: (ক)
৯৬. কোন দশক থেকে শেয়ার মাধ্যমে অর্থায়নের প্রয়োজনীয়তা দেখা দেয়?
Ο ক) ১৯৩০
Ο খ) ১৯৪০
Ο গ) ১৯৫০
Ο ঘ) ১৯৬০
সঠিক উত্তর: (ক)
৯৭. অষ্টাদশ শতাব্দীতে ফিন্যান্স কোন কাজে নিয়োজিত ছিল?
Ο ক) আর্থিক বিবণীর বিচার-বিশ্লেষেণে
Ο খ) বিক্রেতার মোট বিক্রয় হৃাসকরণে
Ο গ) মূনাফা ও নগদ প্রবাহ বৃদ্ধিকরণে
Ο ঘ) তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্যকরণে
সঠিক উত্তর: (ক)
৯৮. যৌথমূলধনী প্রতিষ্ঠানের মালিক কে?
Ο ক) শেয়ারহোল্ডার
Ο খ) ঋণপত্র ক্রেতা
Ο গ) ডিবেঞ্চার হোল্ডার
Ο ঘ) বন্ড ক্রেতা
সঠিক উত্তর: (ক)
৯৯. কোন সময় থেকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়?
Ο ক) ১৯৩০
Ο খ) ১৯৪০
Ο গ) ১৯৫০
Ο ঘ) ১৯৬০
সঠিক উত্তর: (ঘ)
১০০. অর্থায়ন ব্যবস্থাপনাকে অধিক অর্থবহ করে তোলে-
i ব্যবসায়িক মূলধন সংকট
ii অনগ্রসর ব্যাংক ব্যবস্থা
iii জাতীয় আয় ও উৎপাদনমুখী বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) আয় সিদ্ধান্ত
Ο খ) ব্যয় সিদ্ধান্ত
Ο গ) বিনিয়োগ সিদ্ধান্ত
Ο ঘ) চলতি বিনিয়োগ সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ক)
৫২. দীর্ঘমেয়াদি তহবিল তিয়ে কোন মূলধন সরবরাহ করা হয়?
Ο ক) চলতি
Ο খ) সঞ্চয়ী
Ο গ) স্থায়ী
Ο ঘ) অনাদায়ী
সঠিক উত্তর: (গ)
৫৩. কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করে-
i গ্রাহকদের প্রদত্ত সেবা
ii প্রতিষ্ঠানের সুনাম
iii মুনাফার হার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৪. কাঁচামাল ক্রয়ের জন্যে অর্থ সংগ্রহের সিদ্ধান্তকে কী বলে?
Ο ক) চলতি বিনিয়োগ সিদ্ধান্ত
Ο খ) স্থায়ী বিনিয়োগ সিদ্ধান্ত
Ο গ) অর্থায়ন সিদ্ধান্ত
Ο ঘ) বিনিয়োগ সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ক)
৫৫. স্থায়ী ব্যয় নির্বাহ করতে কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়?
Ο ক) মধ্যমেয়াদি
Ο খ) দীর্ঘময়াদি
Ο গ) স্বল্পমেয়াদি
Ο ঘ) অনির্দিষ্ট মেয়াদি
সঠিক উত্তর: (খ)
৫৬. ১৯৬০-এর দশকে কম্পউটারের আবিষ্কা বিশেষ জনপ্রিয়তা পায় কেন?
Ο ক) মুনাফা বৃদ্ধি সর্বদা কাঙ্কিত হওয়ার জন্যে
Ο খ) সুদূর প্রসারি পরিকল্পনার জন্যে
Ο গ) আর্থিক হিসাবের জটিলতা নিরসনের জন্যে
Ο ঘ) মুনাফা বৃদ্ধির সাথে ঝুঁকি বৃদ্ধির জন্যে
সঠিক উত্তর: (গ)
৫৭. প্রতিযোগিতামূলক মুক্তবাজার ব্যবস্থায় মুনাফা অর্জনের জন্য গুরুত্বের সাথে পূর্বপরিকল্পনামাফিক অর্থায়ন করতে হয়-
i সরকারি ব্যবসায় প্রতিষ্ঠানকে
ii বেসরকারি ব্যবসায় প্রতিষ্ঠানকে
iii আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠানকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৮. জনাব এনামুল একজন দর্জি দোকানের ব্যবসায়ী। দোকানের প্রয়োজনে তাকে সেলাই মেশিন,সুতা, বোতাম, কাঁচি ইত্যাদি ক্রয় করতে হয়। জনাব এনামুল ব্যবসায়ের শুরুতে এসব সামগ্রী ক্রয়ের জন্যে প্রয়োজনীয় তহবিল কোথা থেকে নির্বাহ করেছিলেন?
Ο ক) সরকারি তহবিল
Ο খ) আর্থিক প্রতিষ্ঠান
Ο গ) নিজস্ব তহবিল
Ο ঘ) আন্তর্জাতিক তহবিল
সঠিক উত্তর: (গ)
৫৯. অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে মুনাফা অর্জনের চেষ্টা করার ফলে কীসের সম্মখীন হতে হয়?
Ο ক) আয়ের
Ο খ) ব্যয়ের
Ο গ) ঝুঁকির
Ο ঘ) মুনাফার
সঠিক উত্তর: (গ)
৬০. কোম্পানি সমূহ বড় অঙ্গের প্রয়োজনীয় মূলধন ছোট ছোট অঙ্গের শেয়ার বিভক্ত করে কার নিকট বিক্রি করে?
Ο ক) ব্যবস্থাপক
Ο খ) পরিচালনা পর্ষদ
Ο গ) সরকারি কর্মচারী
Ο ঘ) ক্ষুদ্র বিনিয়োগকারী
সঠিক উত্তর: (ঘ)
৬১. দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে-
i বিনিয়োগ ব্যাংক
ii বানিজ্যিক ব্যাংক
iii ডিবেঞ্চার হোল্ডার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬২. মি. আরমান মিন ট্রেডার্সের স্বত্বাধিকারী। নতুন অর্ডার পাওয়ার তার কাঁচামালের সরবরাহ প্রয়োজন। কিন্তু অর্থ সংকট থাকায় সে উপযুক্ত পরিমাণ কাঁচামালের কিনতে অপারগ হয়। এজন্য আরমানের কোন বিণয়ে ধারণা থাকা প্রয়োজন?
Ο ক) উৎপাদন সংক্রান্ত ধারণা
Ο খ) প্রকল্প সংক্রান্ত ধারণা
Ο গ) পরিকল্পনা সংক্রান্ত ধারণা
Ο ঘ) অর্থায়ন সংক্রান্ত ধারণা
সঠিক উত্তর: (ঘ)
৬৩. কারবারি অর্থায়ন ব্যবস্থাপনার নীতিমালার অন্তর্ভূক্ত-
i তারল্য বনাম মুনাফঅ নীতি
ii উপযুক্তত্র নীতি
iii বৈচিত্রায়ন নীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৪. কারবার প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনা করা দুরূহ কাজ কেন?
Ο ক) জনবল সংকটের জন্য
Ο খ) আর্থিক সংকটের জন্য
Ο গ) সামাজিক পরিবেশের জন্য
Ο ঘ) ঐতিহাসিক পরিবেশের জন্য
সঠিক উত্তর: (খ)
৬৫. শেয়ার বিক্রয়ের মাধ্যমে সয়গৃহীত তহবিলের ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপকের জন্য গুরূত্বপূর্ণ বিবেচ্য বিষয় হচ্ছে-
i প্রত্যাশিত হারে মুনাফা অর্জন
ii লভ্যাংশ পরিমাণ সুদ প্রদান
iii নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৬. নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখে কোনটি নির্ধারণ করা হয়?
Ο ক) পারিবারিক বাজেট
Ο খ) নিয়মিত ব্যয়
Ο গ) বাৎসরিক ব্যয়
Ο ঘ) মূলধন বাজেট
সঠিক উত্তর: (খ)
৬৭. চলতি ব্যয় নির্বাহের জন্যে কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়?
Ο ক) স্বল্পমেয়াদি
Ο খ) চলতি মেয়াদি
Ο গ) দীর্ঘমেয়াদি
Ο ঘ) মধ্যমেয়াদি
সঠিক উত্তর: (ক)
৬৮. দীর্ঘমেয়াদি ঋণ প্রদা করে থাকে-
i বাণিজ্যিক ব্যাংক
ii ডিবেঞ্চারহোল্ডার
iii বিনিয়োগ ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৯. জনতা ব্যাংক কোন ধরনের ব্যাংক?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) ইসলামি ব্যাংক
Ο গ) আন্তর্জাতিক ব্যাংক
Ο ঘ) বাণিজ্যিক ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)
৭০. নগদ অর্থ ও মুনাফার মধ্যে সর্ম্পক কীরূপ?
Ο ক) ঊর্ধ্ব সম্মুখ
Ο খ) বিপরীত
Ο গ) নিম্ন মুখী
Ο ঘ) সমানুপাত
সঠিক উত্তর: (খ)
৭১. অর্থায়নের সনাতন ধারা কোনটি?
Ο ক) ১৯৪০-১৯৫০ দশক
Ο খ) ১৯৫০-১৯৬০ দশক
Ο গ) ১৯৬০-১৯৭০ দশক
Ο ঘ) ১৯৭০-১৯৮০ দশক
সঠিক উত্তর: (খ)
৭২. ব্যবসায়ের মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহার করা হয় কী?
Ο ক) ঋণ ব্যবস্থাপনা
Ο খ) শ্রম ব্যবস্থাপনা
Ο গ) ঝুঁকি ব্যবস্থাপনা
Ο ঘ) অর্থায়ন ব্যবস্থাপনা
সঠিক উত্তর: (ঘ)
৭৩. একটি প্রতিষ্ঠানের জন্য দুরূহ কাজ হলো-
i ভবিষ্যতের পণ্য বিক্রয়ের পরিমাণ নির্ণয়
ii পন্য ক্রয়ের জন্য তহবিল সংগ্রহ
iii পণ্যের মূল্য নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৪. বাংলাদেশে আমদানিক্রত পণ্যদ্রব্যগুলো হলো-
i খাদ্য সামগ্রী
ii পেট্রোলিয়াম
iii ঔষধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iiও iii
Ο গ) iও iii
Ο ঘ) i,iiও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৫. আরমানের স্থানীয় বাজারে একটি শীতবস্ত্র বিতান আছে। যেখানে সে শুধুমাত্র শীতকালী বস্ত্রের কেনা-বেচা করে। শীতের মৌসুমে তার ব্যবসায় থেকে খুব ভালো মুনাফা হয় কিন্তু বাকি সময় সে বসে থাকে। আরমানের ব্যবসায় কোন নীতিটির অভাব পরিলক্ষিত হয়?
Ο ক) উপযুক্ততার নীতি
Ο খ) তারল্য নীতি
Ο গ) উৎপাদনমুখী নীতি
Ο ঘ) বৈচিত্র্যায়ন নীতি
সঠিক উত্তর: (ঘ)
৭৬. সরকারি ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে বৃহৎ প্রকল্পগুলোর অর্থায়ন করা হলে তাকে কী বলে?
Ο ক) AAA
Ο খ) BBB
Ο গ) PPP
Ο ঘ) IRR
সঠিক উত্তর: (গ)
৭৭. কোনটি নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক নির্দেশ করে?
Ο ক) নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কম হয়
Ο খ) নগদ অর্থ কম রাখলে মুনাফা কম হয়
Ο গ) নগদ অর্থ বেশি রাখলেও মুনাফঅ অপরিবর্তিত থাকে
Ο ঘ) নগদ অর্থ বেশি রাখলে মুনাফা বেশি হয়
সঠিক উত্তর: (ক)
৭৮. সঠিক অর্থায়ন সিদ্ধান্ত কীসের মধ্যে লাভজনক ভারসাম্য সৃষ্টিতে সহায়তা করে?
Ο ক) ঋণের দায় ও মালিকানা স্বত্বের মধ্যে
Ο খ) ঋণের দায় ও স্থায়ী সম্পত্তির মধ্যে
Ο গ) চলতি সম্পত্তি ও মালিকানা স্বত্বের মধ্যে
Ο ঘ) স্থায়ী সম্পত্তি ও মালিকানা স্বত্বের মধ্যে
সঠিক উত্তর: (ক)
৭৯. পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে নির্ধারিত হয়-
i পারিবারিক আয়ের উৎস
ii পারিবারিক আয়ের পরিমাণ
iii পারিবারিক চাহিদার পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮০. কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি এ তিন ধরনের অর্থায়ন করে থাকে?
Ο ক) বৃহদায়তন প্রতিষ্ঠান
Ο খ) মাঝারি আয়তন প্রতিষ্ঠান
Ο গ) ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান
Ο ঘ) যেকোনো প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ক)
৮১. সরকারি অর্থায়নে কী হতে পারে?
Ο ক) ব্যয়.>আয়
Ο খ) ব্যয়<আয়
Ο গ) ব্যয়=আয়
Ο ঘ) ব্যয়+আয়
সঠিক উত্তর: (ক)
৮২. .একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেমন করে অর্থের আগমন ঘটে?
Ο ক) উদ্যোক্তা হতে
Ο খ) মালামাল বিক্রয় হতে
Ο গ) ঋণ হতে
Ο ঘ) মালিকের নিজস্ব তহবিল হতে
সঠিক উত্তর: (খ)
৮৩. একটি কোম্পানির বড় অঙ্গের কাঙ্ক্ষিত মূলধনকে ছোট ছোট অঙ্গে বিভক্ত করা হলে তাকে কী বলে?
Ο ক) ঋণপত্র
Ο খ) ডিবেঞ্চার
Ο গ) শেয়ার
Ο ঘ) বন্ড
সঠিক উত্তর: (গ)
৮৪. অর্থায়নের অভ্যন্তরীণ তহবিল কোনটি?
i অবণ্টিত মুনাফা
ii মালিকের মূলধন
iii শেয়ার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i,ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৫. সরকারি অর্থায়নে কোনটি প্রথমে করা হয়?
Ο ক) আয়ের পরিমাণ নির্ধারণ
Ο খ) মুনাফা নির্ধারণ
Ο গ) ব্যয়ের পরিমাণ নির্ধারণ
Ο ঘ) ঝুঁকি নির্ধারণ
সঠিক উত্তর: (গ)
৮৬. অনেক সময় সরকার বৈদেশিক ঋণ গ্রহণ করে-
i ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে
ii এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে
iii ইসলামি ডেভেলপমন্ট ব্যাংক থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮৭. ডিবেঞ্চারহোল্ডারগণ কোম্পানি থেকে কী গ্রহণ করে?
Ο ক) লভ্যাংশ
Ο খ) সুদ
Ο গ) মুনাফা
Ο ঘ) ঋণ
সঠিক উত্তর: (খ)
৮৮. মানিক সাহেব একজন নতুন ব্যবসায়ী। তাকে ব্যবসায়িক প্রয়োজনে মেশিনাদি ও কাঁচামাল ক্রয় করতে হবে। এমতাবস্থায় মানিক সাহেবের ব্যবসায়ের মালামাল প্রস্তুত ও কাঁচামাল ক্রয় করতে কী প্রয়োজন?
Ο ক) স্থায়ী সম্পদ
Ο খ) তহবিল
Ο গ) বিনিয়োগ
Ο ঘ) পরিকল্পনা
সঠিক উত্তর: (খ)
৮৯. সোন ধারণা বর্তমানে কম্পিউটারের মাধ্যমে সঠিকভাবে পরিমাপ ও ব্যবস্থাপনা করা হয়?
Ο ক) আয়
Ο খ) ব্যয়
Ο গ) ঝুঁকি
Ο ঘ) মুনাফা
সঠিক উত্তর: (গ)
৯০. অর্থায়ন বিকাশের মূল চারণ ভূমি কোথায়?
Ο ক) যুক্তরাজ্য
Ο খ) রাশিয়া
Ο গ) জাপান
Ο ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর: (ঘ)
৯১. নগদ প্রবাহ হতে কী নির্ণয় করা হয়?
Ο ক) পন্য বিক্রয়ের পরিমাণ
Ο খ) মুনাফার পরিমাণ
Ο গ) কাঁচামালের পরিমাণ
Ο ঘ) শেয়ারের পরিমাণ
সঠিক উত্তর: (খ)
৯২. তহবিল বিনিয়োগের ক্ষেত্রে কারবারি পণ্য বৈচিত্র্যপূর্ণ হলে-
i আয় বৃদ্ধি পায়
ii ঝুঁকি বন্টিত হয়
iii ঝুঁকি হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৩. বন্ড বা ডিবেঞ্চারের মাধ্যমে তহবিল সংগৃহীত হলে মি. আসলামকে একজন আর্থিক ব্যবস্থাপক হিসেবে কোন বিষয় বিবেচনা করতে হবে?
Ο ক) প্রত্যাশিত কারে মুনাফা অর্জন
Ο খ) লভ্যাংশ বন্টন
Ο গ) নির্দিষ্ট পরিমাণ সূদ প্রদান
Ο ঘ) মুনাফা অবন্টন
সঠিক উত্তর: (ক)
৯৪. বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কারবারি প্রতিষ্ঠান কোনটি ?
Ο ক) একমালিকানা
Ο খ) যৌমূলধনী
Ο গ) সমবায়
Ο ঘ) অলাভজনক প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ক)
৯৫. যেকোনো দেশের অর্থনৈতিক কর্মকান্ড কাকে ঘিরে আবর্তিত হয়?
Ο ক) ব্যাংক
Ο খ) রাজনীতি
Ο গ) সরকার
Ο ঘ) প্রশাসন
সঠিক উত্তর: (ক)
৯৬. কোন দশক থেকে শেয়ার মাধ্যমে অর্থায়নের প্রয়োজনীয়তা দেখা দেয়?
Ο ক) ১৯৩০
Ο খ) ১৯৪০
Ο গ) ১৯৫০
Ο ঘ) ১৯৬০
সঠিক উত্তর: (ক)
৯৭. অষ্টাদশ শতাব্দীতে ফিন্যান্স কোন কাজে নিয়োজিত ছিল?
Ο ক) আর্থিক বিবণীর বিচার-বিশ্লেষেণে
Ο খ) বিক্রেতার মোট বিক্রয় হৃাসকরণে
Ο গ) মূনাফা ও নগদ প্রবাহ বৃদ্ধিকরণে
Ο ঘ) তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্যকরণে
সঠিক উত্তর: (ক)
৯৮. যৌথমূলধনী প্রতিষ্ঠানের মালিক কে?
Ο ক) শেয়ারহোল্ডার
Ο খ) ঋণপত্র ক্রেতা
Ο গ) ডিবেঞ্চার হোল্ডার
Ο ঘ) বন্ড ক্রেতা
সঠিক উত্তর: (ক)
৯৯. কোন সময় থেকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়?
Ο ক) ১৯৩০
Ο খ) ১৯৪০
Ο গ) ১৯৫০
Ο ঘ) ১৯৬০
সঠিক উত্তর: (ঘ)
১০০. অর্থায়ন ব্যবস্থাপনাকে অধিক অর্থবহ করে তোলে-
i ব্যবসায়িক মূলধন সংকট
ii অনগ্রসর ব্যাংক ব্যবস্থা
iii জাতীয় আয় ও উৎপাদনমুখী বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Finance