ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ১২ : আমাদের জীবনে রসায়ন (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. ডিটারজেন্ট কোন পানিতেও সমানভাবে কার্যকর?
Ο ক) মৃদু পানি
Ο খ) লোনা পানি
Ο গ) খর পানি
Ο ঘ) ঝরনার পানি
সঠিক উত্তর: (গ)
২০২. CH3 – (CH2)10 – CH2 – O – SO3H যৌগটির নাম কী?
Ο ক) লরাইল সালফোনেট
Ο খ) লরাইল হাইড্রোজেন সালফেট
Ο গ) লরাইল অ্যালকোহল
Ο ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (খ)
২০৩. X + H2O → স্লেকেড লাইম; বিক্রিয়াটিতে –
i. X মাটির pH বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়
ii. তাপ উৎপন্ন হয়
iii. Ca(OH)2 উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৪. লাই একটি –
Ο ক) ক্ষারীয় তরল
Ο খ) অম্লীয় তরল
Ο গ) নিরপেক্ষ তরল
Ο ঘ) কঠিন পদার্থ
সঠিক উত্তর: (ক)
২০৫. কোন রাসায়নিক উপাদানটির মানবদেহে ক্ষতিকর প্রভাব নেই?
Ο ক) ক্যালসিয়াম কার্বাইড
Ο খ) ইথোফোন
Ο গ) ইথিলিন
Ο ঘ) মিথাইলিন
সঠিক উত্তর: (ঘ)
২০৬. পাকা জলপাই-এ কোনটি বিদ্যমান?
Ο ক) সোডিয়াম বেনজোয়েট
Ο খ) ম্যাগনেশিয়াম বেনজোয়েট
Ο গ) সরবেট
Ο ঘ) বেনজালডিহাইড
সঠিক উত্তর: (ক)
২০৭. ডিটারজেন্ট একটি –
Ο ক) জীবাণুনাশক
Ο খ) বিরঞ্জক
Ο গ) ময়লা পরিষ্কারক
Ο ঘ) উপাদেয় খাবার
সঠিক উত্তর: (গ)
২০৮. সরবিক এসিডের গ্রহণযোগ্য মাত্রা কত?
Ο ক) 0.05%
Ο খ) 0.1%
Ο গ) 0.01%
Ο ঘ) 0.5%
সঠিক উত্তর: (খ)
২০৯. তৈল বা চর্বি কী ধরনের পদার্থ?
Ο ক) অ্যালডিহাইড
Ο খ) অ্যালকোহল
Ο গ) ডিটারজেন্ট
Ο ঘ) এস্টার
সঠিক উত্তর: (ঘ)
২১০. কোমল পানীয় হল –
i. পানিতে কার্বন ডাই-অক্সাইড দ্রবণ
ii. পানিতে চিনির মিশ্রণ
iii. এনজাইমের ক্রিয়া ত্বরান্বিতকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১১. ফরমালিন –
i. হাসির উদ্রেক করে
ii. মৃত মানুষ সংরক্ষণে ব্যবহৃত হয়
iii. ৪ কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড যৌগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১২. দীর্ঘ শিকলবিশিষ্ট অ্যালকোহলের সাথে সালফিউরিক এসিড যোগ করলে কি উৎপন্ন হয়?
Ο ক) অ্যালকাইন হাইড্রোজেন সালফেট
Ο খ) অ্যালকাইল হাইড্রোজেন সালফেট
Ο গ) অ্যালকাইল হাইড্রোজেন সালফাইট
Ο ঘ) অ্যালকাইল নাইট্রোজেন সালফেট
সঠিক উত্তর: (খ)
২১৩. ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে উৎপন্ন হয় –
i. অগ্নিনির্বাপক গ্যাস
ii. ধাতব মৌল
iii. ধাতব অক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২১৪. সরবিক এসিড কার্যকরভাবে কাজ করতে কত pH পর্যন্ত?
Ο ক) 5.5
Ο খ) 5.6
Ο গ) 6.5
Ο ঘ) 6.6
সঠিক উত্তর: (গ)
২১৫. কোনটি অনুমোদিত ফুড প্রিজারভেটিভস্?
Ο ক) ক্যালসিয়াম কার্বাইড
Ο খ) ক্যালসিয়াম কার্বনেট
Ο গ) ক্যালসিয়াম সরবেট
Ο ঘ) ক্যালসিয়াম অক্সাইড
সঠিক উত্তর: (গ)
২১৬. RCOOH যৌগটি –
i. এস্টার তৈরি করতে পারে
ii. জলীয় দ্রবণ প্রোটন দান করে
iii. ধাতব Mg এর সাথে ক্রিয়া করে অক্সিজেন গ্যাস তৈরি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৭. ফল পাকাতে কোন উদ্ভিদ হরমোনটি ব্যবহৃত হয়?
Ο ক) ইথোফেন
Ο খ) সাইটোকাইনিন
Ο গ) অক্সিন
Ο ঘ) জিবেরেলিন
সঠিক উত্তর: (ক)
২১৮. আয়রন নিষ্কাশন ও খাবার সোডার শিল্পোৎপাদনে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) চুনাপাথর
Ο খ) কুইক লাইম
Ο গ) কস্টিক সোডা
Ο ঘ) কস্টিক পটাশ
সঠিক উত্তর: (ক)
২১৯. উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কোনটি?
Ο ক) পটাসিয়াম
Ο খ) ম্যাঙ্গানিজ
Ο গ) মলিবডেনাম
Ο ঘ) জিংক
সঠিক উত্তর: (ক)
২২০. বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কয়টি কারখানা?
Ο ক) ৫
Ο খ) ৬
Ο গ) ৭
Ο ঘ) ১৪
সঠিক উত্তর: (খ)
২২১. সোডা অ্যাস এর জলীয় দ্রবণে –
i. ক্ষার ধাতুর আয়ন উৎপন্ন হয়
ii. প্রাপ্ত আয়ন KOH হতে পাওয়া যায়
iii. প্রাপ্ত আয়ন খাদ্য লবণে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২২. কোনটি ডিটারজেন্টের রাসায়নিক নাম?
Ο ক) সোডিয়াম স্টিয়ারেট
Ο খ) সোডিয়াম পাটিটেট
Ο গ) সোডিয়াম অলিয়েট
Ο ঘ) সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফানেট
সঠিক উত্তর: (ঘ)
২২৩. ফ্যাটি এসিড ও ইথানলের বিক্রিয়ায় কোন যৌগটি উৎপন্ন হয়?
Ο ক) ইয়ার
Ο খ) অ্যালডিহাইড
Ο গ) এস্টার
Ο ঘ) সাবান
সঠিক উত্তর: (গ)
২২৪. BCIC এর বার্ষিক ইউরিয়া সার উৎপাদনের পরিমাণ কত?
Ο ক) 2,31,000 মেট্রিক টন
Ο খ) 2,231,000 মেট্রিক টন
Ο গ) 2,312,000 মেট্রিক টন
Ο ঘ) 2,213,000 মেট্রিক টন
সঠিক উত্তর: (ক)
২২৫. সিমেন্ট শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল কোনটি?
Ο ক) Na2CO3
Ο খ) MgCO3
Ο গ) CaCO3
Ο ঘ) K2CO3
সঠিক উত্তর: (গ)
২২৬. কত তাপমাত্রায় Ca(OH)2 এর মধ্যে Cl2 গ্যাস চালনা করলে ব্লিচিং পাউডার উৎপন্ন হয়?
Ο ক) 100C
Ο খ) 200C
Ο গ) 300C
Ο ঘ) 400C
সঠিক উত্তর: (ঘ)
২২৭. তড়িৎ বিশ্লেষণ করে NaOH উৎপাদনের ক্ষেত্রে প্রযোজ্য –
Ο ক) NaCl-এ লঘু জলীয় দ্রবণ
Ο খ) গলিত NaCl
Ο গ) প্লাটিনাম তড়িৎদ্বার
Ο ঘ) মারকারি তড়িৎদ্বার
সঠিক উত্তর: (ঘ)
২২৮. ইথোফেন বিয়োজিত হয়ে কোনটি উৎপন্ন করে?
Ο ক) CH4
Ο খ) C2H4
Ο গ) C2H2
Ο ঘ) C6H6
সঠিক উত্তর: (খ)
২২৯. লাই কে কিসের সাথে ফুটিয়ে সাবান প্রস্তুত করা হত?
Ο ক) চর্বি
Ο খ) ঈস্ট
Ο গ) পামফল
Ο ঘ) ছাই
সঠিক উত্তর: (ক)
২৩০. ব্লিচিং পাউডার –
i. কাপড়ের দাগ উঠানোর কাজে ব্যবহৃত হয়
ii. জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়
iii. থেকে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩১. কোন এসিড এনজাইমের ক্রিয়া ত্বরান্বিত করে পরিপাকে সহায়তা করে?
Ο ক) হাইড্রোক্লোরিক এসিড
Ο খ) অ্যামাইনো এসিড
Ο গ) ইথানয়িক এসিড
Ο ঘ) কার্বনিক এসিড
সঠিক উত্তর: (ঘ)
২৩২. ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে কোন গ্যাসটি উৎপন্ন করে?
Ο ক) মিথেন
Ο খ) ইথিলিন
Ο গ) অক্সিন
Ο ঘ) জিবেরেলিন
সঠিক উত্তর: (ক)
২৩৩. কাচ পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) সাবান
Ο খ) কস্টিক সোডা
Ο গ) সোডা অ্যাশ
Ο ঘ) অ্যামোনিয়া
সঠিক উত্তর: (ঘ)
২৩৪. নিচের বাক্যগুলো পড় –
i. এসিড পানিতে মাছের ঘা দেখা দেয়
ii. এসিডীয় মাটির pH কমানোর জন্য ক্ষারীয় চুন ব্যবহার করা হয়
iii. ব্লিচিং পাউডার শিল্পোৎপাদনে Ca(OH)2 ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩৫. সাবান –
i. ১৮৯০ সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়
ii. এর মূল উপাদান চর্বি ও ক্ষার
iii. একসময় সিংহের চর্বি থেকেও এটি তৈরি হতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৬. এসিডীয় মাটিতে –
i. উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান পরিশোষণ বাধাগ্রস্ত হয়
ii. সীম জাতীয় উদ্ভিদ জন্মায় না
iii. pH > 7
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩৭. কোনটিকে কস্টিক পটাশ বলে?
Ο ক) Na2CO3
Ο খ) KHCO3
Ο গ) NaOH
Ο ঘ) KOH
সঠিক উত্তর: (ঘ)
২৩৮. প্রাচীনকালে গোসলের জন্য মানুষ কী ব্যবহার করত?
Ο ক) নদীর পলিমাটি
Ο খ) খালের পলিমাটি
Ο গ) সরিষর খাইল
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২৩৯. ফসফেট –
i. ডিটারজেন্টের ক্ষমতা বৃদ্ধি করে
ii. শৈবালের জন্য ভালো সার
iii. উদ্ভিদের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪০. কোনটি কাপড় কাঁচা সাবান?
Ο ক)
সোডিয়াম সাবানঅনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. ডিটারজেন্ট কোন পানিতেও সমানভাবে কার্যকর?
Ο ক) মৃদু পানি
Ο খ) লোনা পানি
Ο গ) খর পানি
Ο ঘ) ঝরনার পানি
সঠিক উত্তর: (গ)
২০২. CH3 – (CH2)10 – CH2 – O – SO3H যৌগটির নাম কী?
Ο ক) লরাইল সালফোনেট
Ο খ) লরাইল হাইড্রোজেন সালফেট
Ο গ) লরাইল অ্যালকোহল
Ο ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (খ)
২০৩. X + H2O → স্লেকেড লাইম; বিক্রিয়াটিতে –
i. X মাটির pH বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়
ii. তাপ উৎপন্ন হয়
iii. Ca(OH)2 উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৪. লাই একটি –
Ο ক) ক্ষারীয় তরল
Ο খ) অম্লীয় তরল
Ο গ) নিরপেক্ষ তরল
Ο ঘ) কঠিন পদার্থ
সঠিক উত্তর: (ক)
২০৫. কোন রাসায়নিক উপাদানটির মানবদেহে ক্ষতিকর প্রভাব নেই?
Ο ক) ক্যালসিয়াম কার্বাইড
Ο খ) ইথোফোন
Ο গ) ইথিলিন
Ο ঘ) মিথাইলিন
সঠিক উত্তর: (ঘ)
২০৬. পাকা জলপাই-এ কোনটি বিদ্যমান?
Ο ক) সোডিয়াম বেনজোয়েট
Ο খ) ম্যাগনেশিয়াম বেনজোয়েট
Ο গ) সরবেট
Ο ঘ) বেনজালডিহাইড
সঠিক উত্তর: (ক)
২০৭. ডিটারজেন্ট একটি –
Ο ক) জীবাণুনাশক
Ο খ) বিরঞ্জক
Ο গ) ময়লা পরিষ্কারক
Ο ঘ) উপাদেয় খাবার
সঠিক উত্তর: (গ)
২০৮. সরবিক এসিডের গ্রহণযোগ্য মাত্রা কত?
Ο ক) 0.05%
Ο খ) 0.1%
Ο গ) 0.01%
Ο ঘ) 0.5%
সঠিক উত্তর: (খ)
২০৯. তৈল বা চর্বি কী ধরনের পদার্থ?
Ο ক) অ্যালডিহাইড
Ο খ) অ্যালকোহল
Ο গ) ডিটারজেন্ট
Ο ঘ) এস্টার
সঠিক উত্তর: (ঘ)
২১০. কোমল পানীয় হল –
i. পানিতে কার্বন ডাই-অক্সাইড দ্রবণ
ii. পানিতে চিনির মিশ্রণ
iii. এনজাইমের ক্রিয়া ত্বরান্বিতকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১১. ফরমালিন –
i. হাসির উদ্রেক করে
ii. মৃত মানুষ সংরক্ষণে ব্যবহৃত হয়
iii. ৪ কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড যৌগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১২. দীর্ঘ শিকলবিশিষ্ট অ্যালকোহলের সাথে সালফিউরিক এসিড যোগ করলে কি উৎপন্ন হয়?
Ο ক) অ্যালকাইন হাইড্রোজেন সালফেট
Ο খ) অ্যালকাইল হাইড্রোজেন সালফেট
Ο গ) অ্যালকাইল হাইড্রোজেন সালফাইট
Ο ঘ) অ্যালকাইল নাইট্রোজেন সালফেট
সঠিক উত্তর: (খ)
২১৩. ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে উৎপন্ন হয় –
i. অগ্নিনির্বাপক গ্যাস
ii. ধাতব মৌল
iii. ধাতব অক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২১৪. সরবিক এসিড কার্যকরভাবে কাজ করতে কত pH পর্যন্ত?
Ο ক) 5.5
Ο খ) 5.6
Ο গ) 6.5
Ο ঘ) 6.6
সঠিক উত্তর: (গ)
২১৫. কোনটি অনুমোদিত ফুড প্রিজারভেটিভস্?
Ο ক) ক্যালসিয়াম কার্বাইড
Ο খ) ক্যালসিয়াম কার্বনেট
Ο গ) ক্যালসিয়াম সরবেট
Ο ঘ) ক্যালসিয়াম অক্সাইড
সঠিক উত্তর: (গ)
২১৬. RCOOH যৌগটি –
i. এস্টার তৈরি করতে পারে
ii. জলীয় দ্রবণ প্রোটন দান করে
iii. ধাতব Mg এর সাথে ক্রিয়া করে অক্সিজেন গ্যাস তৈরি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৭. ফল পাকাতে কোন উদ্ভিদ হরমোনটি ব্যবহৃত হয়?
Ο ক) ইথোফেন
Ο খ) সাইটোকাইনিন
Ο গ) অক্সিন
Ο ঘ) জিবেরেলিন
সঠিক উত্তর: (ক)
২১৮. আয়রন নিষ্কাশন ও খাবার সোডার শিল্পোৎপাদনে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) চুনাপাথর
Ο খ) কুইক লাইম
Ο গ) কস্টিক সোডা
Ο ঘ) কস্টিক পটাশ
সঠিক উত্তর: (ক)
২১৯. উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কোনটি?
Ο ক) পটাসিয়াম
Ο খ) ম্যাঙ্গানিজ
Ο গ) মলিবডেনাম
Ο ঘ) জিংক
সঠিক উত্তর: (ক)
২২০. বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কয়টি কারখানা?
Ο ক) ৫
Ο খ) ৬
Ο গ) ৭
Ο ঘ) ১৪
সঠিক উত্তর: (খ)
২২১. সোডা অ্যাস এর জলীয় দ্রবণে –
i. ক্ষার ধাতুর আয়ন উৎপন্ন হয়
ii. প্রাপ্ত আয়ন KOH হতে পাওয়া যায়
iii. প্রাপ্ত আয়ন খাদ্য লবণে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২২. কোনটি ডিটারজেন্টের রাসায়নিক নাম?
Ο ক) সোডিয়াম স্টিয়ারেট
Ο খ) সোডিয়াম পাটিটেট
Ο গ) সোডিয়াম অলিয়েট
Ο ঘ) সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফানেট
সঠিক উত্তর: (ঘ)
২২৩. ফ্যাটি এসিড ও ইথানলের বিক্রিয়ায় কোন যৌগটি উৎপন্ন হয়?
Ο ক) ইয়ার
Ο খ) অ্যালডিহাইড
Ο গ) এস্টার
Ο ঘ) সাবান
সঠিক উত্তর: (গ)
২২৪. BCIC এর বার্ষিক ইউরিয়া সার উৎপাদনের পরিমাণ কত?
Ο ক) 2,31,000 মেট্রিক টন
Ο খ) 2,231,000 মেট্রিক টন
Ο গ) 2,312,000 মেট্রিক টন
Ο ঘ) 2,213,000 মেট্রিক টন
সঠিক উত্তর: (ক)
২২৫. সিমেন্ট শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল কোনটি?
Ο ক) Na2CO3
Ο খ) MgCO3
Ο গ) CaCO3
Ο ঘ) K2CO3
সঠিক উত্তর: (গ)
২২৬. কত তাপমাত্রায় Ca(OH)2 এর মধ্যে Cl2 গ্যাস চালনা করলে ব্লিচিং পাউডার উৎপন্ন হয়?
Ο ক) 100C
Ο খ) 200C
Ο গ) 300C
Ο ঘ) 400C
সঠিক উত্তর: (ঘ)
২২৭. তড়িৎ বিশ্লেষণ করে NaOH উৎপাদনের ক্ষেত্রে প্রযোজ্য –
Ο ক) NaCl-এ লঘু জলীয় দ্রবণ
Ο খ) গলিত NaCl
Ο গ) প্লাটিনাম তড়িৎদ্বার
Ο ঘ) মারকারি তড়িৎদ্বার
সঠিক উত্তর: (ঘ)
২২৮. ইথোফেন বিয়োজিত হয়ে কোনটি উৎপন্ন করে?
Ο ক) CH4
Ο খ) C2H4
Ο গ) C2H2
Ο ঘ) C6H6
সঠিক উত্তর: (খ)
২২৯. লাই কে কিসের সাথে ফুটিয়ে সাবান প্রস্তুত করা হত?
Ο ক) চর্বি
Ο খ) ঈস্ট
Ο গ) পামফল
Ο ঘ) ছাই
সঠিক উত্তর: (ক)
২৩০. ব্লিচিং পাউডার –
i. কাপড়ের দাগ উঠানোর কাজে ব্যবহৃত হয়
ii. জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়
iii. থেকে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩১. কোন এসিড এনজাইমের ক্রিয়া ত্বরান্বিত করে পরিপাকে সহায়তা করে?
Ο ক) হাইড্রোক্লোরিক এসিড
Ο খ) অ্যামাইনো এসিড
Ο গ) ইথানয়িক এসিড
Ο ঘ) কার্বনিক এসিড
সঠিক উত্তর: (ঘ)
২৩২. ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে কোন গ্যাসটি উৎপন্ন করে?
Ο ক) মিথেন
Ο খ) ইথিলিন
Ο গ) অক্সিন
Ο ঘ) জিবেরেলিন
সঠিক উত্তর: (ক)
২৩৩. কাচ পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) সাবান
Ο খ) কস্টিক সোডা
Ο গ) সোডা অ্যাশ
Ο ঘ) অ্যামোনিয়া
সঠিক উত্তর: (ঘ)
২৩৪. নিচের বাক্যগুলো পড় –
i. এসিড পানিতে মাছের ঘা দেখা দেয়
ii. এসিডীয় মাটির pH কমানোর জন্য ক্ষারীয় চুন ব্যবহার করা হয়
iii. ব্লিচিং পাউডার শিল্পোৎপাদনে Ca(OH)2 ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩৫. সাবান –
i. ১৮৯০ সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়
ii. এর মূল উপাদান চর্বি ও ক্ষার
iii. একসময় সিংহের চর্বি থেকেও এটি তৈরি হতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৬. এসিডীয় মাটিতে –
i. উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান পরিশোষণ বাধাগ্রস্ত হয়
ii. সীম জাতীয় উদ্ভিদ জন্মায় না
iii. pH > 7
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩৭. কোনটিকে কস্টিক পটাশ বলে?
Ο ক) Na2CO3
Ο খ) KHCO3
Ο গ) NaOH
Ο ঘ) KOH
সঠিক উত্তর: (ঘ)
২৩৮. প্রাচীনকালে গোসলের জন্য মানুষ কী ব্যবহার করত?
Ο ক) নদীর পলিমাটি
Ο খ) খালের পলিমাটি
Ο গ) সরিষর খাইল
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২৩৯. ফসফেট –
i. ডিটারজেন্টের ক্ষমতা বৃদ্ধি করে
ii. শৈবালের জন্য ভালো সার
iii. উদ্ভিদের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪০. কোনটি কাপড় কাঁচা সাবান?
Ο খ) পটাশিয়াম সাবান
Ο গ) ডিটারজেন্ট
Ο ঘ) ক্যালসিয়াম সাবান
সঠিক উত্তর: (ক)
২৪১.ম্যাডাম মেরি কুরি কত সালে রসায়নে নোবেল পুরস্কার পান?
Ο ক) 1910
Ο খ) 1911
Ο গ) 1912
Ο ঘ) 1913
সঠিক উত্তর(খ)
২৪৩পানিতে কোনটি থাকলে সাবান ময়লা পরিষ্কার করতে পারে না?
Ο ক) Na+
Ο খ) Ca2+
Ο গ) Cu2+
Ο ঘ) K+
সঠিক উত্তর: (খ)
২৪৪. নিচের কোনটি এনজাইমের ক্রিয়াকে ত্বরান্বিত করে?
Ο ক) H2O
Ο খ) NaCl
Ο গ) H2CO3
Ο ঘ) CH3COOH
সঠিক উত্তর: (গ)
২৪৫. ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত কোনটি?
Ο ক) RCOOH
Ο খ) R-OH
Ο গ) RCHO
Ο ঘ) RCHOOR
সঠিক উত্তর: (ক)
২৪৬. বদহজমের সমস্যায় পাকস্থলীতে কী উৎপন্ন হয়?
Ο ক) NH4Cl
Ο খ) HCl
Ο গ) H2SO4
Ο ঘ) NaOH
সঠিক উত্তর: (খ)
২৪৭. মার্কারি, লেড মৌল সমূহ –
i. প্রাণী ও উদ্ভিদের প্রোটিনের মাধ্যমে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে
ii. প্রোটিনের কার্যক্রম সম্পাদনে বিঘ্ন সৃষ্টি করে
iii. মানসিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪৮. উদ্ভিদের ফলের মুকুলে কী থাকে যার কারণে ফল পাকে?
Ο ক) ফিনল
Ο খ) ইথানল
Ο গ) ইনডোল এসিটিক এসিড
Ο ঘ) ইথানয়িক এসিড
সঠিক উত্তর: (গ)
২৪৯. ডিটারজেন্টের রাসায়নিক নাম নিচের কোনটি?
Ο ক) ম্যাগনেসিয়াম লরাইল সালফেট
Ο খ) অ্যালকাইল হাইড্রোজেন সালফেট
Ο গ) সোডিয়াম লরাইল সালফোনেট
Ο ঘ) অ্যালকোহল
সঠিক উত্তর: (গ)
২৫০. পিরিডিনের উপস্থিতিতে বেনজোয়িন ফ্লোরাইড ও ফেনলের বিক্রিয়ায় উৎপন্ন হয়?
Ο ক) ফিনাইল ইথানোয়েট
Ο খ) ফিনাইল বেনজোয়েট
Ο গ) ইথাইল বেনজোয়েট
Ο ঘ) ফিনাইল বেনজ্যামাইড
সঠিক উত্তর: (খ)
২৫১. প্রাকৃতিকভাবে আলুবোখরা, তাল, দারুচিনি হতে পাওয়া যায় কোন এসিড?
Ο ক) সালফিউরিক এসিড
Ο খ) নাইট্রিক এসিড
Ο গ) বেনজয়িক এসিড
Ο ঘ) হাইড্রোক্লোরিক এসিড
সঠিক উত্তর: (গ)
২৫২. CaC2 ব্যবহৃত হয় –
i. ফল পাকানোর জন্য
ii. অ্যাসিটিলিন গ্যাস প্রস্তুত করতে
iii. ফল সংরক্ষণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫৩. কাচ পরিষ্কারকের মূল উপাদান কোনটি?
Ο ক) CH4
Ο খ) NH3
Ο গ) CaCl2
Ο ঘ) CO2
সঠিক উত্তর: (খ)
উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: জমিলা ও মর্জিনা কাপড় পরিষ্কারের জন্য দু’জনে দু’ধরনের পরিষ্কারক পদার্থ ব্যবহার করে। জমিলার ব্যবহৃত পদার্থ ব্যবহার করে। জমিলার ব্যবহৃত পদার্থ মৃদু পানিতে কার্যকরী হলেও খর পানিতে কার্যকরী নয়।
২৫৪. উদ্দীপকের জমিলার ব্যবহৃত যৌগটি কোনটি?
Ο ক) জেট পাউডার
Ο খ) সাবান
Ο গ) ডিটারজেন্ট
Ο ঘ) ব্লিচিং পাউডার
সঠিক উত্তর: (খ)
২৫৫. উদ্দীপকের ব্যবহৃত যৌগদ্বয়ের মধ্যে জমিলার –
i. মর্জিনা ব্যবহৃত পদার্থটি জলীয় মাধ্যমে কাজ করে
ii. ব্যবহৃত পদার্থটি খর পানিতে অদ্রবণীয়
iii. মর্জিনা ব্যবহৃত উভয় যৌগের মধ্যে হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক প্রান্ত রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Chemistry