এস.এস.সি রসায়ন অধ্যায় - ১২ : আমাদের জীবনে রসায়ন (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ১২ : আমাদের জীবনে রসায়ন (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. নিচের বাক্যগুলো পড় –
i. উদ্ভিদ কান্ডের মুকুলে ইনাবোল অ্যাসিটিক এসিড উৎপন্ন হয়
ii. ফল পাকানোর জন্য গুদামঘরের বাতাসে 0.1% ইথিলিন গ্যাস যথেষ্ট
iii. 2010 সালে FDCA ফল পাকাতে ইথোফেনের ব্যবহার নিষিদ্ধ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫২. পাকা আনারসে কোন এস্টারটি থাকে?
Ο ক) ইথাইল অ্যাসিটেট
Ο খ) অ্যামাইল অ্যাসিটেট
Ο গ) অকটাইল অ্যাসিটেট
Ο ঘ) ইথাইল বিউটারেট
সঠিক উত্তর: (ঘ)

১৫৩. অ্যামোনিয়াম ক্লোরাইডকে তাপ দিলে উৎপন্ন হয় –
i. NH3
ii. HCl
iii. H2 গ্যাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৫৪. CaCO3  X + Y; বিক্রিয়াটিতে –
i. X এর জলীয় দ্রবণ ক্ষারীয় হয়
ii. X কে স্ল্যাকেড লাইম বলা হয়
iii. Y যৌগটি চুনের পানিকে ঘোলা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৫৫. সাবান তৈরির প্রধান কাঁচামাল কোনটি?
Ο ক) ক্ষার ও লবণ
Ο খ) ক্ষার ও চর্বি
Ο গ) এসিড ও চর্বি
Ο ঘ) ক্ষার ও রঞ্জক
সঠিক উত্তর: (খ)

১৫৬. সোডিয়াম কার্বনেটের বাণিজ্যিক নাম –
Ο ক) কাপড় কাচা সোডা
Ο খ) খাবার সোডা
Ο গ) ভিনেগার
Ο ঘ) বেকিং পাউডার
সঠিক উত্তর: (ক)

১৫৭. সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। তাহলে CH3COOH এর সোডিয়াম বা পটাশিয়াম লবণ সাবান হিসেবে ব্যবহৃত হয় না, কারণ –
i. এর কার্বন-কার্বন শিকল দৈর্ঘ্য কম
ii. Na/K এর CH3COOH লবণ পানিতে দ্রবণীয় নয়
iii. ইহা পানিতে দ্রুত দ্রবণীয় হয়ে শেষ হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৫৮. সরবিক এসিড –
i. ৬.৫, pH পর্যন্ত অত্যন্ত কার্যকর
ii. এর অনুমোদিত গ্রহণযোগ্য মাত্রা ১%
iii. কার্যকর অবস্থায় ঈস্ট, মোল্ডস দমন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৫৯. সোডিয়াম বেনজোয়েট জলীয় দ্রেবণে কোনটি উৎপন্ন করে?
Ο ক) বেনজয়িক এসিড
Ο খ) বেনজালডিহাইড
Ο গ) ফেনল
Ο ঘ) বেনজিন ডায়াজোলিয়াম ক্লোরাইড
সঠিক উত্তর: (ক)

১৬০. মাছ মাংস মেরিনেট করার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) বেকিং পাউডার
Ο খ) খাবার লবণ
Ο গ) ক্যালসিয়াম কার্বাইড
Ο ঘ) সিরকা
সঠিক উত্তর: (ঘ)

১৬১. (NH4)2SO4 এর বর্ণ কী?
Ο ক) নীলাভ হলুদ
Ο খ) সবুজাভ নীল
Ο গ) সাদা
Ο ঘ) ধূসর
সঠিক উত্তর: (গ)

১৬২. খর পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে –
i. ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট
ii. ক্যালসিয়াম কার্বনেট
iii. ম্যাগনেসিয়াম হাইড্রোজেন কার্বনেট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬৩. NH3+H2SO4 বিক্রিয়াটিতে –
i. একটি প্রশমন বিক্রিয়া
ii. উৎপাদ উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান
iii. উৎপাদের জলীয় দ্রবণের pH মান 7 এর বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৬৪. সোডিয়াম ক্লোরাইডের ঘন সম্পৃক্ত দ্রবণকে বলা হয় –
Ο ক) ব্রাইন
Ο খ) খাদ্য লবণ
Ο গ) সিরকা
Ο ঘ) কোমল পানীয়
সঠিক উত্তর: (ক)

১৬৫. টয়লেট সাবান প্রস্তুতিতে ব্যবহৃত হয় –
i. কষ্টিক সোডা
ii. কষ্টিক পটাস
iii. জীবাণুনাশক পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৬৬. কোন যৌগটি দ্রবণীয় নয়?
Ο ক) CaHCO3
Ο খ) MgHCO3
Ο গ) CaCO3
Ο ঘ) NaHCO3
সঠিক উত্তর: (গ)

১৬৭. উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ কী নামে পরিচিত?
Ο ক) সাবান
Ο খ) ডিটারজেন্ট
Ο গ) তেল
Ο ঘ) চর্বি
সঠিক উত্তর: (ক)

১৬৮. কোন মাটিতে শিম বীজ ভালো জন্মায় না?
Ο ক) এসিডীয় মাটি
Ο খ) ক্ষারীয় মাটি
Ο গ) দোআঁশ মাটি
Ο ঘ) এঁটেল মাটি
সঠিক উত্তর: (ক)

১৬৯. বদহজম সমস্যার সমাধান দেয় নিচের কোনটি?
Ο ক) বেকিং পাউডার
Ο খ) কর্পূর
Ο গ) কার্বনিক এসিড
Ο ঘ) ফিটকিরি
সঠিক উত্তর: (ক)

১৭০. সাবান তৈরির প্রধান কাঁচামাল নিচের কোনটি?
Ο ক) প্রোটিন
Ο খ) ডালডা ও ঘি
Ο গ) চর্বি ও ক্ষার
Ο ঘ) লিপিড
সঠিক উত্তর: (গ)

১৭১. ফল পাকানোর জন্য গুদাম ঘরের বাতাসে শতকরা কত ভাগ ইথিলিন গ্যাস যথেষ্ট?
Ο ক) 0.07%
Ο খ) 0.1%
Ο গ) 0.02%
Ο ঘ) 0.2%
সঠিক উত্তর: (খ)

১৭২. কত সালে বাণিজ্যিকভাবে সাবান উৎপাদন শুরু হয়?
Ο ক) 1780
Ο খ) 1790
Ο গ) 1880
Ο ঘ) 1890
সঠিক উত্তর: (ঘ)

১৭৩. কাপড়ের রং ও বুনন নষ্ট হয় যে কারণে –
Ο ক) রোদের কারণে
Ο খ) অতিরিক্ত সাবান ব্যবহারে
Ο গ) বৃষ্টির কারণে
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)

১৭৪. পরিপাকে সহায়ক কোনটি?
Ο ক) H2SO4
Ο খ) HCl
Ο গ) H2CO3
Ο ঘ) CH3COOH
সঠিক উত্তর: (গ)

১৭৫. সাবান উৎপাদনে ব্যবহৃত হয় –
i. কষ্টিক পটাশ
ii. সোডা অ্যাশ
iii. উদ্ভিজ্জ তেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৭৬. কোনটি উদ্ভিদের প্রোটিনের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে?
Ο ক) Cd
Ο খ) Mg
Ο গ) Ca
Ο ঘ) Na
সঠিক উত্তর: (ক)

১৭৭. CH3COOH এর রাসায়নিক নাম কী?
Ο ক) ফরমিক অ্যাসিড
Ο খ) অ্যাসিটিক অ্যাসিড
Ο গ) ফ্যাটিক অ্যাসিড
Ο ঘ) ওলিক অ্যাসিড
সঠিক উত্তর: (খ)

১৭৮. বাড়িতে বা বেকারিতে পাউরুটি ফোলানোর জন্য কী ব্যবহৃত হয়?
Ο ক) সিরকা
Ο খ) ফরমালিন
Ο গ) মোল্ড
Ο ঘ) ঈস্ট
সঠিক উত্তর: (ঘ)

১৭৯. ইউরিয়ার জন্য প্রযোজ্য –
i. ৪৬% N2 থাকে
ii. ইউরিয়া তৈরিতে তরল CO2 ও NH3 এর মিশ্রণ লাগে
iii. 1300 – 1500 C তাপমাত্রা প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮০. লরাইল হাইড্রোজেন সালফেটকে NaOH দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে কি উৎপন্ন হয়?
Ο ক) সাবান
Ο খ) সোডিয়াম হাইড্রোজেন সালফেট
Ο গ) সোডিয়াম হাইড্রোজেন সালফোনেট
Ο ঘ) গ্লিসারিন
সঠিক উত্তর: (গ)

১৮১. নিচের তথ্যগুলো পড় –
i. ম্যাডাম কুরি রসায়নে নোবেল পুরস্কার পান
ii. ২০১২ সালে রসায়ন বছর হিসেবে পালন করা হয়
iii. রসায়নই আমাদের জীবন এবং রসায়নই আমাদের ভবিষ্যৎ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৮২. লরাইল হাইড্রোজেন সালফেটকে কিসের মধ্য দিয়ে চালনা করলে ডিটারজেন্ট উৎপন্ন হয়?
Ο ক) কস্টিক সোডা
Ο খ) বায়ু
Ο গ) পানি
Ο ঘ) চর্বি ও তেল
সঠিক উত্তর: (ক)

১৮৩. লরাইল অর্থ কী?
Ο ক) অ্যালকেন
Ο খ) অ্যালকাইন
Ο গ) অ্যালকাইল
Ο ঘ) অ্যালকিন
সঠিক উত্তর: (গ)

১৮৪. ইউরিয়া ব্যবহৃত হয় –
i. অ্যামোনিয়া উৎপাদনে
ii. ম্যালামাইন উৎপাদনে
iii. ফরমিকা উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮৫. কোনটির 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে?
Ο ক) CH3COOH
Ο খ) CH3CHO
Ο গ) HCHO
Ο ঘ) CH3CH2OH
সঠিক উত্তর: (গ)

১৮৬. সর্বপ্রথম কোন দেশে সাবান ব্যবহারের প্রচলন শুরু হয়?
Ο ক) গ্রিক
Ο খ) ইংল্যান্ড
Ο গ) ভারত
Ο ঘ) আমেরিকা
সঠিক উত্তর: (ক)

১৮৭. X একটি সুগন্ধিযুক্ত এস্টার। প্রকৃতিতে এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। যৌগটিকে আর্দ্রবিশ্লেষণ করলে নিচের কোনটি পাওয়া যায়?
Ο ক) RCOOH, ROH
Ο খ) ROH, RCOOH2
Ο গ) RCHO, RCOOH
Ο ঘ) RCOOH, RCOOHR
সঠিক উত্তর: (ক)

১৮৮. ডিটারজেন্ট –
i. খর পানিতে ভালো কাজ করে
ii. মৃদু পানিতে ভালো কাজ করে
iii. CaHCO3 দ্রবণে অদ্রবণীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮৯. বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কয়টি ইউরিয়া সার কারখানা রয়েছে?
Ο ক) 5
Ο খ) 6
Ο গ) 7
Ο ঘ) 8
সঠিক উত্তর: (খ)

১৯০. শিল্পক্ষেত্রে ইথাইন থেকে ইথানয়িক এসিড সংশ্লেষণে ব্যবহৃত হয় –
i. 20% HgSO4
ii. 20% লঘু H2SO4
iii. 600C তাপমাত্রা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৯১. হাইপোক্লোরাস এসিড –
i. এর সংকেত HClO
ii. বিয়োজন বিক্রিয়ায় [Cl] উৎপন্ন করে
iii. ব্লিচিং পাউডার, H2 ও CO2 বিক্রিয়ায় উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৯২. কোন মাটির পানি ধারণক্ষমতা বেশি থাকে?
Ο ক) ক্ষারীয় মাটি
Ο খ) এসিডীয় মাটি
Ο গ) বালি মাটি
Ο ঘ) দোআঁশ মাটি
সঠিক উত্তর: (খ)

১৯৩. নিচের উক্তিগুলো পড় –
i. NaCl এর ঘন সম্পৃক্ত দ্রবণকে ব্রাইন বলে
ii. চুনাপাথরকে তাপ দিলে চুন ও পানি উৎপন্ন হয়
iii. NH4HCO3 ও NaCl এর বিক্রিযায় NaHCO3 উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৯৪. কোনটি ভারী ধাতু?
Ο ক) Pb
Ο খ) Ca
Ο গ) Na
Ο ঘ) Mg
সঠিক উত্তর: (ক)

১৯৫. অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হয়ে কোনটি উৎপন্ন করে?
Ο ক) NH4Cl 
Ο খ) NH4OH
Ο গ) (NH4)SO2H
Ο ঘ) (NH2)2-C=O
সঠিক উত্তর: (খ)

১৯৬. কত বায়ুমন্ডলীয় চাপে মিথেন থেকে হাইড্রোজেন উৎপন্ন করা হয়?
Ο ক) 10 atm
Ο খ) 20 atm
Ο গ) 30 atm
Ο ঘ) 40 atm
সঠিক উত্তর: (গ)

১৯৭. কাপড় কাচার সাবান তৈরিতে নিচের কোন ক্ষারটি ব্যবহৃত হয়?
Ο ক) Mg(OH)2
Ο খ) Ca(OH)2
Ο গ) NaOH
Ο ঘ) KOH
সঠিক উত্তর: (গ)

১৯৮. নিচের কোনটি দ্রবণীয়?
Ο ক) ক্যালসিয়াম কার্বনেট
Ο খ) ম্যাগনেসিয়াম কার্বনেট
Ο গ) ক্যালসিয়াম স্টিয়ারেট
Ο ঘ) ক্যালসিয়াম লরাইল সালফোনেট
সঠিক উত্তর: (ঘ)

১৯৯. টয়লেট ক্লিনার হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) নিশাদল
Ο খ) কষ্টিক সোডা
Ο গ) সোডা অ্যাশ
Ο ঘ) অ্যামোনিয়া
সঠিক উত্তর: (খ)

২০০. কোমল পানীয় হলো পানিতে --- এর দ্রবণ।
Ο ক) CO
Ο খ) O2
Ο গ) CH3COOH
Ο ঘ) CO2
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post