এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ৮ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ৮ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. বিচার বিভাগের প্রধান কাজ কী?
Ο ক) অপরাধীকে শাস্তি দেওয়া
Ο খ) আইন মান্য করা
Ο গ) আইন প্রণয়ন করা
Ο ঘ) অপরাধীকে গ্রেফতার করা
সঠিক উত্তর: (ক)

২. ভারত, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের আইনসভা কেমন?
Ο ক) এককক্ষবিশিষ্ট
Ο খ) দ্বিকক্ষবিশিষ্ট
Ο গ) তিনকক্ষবিশিষ্ট
Ο ঘ) চারকক্ষবিশিষ্ট
সঠিক উত্তর: (খ)

৩. বঙ্গীয় স্থানীয় আইন পাস হয় কত সালে?
Ο ক) ১৯৭৫
Ο খ) ১৮৮০
Ο গ) ১৮৮৫
Ο ঘ) ১৮৯০
সঠিক উত্তর: (গ)

৪. রাষ্ট্রপতি কাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন?
Ο ক) সংসদের অধিকাংশ সদস্যের আস্থাভাজন ব্যক্তিকে
Ο খ) স্পিকারের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তিকে
Ο গ) সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত ব্যক্তিকে
Ο ঘ) কোনো দলের প্রধানকে
সঠিক উত্তর: (ক)

৫. অধ্যাদেশ জারির বিষয়ে বলা হয় -
i. প্রধানমন্ত্রী যেকোনো সময় অধ্যাদেশ জারি করতে পারেন
ii. বিশেষ কারণে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন
iii. প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ বাতিল করতে পারেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৬. রাষ্ট্রীয় এবং সরকারি সকল আয়-ব্যয়ে সংসদের কী ভূমিকা রয়েছে?
Ο ক) আয়-ব্যয়ে সংসদের সম্মতির প্রয়োজন হয়
Ο খ) আয়-ব্যয়ে সংসদের কোনো ভূমিকা নেই
Ο গ) আয়-ব্যয়ে সংসদ পরামর্শ প্রদান করে
Ο ঘ) আয়-ব্যয়ে সংসদের কাছে হিসাব দিতে হয়
সঠিক উত্তর: (ক)

৭. বাংলাদেশের সংসদের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা কাদের ভোটে নির্বাচিত হন?
Ο ক) স্পিকারের
Ο খ) সংসদ সদস্যদের
Ο গ) ডেপুটি স্পিকারের
Ο ঘ) প্রধানমন্ত্রীর
সঠিক উত্তর: (খ)

৮. শাসন বিভাগের অপর নাম কী?
Ο ক) প্রশাসনিক বিভাগ
Ο খ) নির্বাহী বিভাগ
Ο গ) প্রধান বিভাগ
Ο ঘ) আন্তঃপ্রধান বিভাগ
সঠিক উত্তর: (খ)

৯. ঢাকা সিটি কর্পোরেশনকে আইনের মাধ্যমে কয়টি কর্পোরেশনে বিভক্ত করা হয়েছে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)

১০. কোন কাজটি সংসদ করতে পারে না?
Ο ক) সংসদ দ্বিকক্ষ করতে আইন প্রণয়ন
Ο খ) রাষ্ট্রপতির ক্ষমতা হ্রাস করতে আইন প্রণয়ন
Ο গ) প্রধানমন্ত্রীর ক্ষমতা বৃদ্ধি করতে আইন প্রণয়ন
Ο ঘ) সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন
সঠিক উত্তর: (ঘ)

১১. রাষ্ট্রীয় কোনো মন্ত্রীকে কে পদত্যাগ করতে বলতে পারেন?
Ο ক) রাষ্ট্রপতি
Ο খ) স্পিকার
Ο গ) ডেপুটি স্পিকার
Ο ঘ) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর: (ঘ)

১২. প্রশাসনকি কাঠামোর পদসোপাননীতি অনুযায়ী সর্বনিম্ন প্র্রশাসনিক কর্মকর্তা কে?
Ο ক) বিভাগীয় কমিশনার
Ο খ) সহকারী সচিব
Ο গ) জেলা প্রশাসক
Ο ঘ) উপ সচিব
সঠিক উত্তর: (খ)

১৩. প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে?
Ο ক) স্পিকার
Ο খ) ডেপুটি স্পিকার
Ο গ) প্রধান বিচারপতি
Ο ঘ) রাষ্ট্রপতি
সঠিক উত্তর: (ঘ)

১৪. বাংলাদেশ সরকারের রাজস্ব বিষয়ক কর্মকর্তা কে?
Ο ক) জেলা প্রশাসক
Ο খ) মেয়র
Ο গ) বিভাগীয় কমিশনার
Ο ঘ) রাজস্ব কর্মকর্তা
সঠিক উত্তর: (গ)

১৫. বর্তমানে একটি ইউনিয়ন কয়টি ওয়ার্ডে বিভক্ত?
Ο ক) তিন
Ο খ) পাঁচ
Ο গ) আট
Ο ঘ) নয়
সঠিক উত্তর: (ঘ)

১৬. রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যেকোনো দন্ড -
i. মওকুফ করার
ii. হ্রাস করার
iii. স্থগিত করার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৭. বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে -
i. জেলা প্রশাসন
ii. পৌরসভা
iii. সিটি কর্পোরেশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৮. সরকারের কয়টি অঙ্গ রয়েছে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)

১৯. জেলা প্রশাসক তার কাজের জন্য কার কাছে দায়ী?
Ο ক) স্থানীয় সংসদ সদস্যের
Ο খ) সংসদের
Ο গ) বিভাগীয় কমিশনারের
Ο ঘ) সরকারের
সঠিক উত্তর: (গ)

২০. শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয় সংসদে -
i. নিন্দা প্রস্তাবের মাধ্যমে
ii. মুলতুবি প্রস্তাবের মাধ্যমে
iii. অনাস্থা প্রস্তাবের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১. কোনটি প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান?
Ο ক) উপজেলা পরিষদ
Ο খ) জেলা পরিষদ
Ο গ) পৌরসভা
Ο ঘ) ইউনিয়ন পরিষদ
সঠিক উত্তর: (ঘ)

২২. এক কক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন দেশের উদাহরণ নিচের কোনটি?
Ο ক) যুক্তরাষ্ট্র
Ο খ) যুক্তরাজ্য
Ο গ) ভারত
Ο ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর: (ঘ)

২৩. সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা দেয় কোন বিভাগ?
Ο ক) বিচার
Ο খ) শাসন
Ο গ) নির্বাহী
Ο ঘ) আইন
সঠিক উত্তর: (ক)

২৪. বর্তমানে বাংলাদেশে মোট কতটি পৌরসভা আছে?
Ο ক) ৩০০
Ο খ) ৩১০
Ο গ) ৩১৬
Ο ঘ) ৩২৫
সঠিক উত্তর: (গ)

২৫. জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা কাদের ভোটে নির্বাচিত হন?
Ο ক) জনগণের
Ο খ) মন্ত্রিদের
Ο গ) সংসদ সদস্যদের
Ο ঘ) সংসদের মহিলা সদস্যদের
সঠিক উত্তর: (গ)

২৬. বর্তমানে বাংলাদেশে কতটি ইউনিয়ন পরিষদ আছে?
Ο ক) ৪,৬৫২
Ο খ) ৪,৪৬০
Ο গ) ৪,৪৬৮
Ο ঘ) ৪,৪৮০
সঠিক উত্তর: (গ)

২৭. দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে -
i. যুক্তরাষ্ট্রে
ii. ভারতে
iii. ব্রিটেনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৮. বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনী অনুযায়ী জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০ করা হয়েছে?
Ο ক) দ্বাদশ
Ο খ) ত্রয়োদশ
Ο গ) চতুর্দশ
Ο ঘ) পঞ্চদশ
সঠিক উত্তর: (ঘ)

২৯. স্থানীয় শাসন বলতে বোঝায় -
i. ইউনিয়ন শাসনব্যবস্থাকে
ii. জেলা শাসনব্যবস্থাকে
iii. উপজেলা শাসনব্যবস্থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩০. কোনটির ওপর জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব ন্যস্ত?
Ο ক) সংবিধানের
Ο খ) আদালতের
Ο গ) সংসদের
Ο ঘ) পুলিশের
সঠিক উত্তর: (খ)

৩১. কাকে কেন্দ্র করে মন্ত্রিসভার গঠন ও কার্যাবলি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়?
Ο ক) রাষ্ট্রপতিকে কেন্দ্র করে
Ο খ) প্রধানমন্ত্রকে কেন্দ্র করে
Ο গ) জাতীয় সংসদকে কেন্দ্র করে
Ο ঘ) জেলা প্রশাসনকে কেন্দ্র করে
সঠিক উত্তর: (খ)

৩২. প্রধানমন্ত্রী কীভাবে মন্ত্রিসভা গঠন করেন?
Ο ক) রাষ্ট্রপতির সাথে পরামর্শ করে
Ο খ) সংসদ সদস্যদের সাথে পরামর্শ করে
Ο গ) একক ক্ষমতা ও ইচ্ছা মোতাবেক
Ο ঘ) সংসদ সদস্য ও স্পিকারের পরামর্শ মোতাবেক
সঠিক উত্তর: (গ)

৩৩. বাংলাদেশের আইনসভার নাম কী?
Ο ক) পার্লামেন্ট
Ο খ) ন্যাশনাল অ্যাসেম্বলি
Ο গ) কংগ্রেস
Ο ঘ) জাতীয় সংসদ
সঠিক উত্তর: (ঘ)

৩৪. জনাব কবির একজন সংসদ সদস্য। তিনি কোন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন?
Ο ক) মন্ত্রীকে
Ο খ) সেনাপ্রধানকে
Ο গ) ডেপুটি স্পিকারকে
Ο ঘ) বিচারপতিকে
সঠিক উত্তর: (গ)

৩৫. একটি জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা কতজন?
Ο ক) ১৩
Ο খ) ২১
Ο গ) ১৮
Ο ঘ) ১৭
সঠিক উত্তর: (খ)

৩৬. বাংলাদেশে সংসদীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় কোন সংশোধনীর মাধ্যমে?
Ο ক) একাদশ
Ο খ) দ্বাদশ
Ο গ) ত্রয়োদশ
Ο ঘ) চতুর্দশ
সঠিক উত্তর: (খ)

৩৭. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?
Ο ক) ১৩
Ο খ) ১৪
Ο গ) ১৫
Ο ঘ) ১৬
সঠিক উত্তর: (গ)

৩৮. স্থানীয় স্বায়ত্তশাসন গুরুত্বপূর্ণ। কারণ এর ফলে -
i. কেন্দ্রীয় সরকারের কার্যভার লাঘব হয়
ii. জাতীয় নেতৃত্ব সৃষ্টি হয়
iii. আমলাতান্ত্রিক রাজধানী টিকিয়ে রাখার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৯. বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রধান কর্মকর্তা কে?
Ο ক) সচিব
Ο খ) জেলা প্রশাসক
Ο গ) বিভাগীয় কমিশনার
Ο ঘ) অতিরিক্ত সচিব
সঠিক উত্তর: (গ)

৪০. সুপ্রিম কোর্টের এটর্নি জেনারেলকে কে নিয়োগ দেন?
Ο ক) প্রধানমন্ত্রী
Ο খ) স্পিকার
Ο গ) রাষ্ট্রপতি
Ο ঘ) ডেপুটি স্পিকার
সঠিক উত্তর: (গ)

৪১. বাংলাদেশে প্রশাসনিক ক্ষেত্রে কোন ব্যবস্থাটি প্রবর্তিত?
Ο ক) যুক্তরাষ্ট্রীয়
Ο খ) প্রাদেশিক
Ο গ) এককেন্দ্রিক
Ο ঘ) বহুকেন্দ্রিক
সঠিক উত্তর: (গ)

৪২. একটি ইউনিয়ন পরিষদে থাকবেন -
i. একজন নির্বাচিত চেয়ারম্যান
ii. দশজন নির্বাচিত সাধারণ সদস্য
iii. তিনজন নির্বাচিত মহিলা সদস্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪৩. বর্তমানে জাতীয় সংসদের আসন কতটি?
Ο ক) ৩০০
Ο খ) ৩১৫
Ο গ) ৩৪৫
Ο ঘ) ৩৫০
সঠিক উত্তর: (ঘ)

৪৪. কোনটি স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সবচেয়ে কার্যকর প্রতিষ্ঠান?
Ο ক) গ্রাম সরকার
Ο খ) ইউনিয়ন পরিষদ
Ο গ) উপজেলা প্রশাসন
Ο ঘ) বিভাগীয় প্রশাসন
সঠিক উত্তর: (খ)

৪৫. জাতীয় সংসদের ওপর ন্যস্ত -
i. ইউনিয়ন পরিষদ নির্বাচন
ii. ন্যায়পাল নির্বাচন
iii. রাষ্ট্রপতি নির্বাচন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪৬. জেলা পরিষদের ঐচ্ছিক কাজ কোনটি?
Ο ক) উপজেলা ও পৌরসভাকে সহায়তা
Ο খ) জেলার সকল উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা
Ο গ) বাঁধ নির্মাণ ও মেরামত
Ο ঘ) আত্মকর্মসংস্থান সৃষ্টি
সঠিক উত্তর: (গ)

৪৭. রাষ্ট্রীয় অর্থব্যয়ে জাতীয় সংসদ -
i. তীক্ষ্ণ দৃষ্টি রাখে
ii. প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে
iii. প্রয়োজনে অনুমতি দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৮. পুলিশ বিভাগে কর্মরত একজন সদস্য অসদুপায় অবলম্বন করল। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মূল কর্তৃত্ব কোন বিভাগের?
Ο ক) আইন বিভাগ
Ο খ) শাসন বিভাগ
Ο গ) বিচার বিভাগ
Ο ঘ) আপিল বিভাগ
সঠিক উত্তর: (খ)

৪৯. আমাদের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি?
Ο ক) ১৫
Ο খ) ৪৫
Ο গ) ৫০
Ο ঘ) ৩০
সঠিক উত্তর: (গ)

৫০. প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দেন?
Ο ক) প্রধানমন্ত্রী
Ο খ) রাষ্ট্রপতি
Ο গ) অর্থমন্ত্রী
Ο ঘ) স্পিকার
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post