ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ৬ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ক্রান্তীয় পাতাঝরা বনভূমিতে বছরের কোন সময় গাছের পাতা সম্পূর্ণ ঝরে যায়?
Ο ক) গ্রীষ্মকালে
Ο খ) শীতকালে
Ο গ) শরৎকালে
Ο ঘ) বসন্তকালে
সঠিক উত্তর: (খ)
২. তিস্তা নদীর উৎপত্তি কোথায়?
Ο ক) সিলেটে লুসাই পাহাড়ে
Ο খ) সিলেটের জয়ন্তিয়া সরোবরে
Ο গ) পার্বত্য চট্টগ্রামে
Ο ঘ) সিকিমের পার্বত্য অঞ্চলে
সঠিক উত্তর: (ঘ)
৩. কোন সংস্থা যাত্রীবাহী জলযানের ব্যবস্থা করে থাকে?
Ο ক) আই ডব্লিউ টি এ
Ο খ) বি আই ডব্লিউ টি এ
Ο গ) বি আর টি সি
Ο ঘ) বি আর টি এ
সঠিক উত্তর: (ক)
৪. কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার?
Ο ক) ২৮০
Ο খ) ৩২০
Ο গ) ৩৪০
Ο ঘ) ৩৯০
সঠিক উত্তর: (খ)
৫. পদ্মার উপনদী কোনটি?
Ο ক) কুমার
Ο খ) ভৈরব
Ο গ) মহানন্দা
Ο ঘ) মধুমতী
সঠিক উত্তর: (গ)
৬. বাংলাদেশের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত?
Ο ক) বাকলিয়া
Ο খ) কাপ্তাই
Ο গ) তালিমাবাদ
Ο ঘ) মহেশখালী
সঠিক উত্তর: (খ)
৭. তিস্তা নদীর গতিপথ পরিবর্তনের কারণ কী?
Ο ক) ১৯৯৮ সালের প্রবল বন্যা
Ο খ) ১৯৮৮ সালের প্রবল বন্যা
Ο গ) ১৯৮৭ সালের প্রবল বন্যা
Ο ঘ) ১৮৯৭ সালের ভূমিকম্প
সঠিক উত্তর: (গ)
৮. কোন নদীটির দুইটি নাম?
Ο ক) মেঘনা
Ο খ) কর্ণফুলী
Ο গ) মাতামুহুরী
Ο ঘ) পদ্মা
সঠিক উত্তর: (ঘ)
৯. বাংলাদেশে ‘অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ’ গঠন করা হয় কত সালে?
Ο ক) ১৯৬০
Ο খ) ১৯৫৮
Ο গ) ১৯৭২
Ο ঘ) ১৯৭৩
সঠিক উত্তর: (খ)
১০. কুশিয়ারা ও সুরমা নদী আজমিরিগঞ্জের কাছে কী নামে অগ্রসর হয়েছে?
Ο ক) মেঘনা
Ο খ) যমুনা
Ο গ) কালনী
Ο ঘ) আড়িয়াল খাঁ
সঠিক উত্তর: (গ)
১১. কোন শহরটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত?
Ο ক) ঢাকা
Ο খ) সিলেট
Ο গ) গাজীপুর
Ο ঘ) নারায়ণগঞ্জ
সঠিক উত্তর: (ঘ)
১২. বাংলাদেশের সকল নদ-নদীর গন্তব্য কোথায়?
Ο ক) কৃষ্ণ সাগরে
Ο খ) আরব সাগরে
Ο গ) বঙ্গোপসাগরে
Ο ঘ) ভারত মহাসাগরে
সঠিক উত্তর: (গ)
১৩. নদী প্রবাহ হারালে ক্ষতিগ্রস্ত হবে -
i. মানুষ
ii. পশুপাখি
iii. গাছ-তরুলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪. কোন মহাদেশের দেশগুলো সহজে প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে?
Ο ক) ইউরোপ
Ο খ) আমেরিকা
Ο গ) এশিয়া
Ο ঘ) আফ্রিকা
সঠিক উত্তর: (গ)
১৫. কোনটি পৃথিবীর সবচাইতে ঘনবসতিপূর্ণ দেশ?
Ο ক) বাংলাদেশ
Ο খ) ভারত
Ο গ) চীন
Ο ঘ) মিয়ানমার
সঠিক উত্তর: (ক)
১৬. উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে বনাঞ্চলকে কতটি ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
১৭. গজারি বৃক্ষের বৈশিষ্ট্য হলো -
i. ঋতুভেদে সকল পাতা ঝরে পড়ে
ii. এর পাতাগুলো চিরসবুজ থাকে
iii. এটি লবণাক্ত মাটিতে জন্মায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮. তুলা, চা, ডাল, মরিচের উৎপাদন বেশ ভালো হয় -
i. ভারতে
ii. বাংলাদেশে
iii. মিয়ানমারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯. বাংলাদেশে নদীপথের বাণিজ্যকে কত সালে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়?
Ο ক) ১৯৬৫
Ο খ) ১৯৭০
Ο গ) ১৯৭২
Ο ঘ) ১৯৭৬
সঠিক উত্তর: (গ)
২০. কোনটির কারণে আমাদের দেশের মৎস্য সম্পদ নষ্ট হতে বাধ্য?
Ο ক) ভূতাত্ত্বিক অবস্থার
Ο খ) জলবায়ুগত অবস্থার
Ο গ) বৃষ্টি শূন্যতার
Ο ঘ) নদীর নাব্যতার
সঠিক উত্তর: (গ)
২১. কর্ণফুলীর প্রধান উপনদী হচ্ছে - i. কাসালাং ii. হালদা iii. পশুর নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২. বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎস কোন দেশ?
Ο ক) মায়ানমার
Ο খ) নেপাল
Ο গ) ভারত
Ο ঘ) ভুটান
সঠিক উত্তর: (গ)
২৩. বাংলাদেশের অর্থনীতিতে নদ-নদীর প্রভাব অপরিসীম হওয়ার কারণ -
i. নদী পরিবহন ও যোগাযোগের প্রধান মাধ্যম
ii. সেচে, শিল্পে, বিদ্যুৎ উৎপাদনে পানির প্রয়োজন হয়
iii. কৃষি, শিল্প ও ব্যবসা নদীর ওপর নির্ভারশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪. মাতামুহুরী নদীর উৎপত্তি স্থল কোথায়?
Ο ক) সাইভার পর্বত
Ο খ) লুসাই পাহাড়
Ο গ) মানস সরোবর
Ο ঘ) গঙ্গোত্রী হিমবাহ
সঠিক উত্তর: (ক)
২৫. তিস্তা নদী বাংলাদেশের কোন অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
Ο ক) পঞ্চগড়
Ο খ) ডিমলা
Ο গ) কুমিল্লা
Ο ঘ) বড়লেখা
সঠিক উত্তর: (খ)
২৬. কখন ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি ময়মনসিংহের মধ্য দিয়ে প্রবাহিত হতো?
Ο ক) ১৯৮৭ সালের আগে
Ο খ) ১৭৮৭ সালের আগে
Ο গ) ১৮১৭ সালের আগে
Ο ঘ) ১৮৮৭ সালের আগে
সঠিক উত্তর: (খ)
২৭. বাংলাদেশের নদ-নদীর সংখ্যা কতটি?
Ο ক) ৭৩০টি
Ο খ) ৬৫০টি
Ο গ) ৭০০টি
Ο ঘ) ৮০০টি
সঠিক উত্তর: (গ)
২৮. ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের কোন অঞ্চল ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছে?
Ο ক) উত্তর-পূর্বাঞ্চল
Ο খ) উত্তর-পশ্চিমাঞ্চল
Ο গ) উত্তর-দক্ষিণাঞ্চল
Ο ঘ) দক্ষিণ-পশ্চিমাঞ্চল
সঠিক উত্তর: (খ)
২৯. কখন মানুষ নদীতীরবর্তী সমতল ভূমিতে বসবাস শুরু করে?
Ο ক) প্রাচীনযুগে
Ο খ) মধ্যযুগে
Ο গ) প্রস্তুর যুগে
Ο ঘ) ব্রোঞ্জযুগে
সঠিক উত্তর: (ক)
৩০. পদ্মা নদীর জন্মস্থান কোথায়?
Ο ক) তিব্বতের মানস সরোবরে
Ο খ) সিলেটের লুসাই পাহাড়ে
Ο গ) মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে
Ο ঘ) আসামে
সঠিক উত্তর: (গ)
৩১. কুশিয়ারা কোথায় কালনীর সাথে মিলিত হয়েছে?
Ο ক) চাঁদপুরে
Ο খ) দৌলতদিয়ায়
Ο গ) সুনামগঞ্জে
Ο ঘ) আজমিরিগঞ্জের কাছে
সঠিক উত্তর: (ঘ)
৩২. বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীর নাম কী?
Ο ক) সুরমা
Ο খ) কর্ণফুলী
Ο গ) আত্রাই
Ο ঘ) মাতামুহুরী
সঠিক উত্তর: (খ)
৩৩. বাংলাদেশে যেসব অঞ্চলে রাবার চাষ শুরু হয়েছে সেগুলো হলো -
i. খাগড়াছড়ি অঞ্চলে
ii. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে
iii. সিলেট অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪. যমুনার উপনদী কোনটি?
Ο ক) আত্রাই
Ο খ) ধলেশ্বরী
Ο গ) পুনর্ভবা
Ο ঘ) শীতলক্ষ্যা
সঠিক উত্তর: (ক)
৩৫. আসামের নাগা মণিপুর অঞ্চলে কোন নদী অবস্থিত?
Ο ক) নাফ
Ο খ) সাঙ্গু
Ο গ) মাতামুহুরী
Ο ঘ) বরাক
সঠিক উত্তর: (ঘ)
৩৬. তিস্তা ব্যারেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে -
i. পানি সংরক্ষণে
ii. পানি নিষ্কাশনে
iii. বন্যা প্রতিরোধে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭. কৃষি ও শিল্পের বিকাশে কোনটির ব্যবহার অপরিহার্য?
Ο ক) গ্যাস
Ο খ) তেল
Ο গ) কীটনাশক
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (ঘ)
৩৮. ব্রহ্মপুত্র নদের জন্ম কোথায়?
Ο ক) সিলেটের লুসাই পাহাড়ে
Ο খ) তিব্বতের মানস সরোবরে
Ο গ) মধ্য হিমবাহের গঙ্গোত্রী হিমবাহে
Ο ঘ) ত্রিপুরায়
সঠিক উত্তর: (খ)
৩৯. বিশ্বসভ্যতার বিশেষ বৈশিষ্ট্য হলো -
i. সব সভ্যতাই নদীর তীরে বসবাস কেন্দ্রিক
ii. ঘন বনজঙ্গলের নিকট বসবাস
iii. মরুভূমি ও পাহাড়ি অঞ্চলে বসবাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪০. মুন্সীগঞ্জের কাছে যে জলধারা মেঘনায় এসে যুক্ত হয়েছে -
i. বুড়িগঙ্গা
ii. ধলেশ্বরী
iii. গোমতী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪১. বাংলাদেশের কোন জেলা দিয়ে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করেছে?
Ο ক) পঞ্চগড়
Ο খ) কুড়িগ্রাম
Ο গ) রংপুর
Ο ঘ) লালমনিরহাট
সঠিক উত্তর: (খ)
৪২. খুলনা-বরিশাল নৌপথে কোন নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ?
Ο ক) পশুরের
Ο খ) তিস্তার
Ο গ) ব্রহ্মপুত্রের
Ο ঘ) সাঙ্গুর
সঠিক উত্তর: (ক)
৪৩. ব্রহ্মপুত্রের নতুন ধারাটি দক্ষিণ গোয়ালন্দ পর্যন্ত কী নামে পরিচিত?
Ο ক) গঙ্গা
Ο খ) যমুনা
Ο গ) ধলেশ্বরী
Ο ঘ) কর্ণফুলী
সঠিক উত্তর: (খ)
৪৪. ‘বাংলাদেশ শিপিং কর্পোরেশন’ কত সালে প্রতিষ্ঠা করা হয়?
Ο ক) ১৯৭২
Ο খ) ১৯৭৩
Ο গ) ১৯৭৪
Ο ঘ) ১৯৮০
সঠিক উত্তর: (ক)
৪৫. মেঘনা নদীর জন্ম কোন জেলায়?
Ο ক) সুনামগঞ্জ
Ο খ) সিলেট
Ο গ) ব্রাহ্মণবাড়িয়া
Ο ঘ) মৌলভীবাজার
সঠিক উত্তর: (খ)
৪৬. পশুর নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার?
Ο ক) ২০৭
Ο খ) ১৪২
Ο গ) ২১৮
Ο ঘ) ১৮০
সঠিক উত্তর: (খ)
৪৭. বাংলাদেশে কোন অংশে গরান বনভূমি অবস্থিত?
Ο ক) উত্তর-পূর্বাংশে
Ο খ) উত্তর-পশ্চিমাংশে
Ο গ) দক্ষিণ-পূর্বাংশে
Ο ঘ) দক্ষিণ-পশ্চিমাংশে
সঠিক উত্তর: (ঘ)
৪৮. নদীর পানি কমে গেলে অস্তিত্ব বিপন্ন হতে পারে -
i. মাছ ও পশুপাখির
ii. মানুষ ও জীবজন্তুর
iii. গাছপালা ও তরুলতার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৯. কোন নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়ে?
Ο ক) পদ্মা
Ο খ) মেঘনা
Ο গ) কর্ণফুলী
Ο ঘ) যমুনা
সঠিক উত্তর: (গ)
৫০. মেঘনার উপনদী কোনটি?
Ο ক) বুড়িগঙ্গা
Ο খ) করতোয়া
Ο গ) আত্রাই
Ο ঘ) গোমতী
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ক্রান্তীয় পাতাঝরা বনভূমিতে বছরের কোন সময় গাছের পাতা সম্পূর্ণ ঝরে যায়?
Ο ক) গ্রীষ্মকালে
Ο খ) শীতকালে
Ο গ) শরৎকালে
Ο ঘ) বসন্তকালে
সঠিক উত্তর: (খ)
২. তিস্তা নদীর উৎপত্তি কোথায়?
Ο ক) সিলেটে লুসাই পাহাড়ে
Ο খ) সিলেটের জয়ন্তিয়া সরোবরে
Ο গ) পার্বত্য চট্টগ্রামে
Ο ঘ) সিকিমের পার্বত্য অঞ্চলে
সঠিক উত্তর: (ঘ)
৩. কোন সংস্থা যাত্রীবাহী জলযানের ব্যবস্থা করে থাকে?
Ο ক) আই ডব্লিউ টি এ
Ο খ) বি আই ডব্লিউ টি এ
Ο গ) বি আর টি সি
Ο ঘ) বি আর টি এ
সঠিক উত্তর: (ক)
৪. কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার?
Ο ক) ২৮০
Ο খ) ৩২০
Ο গ) ৩৪০
Ο ঘ) ৩৯০
সঠিক উত্তর: (খ)
৫. পদ্মার উপনদী কোনটি?
Ο ক) কুমার
Ο খ) ভৈরব
Ο গ) মহানন্দা
Ο ঘ) মধুমতী
সঠিক উত্তর: (গ)
৬. বাংলাদেশের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত?
Ο ক) বাকলিয়া
Ο খ) কাপ্তাই
Ο গ) তালিমাবাদ
Ο ঘ) মহেশখালী
সঠিক উত্তর: (খ)
৭. তিস্তা নদীর গতিপথ পরিবর্তনের কারণ কী?
Ο ক) ১৯৯৮ সালের প্রবল বন্যা
Ο খ) ১৯৮৮ সালের প্রবল বন্যা
Ο গ) ১৯৮৭ সালের প্রবল বন্যা
Ο ঘ) ১৮৯৭ সালের ভূমিকম্প
সঠিক উত্তর: (গ)
৮. কোন নদীটির দুইটি নাম?
Ο ক) মেঘনা
Ο খ) কর্ণফুলী
Ο গ) মাতামুহুরী
Ο ঘ) পদ্মা
সঠিক উত্তর: (ঘ)
৯. বাংলাদেশে ‘অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ’ গঠন করা হয় কত সালে?
Ο ক) ১৯৬০
Ο খ) ১৯৫৮
Ο গ) ১৯৭২
Ο ঘ) ১৯৭৩
সঠিক উত্তর: (খ)
১০. কুশিয়ারা ও সুরমা নদী আজমিরিগঞ্জের কাছে কী নামে অগ্রসর হয়েছে?
Ο ক) মেঘনা
Ο খ) যমুনা
Ο গ) কালনী
Ο ঘ) আড়িয়াল খাঁ
সঠিক উত্তর: (গ)
১১. কোন শহরটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত?
Ο ক) ঢাকা
Ο খ) সিলেট
Ο গ) গাজীপুর
Ο ঘ) নারায়ণগঞ্জ
সঠিক উত্তর: (ঘ)
১২. বাংলাদেশের সকল নদ-নদীর গন্তব্য কোথায়?
Ο ক) কৃষ্ণ সাগরে
Ο খ) আরব সাগরে
Ο গ) বঙ্গোপসাগরে
Ο ঘ) ভারত মহাসাগরে
সঠিক উত্তর: (গ)
১৩. নদী প্রবাহ হারালে ক্ষতিগ্রস্ত হবে -
i. মানুষ
ii. পশুপাখি
iii. গাছ-তরুলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪. কোন মহাদেশের দেশগুলো সহজে প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে?
Ο ক) ইউরোপ
Ο খ) আমেরিকা
Ο গ) এশিয়া
Ο ঘ) আফ্রিকা
সঠিক উত্তর: (গ)
১৫. কোনটি পৃথিবীর সবচাইতে ঘনবসতিপূর্ণ দেশ?
Ο ক) বাংলাদেশ
Ο খ) ভারত
Ο গ) চীন
Ο ঘ) মিয়ানমার
সঠিক উত্তর: (ক)
১৬. উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে বনাঞ্চলকে কতটি ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
১৭. গজারি বৃক্ষের বৈশিষ্ট্য হলো -
i. ঋতুভেদে সকল পাতা ঝরে পড়ে
ii. এর পাতাগুলো চিরসবুজ থাকে
iii. এটি লবণাক্ত মাটিতে জন্মায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮. তুলা, চা, ডাল, মরিচের উৎপাদন বেশ ভালো হয় -
i. ভারতে
ii. বাংলাদেশে
iii. মিয়ানমারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯. বাংলাদেশে নদীপথের বাণিজ্যকে কত সালে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়?
Ο ক) ১৯৬৫
Ο খ) ১৯৭০
Ο গ) ১৯৭২
Ο ঘ) ১৯৭৬
সঠিক উত্তর: (গ)
২০. কোনটির কারণে আমাদের দেশের মৎস্য সম্পদ নষ্ট হতে বাধ্য?
Ο ক) ভূতাত্ত্বিক অবস্থার
Ο খ) জলবায়ুগত অবস্থার
Ο গ) বৃষ্টি শূন্যতার
Ο ঘ) নদীর নাব্যতার
সঠিক উত্তর: (গ)
২১. কর্ণফুলীর প্রধান উপনদী হচ্ছে - i. কাসালাং ii. হালদা iii. পশুর নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২. বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎস কোন দেশ?
Ο ক) মায়ানমার
Ο খ) নেপাল
Ο গ) ভারত
Ο ঘ) ভুটান
সঠিক উত্তর: (গ)
২৩. বাংলাদেশের অর্থনীতিতে নদ-নদীর প্রভাব অপরিসীম হওয়ার কারণ -
i. নদী পরিবহন ও যোগাযোগের প্রধান মাধ্যম
ii. সেচে, শিল্পে, বিদ্যুৎ উৎপাদনে পানির প্রয়োজন হয়
iii. কৃষি, শিল্প ও ব্যবসা নদীর ওপর নির্ভারশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪. মাতামুহুরী নদীর উৎপত্তি স্থল কোথায়?
Ο ক) সাইভার পর্বত
Ο খ) লুসাই পাহাড়
Ο গ) মানস সরোবর
Ο ঘ) গঙ্গোত্রী হিমবাহ
সঠিক উত্তর: (ক)
২৫. তিস্তা নদী বাংলাদেশের কোন অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
Ο ক) পঞ্চগড়
Ο খ) ডিমলা
Ο গ) কুমিল্লা
Ο ঘ) বড়লেখা
সঠিক উত্তর: (খ)
২৬. কখন ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি ময়মনসিংহের মধ্য দিয়ে প্রবাহিত হতো?
Ο ক) ১৯৮৭ সালের আগে
Ο খ) ১৭৮৭ সালের আগে
Ο গ) ১৮১৭ সালের আগে
Ο ঘ) ১৮৮৭ সালের আগে
সঠিক উত্তর: (খ)
২৭. বাংলাদেশের নদ-নদীর সংখ্যা কতটি?
Ο ক) ৭৩০টি
Ο খ) ৬৫০টি
Ο গ) ৭০০টি
Ο ঘ) ৮০০টি
সঠিক উত্তর: (গ)
২৮. ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের কোন অঞ্চল ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছে?
Ο ক) উত্তর-পূর্বাঞ্চল
Ο খ) উত্তর-পশ্চিমাঞ্চল
Ο গ) উত্তর-দক্ষিণাঞ্চল
Ο ঘ) দক্ষিণ-পশ্চিমাঞ্চল
সঠিক উত্তর: (খ)
২৯. কখন মানুষ নদীতীরবর্তী সমতল ভূমিতে বসবাস শুরু করে?
Ο ক) প্রাচীনযুগে
Ο খ) মধ্যযুগে
Ο গ) প্রস্তুর যুগে
Ο ঘ) ব্রোঞ্জযুগে
সঠিক উত্তর: (ক)
৩০. পদ্মা নদীর জন্মস্থান কোথায়?
Ο ক) তিব্বতের মানস সরোবরে
Ο খ) সিলেটের লুসাই পাহাড়ে
Ο গ) মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে
Ο ঘ) আসামে
সঠিক উত্তর: (গ)
৩১. কুশিয়ারা কোথায় কালনীর সাথে মিলিত হয়েছে?
Ο ক) চাঁদপুরে
Ο খ) দৌলতদিয়ায়
Ο গ) সুনামগঞ্জে
Ο ঘ) আজমিরিগঞ্জের কাছে
সঠিক উত্তর: (ঘ)
৩২. বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীর নাম কী?
Ο ক) সুরমা
Ο খ) কর্ণফুলী
Ο গ) আত্রাই
Ο ঘ) মাতামুহুরী
সঠিক উত্তর: (খ)
৩৩. বাংলাদেশে যেসব অঞ্চলে রাবার চাষ শুরু হয়েছে সেগুলো হলো -
i. খাগড়াছড়ি অঞ্চলে
ii. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে
iii. সিলেট অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪. যমুনার উপনদী কোনটি?
Ο ক) আত্রাই
Ο খ) ধলেশ্বরী
Ο গ) পুনর্ভবা
Ο ঘ) শীতলক্ষ্যা
সঠিক উত্তর: (ক)
৩৫. আসামের নাগা মণিপুর অঞ্চলে কোন নদী অবস্থিত?
Ο ক) নাফ
Ο খ) সাঙ্গু
Ο গ) মাতামুহুরী
Ο ঘ) বরাক
সঠিক উত্তর: (ঘ)
৩৬. তিস্তা ব্যারেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে -
i. পানি সংরক্ষণে
ii. পানি নিষ্কাশনে
iii. বন্যা প্রতিরোধে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭. কৃষি ও শিল্পের বিকাশে কোনটির ব্যবহার অপরিহার্য?
Ο ক) গ্যাস
Ο খ) তেল
Ο গ) কীটনাশক
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (ঘ)
৩৮. ব্রহ্মপুত্র নদের জন্ম কোথায়?
Ο ক) সিলেটের লুসাই পাহাড়ে
Ο খ) তিব্বতের মানস সরোবরে
Ο গ) মধ্য হিমবাহের গঙ্গোত্রী হিমবাহে
Ο ঘ) ত্রিপুরায়
সঠিক উত্তর: (খ)
৩৯. বিশ্বসভ্যতার বিশেষ বৈশিষ্ট্য হলো -
i. সব সভ্যতাই নদীর তীরে বসবাস কেন্দ্রিক
ii. ঘন বনজঙ্গলের নিকট বসবাস
iii. মরুভূমি ও পাহাড়ি অঞ্চলে বসবাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪০. মুন্সীগঞ্জের কাছে যে জলধারা মেঘনায় এসে যুক্ত হয়েছে -
i. বুড়িগঙ্গা
ii. ধলেশ্বরী
iii. গোমতী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪১. বাংলাদেশের কোন জেলা দিয়ে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করেছে?
Ο ক) পঞ্চগড়
Ο খ) কুড়িগ্রাম
Ο গ) রংপুর
Ο ঘ) লালমনিরহাট
সঠিক উত্তর: (খ)
৪২. খুলনা-বরিশাল নৌপথে কোন নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ?
Ο ক) পশুরের
Ο খ) তিস্তার
Ο গ) ব্রহ্মপুত্রের
Ο ঘ) সাঙ্গুর
সঠিক উত্তর: (ক)
৪৩. ব্রহ্মপুত্রের নতুন ধারাটি দক্ষিণ গোয়ালন্দ পর্যন্ত কী নামে পরিচিত?
Ο ক) গঙ্গা
Ο খ) যমুনা
Ο গ) ধলেশ্বরী
Ο ঘ) কর্ণফুলী
সঠিক উত্তর: (খ)
৪৪. ‘বাংলাদেশ শিপিং কর্পোরেশন’ কত সালে প্রতিষ্ঠা করা হয়?
Ο ক) ১৯৭২
Ο খ) ১৯৭৩
Ο গ) ১৯৭৪
Ο ঘ) ১৯৮০
সঠিক উত্তর: (ক)
৪৫. মেঘনা নদীর জন্ম কোন জেলায়?
Ο ক) সুনামগঞ্জ
Ο খ) সিলেট
Ο গ) ব্রাহ্মণবাড়িয়া
Ο ঘ) মৌলভীবাজার
সঠিক উত্তর: (খ)
৪৬. পশুর নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার?
Ο ক) ২০৭
Ο খ) ১৪২
Ο গ) ২১৮
Ο ঘ) ১৮০
সঠিক উত্তর: (খ)
৪৭. বাংলাদেশে কোন অংশে গরান বনভূমি অবস্থিত?
Ο ক) উত্তর-পূর্বাংশে
Ο খ) উত্তর-পশ্চিমাংশে
Ο গ) দক্ষিণ-পূর্বাংশে
Ο ঘ) দক্ষিণ-পশ্চিমাংশে
সঠিক উত্তর: (ঘ)
৪৮. নদীর পানি কমে গেলে অস্তিত্ব বিপন্ন হতে পারে -
i. মাছ ও পশুপাখির
ii. মানুষ ও জীবজন্তুর
iii. গাছপালা ও তরুলতার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৯. কোন নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়ে?
Ο ক) পদ্মা
Ο খ) মেঘনা
Ο গ) কর্ণফুলী
Ο ঘ) যমুনা
সঠিক উত্তর: (গ)
৫০. মেঘনার উপনদী কোনটি?
Ο ক) বুড়িগঙ্গা
Ο খ) করতোয়া
Ο গ) আত্রাই
Ο ঘ) গোমতী
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BGS