ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ১২ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. আমদানি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ সবসময়ই কোন অবস্থায় থাকে?
Ο ক) সামঞ্জস্যপূর্ণ
Ο খ) অনুকূলে
Ο গ) ঘাটতি
Ο ঘ) লাভজনক
সঠিক উত্তর: (গ)
২. বর্তমানে বাংলাদেশকে কোন ধরনের দেশ হিসেবে আখ্যায়িত করা যায়?
Ο ক) শিল্পপ্রধান দেশ
Ο খ) কৃষিপ্রধান দেশ
Ο গ) কৃষি ও শিল্পপ্রধান দেশ
Ο ঘ) কৃষি ও শিল্পনির্ভর দেশ
সঠিক উত্তর: (ঘ)
৩. নতুন শিল্প স্থাপনে বড় প্রতিবন্ধকতা -
i. বিদেশি সাহায্য ও অনুদানের অভাব
ii. দক্ষ উদ্যোক্তা ও পুঁজির অভাব
iii. শিল্প সহায়ক অবকাঠামোগত দুর্বলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪. উন্নত দেশ বাণিজ্যের ক্ষেত্রে অন্যান্য দেশের সাথে কেমন সম্পর্ক গড়তে পারে?
Ο ক) অনুকূল
Ο খ) প্রতিকূল
Ο গ) সামঞ্জস্যপূর্ণ
Ο ঘ) সৌহার্দ্যপূর্ণ
সঠিক উত্তর: (ক)
৫. কোনটি সামাজিক অবকাঠামোর অন্তর্ভুক্ত?
Ο ক) পরিবহণ
Ο খ) বিদ্যুৎ
Ο গ) বিমা
Ο ঘ) স্বাস্থ্য
সঠিক উত্তর: (ঘ)
৬. সাধারণ শ্রমিকদের উৎপাদনশীলতা অল্পের কারণ হলো -
i. জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার
ii. জনগণের সাক্ষরতার নিম্নহার
iii. কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতার অভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭. কৃষিক্ষেত্রে জমিদারি প্রথা চালু হয় কোন বন্দোবস্তের মাধ্যমে?
Ο ক) একসনা
Ο খ) পাঁচসনা
Ο গ) দশসনা
Ο ঘ) চিরস্থায়ী
সঠিক উত্তর: (ঘ)
৮. আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ক্ষেত্রে বলা যায় -
i. আন্তর্জাতিক বাণিজ্যের ঘাটতি দেশ
ii. রপ্তানি বাণিজ্যে প্রধানত উন্নত দেশগুলোর সাথে সম্পন্ন হয়
iii. সার্কভুক্ত দেশগুলোর সাথেও রপ্তানি বাণিজ্য রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯. অর্থনীতির খাত বলতে অর্থনীতিতে বোঝায় অর্থনীতির বিভিন্ন -
i. শাখাকে
ii. অংশকে
iii. বৈশিষ্ট্যকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০. কোনটি উন্নত দেশ?
Ο ক) ভারত
Ο খ) সুইডেন
Ο গ) তুরস্ক
Ο ঘ) ব্রাজিল
সঠিক উত্তর: (খ)
১১. মাথাপিছু আয়ের ভিত্তিতে নরওয়ে কী ধরনের দেশ?
Ο ক) মধ্য আয়ের
Ο খ) উচ্চ আয়ের
Ο গ) উচ্চ মধ্য আয়ের
Ο ঘ) নিম্ন মধ্য আয়ের
সঠিক উত্তর: (খ)
১২. আমাদের দেশে অর্থনীতিতে এখনো অন্যতম প্রধান খাত কী?
Ο ক) কৃষি
Ο খ) শিল্প
Ο গ) ব্যবসায়
Ο ঘ) সেবা
সঠিক উত্তর: (ক)
১৩. কত সালে জাতীয় কৃষিনীতি প্রণয়ন করা হয়েছে?
Ο ক) ১৯৯৭
Ο খ) ১৯৯৮
Ο গ) ১৯৯৯
Ο ঘ) ২০০০
সঠিক উত্তর: (গ)
১৪. দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানা যায় কোন হিসাব থেকে?
Ο ক) জাতীয় আয়
Ο খ) জাতীয় ব্যয়
Ο গ) জাতীয় উৎপাদন
Ο ঘ) নিট জাতীয় উৎপাদন
সঠিক উত্তর: (ঘ)
১৫. সুইজারল্যান্য ও ফ্রান্সের জনগণের মাথাপিছু আয় সর্বোচ্চ। এ দুটি দেশ কোনটিতে উন্নত?
Ο ক) শিল্পে
Ο খ) কৃষিতে
Ο গ) বাণিজ্যে
Ο ঘ) শিল্প ও বাণিজ্যে
সঠিক উত্তর: (ঘ)
১৬. উন্নত দেশসমূহ যতই উন্নতির পথে অগ্রসর হয় ততই তাদের -
i. ব্যবস্থাপনা উন্নত হয়
ii. উৎপাদন পদ্ধতি উন্নত হয়
iii. কৃষি ব্যবস্থা আধুনিক হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭. মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে বিশ্বব্যাংক পৃথিবীর দেশগুলোকে কয় ভাগে বিভক্ত করেছে?
Ο ক) দুই ভাগে
Ο খ) তিন ভাগে
Ο গ) চার ভাগে
Ο ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (খ)
১৮. বাংলাদেশের শিক্ষায় জেন্ডার সমতা, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস পেয়েছে। এক্ষেত্রে বাংলাদেশকে কী ধরনের দেশের অন্তর্ভুক্ত করা যায়?
Ο ক) উন্নত
Ο খ) উন্নয়নশীল
Ο গ) স্বল্পোন্নত
Ο ঘ) অনুন্নত
সঠিক উত্তর: (খ)
১৯. আর্থসামাজিক উন্নয়নের জন্য বাংলাদেশ অতিমাত্রায় যেটির ওপর নির্ভরশীল -
i. বৈদেশিক ঋণের ওপর
ii. বৈদেশিক অনুদানের ওপর
iii. দেশীয় আর্থিক প্রতিষ্ঠানের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০. দেশে অবস্থিত বিদেশি জনগণের আয় বেশি হলে কী ঘটবে?
Ο ক) GDP > GNP
Ο খ) GDP < GNP
Ο গ) GDP = GNP
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
২১. কী কারণে দেশের উন্নয়নে শিক্ষিত জনগোষ্ঠী আশানুরূপ অবদান রাখতে পারে না?
Ο ক) শিক্ষা ব্যবস্থায় ত্রুটি
Ο খ) অহংকারী হয়ে ওঠে
Ο গ) সুযোগের অভাব
Ο ঘ) কাজে ফাঁকি দেয়
সঠিক উত্তর: (ক)
২২. কোন সংস্থা মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে বিভক্ত করেছে?
Ο ক) জাতিসংঘ
Ο খ) এশিয়া উন্নয়ন ব্যাংক
Ο গ) বিশ্বব্যাংক
Ο ঘ) কেন্দ্রীয় ব্যাংক
সঠিক উত্তর: (গ)
২৩. দেশের শ্রমশক্তির মোট কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত?
Ο ক) ১৭.৩১
Ο খ) ২৪.৭৩
Ο গ) ২৮.৪০
Ο ঘ) ৪৩.৬০
সঠিক উত্তর: (ঘ)
২৪. কয়টি উপাদান থেকে একটি দেশের জাতীয় আয় হিসাব করা হয়?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)
২৫. জাতীয় সম্পদ হিসাবের সময় -
i. দেশের ভিতরের বিদেশি মালিকানাধীন সম্পদ বাদ দিতে হয়
ii. বিদেশি দেশি মালিকানাধীন সম্পদ যোগ করা হয়
iii. বিদেশি দেশি মালিকানাধীন সম্পদ বাদ দিতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬. ‘জাতীয় শিল্পনীতি - ২০১০’ এ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে -
i. ছাত্র ভর্তির ক্ষেত্রে
ii. ছাত্র উপস্থিতির হার বৃদ্ধির ক্ষেত্রে
iii. ঝড়ে পড়া রোধে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭. ২০০৫-০৬ সালে কৃষিখাতে অবদান হ্রাস পাওয়ার কারণ কোনটি হতে পারে বলে তুমি মনে কর?
Ο ক) কৃষিখাতে সরকারি ঋণ হ্রাস পেয়েছে
Ο খ) কৃষি উৎপাদন পূর্বের তুলনায় কমেছে
Ο গ) কৃষিখাতে কাঁচামালের মূল্য বৃদ্ধি পেয়েছে
Ο ঘ) কৃষির তুলনায় অন্যান্য খাতে উৎপাদন বেড়েছে
সঠিক উত্তর: (ঘ)
২৮. প্রধানত ব্যয়কারীদের কয়টি শ্রেণিতে বিন্যাস করা যায়?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (খ)
২৯. বাংলাদেশে দারিদ্রসীমার নিচে অবস্থান করছে কত অংশ লোক?
Ο ক) এক-পঞ্চমাংশ
Ο খ) দুই-পঞ্চমাংশ
Ο গ) দুই-তৃতীয়াংশ
Ο ঘ) এক-চতুর্থাংশ
সঠিক উত্তর: (খ)
৩০. জাপানের মাথাপিছু আয় কত?
Ο ক) ৩২৭৭৮ মার্কিন ডলার
Ο খ) ৪২১৫০ মার্কিন ডলার
Ο গ) ৩৬০৩১ মার্কিন ডলার
Ο ঘ) ৩৮৭৪৯ মার্কিন ডলার
সঠিক উত্তর: (খ)
৩১. আমাদের জাতীয় উৎপাদনের কত ভাগ কৃষি থেকে আসে?
Ο ক) প্রায় ২১%
Ο খ) প্রায় ১৯.৯৫%
Ο গ) প্রায় ৩৫%
Ο ঘ) প্রায় ৪০%
সঠিক উত্তর: (খ)
৩২. ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয় কত ছিল?
Ο ক) ৫৮,০০০ টাকা
Ο খ) ৫৮,০০০ ডলার
Ο গ) ৮১৮ টাকা
Ο ঘ) ৮৯০ ডলার
সঠিক উত্তর: (ক)
৩৩. (মোট দেশজ উৎপাদন + বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয়) - দেশে অবস্থানরত বিদেশিদের আয় = ?
Ο ক) মোট উৎপাদন
Ο খ) মোট জাতীয় উৎপাদন
Ο গ) মোট দেশজ আয়
Ο ঘ) মোট আয়
সঠিক উত্তর: (খ)
৩৪. খনিজ সম্পদ কোনটি?
Ο ক) সিলিকা বালু
Ο খ) নদনদীর পানি
Ο গ) সামুদ্রিক মাছ
Ο ঘ) সুন্দরী কাঠ
সঠিক উত্তর: (ক)
৩৫. জাপানের মাথাপিছু মোট জাতীয় আয় কত ইউএস ডলার?
Ο ক) ৫৩,৬১৯ ডলার
Ο খ) ৪২,১৫০ ডলার
Ο গ) ২৪,১৫০ ডলার
Ο ঘ) ২৪,৯৪০ ডলার
সঠিক উত্তর: (খ)
৩৬. ২০১০-১১ অর্থবছরে শতকরা কত ভাগ সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়েছে?
Ο ক) ৪.০১ ভাগ
Ο খ) ৪.১৫ ভাগ
Ο গ) ৬.১৫ ভাগ
Ο ঘ) ৬.০৯ ভাগ
সঠিক উত্তর: (ক)
৩৭. অনুন্নত দেশে প্রাধান্য দেখা যায় -
i. কুটির শিল্পের
ii. ভারী শিল্পের
iii. ক্ষুদ্র শিল্পের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) iii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৮. স্বল্পোন্নত দেশ বলা হয় - i. নেপালকে ii. বাংলাদেশকে iii. ভারতকে নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
৩৯. অবকাঠামোর জন্য অত্যাবশ্যক -
i. সিমেন্ট শিল্প
ii. বিদ্যুৎ উৎপাদন
iii. জ্বালানি শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪০. সেবা খাতের অন্তর্গত কোনটি?
Ο ক) হাসপাতাল
Ο খ) ব্যাংক
Ο গ) বিদ্যালয়
Ο ঘ) শপিংমল
সঠিক উত্তর: (খ)
৪১. একটি দেশের অর্থনীতি ও অর্থনীতির অবস্থা জানার জন্য জানা দরকার সে দেশের -
i. মোট জাতীয় উৎপাদন সম্পর্কে
ii. নিয়োগকৃত মোট শ্রম ও মূলধন সম্পর্কে
iii. মাথাপিছু জাতীয় উৎপাদন সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪২. অনুন্নত দেশে জনগণের বৃহত্তর অংশই বঞ্চিত হয় -
i. শিক্ষা থেকে
ii. স্বাস্থ্য থেকে
iii. যোগাযোগ সেবা থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৩. দেশের দ্রুত শিল্পায়ন নিশ্চিত করার জন্য সরকার কোন শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে?
Ο ক) পাট শিল্প
Ο খ) ক্ষুদ্র শিল্প
Ο গ) মাঝারি শিল্প
Ο ঘ) বৃহৎ শিল্প
সঠিক উত্তর: (খ)
৪৪. সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কোন দেশে বাংলাদেশের রপ্তানির পরিমাণ সর্বোচ্চ?
Ο ক) ভারতে
Ο খ) পাকিস্তানে
Ο গ) নেপালে
Ο ঘ) শ্রীলঙ্কায়
সঠিক উত্তর: (ক)
৪৫. বিশ্বের যেকোনো অর্থনীতিকে প্রধান কয়টি খাতে ভাগ করা যায়?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
৪৬. মোট জাতীয় উৎপাদনের অংশ কোনটি?
Ο ক) নিট জাতীয় উৎপাদন
Ο খ) মাথাপিছু আয়
Ο গ) রপ্তানি
Ο ঘ) দেশি ও বিদেশি আয়সমূহ
সঠিক উত্তর: (ক)
৪৭. মোট জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে একটি গার্মেন্টস কারখানার কোন দ্রব্যটির দাম বিবেচনা করা হয়?
Ο ক) তুলা
Ο খ) সুতা
Ο গ) কাপড়
Ο ঘ) শার্ট
সঠিক উত্তর: (ঘ)
৪৮. ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিল?
Ο ক) ৩৭৭ মার্কিন ডলার
Ο খ) ৮১৮ মার্কিন ডলার
Ο গ) ৮১৮ মার্কিন ডলার
Ο ঘ) ৮৮০ মার্কিন ডলার
সঠিক উত্তর: (খ)
৪৯. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের কম ভূমিকার প্রভাব -
i. যৌতুক প্রথার বৃদ্ধি
ii. পারিবারিক সহিংসতা
iii. অধিকসংখ্যক সন্তানের জন্মদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫০. কত সালে পলাশী যুদ্ধ সংঘটিত হয়?
Ο ক) ১৬৫৭
Ο খ) ১৭৩৯
Ο গ) ১৭৫৭
Ο ঘ) ১৮৫৭
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. আমদানি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ সবসময়ই কোন অবস্থায় থাকে?
Ο ক) সামঞ্জস্যপূর্ণ
Ο খ) অনুকূলে
Ο গ) ঘাটতি
Ο ঘ) লাভজনক
সঠিক উত্তর: (গ)
২. বর্তমানে বাংলাদেশকে কোন ধরনের দেশ হিসেবে আখ্যায়িত করা যায়?
Ο ক) শিল্পপ্রধান দেশ
Ο খ) কৃষিপ্রধান দেশ
Ο গ) কৃষি ও শিল্পপ্রধান দেশ
Ο ঘ) কৃষি ও শিল্পনির্ভর দেশ
সঠিক উত্তর: (ঘ)
৩. নতুন শিল্প স্থাপনে বড় প্রতিবন্ধকতা -
i. বিদেশি সাহায্য ও অনুদানের অভাব
ii. দক্ষ উদ্যোক্তা ও পুঁজির অভাব
iii. শিল্প সহায়ক অবকাঠামোগত দুর্বলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪. উন্নত দেশ বাণিজ্যের ক্ষেত্রে অন্যান্য দেশের সাথে কেমন সম্পর্ক গড়তে পারে?
Ο ক) অনুকূল
Ο খ) প্রতিকূল
Ο গ) সামঞ্জস্যপূর্ণ
Ο ঘ) সৌহার্দ্যপূর্ণ
সঠিক উত্তর: (ক)
৫. কোনটি সামাজিক অবকাঠামোর অন্তর্ভুক্ত?
Ο ক) পরিবহণ
Ο খ) বিদ্যুৎ
Ο গ) বিমা
Ο ঘ) স্বাস্থ্য
সঠিক উত্তর: (ঘ)
৬. সাধারণ শ্রমিকদের উৎপাদনশীলতা অল্পের কারণ হলো -
i. জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার
ii. জনগণের সাক্ষরতার নিম্নহার
iii. কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতার অভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭. কৃষিক্ষেত্রে জমিদারি প্রথা চালু হয় কোন বন্দোবস্তের মাধ্যমে?
Ο ক) একসনা
Ο খ) পাঁচসনা
Ο গ) দশসনা
Ο ঘ) চিরস্থায়ী
সঠিক উত্তর: (ঘ)
৮. আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ক্ষেত্রে বলা যায় -
i. আন্তর্জাতিক বাণিজ্যের ঘাটতি দেশ
ii. রপ্তানি বাণিজ্যে প্রধানত উন্নত দেশগুলোর সাথে সম্পন্ন হয়
iii. সার্কভুক্ত দেশগুলোর সাথেও রপ্তানি বাণিজ্য রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯. অর্থনীতির খাত বলতে অর্থনীতিতে বোঝায় অর্থনীতির বিভিন্ন -
i. শাখাকে
ii. অংশকে
iii. বৈশিষ্ট্যকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০. কোনটি উন্নত দেশ?
Ο ক) ভারত
Ο খ) সুইডেন
Ο গ) তুরস্ক
Ο ঘ) ব্রাজিল
সঠিক উত্তর: (খ)
১১. মাথাপিছু আয়ের ভিত্তিতে নরওয়ে কী ধরনের দেশ?
Ο ক) মধ্য আয়ের
Ο খ) উচ্চ আয়ের
Ο গ) উচ্চ মধ্য আয়ের
Ο ঘ) নিম্ন মধ্য আয়ের
সঠিক উত্তর: (খ)
১২. আমাদের দেশে অর্থনীতিতে এখনো অন্যতম প্রধান খাত কী?
Ο ক) কৃষি
Ο খ) শিল্প
Ο গ) ব্যবসায়
Ο ঘ) সেবা
সঠিক উত্তর: (ক)
১৩. কত সালে জাতীয় কৃষিনীতি প্রণয়ন করা হয়েছে?
Ο ক) ১৯৯৭
Ο খ) ১৯৯৮
Ο গ) ১৯৯৯
Ο ঘ) ২০০০
সঠিক উত্তর: (গ)
১৪. দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানা যায় কোন হিসাব থেকে?
Ο ক) জাতীয় আয়
Ο খ) জাতীয় ব্যয়
Ο গ) জাতীয় উৎপাদন
Ο ঘ) নিট জাতীয় উৎপাদন
সঠিক উত্তর: (ঘ)
১৫. সুইজারল্যান্য ও ফ্রান্সের জনগণের মাথাপিছু আয় সর্বোচ্চ। এ দুটি দেশ কোনটিতে উন্নত?
Ο ক) শিল্পে
Ο খ) কৃষিতে
Ο গ) বাণিজ্যে
Ο ঘ) শিল্প ও বাণিজ্যে
সঠিক উত্তর: (ঘ)
১৬. উন্নত দেশসমূহ যতই উন্নতির পথে অগ্রসর হয় ততই তাদের -
i. ব্যবস্থাপনা উন্নত হয়
ii. উৎপাদন পদ্ধতি উন্নত হয়
iii. কৃষি ব্যবস্থা আধুনিক হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭. মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে বিশ্বব্যাংক পৃথিবীর দেশগুলোকে কয় ভাগে বিভক্ত করেছে?
Ο ক) দুই ভাগে
Ο খ) তিন ভাগে
Ο গ) চার ভাগে
Ο ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (খ)
১৮. বাংলাদেশের শিক্ষায় জেন্ডার সমতা, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস পেয়েছে। এক্ষেত্রে বাংলাদেশকে কী ধরনের দেশের অন্তর্ভুক্ত করা যায়?
Ο ক) উন্নত
Ο খ) উন্নয়নশীল
Ο গ) স্বল্পোন্নত
Ο ঘ) অনুন্নত
সঠিক উত্তর: (খ)
১৯. আর্থসামাজিক উন্নয়নের জন্য বাংলাদেশ অতিমাত্রায় যেটির ওপর নির্ভরশীল -
i. বৈদেশিক ঋণের ওপর
ii. বৈদেশিক অনুদানের ওপর
iii. দেশীয় আর্থিক প্রতিষ্ঠানের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০. দেশে অবস্থিত বিদেশি জনগণের আয় বেশি হলে কী ঘটবে?
Ο ক) GDP > GNP
Ο খ) GDP < GNP
Ο গ) GDP = GNP
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
২১. কী কারণে দেশের উন্নয়নে শিক্ষিত জনগোষ্ঠী আশানুরূপ অবদান রাখতে পারে না?
Ο ক) শিক্ষা ব্যবস্থায় ত্রুটি
Ο খ) অহংকারী হয়ে ওঠে
Ο গ) সুযোগের অভাব
Ο ঘ) কাজে ফাঁকি দেয়
সঠিক উত্তর: (ক)
২২. কোন সংস্থা মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে বিভক্ত করেছে?
Ο ক) জাতিসংঘ
Ο খ) এশিয়া উন্নয়ন ব্যাংক
Ο গ) বিশ্বব্যাংক
Ο ঘ) কেন্দ্রীয় ব্যাংক
সঠিক উত্তর: (গ)
২৩. দেশের শ্রমশক্তির মোট কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত?
Ο ক) ১৭.৩১
Ο খ) ২৪.৭৩
Ο গ) ২৮.৪০
Ο ঘ) ৪৩.৬০
সঠিক উত্তর: (ঘ)
২৪. কয়টি উপাদান থেকে একটি দেশের জাতীয় আয় হিসাব করা হয়?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)
২৫. জাতীয় সম্পদ হিসাবের সময় -
i. দেশের ভিতরের বিদেশি মালিকানাধীন সম্পদ বাদ দিতে হয়
ii. বিদেশি দেশি মালিকানাধীন সম্পদ যোগ করা হয়
iii. বিদেশি দেশি মালিকানাধীন সম্পদ বাদ দিতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬. ‘জাতীয় শিল্পনীতি - ২০১০’ এ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে -
i. ছাত্র ভর্তির ক্ষেত্রে
ii. ছাত্র উপস্থিতির হার বৃদ্ধির ক্ষেত্রে
iii. ঝড়ে পড়া রোধে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭. ২০০৫-০৬ সালে কৃষিখাতে অবদান হ্রাস পাওয়ার কারণ কোনটি হতে পারে বলে তুমি মনে কর?
Ο ক) কৃষিখাতে সরকারি ঋণ হ্রাস পেয়েছে
Ο খ) কৃষি উৎপাদন পূর্বের তুলনায় কমেছে
Ο গ) কৃষিখাতে কাঁচামালের মূল্য বৃদ্ধি পেয়েছে
Ο ঘ) কৃষির তুলনায় অন্যান্য খাতে উৎপাদন বেড়েছে
সঠিক উত্তর: (ঘ)
২৮. প্রধানত ব্যয়কারীদের কয়টি শ্রেণিতে বিন্যাস করা যায়?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (খ)
২৯. বাংলাদেশে দারিদ্রসীমার নিচে অবস্থান করছে কত অংশ লোক?
Ο ক) এক-পঞ্চমাংশ
Ο খ) দুই-পঞ্চমাংশ
Ο গ) দুই-তৃতীয়াংশ
Ο ঘ) এক-চতুর্থাংশ
সঠিক উত্তর: (খ)
৩০. জাপানের মাথাপিছু আয় কত?
Ο ক) ৩২৭৭৮ মার্কিন ডলার
Ο খ) ৪২১৫০ মার্কিন ডলার
Ο গ) ৩৬০৩১ মার্কিন ডলার
Ο ঘ) ৩৮৭৪৯ মার্কিন ডলার
সঠিক উত্তর: (খ)
৩১. আমাদের জাতীয় উৎপাদনের কত ভাগ কৃষি থেকে আসে?
Ο ক) প্রায় ২১%
Ο খ) প্রায় ১৯.৯৫%
Ο গ) প্রায় ৩৫%
Ο ঘ) প্রায় ৪০%
সঠিক উত্তর: (খ)
৩২. ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয় কত ছিল?
Ο ক) ৫৮,০০০ টাকা
Ο খ) ৫৮,০০০ ডলার
Ο গ) ৮১৮ টাকা
Ο ঘ) ৮৯০ ডলার
সঠিক উত্তর: (ক)
৩৩. (মোট দেশজ উৎপাদন + বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয়) - দেশে অবস্থানরত বিদেশিদের আয় = ?
Ο ক) মোট উৎপাদন
Ο খ) মোট জাতীয় উৎপাদন
Ο গ) মোট দেশজ আয়
Ο ঘ) মোট আয়
সঠিক উত্তর: (খ)
৩৪. খনিজ সম্পদ কোনটি?
Ο ক) সিলিকা বালু
Ο খ) নদনদীর পানি
Ο গ) সামুদ্রিক মাছ
Ο ঘ) সুন্দরী কাঠ
সঠিক উত্তর: (ক)
৩৫. জাপানের মাথাপিছু মোট জাতীয় আয় কত ইউএস ডলার?
Ο ক) ৫৩,৬১৯ ডলার
Ο খ) ৪২,১৫০ ডলার
Ο গ) ২৪,১৫০ ডলার
Ο ঘ) ২৪,৯৪০ ডলার
সঠিক উত্তর: (খ)
৩৬. ২০১০-১১ অর্থবছরে শতকরা কত ভাগ সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়েছে?
Ο ক) ৪.০১ ভাগ
Ο খ) ৪.১৫ ভাগ
Ο গ) ৬.১৫ ভাগ
Ο ঘ) ৬.০৯ ভাগ
সঠিক উত্তর: (ক)
৩৭. অনুন্নত দেশে প্রাধান্য দেখা যায় -
i. কুটির শিল্পের
ii. ভারী শিল্পের
iii. ক্ষুদ্র শিল্পের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) iii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৮. স্বল্পোন্নত দেশ বলা হয় - i. নেপালকে ii. বাংলাদেশকে iii. ভারতকে নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
৩৯. অবকাঠামোর জন্য অত্যাবশ্যক -
i. সিমেন্ট শিল্প
ii. বিদ্যুৎ উৎপাদন
iii. জ্বালানি শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪০. সেবা খাতের অন্তর্গত কোনটি?
Ο ক) হাসপাতাল
Ο খ) ব্যাংক
Ο গ) বিদ্যালয়
Ο ঘ) শপিংমল
সঠিক উত্তর: (খ)
৪১. একটি দেশের অর্থনীতি ও অর্থনীতির অবস্থা জানার জন্য জানা দরকার সে দেশের -
i. মোট জাতীয় উৎপাদন সম্পর্কে
ii. নিয়োগকৃত মোট শ্রম ও মূলধন সম্পর্কে
iii. মাথাপিছু জাতীয় উৎপাদন সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪২. অনুন্নত দেশে জনগণের বৃহত্তর অংশই বঞ্চিত হয় -
i. শিক্ষা থেকে
ii. স্বাস্থ্য থেকে
iii. যোগাযোগ সেবা থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৩. দেশের দ্রুত শিল্পায়ন নিশ্চিত করার জন্য সরকার কোন শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে?
Ο ক) পাট শিল্প
Ο খ) ক্ষুদ্র শিল্প
Ο গ) মাঝারি শিল্প
Ο ঘ) বৃহৎ শিল্প
সঠিক উত্তর: (খ)
৪৪. সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কোন দেশে বাংলাদেশের রপ্তানির পরিমাণ সর্বোচ্চ?
Ο ক) ভারতে
Ο খ) পাকিস্তানে
Ο গ) নেপালে
Ο ঘ) শ্রীলঙ্কায়
সঠিক উত্তর: (ক)
৪৫. বিশ্বের যেকোনো অর্থনীতিকে প্রধান কয়টি খাতে ভাগ করা যায়?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
৪৬. মোট জাতীয় উৎপাদনের অংশ কোনটি?
Ο ক) নিট জাতীয় উৎপাদন
Ο খ) মাথাপিছু আয়
Ο গ) রপ্তানি
Ο ঘ) দেশি ও বিদেশি আয়সমূহ
সঠিক উত্তর: (ক)
৪৭. মোট জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে একটি গার্মেন্টস কারখানার কোন দ্রব্যটির দাম বিবেচনা করা হয়?
Ο ক) তুলা
Ο খ) সুতা
Ο গ) কাপড়
Ο ঘ) শার্ট
সঠিক উত্তর: (ঘ)
৪৮. ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিল?
Ο ক) ৩৭৭ মার্কিন ডলার
Ο খ) ৮১৮ মার্কিন ডলার
Ο গ) ৮১৮ মার্কিন ডলার
Ο ঘ) ৮৮০ মার্কিন ডলার
সঠিক উত্তর: (খ)
৪৯. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের কম ভূমিকার প্রভাব -
i. যৌতুক প্রথার বৃদ্ধি
ii. পারিবারিক সহিংসতা
iii. অধিকসংখ্যক সন্তানের জন্মদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫০. কত সালে পলাশী যুদ্ধ সংঘটিত হয়?
Ο ক) ১৬৫৭
Ο খ) ১৭৩৯
Ο গ) ১৭৫৭
Ο ঘ) ১৮৫৭
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BGS