ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ৯: রেওয়ামিল (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. বিক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে কোন হিসাব ধরে ডেবিট করতে হবে?
Ο ক) পাওনাদার হিসাব
Ο খ) দেনাদার হিসাব
Ο গ) প্রদত্ত বাট্টা হিসাব
Ο ঘ) প্রাপ্ত বাট্টা হিসাব
সঠিক উত্তর: (খ)
২. প্রদত্ত ঋণের সুদ রেওয়ামিলের কোন দিকে বসে?
Ο ক) ডেবিট দিকে
Ο খ) ক্রেডিট দিকে
Ο গ) উভয় দিকে
Ο ঘ) যেকোনো একদিকে
সঠিক উত্তর: (খ)
৩. রেওয়ামিলে লিপিবদ্ধ করা হয় ----।
Ο ক) খতিয়ান করার পূর্বে
Ο খ) জাবেদা করার পর
Ο গ) জাবেদা ও খতিয়ান করার পর
Ο ঘ) আর্থিক বিবরণী তৈরির পর
সঠিক উত্তর: (গ)
৪. খতিয়ানের উদ্বৃত্ত থেকে তৈরি করা হয় -
i. বিশদ আয় বিবরণী
ii. আর্থিক বিবরণী
iii. রেওয়ামিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫. রেওয়ামিলে একটি হিসাবের ডেবিট জের ১৩০ টাকা ভুলে ক্রেডিট কলামে লেখা হয়েছে। অন্যান্য সবকিছু ঠিক থাকলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?
Ο ক) ৬৫ টাকা
Ο খ) ১৩০ টাকা
Ο গ) ৩১০ টাকা
Ο ঘ) ২৬০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৬. কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসবে?
Ο ক) ঋণপত্র
Ο খ) বিনিয়োগের সুদ
Ο গ) প্রাপ্য বিল
Ο ঘ) ক্রয় ফেরত
সঠিক উত্তর: (গ)
৭. লেনদেনের দুটি পক্ষের মধ্যে শুধুমাত্র একটি পক্ষের খতিয়ান হিসাব করলে কোনটি ঘটে?
i. বাদ পড়ার ভুল
ii. লেখার পড়া
iii. করণিক ভুল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮. সাধারণ সঞ্চিতি ও কুঋন সঞ্চিতি -
Ο ক) একই কথা
Ο খ) একই কথা নয়
Ο গ) বিবিধ দেনাদারের ওপর করতে হয়
Ο ঘ) বিবিধ পাওনাদারের ওপর করতে হয়
সঠিক উত্তর: (খ)
৯. নিম্নলিখিত কোন ভুলটি রেওয়ামিলের মাধ্যমে উদঘাটিত হবে?
Ο ক) করিমের নিকট প্রাপ্ত ৫৭৪ টাকার চেক সনির হিসাবে ৪৭৫ টাকায় লেখা হয়
Ο খ) বিক্রয় সংক্রান্ত খরচ পরিবহন হিসাবে লিপিবদ্ধ করা হয়
Ο গ) ৩০০ টাকার ধারে বিক্রিত পণ্য ৩০ টাকা লেখা হয়
Ο ঘ) ২৫০ টাকার ক্রয় সম্পূর্ণভাবে হিসাবে লেখা বাদ পড়ে
সঠিক উত্তর: (ক)
১০. কোনটি রেওয়ামিলের ক্রেডিট ঘরে বসে?
Ο ক) নিশ্চিত হিসাব
Ο খ) বকেয়া ভাড়া/ক্রয় বাট্টা
Ο গ) বিজ্ঞাপন
Ο ঘ) জীবনবীমা
সঠিক উত্তর: (খ)
১১. সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে সাধারণত -
i. ডেবিট কলামে লেখা হয়
ii. ক্রেডিট কলামে লেখা হয়
iii. কোনো কলামেই লেখা হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২. রেওয়ামিল প্রকৃতপক্ষে -
Ο ক) একটি পরিপূর্ণ হিসাব
Ο খ) কোন হিসাব নয়
Ο গ) হিসাবচক্রের প্রাথমিক স্তর
Ο ঘ) হিসাবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ
সঠিক উত্তর: (খ)
১৩. অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার পদ্ধতি কয়টি?
Ο ক) ৫টি
Ο খ) ৭টি
Ο গ) ৮টি
Ο ঘ) ৯টি
সঠিক উত্তর: (খ)
১৪. কোন হিসাবটি রেওয়ামিলের ডেবিট দিকে বসে?
Ο ক) সাধারণ সঞ্চিতি
Ο খ) দেনাদার বাট্টা সঞ্চিতি
Ο গ) অনাদায়ী পাওনা সঞ্চিতি
Ο ঘ) পাওনাদার বাট্টা সঞ্চিতি
সঠিক উত্তর: (ঘ)
১৫. মি. রহমান ভুলবশত প্রতিষ্ঠানের কলকব্জা মেরামত ২,০০০ টাকা মেরামত খরচে ডেবিট না করে কলকব্জা হিসাবকে ডেবিট করেছে। এটি কী ধরনের ভুল?
Ο ক) পরিপূরক ভুল
Ο খ) বেদাখিলার ভুল
Ο গ) নীতিগত ভুল
Ο ঘ) বাদ পড়ার ভুল
সঠিক উত্তর: (গ)
১৬. কর্মচারী ও কর্মকর্তাদের অসাবধানতা যে ভুলের সৃষ্টি করে তাকে বলে -
Ο ক) লেখার ভুল
Ο খ) সম্পূরক ভুল
Ο গ) বাদ পড়ার ভুল
Ο ঘ) নীতির ভুল
সঠিক উত্তর: (ক)
১৭. বাস্তবে অনিশ্চিত হিসাব মূলত -
Ο ক) একটি বাস্তব হিসাব
Ο খ) একটি আয় হিসাব
Ο গ) একটি অস্থায়ী হিসাব
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)
১৮. সংশোধনী জাবেদায় একদিকের ভুল হলে -
i. ভুলের দিকটি সংশোধন করা হয়
ii. অপর দিকটি অনিশ্চিত হিসাবে দেখানো হয়
iii. অপরদিকটি সংশোধনী হিসাব নামে লেখা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯. পাওনাদার বাট্টা সঞ্চিতি রেওয়ামিলে লেখা হয় কীভাবে?
Ο ক) ডেবিট কলামে
Ο খ) ক্রেডিট কলামে
Ο গ) অনিশ্চিত হিসাবে
Ο ঘ) সমন্বিত হিসাবে
সঠিক উত্তর: (ক)
২০. রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না কোনটি?
Ο ক) প্রারম্ভিক মজুদ
Ο খ) উত্তোলন
Ο গ) সঞ্চিতি
Ο ঘ) সমাপনী মজুদ
সঠিক উত্তর: (ঘ)
২১. একদিকের ভুলের বৈশিষ্ট্য হলো -
i. হিসাবে একটি দিকেই ভুল হয়েছে
ii. অপর দিকটি অনিশ্চিত হিসাবে দেখানো হবে
iii. ভুলের দিকটি সংশোধন করা হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২. অনিশ্চিত হিসাব রেওয়ামিলের কোন দিকে বসে?
Ο ক) ডেবিট দিকে
Ο খ) ক্রেডিট দিকে
Ο গ) ডেবিট ও ক্রেডিট উভয় দিকে
Ο ঘ) ডেবিট/ক্রেডিট যে দিকে প্রয়োজন হয়
সঠিক উত্তর: (ঘ)
২৩. বিক্রয় হিসাবের জের ২,৭০,০০০ টাকা এবং বিক্রয় ২,০৪,০০০ টাকা। এছাড়াও বলা হয়েছে এ বছর বিবিধ দেনাদারের ওপর ১০,০০০ টাকা অনাদায়ী পাওনা ও ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। রেওয়ামিলের বিক্রয় হিসাবে কত টাকা যাবে?
Ο ক) ২,৭০,০০০ টাকা, ডেবিট
Ο খ) ২৪,৭০০ টাকা, ক্রেডিট
Ο গ) ২,৪৭,০০০ টাকা, ডেবিট
Ο ঘ) ২,০৪,০০০ টাকা, ক্রেডিট
সঠিক উত্তর: (ঘ)
২৪. ‘সাধারণ সঞ্চিতি’ ও ‘কুঋণ সঞ্চিতি’ বলতে কী বোঝায়?
Ο ক) দুটি একই অর্থ প্রকাশ করে
Ο খ) দুটি সম্পূর্ণ পৃথক
Ο গ) একটি অপরটির বিপরীত
Ο ঘ) সমন্বিত
সঠিক উত্তর: (খ)
২৫. কোন হিসাবের ব্যালেন্সটি রেওয়ামিলের ডেবিট ঘরে বসবে না?
Ο ক) বিবিধ দেনাদার
Ο খ) ব্যাংক জমার সুদ
Ο গ) নগদ জমা
Ο ঘ) ব্যাংক জমার উদ্বৃত্ত
সঠিক উত্তর: (খ)
২৬. রেওয়ামিলের গরমিল বা ভুলত্রুটি খুজে বের করার জন্য ষষ্ঠ ব্যবস্থাপত্র কি?
Ο ক) উদ্বৃত্ত নির্ণয়ে সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি না
Ο খ) উদ্বৃত্ত রেওয়ামিল সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি না
Ο গ) নগদ ও ব্যাংক হিসাবের যোগফল এবং উদ্বৃত্ত নির্ণয় সঠিক হয়েছে কি না
Ο ঘ) উদ্বৃত্ত রেওয়ামিলে সঠিকভাবে লেখা হয়েছে কি না
সঠিক উত্তর: (গ)
২৭. মুনাফাজাতীয় খরচকে মূলধনজাতীয় খরচ হিসাবে দেখানো হলে এমন ধরনের ভুলকে বলা হয় -
Ο ক) পরিপূরক ভুল
Ο খ) নীতিগত ভুল
Ο গ) লেখার ভুল
Ο ঘ) করণিক ভুল
সঠিক উত্তর: (খ)
২৮. অগ্রীম প্রাপ্ত আয় রেওয়ামিলের কোন দিকে দেখান হয়?
Ο ক) ডেবিট দিকে
Ο খ) ক্রেডিট দিকে
Ο গ) উভয় দিকে
Ο ঘ) দেখানোই হয় না
সঠিক উত্তর: (খ)
২৯. হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা রেওয়ামিলের -
Ο ক) প্রধান উদ্দেশ্য
Ο খ) মূল উদ্দেশ্য
Ο গ) মুখ্য উদ্দেশ্য
Ο ঘ) অন্যতম প্রধান উদ্দেশ্য
সঠিক উত্তর: (খ)
৩০. খতিয়ানের যেসব হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের ডেবিট দিকে বসবে -
i. যাবতীয় সম্পত্তিসমূহ
ii. যাবতীয় আয় ও ব্যয়
iii. অগ্রিম প্রদত্ত খরচাবলি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১. মুনাফাজাতীয় খরচকে মূলধনজাতীয় খরচ এবং মূলধনজাতীয় খরচকে মুনাফাজাতীয় হিসাবে লেখাকে কী বলে?
Ο ক) নীতিগত ভুল
Ο খ) অনিচ্ছাকৃত ভুল
Ο গ) অসাবধানতার ভুল
Ο ঘ) সম্পূরক ভুল
সঠিক উত্তর: (ক)
৩২. প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স সাধারণত রেওয়ামিলে -
Ο ক) ডেবিট কলামে লেখা হয়
Ο খ) ক্রেডিট কলামে লেখা হয়
Ο গ) অনিশ্চিত হিসাবে লেখা হয়
Ο ঘ) কোনো কলামেই লেখা হয় না
সঠিক উত্তর: (ঘ)
৩৩. মূলত অনিশ্চিত হিসাব একটি -
Ο ক) অস্থায়ী বা সাময়িক হিসাব
Ο খ) স্থায়ী হিসাব
Ο গ) আয়ব্যয় হিসাব
Ο ঘ) কোন হিসাব নয়
সঠিক উত্তর: (ক)
৩৪. রেওয়ামিলের ছক কীরূপ?
Ο ক) স্বীকৃত
Ο খ) অনির্দিষ্ট
Ο গ) নির্দিষ্ট
Ο ঘ) সুনির্দিষ্ট
সঠিক উত্তর: (খ)
৩৫. রেওয়ামিলের দুই দিকের যোগফল মিলে গেলেই নিম্নের কোন ঘটনাটি সর্বসম্মতভাবে প্রমাণিত হয় না?
i. হিসাবটি গাণিতিকভাবে সম্পূর্ণ শুদ্ধ
ii. হিসাবটি গাণিতিকভাবে সম্পূর্ণ অশুদ্ধ
iii. হিসাবটির গাণিতিক সঠিকতা গ্রহণযোগ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬. রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট কলামের যোগফল পৃথক পৃথকভাবে -
Ο ক) বিশদ আয় বিবরণীতে
Ο খ) আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হয়
Ο গ) মালিকানা স্বত্ব বিবরণীতে দেখাতে হয়
Ο ঘ) কোনো হিসাবেই দেখাতে হয় না
সঠিক উত্তর: (ঘ)
৩৭. রেওয়ামিলের যাবে না -
i. প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত
ii. প্রারম্ভিক ক্যাশ
iii. সমাপনী মজুদ পণ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮. প্রাপ্ত বা প্রদত্ত উল্লেখ না থাকলে প্রদত্ত হিসেবে ধরতে হবে -
i. বাট্টা
ii. কমিশন
iii. সুদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯. লেনদেনের দুটি পক্ষের মধ্যে শুধুমাত্র একটি পক্ষের খতিয়ান হিসাব করলে কোনটি ঘটে?
Ο ক) বাদ পড়ার ভুল
Ο খ) লেখার ভুল
Ο গ) উদ্বৃত্ত নির্ণয়ের ভুল
Ο ঘ) করণিক ভুল
সঠিক উত্তর: (ক)
৪০. রেওয়ামিল কখন তৈরি করা হয়?
Ο ক) বছরের প্রথমে
Ο খ) বছরের শেষে
Ο গ) নির্দিষ্ট হিসাবকাল শেষে
Ο ঘ) আর্থিক বছরের মাঝে
সঠিক উত্তর: (গ)
৪১. কোনটি দ্বারা ভবিষ্যতে সুবিধা পাওয়া যায়?
Ο ক) অগ্রিম আয়
Ο খ) প্রাপ্ত আয়
Ο গ) অগ্রিম খরচ
Ο ঘ) বকেয়া ব্যয়
সঠিক উত্তর: (গ)
৪২. রেওয়ামিলে ধরা পড়বে নিচের কোন ভুলটি?
i. হিসাবের নাম না লিখলে
ii. নীতিগত ভুল হলে
iii. খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৩. রেওয়ামিল প্রস্তুতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে -
Ο ক) বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা
Ο খ) জাবেদা ও খতিয়ানের ভুলত্রুটি থাকলে উদঘাটন ও সংশোধন করা
Ο গ) জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা যাচাই করা
Ο ঘ) কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া
সঠিক উত্তর: (গ)
৪৪. কোনটি প্রস্তুত করা বাধ্যতামূলক নয়?
Ο ক) খতিয়ান
Ο খ) রেওয়ামিল
Ο গ) বিশদ আয় বিবরণী
Ο ঘ) আর্থিক অবস্থার বিবরণী
সঠিক উত্তর: (খ)
৪৫. ‘ব্যাংক জমাতিরিক্ত’ রেওয়ামিলের কোন দিকে বসে?
Ο ক) ডেবিট দিকে
Ο খ) ক্রেডিট দিকে
Ο গ) ডেবিট ক্রেডিট উভয়দিকে
Ο ঘ) কোনো দিকে বসে না
সঠিক উত্তর: (খ)
৪৬. রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে -
i. প্রারম্ভিক মজুদ পণ্য
ii. প্রারম্ভিক হাতে নগদ
iii. সমাপনি মজুদ পণ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৭. রেওয়ামিলের ডেবিট ঘরে বসে -
Ο ক) যাবতীয় সম্পত্তি
Ο খ) যাবতীয় দায়
Ο গ) যাবতীয় সম্পত্তি ও খরচ
Ο ঘ) যাবতীয় আয়
সঠিক উত্তর: (গ)
৪৮. একটি হিসাব খাতকে একটি নির্দিষ্ট অংকের টাকা দ্বারা ডেবিট বা ক্রেডিট করার পরিবর্তে অন্য একটি হিসাব খাতকে সমপরিমাণ টাকা দ্বারা ডেবিট বা ক্রেডিট করা -
Ο ক) পরিপূরক ভুল
Ο খ) নীতিগত ভুল
Ο গ) বাদ পড়ার ভুল
Ο ঘ) লেখার ভুর
সঠিক উত্তর: (ক)
৪৯. রেওয়ামিল হলো খতিয়ান হিসাবসমূহের - i. তালিকা ii. বিবরণী iii. জের নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫০.ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ও মূলধন হতে উত্তোলন রেওয়ামিলে দেখানো হয় -
i. একটি ক্রেডিট ও অপরটি ডেবিট দিকে
ii. উভয়টি ডেবিট দিকে
iii. উভয়টি ক্রেডিট দিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. বিক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে কোন হিসাব ধরে ডেবিট করতে হবে?
Ο ক) পাওনাদার হিসাব
Ο খ) দেনাদার হিসাব
Ο গ) প্রদত্ত বাট্টা হিসাব
Ο ঘ) প্রাপ্ত বাট্টা হিসাব
সঠিক উত্তর: (খ)
২. প্রদত্ত ঋণের সুদ রেওয়ামিলের কোন দিকে বসে?
Ο ক) ডেবিট দিকে
Ο খ) ক্রেডিট দিকে
Ο গ) উভয় দিকে
Ο ঘ) যেকোনো একদিকে
সঠিক উত্তর: (খ)
৩. রেওয়ামিলে লিপিবদ্ধ করা হয় ----।
Ο ক) খতিয়ান করার পূর্বে
Ο খ) জাবেদা করার পর
Ο গ) জাবেদা ও খতিয়ান করার পর
Ο ঘ) আর্থিক বিবরণী তৈরির পর
সঠিক উত্তর: (গ)
৪. খতিয়ানের উদ্বৃত্ত থেকে তৈরি করা হয় -
i. বিশদ আয় বিবরণী
ii. আর্থিক বিবরণী
iii. রেওয়ামিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫. রেওয়ামিলে একটি হিসাবের ডেবিট জের ১৩০ টাকা ভুলে ক্রেডিট কলামে লেখা হয়েছে। অন্যান্য সবকিছু ঠিক থাকলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?
Ο ক) ৬৫ টাকা
Ο খ) ১৩০ টাকা
Ο গ) ৩১০ টাকা
Ο ঘ) ২৬০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৬. কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসবে?
Ο ক) ঋণপত্র
Ο খ) বিনিয়োগের সুদ
Ο গ) প্রাপ্য বিল
Ο ঘ) ক্রয় ফেরত
সঠিক উত্তর: (গ)
৭. লেনদেনের দুটি পক্ষের মধ্যে শুধুমাত্র একটি পক্ষের খতিয়ান হিসাব করলে কোনটি ঘটে?
i. বাদ পড়ার ভুল
ii. লেখার পড়া
iii. করণিক ভুল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮. সাধারণ সঞ্চিতি ও কুঋন সঞ্চিতি -
Ο ক) একই কথা
Ο খ) একই কথা নয়
Ο গ) বিবিধ দেনাদারের ওপর করতে হয়
Ο ঘ) বিবিধ পাওনাদারের ওপর করতে হয়
সঠিক উত্তর: (খ)
৯. নিম্নলিখিত কোন ভুলটি রেওয়ামিলের মাধ্যমে উদঘাটিত হবে?
Ο ক) করিমের নিকট প্রাপ্ত ৫৭৪ টাকার চেক সনির হিসাবে ৪৭৫ টাকায় লেখা হয়
Ο খ) বিক্রয় সংক্রান্ত খরচ পরিবহন হিসাবে লিপিবদ্ধ করা হয়
Ο গ) ৩০০ টাকার ধারে বিক্রিত পণ্য ৩০ টাকা লেখা হয়
Ο ঘ) ২৫০ টাকার ক্রয় সম্পূর্ণভাবে হিসাবে লেখা বাদ পড়ে
সঠিক উত্তর: (ক)
১০. কোনটি রেওয়ামিলের ক্রেডিট ঘরে বসে?
Ο ক) নিশ্চিত হিসাব
Ο খ) বকেয়া ভাড়া/ক্রয় বাট্টা
Ο গ) বিজ্ঞাপন
Ο ঘ) জীবনবীমা
সঠিক উত্তর: (খ)
১১. সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে সাধারণত -
i. ডেবিট কলামে লেখা হয়
ii. ক্রেডিট কলামে লেখা হয়
iii. কোনো কলামেই লেখা হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২. রেওয়ামিল প্রকৃতপক্ষে -
Ο ক) একটি পরিপূর্ণ হিসাব
Ο খ) কোন হিসাব নয়
Ο গ) হিসাবচক্রের প্রাথমিক স্তর
Ο ঘ) হিসাবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ
সঠিক উত্তর: (খ)
১৩. অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার পদ্ধতি কয়টি?
Ο ক) ৫টি
Ο খ) ৭টি
Ο গ) ৮টি
Ο ঘ) ৯টি
সঠিক উত্তর: (খ)
১৪. কোন হিসাবটি রেওয়ামিলের ডেবিট দিকে বসে?
Ο ক) সাধারণ সঞ্চিতি
Ο খ) দেনাদার বাট্টা সঞ্চিতি
Ο গ) অনাদায়ী পাওনা সঞ্চিতি
Ο ঘ) পাওনাদার বাট্টা সঞ্চিতি
সঠিক উত্তর: (ঘ)
১৫. মি. রহমান ভুলবশত প্রতিষ্ঠানের কলকব্জা মেরামত ২,০০০ টাকা মেরামত খরচে ডেবিট না করে কলকব্জা হিসাবকে ডেবিট করেছে। এটি কী ধরনের ভুল?
Ο ক) পরিপূরক ভুল
Ο খ) বেদাখিলার ভুল
Ο গ) নীতিগত ভুল
Ο ঘ) বাদ পড়ার ভুল
সঠিক উত্তর: (গ)
১৬. কর্মচারী ও কর্মকর্তাদের অসাবধানতা যে ভুলের সৃষ্টি করে তাকে বলে -
Ο ক) লেখার ভুল
Ο খ) সম্পূরক ভুল
Ο গ) বাদ পড়ার ভুল
Ο ঘ) নীতির ভুল
সঠিক উত্তর: (ক)
১৭. বাস্তবে অনিশ্চিত হিসাব মূলত -
Ο ক) একটি বাস্তব হিসাব
Ο খ) একটি আয় হিসাব
Ο গ) একটি অস্থায়ী হিসাব
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)
১৮. সংশোধনী জাবেদায় একদিকের ভুল হলে -
i. ভুলের দিকটি সংশোধন করা হয়
ii. অপর দিকটি অনিশ্চিত হিসাবে দেখানো হয়
iii. অপরদিকটি সংশোধনী হিসাব নামে লেখা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯. পাওনাদার বাট্টা সঞ্চিতি রেওয়ামিলে লেখা হয় কীভাবে?
Ο ক) ডেবিট কলামে
Ο খ) ক্রেডিট কলামে
Ο গ) অনিশ্চিত হিসাবে
Ο ঘ) সমন্বিত হিসাবে
সঠিক উত্তর: (ক)
২০. রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না কোনটি?
Ο ক) প্রারম্ভিক মজুদ
Ο খ) উত্তোলন
Ο গ) সঞ্চিতি
Ο ঘ) সমাপনী মজুদ
সঠিক উত্তর: (ঘ)
২১. একদিকের ভুলের বৈশিষ্ট্য হলো -
i. হিসাবে একটি দিকেই ভুল হয়েছে
ii. অপর দিকটি অনিশ্চিত হিসাবে দেখানো হবে
iii. ভুলের দিকটি সংশোধন করা হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২. অনিশ্চিত হিসাব রেওয়ামিলের কোন দিকে বসে?
Ο ক) ডেবিট দিকে
Ο খ) ক্রেডিট দিকে
Ο গ) ডেবিট ও ক্রেডিট উভয় দিকে
Ο ঘ) ডেবিট/ক্রেডিট যে দিকে প্রয়োজন হয়
সঠিক উত্তর: (ঘ)
২৩. বিক্রয় হিসাবের জের ২,৭০,০০০ টাকা এবং বিক্রয় ২,০৪,০০০ টাকা। এছাড়াও বলা হয়েছে এ বছর বিবিধ দেনাদারের ওপর ১০,০০০ টাকা অনাদায়ী পাওনা ও ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। রেওয়ামিলের বিক্রয় হিসাবে কত টাকা যাবে?
Ο ক) ২,৭০,০০০ টাকা, ডেবিট
Ο খ) ২৪,৭০০ টাকা, ক্রেডিট
Ο গ) ২,৪৭,০০০ টাকা, ডেবিট
Ο ঘ) ২,০৪,০০০ টাকা, ক্রেডিট
সঠিক উত্তর: (ঘ)
২৪. ‘সাধারণ সঞ্চিতি’ ও ‘কুঋণ সঞ্চিতি’ বলতে কী বোঝায়?
Ο ক) দুটি একই অর্থ প্রকাশ করে
Ο খ) দুটি সম্পূর্ণ পৃথক
Ο গ) একটি অপরটির বিপরীত
Ο ঘ) সমন্বিত
সঠিক উত্তর: (খ)
২৫. কোন হিসাবের ব্যালেন্সটি রেওয়ামিলের ডেবিট ঘরে বসবে না?
Ο ক) বিবিধ দেনাদার
Ο খ) ব্যাংক জমার সুদ
Ο গ) নগদ জমা
Ο ঘ) ব্যাংক জমার উদ্বৃত্ত
সঠিক উত্তর: (খ)
২৬. রেওয়ামিলের গরমিল বা ভুলত্রুটি খুজে বের করার জন্য ষষ্ঠ ব্যবস্থাপত্র কি?
Ο ক) উদ্বৃত্ত নির্ণয়ে সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি না
Ο খ) উদ্বৃত্ত রেওয়ামিল সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি না
Ο গ) নগদ ও ব্যাংক হিসাবের যোগফল এবং উদ্বৃত্ত নির্ণয় সঠিক হয়েছে কি না
Ο ঘ) উদ্বৃত্ত রেওয়ামিলে সঠিকভাবে লেখা হয়েছে কি না
সঠিক উত্তর: (গ)
২৭. মুনাফাজাতীয় খরচকে মূলধনজাতীয় খরচ হিসাবে দেখানো হলে এমন ধরনের ভুলকে বলা হয় -
Ο ক) পরিপূরক ভুল
Ο খ) নীতিগত ভুল
Ο গ) লেখার ভুল
Ο ঘ) করণিক ভুল
সঠিক উত্তর: (খ)
২৮. অগ্রীম প্রাপ্ত আয় রেওয়ামিলের কোন দিকে দেখান হয়?
Ο ক) ডেবিট দিকে
Ο খ) ক্রেডিট দিকে
Ο গ) উভয় দিকে
Ο ঘ) দেখানোই হয় না
সঠিক উত্তর: (খ)
২৯. হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা রেওয়ামিলের -
Ο ক) প্রধান উদ্দেশ্য
Ο খ) মূল উদ্দেশ্য
Ο গ) মুখ্য উদ্দেশ্য
Ο ঘ) অন্যতম প্রধান উদ্দেশ্য
সঠিক উত্তর: (খ)
৩০. খতিয়ানের যেসব হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের ডেবিট দিকে বসবে -
i. যাবতীয় সম্পত্তিসমূহ
ii. যাবতীয় আয় ও ব্যয়
iii. অগ্রিম প্রদত্ত খরচাবলি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১. মুনাফাজাতীয় খরচকে মূলধনজাতীয় খরচ এবং মূলধনজাতীয় খরচকে মুনাফাজাতীয় হিসাবে লেখাকে কী বলে?
Ο ক) নীতিগত ভুল
Ο খ) অনিচ্ছাকৃত ভুল
Ο গ) অসাবধানতার ভুল
Ο ঘ) সম্পূরক ভুল
সঠিক উত্তর: (ক)
৩২. প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স সাধারণত রেওয়ামিলে -
Ο ক) ডেবিট কলামে লেখা হয়
Ο খ) ক্রেডিট কলামে লেখা হয়
Ο গ) অনিশ্চিত হিসাবে লেখা হয়
Ο ঘ) কোনো কলামেই লেখা হয় না
সঠিক উত্তর: (ঘ)
৩৩. মূলত অনিশ্চিত হিসাব একটি -
Ο ক) অস্থায়ী বা সাময়িক হিসাব
Ο খ) স্থায়ী হিসাব
Ο গ) আয়ব্যয় হিসাব
Ο ঘ) কোন হিসাব নয়
সঠিক উত্তর: (ক)
৩৪. রেওয়ামিলের ছক কীরূপ?
Ο ক) স্বীকৃত
Ο খ) অনির্দিষ্ট
Ο গ) নির্দিষ্ট
Ο ঘ) সুনির্দিষ্ট
সঠিক উত্তর: (খ)
৩৫. রেওয়ামিলের দুই দিকের যোগফল মিলে গেলেই নিম্নের কোন ঘটনাটি সর্বসম্মতভাবে প্রমাণিত হয় না?
i. হিসাবটি গাণিতিকভাবে সম্পূর্ণ শুদ্ধ
ii. হিসাবটি গাণিতিকভাবে সম্পূর্ণ অশুদ্ধ
iii. হিসাবটির গাণিতিক সঠিকতা গ্রহণযোগ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬. রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট কলামের যোগফল পৃথক পৃথকভাবে -
Ο ক) বিশদ আয় বিবরণীতে
Ο খ) আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হয়
Ο গ) মালিকানা স্বত্ব বিবরণীতে দেখাতে হয়
Ο ঘ) কোনো হিসাবেই দেখাতে হয় না
সঠিক উত্তর: (ঘ)
৩৭. রেওয়ামিলের যাবে না -
i. প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত
ii. প্রারম্ভিক ক্যাশ
iii. সমাপনী মজুদ পণ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮. প্রাপ্ত বা প্রদত্ত উল্লেখ না থাকলে প্রদত্ত হিসেবে ধরতে হবে -
i. বাট্টা
ii. কমিশন
iii. সুদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯. লেনদেনের দুটি পক্ষের মধ্যে শুধুমাত্র একটি পক্ষের খতিয়ান হিসাব করলে কোনটি ঘটে?
Ο ক) বাদ পড়ার ভুল
Ο খ) লেখার ভুল
Ο গ) উদ্বৃত্ত নির্ণয়ের ভুল
Ο ঘ) করণিক ভুল
সঠিক উত্তর: (ক)
৪০. রেওয়ামিল কখন তৈরি করা হয়?
Ο ক) বছরের প্রথমে
Ο খ) বছরের শেষে
Ο গ) নির্দিষ্ট হিসাবকাল শেষে
Ο ঘ) আর্থিক বছরের মাঝে
সঠিক উত্তর: (গ)
৪১. কোনটি দ্বারা ভবিষ্যতে সুবিধা পাওয়া যায়?
Ο ক) অগ্রিম আয়
Ο খ) প্রাপ্ত আয়
Ο গ) অগ্রিম খরচ
Ο ঘ) বকেয়া ব্যয়
সঠিক উত্তর: (গ)
৪২. রেওয়ামিলে ধরা পড়বে নিচের কোন ভুলটি?
i. হিসাবের নাম না লিখলে
ii. নীতিগত ভুল হলে
iii. খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৩. রেওয়ামিল প্রস্তুতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে -
Ο ক) বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা
Ο খ) জাবেদা ও খতিয়ানের ভুলত্রুটি থাকলে উদঘাটন ও সংশোধন করা
Ο গ) জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা যাচাই করা
Ο ঘ) কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া
সঠিক উত্তর: (গ)
৪৪. কোনটি প্রস্তুত করা বাধ্যতামূলক নয়?
Ο ক) খতিয়ান
Ο খ) রেওয়ামিল
Ο গ) বিশদ আয় বিবরণী
Ο ঘ) আর্থিক অবস্থার বিবরণী
সঠিক উত্তর: (খ)
৪৫. ‘ব্যাংক জমাতিরিক্ত’ রেওয়ামিলের কোন দিকে বসে?
Ο ক) ডেবিট দিকে
Ο খ) ক্রেডিট দিকে
Ο গ) ডেবিট ক্রেডিট উভয়দিকে
Ο ঘ) কোনো দিকে বসে না
সঠিক উত্তর: (খ)
৪৬. রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে -
i. প্রারম্ভিক মজুদ পণ্য
ii. প্রারম্ভিক হাতে নগদ
iii. সমাপনি মজুদ পণ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৭. রেওয়ামিলের ডেবিট ঘরে বসে -
Ο ক) যাবতীয় সম্পত্তি
Ο খ) যাবতীয় দায়
Ο গ) যাবতীয় সম্পত্তি ও খরচ
Ο ঘ) যাবতীয় আয়
সঠিক উত্তর: (গ)
৪৮. একটি হিসাব খাতকে একটি নির্দিষ্ট অংকের টাকা দ্বারা ডেবিট বা ক্রেডিট করার পরিবর্তে অন্য একটি হিসাব খাতকে সমপরিমাণ টাকা দ্বারা ডেবিট বা ক্রেডিট করা -
Ο ক) পরিপূরক ভুল
Ο খ) নীতিগত ভুল
Ο গ) বাদ পড়ার ভুল
Ο ঘ) লেখার ভুর
সঠিক উত্তর: (ক)
৪৯. রেওয়ামিল হলো খতিয়ান হিসাবসমূহের - i. তালিকা ii. বিবরণী iii. জের নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫০.ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ও মূলধন হতে উত্তোলন রেওয়ামিলে দেখানো হয় -
i. একটি ক্রেডিট ও অপরটি ডেবিট দিকে
ii. উভয়টি ডেবিট দিকে
iii. উভয়টি ক্রেডিট দিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Accounting