এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ২: লেনদেন (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ২: লেনদেন (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. নিচের কোনটি অভ্যন্তরীণ লেনদেন?
Ο ক) বকেয়া বেতন
Ο খ) প্রদেয় বিল
Ο গ) অনাদায়ী পাওনা
Ο ঘ) বাকিতে বিক্রয়
সঠিক উত্তর: (ক)

১৫২. লেনদেনের ক্ষেত্রে বহির্ভূত থাকে-
i. পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান
ii. পণ্য ক্রয়ের জন্যে চুক্তিবদ্ধ হওয়া
iii. চাকরির নিয়োগপত্র প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫৩. সম্পত্তির ওপর মালিকের দাবিকে কী বলা হয়?
Ο ক) মূলধন
Ο খ) মালিকানা স্বত্ব
Ο গ) পাওনাদার
Ο ঘ) মুনাফা
সঠিক উত্তর: (খ)

১৫৪. ‘১৫,০০০ টাকার যন্ত্রপাতি বাকিতে ক্রয়’-এই লেনদেনটি হিসাব সমীকরণ, A = L + E -এর কোন কোন উপাদানের পরিবর্তন ঘটায়?
Ο ক) কেবলমাত্র A উপাদানের
Ο খ) A এবং E উপাদানের
Ο গ) E এবং L উপাদানের
Ο ঘ) A এবং L উপাদানের
সঠিক উত্তর: (ঘ)

১৫৫. কমিশন প্রাপ্তি কোন ভাউচারে লিপিবদ্ধ হবে?
Ο ক) ডেবিট নোট
Ο খ) ডেবিট ভাউচার
Ο গ) ক্রেডিট নোট
Ο ঘ) ক্রেডিট ভাউচার
সঠিক উত্তর: (ঘ)

১৫৬. ক্যাশমেমোর তৃতীয় প্রস্থ-
Ο ক) ক্রেতাকে দেওয়া হয়
Ο খ) বিক্রয় প্রতিষ্ঠানের হিসাব বিভাগে সংরক্ষিত থাকে
Ο গ) বিক্রেতাকে দেওয়া হয়
Ο ঘ) বিক্রয় প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগে সংরক্ষিত থাকে
সঠিক উত্তর: (ঘ)

১৫৭. বীমাকৃত পণ্য আগুনে বিনষ্ট হলে কী হবে?
Ο ক) লেনদেন
Ο খ) শুধু বীমাকারীর লেনদেন
Ο গ) ঘটনা
Ο ঘ) শুধু ব্যবসায়ের লেনদেন
সঠিক উত্তর: (ক)

১৫৮. সম্পত্তি দীর্ঘদিন ব্যবহারের ফলে যে মূল্যহ্রাস হয় তাকে কী বলে?
Ο ক) ব্যয়
Ο খ) ক্ষতি
Ο গ) অবচয়
Ο ঘ) মূল্যহ্রাস
সঠিক উত্তর: (গ)

১৫৯. লেনদেনের দ্বৈতসত্তা কীভাবে বিশ্লেষণ করা যায়?
Ο ক) একটি পক্ষ গ্রহণ করবে এবং অপর পক্ষ প্রদান করবে
Ο খ) কেবলমাত্র একটি পক্ষ গ্রহণ করবে
Ο গ) উভয়পক্ষ গ্রহণ করবে
Ο ঘ) কেবল অপর পক্ষ গ্রহণ করবে
সঠিক উত্তর: (ক)

১৬০. কোনটি অনগদ লেনদেন বলে বিবেচনা করা হয়?
Ο ক) বিক্রয়
Ο খ) ক্রয়
Ο গ) বেতন
Ο ঘ) অবচয়
সঠিক উত্তর: (ঘ)

১৬১. A = L + (C + R - E - D) এটি আধুনিক হিসাব সমীকরণের কোনটি?
Ο ক) সংক্ষিপ্ত রূপ
Ο খ) বর্ধিত রূপ
Ο গ) মৌলিক উপাদান
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)

১৬২. ডেবিট ভাউচারের সাথে কী যুক্ত করে তাতে ধারাবাহিকভাবে ভাউচার নম্বর প্রদানপূর্বক ক্যাশবুকের ক্রেডিট দিকে লিপিবদ্ধ করা হয়?
Ο ক) চালান
Ο খ) বিল
Ο গ) ক্যাশমেমো
Ο ঘ) চালান, বিল বা ক্যাশমেমো
সঠিক উত্তর: (ঘ)

১৬৩. ঘটনা ও লেনদেন-
Ο ক) একই অর্থবোধক নয়
Ο খ) একই অর্থবোধক
Ο গ) একটি আরেকটির পরিপূরক
Ο ঘ) উভয়ই পৃথক পৃথক হিসাব
সঠিক উত্তর: (ক)

১৬৪. কোনটি লেনদেনের বৈশিষ্ট্য বহির্ভুত?
Ο ক) অর্থের অঙ্কে পরিমাপযোগ্য
Ο খ) স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র
Ο গ) অদৃশ্যমান লেনদেন
Ο ঘ) ব্যয় নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (ঘ)

১৬৫. লেনদেন হতে হলে সর্বদা-
Ο ক) বস্তুর বা সেবার বাস্তব বিনিময় নিষ্প্রয়োজন
Ο খ) বস্তুর বাস্তব বিনিময় নিষ্প্রয়োজন
Ο গ) সুষ্ঠ হিসাবরক্ষণের প্রয়োজন
Ο ঘ) নিট মুনাফার প্রয়োজন
সঠিক উত্তর: (ক)

১৬৬. ক্রেডিট নোটের সাহায্যে লেখা হয়-
Ο ক) ক্রয় ফেরত বই
Ο খ) বিক্রয় ফেরত বই
Ο গ) ক্রয় বই
Ο ঘ) বিক্রয় বই
সঠিক উত্তর: (খ)

১৬৭. যা কিছু মানুষের জীবনে ঘটে, তাকেই -
Ο ক) লেনদেন বলে
Ο খ) খতিয়ান বলে
Ο গ) ঘটনা বলে
Ο ঘ) রেওয়ামিল বলে
সঠিক উত্তর: (গ)

১৬৮. পণ্য বিক্রয় ও আয়ের জন্য ব্যবহৃত ভাউচারকে বলে-
Ο ক) ডেবিট ভাউচার
Ο খ) ক্রেডিট ভাউচার
Ο গ) নগদ ভাউচার
Ο ঘ) চালান
সঠিক উত্তর: (খ)

১৬৯. কারবার প্রতিষ্ঠানের অভিজ্ঞ ম্যানেজার মারা যাওয়ার প্রেক্ষিতে ব্যবসায়ের বিরাট ক্ষতি হওয়া সত্ত্বেও কেন ঘটনাটি লেনদেন হবে না?
Ο ক) ম্যানেজার কোনো পণ্য নয় বলে
Ο খ) এটি কারবারের সাথে সম্পর্কহীন ঘটনা বলে
Ο গ) এটি একটি দুর্ঘটনা বলে
Ο ঘ) এটি টাকায় পরিমাপযোগ্য নয় বলে
সঠিক উত্তর: (ঘ)

১৭০. কোনটি অদৃশ্য লেনদেন?
Ο ক) আসবাবপত্রের অবচয়
Ο খ) ব্যবস্থাপকের মৃত্যু
Ο গ) ক্যাশ বাক্স থেকে অর্থ তছরুপ
Ο ঘ) মালিকের অজ্ঞাতে সম্পাদিত লেনদেন
সঠিক উত্তর: (ক)

১৭১. ঘটনা ও লেনদেনের মধ্যে সম্পর্ক কী?
Ο ক) একই অর্থবোধক
Ο খ) একই অর্থবোধক নয়
Ο গ) একটি আরেকটির পরিপূরক
Ο ঘ) পৃথক পৃথক হিসাব
সঠিক উত্তর: (খ)

১৭২. শিক্ষানবিশ সেলামি লিপিবদ্ধের জন্যে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) ডেবিট ভাউচার
Ο খ) ক্রেডিট ভাউচার
Ο গ) ডেবিট নোট
Ο ঘ) ক্রেডিট নোট
সঠিক উত্তর: (খ)

১৭৩. অদৃশ্য আর্থিক ঘটনাগুলো কী হবে?
Ο ক) লেনদেন বহির্ভূত
Ο খ) লেনদেন
Ο গ) সম্ভাব্য লেনদেন
Ο ঘ) হিসাব বহির্ভূত
সঠিক উত্তর: (খ)

১৭৪. ঋণ পরিশোধ করা হলে হিসাব সমীকরণের ওপর কী প্রভাব পড়বে?
Ο ক) সম্পদ হ্রাস, স্বত্বাধিকার হ্রাস
Ο খ) সম্পদ বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি
Ο গ) সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি
Ο ঘ) সম্পদ হ্রাস, দায় হ্রাস
সঠিক উত্তর: (ক)

১৭৫. স্বত্বাধিকারী হিসাবখাতে ডেবিট করা হয় কোনটি?
Ο ক) ব্যয় বা ক্ষতি
Ο খ) আয় বা লাভ
Ο গ) স্বত্বাধিকারের বৃদ্ধি
Ο ঘ) প্রাপ্ত লভ্যাংশ
সঠিক উত্তর: (ক)

১৭৬. ক্যাশমেমোর প্রথম প্রস্থ সরবরাহ করা হয়-
i. নগদ ক্রয় ২,৫০০ টাকা
ii. নগদ বিক্রয় ২,০০০ টাকা নগদ ক্রয়বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা ক্রেতাকে কোনটি প্রদান করে?
Ο ক) ডেবিট ভাউচার
Ο খ) ক্রেডিট ভাউচার
Ο গ) ক্যাশমেমো
Ο ঘ) ডেবিট নোট ও ক্রেডিট নোট
সঠিক উত্তর: (গ)

১৭৭. ‘ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন’-হিসাব সমীকরণ-
i. A উপাদান হ্রাস পাবে
ii. L উপাদান হ্রাস পাবে
iii. E উপাদান হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭৮. প্রতিষ্ঠানের লেনদেনসমূহ হিসাব বইয়ে লিপিবদ্ধ হয় কার প্রয়োজনে?
Ο ক) প্রতিষ্ঠানের
Ο খ) বিপণন বিভাগের
Ο গ) হিসাব বিভাগের
Ο ঘ) মালিকপক্ষের
সঠিক উত্তর: (ক)

১৭৯. অর্থের দ্বারা পরিমাপযোগ্য হওয়া সত্ত্বেও কোন ঘটনা লেনদেন না হওয়ার কারণ-
i. ঘটনাটি দৃশ্যমান না হলে
ii. দুটি পক্ষ বা হিসাবখাত না থাকলে
iii. ঘটনার দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন না হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১৮০. নিচে দুইটি উদাহরণ দেওয়া হল-
i. আসবাবপত্রের ওপর অবচয় ধার্য করা হল ৫০০ টাকা
ii. কর্মচারীদের ১,০০০ টাকা বেতন পরিশোধ করা হল এখানে হিসাব সমীকরণের কোন উপাদানটি প্রভাব পড়েছে?
Ο ক) সমীকরণের E ও L
Ο খ) সীকরণের L উপাদান
Ο গ) সমীকরণের A ও E উপাদান
Ο ঘ) সমীকরণের A ও E উপাদান
সঠিক উত্তর: (গ)

১৮১. চালানে নিচের কোনটি দেখানো হয়?
Ο ক) কারবারি বাট্টা
Ο খ) প্রাপ্ত বাট্টা
Ο গ) বরাদ্দকৃত বাট্টা
Ο ঘ) প্রদত্ত বাট্টা
সঠিক উত্তর: (ক)

১৮২. কারবারের জন্য ঋণ গ্রহণ করা হলে হিসাব সমীকরণের ওপর কী প্রভাব পড়বে?
Ο ক) সম্পদ হ্রাস, স্বত্বাধিকার হ্রাস
Ο খ) সম্পদ বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি
Ο গ) সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি
Ο ঘ) সম্পদ হ্রাস, দায় হ্রাস
সঠিক উত্তর: (গ)

১৮৩. মোট সম্পদের ওপর তৃতীয়পক্ষের দাবিই হচ্ছে -
Ο ক) মালিকানা স্বত্ব
Ο খ) দায়
Ο গ) সম্পদ
Ο ঘ) মূলধন
সঠিক উত্তর: (খ)

১৮৪. কোনটি কারবারি লেনদেন নয়?
Ο ক) পার্থের নিকট থেকে ৮,০০০ টাকার পণ্য খরিদ
Ο খ) সৌরভের নিকট একটি মূল্য তালিকা পাঠানো হল
Ο গ) কবিরের নিকট ৭০০০ টাকার পণ্য বিক্রয় করা
Ο ঘ) বিপ্লবের ১,০০০ টাকার পণ্য ফেরত দিল
সঠিক উত্তর: (খ)

১৮৫. কোনটির কারণে স্বত্বাধিকার কমে যায়?
Ο ক) আয় সংঘটিত হলে
Ο খ) ব্যয় সংঘটিত হলে
Ο গ) মালিক কর্তৃক উত্তোলন
Ο ঘ) খ + গ
সঠিক উত্তর: (ঘ)

১৮৬. হিসাব সমীকরণ হল-
Ο ক) দায় = সম্পত্তি + স্বত্বাধিকার
Ο খ) মূলধন = সম্পত্তি + দায়
Ο গ) সম্পত্তি = দায় + স্বত্বাধিকার
Ο ঘ) ডেবিট = ক্রেডিট
সঠিক উত্তর: (গ)

১৮৭. ম্যানেজারকে বেতন প্রদান করা হল ৪,০০০ টাকা। এতে সম্পত্তির পরিমাণ কী হবে?
i. সম্পত্তি বাড়বে
ii. সম্পত্তি কমবে
iii. সম্পত্তি অপরিবর্তিত থাকবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)

১৮৮. লেনদেনের উৎস কোনটি?
Ο ক) চালান
Ο খ) ভাউচার
Ο গ) ক্যাশমেমো
Ο ঘ) মাল ক্রয়
সঠিক উত্তর: (ঘ)

১৮৯. মালিকানা স্বত্ব বলতে কিসের ওপর অধিকার বোঝায়?
Ο ক) মূলধনের ওপর
Ο খ) সম্পত্তির ওপর
Ο গ) মূলধন ও সম্পত্তির ওপর
Ο ঘ) সম্পত্তি ও দায়ের ওপর
সঠিক উত্তর: (খ)

১৯০. সেনটেক্স লি. তাৎক্ষণিকভাবে ২,০০,০০০ টাকা নগদ প্রদান করে এবং তিন মাসের মধ্যে পরিশোধ্য ৫,০০,০০০ টাকার একটি বিল স্বাক্ষর করে, ৭,০০,০০০ টাকার একটি গাড়ি ক্রয় করল। এ লেনদেনের ফলে-
Ο ক) মোট সম্পত্তি ৭,০০,০০০ টাকা বৃদ্ধি পেল
Ο খ) মোট সম্পত্তি ২,০০,০০০ টাকা হ্রাস পেল
Ο গ) মোট দায় ৫,০০,০০০ টাকা বৃদ্ধি পেল
Ο ঘ) মোট দায় ২,০০,০০০ টাকা হ্রাস পেল
সঠিক উত্তর: (গ)

১৯১. কোনটি লেনদেন?
Ο ক) ম্যানেজারকে বেতন দেওয়া হল ৩০০০ টাকা
Ο খ) ৩০০০ টাকার পণ্য সরবরাহের ফরমায়েশ গ্রহণ করেন
Ο গ) তিনি একটি আলমারি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন
Ο ঘ) তার ছেলেমেয়ের স্কুলের বেতন বাবদ ৫০০ টাকা প্রদান করেন
সঠিক উত্তর: (ক)

১৯২. “স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র” কোনটির বৈশিষ্ট্য?
Ο ক) দুতরফা দাখিলার
Ο খ) লেনদেনের
Ο গ) হিসাববিজ্ঞানের
Ο ঘ) জাবেদার
সঠিক উত্তর: (খ)

১৯৩. ক্রয়বিক্রয়, বিভিন্ন খরচ ও আয় নগদান বইয়ে লিপিবদ্ধ করার জন্য যে সাক্ষ্য-প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে বলা হয়-
Ο ক) চালান
Ο খ) ভাউচার
Ο গ) ক্যাশমেমো
Ο ঘ) বিল
সঠিক উত্তর: (খ)

১৯৪. যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে কী বলে?
Ο ক) অদৃশ্যমান ঘটনা
Ο খ) ঐতিহাসিক ঘটনা
Ο গ) দৃশ্যমান ঘটনা
Ο ঘ) সম্ভাব্য ঘটনা
সঠিক উত্তর: (খ)

১৯৫. লেনদেনের দ্বৈতসত্তা বলতে বোঝায়-
Ο ক) একটি পক্ষ বা হিসাব
Ο খ) দুবার হিসাব লিখন
Ο গ) দুটি পক্ষ বা হিসাব
Ο ঘ) দুতরফা দাখিলা পদ্ধতি
সঠিক উত্তর: (গ)

১৯৬. কোনটি স্বত্বাধিকারের হ্রাস ঘটায়?
Ο ক) আয়
Ο খ) ব্যয়
Ο গ) আয় বা লাভ
Ο ঘ) ব্যয় বা ক্ষতি
সঠিক উত্তর: (ঘ)

১৯৭. মেশিনের অবচয় ধার্য় করা হলো ৫০০ টাকা। এটি কোন ধরণের লেনদেন?
Ο ক) বকেয়া লেনদেন
Ο খ) দৃশ্যমান
Ο গ) নগদ লেনদেন
Ο ঘ) অদৃশ্যমান লেনদেন
সঠিক উত্তর: (ঘ)

১৯৮. ডেবিট নোট বা দেনা চিঠি তৈরি করেন-
Ο ক) বিক্রেতা
Ο খ) পরিবেশক
Ο গ) ক্রেতা
Ο ঘ) এজেন্ট
সঠিক উত্তর: (গ)

১৯৯. কোনটি লেনদেন নয়?
Ο ক) পণ্য ক্রয় ১০০ টাকা
Ο খ) পণ্য বিক্রয় ২০০ টাকা
Ο গ) ধারে ক্রয় ৩০০ টাকা
Ο ঘ) পণ্য সরবরাহের ফরমায়েশ ৪০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)

২০০. অর্থ সম্পর্কীয় ঘটনা থেকে উৎপত্তি-
Ο ক) হিসাবের
Ο খ) লেনদেনের
Ο গ) ব্যবসায়ের
Ο ঘ) উপরের সবকটি
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

2 Comments

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post