ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ২: লেনদেন (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. করিম রহিমকে একটি কলম উপহার দিল। এটি-
Ο ক) একটি লেনদেন
Ο খ) একটি বিনিময়
Ο গ) কোনো লেনদেন নয়
Ο ঘ) পুঁজি
সঠিক উত্তর: (গ)
১০২. বাকিতে ক্রয়কৃত পণ্য বিক্রেতার নিকট ফেরত পাঠানোর সময় ক্রেতা কর্তৃক বিক্রেতার নিকট যে চিঠি প্রেরণ করা হয় তাকে বলে-
Ο ক) ডেবিট ভাউচার
Ο খ) ক্রেডিট ভাউচার
Ο গ) ডেবিট নোট
Ο ঘ) ক্রেডিট নোট
সঠিক উত্তর: (গ)
১০৩. কোনটি ব্যবসায়িক লেনদেনের দলিল?
Ο ক) মাল ক্রয়
Ο খ) মজুরি প্রদান
Ο গ) মজুরি শিট
Ο ঘ) ক্ষতি
সঠিক উত্তর: (গ)
১০৪. বছরের শেষ তারিখে সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের ফলে-
Ο ক) স্বত্বাধিকার হ্রাস পাবে
Ο খ) স্বত্বাধিকার বৃদ্ধি ও সম্পত্তি বৃদ্ধি
Ο গ) সম্পত্তি বৃদ্ধি ও স্বত্বাধিকার হ্রাস
Ο ঘ) সম্পত্তি হ্রাস ও দায় হ্রাস
সঠিক উত্তর: (খ)
১০৫. ঘটনা ও লেনদেন সম্পর্কে কোন বিবরণটি ভুল?
Ο ক) সকল লেনদেন ঘটনা
Ο খ) সকল ঘটনাই লেনদেন
Ο গ) সকল লেনদেন ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়
Ο ঘ) সকল লেনদেন অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য
সঠিক উত্তর: (খ)
১০৬. কখন লেনদেনের সৃষ্টি হয়?
Ο ক) সুবিধা গ্রহণকারী ও সুবিধা প্রধানকারী পক্ষ একত্রিত হলে
Ο খ) শুধুমাত্র সুবিধা প্রদানকারী হিসাব রাখলে
Ο গ) শুধুমাত্র সুবিধা গ্রহণকারী হিসাব রাখলে
Ο ঘ) শুধুমাত্র হিসাবের খাতা সংরক্ষণ করলে
সঠিক উত্তর: (ক)
১০৭. নিচের কোনটি কারবারি লেনদেন?
Ο ক) মি. রফিক ৫০.০০০ টাকা মূলধন বিনিয়োগ করেন
Ο খ) তিনি ব্যবসায়ের জন্য ১,০০০ টাকায় একটি দোকান ভাড়া নেন
Ο গ) আরিফকে কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়
Ο ঘ) মূল্য তালিকা পাঠানোর ফরমায়েশ পাওয়া গেল
সঠিক উত্তর: (ক)
১০৮. ক্রেডিট ভাউচারে কয়জনের স্বাক্ষর থাকে?
Ο ক) তিন জনের
Ο খ) চার জনের
Ο গ) দুই জনের
Ο ঘ) এক জনের
সঠিক উত্তর: (খ)
১০৯. কারবারের লেনদেন পরিবর্তন আনে সর্বদা-
i. মোট সম্পত্তির
ii. মোট মুনাফার
iii. আর্থিক অবস্থার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (গ)
১১০. প্রতিটি লেনদেনে জড়িত থাকে-
Ο ক) অনেক পক্ষ
Ο খ) দুটি পক্ষ
Ο গ) তিনটি পক্ষ
Ο ঘ) কোনো পক্ষই নয়
সঠিক উত্তর: (খ)
১১১. দায় হ্রাস এবং মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছে কোন লেনদেনটিতে?
Ο ক) নগদ ৫,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করল
Ο খ) পাওনাদারকে পরিশোধ ৩,০০০ টাকা
Ο গ) মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ ৫,০০০ টাকা
Ο ঘ) বাকিতে পণ্য ক্রয় ৭,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)
১১২. নিচের কোনটি অনার্থিক লেনদেন?
i. ৫,০০০ টাকার পণ্য সরবরাহের ফরমায়েশ প্রাপ্তি
ii. মাসিক ৩,০০০ টাকা বেতনে ব্যবসার ম্যানেজার নিয়োগ
iii. মালিকের পুত্রসন্তান জন্মগ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৩. কখন মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়?
Ο ক) ব্যয় বৃদ্ধি পেলে
Ο খ) ক্ষতি হলে
Ο গ) আয় বৃদ্ধি পেলে
Ο ঘ) দায় বৃদ্ধি পেলে
সঠিক উত্তর: (গ)
১১৪. লেনদেন শব্দের অর্থ কী?
Ο ক) হিসাবনিকাশ
Ο খ) দেনাদার-পাওনাদার
Ο গ) মূল্যের আদান-প্রদান
Ο ঘ) লাভ-ক্ষতি নির্ণয়
সঠিক উত্তর: (গ)
১১৫. নিচের কোন ঘটনাটি লেনদেন?
Ο ক) কর প্রদানের চিঠি প্রাপ্তি
Ο খ) ক্যাশবাক্স থেকে টাকা হারানো
Ο গ) পণ্য ক্রয়ের চুক্তিপত্র স্বাক্ষর
Ο ঘ) নগদ সাহায্যদানের অঙ্গীকার
সঠিক উত্তর: (খ)
১১৬. ক্রয় ফেরত বই লেখা হয়-
Ο ক) ডেবিট নোটের সাহায্যে
Ο খ) ক্রেডিট নোটের সাহায্যে
Ο গ) আগমন চালানের সাহায্যে
Ο ঘ) ডেবিট ভাউচারের সাহায্যে
সঠিক উত্তর: (ক)
১১৭. সঠিক হিসাব সমীকরণ কোনটি?
Ο ক) দায় = সম্পত্তি
Ο খ) সম্পত্তি = দায় + স্বত্বাধিকার + মূলধন
Ο গ) সম্পত্তি = দায় + (মূলধন + আয় - খরচ - উত্তোলন)
Ο ঘ) সম্পত্তি = দায় + স্বত্বাধিকার + মূলধন + খরচ
সঠিক উত্তর: (গ)
১১৮. পাওনাদারের ১০০ টাকা দেওয়া হল। এ ঘটনার জন্য হিসাব সমীকরণের -
Ο ক) A উপকরণের নগদ টাকা বৃদ্ধি পায়
Ο খ) L উপকরণের পাওনা হ্রাস পায়
Ο গ) E উপকরণের মালিকের পাওনা হ্রাস পায়
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ঘ)
১১৯. ক্রেতার ক্রয়কৃত মাল ডেবিট করা হয়েছে, এ বিষয়টি জানানোর দরকার হয়-
Ο ক) ক্রেতাকে
Ο খ) ক্রেতা ও বিক্রেতাকে
Ο গ) বিক্রেতাকে
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
১২০. লেনদেন হতে হলে-
i. আর্থিক অবস্থার পরিবর্তন হবে
ii. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে
iii. দৃশ্যমান বা অদৃশ্যমান হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২১. হিসাব সমীকরণের সঠিক সমীকরণ কোনটি?
Ο ক) L = A+E
Ο খ) A = L+E
Ο গ) E = A+L
Ο ঘ) A+L+E = 0
সঠিক উত্তর: (খ)
১২২. ডেবিট ভাউচারে কোন শ্রেণির হিসাব লিপিবদ্ধ করা হয়?
Ο ক) সম্পদ
Ο খ) দায়
Ο গ) আয়
Ο ঘ) ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
১২৩. কোনটি ভুল? লেনদেনের দ্বারা-
i. মোট সম্পদ হ্রাস পেলে, মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে
ii. মোট সম্পদ বৃদ্ধি পেলে, মোট দায় হ্রাস পাবে
iii. একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১২৪. কমিশন প্রাপ্তি কোন ভাউচারে লিপিবদ্ধ হবে?
Ο ক) ডেবিট নোট
Ο খ) ডেবিট ভাউচার
Ο গ) ডেবিট নোট
Ο ঘ) ক্রেডিট নোট
সঠিক উত্তর: (খ)
১২৫. প্রতিটি লেনদেনে কমপক্ষে কয়টি পক্ষ জড়িত থাকে?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
১২৬. হিসাব সীকরণের E উপাদান প্রকাশ করে-
Ο ক) মালিকানা স্বত্ব
Ο খ) মোট সম্পত্তি
Ο গ) মোট আয়
Ο ঘ) মোট ব্যয়
সঠিক উত্তর: (ক)
১২৭. মি. x ১০% কারবারি বাট্টায় ২৮,০০০ টাকার পণ্য ক্রয় করেন। মি. x এর সংরক্ষিত বইতে এ বাট্টা কোথায় প্রদর্শিত হবে?
Ο ক) নগদান বইয়ে
Ο খ) রেওয়ামিলে
Ο গ) চালানে
Ο ঘ) জাবেদায়
সঠিক উত্তর: (গ)
১২৮. ব্যবসায় প্রতিষ্ঠানে যে সমস্ত দৈনন্দিন ঘটনা ঘটে, সেগুলোই লেনদেনের -
Ο ক) দলিল
Ο খ) ভিত্তি
Ο গ) উৎস
Ο ঘ) বৈশিষ্ট্য
সঠিক উত্তর: (গ)
১২৯. কার নিকট হতে পণ্য ক্রয় করা হল, কখন ক্রয় করা হল, কী পরিমাণ ক্রয় করা হল এবং কত দরে ক্রয় করা হল তা বিস্তারিত উল্লেখ থাকে-
Ο ক) ডেবিট ভাউচারে
Ο খ) ক্রেডিট ভাউচারে
Ο গ) চালানে
Ο ঘ) ক্যাশমেমোতে
সঠিক উত্তর: (গ)
১৩০. লেনদেনের সত্যতা নিশ্চিতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) স্মারকলিপি
Ο খ) পরিমেল নিয়মাবলি
Ο গ) প্রমাণপত্র
Ο ঘ) বিবরণপত্র
সঠিক উত্তর: (গ)
১৩১. জনাব আসাদ ১০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। বছরের মাঝামাঝি সময়ে ব্যবসায় থেকে তিনি ২,০০০ টাকার পণ্য উত্তোলন করেন, ৫,০০০ টাকার অতিরিক্ত মূলধন আনেন এবং ২,০০০ টাকার ব্যাংক ঋণ গ্রহণ করেন। বছর শেষে ব্যবসায়ের প্রকৃত লাভ হলে কারবারে জনাব আসাদের মালিকানা স্বত্বের পরিমাণ কত হবে?
Ο ক) ১৫,০০০ টাকা
Ο খ) ১৯,০০০ টাকা
Ο গ) ১৩,০০০ টাকা
Ο ঘ) ১৭,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)
১৩২. কিসের ওপর ভিত্তি করে ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা লেখা হয়?
Ο ক) চালানের
Ο খ) নগদান বইয়ের
Ο গ) বিল ও ক্যাশমেমোর
Ο ঘ) ক্রেডিট নোটের
সঠিক উত্তর: (ক)
১৩৩. নিচের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য?
Ο ক) অর্থের অবস্থার পরিবর্তন
Ο খ) স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র
Ο গ) দুটি পক্ষ
Ο ঘ) বর্ণিত সব কয়টি
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. কোনটি ব্যবসায়িক লেনদেন সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ?
i. ব্যবসায় পরিচালনা
ii. প্রকৃত আর্থিক অবস্থা নিষ্পন্ন
iii. ব্যবসায়ের লাভ-লোকসান নিরূপণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. আয় বা লাভ হলে স্বত্বাধিকারের কী ঘটে?
Ο ক) বৃদ্ধি ঘটে
Ο খ) হ্রাস ঘটে
Ο গ) বৃদ্ধি এবং হ্রাস ঘটে
Ο ঘ) কোনো পরিবর্তন ঘটে না
সঠিক উত্তর: (ক)
১৩৬. পণ্য ক্রয় ও বিভিন্ন খরচের জন্য ব্যবহৃত ভাউচারকে বলে-
Ο ক) ডেবিট ভাউচার
Ο খ) ক্রেডিট ভাউচার
Ο গ) ডেবিট নোট
Ο ঘ) ক্যাশমেমো
সঠিক উত্তর: (ক)
১৩৭. মি. করিমের ব্যবসায়ে কোনটি লেনদেন নয়?
i. নগদ পণ্য বিক্রয়
ii. নগদ পণ্য ক্রয়
iii. ফরমায়েশ প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৮. ‘১০,০০০ টাকার যন্ত্রপাতি নগদে ক্রয়’ - এই লেনদেনটি হিসাব সমীকরণ A = L + E এর কোন কোন উপাদানের পরিবর্তন ঘটায়?
Ο ক) কেবলমাত্র A উপাদানের
Ο খ) A এবং E উপাদানের
Ο গ) A এবং L উপাদানের
Ο ঘ) E এবং Lউপাদানের
সঠিক উত্তর: (ক)
১৩৯. জনাব সাইদুর রহমান ১,০০০ টি পণ্য প্রতিটি ২০ টাকা দরে বিক্রয় করলেন। তিনি ৫% কারবারি বাট্টা দিলেন এক্ষেত্রে চালান বহিতে মোট কত টাকা লিপিবদ্ধ হবে?
Ο ক) ২০,০০০ টাকা
Ο খ) ১৯,০০০ টাকা
Ο গ) ২১,০০০ টাকা
Ο ঘ) ১,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
১৪০. বাট্টা প্রদত্ত হলে হিসাব সমীকরণের কী ঘটে?
Ο ক) E উপকরণের হ্রাস ঘটে
Ο খ) A উপকরণের হ্রাস ঘটে
Ο গ) L উপকরণের হ্রাস ঘটে
Ο ঘ) E ও A উপকরণের হ্রাস ঘটে
সঠিক উত্তর: (ঘ)
১৪১. ব্যবসায়ে মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় -
Ο ক) সম্পদ
Ο খ) দায়
Ο গ) মূলধন
Ο ঘ) খরচ
সঠিক উত্তর: (ক)
১৪২. মালিকানা স্বত্ব বাড়লে কোনটি কমবে?
Ο ক) মোট সম্পদ
Ο খ) মোট উত্তোলন
Ο গ) মোট দায়
Ο ঘ) মোট ব্যয়
সঠিক উত্তর: (গ)
১৪৩. ক্যাশমেমোর কার্বনকপি কার কাছে থাকে?
Ο ক) বিক্রেতার
Ο খ) ক্রেতার
Ο গ) মালিকের
Ο ঘ) ব্যবস্থাপকের
সঠিক উত্তর: (ক)
১৪৪. লেনদেনের পক্ষ দুটি কারা?
Ο ক) পাওনাদার ও দেনাদার
Ο খ) দাতা ও গ্রহীতা
Ο গ) ক্রেতা ও বিক্রেতা
Ο ঘ) মূল্য গ্রহণকারী ও প্রদানকারী
সঠিক উত্তর: (খ)
১৪৫. লেনদেন সংক্রান্ত ঘটনা কেমন হতে পারে?
Ο ক) সবসময় দৃশ্যমান
Ο খ) আংশিক দৃশ্যমান
Ο গ) কখনও কখনও দৃশ্যমান
Ο ঘ) দৃশ্যমান এবং অদৃশ্যমান
সঠিক উত্তর: (ঘ)
১৪৬. লেনদেনের উৎপত্তি কোনটি থেকে?
Ο ক) ঘটনা থেকে
Ο খ) আদান-প্রদান থেকে
Ο গ) অর্থসম্পর্কীয় ঘটনা থেকে
Ο ঘ) অর্থসম্পর্কহীন ঘটনা থেকে
সঠিক উত্তর: (গ)
১৪৭. মুনাফা অর্জনের উদ্দেশ্য ব্যবহৃত পরিস্পদকে কী বলে?
Ο ক) দায়
Ο খ) সম্পদ
Ο গ) মূলধন
Ο ঘ) স্বত্তাধিকার
সঠিক উত্তর: (খ)
১৪৮. কোনটি অর্থ সম্পর্কীয় ঘটনা থেকে উৎপত্তি হয়?
Ο ক) হিসাবের
Ο খ) লেনদেনের
Ο গ) ব্যবসায়ের
Ο ঘ) হিসাব বিজ্ঞানের
সঠিক উত্তর: (খ)
১৪৯. লেনদেন হিসাববিজ্ঞানের -
Ο ক) কাঠি
Ο খ) পিলার
Ο গ) মূলভিত্তি
Ο ঘ) ব্যবসায়ের ভাষা
সঠিক উত্তর: (গ)
১৫০. নিচের কোনটিকে আন্ত:লেনদেন হিসেবে চিহ্নিত করা যায়?
Ο ক) বিজ্ঞাপন বাবদ ব্যয়
Ο খ) রহিমের নিকট হতে ধারে পণ্য ক্রয়
Ο গ) যন্ত্রপাতির অবচয় ধার্য করা
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. করিম রহিমকে একটি কলম উপহার দিল। এটি-
Ο ক) একটি লেনদেন
Ο খ) একটি বিনিময়
Ο গ) কোনো লেনদেন নয়
Ο ঘ) পুঁজি
সঠিক উত্তর: (গ)
১০২. বাকিতে ক্রয়কৃত পণ্য বিক্রেতার নিকট ফেরত পাঠানোর সময় ক্রেতা কর্তৃক বিক্রেতার নিকট যে চিঠি প্রেরণ করা হয় তাকে বলে-
Ο ক) ডেবিট ভাউচার
Ο খ) ক্রেডিট ভাউচার
Ο গ) ডেবিট নোট
Ο ঘ) ক্রেডিট নোট
সঠিক উত্তর: (গ)
১০৩. কোনটি ব্যবসায়িক লেনদেনের দলিল?
Ο ক) মাল ক্রয়
Ο খ) মজুরি প্রদান
Ο গ) মজুরি শিট
Ο ঘ) ক্ষতি
সঠিক উত্তর: (গ)
১০৪. বছরের শেষ তারিখে সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের ফলে-
Ο ক) স্বত্বাধিকার হ্রাস পাবে
Ο খ) স্বত্বাধিকার বৃদ্ধি ও সম্পত্তি বৃদ্ধি
Ο গ) সম্পত্তি বৃদ্ধি ও স্বত্বাধিকার হ্রাস
Ο ঘ) সম্পত্তি হ্রাস ও দায় হ্রাস
সঠিক উত্তর: (খ)
১০৫. ঘটনা ও লেনদেন সম্পর্কে কোন বিবরণটি ভুল?
Ο ক) সকল লেনদেন ঘটনা
Ο খ) সকল ঘটনাই লেনদেন
Ο গ) সকল লেনদেন ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়
Ο ঘ) সকল লেনদেন অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য
সঠিক উত্তর: (খ)
১০৬. কখন লেনদেনের সৃষ্টি হয়?
Ο ক) সুবিধা গ্রহণকারী ও সুবিধা প্রধানকারী পক্ষ একত্রিত হলে
Ο খ) শুধুমাত্র সুবিধা প্রদানকারী হিসাব রাখলে
Ο গ) শুধুমাত্র সুবিধা গ্রহণকারী হিসাব রাখলে
Ο ঘ) শুধুমাত্র হিসাবের খাতা সংরক্ষণ করলে
সঠিক উত্তর: (ক)
১০৭. নিচের কোনটি কারবারি লেনদেন?
Ο ক) মি. রফিক ৫০.০০০ টাকা মূলধন বিনিয়োগ করেন
Ο খ) তিনি ব্যবসায়ের জন্য ১,০০০ টাকায় একটি দোকান ভাড়া নেন
Ο গ) আরিফকে কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়
Ο ঘ) মূল্য তালিকা পাঠানোর ফরমায়েশ পাওয়া গেল
সঠিক উত্তর: (ক)
১০৮. ক্রেডিট ভাউচারে কয়জনের স্বাক্ষর থাকে?
Ο ক) তিন জনের
Ο খ) চার জনের
Ο গ) দুই জনের
Ο ঘ) এক জনের
সঠিক উত্তর: (খ)
১০৯. কারবারের লেনদেন পরিবর্তন আনে সর্বদা-
i. মোট সম্পত্তির
ii. মোট মুনাফার
iii. আর্থিক অবস্থার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (গ)
১১০. প্রতিটি লেনদেনে জড়িত থাকে-
Ο ক) অনেক পক্ষ
Ο খ) দুটি পক্ষ
Ο গ) তিনটি পক্ষ
Ο ঘ) কোনো পক্ষই নয়
সঠিক উত্তর: (খ)
১১১. দায় হ্রাস এবং মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছে কোন লেনদেনটিতে?
Ο ক) নগদ ৫,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করল
Ο খ) পাওনাদারকে পরিশোধ ৩,০০০ টাকা
Ο গ) মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ ৫,০০০ টাকা
Ο ঘ) বাকিতে পণ্য ক্রয় ৭,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)
১১২. নিচের কোনটি অনার্থিক লেনদেন?
i. ৫,০০০ টাকার পণ্য সরবরাহের ফরমায়েশ প্রাপ্তি
ii. মাসিক ৩,০০০ টাকা বেতনে ব্যবসার ম্যানেজার নিয়োগ
iii. মালিকের পুত্রসন্তান জন্মগ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৩. কখন মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়?
Ο ক) ব্যয় বৃদ্ধি পেলে
Ο খ) ক্ষতি হলে
Ο গ) আয় বৃদ্ধি পেলে
Ο ঘ) দায় বৃদ্ধি পেলে
সঠিক উত্তর: (গ)
১১৪. লেনদেন শব্দের অর্থ কী?
Ο ক) হিসাবনিকাশ
Ο খ) দেনাদার-পাওনাদার
Ο গ) মূল্যের আদান-প্রদান
Ο ঘ) লাভ-ক্ষতি নির্ণয়
সঠিক উত্তর: (গ)
১১৫. নিচের কোন ঘটনাটি লেনদেন?
Ο ক) কর প্রদানের চিঠি প্রাপ্তি
Ο খ) ক্যাশবাক্স থেকে টাকা হারানো
Ο গ) পণ্য ক্রয়ের চুক্তিপত্র স্বাক্ষর
Ο ঘ) নগদ সাহায্যদানের অঙ্গীকার
সঠিক উত্তর: (খ)
১১৬. ক্রয় ফেরত বই লেখা হয়-
Ο ক) ডেবিট নোটের সাহায্যে
Ο খ) ক্রেডিট নোটের সাহায্যে
Ο গ) আগমন চালানের সাহায্যে
Ο ঘ) ডেবিট ভাউচারের সাহায্যে
সঠিক উত্তর: (ক)
১১৭. সঠিক হিসাব সমীকরণ কোনটি?
Ο ক) দায় = সম্পত্তি
Ο খ) সম্পত্তি = দায় + স্বত্বাধিকার + মূলধন
Ο গ) সম্পত্তি = দায় + (মূলধন + আয় - খরচ - উত্তোলন)
Ο ঘ) সম্পত্তি = দায় + স্বত্বাধিকার + মূলধন + খরচ
সঠিক উত্তর: (গ)
১১৮. পাওনাদারের ১০০ টাকা দেওয়া হল। এ ঘটনার জন্য হিসাব সমীকরণের -
Ο ক) A উপকরণের নগদ টাকা বৃদ্ধি পায়
Ο খ) L উপকরণের পাওনা হ্রাস পায়
Ο গ) E উপকরণের মালিকের পাওনা হ্রাস পায়
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ঘ)
১১৯. ক্রেতার ক্রয়কৃত মাল ডেবিট করা হয়েছে, এ বিষয়টি জানানোর দরকার হয়-
Ο ক) ক্রেতাকে
Ο খ) ক্রেতা ও বিক্রেতাকে
Ο গ) বিক্রেতাকে
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
১২০. লেনদেন হতে হলে-
i. আর্থিক অবস্থার পরিবর্তন হবে
ii. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে
iii. দৃশ্যমান বা অদৃশ্যমান হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২১. হিসাব সমীকরণের সঠিক সমীকরণ কোনটি?
Ο ক) L = A+E
Ο খ) A = L+E
Ο গ) E = A+L
Ο ঘ) A+L+E = 0
সঠিক উত্তর: (খ)
১২২. ডেবিট ভাউচারে কোন শ্রেণির হিসাব লিপিবদ্ধ করা হয়?
Ο ক) সম্পদ
Ο খ) দায়
Ο গ) আয়
Ο ঘ) ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
১২৩. কোনটি ভুল? লেনদেনের দ্বারা-
i. মোট সম্পদ হ্রাস পেলে, মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে
ii. মোট সম্পদ বৃদ্ধি পেলে, মোট দায় হ্রাস পাবে
iii. একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১২৪. কমিশন প্রাপ্তি কোন ভাউচারে লিপিবদ্ধ হবে?
Ο ক) ডেবিট নোট
Ο খ) ডেবিট ভাউচার
Ο গ) ডেবিট নোট
Ο ঘ) ক্রেডিট নোট
সঠিক উত্তর: (খ)
১২৫. প্রতিটি লেনদেনে কমপক্ষে কয়টি পক্ষ জড়িত থাকে?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
১২৬. হিসাব সীকরণের E উপাদান প্রকাশ করে-
Ο ক) মালিকানা স্বত্ব
Ο খ) মোট সম্পত্তি
Ο গ) মোট আয়
Ο ঘ) মোট ব্যয়
সঠিক উত্তর: (ক)
১২৭. মি. x ১০% কারবারি বাট্টায় ২৮,০০০ টাকার পণ্য ক্রয় করেন। মি. x এর সংরক্ষিত বইতে এ বাট্টা কোথায় প্রদর্শিত হবে?
Ο ক) নগদান বইয়ে
Ο খ) রেওয়ামিলে
Ο গ) চালানে
Ο ঘ) জাবেদায়
সঠিক উত্তর: (গ)
১২৮. ব্যবসায় প্রতিষ্ঠানে যে সমস্ত দৈনন্দিন ঘটনা ঘটে, সেগুলোই লেনদেনের -
Ο ক) দলিল
Ο খ) ভিত্তি
Ο গ) উৎস
Ο ঘ) বৈশিষ্ট্য
সঠিক উত্তর: (গ)
১২৯. কার নিকট হতে পণ্য ক্রয় করা হল, কখন ক্রয় করা হল, কী পরিমাণ ক্রয় করা হল এবং কত দরে ক্রয় করা হল তা বিস্তারিত উল্লেখ থাকে-
Ο ক) ডেবিট ভাউচারে
Ο খ) ক্রেডিট ভাউচারে
Ο গ) চালানে
Ο ঘ) ক্যাশমেমোতে
সঠিক উত্তর: (গ)
১৩০. লেনদেনের সত্যতা নিশ্চিতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) স্মারকলিপি
Ο খ) পরিমেল নিয়মাবলি
Ο গ) প্রমাণপত্র
Ο ঘ) বিবরণপত্র
সঠিক উত্তর: (গ)
১৩১. জনাব আসাদ ১০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। বছরের মাঝামাঝি সময়ে ব্যবসায় থেকে তিনি ২,০০০ টাকার পণ্য উত্তোলন করেন, ৫,০০০ টাকার অতিরিক্ত মূলধন আনেন এবং ২,০০০ টাকার ব্যাংক ঋণ গ্রহণ করেন। বছর শেষে ব্যবসায়ের প্রকৃত লাভ হলে কারবারে জনাব আসাদের মালিকানা স্বত্বের পরিমাণ কত হবে?
Ο ক) ১৫,০০০ টাকা
Ο খ) ১৯,০০০ টাকা
Ο গ) ১৩,০০০ টাকা
Ο ঘ) ১৭,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)
১৩২. কিসের ওপর ভিত্তি করে ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা লেখা হয়?
Ο ক) চালানের
Ο খ) নগদান বইয়ের
Ο গ) বিল ও ক্যাশমেমোর
Ο ঘ) ক্রেডিট নোটের
সঠিক উত্তর: (ক)
১৩৩. নিচের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য?
Ο ক) অর্থের অবস্থার পরিবর্তন
Ο খ) স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র
Ο গ) দুটি পক্ষ
Ο ঘ) বর্ণিত সব কয়টি
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. কোনটি ব্যবসায়িক লেনদেন সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ?
i. ব্যবসায় পরিচালনা
ii. প্রকৃত আর্থিক অবস্থা নিষ্পন্ন
iii. ব্যবসায়ের লাভ-লোকসান নিরূপণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. আয় বা লাভ হলে স্বত্বাধিকারের কী ঘটে?
Ο ক) বৃদ্ধি ঘটে
Ο খ) হ্রাস ঘটে
Ο গ) বৃদ্ধি এবং হ্রাস ঘটে
Ο ঘ) কোনো পরিবর্তন ঘটে না
সঠিক উত্তর: (ক)
১৩৬. পণ্য ক্রয় ও বিভিন্ন খরচের জন্য ব্যবহৃত ভাউচারকে বলে-
Ο ক) ডেবিট ভাউচার
Ο খ) ক্রেডিট ভাউচার
Ο গ) ডেবিট নোট
Ο ঘ) ক্যাশমেমো
সঠিক উত্তর: (ক)
১৩৭. মি. করিমের ব্যবসায়ে কোনটি লেনদেন নয়?
i. নগদ পণ্য বিক্রয়
ii. নগদ পণ্য ক্রয়
iii. ফরমায়েশ প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৮. ‘১০,০০০ টাকার যন্ত্রপাতি নগদে ক্রয়’ - এই লেনদেনটি হিসাব সমীকরণ A = L + E এর কোন কোন উপাদানের পরিবর্তন ঘটায়?
Ο ক) কেবলমাত্র A উপাদানের
Ο খ) A এবং E উপাদানের
Ο গ) A এবং L উপাদানের
Ο ঘ) E এবং Lউপাদানের
সঠিক উত্তর: (ক)
১৩৯. জনাব সাইদুর রহমান ১,০০০ টি পণ্য প্রতিটি ২০ টাকা দরে বিক্রয় করলেন। তিনি ৫% কারবারি বাট্টা দিলেন এক্ষেত্রে চালান বহিতে মোট কত টাকা লিপিবদ্ধ হবে?
Ο ক) ২০,০০০ টাকা
Ο খ) ১৯,০০০ টাকা
Ο গ) ২১,০০০ টাকা
Ο ঘ) ১,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
১৪০. বাট্টা প্রদত্ত হলে হিসাব সমীকরণের কী ঘটে?
Ο ক) E উপকরণের হ্রাস ঘটে
Ο খ) A উপকরণের হ্রাস ঘটে
Ο গ) L উপকরণের হ্রাস ঘটে
Ο ঘ) E ও A উপকরণের হ্রাস ঘটে
সঠিক উত্তর: (ঘ)
১৪১. ব্যবসায়ে মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় -
Ο ক) সম্পদ
Ο খ) দায়
Ο গ) মূলধন
Ο ঘ) খরচ
সঠিক উত্তর: (ক)
১৪২. মালিকানা স্বত্ব বাড়লে কোনটি কমবে?
Ο ক) মোট সম্পদ
Ο খ) মোট উত্তোলন
Ο গ) মোট দায়
Ο ঘ) মোট ব্যয়
সঠিক উত্তর: (গ)
১৪৩. ক্যাশমেমোর কার্বনকপি কার কাছে থাকে?
Ο ক) বিক্রেতার
Ο খ) ক্রেতার
Ο গ) মালিকের
Ο ঘ) ব্যবস্থাপকের
সঠিক উত্তর: (ক)
১৪৪. লেনদেনের পক্ষ দুটি কারা?
Ο ক) পাওনাদার ও দেনাদার
Ο খ) দাতা ও গ্রহীতা
Ο গ) ক্রেতা ও বিক্রেতা
Ο ঘ) মূল্য গ্রহণকারী ও প্রদানকারী
সঠিক উত্তর: (খ)
১৪৫. লেনদেন সংক্রান্ত ঘটনা কেমন হতে পারে?
Ο ক) সবসময় দৃশ্যমান
Ο খ) আংশিক দৃশ্যমান
Ο গ) কখনও কখনও দৃশ্যমান
Ο ঘ) দৃশ্যমান এবং অদৃশ্যমান
সঠিক উত্তর: (ঘ)
১৪৬. লেনদেনের উৎপত্তি কোনটি থেকে?
Ο ক) ঘটনা থেকে
Ο খ) আদান-প্রদান থেকে
Ο গ) অর্থসম্পর্কীয় ঘটনা থেকে
Ο ঘ) অর্থসম্পর্কহীন ঘটনা থেকে
সঠিক উত্তর: (গ)
১৪৭. মুনাফা অর্জনের উদ্দেশ্য ব্যবহৃত পরিস্পদকে কী বলে?
Ο ক) দায়
Ο খ) সম্পদ
Ο গ) মূলধন
Ο ঘ) স্বত্তাধিকার
সঠিক উত্তর: (খ)
১৪৮. কোনটি অর্থ সম্পর্কীয় ঘটনা থেকে উৎপত্তি হয়?
Ο ক) হিসাবের
Ο খ) লেনদেনের
Ο গ) ব্যবসায়ের
Ο ঘ) হিসাব বিজ্ঞানের
সঠিক উত্তর: (খ)
১৪৯. লেনদেন হিসাববিজ্ঞানের -
Ο ক) কাঠি
Ο খ) পিলার
Ο গ) মূলভিত্তি
Ο ঘ) ব্যবসায়ের ভাষা
সঠিক উত্তর: (গ)
১৫০. নিচের কোনটিকে আন্ত:লেনদেন হিসেবে চিহ্নিত করা যায়?
Ο ক) বিজ্ঞাপন বাবদ ব্যয়
Ο খ) রহিমের নিকট হতে ধারে পণ্য ক্রয়
Ο গ) যন্ত্রপাতির অবচয় ধার্য করা
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Accounting