এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ২: লেনদেন (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ২: লেনদেন (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. নিচের কোনটি ঐতিহাসিক ঘটনা?
Ο ক) অনাদায়ী পাওনা
Ο খ) অনাদায়ী পাওনা সঞ্চিতি
Ο গ) আগুনে পণ্য বিনষ্ট
Ο ঘ) ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকের মৃত্যু
সঠিক উত্তর: (খ)

৫২. দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে-
Ο ক) হিসাব
Ο খ) লেনদেন
Ο গ) মোট ক্ষতি
Ο ঘ) নিট লাভ
সঠিক উত্তর: (খ)

৫৩. লেনদেন সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক?
Ο ক) এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য
Ο খ) এটি আর্থিক অবস্থার অপরিবর্তন ঘটায়
Ο গ) সুবিধা আদান-প্রদান হতে পারে বা নাও পারে
Ο ঘ) এটিতে দুইয়ের অধিক পক্ষ জড়িত থাকবে
সঠিক উত্তর: (ক)

৫৪. যন্ত্রপাতির অবচয় একটি-
Ο ক) নগদ লেনদেন
Ο খ) বাকি লেনদেন
Ο গ) বহি:লেনদেন
Ο ঘ) অদৃশ্য লেনদেন
সঠিক উত্তর: (ঘ)

৫৫. একটি চালান বহিতে কার স্বাক্ষর থাকে?
Ο ক) ক্রেতার
Ο খ) ক্রেতা, বিক্রেতা উভয়ের
Ο গ) বিক্রেতার
Ο ঘ) বাণিজ্য সংস্থার
সঠিক উত্তর: (খ)

৫৬. লেনদেন হিসাবভুক্ত করার জন্যে কী প্রয়োজন?
Ο ক) স্মারকলিপি
Ο খ) বিবরণপত্র
Ο গ) ব্যবসায়িক দলিলপত্র
Ο ঘ) পরিমেল নিয়ামবলি
সঠিক উত্তর: (গ)

৫৭. ক্যাশমেমো সাধারণত তিন প্রস্থ করা হয়, কেননা-
i. প্রথম প্রস্থ ক্রেতাকে দেওয়া হয় এবং দ্বিতীয় প্রস্থ বিক্রয় প্রতিষ্ঠানের হিসাব বিভাগে সংরক্ষিত থাকে
ii. প্রথম প্রস্থ বিক্রেতার নিকট থাকে এবং দ্বিতীয় প্রস্থ ক্রেতাকে দেওয়া হয়
iii. বিক্রেতার কপি হতে ধারে বিক্রয়ের সময় চালানের সাথে ক্যাশমেমো ক্রেতার নিকট পাঠানো হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)

৫৮. ডেবিট নোট ইস্যুর মাধ্যমে বিক্রেতার আর্থিক অবস্থার কীরূপ পরিবর্তন হয়?
Ο ক) সম্পত্তি বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি
Ο খ) সম্পত্তি বৃদ্ধি, দায় হ্রাস
Ο গ) সম্পত্তি বৃদ্ধি, দায় বৃদ্ধি
Ο ঘ) সম্পত্তি হ্রাস, দায় বৃদ্ধি
সঠিক উত্তর: (গ)

৫৯. নিচের কোন উক্তিটি লেনদেনের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ?
i. আর্থিক অবস্থার পরিবর্তন
ii. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য
iii. দৃশ্যমান ও অদৃশ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬০. ক্রেডিট নোট কে প্রস্তুুত করেন?
Ο ক) পরিবেশক
Ο খ) ক্রেতা
Ο গ) বিক্রেতা
Ο ঘ) হিসাবরক্ষক
সঠিক উত্তর: (গ)

৬১. লেনদেন হতে হলে সর্বদাই কীসের প্রয়োজন হবে?
Ο ক) বস্তুর বা সেবার বাস্তব বিনিময়ের
Ο খ) দুতরফা দাখিলা পদ্ধতির
Ο গ) সুষ্ঠর হিসাবরক্ষণের
Ο ঘ) নিট মুনাফার
সঠিক উত্তর: (ক)

৬২. বিক্রিত মূল্যের মোট মূল্যের ওপর যে পরিমাণ টাকা মওকুফ করে ক্রেতাকে মূল্য পরিশোধ করতে বলা হয় সেই মওকুফকৃত অর্থই হল -
Ο ক) নগদ বাট্টা
Ο খ) কারবারি বাট্টা
Ο গ) উভয়ই
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)

৬৩. চালান তৈরি করার দায়িত্ব কার?
Ο ক) বিক্রেতা
Ο খ) ক্রেতা
Ο গ) সরকার
Ο ঘ) মধ্যস্থ কারবারি
সঠিক উত্তর: (ক)

৬৪. মি. আরিফের নিকট থেকে ১,০০,০০০ টাকা প্রাপ্তি। এখানে সুবিধা প্রদানকারী পক্ষ হল-
Ο ক) মি. আরিফ
Ο খ) ব্যবসায় প্রতিষ্ঠান
Ο গ) নগদান হিসাব
Ο ঘ) যে টাকা পেল
সঠিক উত্তর: (ক)

৬৫. ২০১২ সনের ২৮ জানুয়ারি ব্যবসায়ের মালিকের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এ ঘটনার দ্বারা A = L + E সমীকরণের-
Ο ক) A উপাদানের পরিবর্তন ঘটে
Ο খ) L উপাদানের পরিবর্তন ঘটে
Ο গ) E উপাদানের পরিবর্তন ঘটে
Ο ঘ) কোন পরিবর্তন ঘটে নি
সঠিক উত্তর: (ঘ)

৬৬. চালান কী?
Ο ক) একটি কাগজ
Ο খ) এক প্রকার ভাউচার
Ο গ) ক্রয় ও বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)

৬৭. চালানে দেখানো হয় কোন বাট্টা?
Ο ক) নগদ
Ο খ) প্রদত্ত
Ο গ) প্রাপ্ত
Ο ঘ) কারবারি
সঠিক উত্তর: (ঘ)

৬৮. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও স্বত্বাধিকারের কোনোরূপ পরিবর্তন সাধনকারী ঘটলে তাকে বলা হয়-
Ο ক) লেনদেন
Ο খ) আর্থিক লেনদেন
Ο গ) কারবারি লেনদেন
Ο ঘ) লেনদেনের প্রকৃতি
সঠিক উত্তর: (গ)

৬৯. ‘স্বয়ংসম্পূর্ণ শব্দের অর্থ কী?
Ο ক) আলাদা
Ο খ) স্বতন্ত্র
Ο গ) আলাদা ও স্বতন্ত্র
Ο ঘ) অভিন্ন
সঠিক উত্তর: (গ)

৭০. লেনদেন সংক্রান্ত ঘটনা-
i. সর্বদা দৃশ্যমান
ii. দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে
iii. কখনই দৃশ্যমান নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)

৭১. লেনদেন সংক্রান্ত ঘটনা-
i. সর্বদা দৃশ্যমান
ii. দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে
iii. কখনই দৃশ্যমান নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)

৭২. সম্পত্তি ও দায় হ্রাসের উদাহরণ হলো-
i. বকেয়া বেতন পরিশোধ ৬.০০০ টাকা
ii. চেয়ার ক্রয় বাকিতে ৪,০০০ টাকা
iii. পাওনাদারকে পরিশোধ ১০.০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৭৩. প্রতিটি লেনদেন পরিমাপযোগ্য-
Ο ক) মিটারে
Ο খ) লিটারে
Ο গ) টাকায়
Ο ঘ) কিলোগ্রামে
সঠিক উত্তর: (গ)

৭৪. সম্পত্তির ওপর মালিকের দাবি বা অধিকারকে বলা হয়-
Ο ক) সম্পত্তি
Ο খ) মালিকানা স্বত্ব
Ο গ) দায়
Ο ঘ) মূলধন
সঠিক উত্তর: (খ) 

৭৫. A = L+E, এখানে E হচ্ছে -
Ο ক) ক্রেডিট ঘটায়
Ο খ) বৃদ্ধি ঘটায়
Ο গ) হ্রাস ঘটায়
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (গ)

৭৬. চালানের উল্লেখযোগ্য বিষয় হল-
i. কার নিকট থেকে পণ্য ক্রয় করা হল
ii. কখন ক্রয় করা হল
iii. কী পরিমাণ মাল ক্রয় করা হল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৭. সব ধরনের ঘটনা লেনদেন নয়। কারণ-
Ο ক) সব ধরনের ঘটনার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় না
Ο খ) সকল ঘটনা আর্থিক মূল্যে নিরূপণ করা যায়
Ο গ) ঘটনার ফলে কোনো সম্পত্তির হস্তান্তর হতে পারে
Ο ঘ) ঘটনার ফলে কোনো দায়ের হস্তান্তর হতে পারে
সঠিক উত্তর: (ক)

৭৮. হিসাব সমীকরণের A উপাদানে বৃদ্ধি ঘটেছে-
i. মনিরের নিকট থেকে ৫,০০০ টাকার পণ্য ফেরত পাওয়া গেল
ii. ব্যাংক জমা টাকার ওপর সুদ পাওয়া গেল ২০০ টাকা
iii. বেতন দেওয়া হল ৫০০ টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)

৭৯. মালিকানা স্বত্বকে প্রভাভিত করার জন্য কয়টি উপাদান রয়েছে?
Ο ক) ৫টি
Ο খ) ৪টি
Ο গ) ৩টি
Ο ঘ) ২টি
সঠিক উত্তর: (খ)

৮০. কোনটি লেনদেনের বৈশিষ্ট্য?
Ο ক) আর্থিক অবস্থার পরিবর্তন
Ο খ) হিসাবভুক্তকরণ
Ο গ) অদৃশ্যমান ঘটনা প্রকাশ করা
Ο ঘ) দৃশ্যমান ঘটনা প্রকাশ করা
সঠিক উত্তর: (ক)

৮১. ভবিষ্যৎ ঘটনা সংক্রান্ত লেনদেনের উদাহরণ হলো-
i. অনাদায়ী পাওনা সঞ্চিতি
ii. বাট্টা সঞ্চিতি
iii. আসবাবপত্র ক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৮২. কারবারের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে কোনটি থাকে?
Ο ক) দায়
Ο খ) মূলধন
Ο গ) মালিকানা স্বত্ব
Ο ঘ) সম্পদ
সঠিক উত্তর: (গ)

৮৩. কোনটি ব্যবসায়ের জন্য শুধুমাত্র একটি ঘটনা?
Ο ক) জামালের নিকট হতে ধারে পণ্য ক্রয় ২,০০০ টাকা
Ο খ) পলাশের নিকট ৬,০০০ টাকা পণ্য বিক্রয়
Ο গ) তানিয়ার নিকট ২,০০০ টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান
Ο ঘ) পলাশ ২,৫০০ টাকার পণ্য ফেরত দিল
সঠিক উত্তর: (গ)

৮৪. কীসের ওপর ভিত্তি করে লেনদেনকে ক্রেতা-বিক্রেতা প্রাথমিক পর্যায়ে ক্রয় ও বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করেন?
Ο ক) ভাউচার
Ο খ) চালান
Ο গ) ক্যাশমেমো
Ο ঘ) ডেবিট নোট
সঠিক উত্তর: (খ)

৮৫. ক্রেডিট নোট কখন তৈরি করা হয়?
Ο ক) বাকিতে ক্রয় করার পর
Ο খ) বাকিতে বিক্রয় করার পর
Ο গ) বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে
Ο ঘ) বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে
সঠিক উত্তর: (গ)

৮৬. অবচয় ধার্য করা হলে হিসাব সমীকরণের হ্রাস ঘটে-
Ο ক) E উপকরণের
Ο খ) A উপকরণের
Ο গ) L উপকরণের
Ο ঘ) E ও A উপকরণের
সঠিক উত্তর: (ঘ)

৮৭. নিচে দুইটি উদাহারণ দেওয়া হল-
i. মি. করিম থেকে ১,০০০ টাকার মাল ক্রয়
ii. মি. রহিমের নিকট বিক্রয় ২,০০০ টাকা এ জাতীয় লেনদেনে উৎস দলিল হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) ভাউচার
Ο খ) চালান
Ο গ) ক্যাশমেমো
Ο ঘ) ডেবিট নোট ও ক্রেডিট নোট
সঠিক উত্তর: (খ)

৮৮. ক্রেডিট ভাউচারে কয়জনের স্বাক্ষর থাকে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (গ)

৮৯. শিক্ষানবিস সেলামি লিপিবদ্ধের জন্যে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) ডেবিট ভাউচার
Ο খ) ক্রেডিট ভাউচার
Ο গ) ডেবিট নোট
Ο ঘ) ক্রেডিট নোট
সঠিক উত্তর: (খ)

৯০. কয়টি উপাদান মালিকানা স্বত্বকে প্রভাবিত করে?
Ο ক) ৩টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৬টি
সঠিক উত্তর: (খ)

৯১. কোনটি আর্থিক লেনদেন?
Ο ক) বাকিতে পণ্য ক্রয় ১,০০০ টাকা
Ο খ) পণ্য বিক্রয়ের ফরমায়েশ পাওয়া গেল ৫,০০০ টাকা
Ο গ) ৩,০০০ টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ
Ο ঘ) মাসিক ২,০০০ টাকা ভাড়ায় অফিস নেওয়ার সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ক)

৯২. ব্যবসায়িক লেনদেন সংরক্ষণের উদ্দেশ্য হল-
i. লেনদেন স্থায়ীভাবে সংরক্ষণ
ii. আর্থিক ফলাফল নির্ণয়
iii. আর্থিক অবস্থা নির্ণয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯৩. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় পরিবর্তন ঘটায় এরূপ যেকোনো ঘটনাকে কী বলে?
Ο ক) ক্রয়বিক্রয়
Ο খ) লেনদেন
Ο গ) ব্যবসায়
Ο ঘ) হিসাব
সঠিক উত্তর: (খ)

৯৪. ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা বিক্রয়কৃত পণ্যের মূল্যের জন্য চালানসহ বিল কার নিকট দাখিল করে?
Ο ক) বিক্রেতার নিকট
Ο খ) ব্যবস্থাপকের নিকট
Ο গ) ক্রেতার নিকট
Ο ঘ) হিসাবরক্ষকের নিকট
সঠিক উত্তর: (গ)

৯৫. ব্যবসায়িক কার্যক্রম ও লেনদেন-
i. একই অর্থবোধক নয়
ii. একই অর্থবোধক
iii. একটি অপরটির পরিপূরক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)

৯৬. মালিকের মৃত্যুতে ব্যবসায়িক ক্ষতি হয় তবুও এটি লেনদেন নয়। কেননা-
Ο ক) ঘটনাটি অপ্রত্যাশিত হঠাৎ সংঘটিত হয়েছে
Ο খ) মালিকের মৃত্যু ব্যবসায় প্রতিষ্ঠান মেনে নিতে পারে নি
Ο গ) হিসাব সমীকরণের কোনো পরিবর্তন হয় নি
Ο ঘ) হিসাব সীমকরণে শুধুমাত্র E উপাদানের পরিবর্তন হয়েছে
সঠিক উত্তর: (গ)

৯৭. কোনো ঘটনা লেনদেন হতে হলে তার মধ্যে অবশ্যই কী থাকতে হবে?
Ο ক) লেনদেনের সকল বৈশিষ্ট্য
Ο খ) লেনদেনের যেকোনো একটি বৈশিষ্ট্য
Ο গ) লেনদেনের একাধিক বৈশিষ্ট্য
Ο ঘ) লেনদেনের কমপক্ষে দুটি বৈশিষ্ট্য
সঠিক উত্তর: (ক)

৯৮. লেনদেনের পক্ষ দু’টি হল -
Ο ক) পাওনাদার ও দেনাদার
Ο খ) দাতা ও গ্রহীতা
Ο গ) ক্রেতা ও বিক্রেতা
Ο ঘ) মূল্য গ্রহণকারী ও প্রদানকারী
সঠিক উত্তর: (খ)

৯৯. ব্যবসায়িক লেনদেনের দলিলগুলো হল-
Ο ক) চালান, বিল, ক্যাশমেমো, ভাউচার প্রভৃতি
Ο খ) ক্রয় বই, বিক্রয় বই, জাবেদা বই
Ο গ) খতিয়ান, চালান, জাবেদা বই
Ο ঘ) রেওয়ামিল, ভাউচার, ডেবিট নোট
সঠিক উত্তর: (ক)

১০০. শিক্ষানবিস সেলামি লিপিবদ্ধের জন্য ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) ডেবিট ভাউচার
Ο খ) ক্রেডিট ভাউচার
Ο গ) ডেবিট নোট
Ο ঘ) ক্রেডিট নোট
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

1 Comments

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post