এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ১২: পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ১২: পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কী বলে?
Ο ক) বাজেট
Ο খ) হিসাব নিরীক্ষা
Ο গ) পরিসংখ্যান
Ο ঘ) অডিটিং
সঠিক উত্তর: (ক)

২.পারিবারিক বাজেট প্রস্তুতের পদক্ষেপ কয়টি?
Ο ক) ৮টি
Ο খ) ৭টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)

৩. পরিবারের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কোনটি অপরিহার্য?
Ο ক) অধিক আয়
Ο খ) সঠিক ব্যয়
Ο গ) আয় ও ব্যয়
Ο ঘ) সঠিক হিসাব নিকাশ
সঠিক উত্তর: (ঘ)

৪. স্থায়ী সম্পদের অবচয় আয়-ব্যয় বিবরণীর কোন দিকে বসবে?
Ο ক) আয়ের দিকে
Ο খ) ব্যয়ের দিকে
Ο গ) উভয় দিকে
Ο ঘ) সম্পদের দিকে
সঠিক উত্তর: (খ)

৫. সামাজিক ও পারিবারিক জীবনযাপনে কী করা উচিত?
Ο ক) প্রচুর আয় করা
Ο খ) কম ব্যয় করা
Ο গ) আয় ও ব্যয় সমান হওয়া
Ο ঘ) আয় বুঝে ব্যয় করা
সঠিক উত্তর: (ঘ)

৬. পারিবারিক বাজেট প্রস্তুতের প্রথম পদক্ষেপ কোনটি?
Ο ক) প্রয়োজনীয় দ্রব্যাদির তালিকাকরণ
Ο খ) সম্ভাব্য আয় নির্ধারণ
Ο গ) দ্রব্য বা সেবার মূল্য নির্ধারণ
Ο ঘ) দ্রব্য বা সেবার চাহিদা ও সরবরাহের তথ্য সংগ্রহকরণ
সঠিক উত্তর: (ক)

৭. কোন খাতে পারিবারিক আয়ের ৫%-১০% ব্যয় করা হয়?
Ο ক) শিক্ষা খাতে
Ο খ) বাসস্থান খাতে
Ο গ) চিকিৎসা খাতে
Ο ঘ) বস্ত্র খাতে
সঠিক উত্তর: (ঘ)

৮. পরিবার ব্যবসায় প্রতিষ্ঠান নয় বলে পরিবারে কোনটি থাকে না?
Ο ক) দায়
Ο খ) সম্পদ
Ο গ) প্রারম্ভিক তহবিল
Ο ঘ) ঋণ
সঠিক উত্তর: (গ)

৯.পারিবারিক আয়ের আনুমানিক শতকরা কতভাগ বাসস্থান খাতে ব্যয় করা হয়?
Ο ক) ১৫%-২৫%
Ο খ) ২০%-২৫%
Ο গ) ২৫%-৩০%
Ο ঘ) ৩০%-৪০%
সঠিক উত্তর: (ঘ)

১০. ‘আয় বুঝে ব্যয় কর’ - এ মতবাদ অনুযায়ী হিসাব ব্যবস্থা পরিচালিত হলে -
i. পারিবারিক সুখ বৃদ্ধি পায়
ii. সচ্ছলতা বৃদ্ধি পায়
iii. আয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১. মি. রতন তার পরিবারের বর্তমান আয়ের একটি অংশ সঞ্চয় করে থাকেন। এটির পিছনে মি. রতন এর উদ্দেশ্য কী?
Ο ক) সম্পদ বৃদ্ধি করা
Ο খ) ভোগ প্রবণতা বৃদ্ধি করা
Ο গ) ঋণ পরিশোধ করা
Ο ঘ) ভবিষ্যতে সুন্দরভাবে জীবনযাপন করা
সঠিক উত্তর: (ঘ)

১২. আর্থিক বিবরণীতে পারিবারিক তহবিলের সাথে -
i. আয় উদ্বৃত্ত যোগ করা হয়
ii. ঘাটতি বিয়োগ করা হয়
iii. ঋণ অন্তর্ভুক্ত করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩. পরিবার হচ্ছে -
i. অ-মুনাফাভোগী প্রতিষ্ঠান
ii. সেবামূলক প্রতিষ্ঠান
iii. পরিবার প্রধান থেকে পৃথক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৪. পরিবারের সম্পদ বৃদ্ধি পায় -
i. অনিয়মিত ব্যয়ের মাধ্যমে
ii. মুনাফা জাতীয় ব্যয়ের মাধ্যমে
iii. মূলধন জাতীয় ব্যয়ের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৫. পারিবারিক হিসাবের বৈশিষ্ট্য হলো -
i. হিসাবের ক্ষেত্রে প্রতিটি পরিবার এক একটি একক
ii. পারিবারিক হিসাব কারো কাছে প্রকাশ করতে হয় না
iii. পারিবারিক হিসাব প্রচুর কঠিন কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৬. ব্যক্তিজীবনে পারিবারিক বাজেটের গুরুত্ব অসীম। কারণ এর দ্বারা -
i. পরিবারের ব্যয় হ্রাস পায়
ii. আয় বুঝে ব্যয় করার প্রবণতা বাড়ে
iii. পরিবারের সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭. ‘পারিবারিক কলহ দূর’ পারিবারিক হিসাব নিকাশের কী?
Ο ক) প্রয়োজনীয়তা
Ο খ) সুবিধা
Ο গ) বৈশিষ্ট্য
Ο ঘ) উদ্দেশ্য
সঠিক উত্তর: (ক)

১৮. পারিবারিক আয়-ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয় -
Ο ক) চলতি বছরের মুনাফা জাতীয় ব্যয়
Ο খ) বিগত ও চলতি বছরের মুনাফা জাতীয় ব্যয়
Ο গ) চলতি ও পরবর্তী বছরের মুনাফা জাতীয় ব্যয়
Ο ঘ) বিগত, চলতি ও পরবর্তী বছরের মুনাফা জাতীয় ব্যয়
সঠিক উত্তর: (ক)

১৯. সুষ্ঠুভাবে পরিবার পরিচালনা করা সম্ভব হয় কখন?
Ο ক) পরিবার স্বচ্ছল হলে
Ο খ) প্রচুর আয় হলে
Ο গ) সঠিক বাজেট প্রণয়ন করা হলে
Ο ঘ) অধিক সম্পদ থাকলে
সঠিক উত্তর: (গ)

২০. প্রাপ্তি ও প্রদান হিসাবের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) প্রাপ্তি ও পরিশোধ লেখার সময় কাল বিবেচনায় আনা হয়
Ο খ) এই হিসাবের বাম দিক সর্বদাই ছোট হয়
Ο গ) স্থায়ী সম্পদের অবচয় সংক্রান্ত লেনদেন এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না
Ο ঘ) এ হিসাব হতে নগদ প্রবাহ জানা যায় না
সঠিক উত্তর: (গ)

২১. আয় ও ব্যয়ের পূর্বে কোন কাজটি প্রয়োজন?
Ο ক) হিসাব সংরক্ষণ
Ο খ) লেনদেন বিশ্লেষণ
Ο গ) পরিকল্পনা
Ο ঘ) সমন্বয়
সঠিক উত্তর: (গ)

২২. পারিবারিক আর্থিক বিবরণীর ধাপসমূহ হলো -
i. প্রাপ্তি ও প্রদান হিসাব
ii. আয়-ব্যয় বিবরণী
iii. আর্থিক অবস্থার বিবরণী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩. পারিবারিক তহবিল আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে দেখানো হয়?
Ο ক) সম্পদ হিসেবে
Ο খ) প্রারম্ভিক মূলধন হিসেবে
Ο গ) দায় হিসেবে
Ο ঘ) আয় হিসেবে
সঠিক উত্তর: (গ)

২৪. পারিবারিক বাজেট প্রণয়নের মাধ্যমে কোনটি ঘটে?
Ο ক) আয় ও ব্যয় সমান হয়
Ο খ) মূলধন বৃদ্ধি পায়
Ο গ) আয়ের অতিরিক্ত ব্যয়ের কোনো সুযোগ থাকে না
Ο ঘ) আয়ের অতিরিক্ত ব্যয় হয়ে থাকে
সঠিক উত্তর: (গ)

২৫. বাজেট প্রণয়নের সময় বিবেচনায় রাখতে হয় -
i. পারিবারিক গঠন ও আকৃতি
ii. পরিবারের আয়
iii. সদস্যদের রুচিবোধ ও সামাজিক পরিচিতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬. সুশৃঙ্খল জীবন ব্যবস্থার মূলমন্ত্র কোনটি?
Ο ক) আয়ের বিভিন্ন ক্ষেত্র সৃষ্টি
Ο খ) পারিবারিক নিয়মনীতি প্রতিষ্ঠা
Ο গ) পরিবারের প্রত্যেক সদস্যের আত্মকর্মসংস্থান সৃষ্টি
Ο ঘ) আয়-ব্যয়ের সঠিক পরিকল্পনা
সঠিক উত্তর: (ঘ)

২৭. পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতের ধাপ কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)

২৮. পরিবারকে অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান বলার কারণ -
i. অন্যান্য প্রতিষ্ঠানের মতো পরিবারের আর্থিক লেনদেন সংঘটিত হয়
ii. মুনাফা অর্জনের সুযোগ আছে
iii. পরিবারের ব্যয় আছে কিন্তু লাভ-ক্ষতি নির্ণয় করা হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৯. পারিবারিক আর্থিক বিবরণীর ধাপ হল -
i. নগদান হিসাব
ii. প্রাপ্তি-প্রদান হিসাব
iii. আয়-ব্যয় বিবরণী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩০. পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতের প্রথম ধাপ কোনটি?
Ο ক) আয়-ব্যয় বিবরণী
Ο খ) পারিবারিক তহবিল
Ο গ) প্রাপ্তি ও প্রদান হিসাব
Ο ঘ) আর্থিক অবস্থার বিবরণী
সঠিক উত্তর: (গ)

৩১. পরিবারের বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়নের সময় যেসব বিষয় খেয়াল রাখা আবশ্যক -
i. প্রত্যেক সদস্য বা পরিবারের বিশেষ প্রয়োজনগুলো চিহ্নিত করা
ii. ব্যয়গুলো যেন সব সময় ছোট হয়
iii. দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে বিশেষ দৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩২. কেন পারিবারিক হিসাব নিকাশ কার্য অত্যন্ত সহজ ও সরল হয়?
Ο ক) একজন নিয়ন্ত্রণ করে
Ο খ) নগদে লেনদেন হওয়ায়
Ο গ) সহজে করা যায়
Ο ঘ) আইনি নিয়ন্ত্রণ নেই
সঠিক উত্তর: (খ)

৩৩. পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতে প্রাপ্তি ও প্রদান হিসাবে অন্তর্ভুক্ত হবে না -
i. চলতি বছরের বকেয়া আয় ও ব্যয়
ii. চলতি বছরের অগ্রিম আয় ও ব্যয়
iii. স্থায়ী সম্পদের অবচয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৪. মিসেস আলো তার পরিবারের আয় ও ব্যয় পরিচালনা করে থাকেন। তার পরিবারের ব্যয় নিয়ন্ত্রণে সাহায্য করবে কোনটি?
Ο ক) পারিবারিক বাজেট
Ο খ) পারিবারিক তহবিল
Ο গ) পারিবারিক মোট আয়
Ο ঘ) পারিবারিক মোট ব্যয়
সঠিক উত্তর: (ক)

৩৫. পারিবারিক হিসাব নিকাশের ক্ষেত্রে কোনটি অধিকতর প্রয়োজন?
Ο ক) পরিবারকে পরিবারের সদস্য থেকে পৃথক বা স্বতন্ত্র গণ্য করতে হবে
Ο খ) পরিবার ও পরিবারের সদস্যদেরকে এক ও অভিন্ন বলে গণ্য করতে হবে
Ο গ) পরিবারকে কর্তাস্বরূপ আর সদস্যদেরকে কর্মীস্বরূপ গণ্য করতে হবে
Ο ঘ) পরিবারকে মালিকস্বরূপ আর সদস্যদেরকে কর্মকর্তা স্বরূপ গণ্য করতে হবে
সঠিক উত্তর: (ক)

৩৬. পরিবারের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় করা হয়?
Ο ক) খাদ্য খাতে
Ο খ) শিক্ষা খাতে
Ο গ) বাসস্থান খাতে
Ο ঘ) বস্ত্রখাতে
সঠিক উত্তর: (গ)

৩৭. পারিবারিক আয়ের শতকরা কত ভাগ খাদ্য খাতে ব্যয় করা উচিত?
Ο ক) ১০%-২০%
Ο খ) ৫%-১০%
Ο গ) ২০%-২৫%
Ο ঘ) ১৫%-২০%
সঠিক উত্তর: (গ)

৩৮. কোনটি পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য?
Ο ক) পারিবারিক বাজেট
Ο খ) পারিবারিক শৃঙ্খলা
Ο গ) অমুনাফাভোগী প্রতিষ্ঠান
Ο ঘ) পারিবারিক স্বচ্ছলতা
সঠিক উত্তর: (গ)

৩৯. বাজেটের উদ্বৃত্ত দ্বারা গঠিত পারিবারিক তহবিল বাস্তবায়নে সহায়তা করে কোনটি?
Ο ক) ভবিষ্যতের স্বল্পমেয়াদী পরিকল্পনা
Ο খ) অতীতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা
Ο গ) ভবিষ্যতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা
Ο ঘ) বর্তমানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা
সঠিক উত্তর: (গ)

৪০. আর্থিক অবস্থার বিবরণী তৈরিতে -
i. পরিবারের কেনো মূলধন থাকে না
ii. প্রারম্ভিক সম্পদ হতে প্রারম্ভিক দায় বাদ দিয়ে পারিবারিক তহবিল নির্ণয় করা হয়
iii. পারিবারিক তহবিল আর্থিক অবস্থার বিবরণীতে দায় হিসাবে প্রদর্শন করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪১. সুন্দরভাবে জীবন যাপন করার জন্য বর্তমান আয়ের একটি অংশ কী করা উচিত?
Ο ক) সঞ্চয় করা
Ο খ) বিনিয়োগ করা
Ο গ) পুরোটাই ভোগ করা উচিত
Ο ঘ) ঋণ দেয়া
সঠিক উত্তর: (ক)

৪২. পারিবারিক বাজেট তৈরি হয় -
Ο ক) সম্ভাব্য আয়ের ভিত্তিতে
Ο খ) প্রকৃত আয়ের ভিত্তিতে
Ο গ) সম্ভাব্য আয় ও ব্যয়ের ভিত্তিতে
Ο ঘ) প্রকৃত আয় ও ব্যয়ের ভিত্তিতে
সঠিক উত্তর: (ঘ)

৪৩. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের সফলতা নির্ভর করে -
i. শিক্ষিত বেকার যুবকদের ওপর
ii. উদ্যোক্তার মেধা ও দক্ষতার ওপর
iii. নির্ভুল হিসাবরক্ষণ ব্যবস্থা ও দক্ষ ব্যবস্থাপনার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪৪. নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ?
Ο ক) কাঁচাবাজার
Ο খ) কম্পিউটার ক্রয়
Ο গ) মনিহারি খরচ
Ο ঘ) বস্ত্রখাতে ব্যয়
সঠিক উত্তর: (খ)

৪৫. আর্থিক অবস্থার বিবরণী বলতে কোনটি বোঝায়?
Ο ক) আয়-ব্যয়ের বিবরণী
Ο খ) নগদ প্রবাহ বিবরণী
Ο গ) পারিবারিক তহবিল বিবরণী
Ο ঘ) সম্পদ ও দায়ের বিবরণী
সঠিক উত্তর: (ঘ)

৪৬. মো: আসিফ তার পরিবারের আনুমানিক ব্যয় ধরেছিলেন ২০,০০০ টাকা। কিন্তু প্রকৃতপক্ষে তার পরিবারের ব্যয় হলো ২২,০০০ টাকা। এক্ষেত্রে মোঃ আসিফের বাজেটের ফলাফল কীরূপ হবে?
Ο ক) উদ্বৃত্ত বাজেট
Ο খ) মোট ক্ষতি
Ο গ) ঘাটতি বাজেট
Ο ঘ) নিট ক্ষতি
সঠিক উত্তর: (গ)

৪৭. পরিবারের বেশিরভাগ লেনদেন সংঘটিত হয় - i. নগদে ii. চেকে iii. ধারে নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৮. ডাক্তারের প্র্যাকটিস থেকে প্রাপ্ত অর্থ কোন উৎসের অন্তর্গত?
Ο ক) পেশা হতে আয়
Ο খ) অনুদান
Ο গ) অন্যান্য উৎস হতে আয়
Ο ঘ) মুনাফার অংশ
সঠিক উত্তর: (ক)

৪৯.প্রাপ্তি-প্রদান হিসাবে লিপিবদ্ধ করা হয় -
i. মূলধন জাতীয় প্রাপ্তি
ii. মুনাফা জাতীয় প্রাপ্তি
iii. মুনাফা জাতীয় প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫০.আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের সফলতা নির্ভর করে কার উপর?
Ο ক) উদ্যোক্তার
Ο খ) পরিবার প্রধান
Ο গ) কর্মচারীর
Ο ঘ) ভোক্তার
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post