ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ১১: পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. প্রকল্প হাতে নেওয়ার পূর্বে কী করা জরুরি?
Ο ক) বাজেট প্রণয়ন
Ο খ) প্রকল্প বিশ্লেষণ
Ο গ) প্রকল্পের লাভজনকতা যাচাই
Ο ঘ) সিদ্ধান্ত গ্রহণ
সঠিক উত্তর: (গ)
২. 'Cost' শব্দের উপযুক্ত অর্থ কী?
Ο ক) উপরিব্যয়
Ο খ) কারখানা ব্যয়
Ο গ) ব্যয়
Ο ঘ) মুখ্য ব্যয়
সঠিক উত্তর: (গ)
৩. উৎপাদন ব্যয় নির্ণয়ের মাধ্যমে সম্ভব হয় -
i. প্রকৃত লাভ লোকসান নির্ণয়
ii. মজুদ পণ্য নির্ধারণ
iii. দায়িত্ব নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪. কোম্পানির বাজেট নির্ণয় করা হয় -
i. প্রতিটি খরচের উপর
ii. একক প্রতি উৎপাদন ব্যয়ের উপর
iii. প্রতিটি আয়ের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫. আরোপনযোগ্য খরচ হলো -
i. দালানকোঠা নির্মাণে বিশেষ কংক্রিট মিক্সারের ভাড়া
ii. স্থাপত্য নকশা প্রণয়ন খরচ
iii. বিশেষ ফার্ম তৈরি ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬. রীমা মোট ব্যয়ের উপর ২০% লাভে এবং সুমা ২৫% লাভে মাল বিক্রয় করে। ১০০টি শার্টের ব্যয় রীমার ২৫,০০০ টাকা ও সুমার ২০,০০০ টাকা হলে কার নিকট হতে শার্ট ক্রয় লাভজনক?
Ο ক) রীমা
Ο খ) সুমা
Ο গ) রীমা ও সুমা
Ο ঘ) রীমা ও সুমা করো কাছ থেকে নয়
সঠিক উত্তর: (খ)
৭. শার্ট তৈরিতে ব্যবহৃত বোতাম কোন ধরনের খরচ?
Ο ক) প্রত্যক্ষ খরচ
Ο খ) পরোক্ষ খরচ
Ο গ) পরোক্ষ কাঁচামাল
Ο ঘ) প্রত্যক্ষ কাঁচামাল
সঠিক উত্তর: (গ)
৮. ব্যবসায়ের প্রকৃত ফলাফল তৈরিতে সহায়তা করে -
i. পণ্যের বিক্রয় খরচ
ii. পণ্যের মোট ব্যয়
iii. পণ্যের বিক্রয়মূল্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯. কোম্পানির ভবিষ্যৎ কর্ম প্রণালীর দিক নির্দেশনাকে কী বলে?
Ο ক) প্রকল্প নির্বাচন
Ο খ) বাজেট প্রণয়ন
Ο গ) বাজেট
Ο ঘ) পরিকল্পনা
সঠিক উত্তর: (ঘ)
১০. পণ্যের বিক্রয়মূল্য নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হলো -
i. পণ্যের প্রকৃত ক্রয়মূল্য
ii. পণ্যের পরোক্ষ খরচসমূহ
iii. পণ্যের প্রত্যাশিত মুনাফার পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১. প্রকৃত অর্থে পণ্যের ক্রয়মূল্য বলতে কী বুঝায়?
Ο ক) পণ্যের প্রকৃত দাম ও অন্যান্য খরচ
Ο খ) পণ্যের প্রকৃত দাম ও ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচের সমষ্টি
Ο গ) পণ্যের ক্রয়মূল্য ও প্রতিষ্ঠানের অন্যান্য খরচ
Ο ঘ) পণ্য ক্রয় ও বিক্রয় সংক্রান্ত খরচের সমষ্টি
সঠিক উত্তর: (খ)
১২. পণ্য বা সেবা উৎপাদন বা সৃষ্টির ক্ষেত্রে যে মূল্য প্রদান বা খরচ করা হয় তাকে কী বলে?
Ο ক) প্রত্যক্ষ খরচ
Ο খ) ক্রয়মূল্য
Ο গ) উৎপাদন ব্যয়
Ο ঘ) ব্যয়
সঠিক উত্তর: (গ)
১৩. পরোক্ষ খরচ হলো -
i. মজুরি ও শুল্ক
ii. বেতন ও ভাড়া
iii. কমিশন ও নমুনা বিতরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪. মোট ব্যয়কে উপাদান অনুযায়ী বিশ্লেষণ করা হয় -
i. ব্যয় নিয়ন্ত্রণের জন্য
ii. প্রশাসন নিয়ন্ত্রণের জন্য
iii. সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫. উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য কয়টি?
Ο ক) ৫টি
Ο খ) ৬টি
Ο গ) ৭টি
Ο ঘ) ৮টি
সঠিক উত্তর: (খ)
১৬. কোম্পানিকে কিসের বাজেট প্রস্তুত করতে হয়?
Ο ক) আয়ের
Ο খ) প্রতিটি খরচের
Ο গ) উৎপাদনের
Ο ঘ) মজুদের
সঠিক উত্তর: (খ)
১৭. স্বপ্ন ডিপার্টমেন্টাল সেন্টারের মোট লাভ ২,০০,০০০ টাকা এবং এটা বিক্রয়মূল্যের ২০% হলে মোট ব্যয়ের পরিমাণ কত?
Ο ক) ৬,০০,০০০ টাকা
Ο খ) ৮,০০,০০০ টাকা
Ο গ) ১,০০,০০০ টাকা
Ο ঘ) ১০,২০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
১৮. ব্যয় বিবরণী প্রস্তুত করা হয় -
i. এক মাসের জন্য
ii. প্রতিষ্ঠানের প্রয়োজনে যে কোনো সময়
iii. নির্দিষ্ট সময়ের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯. কোনটি মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত?
Ο ক) বিজ্ঞাপন
Ο খ) বেতন
Ο গ) ভাড়া
Ο ঘ) প্রত্যক্ষ মজুরি
সঠিক উত্তর: (ঘ)
২০. পণ্যের মোট ব্যয় নির্ধারণের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয় -
i. প্রত্যাশিত মুনাফা
ii. পণ্যের ক্রয়মূল্য বা উৎপাদিত পণ্যের ব্যয়
iii. পণ্যের পরোক্ষ খরচসমূহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১. হিসাবকাল শেষে গুদামে যে পণ্য থাকে তাকে বলে -
i. প্রারম্ভিক পণ্য
ii. সমাপনী পণ্য
iii. মজুদ পণ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২. ক্রয়কৃত পণ্যের মূল্যের সাথে সরসারি জড়িত খরচসমূহ যোগ করে কী পাওয়া যায়?
Ο ক) বিক্রয়মূল্য
Ο খ) মুখ্য ব্যয়
Ο গ) ক্রয়মূল্য
Ο ঘ) মোট ব্যয়
সঠিক উত্তর: (গ)
২৩. উৎপাদন ব্যয় থেকে কোনটি বাদ দিলে কারখানা ব্যয় পাওয়া যাবে?
Ο ক) প্রশাসনিক
Ο খ) বিক্রয় উপরিব্যয়
Ο গ) কারখানা উপরিব্যয়
Ο ঘ) প্রত্যক্ষ খরচসমূহ
সঠিক উত্তর: (খ)
২৪. কার্যপ্রণালী শুরু করার আগে কোম্পানি প্রতিটি খরচের জন্য কী প্রস্তুত করে?
Ο ক) কাঁচামাল ক্রয় করে
Ο খ) ব্যয় নিয়ন্ত্রণ করে
Ο গ) বাজেট প্রণয়ন করে
Ο ঘ) কৌশল বাস্তবায়ন করে
সঠিক উত্তর: (গ)
২৫. মেশিন চালনায় ব্যবহৃত গ্রীজ, মবিল, কাপড় ইত্যাদি কী জাতীয় খরচ?
Ο ক) প্রত্যক্ষ কাঁচামাল
Ο খ) পরোক্ষ কাঁচামাল
Ο গ) কারখানা ব্যয়
Ο ঘ) প্রত্যক্ষ ব্যয়
সঠিক উত্তর: (গ)
২৬. প্রত্যক্ষ খরচ হলো -
i. বিশেষ প্যাকিং খরচ
ii. ডক চার্জ
iii. পণ্যের বীমা খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭. উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের উপর প্রতিষ্ঠানের কী নির্ভর করে?
Ο ক) সুনাম
Ο খ) মর্যাদা
Ο গ) নিয়মনীতি
Ο ঘ) অস্তিত্ব ও সাফল্য
সঠিক উত্তর: (ঘ)
২৮. বই প্রকাশনী প্রতিষ্ঠানে কাগজ ক্রয় -
i. প্রত্যক্ষ কাঁচামাল
ii. পরোক্ষ কাঁচামাল
iii. কারখানা উপরিব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯. মি. জামান একজন পোশাক প্রস্তুতকারক। তিনি টাঙ্গাইল থেকে কাপড় এবং রংপুর থেকে ১০০ কেস সুতা নিয়ে আসেন। তিনি মেশিন চালানোর জন্যে মেশিনের তেল এবং পোশাকের বোতাম ও চেইন ক্রয় করেন। এক্ষেত্রে মি. জামানের মুখ্য কাঁচামাল কোনটি?
Ο ক) সুতা
Ο খ) কাপড়
Ο গ) বোতাম
Ο ঘ) চেইন
সঠিক উত্তর: (খ)
৩০. পরোক্ষ কাঁচামাল + পরোক্ষ মজুরি + পরোক্ষ খরচ = কী?
Ο ক) মুখ্য ব্যয়
Ο খ) কারখানা ব্যয়
Ο গ) উৎপাদন ব্যয়
Ο ঘ) মোট উপরিব্যয়
সঠিক উত্তর: (ঘ)
৩১. একজন বৈদ্যুতিক পাখা প্রস্তুতকারীর ১,০০০টি পাখা তৈরির মুখ্য ব্যয় ১০,০০০ টাকা ও উৎপাদন ব্যয় ১৭,০০০ টাকা। কারখানার উপরিব্যয় কত?
Ο ক) ১,০০০ টাকা
Ο খ) ৭,০০০ টাকা
Ο গ) ১০,০০০ টাকা
Ο ঘ) ১৭,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
৩২. পণ্যের ক্রয়মূল্য নির্ণয়ে যোগ হয় -
i. বিশেষ প্যাকিং খরচ
ii. কারবারি বাট্টা
iii. বীমা খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৩. বিক্রয়কৃত পণ্যের পরিবহন খরচকে বলা হয় -
i. আন্তঃপরিবহন
ii. বর্হিমুখী বহন খরচ
iii. বিক্রয় পরিবহন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪. বিক্রয়ের ওপর লাভের হার ২৫% হলে ক্রয়মূল্যের উপর লাভের হার কত হবে?
Ο ক) ১৬%
Ο খ) ২৫%
Ο গ) ৩০%
Ο ঘ) ৩৩.৩৩%
সঠিক উত্তর: (ঘ)
৩৫. শিল্প কারখানায় উৎপাদন ব্যয় নির্ধারণে ভূমিকা রাখে -
i. প্রশাসনিক নিয়ন্ত্রণে
ii. ব্যবস্থাপনার নীতি নির্ধারণে
iii. ব্যয় নিয়ন্ত্রণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৬. আসবাবপত্র তৈরিকারকের মুনাফা অর্জনের হার ছিল বিক্রয়মূল্যের ওপর ২০% এবং তিনি তার বিক্রয়কর্মীকে ৭% হারে বিক্রয় কমিশন দেয়ার সিদ্ধান্ত নিলেন। যদি ২,৫০,০০০ টাকা মোট ব্যয় হয় তাহলে বিক্রয় কমিশন কত হবে?
Ο ক) ১৫,৪২৫ টাকা
Ο খ) ১৬,২৫০ টাকা
Ο গ) ২১,৮৭৫ টাকা
Ο ঘ) ১৭,৫০০ টাকা
সঠিক উত্তর: (গ)
৩৭. বিক্রীত পণ্যের ব্যয় ১৬,৮০০ টাকা। বিক্রয় মূল্যের উপর ১০% লাভ হলে বিক্রয়মূল্য কত?
Ο ক) ১৬,৮০০ টাকা
Ο খ) ১৫,২০০ টাকা
Ο গ) ১,৬৬৭ টাকা
Ο ঘ) ১৮,৬৬৭ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৩৮. নিট বিক্রয় হতে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেয়া হলে কী পাওয়া যায়?
Ο ক) নিট পরিচালন মুনাফা
Ο খ) মোট মুনাফা / লাভ
Ο গ) পরিচালন ব্যয়
Ο ঘ) বিক্রয়মূল্য
সঠিক উত্তর: (খ)
৩৯. প্রত্যক্ষ মজুরি মুখ্য ব্যয়ের অন্যতম উপাদান কেন?
Ο ক) এটি প্রত্যক্ষ কাঁচামালের একটি অংশ
Ο খ) এটি কাঁচামালকে তৈরি পণ্যে রূপান্তর করে
Ο গ) এটির জন্য আইনগত বাধ্যবাধকতা আছে
Ο ঘ) কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে এটি ব্যয়িত হয়
সঠিক উত্তর: (খ)
৪০. কারবারি প্রতিষ্ঠান কীভাবে তার প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবে?
Ο ক) স্বল্পমূল্যে কাঁচামাল ক্রয় করে
Ο খ) উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করে
Ο গ) অধিক বিক্রয়মূল্য আরোপ করে
Ο ঘ) বিজ্ঞাপন বাদ দিয়ে
সঠিক উত্তর: (খ)
৪১. ক্রয়কৃত পণ্যের দামের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে কী পাওযা যায়?
Ο ক) বিক্রয়মূল্য
Ο খ) ক্রয়মূল্য
Ο গ) মোট আয়
Ο ঘ) মোট ব্যয়
সঠিক উত্তর: (খ)
৪২. ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ সঠিকভাবে হিসাবভুক্ত হলে নির্ণয় করা যায় -
i. প্রকৃত লাভ-লোকসান
ii. প্রকৃত আর্থিক অবস্থা
iii. প্রকৃত বিক্রয়মূল্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩. কীভাবে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই স্বার্থ সংরক্ষণ করা যায়?
Ο ক) সঠিকভাবে উৎপাদন ব্যয় নির্ণয়ের মাধ্যমে
Ο খ) সঠিকভাবে ক্রয়মূল্য নির্ণয়ের মাধ্যমে
Ο গ) সঠিকভাবে বিক্রয়মূল্য নির্ণয়ের মাধ্যমে
Ο ঘ) সঠিকভাবে মুনাফা নির্ণয়ের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
৪৪. উৎপাদন ব্যয় -
Ο ক) বিক্রয়যোগ্য পণ্য - তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ
Ο খ) বিক্রয়যোগ্য পণ্য + তৈরি পণ্যের সমাপনী মজুদ
Ο গ) বিক্রয়যোগ্য পণ্য - তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ
Ο ঘ) বিক্রয়যোগ্য পণ্য - তৈরি পণ্যের সমাপনী মজুদ
সঠিক উত্তর: (গ)
৪৫. যদি লাভের হার বিক্রয়মূল্যের ওপর ২৫% হয় এবং উৎপাদন ব্যয় ১,২০,০০০ টাকা এবং মোট ব্যয় ১,৮০,০০০ টাকা হয় তাহলে বিক্রয়ের পরিমাণ কত?
Ο ক) ১,৬০,০০০ টাকা
Ο খ) ২,৪০,০০০ টাকা
Ο গ) ২,৫০,০০০ টাকা
Ο ঘ) ৩,০০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
৪৬. বিক্রয় ৪৫,০০০ টাকা, বিক্রয় ফেরত ৫,০০০ টাকা, বিক্রিত পণ্যের মূল্য ২৫,০০০ টাকা হলে মোট মুনাফা কত?
Ο ক) ৬৫,০০০ টাকা
Ο খ) ৪০,০০০ টাকা
Ο গ) ২০,০০০ টাকা
Ο ঘ) ১৫,০০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৪৭. পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি ও পরোক্ষ খরচসমূহ যোগ করলে কী পাওয়া যায়?
Ο ক) উৎপাদন ব্যয়
Ο খ) কারখানা উপরিব্যয়
Ο গ) মুখ্য ব্যয়
Ο ঘ) মোট উপরিব্যয়
সঠিক উত্তর: (খ)
৪৮. উপরিব্যয়কে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৪৯.বিলিকরণ খরচ হলো -
i. নমুনা বিতরণ
ii. বিক্রিত পণ্যের বীমা খরচ
iii. বিক্রয় পরিবহন খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫০.পণ্যের আংশিক উৎপাদন স্তর থেকে শুরু করে পণ্যের সম্পূর্ণতা দানকারীর মজুরিকে কী বলা হয়?
Ο ক) প্রত্যক্ষ মজুরি
Ο খ) পরোক্ষ মজুরি
Ο গ) উৎপাদন খরচ
Ο ঘ) মোট খরচ
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. প্রকল্প হাতে নেওয়ার পূর্বে কী করা জরুরি?
Ο ক) বাজেট প্রণয়ন
Ο খ) প্রকল্প বিশ্লেষণ
Ο গ) প্রকল্পের লাভজনকতা যাচাই
Ο ঘ) সিদ্ধান্ত গ্রহণ
সঠিক উত্তর: (গ)
২. 'Cost' শব্দের উপযুক্ত অর্থ কী?
Ο ক) উপরিব্যয়
Ο খ) কারখানা ব্যয়
Ο গ) ব্যয়
Ο ঘ) মুখ্য ব্যয়
সঠিক উত্তর: (গ)
৩. উৎপাদন ব্যয় নির্ণয়ের মাধ্যমে সম্ভব হয় -
i. প্রকৃত লাভ লোকসান নির্ণয়
ii. মজুদ পণ্য নির্ধারণ
iii. দায়িত্ব নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪. কোম্পানির বাজেট নির্ণয় করা হয় -
i. প্রতিটি খরচের উপর
ii. একক প্রতি উৎপাদন ব্যয়ের উপর
iii. প্রতিটি আয়ের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫. আরোপনযোগ্য খরচ হলো -
i. দালানকোঠা নির্মাণে বিশেষ কংক্রিট মিক্সারের ভাড়া
ii. স্থাপত্য নকশা প্রণয়ন খরচ
iii. বিশেষ ফার্ম তৈরি ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬. রীমা মোট ব্যয়ের উপর ২০% লাভে এবং সুমা ২৫% লাভে মাল বিক্রয় করে। ১০০টি শার্টের ব্যয় রীমার ২৫,০০০ টাকা ও সুমার ২০,০০০ টাকা হলে কার নিকট হতে শার্ট ক্রয় লাভজনক?
Ο ক) রীমা
Ο খ) সুমা
Ο গ) রীমা ও সুমা
Ο ঘ) রীমা ও সুমা করো কাছ থেকে নয়
সঠিক উত্তর: (খ)
৭. শার্ট তৈরিতে ব্যবহৃত বোতাম কোন ধরনের খরচ?
Ο ক) প্রত্যক্ষ খরচ
Ο খ) পরোক্ষ খরচ
Ο গ) পরোক্ষ কাঁচামাল
Ο ঘ) প্রত্যক্ষ কাঁচামাল
সঠিক উত্তর: (গ)
৮. ব্যবসায়ের প্রকৃত ফলাফল তৈরিতে সহায়তা করে -
i. পণ্যের বিক্রয় খরচ
ii. পণ্যের মোট ব্যয়
iii. পণ্যের বিক্রয়মূল্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯. কোম্পানির ভবিষ্যৎ কর্ম প্রণালীর দিক নির্দেশনাকে কী বলে?
Ο ক) প্রকল্প নির্বাচন
Ο খ) বাজেট প্রণয়ন
Ο গ) বাজেট
Ο ঘ) পরিকল্পনা
সঠিক উত্তর: (ঘ)
১০. পণ্যের বিক্রয়মূল্য নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হলো -
i. পণ্যের প্রকৃত ক্রয়মূল্য
ii. পণ্যের পরোক্ষ খরচসমূহ
iii. পণ্যের প্রত্যাশিত মুনাফার পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১. প্রকৃত অর্থে পণ্যের ক্রয়মূল্য বলতে কী বুঝায়?
Ο ক) পণ্যের প্রকৃত দাম ও অন্যান্য খরচ
Ο খ) পণ্যের প্রকৃত দাম ও ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচের সমষ্টি
Ο গ) পণ্যের ক্রয়মূল্য ও প্রতিষ্ঠানের অন্যান্য খরচ
Ο ঘ) পণ্য ক্রয় ও বিক্রয় সংক্রান্ত খরচের সমষ্টি
সঠিক উত্তর: (খ)
১২. পণ্য বা সেবা উৎপাদন বা সৃষ্টির ক্ষেত্রে যে মূল্য প্রদান বা খরচ করা হয় তাকে কী বলে?
Ο ক) প্রত্যক্ষ খরচ
Ο খ) ক্রয়মূল্য
Ο গ) উৎপাদন ব্যয়
Ο ঘ) ব্যয়
সঠিক উত্তর: (গ)
১৩. পরোক্ষ খরচ হলো -
i. মজুরি ও শুল্ক
ii. বেতন ও ভাড়া
iii. কমিশন ও নমুনা বিতরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪. মোট ব্যয়কে উপাদান অনুযায়ী বিশ্লেষণ করা হয় -
i. ব্যয় নিয়ন্ত্রণের জন্য
ii. প্রশাসন নিয়ন্ত্রণের জন্য
iii. সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫. উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য কয়টি?
Ο ক) ৫টি
Ο খ) ৬টি
Ο গ) ৭টি
Ο ঘ) ৮টি
সঠিক উত্তর: (খ)
১৬. কোম্পানিকে কিসের বাজেট প্রস্তুত করতে হয়?
Ο ক) আয়ের
Ο খ) প্রতিটি খরচের
Ο গ) উৎপাদনের
Ο ঘ) মজুদের
সঠিক উত্তর: (খ)
১৭. স্বপ্ন ডিপার্টমেন্টাল সেন্টারের মোট লাভ ২,০০,০০০ টাকা এবং এটা বিক্রয়মূল্যের ২০% হলে মোট ব্যয়ের পরিমাণ কত?
Ο ক) ৬,০০,০০০ টাকা
Ο খ) ৮,০০,০০০ টাকা
Ο গ) ১,০০,০০০ টাকা
Ο ঘ) ১০,২০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
১৮. ব্যয় বিবরণী প্রস্তুত করা হয় -
i. এক মাসের জন্য
ii. প্রতিষ্ঠানের প্রয়োজনে যে কোনো সময়
iii. নির্দিষ্ট সময়ের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯. কোনটি মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত?
Ο ক) বিজ্ঞাপন
Ο খ) বেতন
Ο গ) ভাড়া
Ο ঘ) প্রত্যক্ষ মজুরি
সঠিক উত্তর: (ঘ)
২০. পণ্যের মোট ব্যয় নির্ধারণের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয় -
i. প্রত্যাশিত মুনাফা
ii. পণ্যের ক্রয়মূল্য বা উৎপাদিত পণ্যের ব্যয়
iii. পণ্যের পরোক্ষ খরচসমূহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১. হিসাবকাল শেষে গুদামে যে পণ্য থাকে তাকে বলে -
i. প্রারম্ভিক পণ্য
ii. সমাপনী পণ্য
iii. মজুদ পণ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২. ক্রয়কৃত পণ্যের মূল্যের সাথে সরসারি জড়িত খরচসমূহ যোগ করে কী পাওয়া যায়?
Ο ক) বিক্রয়মূল্য
Ο খ) মুখ্য ব্যয়
Ο গ) ক্রয়মূল্য
Ο ঘ) মোট ব্যয়
সঠিক উত্তর: (গ)
২৩. উৎপাদন ব্যয় থেকে কোনটি বাদ দিলে কারখানা ব্যয় পাওয়া যাবে?
Ο ক) প্রশাসনিক
Ο খ) বিক্রয় উপরিব্যয়
Ο গ) কারখানা উপরিব্যয়
Ο ঘ) প্রত্যক্ষ খরচসমূহ
সঠিক উত্তর: (খ)
২৪. কার্যপ্রণালী শুরু করার আগে কোম্পানি প্রতিটি খরচের জন্য কী প্রস্তুত করে?
Ο ক) কাঁচামাল ক্রয় করে
Ο খ) ব্যয় নিয়ন্ত্রণ করে
Ο গ) বাজেট প্রণয়ন করে
Ο ঘ) কৌশল বাস্তবায়ন করে
সঠিক উত্তর: (গ)
২৫. মেশিন চালনায় ব্যবহৃত গ্রীজ, মবিল, কাপড় ইত্যাদি কী জাতীয় খরচ?
Ο ক) প্রত্যক্ষ কাঁচামাল
Ο খ) পরোক্ষ কাঁচামাল
Ο গ) কারখানা ব্যয়
Ο ঘ) প্রত্যক্ষ ব্যয়
সঠিক উত্তর: (গ)
২৬. প্রত্যক্ষ খরচ হলো -
i. বিশেষ প্যাকিং খরচ
ii. ডক চার্জ
iii. পণ্যের বীমা খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭. উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের উপর প্রতিষ্ঠানের কী নির্ভর করে?
Ο ক) সুনাম
Ο খ) মর্যাদা
Ο গ) নিয়মনীতি
Ο ঘ) অস্তিত্ব ও সাফল্য
সঠিক উত্তর: (ঘ)
২৮. বই প্রকাশনী প্রতিষ্ঠানে কাগজ ক্রয় -
i. প্রত্যক্ষ কাঁচামাল
ii. পরোক্ষ কাঁচামাল
iii. কারখানা উপরিব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯. মি. জামান একজন পোশাক প্রস্তুতকারক। তিনি টাঙ্গাইল থেকে কাপড় এবং রংপুর থেকে ১০০ কেস সুতা নিয়ে আসেন। তিনি মেশিন চালানোর জন্যে মেশিনের তেল এবং পোশাকের বোতাম ও চেইন ক্রয় করেন। এক্ষেত্রে মি. জামানের মুখ্য কাঁচামাল কোনটি?
Ο ক) সুতা
Ο খ) কাপড়
Ο গ) বোতাম
Ο ঘ) চেইন
সঠিক উত্তর: (খ)
৩০. পরোক্ষ কাঁচামাল + পরোক্ষ মজুরি + পরোক্ষ খরচ = কী?
Ο ক) মুখ্য ব্যয়
Ο খ) কারখানা ব্যয়
Ο গ) উৎপাদন ব্যয়
Ο ঘ) মোট উপরিব্যয়
সঠিক উত্তর: (ঘ)
৩১. একজন বৈদ্যুতিক পাখা প্রস্তুতকারীর ১,০০০টি পাখা তৈরির মুখ্য ব্যয় ১০,০০০ টাকা ও উৎপাদন ব্যয় ১৭,০০০ টাকা। কারখানার উপরিব্যয় কত?
Ο ক) ১,০০০ টাকা
Ο খ) ৭,০০০ টাকা
Ο গ) ১০,০০০ টাকা
Ο ঘ) ১৭,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
৩২. পণ্যের ক্রয়মূল্য নির্ণয়ে যোগ হয় -
i. বিশেষ প্যাকিং খরচ
ii. কারবারি বাট্টা
iii. বীমা খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৩. বিক্রয়কৃত পণ্যের পরিবহন খরচকে বলা হয় -
i. আন্তঃপরিবহন
ii. বর্হিমুখী বহন খরচ
iii. বিক্রয় পরিবহন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪. বিক্রয়ের ওপর লাভের হার ২৫% হলে ক্রয়মূল্যের উপর লাভের হার কত হবে?
Ο ক) ১৬%
Ο খ) ২৫%
Ο গ) ৩০%
Ο ঘ) ৩৩.৩৩%
সঠিক উত্তর: (ঘ)
৩৫. শিল্প কারখানায় উৎপাদন ব্যয় নির্ধারণে ভূমিকা রাখে -
i. প্রশাসনিক নিয়ন্ত্রণে
ii. ব্যবস্থাপনার নীতি নির্ধারণে
iii. ব্যয় নিয়ন্ত্রণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৬. আসবাবপত্র তৈরিকারকের মুনাফা অর্জনের হার ছিল বিক্রয়মূল্যের ওপর ২০% এবং তিনি তার বিক্রয়কর্মীকে ৭% হারে বিক্রয় কমিশন দেয়ার সিদ্ধান্ত নিলেন। যদি ২,৫০,০০০ টাকা মোট ব্যয় হয় তাহলে বিক্রয় কমিশন কত হবে?
Ο ক) ১৫,৪২৫ টাকা
Ο খ) ১৬,২৫০ টাকা
Ο গ) ২১,৮৭৫ টাকা
Ο ঘ) ১৭,৫০০ টাকা
সঠিক উত্তর: (গ)
৩৭. বিক্রীত পণ্যের ব্যয় ১৬,৮০০ টাকা। বিক্রয় মূল্যের উপর ১০% লাভ হলে বিক্রয়মূল্য কত?
Ο ক) ১৬,৮০০ টাকা
Ο খ) ১৫,২০০ টাকা
Ο গ) ১,৬৬৭ টাকা
Ο ঘ) ১৮,৬৬৭ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৩৮. নিট বিক্রয় হতে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেয়া হলে কী পাওয়া যায়?
Ο ক) নিট পরিচালন মুনাফা
Ο খ) মোট মুনাফা / লাভ
Ο গ) পরিচালন ব্যয়
Ο ঘ) বিক্রয়মূল্য
সঠিক উত্তর: (খ)
৩৯. প্রত্যক্ষ মজুরি মুখ্য ব্যয়ের অন্যতম উপাদান কেন?
Ο ক) এটি প্রত্যক্ষ কাঁচামালের একটি অংশ
Ο খ) এটি কাঁচামালকে তৈরি পণ্যে রূপান্তর করে
Ο গ) এটির জন্য আইনগত বাধ্যবাধকতা আছে
Ο ঘ) কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে এটি ব্যয়িত হয়
সঠিক উত্তর: (খ)
৪০. কারবারি প্রতিষ্ঠান কীভাবে তার প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবে?
Ο ক) স্বল্পমূল্যে কাঁচামাল ক্রয় করে
Ο খ) উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করে
Ο গ) অধিক বিক্রয়মূল্য আরোপ করে
Ο ঘ) বিজ্ঞাপন বাদ দিয়ে
সঠিক উত্তর: (খ)
৪১. ক্রয়কৃত পণ্যের দামের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে কী পাওযা যায়?
Ο ক) বিক্রয়মূল্য
Ο খ) ক্রয়মূল্য
Ο গ) মোট আয়
Ο ঘ) মোট ব্যয়
সঠিক উত্তর: (খ)
৪২. ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ সঠিকভাবে হিসাবভুক্ত হলে নির্ণয় করা যায় -
i. প্রকৃত লাভ-লোকসান
ii. প্রকৃত আর্থিক অবস্থা
iii. প্রকৃত বিক্রয়মূল্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩. কীভাবে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই স্বার্থ সংরক্ষণ করা যায়?
Ο ক) সঠিকভাবে উৎপাদন ব্যয় নির্ণয়ের মাধ্যমে
Ο খ) সঠিকভাবে ক্রয়মূল্য নির্ণয়ের মাধ্যমে
Ο গ) সঠিকভাবে বিক্রয়মূল্য নির্ণয়ের মাধ্যমে
Ο ঘ) সঠিকভাবে মুনাফা নির্ণয়ের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
৪৪. উৎপাদন ব্যয় -
Ο ক) বিক্রয়যোগ্য পণ্য - তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ
Ο খ) বিক্রয়যোগ্য পণ্য + তৈরি পণ্যের সমাপনী মজুদ
Ο গ) বিক্রয়যোগ্য পণ্য - তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ
Ο ঘ) বিক্রয়যোগ্য পণ্য - তৈরি পণ্যের সমাপনী মজুদ
সঠিক উত্তর: (গ)
৪৫. যদি লাভের হার বিক্রয়মূল্যের ওপর ২৫% হয় এবং উৎপাদন ব্যয় ১,২০,০০০ টাকা এবং মোট ব্যয় ১,৮০,০০০ টাকা হয় তাহলে বিক্রয়ের পরিমাণ কত?
Ο ক) ১,৬০,০০০ টাকা
Ο খ) ২,৪০,০০০ টাকা
Ο গ) ২,৫০,০০০ টাকা
Ο ঘ) ৩,০০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
৪৬. বিক্রয় ৪৫,০০০ টাকা, বিক্রয় ফেরত ৫,০০০ টাকা, বিক্রিত পণ্যের মূল্য ২৫,০০০ টাকা হলে মোট মুনাফা কত?
Ο ক) ৬৫,০০০ টাকা
Ο খ) ৪০,০০০ টাকা
Ο গ) ২০,০০০ টাকা
Ο ঘ) ১৫,০০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৪৭. পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি ও পরোক্ষ খরচসমূহ যোগ করলে কী পাওয়া যায়?
Ο ক) উৎপাদন ব্যয়
Ο খ) কারখানা উপরিব্যয়
Ο গ) মুখ্য ব্যয়
Ο ঘ) মোট উপরিব্যয়
সঠিক উত্তর: (খ)
৪৮. উপরিব্যয়কে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৪৯.বিলিকরণ খরচ হলো -
i. নমুনা বিতরণ
ii. বিক্রিত পণ্যের বীমা খরচ
iii. বিক্রয় পরিবহন খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫০.পণ্যের আংশিক উৎপাদন স্তর থেকে শুরু করে পণ্যের সম্পূর্ণতা দানকারীর মজুরিকে কী বলা হয়?
Ο ক) প্রত্যক্ষ মজুরি
Ο খ) পরোক্ষ মজুরি
Ο গ) উৎপাদন খরচ
Ο ঘ) মোট খরচ
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Accounting