এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ১০: আর্থিক বিবরণী (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ১০: আর্থিক বিবরণী (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. বীমা প্রিমিয়াম লিখা হয় -
Ο ক) মালিকানা স্বত্ব বিবরণীতে
Ο খ) বিশদ আয় বিবরণীতে
Ο গ) আর্থিক অবস্থার বিবরণীতে
Ο ঘ) নগদ প্রবাহ বিবরণীতে
সঠিক উত্তর: (খ)

২. আর্থিক বিবরণীর সাধারণত কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) আটটি ভাগে
Ο খ) সাতটি ভাগে
Ο গ) পাঁচ ভাগে
Ο ঘ) তিন ভাগে
সঠিক উত্তর: (গ)

৩. একটি প্রতিষ্ঠানে বিশদ আয় বিবরণীর মাধ্যমে জানা যায় -
i. পরিচালন মুনাফা
ii. মোট মুনাফা
iii. অপরিচালন নিট আয়/ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪. পণ্যের বিক্রয়মূল্য হতে মুনাফা বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলে -
Ο ক) বিক্রীত পণ্যের মূল্য
Ο খ) ক্রীত পণ্যের মূল্য
Ο গ) মজুদ পণ্যের মূল্য
Ο ঘ) মোট লাভ
সঠিক উত্তর: (ক)

৫. আর্থিক বিবরণীর ভিত্তি কোনটি?
Ο ক) খতিয়ান হিসাব
Ο খ) রেওয়ামিল
Ο গ) জাবেদা
Ο ঘ) বিশদ আয় বিবরণী
সঠিক উত্তর: (খ)

৬. কোনটি আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না?
Ο ক) মোট মুনাফা
Ο খ) নিট মুনাফা
Ο গ) নিট ক্ষতি
Ο ঘ) সম্ভাব্য আয়
সঠিক উত্তর: (ঘ)

৭. মালিকের ভ্রমণ খরচ কী হবে?
i. উত্তোলনের সাথে যোগ হবে
ii. উত্তোলন থেকে বিয়োগ হবে
iii. নগদের সাথে যোগ হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)

৮. আয়কর কীসের ওপর প্রদান করা হয়?
i. নিট লাভের ওপর
ii. মোট লাভের ওপর
iii. মোট ব্যয়ের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)

৯. বকেয়া বেতন -
Ο ক) কারবারের আয়
Ο খ) কারবারের দেনা
Ο গ) কারবারের সম্পদ
Ο ঘ) কারবারের ব্যয়
সঠিক উত্তর: (খ)

১০. তারণ্য অনুপাত নির্ণয়ে অগ্রিম ব্যয় বাদ দিতে হয় কেন?
Ο ক) এটি আদায়যোগ্য বলে
Ο খ) এটি পরিশোধনযোগ্য বলে
Ο গ) এটি আদায়যোগ্য নয় বলে
Ο ঘ) এটি হিসাবভুক্ত নয় বলে
সঠিক উত্তর: (গ)

১১. অগ্রিম বীমা প্রিমিয়াম ব্যবসায়ের -
Ο ক) লাভ হিসেবে বিবেচিত হয়
Ο খ) দায় হিসেবে বিবেচিত হয়
Ο গ) আয় হিসেবে বিবেচিত হয়
Ο ঘ) সম্পদ হিসেবে বিবেচিত হয়
সঠিক উত্তর: (ঘ)

১২. আর্থিক অবস্থার বিবরণী পূর্বে কী নামে পরিচিত ছিল?
Ο ক) আর্থিক বিবরণী
Ο খ) উদ্বৃত্তপত্র
Ο গ) সম্পদ ও দায় বিবরণী
Ο ঘ) আর্থিক ফলাফল বিবরণী
সঠিক উত্তর: (খ)

১৩. মোট লাভ বিক্রয়মূল্যের ৭.৫%, মোট লাভ ৭,৫০০ টাকা হলে বিক্রয় মূল্য কত?
i. ১,০০,০০০
ii. ১,৫০,০০০
iii. ১,২৫,০০০
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৪. কুঋণ ও কুঋণ সঞ্চিতি কীসের থেকে বাদ যায়?
i. দেনাদার থেকে
ii. পাওনাদার থেকে
iii. মূলধন থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৫. ভবিষ্যৎ অনাদায়ী ঋণের বিপক্ষে কী তৈরি করা হয়?
i. কুঋণ সঞ্চিতি
ii. অনাদায়ী দেনা
iii. বিবিধ দেনাদার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৬. বিশদ আয় বিবরণীর প্রধান উদ্দেশ্য হল -
Ο ক) মোট লাভ বা ক্ষতি নির্ণয় করা
Ο খ) মোট বিক্রয় নির্ণয় করা
Ο গ) মোট ক্রয় নির্ণয় করা
Ο ঘ) নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা
সঠিক উত্তর: (ঘ)

১৭. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতে প্রয়োজন হয় -
i. সম্পদ (A)
ii. দায় (L)
iii. মূলধন (E)
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮. আর্থিক বিবরণী প্রণয়নের সময় কয়টি নীতির প্রতি দৃষ্টি রাখা হয়?
Ο ক) ৬টি
Ο খ) ৮টি
Ο গ) ১০টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)

১৯. নিচের কোন দায়টি সবচেয়ে দীর্ঘমেয়াদী?
Ο ক) ঋণ
Ο খ) প্রদেয় বিল
Ο গ) মূলধন
Ο ঘ) ব্যাংক জমাতিরিক্ত
সঠিক উত্তর: (গ)

২০. বীমা করার উদ্দেশ্য হলো -
i. ঝুঁকির বন্টন
ii. দূর্ঘটনাজনিত ক্ষতিপূরণ
iii. সম্পদ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২১. পরোক্ষ পরিচালন আয় কোনটি?
Ο ক) সেবা বিক্রয়
Ο খ) পণ্য বিক্রয়
Ο গ) কমিশন
Ο ঘ) বাট্টা প্রাপ্তি
সঠিক উত্তর: (ঘ)

২২. পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে পরিচালন ব্যয় কোনটি?
Ο ক) বেতন
Ο খ) প্রদত্ত কমিশন
Ο গ) প্রদত্ত বাট্টা
Ο ঘ) ব্যাংক চার্জ
সঠিক উত্তর: (ক)

২৩. পাঠ্য বিইতে আর্থিক বিবরণীর কয়টি ধাপের ধারণা ও প্রস্তুত প্রণালী বর্ণনা করা হয়েছে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)

২৪. কোনটিকে চলতি দায় বলা হয়?
Ο ক) মজুদ পণ্য
Ο খ) বিবিধ দেনাদার
Ο গ) বকেয়া খরচসমূহ
Ο ঘ) মূলধন
সঠিক উত্তর: (গ)

২৫. হিসাব নিরীক্ষকের ফিস আর্থিক বিবরণীতে দেখানো হয় -
Ο ক) পরিচালন ব্যয় হিসাবে
Ο খ) অপরিচালন ব্যয় হিসাবে
Ο গ) পরিচালন আয় হিসাবে
Ο ঘ) আদৌ কোন হিসাবেই অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই
সঠিক উত্তর: (ক)

২৬. একটি পরোক্ষ আয় হচ্ছে -
Ο ক) বিক্রয়
Ο খ) অনাদায়ী পাওনা
Ο গ) শিক্ষানবিস সেলামি
Ο ঘ) শিক্ষানবিস ভাতা
সঠিক উত্তর: (গ)

২৭. আর্থিক অবস্থার বিবরণীতে মোট দায়ের পরই কোনটি দেখানো হয়?
Ο ক) সম্পত্তিসমূহ
Ο খ) ব্যয়সমূহ
Ο গ) মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত
Ο ঘ) দাযের উদ্বৃত্ত
সঠিক উত্তর: (গ)

২৮. রেওয়ামিল বহির্ভূত বিভিন্ন তথ্য চূড়ান্ত হিসাবের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় -
i. অন্তর্ভুক্তিকরণ
ii. সমন্বয়সাধন
iii. সম্পূর্ণকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৯. ১ জানুয়ারি ২০০৮ সালে ৬% হারে ঋণের পরিমাণ ৫,০০০ টাকা। ১ জুলাই ২০০৮ সালে ১,০০০ টাকা ঋণ পরিশোধ করা হয়। ২০০৮ সালে সুদের পরিমাণ কত হবে?
Ο ক) ৩০০ টাকা
Ο খ) ৩৬০ টাকা
Ο গ) ২৭০ টাকা
Ο ঘ) ২৪০ টাকা
সঠিক উত্তর: (গ)

৩০. মি. সুজন একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী। তার ব্যবসাযের হিসাবরক্ষক রেওয়ামিল তৈরি করে আর্থিক অবস্থা বিবরণী প্রণয়ন করেছেন। মি. সুজনের প্রতিষ্ঠানের হিসাবরক্ষক কর্তৃক আর্থিক অবস্থা বিবরণী প্রণয়ন করার কারণ -
i. ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানা যায়
ii. এর মাধ্যমে ব্যবসায়ের প্রকৃত নিট মুনাফা জানা যায়
iii. এর মাধ্যমে ব্যবসায়ের প্রকৃত মোট মুনাফা জানা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩১. দুতরফা দাখিলা পদ্ধতি কোন নতির ওপর করা হয়?
Ο ক) ব্যবসায়িক সত্তা নীতি
Ο খ) চলমান প্রতিষ্ঠান নীতি
Ο গ) দ্বৈতসত্তা নীতি
Ο ঘ) হিসাবকাল ধারনা
সঠিক উত্তর: (গ)

৩২. পাঠ্য বইতে আর্থিক বিবরণীর কোন ধাপটির আলোচনা করা হয়নি?
Ο ক) বিশদ আয় বিবরণী
Ο খ) মালিকানা স্বত্ব বিবরণী
Ο গ) আর্থিক অবস্থার বিবরণী
Ο ঘ) নগদ প্রবাহ বিবরণী
সঠিক উত্তর: (ঘ)

৩৩. অনুপাত বিশ্লেষণের মাধ্যমে সম্ভব হয় -
i. চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাই করা
ii. নিট মুনাফার হার নির্ণয় করা
iii. বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয় করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৪. দেনাদার কী জাতীয় সম্পত্তি?
i. চলতি সম্পত্তি
ii. স্থায়ী সম্পত্তি
iii. কাল্পনিক সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৫. বিশদ আয় বিবরণীর ইংরেজি রূপ কোনটি?
Ο ক) Statement of comprehensive Income
Ο খ) Income Statement
Ο গ) Statement of Financial Position
Ο ঘ) Balance Sheet
সঠিক উত্তর: (ক)

৩৬. ট্রেডমার্ক কারবারের একটি -
Ο ক) আয়
Ο খ) ব্যয়
Ο গ) দেনা
Ο ঘ) সম্পদ
সঠিক উত্তর: (ঘ)

৩৭. পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে মূল পরিচালন আয় কোনটি?
Ο ক) প্রাপ্ত কমিশন
Ο খ) বাড়ি ভাড়া আয়
Ο গ) পণ্য বিক্রয়
Ο ঘ) প্রাপ্ত বাট্টা
সঠিক উত্তর: (গ)

৩৮. নিচের কোনটি অস্পর্শনীয় সম্পত্তি?
Ο ক) ট্রেডমার্ক
Ο খ) যন্ত্রপাতি
Ο গ) নগদ টাকা
Ο ঘ) মজুদ পণ্য
সঠিক উত্তর: (ক)

৩৯. কোনো প্রতিষ্ঠানে প্রারম্ভিক মজুদ ৫০,০০০ টাকা, ক্রয় ২০,০০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ৪০,০০০ টাকা হলে সমাপনী মজুদ কত?
Ο ক) ২০,০০০ টাকা
Ο খ) ২৫,০০০ টাকা
Ο গ) ৩০,০০০ টাকা
Ο ঘ) ৪০,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)

৪০. আর্থিক অবস্থা বিবরণীর ‘সম্পত্তি ও দায়’ উভয়দিক সমান হয় কেন?
Ο ক) ব্যবসায়িক সত্তা নীতির জন্য
Ο খ) ডেবিট, ক্রেডিট সমতা নীতির জন্য
Ο গ) চলমান প্রতিষ্ঠান নীতির জন্য
Ο ঘ) রক্ষণশীলতার নীতির জন্য
সঠিক উত্তর: (খ)

৪১. মি. ফারুকের রেওয়ামিলে শিক্ষানবিস সেলামি আছে ৪,০০০ টাকা যা ৫ বছরের জন্য পাওয়া গেছে। এটি সমন্বয়ের ফলে -
i. মি. ফারুকের আয় হ্রাস পাবে ৩,২০০ টাকা
ii. আয় হ্রাস পাবে ৮,২০০ টাকা
iii. হিসাব সমীকরণের গুণগত পরিবর্তন হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪২. আর্থিক বিবরণীর ধাপ কোনটি?
Ο ক) ক্রয়-বিক্রয় হিসাব
Ο খ) আয়-ব্যয় হিসাব
Ο গ) নগদান হিসাব
Ο ঘ) মালিকানা স্বত্ব বিবরণী
সঠিক উত্তর: (ঘ)

৪৩. আর্থিক অবস্থার বিরণীতে প্রথম স্তরে কী লিপিবদ্ধ করা হয়?
Ο ক) সম্পদসমূহ
Ο খ) দায়সমূহ
Ο গ) আয়সমূহ
Ο ঘ) ব্যয়সমূহ
সঠিক উত্তর: (ক)

৪৪. কোন নীতি অনুযায়ী মালিকের মূলধন ব্যবসায়ের জন্য একটি দায়?
Ο ক) চলমান প্রতিষ্ঠান
Ο খ) ব্যবসায়িক স্বত্বা
Ο গ) হিসাবকাল
Ο ঘ) বস্তুনিষ্ঠতা
সঠিক উত্তর: (খ)

৪৫. ‘মজুরি বকেয়া ৫০০ টাকা’ আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয় -
i. বিশদ আয় বিবরণীতে খরচ হিসেবে
ii. আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে
iii. মালিকানা স্বত্ব বিবরণীতে মূলধন হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৬. সেবাদানকারী প্রতিষ্ঠানের উদাহরণ কোনটি?
Ο ক) উৎপাদনকারী প্রতিষ্ঠান
Ο খ) বিজ্ঞাপনী সংস্থা
Ο গ) এক-মালিকানা প্রতিষ্ঠান
Ο ঘ) যৌথ-মূলধনী প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (খ)

৪৭. বিক্রয়কৃত পণ্যের পরিবহন খরচকে কী বলা হয়?
Ο ক) পরিবহন খরচ
Ο খ) আন্তঃমুখী পরিবহন খরচ
Ο গ) বহিঃমুখী পরিবহন খরচ
Ο ঘ) যৌথ খরচ
সঠিক উত্তর: (গ)

৪৮. কোনটি অস্পর্শনীয় সম্পত্তি?
Ο ক) দালানকোঠা
Ο খ) যন্ত্রপাতি
Ο গ) ভূমি
Ο ঘ) ট্রেডমার্ক
সঠিক উত্তর: (গ)

৪৯. বছরের শেষে ব্যবসায়ী কী জানতে চায়?
Ο ক) মোট লাভের পরিমাণ
Ο খ) সম্পত্তি ও দায়দেনার পরিমাণ
Ο গ) ব্যবসাযের লোকসান
Ο ঘ) ব্যবসায়ের উদ্দেশ্য
সঠিক উত্তর: (ক)

৫০. আর্থিক বিবরণীতে দেখানো হয় -
Ο ক) A.L.I
Ο খ) A.L.E
Ο গ) L.A.E
Ο ঘ) L.C.I
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post