ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বিজ্ঞান বিষয়ের অধ্যায় - ৮ম : রাসায়নিক বিক্রিয়া(১) থেকে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ৮ম : রাসায়নিক বিক্রিয়া
১. তুতেঁর দ্রবণের বর্ণ কেমন?
Ο ক) সবুজ
Ο খ) সাদা
Ο গ) বর্ণহীন
Ο ঘ) নীল
সঠিক উত্তর: (ঘ)
২. চুনাপাথরের রাসায়নিক সংকেত কোনটি?
Ο ক) Ca
Ο খ) CaO
Ο গ) Ca(OH)2
Ο ঘ) CaCO3
সঠিক উত্তর: (ঘ)
৩. কপার ধাতুর অপর নাম কী?
Ο ক) দস্তা
Ο খ) তামা
Ο গ) ব্রোঞ্জ
Ο ঘ) সীসা
সঠিক উত্তর: (খ)
৪. তুঁতের রাসায়নিক সংকেত কোনটি?
Ο ক) CuSO4.5H2O
Ο খ) FeSO4
Ο গ) ZnSO4
Ο ঘ) MgSO4
সঠিক উত্তর: (ক)
৫. ক্যালসিয়াম অ্যাসিটেট কী ধরনের যৌগ?
Ο ক) এসিড
Ο খ) ক্ষার
Ο গ) নিরপেক্ষ যৌগ
Ο ঘ) ক্ষারক
সঠিক উত্তর: (গ)
৬. দিয়াশলাই দিয়ে মোমবাতি জ্বালানো হলে কী বিক্রিয়া ঘটে?
Ο ক) প্রশমন
Ο খ) দহন
Ο গ) সংযোজন
Ο ঘ) সংশ্লেষণ
সঠিক উত্তর: (খ)
৭. FeSO4 এর বর্ণ কীরূপ?
Ο ক) সবুজাভ নীল
Ο খ) নীল
Ο গ) গাঢ় হলুদ
Ο ঘ) সবুজ
সঠিক উত্তর: (ঘ)
৮. শুষ্ক কোষের বাইরের চোঙাটি কিসের তৈরি?
Ο ক) জিংক
Ο খ) কপার
Ο গ) ব্রোঞ্জ
Ο ঘ) সিলভার
সঠিক উত্তর: (ক)
৯. কপার কার্বনেট এর সংকেত নিচের কোনটি?
Ο ক) CaCo3
Ο খ) CuSO4
Ο গ) CuCo3
Ο ঘ) CuCo
সঠিক উত্তর: (গ)
১০. সালফার ও অক্সিজেনের বিক্রিয়া কোন প্রকৃতির?
Ο ক) দহন
Ο খ) প্রতিস্তাপন
Ο গ) দ্বিবিয়োজন
Ο ঘ) পুর্নবিন্যাস
সঠিক উত্তর: (ক)
১১. Mg এর দহন বিক্রিয়ায় কোনটি গুরুত্বপূূর্ণ উপকরণ?
Ο ক) বুনসেন বার্ণার
Ο খ) আলো
Ο গ) পানি
Ο ঘ) জলীয় বাষ্প
সঠিক উত্তর: (ক)
১২. শুষ্ক কোষে অ্যানোড কোনটি?
Ο ক) কপার
Ο খ) জিংক
Ο গ) লৌহ
Ο ঘ) ম্যাগনেসিয়াম
সঠিক উত্তর: (খ)
১৩. ZnS প্রস্তুতিতে প্রয়োজন- i. Zn ii. S iii. O2 নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৪. চুনাপাথরে তাপ দিলে কোন বিক্রিয়া সম্পাদিত হয়?
Ο ক) সংযোজন
Ο খ) সংশ্লেষণ
Ο গ) প্রতিস্থাপন
Ο ঘ) বিয়োজন
সঠিক উত্তর: (ঘ)
১৫. নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য?
Ο ক) গ্লুকোজ
Ο খ) অকটেন
Ο গ) পেট্রোল
Ο ঘ) এসিড মিশ্রিত পানি
সঠিক উত্তর: (ঘ)
১৬. MgO প্রস্তুতিতে প্রয়োজন- i. ম্যাগনেসিয়াম ii. অক্সিজেন iii. সালফার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৭. CuCO3 এর বিয়োজনে উৎপন্ন হয়- i. CO2 ii. CuO iii. Cu নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৮. ভিনেগার কী কাজে ব্যবহৃত হয়?
Ο ক) রান্নার কাজে
Ο খ) বিদ্যু’ উৎপাদন কাজে
Ο গ) নির্মাণ কাজে
Ο ঘ) তাপ উৎপাদনে
সঠিক উত্তর: (ক)
১৯. এসিটিক এসিডের রাসায়নিক সংকেত কোনটি?
Ο ক) HCI
Ο খ) Ca(CH3COO)2
Ο গ) CH3COOH
Ο ঘ) C6H8O7
সঠিক উত্তর: (গ)
২০. কোনটি কুইক লাইম?
Ο ক) CaO
Ο খ) CaCO3
Ο গ) CaCl2
Ο ঘ) Ca(OH)2
সঠিক উত্তর: (ঘ)
২১. MgO তৈরির জন্য ম্যাগনেসিয়ামে কী দেওয়অ হয়?
Ο ক) পানি
Ο খ) কার্বন ডাইঅক্সাইড
Ο গ) তাপ
Ο ঘ) কার্বন
সঠিক উত্তর: (গ)
২২. সংযোজন বিক্রিয়ার জন্য প্রতিটি বিক্রিয়ক পদার্থ যে ধরনের হতে পারে-
i. মৌলিক পদার্থ
ii. যৌগিক পদার্থ
iii. মিশ্র পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
২৩. ক্যাথোড কী?
Ο ক) ধনাত্মক তড়িৎদ্বার
Ο খ) ঋণাত্মক তড়িৎদ্বার
Ο গ) নিরপেক্ষ তড়িৎদ্বার
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
২৪. সাইট্রিক এসিডের অণুতে কয়টি অক্সিজেন পরমাণু থাকে?
Ο ক) ৫টি
Ο খ) ৬টি
Ο গ) ৭টি
Ο ঘ) ৮টি
সঠিক উত্তর: (গ)
২৫. প্রশমন বিক্রিয়ার কী উৎপন্ন হয়?
Ο ক) লবণ ও পানি
Ο খ) লবণ
Ο গ) এসিড ও লবণ
Ο ঘ) লবণ ও ক্ষার
সঠিক উত্তর: (ক)
২৬. দহন বিক্রিয়ায় একটি পদার্থ বাতাসের অক্সিজেনের সাহায্যে পুড়ে উৎপন্ন করে-
i. তাপ শক্তি
ii. আলোক শক্তি
iii. শব্দ শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
২৭. লেবুর রসে কোনটি থাকে?
Ο ক) ক্যালসিয়াম অক্সাইড
Ο খ) সোডিয়াম কার্বোনেট
Ο গ) সাইট্রিক এসিড
Ο ঘ) আয়রন সালফাইড
সঠিক উত্তর: (গ)
২৮. জিংকের প্রতীক কোনটি?
Ο ক) Fe
Ο খ) Zn
Ο গ) Cu
Ο ঘ) Ca
সঠিক উত্তর: (খ)
২৯. NH4CI কে উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয়?
Ο ক) N2
Ο খ) CI2
Ο গ) O2
Ο ঘ) NH3
সঠিক উত্তর: (গ)
৩০. শুষ্ক কোষে রূপান্তরিত শক্তি কোনটি?
Ο ক) রাসায়নিক শক্তি
Ο খ) আলোক শক্তি
Ο গ) তাপ শক্তি
Ο ঘ) যান্ত্রিক শক্তি
সঠিক উত্তর: (ক)
৩১. মোমের দহনে সঞ্চিত রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) স্থিতি শক্তি
Ο খ) শব্দ
Ο গ) আলো
Ο ঘ) বিভব শক্তি
সঠিক উত্তর: (গ)
৩২. টর্চ লাইটে নিচের কোনটি ব্যবহ্রত হয়?
Ο ক) শুষ্ক কোষ
Ο খ) ভেজ্য কোষ
Ο গ) লেড সঞ্চয়ী কোষ
Ο ঘ) কার্বনেট কোষ
সঠিক উত্তর: (ক)
৩৩. মোমের দহনে কোনটির রূপান্তর ঘটে?
Ο ক) তাপ
Ο খ) আলো
Ο গ) বিদ্যৎ
Ο ঘ) শক্তি
সঠিক উত্তর: (ঘ)
৩৪. CaO ও H2O এর বিক্রিয়ায় কোন শক্তি পাওয়া যেতে পারে?
Ο ক) তাপ
Ο খ) আলো
Ο গ) শব্দ
Ο ঘ) বিদ্যুৎ
সঠিক উত্তর: (ক)
৩৫. আয়রন সালফার দ্বারা যৌগ প্রস্তুতিতে কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়?
Ο ক) সংযোজন
Ο খ) বিশ্লেষণ
Ο গ) দহন
Ο ঘ) প্রতিস্থাপন
সঠিক উত্তর: (ক)
৩৬. নিচের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ?
Ο ক) সোডিয়াম ক্লোরাইড
Ο খ) চিনি
Ο গ) গ্লুকোজ
Ο ঘ) অ্যাসিটিক এসিড
সঠিক উত্তর: (ক)
৩৭. অ্যামোনিয়াম ক্লোরাইডের সাধারণ নাম কী?
Ο ক) নিশাদল
Ο খ) তুঁতে
Ο গ) গ্লুকোজ
Ο ঘ) ইমসন লবণ
সঠিক উত্তর: (ক)
৩৮. লোহা ও তুঁতের বিক্রিয়া পর্যবেক্ষণে প্রয়োজনীয় উপকরণ কোনটি?
Ο ক) পানি
Ο খ) লম্বা হাতল যুক্ত চামচ
Ο গ) বার্নার
Ο ঘ) গ্লাস রড
সঠিক উত্তর: (ক)
৩৯. ক্যান্সসিয়াম অক্সাইডের সংকেত কোনটি?
Ο ক) CaO
Ο খ) Ca(OH)2
Ο গ) CaCO2
Ο ঘ) Ca(CH3COO)2
সঠিক উত্তর: (ক)
৪০. কোনটি সংযোজন বিক্রিয়ার অন্তর্ভুক্ত?
Ο ক) প্রশমন
Ο খ) বিশ্লেষণ
Ο গ) সংশ্লেষণ
Ο ঘ) দহন
সঠিক উত্তর: (গ)
৪১. CaCO3 প্রস্তুতিতে প্রয়োজন- i. CaO ii. CO2 iii. CO নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪২. CaCO3 কে উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয়?
Ο ক) H2O
Ο খ) Ca(OH)2
Ο গ) Ca
Ο ঘ) CO2
সঠিক উত্তর: (ঘ)
৪৩. রাসায়নিক বিক্রিয়ায় শক্তি-
Ο ক) বৃদ্ধি পায়
Ο খ) অপরিবর্তিত থাকে
Ο গ) ধ্বংস হয়
Ο ঘ) রূপান্তরিত হয়
সঠিক উত্তর: (ঘ)
৪৪. চুনাপাথরে তাপ দিলে তা কোন গ্যাস উৎপন্ন করে?
Ο ক) CaO
Ο খ) CO2
Ο গ) CaCO3
Ο ঘ) FeSO4
সঠিক উত্তর: (খ)
৪৫. মোমের দহনে-
i. রাসায়নিক পরিবর্তন হয়
ii. ভৌত পরিবর্তন হয়
iii. কিছু মোম বাষ্পীভূত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৬. শুষ্ককোষ তৈরিতে ব্যবহৃত হয়- i. NH4CI ii. কয়লার গুঁড়ি iii. MnO2 নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৭. সালফারের অপর নাম কী?
Ο ক) গন্ধক
Ο খ) সীসা
Ο গ) দস্তা
Ο ঘ) তামা
সঠিক উত্তর: (ক)
৪৮. Fe ও S এর সংযোজন বিক্রিয়া পর্যবেক্ষণে নেয়া হয়-
i. সালফার
ii. আয়রন
iii. জিংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪৯. অ্যানায়ন আকৃষ্ট হয়-
Ο ক) দ্রবণে
Ο খ) ভোল্টমিটারে
Ο গ) অ্যানোডে
Ο ঘ) ক্যাথোডে
সঠিক উত্তর: (ঘ)
৫০. কক্ষ তাপমাত্রায় ক্লোরিনের ভৌত অবস্থা কোনটি?
Ο ক) গ্যাস
Ο খ) কঠিন
Ο গ) তরল
Ο ঘ) বাষ্প
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ৮ম : রাসায়নিক বিক্রিয়া
১. তুতেঁর দ্রবণের বর্ণ কেমন?
Ο ক) সবুজ
Ο খ) সাদা
Ο গ) বর্ণহীন
Ο ঘ) নীল
সঠিক উত্তর: (ঘ)
২. চুনাপাথরের রাসায়নিক সংকেত কোনটি?
Ο ক) Ca
Ο খ) CaO
Ο গ) Ca(OH)2
Ο ঘ) CaCO3
সঠিক উত্তর: (ঘ)
৩. কপার ধাতুর অপর নাম কী?
Ο ক) দস্তা
Ο খ) তামা
Ο গ) ব্রোঞ্জ
Ο ঘ) সীসা
সঠিক উত্তর: (খ)
৪. তুঁতের রাসায়নিক সংকেত কোনটি?
Ο ক) CuSO4.5H2O
Ο খ) FeSO4
Ο গ) ZnSO4
Ο ঘ) MgSO4
সঠিক উত্তর: (ক)
৫. ক্যালসিয়াম অ্যাসিটেট কী ধরনের যৌগ?
Ο ক) এসিড
Ο খ) ক্ষার
Ο গ) নিরপেক্ষ যৌগ
Ο ঘ) ক্ষারক
সঠিক উত্তর: (গ)
৬. দিয়াশলাই দিয়ে মোমবাতি জ্বালানো হলে কী বিক্রিয়া ঘটে?
Ο ক) প্রশমন
Ο খ) দহন
Ο গ) সংযোজন
Ο ঘ) সংশ্লেষণ
সঠিক উত্তর: (খ)
৭. FeSO4 এর বর্ণ কীরূপ?
Ο ক) সবুজাভ নীল
Ο খ) নীল
Ο গ) গাঢ় হলুদ
Ο ঘ) সবুজ
সঠিক উত্তর: (ঘ)
৮. শুষ্ক কোষের বাইরের চোঙাটি কিসের তৈরি?
Ο ক) জিংক
Ο খ) কপার
Ο গ) ব্রোঞ্জ
Ο ঘ) সিলভার
সঠিক উত্তর: (ক)
৯. কপার কার্বনেট এর সংকেত নিচের কোনটি?
Ο ক) CaCo3
Ο খ) CuSO4
Ο গ) CuCo3
Ο ঘ) CuCo
সঠিক উত্তর: (গ)
১০. সালফার ও অক্সিজেনের বিক্রিয়া কোন প্রকৃতির?
Ο ক) দহন
Ο খ) প্রতিস্তাপন
Ο গ) দ্বিবিয়োজন
Ο ঘ) পুর্নবিন্যাস
সঠিক উত্তর: (ক)
১১. Mg এর দহন বিক্রিয়ায় কোনটি গুরুত্বপূূর্ণ উপকরণ?
Ο ক) বুনসেন বার্ণার
Ο খ) আলো
Ο গ) পানি
Ο ঘ) জলীয় বাষ্প
সঠিক উত্তর: (ক)
১২. শুষ্ক কোষে অ্যানোড কোনটি?
Ο ক) কপার
Ο খ) জিংক
Ο গ) লৌহ
Ο ঘ) ম্যাগনেসিয়াম
সঠিক উত্তর: (খ)
১৩. ZnS প্রস্তুতিতে প্রয়োজন- i. Zn ii. S iii. O2 নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৪. চুনাপাথরে তাপ দিলে কোন বিক্রিয়া সম্পাদিত হয়?
Ο ক) সংযোজন
Ο খ) সংশ্লেষণ
Ο গ) প্রতিস্থাপন
Ο ঘ) বিয়োজন
সঠিক উত্তর: (ঘ)
১৫. নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য?
Ο ক) গ্লুকোজ
Ο খ) অকটেন
Ο গ) পেট্রোল
Ο ঘ) এসিড মিশ্রিত পানি
সঠিক উত্তর: (ঘ)
১৬. MgO প্রস্তুতিতে প্রয়োজন- i. ম্যাগনেসিয়াম ii. অক্সিজেন iii. সালফার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৭. CuCO3 এর বিয়োজনে উৎপন্ন হয়- i. CO2 ii. CuO iii. Cu নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৮. ভিনেগার কী কাজে ব্যবহৃত হয়?
Ο ক) রান্নার কাজে
Ο খ) বিদ্যু’ উৎপাদন কাজে
Ο গ) নির্মাণ কাজে
Ο ঘ) তাপ উৎপাদনে
সঠিক উত্তর: (ক)
১৯. এসিটিক এসিডের রাসায়নিক সংকেত কোনটি?
Ο ক) HCI
Ο খ) Ca(CH3COO)2
Ο গ) CH3COOH
Ο ঘ) C6H8O7
সঠিক উত্তর: (গ)
২০. কোনটি কুইক লাইম?
Ο ক) CaO
Ο খ) CaCO3
Ο গ) CaCl2
Ο ঘ) Ca(OH)2
সঠিক উত্তর: (ঘ)
২১. MgO তৈরির জন্য ম্যাগনেসিয়ামে কী দেওয়অ হয়?
Ο ক) পানি
Ο খ) কার্বন ডাইঅক্সাইড
Ο গ) তাপ
Ο ঘ) কার্বন
সঠিক উত্তর: (গ)
২২. সংযোজন বিক্রিয়ার জন্য প্রতিটি বিক্রিয়ক পদার্থ যে ধরনের হতে পারে-
i. মৌলিক পদার্থ
ii. যৌগিক পদার্থ
iii. মিশ্র পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
২৩. ক্যাথোড কী?
Ο ক) ধনাত্মক তড়িৎদ্বার
Ο খ) ঋণাত্মক তড়িৎদ্বার
Ο গ) নিরপেক্ষ তড়িৎদ্বার
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
২৪. সাইট্রিক এসিডের অণুতে কয়টি অক্সিজেন পরমাণু থাকে?
Ο ক) ৫টি
Ο খ) ৬টি
Ο গ) ৭টি
Ο ঘ) ৮টি
সঠিক উত্তর: (গ)
২৫. প্রশমন বিক্রিয়ার কী উৎপন্ন হয়?
Ο ক) লবণ ও পানি
Ο খ) লবণ
Ο গ) এসিড ও লবণ
Ο ঘ) লবণ ও ক্ষার
সঠিক উত্তর: (ক)
২৬. দহন বিক্রিয়ায় একটি পদার্থ বাতাসের অক্সিজেনের সাহায্যে পুড়ে উৎপন্ন করে-
i. তাপ শক্তি
ii. আলোক শক্তি
iii. শব্দ শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
২৭. লেবুর রসে কোনটি থাকে?
Ο ক) ক্যালসিয়াম অক্সাইড
Ο খ) সোডিয়াম কার্বোনেট
Ο গ) সাইট্রিক এসিড
Ο ঘ) আয়রন সালফাইড
সঠিক উত্তর: (গ)
২৮. জিংকের প্রতীক কোনটি?
Ο ক) Fe
Ο খ) Zn
Ο গ) Cu
Ο ঘ) Ca
সঠিক উত্তর: (খ)
২৯. NH4CI কে উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয়?
Ο ক) N2
Ο খ) CI2
Ο গ) O2
Ο ঘ) NH3
সঠিক উত্তর: (গ)
৩০. শুষ্ক কোষে রূপান্তরিত শক্তি কোনটি?
Ο ক) রাসায়নিক শক্তি
Ο খ) আলোক শক্তি
Ο গ) তাপ শক্তি
Ο ঘ) যান্ত্রিক শক্তি
সঠিক উত্তর: (ক)
৩১. মোমের দহনে সঞ্চিত রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) স্থিতি শক্তি
Ο খ) শব্দ
Ο গ) আলো
Ο ঘ) বিভব শক্তি
সঠিক উত্তর: (গ)
৩২. টর্চ লাইটে নিচের কোনটি ব্যবহ্রত হয়?
Ο ক) শুষ্ক কোষ
Ο খ) ভেজ্য কোষ
Ο গ) লেড সঞ্চয়ী কোষ
Ο ঘ) কার্বনেট কোষ
সঠিক উত্তর: (ক)
৩৩. মোমের দহনে কোনটির রূপান্তর ঘটে?
Ο ক) তাপ
Ο খ) আলো
Ο গ) বিদ্যৎ
Ο ঘ) শক্তি
সঠিক উত্তর: (ঘ)
৩৪. CaO ও H2O এর বিক্রিয়ায় কোন শক্তি পাওয়া যেতে পারে?
Ο ক) তাপ
Ο খ) আলো
Ο গ) শব্দ
Ο ঘ) বিদ্যুৎ
সঠিক উত্তর: (ক)
৩৫. আয়রন সালফার দ্বারা যৌগ প্রস্তুতিতে কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়?
Ο ক) সংযোজন
Ο খ) বিশ্লেষণ
Ο গ) দহন
Ο ঘ) প্রতিস্থাপন
সঠিক উত্তর: (ক)
৩৬. নিচের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ?
Ο ক) সোডিয়াম ক্লোরাইড
Ο খ) চিনি
Ο গ) গ্লুকোজ
Ο ঘ) অ্যাসিটিক এসিড
সঠিক উত্তর: (ক)
৩৭. অ্যামোনিয়াম ক্লোরাইডের সাধারণ নাম কী?
Ο ক) নিশাদল
Ο খ) তুঁতে
Ο গ) গ্লুকোজ
Ο ঘ) ইমসন লবণ
সঠিক উত্তর: (ক)
৩৮. লোহা ও তুঁতের বিক্রিয়া পর্যবেক্ষণে প্রয়োজনীয় উপকরণ কোনটি?
Ο ক) পানি
Ο খ) লম্বা হাতল যুক্ত চামচ
Ο গ) বার্নার
Ο ঘ) গ্লাস রড
সঠিক উত্তর: (ক)
৩৯. ক্যান্সসিয়াম অক্সাইডের সংকেত কোনটি?
Ο ক) CaO
Ο খ) Ca(OH)2
Ο গ) CaCO2
Ο ঘ) Ca(CH3COO)2
সঠিক উত্তর: (ক)
৪০. কোনটি সংযোজন বিক্রিয়ার অন্তর্ভুক্ত?
Ο ক) প্রশমন
Ο খ) বিশ্লেষণ
Ο গ) সংশ্লেষণ
Ο ঘ) দহন
সঠিক উত্তর: (গ)
৪১. CaCO3 প্রস্তুতিতে প্রয়োজন- i. CaO ii. CO2 iii. CO নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪২. CaCO3 কে উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয়?
Ο ক) H2O
Ο খ) Ca(OH)2
Ο গ) Ca
Ο ঘ) CO2
সঠিক উত্তর: (ঘ)
৪৩. রাসায়নিক বিক্রিয়ায় শক্তি-
Ο ক) বৃদ্ধি পায়
Ο খ) অপরিবর্তিত থাকে
Ο গ) ধ্বংস হয়
Ο ঘ) রূপান্তরিত হয়
সঠিক উত্তর: (ঘ)
৪৪. চুনাপাথরে তাপ দিলে তা কোন গ্যাস উৎপন্ন করে?
Ο ক) CaO
Ο খ) CO2
Ο গ) CaCO3
Ο ঘ) FeSO4
সঠিক উত্তর: (খ)
৪৫. মোমের দহনে-
i. রাসায়নিক পরিবর্তন হয়
ii. ভৌত পরিবর্তন হয়
iii. কিছু মোম বাষ্পীভূত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৬. শুষ্ককোষ তৈরিতে ব্যবহৃত হয়- i. NH4CI ii. কয়লার গুঁড়ি iii. MnO2 নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৭. সালফারের অপর নাম কী?
Ο ক) গন্ধক
Ο খ) সীসা
Ο গ) দস্তা
Ο ঘ) তামা
সঠিক উত্তর: (ক)
৪৮. Fe ও S এর সংযোজন বিক্রিয়া পর্যবেক্ষণে নেয়া হয়-
i. সালফার
ii. আয়রন
iii. জিংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪৯. অ্যানায়ন আকৃষ্ট হয়-
Ο ক) দ্রবণে
Ο খ) ভোল্টমিটারে
Ο গ) অ্যানোডে
Ο ঘ) ক্যাথোডে
সঠিক উত্তর: (ঘ)
৫০. কক্ষ তাপমাত্রায় ক্লোরিনের ভৌত অবস্থা কোনটি?
Ο ক) গ্যাস
Ο খ) কঠিন
Ο গ) তরল
Ο ঘ) বাষ্প
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Science