ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বিজ্ঞান বিষয়ের অধ্যায় - ৬ষ্ঠ : পরমাণুর গঠন(১) থেকে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ৬ষ্ঠ : পরমাণুর গঠন
১. Atomos শব্দের অর্থ কী?
Ο ক) স্থিতিশীল
Ο খ) নিস্ক্রিয়
Ο গ) বিভাজ্য
Ο ঘ) অবিভাজ্য
সঠিক উত্তর: (ঘ)
২. ডেমোক্রিটাস ক্ষুদ্রতম কণার নাম কী দেন?
Ο ক) অণু
Ο খ) পরমাণু
Ο গ) ইলেকট্রন
Ο ঘ) প্রোটন
সঠিক উত্তর: (খ)
৩.জন ডাল্টন ছিলেন-
Ο ক) একজন ফরাসি রসায়নবিদ
Ο খ) একজন স্কুল শিক্ষক
Ο গ) একজন দার্শনিক
Ο ঘ) একজন গ্রিক দার্শনিক
সঠিক উত্তর: (খ)
৪. কণা নিয়ে সর্বপ্রথম মতবাদ প্রদান করেন কে?
Ο ক) অ্যারিস্টটল
Ο খ) ডেমোক্রিটাস
Ο গ) গ্যালিলিও
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (খ)
৫. স্থিতিশীলতা লাভের জন্য ক্লোরিন পরমাণু কয়টি ইলেকট্রন গ্রহণ করে?
Ο ক) 1টি
Ο খ) 2টি
Ο গ) 3টি
Ο ঘ) 4টি
সঠিক উত্তর: (ক)
৬. X ও Y পরস্পরের আইসোটোপ হলে এদের বেলায় কোনটি সঠিক?
Ο ক) ভরসংখ্যা সমান
Ο খ) প্রোটন সংখ্যা সমান
Ο গ) নিউট্রন সংখ্যা সমান
Ο ঘ) স্তর সমান
সঠিক উত্তর: (খ)
৭. ডাল্টনের পরমাণুবাদের সীমাবদ্ধতা দূর করার জন্য গ্রহণযোগ্যতা পায়-
i. বোরের পরমাণু মডেল
ii. অ্যারিস্টটলের পরমাণু মডেল
iii. রাদারফোর্ডের পরমাণু মডেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৮. ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (খ)
৯. নিউট্রন আবিষ্কার করেন-
Ο ক) নিউটন
Ο খ) গ্যালিলিও
Ο গ) মার্কনী
Ο ঘ) চ্যাডউইক
সঠিক উত্তর: (ঘ)
১০. অ্যালুমিনিয়ামের তৃতীয় শক্তিস্তরে কয়টি ইলেকট্রন রয়েছে?
Ο ক) ৮টি
Ο খ) ২টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৩টি
সঠিক উত্তর: (ঘ)
১১. পরমাণু গঠিত- i. ইলেকট্রন দ্বারা ii. প্রোটন দ্বারা iii. নিউট্রন দ্বারা নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২. ধাতু সমূহ যৌগ গঠনকালে কিসে পরিণত হয়?
Ο ক) অ্যানায়ন
Ο খ) ক্যাটায়ন
Ο গ) তেজস্ক্রিয় মৌল
Ο ঘ) নিষ্ক্রিয় গ্যাস
সঠিক উত্তর: (খ)
১৩. একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেক্ট্রন থাকে?
Ο ক) ২
Ο খ) ৮
Ο গ) ১৮
Ο ঘ) ৩২
সঠিক উত্তর: (খ)
১৪. কার মতে পদার্থসমূহ নিরবচ্ছিন্ন?
Ο ক) ডেমোক্রিটাস
Ο খ) অ্যারিস্টটল
Ο গ) ডান্টন
Ο ঘ) বোর
সঠিক উত্তর: (খ)
১৫. পরমাণুর স্থায়ী কণিকা হলো- i. ইলেকট্রন ii. প্রোটন iii. নিউট্রন নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬. গ্রীক শব্দ ‘অ্যাটোমোস’ অর্থ কী?
Ο ক) অ্যারিস্টটল
Ο খ) ডাল্টন
Ο গ) বার্জেলিয়াস
Ο ঘ) লা-শ্যাতেলিয়ে
সঠিক উত্তর: (ক)
১৭. কোন পরমাণুর চতুর্থ শক্তিস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?
Ο ক) 2টি
Ο খ) 8টি
Ο গ) 18টি
Ο ঘ) 32টি
সঠিক উত্তর: (ঘ)
১৮. অক্সিজেনের একটি পরমাণুতে কয়টি প্রোটন রয়েছে?
Ο ক) পাঁচটি
Ο খ) ছয়টি
Ο গ) সাতটি
Ο ঘ) আটটি
সঠিক উত্তর: (ঘ)
১৯. কোন মৌলে নিউট্রন নেই?
Ο ক) লিথিয়াম
Ο খ) অক্সিজেন
Ο গ) হিলিয়াম
Ο ঘ) হািইড্রোজেন
সঠিক উত্তর: (ঘ)
২০. কোনো মৌলের পরমাণুতে ৩টি প্রোটন ৪টি নিউট্রন আছে। মৌলটির ভরসংখ্যা কত?
Ο ক) ৬
Ο খ) ৭
Ο গ) ৮
Ο ঘ) ৯
সঠিক উত্তর: (খ)
২১. হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ০
সঠিক উত্তর: (ক)
২২. পরমাণুর ঋণাত্মক কণিকা কোনটি?
Ο ক) প্রোটন
Ο খ) নিউট্রন
Ο গ) ইলেকট্রন
Ο ঘ) নিউক্লিয়াস
সঠিক উত্তর: (গ)
২৩. হাইড্রোজেনের বেশির ভাগ পরমাণুর ভরসংখ্যা কত?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (ক)
২৪. ঋণাত্মক আধাযুক্ত পরমাণুকে কী বলে?
Ο ক) ক্যাটায়ান
Ο খ) অ্যানায়ন
Ο গ) নিষ্ক্রিয়
Ο ঘ) অণু
সঠিক উত্তর: (খ)
২৫. ডেমোক্রিটাস কোন দেশের দার্শনিক?
Ο ক) আমেরিকা
Ο খ) গ্রীস
Ο গ) ইংল্যান্ড
Ο ঘ) জার্মানি
সঠিক উত্তর: (খ)
২৬. নিম্নে প্রদত্ত কোন বিজ্ঞানী তাঁর পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন?
Ο ক) রাদারফোর্ড
Ο খ) বোর
Ο গ) জন ডাল্টন
Ο ঘ) অ্যারিষ্টটল
সঠিক উত্তর: (ক)
২৭. সমসাময়িক বিজ্ঞানী-
i. প্লেটো
ii. অ্যারিস্টটল
iii. ডেমোক্রিটাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮. আইসোটোপের ক্ষেত্রে-
i. ভরসংখ্যা ভিন্ন হয়ে থাকে
ii. নিউট্রন সংখ্যা ভিন্ন হয়ে থাকে
iii. প্রোটন সংখ্যা অভিন্ন থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯. নিচের কোনটি নিষ্ক্রিয় মৌল?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) নাইট্রোজেন
Ο গ) আর্গন
Ο ঘ) অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর: (গ)
৩০. নিউক্লিয়াস গঠিত-
i. ইলেকট্রন দ্বারা
ii. প্রোটন দ্বারা
iii. নিউট্রন দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iiI
সঠিক উত্তর: (গ)
৩১. ফ্লোরিন যৌগ গঠনকালে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (ক)
৩২. পদার্থ নিরবচ্ছিন্ন একথা কে প্রকাশ করেন?
Ο ক) প্লেটো
Ο খ) অ্যারিসস্টটল
Ο গ) বার্জেলিয়াস
Ο ঘ) থিওডোর সোয়ান
সঠিক উত্তর: (খ)
৩৩. অণু গঠনের জন্য প্রয়োজনীয় পরমাণুর সংখ্যা-
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) একাধিক
সঠিক উত্তর: (ঘ)
৩৪. Mg2+ হলো-
i. একটি ক্যাটায়ন
ii. Na+ আয়নের ইলেকট্রন বিন্যাস
iii. অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে সক্ষম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৩৫. নিচের কোন শব্দটি থেকে এটম কথাটি গৃহীত হয়েছে?
Ο ক) Atoms
Ο খ) Atamas
Ο গ) Atomos
Ο ঘ) Atimus
সঠিক উত্তর: (গ)
৩৬. পরমাণুর কেন্দ্রে নিচের কোনটি উপস্থিত?
Ο ক) নিউট্রন
Ο খ) পজিট্রন
Ο গ) ইলেকট্রন
Ο ঘ) বিটাট্রন
সঠিক উত্তর: (ক)
৩৭. H+ আয়নে কয়টি ইলেকট্রন আছে?
Ο ক) কোন ইলেকট্রন নেই
Ο খ) ১টি
Ο গ) ২টি
Ο ঘ) ৩টি
সঠিক উত্তর: (ক)
৩৮. আবিষ্কৃত নিষ্ক্রিয় মৌলের সংখ্যা কত?
Ο ক) 2
Ο খ) 4
Ο গ) 6
Ο ঘ) 8
সঠিক উত্তর: (গ)
৩৯. কোনটিতে দুটি নিউট্রন আছে?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) ডিউটেরিয়াম
Ο গ) ট্রিটিয়াম
Ο ঘ) লিথিয়াম
সঠিক উত্তর: (গ)
৪০. নিচের কোনটি হতে তেজস্ক্রিয় রশ্মি নিগর্ত হয়?
Ο ক) অস্থায়ী আইসোটোপ
Ο খ) পরমাণু
Ο গ) অণু
Ο ঘ) আয়ন
সঠিক উত্তর: (ক)
৪১. হাইড্রোজেনের আইসোটোপ কয়টি?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৫
Ο ঘ) ৭
সঠিক উত্তর: (খ)
৪২. “সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে তৈরি” উক্তিটি কার?
Ο ক) ডেমোক্রিটাস
Ο খ) অ্যারিস্টটল
Ο গ) কোপারনিকাস
Ο ঘ) গ্যালিলিও
সঠিক উত্তর: (ক)
৪৩. নিচের কোনটি পরমাণুর কেন্দ্রে অবস্থিত?
Ο ক) ইলেকট্রন
Ο খ) নিউক্লিয়াস
Ο গ) ফাঁকা স্থান
Ο ঘ) আংশিক ভর
সঠিক উত্তর: (খ)
৪৪. আইসোটোপের ক্ষেত্রে-
i. ভৌত ধর্ম একই
ii. রাসায়নিক ধর্ম একই
iii. ভর একই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪৫. পটাসিয়াম N শেলে কয়টি ইলেকট্রন আছে?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৮টি
সঠিক উত্তর: (ক)
৪৬. Na পরমাণুতে কয়টি নিউট্রন বিদ্যমান?
Ο ক) 10টি
Ο খ) 11টি
Ο গ) 12টি
Ο ঘ) 23টি
সঠিক উত্তর: (গ)
৪৭. কোন মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য কোন সংখ্যা ব্যবহার করা হয়?
Ο ক) ইলেকট্রন সংখ্যা
Ο খ) প্রোটন সংখ্যা
Ο গ) নিউট্রন সংখ্যা
Ο ঘ) ভর সংখ্যা
সঠিক উত্তর: (খ)
৪৮. নিউট্রন সংখ্যা জানতে হলে মৌলের-
i. পারমাণবিক সংখ্যা জানতে হবে
ii. ইলেকট্রন সংখ্যা জানতে হবে
iii. ভর সংখ্যা জানতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) iii
Ο ঘ) ii
সঠিক উত্তর: (খ)
৪৯. হিলিয়াম পরমাণুর সর্ববহিঃস্থ স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান?
Ο ক) 2টি
Ο খ) 3টি
Ο গ) 4টি
Ο ঘ) 5টি
সঠিক উত্তর: (ক)
৫০. ভিন্ন মৌলের পরমাণুসমূহ আকারে, ভরে ও ধর্মে পার্থক্যের কারণ-
i. প্রোটন সংখ্যার ভিন্নতা
ii. ইলেকট্রন সংখ্যার ভিন্নতা
iii. নিউট্রন সংখ্যার ভিন্নতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ৬ষ্ঠ : পরমাণুর গঠন
১. Atomos শব্দের অর্থ কী?
Ο ক) স্থিতিশীল
Ο খ) নিস্ক্রিয়
Ο গ) বিভাজ্য
Ο ঘ) অবিভাজ্য
সঠিক উত্তর: (ঘ)
২. ডেমোক্রিটাস ক্ষুদ্রতম কণার নাম কী দেন?
Ο ক) অণু
Ο খ) পরমাণু
Ο গ) ইলেকট্রন
Ο ঘ) প্রোটন
সঠিক উত্তর: (খ)
৩.জন ডাল্টন ছিলেন-
Ο ক) একজন ফরাসি রসায়নবিদ
Ο খ) একজন স্কুল শিক্ষক
Ο গ) একজন দার্শনিক
Ο ঘ) একজন গ্রিক দার্শনিক
সঠিক উত্তর: (খ)
৪. কণা নিয়ে সর্বপ্রথম মতবাদ প্রদান করেন কে?
Ο ক) অ্যারিস্টটল
Ο খ) ডেমোক্রিটাস
Ο গ) গ্যালিলিও
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (খ)
৫. স্থিতিশীলতা লাভের জন্য ক্লোরিন পরমাণু কয়টি ইলেকট্রন গ্রহণ করে?
Ο ক) 1টি
Ο খ) 2টি
Ο গ) 3টি
Ο ঘ) 4টি
সঠিক উত্তর: (ক)
৬. X ও Y পরস্পরের আইসোটোপ হলে এদের বেলায় কোনটি সঠিক?
Ο ক) ভরসংখ্যা সমান
Ο খ) প্রোটন সংখ্যা সমান
Ο গ) নিউট্রন সংখ্যা সমান
Ο ঘ) স্তর সমান
সঠিক উত্তর: (খ)
৭. ডাল্টনের পরমাণুবাদের সীমাবদ্ধতা দূর করার জন্য গ্রহণযোগ্যতা পায়-
i. বোরের পরমাণু মডেল
ii. অ্যারিস্টটলের পরমাণু মডেল
iii. রাদারফোর্ডের পরমাণু মডেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৮. ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (খ)
৯. নিউট্রন আবিষ্কার করেন-
Ο ক) নিউটন
Ο খ) গ্যালিলিও
Ο গ) মার্কনী
Ο ঘ) চ্যাডউইক
সঠিক উত্তর: (ঘ)
১০. অ্যালুমিনিয়ামের তৃতীয় শক্তিস্তরে কয়টি ইলেকট্রন রয়েছে?
Ο ক) ৮টি
Ο খ) ২টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৩টি
সঠিক উত্তর: (ঘ)
১১. পরমাণু গঠিত- i. ইলেকট্রন দ্বারা ii. প্রোটন দ্বারা iii. নিউট্রন দ্বারা নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২. ধাতু সমূহ যৌগ গঠনকালে কিসে পরিণত হয়?
Ο ক) অ্যানায়ন
Ο খ) ক্যাটায়ন
Ο গ) তেজস্ক্রিয় মৌল
Ο ঘ) নিষ্ক্রিয় গ্যাস
সঠিক উত্তর: (খ)
১৩. একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেক্ট্রন থাকে?
Ο ক) ২
Ο খ) ৮
Ο গ) ১৮
Ο ঘ) ৩২
সঠিক উত্তর: (খ)
১৪. কার মতে পদার্থসমূহ নিরবচ্ছিন্ন?
Ο ক) ডেমোক্রিটাস
Ο খ) অ্যারিস্টটল
Ο গ) ডান্টন
Ο ঘ) বোর
সঠিক উত্তর: (খ)
১৫. পরমাণুর স্থায়ী কণিকা হলো- i. ইলেকট্রন ii. প্রোটন iii. নিউট্রন নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬. গ্রীক শব্দ ‘অ্যাটোমোস’ অর্থ কী?
Ο ক) অ্যারিস্টটল
Ο খ) ডাল্টন
Ο গ) বার্জেলিয়াস
Ο ঘ) লা-শ্যাতেলিয়ে
সঠিক উত্তর: (ক)
১৭. কোন পরমাণুর চতুর্থ শক্তিস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?
Ο ক) 2টি
Ο খ) 8টি
Ο গ) 18টি
Ο ঘ) 32টি
সঠিক উত্তর: (ঘ)
১৮. অক্সিজেনের একটি পরমাণুতে কয়টি প্রোটন রয়েছে?
Ο ক) পাঁচটি
Ο খ) ছয়টি
Ο গ) সাতটি
Ο ঘ) আটটি
সঠিক উত্তর: (ঘ)
১৯. কোন মৌলে নিউট্রন নেই?
Ο ক) লিথিয়াম
Ο খ) অক্সিজেন
Ο গ) হিলিয়াম
Ο ঘ) হািইড্রোজেন
সঠিক উত্তর: (ঘ)
২০. কোনো মৌলের পরমাণুতে ৩টি প্রোটন ৪টি নিউট্রন আছে। মৌলটির ভরসংখ্যা কত?
Ο ক) ৬
Ο খ) ৭
Ο গ) ৮
Ο ঘ) ৯
সঠিক উত্তর: (খ)
২১. হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ০
সঠিক উত্তর: (ক)
২২. পরমাণুর ঋণাত্মক কণিকা কোনটি?
Ο ক) প্রোটন
Ο খ) নিউট্রন
Ο গ) ইলেকট্রন
Ο ঘ) নিউক্লিয়াস
সঠিক উত্তর: (গ)
২৩. হাইড্রোজেনের বেশির ভাগ পরমাণুর ভরসংখ্যা কত?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (ক)
২৪. ঋণাত্মক আধাযুক্ত পরমাণুকে কী বলে?
Ο ক) ক্যাটায়ান
Ο খ) অ্যানায়ন
Ο গ) নিষ্ক্রিয়
Ο ঘ) অণু
সঠিক উত্তর: (খ)
২৫. ডেমোক্রিটাস কোন দেশের দার্শনিক?
Ο ক) আমেরিকা
Ο খ) গ্রীস
Ο গ) ইংল্যান্ড
Ο ঘ) জার্মানি
সঠিক উত্তর: (খ)
২৬. নিম্নে প্রদত্ত কোন বিজ্ঞানী তাঁর পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন?
Ο ক) রাদারফোর্ড
Ο খ) বোর
Ο গ) জন ডাল্টন
Ο ঘ) অ্যারিষ্টটল
সঠিক উত্তর: (ক)
২৭. সমসাময়িক বিজ্ঞানী-
i. প্লেটো
ii. অ্যারিস্টটল
iii. ডেমোক্রিটাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮. আইসোটোপের ক্ষেত্রে-
i. ভরসংখ্যা ভিন্ন হয়ে থাকে
ii. নিউট্রন সংখ্যা ভিন্ন হয়ে থাকে
iii. প্রোটন সংখ্যা অভিন্ন থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯. নিচের কোনটি নিষ্ক্রিয় মৌল?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) নাইট্রোজেন
Ο গ) আর্গন
Ο ঘ) অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর: (গ)
৩০. নিউক্লিয়াস গঠিত-
i. ইলেকট্রন দ্বারা
ii. প্রোটন দ্বারা
iii. নিউট্রন দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iiI
সঠিক উত্তর: (গ)
৩১. ফ্লোরিন যৌগ গঠনকালে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (ক)
৩২. পদার্থ নিরবচ্ছিন্ন একথা কে প্রকাশ করেন?
Ο ক) প্লেটো
Ο খ) অ্যারিসস্টটল
Ο গ) বার্জেলিয়াস
Ο ঘ) থিওডোর সোয়ান
সঠিক উত্তর: (খ)
৩৩. অণু গঠনের জন্য প্রয়োজনীয় পরমাণুর সংখ্যা-
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) একাধিক
সঠিক উত্তর: (ঘ)
৩৪. Mg2+ হলো-
i. একটি ক্যাটায়ন
ii. Na+ আয়নের ইলেকট্রন বিন্যাস
iii. অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে সক্ষম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৩৫. নিচের কোন শব্দটি থেকে এটম কথাটি গৃহীত হয়েছে?
Ο ক) Atoms
Ο খ) Atamas
Ο গ) Atomos
Ο ঘ) Atimus
সঠিক উত্তর: (গ)
৩৬. পরমাণুর কেন্দ্রে নিচের কোনটি উপস্থিত?
Ο ক) নিউট্রন
Ο খ) পজিট্রন
Ο গ) ইলেকট্রন
Ο ঘ) বিটাট্রন
সঠিক উত্তর: (ক)
৩৭. H+ আয়নে কয়টি ইলেকট্রন আছে?
Ο ক) কোন ইলেকট্রন নেই
Ο খ) ১টি
Ο গ) ২টি
Ο ঘ) ৩টি
সঠিক উত্তর: (ক)
৩৮. আবিষ্কৃত নিষ্ক্রিয় মৌলের সংখ্যা কত?
Ο ক) 2
Ο খ) 4
Ο গ) 6
Ο ঘ) 8
সঠিক উত্তর: (গ)
৩৯. কোনটিতে দুটি নিউট্রন আছে?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) ডিউটেরিয়াম
Ο গ) ট্রিটিয়াম
Ο ঘ) লিথিয়াম
সঠিক উত্তর: (গ)
৪০. নিচের কোনটি হতে তেজস্ক্রিয় রশ্মি নিগর্ত হয়?
Ο ক) অস্থায়ী আইসোটোপ
Ο খ) পরমাণু
Ο গ) অণু
Ο ঘ) আয়ন
সঠিক উত্তর: (ক)
৪১. হাইড্রোজেনের আইসোটোপ কয়টি?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৫
Ο ঘ) ৭
সঠিক উত্তর: (খ)
৪২. “সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে তৈরি” উক্তিটি কার?
Ο ক) ডেমোক্রিটাস
Ο খ) অ্যারিস্টটল
Ο গ) কোপারনিকাস
Ο ঘ) গ্যালিলিও
সঠিক উত্তর: (ক)
৪৩. নিচের কোনটি পরমাণুর কেন্দ্রে অবস্থিত?
Ο ক) ইলেকট্রন
Ο খ) নিউক্লিয়াস
Ο গ) ফাঁকা স্থান
Ο ঘ) আংশিক ভর
সঠিক উত্তর: (খ)
৪৪. আইসোটোপের ক্ষেত্রে-
i. ভৌত ধর্ম একই
ii. রাসায়নিক ধর্ম একই
iii. ভর একই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪৫. পটাসিয়াম N শেলে কয়টি ইলেকট্রন আছে?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৮টি
সঠিক উত্তর: (ক)
৪৬. Na পরমাণুতে কয়টি নিউট্রন বিদ্যমান?
Ο ক) 10টি
Ο খ) 11টি
Ο গ) 12টি
Ο ঘ) 23টি
সঠিক উত্তর: (গ)
৪৭. কোন মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য কোন সংখ্যা ব্যবহার করা হয়?
Ο ক) ইলেকট্রন সংখ্যা
Ο খ) প্রোটন সংখ্যা
Ο গ) নিউট্রন সংখ্যা
Ο ঘ) ভর সংখ্যা
সঠিক উত্তর: (খ)
৪৮. নিউট্রন সংখ্যা জানতে হলে মৌলের-
i. পারমাণবিক সংখ্যা জানতে হবে
ii. ইলেকট্রন সংখ্যা জানতে হবে
iii. ভর সংখ্যা জানতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) iii
Ο ঘ) ii
সঠিক উত্তর: (খ)
৪৯. হিলিয়াম পরমাণুর সর্ববহিঃস্থ স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান?
Ο ক) 2টি
Ο খ) 3টি
Ο গ) 4টি
Ο ঘ) 5টি
সঠিক উত্তর: (ক)
৫০. ভিন্ন মৌলের পরমাণুসমূহ আকারে, ভরে ও ধর্মে পার্থক্যের কারণ-
i. প্রোটন সংখ্যার ভিন্নতা
ii. ইলেকট্রন সংখ্যার ভিন্নতা
iii. নিউট্রন সংখ্যার ভিন্নতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Science