জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ৫ম : সমন্বয় ও নিঃসরণ(১)

ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বিজ্ঞান বিষয়ের অধ্যায় - ৫ম : সমন্বয় ও নিঃসরণ(১) থেকে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)

জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ৫ম : সমন্বয় ও নিঃসরণ

১. শাখাকলমে মূল উৎপাদনে সাহায্য করে কোনটি?
Ο ক) অক্সিন
Ο খ) জিব্বেরেলিন
Ο গ) ফ্লোরিজেন
Ο ঘ) ইথিলিন
সঠিক উত্তর: (ক)

http://www.webschoolbd.com/
২. স্নায়ুতন্তুর রং কীরূপ?
Ο ক) ধূসর
Ο খ) লাল
Ο গ) খয়েরি
Ο ঘ) সাদা
সঠিক উত্তর: (ঘ)

৩. ফাইটো অর্থ-
Ο ক) আদি
Ο খ) উদ্ভিদ
Ο গ) প্রাণী
Ο ঘ) ছত্রাক
সঠিক উত্তর: (খ)

৪. হাতে মশা বসলে কোথায় সাড়া জাগে?
Ο ক) কোষে
Ο খ) ডেনড্রনে
Ο গ) অ্যাক্সনে
Ο ঘ) কোষপ্রান্তে
সঠিক উত্তর: (ঘ)

৫. নিউরনের কোষদেহের চারিদিক থেকে উৎপন্ন শাখা-প্রশাখাগুলোকে কী বলে?
Ο ক) ডেনড্রন
Ο খ) অ্যাক্সন
Ο গ) থ্যালামাস
Ο ঘ) ডেনড্রাইট
সঠিক উত্তর: (ক)

৬. আলো তীর্যকভাবে একদিকে লাগলে ভ্রূণমুকুলাবরণী আলোর উৎসের দিকে কীভাবে বৃদ্ধি পায়?
Ο ক) বক্র হয়ে
Ο খ) সোজা হয়ে
Ο গ) নিচু হয়ে
Ο ঘ) উচু হয়ে
সঠিক উত্তর: (ক)

৭. হাতের চামড়ায় পিন ফোটা মাত্র কোন স্নায়ুতন্তু পিন ফোটার যন্ত্রনা গ্রহণ করে?
Ο ক) অনুভূতিবাহী
Ο খ) আজ্ঞাবাহী
Ο গ) পেশি
Ο ঘ) ত্বক
সঠিক উত্তর: (ক)

৮. মেরুরজ্জুর শ্বেতপর্দা কোথায় অবস্থিত?
Ο ক) বাইরে
Ο খ) ভেতরে
Ο গ) মাঝখানে
Ο ঘ) সামনে
সঠিক উত্তর: (ক)

৯. নিচের কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে?
Ο ক) জিব্বেরেলিন
Ο খ) সাইটোকাইনিন
Ο গ) ফ্লোরিজেন
Ο ঘ) অক্সিন
সঠিক উত্তর: (গ)

১০. ছোট দিনের উদ্ভিদ কোনটি?
Ο ক) চন্দ্রমল্লিকা
Ο খ) সুর্যমূখী
Ο গ) গোলাপ
Ο ঘ) গম
সঠিক উত্তর: (ক)

১১. গ্যাসীয় হরমোন কোনটি?
Ο ক) ইথিলিন
Ο খ) অক্সিন
Ο গ) জিব্বেরেলিন
Ο ঘ) সাইটোকাইনিন
সঠিক উত্তর: (ক)

১২. দেহের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাকে কী বলে?
Ο ক) শোষণ
Ο খ) পরিশোষণ
Ο গ) শ্বসন
Ο ঘ) রেচন
সঠিক উত্তর: (গ)

১৩. যে তন্ত্র রেচন কার্যে সাহায্য করে তাকে কী বলে?
Ο ক) বৃক্ক
Ο খ) রেচনতন্ত্র
Ο গ) ফুসফুস
Ο ঘ) ত্বক
সঠিক উত্তর: (খ)

১৪. বর্জ পদার্থ দেহের বাহিরে চলে যায়-
i. নিঃশ্বাসের মাধ্যমে
ii. ঘামের সাথে
iii. মূত্রের সাথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫. বৃদ্ধি সহায়ক হরমোন হল-
i. অক্সিন, সাইটোকাইনিন
ii. ইথিলিন, অক্সিন
iii. সাইটোকাইনিন, জিব্বেরেলিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

১৬. মূত্রের মাধ্যমে কোন ধরনের বর্জ্য পদার্থ বের হয়?
Ο ক) কার্বন ডাইঅক্সাইড ঘটিত
Ο খ) নাইট্রোজেন ঘটিত
Ο গ) লৌহ ঘটিত
Ο ঘ) ইউরিয়া ঘটিত
সঠিক উত্তর: (খ)

১৭. বরই গাছে ফুল আসে কখন?
Ο ক) শীতকালে
Ο খ) বর্ষাকালে
Ο গ) শরৎকালে
Ο ঘ) গ্রীষ্মকালে
সঠিক উত্তর: (গ)

১৮. ছোটদিনের উদ্ভিদ কোনটি?
Ο ক) আম
Ο খ) ডালিয়া
Ο গ) আউশ ধান
Ο ঘ) ঝিঙা
সঠিক উত্তর: (খ)

১৯. সেরিব্রামের নিচের অংশ- i. থ্যালামাস ii. সেরিবেলাম iii. হাইপোথ্যালামাস নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

২০. উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থটির নাম কী?
Ο ক) হরমোন
Ο খ) ফাইটোহরমোন
Ο গ) ফাইটোএনজাইম
Ο ঘ) এনজাইম
সঠিক উত্তর: (খ)

২১. নিচের কোনটিকে দীর্ঘ রাত্রির উদ্ভিদ বলা যেতে পারে?
Ο ক) শিম
Ο খ) ঝিঙা
Ο গ) সূর্যমুখী
Ο ঘ) আউশ ধান
সঠিক উত্তর: (ক)

২২. কোন বিজ্ঞানী অক্সিন নামকরণ করেন?
Ο ক) প্লেটো
Ο খ) উইলমুট
Ο গ) হেনরি ব্ল্যাক
Ο ঘ) ভেন্ট
সঠিক উত্তর: (ঘ)

২৩. নিচের কোনটি জীবের অপরিহার্য কার্যক্রম?
Ο ক) চলন
Ο খ) সমন্বয়
Ο গ) স্থিতি
Ο ঘ) সুপ্তাবস্তা
সঠিক উত্তর: (খ)

২৪. অ্যাক্সনের উৎপত্তিস্থল-
Ο ক) কোষদেহ
Ο খ) ডেনড্রন
Ο গ) ইস্কিয়াম
Ο ঘ) মেডুলা
সঠিক উত্তর: (ক)

২৫. উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে- i. কীটপতঙ্গ ii. আলো iii. অভিকর্ষ নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

২৬. নিচের কোন হরমোনের প্রভাবে চারাগাছে বিকৃত বৃদ্ধি লক্ষ করা যায়?
Ο ক) ইথিলিন
Ο খ) অক্সিন
Ο গ) জিব্বেরেলিন
Ο ঘ) সাইটোকাইনিন
সঠিক উত্তর: (ক)

২৭. মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কয়টি?
Ο ক) ৩টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৭টি
সঠিক উত্তর: (খ)

২৮. কোন বিজ্ঞানী অক্সিন আবিষ্কার করেন?
Ο ক) ডারউইন
Ο খ) আন নাফীস
Ο গ) অ্যারিস্টটল
Ο ঘ) লিউয়েন হুক
সঠিক উত্তর: (ক)

২৯. মেরুরজ্জু কোথায় সংরক্ষিত থাকে?
Ο ক) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে
Ο খ) মেরুদন্ডে
Ο গ) মস্তিষ্কে
Ο ঘ) নিউরনে
সঠিক উত্তর: (খ)

৩০. কোনটি নিরপেক্ষ দিনের উদ্ভিদ?
Ο ক) পাট
Ο খ) গম
Ο গ) আউশ ধান
Ο ঘ) আলু
সঠিক উত্তর: (গ)

৩১. প্রতিবর্ত চক্রের কয়টি অংশ রয়েছে?
Ο ক) ৩টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৭টি
সঠিক উত্তর: (গ)

৩২. প্রতিটি প্রতির্বত চক্রের কয়টি অংশ থাকে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ঘ)

৩৩. ম্যাকস কোন দেশের বিজ্ঞানী?
Ο ক) আমেরিকা
Ο খ) জার্মানি
Ο গ) ফ্রান্স
Ο ঘ) ইতালি
সঠিক উত্তর: (খ)

৩৪. অ্যাক্সনের আকৃতি কিসের মতো?
Ο ক) লাঠিম
Ο খ) বল
Ο গ) বেলন
Ο ঘ) সুতা
সঠিক উত্তর: (ঘ)

৩৫. মানবদেহের গুরুমস্তিষ্কের ক্ষেত্রে বলা যায়-
i. এটি দুই খন্ডে বিভক্ত
ii. এর অন্ত:স্তরে কোন স্নায়ুকোষ থাকে না
iii. এর উপরিভাগকে গ্রেম্যাটার বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৬. নিচের কোন হরমোনটি গ্যাসীয় পদার্থ?
Ο ক) অক্সিন
Ο খ) জিব্বেরেলিন
Ο গ) ইথিলিন
Ο ঘ) সাইটোকাইনিন
সঠিক উত্তর: (গ)

৩৭. বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করা কোন মস্তিষ্কের কোন অংশের কাজ?
Ο ক) মেডুলা
Ο খ) লঘু মস্তিষ্ক
Ο গ) গুরু মস্তিষ্ক
Ο ঘ) মাধ্য মস্তিষ্ক
সঠিক উত্তর: (গ)

৩৮. অক্সিন হরমনের অাবিষ্কারক কে?
Ο ক) স্টারলিং
Ο খ) ক্যারোলাস লিনিয়াস
Ο গ) ভেল্ট
Ο ঘ) চার্ল ডারউইন
সঠিক উত্তর: (ঘ)

৩৯. মস্তিষ্কের নিচের অংশ কোনটি?
Ο ক) গুরু মস্তিষ্ক
Ο খ) লঘু মস্তিষ্ক
Ο গ) মেডুলা
Ο ঘ) পনস
সঠিক উত্তর: (গ)

৪০. গুরুমস্তিস্কের অবস্থান লঘুমস্তিষ্কের-
Ο ক) সম্মুখে
Ο খ) পশ্চাতে
Ο গ) নিম্নে
Ο ঘ) উপরে
সঠিক উত্তর: (ক)

৪১. কান্ডের মোটা হওয়ার সাথে জড়িত কোনটি?
Ο ক) পিথ
Ο খ) এন্ডোডার্ম
Ο গ) কর্টেক্স
Ο ঘ) ক্যাম্বিয়াম বলয়
সঠিক উত্তর: (ঘ)

৪২. মস্তিষ্কের বোঁটা বলা হয় কোনটিকে?
Ο ক) সেরিবেলাম
Ο খ) পনস
Ο গ) মেডুলা
Ο ঘ) থ্যালামাস
সঠিক উত্তর: (গ)

৪৩. কোন হরেোন প্রয়োগে শাখা কলমে মূল গজায়?
Ο ক) ইথিলিন
Ο খ) জিবেরেলিন
Ο গ) অক্সিন
Ο ঘ) সাইটোকাইসিন
সঠিক উত্তর: (গ)

৪৪. লঘুমস্তিষ্কের অংশ নয় নিচের কোনটি?
Ο ক) সেরিবেলাম
Ο খ) সেরিব্রাম
Ο গ) পনস
Ο ঘ) মেডুলা
সঠিক উত্তর: (খ)

৪৫. লঘুমস্তিষ্কের প্রধান কাজ কী?
Ο ক) শ্রবণ করা
Ο খ) কথাবলা নিয়ন্ত্রণ
Ο গ) চলাফেরা নিয়ন্ত্রণ
Ο ঘ) দেহের ভারসাম্য রক্ষা
সঠিক উত্তর: (ঘ)

৪৬. ঘামে থাকে-
i. পানি ও লবণ
ii. লবণ ও কার্বন-ডাই-অক্সাইড
iii. পানি ও অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৪৭. মস্তিষ্কের কোন অংশটি অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে?
Ο ক) থ্যালামাস
Ο খ) হাইপোথালামাস
Ο গ) সেরিবেলাম
Ο ঘ) পনস
সঠিক উত্তর: (গ)

৪৮. নিউরনের কোষদেহ বিভাজিত না হওয়ার কারণ কী?
Ο ক) নিউক্লিয়াস নেই
Ο খ) নিউক্লিওলাস নেই
Ο গ) সেন্ট্রিওল নেই
Ο ঘ) সেন্ট্রোসোম নেই
সঠিক উত্তর: (গ)

৪৯. রেচনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি?
Ο ক) বৃক্ক
Ο খ) মূত্রথলি
Ο গ) মূত্রনালি
Ο ঘ) ফুসফুস
সঠিক উত্তর: (ক)

৫০. নিউরনের কাজ হলো-
i. উদ্দীপনা বহন করা
ii. কাজের সমন্বয় সাধন করা
iii. চিন্তা করা ও বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post