জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ১১তম : আলো(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ১১তম : আলো(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
 ৫১. ক্যামেরার সাটারের সাথে মানব চক্ষুর কোন অংশ তুলনীয়?
Ο ক) চোখের মনি
Ο খ) চোখের পাতা
Ο গ) অ্যাকুয়াস হিউমার
Ο ঘ) ভিট্রিয়াস হিউমার
 সঠিক উত্তর: (খ)

 ৫২. ক্যামেরায় লক্ষ্য ব্স্তুর যে অংশ যত উজ্জ্বল, প্লেটের উপর উপর তত কী জমা হয়?
Ο ক) রূপা
Ο খ) সোনা
Ο গ) ব্রোঞ্জ
Ο ঘ) তামা
 সঠিক উত্তর: (ক)

 ৫৩. কোন যন্ত্রটি একটি সরু কাঁচ তন্তুর?
Ο ক) অপটিক্যাল ফাইবার
Ο খ) ম্যাগনেফাইং গ্লাস
Ο গ) অণুবীক্ষণ যন্ত্র
Ο ঘ) টেলিস্কোপ
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. অক্ষিপট কী রঙের পর্দা?
Ο ক) ঈষদচ্ছ গোলাপী
Ο খ) ঈষদচ্ছ বেগুনী
Ο গ) সাদা
Ο ঘ) কালো
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. চোখের অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে কোনটি?
Ο ক) কৃষ্ণমন্ডল
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) কর্ণিয়া
Ο ঘ) আইরিস
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. চোখের শ্বেত প্রাচীরের সামনের অংশকে কী বলে?
Ο ক) লেন্স
Ο খ) রেটিনা
Ο গ) কর্নিয়া
Ο ঘ) আইরিস
 সঠিক উত্তর: (গ)

 ৫৭. আলোর প্রতিসরণের জন্য কয়টি মাধ্যমের প্রয়োজন হয়?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়-
i. জ্বালানি কাজে
ii. পাকস্থলি পর্যবেক্ষণে
iii. টেলিযোগাযোগের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৫৯. প্রতিসরিত রশ্মি ও অভিলম্বের মধ্যকার কোণকে কী বলে?
Ο ক) আপতন কোণ
Ο খ) অভিলম্ব কোণ
Ο গ) প্রতিসরণ কোণ
Ο ঘ) প্রতিফলন কোণ
 সঠিক উত্তর: (গ)

 ৬০. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফরনের শর্ত কয়টি?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
 সঠিক উত্তর: (খ)

 ৬১. মানবচক্ষুর শ্বেতমন্ডলের সামনের অংশকে কী বলে?
Ο ক) অক্ষিপট
Ο খ) অ্যাকৃয়াস হিউমার
Ο গ) কর্ণিয়া
Ο ঘ) তারারন্ধ্র
 সঠিক উত্তর: (গ)

 ৬২. মানব দেহের ভেতর কোন অংশ দেখার জন্য কী ব্যবহৃত হয়?
Ο ক) পেরিস্কোপ
Ο খ) অপটিক্যাল ফাইবার
Ο গ) স্টেথিস্কোপ
Ο ঘ) কম্পিউটার
 সঠিক উত্তর: (খ)

 ৬৩. চোখের কোন দুটি অংশের মাঝে ভিট্রিয়াস হিউমার থাকে?
Ο ক) লেন্স ও কর্ণিয়া
Ο খ) লেন্স ও রেটিনা
Ο গ) লেন্স ও মণি
Ο ঘ) লেন্স ও আইরিস
 সঠিক উত্তর: (খ)

 ৬৪. ম্যাগনিফাইং গ্লাসে বিবর্ধনের মান কেমন হয়?
Ο ক) বেশি
Ο খ) অত্যন্ত বেশি
Ο গ) কম
Ο ঘ) শূন্য
 সঠিক উত্তর: (গ)

 ৬৫. কাচের সংকট কোণ 420 হলে প্রতিসরণ কোণ কত?
Ο ক) ২৪০
Ο খ) ৪২০
Ο গ) ৯০০
Ο ঘ) ৬০০
 সঠিক উত্তর: (গ)

 ৬৬. অস্পষ্ট লেখা স্পষ্ট ও বড় দেখার জন্য উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কত হবে?
Ο ক) স্বল্প
Ο খ) বেশি
Ο গ) অত্যন্ত বেশি
Ο ঘ) কেন্দ্রের সমান
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. চোখের শ্বেতমন্ডল মূলত হল-
Ο ক) আলোকগ্রাহী পর্দা
Ο খ) গোলাকার ছিদ্রপথ
Ο গ) অস্বচ্ছ আবরণ
Ο ঘ) কর্ণিয়া
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. আলোক স্বচ্ছ মাধ্যম থেকে অস্বচ্ছ মাধ্যমের উপর আপতিত হলে তার কিছু অংশ-
i. শোষিত হয়
ii. প্রতিসরিত হয়
iii. প্রতিফলিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. অপটিক্যাল ফাইবার কী?
Ο ক) কাঠ
Ο খ) সরু কাচ
Ο গ) মোটা কাচ
Ο ঘ) খুব সরু ও নমনীয় কাচ তন্তু
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. কোনটিতে কম বির্বধন পাওয়া যায়?
Ο ক) সরল অণুবীক্ষণ যন্ত্রে
Ο খ) জটিল অণুবীক্ষণ যন্ত্রে
Ο গ) নভোবীক্ষণ যন্ত্রে
Ο ঘ) গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্রে
 সঠিক উত্তর: (ক)

 ৭১. কোন ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়?
Ο ক) টেলিকমিউনিকেশন্স
Ο খ) এগ্রিকালচার
Ο গ) ফিশারীজ
Ο ঘ) খেলাধুলা
 সঠিক উত্তর: (ক)

 ৭২. কোনটি মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়?
Ο ক) চোখের মনি
Ο খ) আইরিস
Ο গ) রেটিনা
Ο ঘ) কর্নিয়া
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. ক্যামেরার আলোক চিত্রগ্রাহী প্লেটটিকে কোনটি থেকে বের করা হয়?
Ο ক) স্লাইড
Ο খ) ডায়াফ্রাম
Ο গ) সাটার
Ο ঘ) বাক্স
 সঠিক উত্তর: (ক)

 ৭৪. প্রতিসরণের ব্যবহার হয়-
i. ক্যামেরায়
ii. অণুবীক্ষণযন্ত্রে
iii. চশমায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. চোখের স্ফটিক উত্তল লেন্সে নিচের কোনটি উপস্থিত?
Ο ক) নরম স্বচ্ছ পদার্থ
Ο খ) সাদা আবরণ
Ο গ) আইরিস
Ο ঘ) অ্যাকুয়াস হিউমার
 সঠিক উত্তর: (ক)

 ৭৬. সোডিয়াম থায়োসালফেটের অপর নাম কী?
Ο ক) হাইপো
Ο খ) ডিটারজেন্ট
Ο গ) গ্লিসারিন
Ο ঘ) জিপসাম
 সঠিক উত্তর: (ক)

 ৭৭. কোনটি কার্যপ্রণালী ছবি তোলা ক্যামেরার মতো?
Ο ক) মানব চক্ষুর
Ο খ) টেলিস্কোপের
Ο গ) আয়নার
Ο ঘ) অণুবীক্ষণ যন্ত্রের
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. চক্ষু গোলকের পিছনে অবস্থিত একটি আলোকগ্রাহী পদার্থকে কী বলে?
Ο ক) তারারন্ধ্র
Ο খ) কৃষ্ণমন্ডল
Ο গ) রেটিনা
Ο ঘ) অ্যাকুয়াস হিউমার
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. মানবদেহের ভেতরের কোন অংশ দেখার জন্য কী ব্যবহৃত হয়?
Ο ক) কম্পিউটার
Ο খ) পেরিস্কোপ
Ο গ) স্টেথিস্কোপ
Ο ঘ) অপটিক্যাল ফাইবার
 সঠিক উত্তর: (ঘ)

 ৮০. সংকট কোণ-
i. একটি আপতন কোণ
ii. একটি প্রতিসরণ কোণ
iii. এর মান ৯০০ এর চেয়ে ছোট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৮১. কর্ণিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত মাংশপেশী যুক্ত গোলকার ছিদ্রপথকে কী বলে?
Ο ক) কোরয়েড
Ο খ) রেটিনা
Ο গ) আইরিস
Ο ঘ) তারারন্ধ্র
 সঠিক উত্তর: (ঘ)

 ৮২. নিচের কোন মাধ্যমের গাঢ়ত্ব সবচেয়ে বেশি?
Ο ক) পানি
Ο খ) তেল
Ο গ) পারদ
Ο ঘ) বায়ু
 সঠিক উত্তর: (গ)

 ৮৩. একটি ক্যামেরায় কয়টি অংশ থাকে?
Ο ক) ৫টি
Ο খ) ৭টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৯টি
 সঠিক উত্তর: (খ)

 ৮৪. চোখের কর্ণিয়ার ঠিক পিছনে অবস্থিত অস্বচ্ছ পদার্থটিতে কী বলে?
Ο ক) চক্ষু গোলক
Ο খ) আইরিস
Ο গ) অক্ষিপট
Ο ঘ) কোরয়েড
 সঠিক উত্তর: (খ)

 ৮৫. মরূভূমিতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে একটি গাছের প্রতিবিম্ব কীরূপ হবে?
Ο ক) সোজা
Ο খ) উল্টা
Ο গ) অবাস্তব
Ο ঘ) তির্যক
 সঠিক উত্তর: (খ)

 ৮৬. ক্যামেরায় কিসের সাহায্যে প্রতিবিম্ব উজ্জল করা হয়?
Ο ক) সাটার
Ο খ) ডায়াফ্রাম
Ο গ) ক্যামেরা লেন্স
Ο ঘ) চিত্রগ্রাহী পেট
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. মরুভূমিতে নিচের বায়ু কোন মাধ্যমের মতো আচরণ করে?
Ο ক) ঘন
Ο খ) হালকা
Ο গ) অসচ্ছ
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (খ)

 ৮৮. একটি পানি পূর্ণ কাচপাত্রে একটি সোজা লাঠি রাখলে কোনটি ঘটবে?
Ο ক) লাঠিটিকে দেখা যাবে না
Ο খ) লাঠিটিকে ছোট দেখাবে
Ο গ) লাঠিটিকে দেখা যাবে না
Ο ঘ) লাঠিটিকে কিছুটা বাঁকা দেখাবে
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৯. রেটিনা গোলকের কোথায় অবস্থিত থাকে?
Ο ক) পেছনে
Ο খ) সামনে
Ο গ) ডানে
Ο ঘ) কেন্দ্রে
 সঠিক উত্তর: (ক)

 ৯০. মানব চক্ষুর অংশ হলো-
i. অক্ষিপট
ii. তারারন্ধ্র
iii. কৃষ্ণমন্ডল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯১. স্বচ্ছ মাধ্যম হলো- i. বায়ু ii. কাচ iii. পানি নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯২. চোখের আকৃতি ঠিক রাখে নিচের কোনটি?
Ο ক) শ্বেতমন্ডল
Ο খ) অক্ষি-গোলক
Ο গ) কণিয়া
Ο ঘ) আইরিস
 সঠিক উত্তর: (ক)

 ৯৩. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলের শর্ত কয়টি?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
 সঠিক উত্তর: (খ)

 ৯৪. হীরকের সংকট কোণের মান কত?
Ο ক) ৯০০
Ο খ) ৬৪০
Ο গ) ২৪০
Ο ঘ) ৬০০
 সঠিক উত্তর: (গ)

 ৯৫. অ্যাকুয়াস হিউমার কোথায় অবস্থিত?
Ο ক) কর্নিয়া ও লেন্সের মাঝে
Ο খ) লেন্স ও রেটিনার মাঝে
Ο গ) আইরিশ ও রোটিনার মাঝে
Ο ঘ) কৃষ্ণ মন্ডল ও রেটিনার মাঝে
 সঠিক উত্তর: (ক)

 ৯৬. কর্ণিয়ার ঠিক পিছনে অবস্থি অস্বচ্ছ পর্দার নাম-
Ο ক) কোরয়েড
Ο খ) তারারন্ধ্র
Ο গ) আইরিস
Ο ঘ) অক্ষিপট
 সঠিক উত্তর: (গ)

 ৯৭. আলোর প্রতিসরণ কয়টি নিয়ম মেনে চলে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
 সঠিক উত্তর: (খ)

 ৯৮. সংকট কোণের অপর নাম কী?
Ο ক) প্রতিফলন কোণ
Ο খ) আপতন কোণ
Ο গ) প্রতিসরণ কোণ
Ο ঘ) ক্রান্তি কোণ
 সঠিক উত্তর: (ঘ)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: ক্যামেরায় ছবি তোলার পর আলোক চিত্রগ্রাহী প্লেটটিকে প্লেটটিকে স্লাইড হতে বের করে ডেভেলপার নামক এক প্রকার রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখা হয়। প্লেটের উপরস্থ সিলভার হ্যালাইডকে ডেভেলপার রাসায়নিক প্রক্রিয়ায় রৌপ্য ধাতবে পরিণত করে।

৯৯. রাসায়নিক প্রক্রিয়াটির নাম কী?
Ο ক) জারণ
Ο খ) বিজারণ
Ο গ) দ্বিবিযোজন
Ο ঘ) প্রতিস্থাপন
 সঠিক উত্তর: (খ)

 ১০০. উক্ত প্লেটের ক্ষেত্রে, লক্ষ্যবস্তুর যে অংশ যত উজ্জ্বল সেই অংশে-
i. তত রূপা জমা হয়
ii. তত বেশি কালো দেখায়
iii. পজিটিভে তত বেশি উজ্জ্বল দেখায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post