ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বিজ্ঞান বিষয়ের অধ্যায় - ১১তম : আলো(১) থেকে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ১১তম : আলো
১.অপটিক্যাল ফাইবার কী?
Ο ক) সরু কাঁচ
Ο খ) মোটা কাঁচ
Ο গ) একগুচ্ছ তার
Ο ঘ) খুব সরু ও নমনীয় কাঁচ তন্তু
সঠিক উত্তর: (ঘ)
২. চোখের আকৃতি ঠিক রাখে?
Ο ক) অক্ষিগোলক
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) কর্নিয়া
Ο ঘ) রেটিনা
সঠিক উত্তর: (ক)
৩.মানব চক্ষুর সাথে নিচের কোনটির কার্যপ্রণালির মিল আছে?
Ο ক) রেটিনা
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) কর্নিয়া
Ο ঘ) অক্ষিগোলক
সঠিক উত্তর: (ঘ)
৪.আলোক-চিত্রগ্রাহী ক্যামেরায় অংশগুলো হলো-
i. স্লাইড
ii. সাটার
iii. আলোক চিত্রগাহী প্লেট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫. সংকট কোণের অপর নাম কী?
Ο ক) ক্রান্তি কোণ
Ο খ) পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন
Ο গ) প্রতিসরণ কোণ
Ο ঘ) প্রতিফলন কোণ
সঠিক উত্তর: (ক)
৬. কোনটি চোখকে বাইরের বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে?
Ο ক) কর্নিয়া
Ο খ) মণি
Ο গ) কৃষ্ণমন্ডল
Ο ঘ) শ্বেতমন্ডল
সঠিক উত্তর: (ঘ)
৭. আলোক রশ্মিকে বহনের কাজে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) পেরিস্কোপ
Ο খ) দূরবীক্ষণ যন্ত্র
Ο গ) অণুবীক্ষণ যন্ত্র
Ο ঘ) অপটিক্যাল ফাইবার
সঠিক উত্তর: (ঘ)
৮. মানবচক্ষুর আইরিস স্থান ও লোক বিশেষে বিভিন্ন রঙের হয় যেমন-
i. নীল
ii. বাদামী
iii. কালো হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯. কোনটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত?
Ο ক) তারারন্ধ্র
Ο খ) আইরিস
Ο গ) রেটিনা
Ο ঘ) স্ফটিক উত্তল লেন্স
সঠিক উত্তর: (ক)
১০. নিচের কোনটি মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়?
Ο ক) কোরয়েড
Ο খ) স্ফটিক উত্তল লেন্স
Ο গ) রেটিনা
Ο ঘ) আইরিস
সঠিক উত্তর: (গ)
১১. মাংসপেশির সংকোচন ও প্রসারণে কোনটির আকার পরিবর্তিত হয়?
Ο ক) কোরয়েড
Ο খ) মণি
Ο গ) রেটিনা
Ο ঘ) কর্নিয়া
সঠিক উত্তর: (খ)
১২. অপটিক্যাল ফাইবার ব্যবহার করে কোনটি অনেকগুলো সিগনাল বহন করতে পারে?
Ο ক) এগ্রিকালচার
Ο খ) টেলিকমিউনিকেশন্স
Ο গ) পাকস্থলী
Ο ঘ) কোলন
সঠিক উত্তর: (খ)
১৩. কর্ণিয়ার ঠিক পিছনে অবস্থিত অস্বচ্ছ পর্দাটি-
i. আইরিস নামে পরিচিত
ii. গাঢ় রঙের হয়ে থাকে
iii. শ্বেতমন্ডল নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৪. বায়ু থেকে আলো নিচের কোন মাধ্যমে প্রবেশকালে দিকের বেশি পরিবর্তন ঘটে?
Ο ক) কাচ
Ο খ) পানি
Ο গ) গ্লিসারিন
Ο ঘ) কেরোসিন
সঠিক উত্তর: (ক)
১৫. আলোর প্রতিসরণের নীতি কাজে লাগানো যায়-
i. দূরবীক্ষণ যন্ত্রে
ii. প্রজেক্টরে
iii. ক্যামেরায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬. উপযুক্ত ফ্রেমে আবদ্ধ উত্তল লেন্সকে কী বলে?
Ο ক) পঠন কাচ
Ο খ) ভোল্টমিটার
Ο গ) অপটিক্যাল ফাইবার
Ο ঘ) টেলিস্কোপ
সঠিক উত্তর: (ক)
১৭. কোনটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত?
Ο ক) মণি
Ο খ) আইরিশ
Ο গ) কোরয়েড
Ο ঘ) রেটিনা
সঠিক উত্তর: (ক)
১৮. প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি এর বেশি হতে পারে না?
Ο ক) ৪০০
Ο খ) ৬০০
Ο গ) ৯০০
Ο ঘ) ১২০০
সঠিক উত্তর: (গ)
১৯. কোন মাধ্যমে আলোক রশ্মি সরলপথে চলে?
Ο ক) স্বচ্ছ মাধ্যম
Ο খ) অস্বচ্ছ মাধ্যম
Ο গ) ঈষদচ্ছ মাধ্যম
Ο ঘ) কঠিন মাধ্যম
সঠিক উত্তর: (ক)
২০. আলোর প্রতিসরণের সূত্র কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
২১. কোনটিতে প্রতিসরণের নীতি ব্যবহৃত হয়?
Ο ক) দর্পণে
Ο খ) আয়নায়
Ο গ) হ্যারিকেনে
Ο ঘ) ক্যামেরায়
সঠিক উত্তর: (ঘ)
২২. কোন বিজ্ঞানী আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন?
Ο ক) হাইগেন
Ο খ) রোমার
Ο গ) গিলবার্ট
Ο ঘ) স্নেল
সঠিক উত্তর: (ঘ)
২৩. r দ্বারা বুঝায়-
Ο ক) আপতন কোণ
Ο খ) প্রতিসরণ কোণ
Ο গ) নির্গমন কোণ
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
২৪. কোরয়েডের সাথে নিচের কোনটি গাঢ় সম্পর্কযুক্ত?
Ο ক) অক্ষিগোলক
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) তারারন্ধ্র
Ο ঘ) রেটিনা
সঠিক উত্তর: (খ)
২৫. নিচের কোনটি একটি নমনীয় যন্ত্র?
Ο ক) টেলিস্কোপ
Ο খ) ম্যাগনেফাইং গ্লাস
Ο গ) অ্যামিটার
Ο ঘ) অপটিক্যাল ফাইবার
সঠিক উত্তর: (ঘ)
২৬. উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে স্থাপিত কোনো বস্তুর বিম্ব কেমন হয়?
Ο ক) উল্টো
Ο খ) খর্বিত
Ο গ) বাস্তব
Ο ঘ) অবাস্তব
সঠিক উত্তর: (ঘ)
২৭. চোখের শ্বেতমন্ডল মূলত হলো-
Ο ক) আলোকগ্রাহী পর্দা
Ο খ) গোলাকার ছিদ্রপথ
Ο গ) অস্বচ্ছ আবরণ
Ο ঘ) কর্নিয়া
সঠিক উত্তর: (গ)
২৮. সংকট কোণের জন্যে প্রতিসরণ কোণের মান কত?
Ο ক) ০০
Ο খ) ৪৫০
Ο গ) ৬০০
Ο ঘ) ৯০০
সঠিক উত্তর: (ঘ)
২৯. নিচের কোনটি আলোর প্রতিফলনে বাধা প্রদান করে?
Ο ক) কর্নিয়া
Ο খ) রেটিনা
Ο গ) কোরয়েড
Ο ঘ) আইরিস
সঠিক উত্তর: (গ)
৩০. কোনটিকে চক্ষু কোটরের মধ্যে একটি নির্দিষ্ট সীমার চারদিকে ঘুরানো যায়?
Ο ক) শ্বেত মন্ডলকে
Ο খ) তারা রন্দ্রকে
Ο গ) অক্ষি গোলককে
Ο ঘ) অক্ষিপটকে
সঠিক উত্তর: (গ)
৩১. বাইরে থেকে আমরা পানিতে থাকা একটি মাছের কোন ধরনের বিম্বটি দেখতে পাই?
Ο ক) অবাস্তব প্রতিবিম্ব
Ο খ) বাস্তব প্রতিবিম্ব
Ο গ) সদ প্রতিবিম্ব
Ο ঘ) অবাস্তব ও বাস্তব প্রতিবিম্ব
সঠিক উত্তর: (ক)
৩২. পানি থেকে বায়ুতে আলোক রশ্মি ৪৯০ কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ ৯০০ হয়। সংকট কোণ কত?
Ο ক) ০০
Ο খ) ৪৫০
Ο গ) ৮৯০
Ο ঘ) ৯০০
সঠিক উত্তর: (গ)
৩৩. মরুভূমিতে অত্যাধিক তাপমাত্রার কারণে দিনের বেলায় দৃষ্টি ভ্রমকে কী বলে?
Ο ক) দৃষ্টিক্রান্তি
Ο খ) মরিচা
Ο গ) মরীচিকা
Ο ঘ) আলোর প্রতিসরণ
সঠিক উত্তর: (গ)
৩৪. আলোক চিত্রগ্রাহী প্লেটের কোথায় বেশি রূপ জমা হয়?
Ο ক) লক্ষ্যবস্তুর উজ্জ্বল অংশে
Ο খ) প্রতিবিম্বের ঝাপসা অংশে
Ο গ) ডেভেলপারে
Ο ঘ) স্লাইডের মুখে
সঠিক উত্তর: (ক)
৩৫. নিচের কোনটিতে রুদ্ধ আলোক প্রকোষ্ঠ থাকে?
Ο ক) ট্রানজিস্টরে
Ο খ) রেডিওতে
Ο গ) থার্মোমিটারে
Ο ঘ) ক্যামেরায়
সঠিক উত্তর: (ঘ)
৩৬. মানবদেহে পাকস্থলী দেখার জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) টেলিস্কোপ
Ο খ) আলোক নল
Ο গ) ম্যাগনেফাইং গ্লাস
Ο ঘ) থার্মোমিটার
সঠিক উত্তর: (খ)
৩৭. অপটিক্যাল ফাইবার কোথায় ব্যবহৃত হয়?
Ο ক) প্রকৌশল কাজে
Ο খ) চিকিৎসার কাজে
Ο গ) গাড়ির কাজে
Ο ঘ) দর্পণে
সঠিক উত্তর: (খ)
৩৮. কাচ কোন ধরনের মাধ্যম?
Ο ক) স্বচ্ছ মাধ্যম
Ο খ) হালকা মাধ্যম
Ο গ) অস্বচ্ছ মাধ্যম
Ο ঘ) ঈষদচ্ছ মাধ্যম
সঠিক উত্তর: (ক)
৩৯. কোনটি চক্ষুকে বাহিরের বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে?
Ο ক) শ্বেতমন্ডল
Ο খ) আইরিস
Ο গ) কৃষ্ণমন্ডল
Ο ঘ) মণি
সঠিক উত্তর: (ক)
৪০. টেলিকমিউনিকেশনে ব্যবহৃত অপটিক্যাল ফাইবার কয়টি সিগন্যাল বহন করে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) একই সাথে অনেকগুলো
সঠিক উত্তর: (ঘ)
৪১. কোনটির কারণে মরীচিকা সৃষ্টি হয়?
Ο ক) আলোর প্রতিসরণ
Ο খ) আলোর প্রতিফলন
Ο গ) আপতন কোণ
Ο ঘ) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
সঠিক উত্তর: (ঘ)
৪২. নিচের কোনটি আলোর প্রতিফলনে বাধা প্রদান করে?
Ο ক) কর্নিয়া
Ο খ) রেটিনা
Ο গ) কোরয়েড
Ο ঘ) আইরিস
সঠিক উত্তর: (গ)
৪৩. চোখের অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে কোনটি?
Ο ক) কৃষ্ণমন্ডল
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) কর্ণিয়া
Ο ঘ) আইরিস
সঠিক উত্তর: (ক)
৪৪. অভিলম্ব ও বিভেদ তলের মধ্যবর্তী কোণের মান কত?
Ο ক) 00
Ο খ) 300
Ο গ) 600
Ο ঘ) 900
সঠিক উত্তর: (ঘ)
৪৫. কৃষ্ণমন্ডল কোন রঙের ঝিল্লি দ্বারা গঠিত?
Ο ক) লাল
Ο খ) কালো
Ο গ) সাদা
Ο ঘ) নীল
সঠিক উত্তর: (খ)
৪৬. চোখের কোন অংশটি চোখের আকৃতি ঠিক রাখে?
Ο ক) কোরয়েড
Ο খ) ভিট্রিয়াস হিউমার
Ο গ) অক্ষিগোলক
Ο ঘ) শ্বেতমন্ডল
সঠিক উত্তর: (ঘ)
৪৭. অপটিক্যাল ফাইবারের ব্যবহার ক্ষেত্রে হলো-
i. জ্বালানি কাজে
ii. পাকস্থলি পর্যবেক্ষণে
iii. টেলিযোগাযোগ কাজে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৪৮. বায়ু কোন ধরনের মাধ্যম?
Ο ক) অস্বচ্ছ
Ο খ) স্বচ্ছ
Ο গ) কঠিন
Ο ঘ) অস্বচ্ছ ও স্বচ্ছ
সঠিক উত্তর: (খ)
৪৯. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলণে-
i. আপতন কেণের মান সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে
ii. প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেঁষে চলে যাবে
iii. এর আলোকে রশ্মিকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫০. বিবর্ধক কাচে গঠিত বিম্ব-
Ο ক) উল্টা
Ο খ) খর্বিত
Ο গ) বিবর্ধিত
Ο ঘ) বাস্তব
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ১১তম : আলো
১.অপটিক্যাল ফাইবার কী?
Ο ক) সরু কাঁচ
Ο খ) মোটা কাঁচ
Ο গ) একগুচ্ছ তার
Ο ঘ) খুব সরু ও নমনীয় কাঁচ তন্তু
সঠিক উত্তর: (ঘ)
২. চোখের আকৃতি ঠিক রাখে?
Ο ক) অক্ষিগোলক
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) কর্নিয়া
Ο ঘ) রেটিনা
সঠিক উত্তর: (ক)
৩.মানব চক্ষুর সাথে নিচের কোনটির কার্যপ্রণালির মিল আছে?
Ο ক) রেটিনা
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) কর্নিয়া
Ο ঘ) অক্ষিগোলক
সঠিক উত্তর: (ঘ)
৪.আলোক-চিত্রগ্রাহী ক্যামেরায় অংশগুলো হলো-
i. স্লাইড
ii. সাটার
iii. আলোক চিত্রগাহী প্লেট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫. সংকট কোণের অপর নাম কী?
Ο ক) ক্রান্তি কোণ
Ο খ) পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন
Ο গ) প্রতিসরণ কোণ
Ο ঘ) প্রতিফলন কোণ
সঠিক উত্তর: (ক)
৬. কোনটি চোখকে বাইরের বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে?
Ο ক) কর্নিয়া
Ο খ) মণি
Ο গ) কৃষ্ণমন্ডল
Ο ঘ) শ্বেতমন্ডল
সঠিক উত্তর: (ঘ)
৭. আলোক রশ্মিকে বহনের কাজে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) পেরিস্কোপ
Ο খ) দূরবীক্ষণ যন্ত্র
Ο গ) অণুবীক্ষণ যন্ত্র
Ο ঘ) অপটিক্যাল ফাইবার
সঠিক উত্তর: (ঘ)
৮. মানবচক্ষুর আইরিস স্থান ও লোক বিশেষে বিভিন্ন রঙের হয় যেমন-
i. নীল
ii. বাদামী
iii. কালো হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯. কোনটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত?
Ο ক) তারারন্ধ্র
Ο খ) আইরিস
Ο গ) রেটিনা
Ο ঘ) স্ফটিক উত্তল লেন্স
সঠিক উত্তর: (ক)
১০. নিচের কোনটি মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়?
Ο ক) কোরয়েড
Ο খ) স্ফটিক উত্তল লেন্স
Ο গ) রেটিনা
Ο ঘ) আইরিস
সঠিক উত্তর: (গ)
১১. মাংসপেশির সংকোচন ও প্রসারণে কোনটির আকার পরিবর্তিত হয়?
Ο ক) কোরয়েড
Ο খ) মণি
Ο গ) রেটিনা
Ο ঘ) কর্নিয়া
সঠিক উত্তর: (খ)
১২. অপটিক্যাল ফাইবার ব্যবহার করে কোনটি অনেকগুলো সিগনাল বহন করতে পারে?
Ο ক) এগ্রিকালচার
Ο খ) টেলিকমিউনিকেশন্স
Ο গ) পাকস্থলী
Ο ঘ) কোলন
সঠিক উত্তর: (খ)
১৩. কর্ণিয়ার ঠিক পিছনে অবস্থিত অস্বচ্ছ পর্দাটি-
i. আইরিস নামে পরিচিত
ii. গাঢ় রঙের হয়ে থাকে
iii. শ্বেতমন্ডল নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৪. বায়ু থেকে আলো নিচের কোন মাধ্যমে প্রবেশকালে দিকের বেশি পরিবর্তন ঘটে?
Ο ক) কাচ
Ο খ) পানি
Ο গ) গ্লিসারিন
Ο ঘ) কেরোসিন
সঠিক উত্তর: (ক)
১৫. আলোর প্রতিসরণের নীতি কাজে লাগানো যায়-
i. দূরবীক্ষণ যন্ত্রে
ii. প্রজেক্টরে
iii. ক্যামেরায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬. উপযুক্ত ফ্রেমে আবদ্ধ উত্তল লেন্সকে কী বলে?
Ο ক) পঠন কাচ
Ο খ) ভোল্টমিটার
Ο গ) অপটিক্যাল ফাইবার
Ο ঘ) টেলিস্কোপ
সঠিক উত্তর: (ক)
১৭. কোনটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত?
Ο ক) মণি
Ο খ) আইরিশ
Ο গ) কোরয়েড
Ο ঘ) রেটিনা
সঠিক উত্তর: (ক)
১৮. প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি এর বেশি হতে পারে না?
Ο ক) ৪০০
Ο খ) ৬০০
Ο গ) ৯০০
Ο ঘ) ১২০০
সঠিক উত্তর: (গ)
১৯. কোন মাধ্যমে আলোক রশ্মি সরলপথে চলে?
Ο ক) স্বচ্ছ মাধ্যম
Ο খ) অস্বচ্ছ মাধ্যম
Ο গ) ঈষদচ্ছ মাধ্যম
Ο ঘ) কঠিন মাধ্যম
সঠিক উত্তর: (ক)
২০. আলোর প্রতিসরণের সূত্র কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
২১. কোনটিতে প্রতিসরণের নীতি ব্যবহৃত হয়?
Ο ক) দর্পণে
Ο খ) আয়নায়
Ο গ) হ্যারিকেনে
Ο ঘ) ক্যামেরায়
সঠিক উত্তর: (ঘ)
২২. কোন বিজ্ঞানী আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন?
Ο ক) হাইগেন
Ο খ) রোমার
Ο গ) গিলবার্ট
Ο ঘ) স্নেল
সঠিক উত্তর: (ঘ)
২৩. r দ্বারা বুঝায়-
Ο ক) আপতন কোণ
Ο খ) প্রতিসরণ কোণ
Ο গ) নির্গমন কোণ
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
২৪. কোরয়েডের সাথে নিচের কোনটি গাঢ় সম্পর্কযুক্ত?
Ο ক) অক্ষিগোলক
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) তারারন্ধ্র
Ο ঘ) রেটিনা
সঠিক উত্তর: (খ)
২৫. নিচের কোনটি একটি নমনীয় যন্ত্র?
Ο ক) টেলিস্কোপ
Ο খ) ম্যাগনেফাইং গ্লাস
Ο গ) অ্যামিটার
Ο ঘ) অপটিক্যাল ফাইবার
সঠিক উত্তর: (ঘ)
২৬. উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে স্থাপিত কোনো বস্তুর বিম্ব কেমন হয়?
Ο ক) উল্টো
Ο খ) খর্বিত
Ο গ) বাস্তব
Ο ঘ) অবাস্তব
সঠিক উত্তর: (ঘ)
২৭. চোখের শ্বেতমন্ডল মূলত হলো-
Ο ক) আলোকগ্রাহী পর্দা
Ο খ) গোলাকার ছিদ্রপথ
Ο গ) অস্বচ্ছ আবরণ
Ο ঘ) কর্নিয়া
সঠিক উত্তর: (গ)
২৮. সংকট কোণের জন্যে প্রতিসরণ কোণের মান কত?
Ο ক) ০০
Ο খ) ৪৫০
Ο গ) ৬০০
Ο ঘ) ৯০০
সঠিক উত্তর: (ঘ)
২৯. নিচের কোনটি আলোর প্রতিফলনে বাধা প্রদান করে?
Ο ক) কর্নিয়া
Ο খ) রেটিনা
Ο গ) কোরয়েড
Ο ঘ) আইরিস
সঠিক উত্তর: (গ)
৩০. কোনটিকে চক্ষু কোটরের মধ্যে একটি নির্দিষ্ট সীমার চারদিকে ঘুরানো যায়?
Ο ক) শ্বেত মন্ডলকে
Ο খ) তারা রন্দ্রকে
Ο গ) অক্ষি গোলককে
Ο ঘ) অক্ষিপটকে
সঠিক উত্তর: (গ)
৩১. বাইরে থেকে আমরা পানিতে থাকা একটি মাছের কোন ধরনের বিম্বটি দেখতে পাই?
Ο ক) অবাস্তব প্রতিবিম্ব
Ο খ) বাস্তব প্রতিবিম্ব
Ο গ) সদ প্রতিবিম্ব
Ο ঘ) অবাস্তব ও বাস্তব প্রতিবিম্ব
সঠিক উত্তর: (ক)
৩২. পানি থেকে বায়ুতে আলোক রশ্মি ৪৯০ কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ ৯০০ হয়। সংকট কোণ কত?
Ο ক) ০০
Ο খ) ৪৫০
Ο গ) ৮৯০
Ο ঘ) ৯০০
সঠিক উত্তর: (গ)
৩৩. মরুভূমিতে অত্যাধিক তাপমাত্রার কারণে দিনের বেলায় দৃষ্টি ভ্রমকে কী বলে?
Ο ক) দৃষ্টিক্রান্তি
Ο খ) মরিচা
Ο গ) মরীচিকা
Ο ঘ) আলোর প্রতিসরণ
সঠিক উত্তর: (গ)
৩৪. আলোক চিত্রগ্রাহী প্লেটের কোথায় বেশি রূপ জমা হয়?
Ο ক) লক্ষ্যবস্তুর উজ্জ্বল অংশে
Ο খ) প্রতিবিম্বের ঝাপসা অংশে
Ο গ) ডেভেলপারে
Ο ঘ) স্লাইডের মুখে
সঠিক উত্তর: (ক)
৩৫. নিচের কোনটিতে রুদ্ধ আলোক প্রকোষ্ঠ থাকে?
Ο ক) ট্রানজিস্টরে
Ο খ) রেডিওতে
Ο গ) থার্মোমিটারে
Ο ঘ) ক্যামেরায়
সঠিক উত্তর: (ঘ)
৩৬. মানবদেহে পাকস্থলী দেখার জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) টেলিস্কোপ
Ο খ) আলোক নল
Ο গ) ম্যাগনেফাইং গ্লাস
Ο ঘ) থার্মোমিটার
সঠিক উত্তর: (খ)
৩৭. অপটিক্যাল ফাইবার কোথায় ব্যবহৃত হয়?
Ο ক) প্রকৌশল কাজে
Ο খ) চিকিৎসার কাজে
Ο গ) গাড়ির কাজে
Ο ঘ) দর্পণে
সঠিক উত্তর: (খ)
৩৮. কাচ কোন ধরনের মাধ্যম?
Ο ক) স্বচ্ছ মাধ্যম
Ο খ) হালকা মাধ্যম
Ο গ) অস্বচ্ছ মাধ্যম
Ο ঘ) ঈষদচ্ছ মাধ্যম
সঠিক উত্তর: (ক)
৩৯. কোনটি চক্ষুকে বাহিরের বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে?
Ο ক) শ্বেতমন্ডল
Ο খ) আইরিস
Ο গ) কৃষ্ণমন্ডল
Ο ঘ) মণি
সঠিক উত্তর: (ক)
৪০. টেলিকমিউনিকেশনে ব্যবহৃত অপটিক্যাল ফাইবার কয়টি সিগন্যাল বহন করে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) একই সাথে অনেকগুলো
সঠিক উত্তর: (ঘ)
৪১. কোনটির কারণে মরীচিকা সৃষ্টি হয়?
Ο ক) আলোর প্রতিসরণ
Ο খ) আলোর প্রতিফলন
Ο গ) আপতন কোণ
Ο ঘ) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
সঠিক উত্তর: (ঘ)
৪২. নিচের কোনটি আলোর প্রতিফলনে বাধা প্রদান করে?
Ο ক) কর্নিয়া
Ο খ) রেটিনা
Ο গ) কোরয়েড
Ο ঘ) আইরিস
সঠিক উত্তর: (গ)
৪৩. চোখের অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে কোনটি?
Ο ক) কৃষ্ণমন্ডল
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) কর্ণিয়া
Ο ঘ) আইরিস
সঠিক উত্তর: (ক)
৪৪. অভিলম্ব ও বিভেদ তলের মধ্যবর্তী কোণের মান কত?
Ο ক) 00
Ο খ) 300
Ο গ) 600
Ο ঘ) 900
সঠিক উত্তর: (ঘ)
৪৫. কৃষ্ণমন্ডল কোন রঙের ঝিল্লি দ্বারা গঠিত?
Ο ক) লাল
Ο খ) কালো
Ο গ) সাদা
Ο ঘ) নীল
সঠিক উত্তর: (খ)
৪৬. চোখের কোন অংশটি চোখের আকৃতি ঠিক রাখে?
Ο ক) কোরয়েড
Ο খ) ভিট্রিয়াস হিউমার
Ο গ) অক্ষিগোলক
Ο ঘ) শ্বেতমন্ডল
সঠিক উত্তর: (ঘ)
৪৭. অপটিক্যাল ফাইবারের ব্যবহার ক্ষেত্রে হলো-
i. জ্বালানি কাজে
ii. পাকস্থলি পর্যবেক্ষণে
iii. টেলিযোগাযোগ কাজে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৪৮. বায়ু কোন ধরনের মাধ্যম?
Ο ক) অস্বচ্ছ
Ο খ) স্বচ্ছ
Ο গ) কঠিন
Ο ঘ) অস্বচ্ছ ও স্বচ্ছ
সঠিক উত্তর: (খ)
৪৯. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলণে-
i. আপতন কেণের মান সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে
ii. প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেঁষে চলে যাবে
iii. এর আলোকে রশ্মিকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫০. বিবর্ধক কাচে গঠিত বিম্ব-
Ο ক) উল্টা
Ο খ) খর্বিত
Ο গ) বিবর্ধিত
Ο ঘ) বাস্তব
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Science