ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বিজ্ঞান বিষয়ের অধ্যায় - ১০ম : অম্ল, ক্ষারক ও লবণ(১) থেকে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
জে.এস.সি বিজ্ঞান অধ্যায় -১০ম : অম্ল, ক্ষারক ও লবণ
১. Mg(OH)2 এর সাসপেনশানকে কী বলে?
Ο ক) মিল্ক অফ লাইম
Ο খ) মিল্ক অফ ম্যাগনেসিয়া
Ο গ) লাইম ওয়াটার
Ο ঘ) কুইক লাইম
সঠিক উত্তর: (খ)
২. লবণ উৎপাদনে ক্ষারকের সাথে কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়?
Ο ক) ক্ষার
Ο খ) এসিড
Ο গ) পানি
Ο ঘ) গ্যাস
সঠিক উত্তর: (খ)
৩. সাবান তৈরির মূল উপাদান কোনটি?
Ο ক) ক্ষারক
Ο খ) এসিড
Ο গ) নির্দেশক
Ο ঘ) লবণ
সঠিক উত্তর: (ক)
৪. কোন যৌগিক পদার্থটি নীল লিটমাসকে লাল করে?
Ο ক) NaOH
Ο খ) NCI
Ο গ) KOH
Ο ঘ) CuO
সঠিক উত্তর: (খ)
৫. অ্যাপেল কোন এসিড বিদ্যমান?
Ο ক) ট্যানিক
Ο খ) ম্যালিক
Ο গ) সাইট্রিক
Ο ঘ) টারটারিক
সঠিক উত্তর: (খ)
৬. নিচের কোনটি নিরপেক্ষ পদার্থের উদাহারণ?
Ο ক) এসিড
Ο খ) ক্ষার
Ο গ) লবণ
Ο ঘ) ক্ষারক
সঠিক উত্তর: (গ)
৭.কানটিতে এসিটিক এসিড থাকে?
Ο ক) লেবুতে
Ο খ) তেঁতুলে
Ο গ) দইয়ে
Ο ঘ) ভিনেগারে
সঠিক উত্তর: (ঘ)
৮. নিচের কোনটি ক্ষারীয় যৌগ?
Ο ক) ইথানল
Ο খ) চুনের পানি
Ο গ) খাবার সোডা
Ο ঘ) ভিনেগার
সঠিক উত্তর: (খ)
৯. লিচেন উদ্ভিদ থেকে প্রাপ্ত রং এর সাহায্যে কোনটি তৈরি করা হয়?
Ο ক) লিটমাস পেপার
Ο খ) অ্যাসবেসটস
Ο গ) ফিল্টার পেপার
Ο ঘ) মিথাইল রেড
সঠিক উত্তর: (ক)
১০. এসিডের মধ্যে ফেনোফথ্যালিনের রং-
Ο ক) লাল
Ο খ) নীল
Ο গ) বর্ণহীন
Ο ঘ) গোলাপি
সঠিক উত্তর: (গ)
১১. লিটমাসকে ক্ষার দ্বারা গাঁজন করলে কোন বর্ণ ধারণ করে?
Ο ক) নীল
Ο খ) লাল
Ο গ) সবুজ
Ο ঘ) বর্ণহীন
সঠিক উত্তর: (ক)
১২. ল্যাকটিক এসিড থাকে কোনটিতে?
Ο ক) দইয়ে
Ο খ) লেবুতে
Ο গ) তেঁতুলে
Ο ঘ) ভিনেগারে
সঠিক উত্তর: (ক)
১৩. নিচের কোনটি লবণ জাতীয় পদার্থ?
Ο ক) দই
Ο খ) চুনের পানি
Ο গ) খাবার সোডা
Ο ঘ) সোডিয়াম হাইড্রোক্সাইড
সঠিক উত্তর: (গ)
১৪. লিটমাস কাগজের উৎস কী?
Ο ক) সালফার যৌগ
Ο খ) লিচেন গাছ
Ο গ) নাইট্রিক এসিড
Ο ঘ) ক্ষার
সঠিক উত্তর: (খ)
১৫. কোন যৌগ অম্লীয় কিনা তা সনাক্তকরণের প্রয়োজনীয় উপকরণ কোনপি?
Ο ক) চুন
Ο খ) পানি
Ο গ) লিটমাস পেপার
Ο ঘ) স্পেচুলা
সঠিক উত্তর: (গ)
১৬. কোন এসিড ত্বকে লাগলে ত্বকের মারাত্বক ক্ষতি হয়?
Ο ক) প্রাকৃতিক এসিড
Ο খ) খনিজ এসিড
Ο গ) ম্যালিক এসডি
Ο ঘ) ট্যাননিক এসিড
সঠিক উত্তর: (খ)
১৭. H2CO3 একটি খনিজ এসিড। কারণ এটি-
i. শক্তিশালী তাই ক্ষয়কারক
ii. অজৈব পদার্থ থেকে তৈরি হয়
iii. জীব দেহে তৈরি হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৮. ক্ষারকের মধ্যে লিটমাস দ্রবণের রং-
Ο ক) লাল
Ο খ) নীল
Ο গ) হলুদ
Ο ঘ) গোলাপী
সঠিক উত্তর: (খ)
১৯. যে সকল রাসায়নিক পদার্থ নীল লিটমাস কাগজকে লাল করে তাকে কী বলে?
Ο ক) ক্ষার
Ο খ) লবণ
Ο গ) এসিড
Ο ঘ) নির্দেশক
সঠিক উত্তর: (গ)
২০. কাপড় কাচার সোডার অণুতে কয় অণূ পানি থাকে?
Ο ক) ৩
Ο খ) ৪
Ο গ) ৭
Ο ঘ) ১০
সঠিক উত্তর: (ঘ)
২১. পানি কী ধরনের যৌগ?
Ο ক) এসিড
Ο খ) ক্ষারক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) মৃদু অ্যালকোহলীয়
সঠিক উত্তর: (গ)
২২. লিচেন গাছের রং থেকে প্রাপ্ত লিটমাসের রং কী?
Ο ক) সোনালী হলুদ
Ο খ) বাদামি
Ο গ) রক্তবর্ণ
Ο ঘ) হালকা গোলাপী
সঠিক উত্তর: (গ)
২৩. লেবুতে বিদ্যমান রাসায়নিক পদার্থটি-
i. আঙ্গুরে পাওয়া যায়
ii. নীল লিটমাসকে লাল করে
iii. অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪. সাবান তৈরিতে ব্যবহৃত ক্ষারকটির রাসায়নিক নাম কী?
Ο ক) চর্বি
Ο খ) সোডিয়াম হাইড্রোঅক্সাইড
Ο গ) সোডিয়াম ক্লোরাইড
Ο ঘ) পটাসিয়াম ক্লোরাইড
সঠিক উত্তর: (খ)
২৫. আঙ্গুর, টমেটোতে কোন ধরনের এসিড বিদ্যমান?
Ο ক) অজৈব এসিড
Ο খ) তীব্রএসিড
Ο গ) জৈব এসিড
Ο ঘ) সাইট্রিক এসিড
সঠিক উত্তর: (খ)
২৬. অম্লীয় দ্রবণে নীল লিটমাস কাগজের বর্ণ কী রকম হয়?
Ο ক) সবুজ
Ο খ) হলুদ
Ο গ) লাল
Ο ঘ) বেগুনি
সঠিক উত্তর: (গ)
২৭. টকস্বাদ বিশিষ্ট ফলসমূহের রস-
i. এসিডীয় প্রকৃতির
ii. লাল লিটমাসের সংস্পর্শে বর্ণহীন হয়
iii. নীল লিটমাসকে লাল করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২৮. যে সকল রাসায়নিক পদার্থ লাল লিটমাস কাগজকে নীল করে তাকে কী বলে?
Ο ক) ক্ষারক
Ο খ) এসিড
Ο গ) লবণ
Ο ঘ) নির্দেশক
সঠিক উত্তর: (ক)
২৯. অানারসে বিদ্যমান রাসায়নিক পদার্থটি-
i. এসকরবিক এসিড
ii. নীল লিটমাসকে লাল করে
iii. টক স্বাদবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৩০. জিংক অক্সাইড ও হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়া ঘটানো হলো। এতে উৎপন্ন যৌগ-
i. ক্যালসিয়াম অ্যাসিটট
ii. ক্যালসিয়াম কার্বনেট
iii. পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১. মিথেন কতটি ‘H’ পরমাণু রয়েছে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (গ)
৩২. টমেটোতে কোন এসিড থাকে?
Ο ক) এসিটিক এসিড
Ο খ) অক্সালিক এসিড
Ο গ) ম্যালিক এসিড
Ο ঘ) সাইট্রিক এসিড
সঠিক উত্তর: (খ)
৩৩. ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইডেকে কী বলে?
Ο ক) ক্ষার
Ο খ) ক্ষারক
Ο গ) অম্ল
Ο ঘ) লবণ
সঠিক উত্তর: (খ)
৩৪. চুনাপাথর সবধরনের এসিডের সাথে বিক্রিয়া করে কোন গ্যাসটি উৎপন্ন করবে?
Ο ক) H2
Ο খ) CO2
Ο গ) SO2
Ο ঘ) O2
সঠিক উত্তর: (খ)
৩৫. নিচের কোন ফলটির মধ্যে ট্যানিক এসিড বিদ্যমান?
Ο ক) তেঁতুল
Ο খ) চা
Ο গ) কমলা
Ο ঘ) আমলকি
সঠিক উত্তর: (খ)
৩৬. CuO যৌগটির বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) পিচ্ছিল
Ο খ) পানিতে দ্রবীভূত হয়
Ο গ) নীল লিটমাসকে লাল করে
Ο ঘ) টক স্বাদ বিশিষ্ট
সঠিক উত্তর: (ক)
৩৭. চুনের পানিতে বিদ্যমান পদার্থটি-
i. একটি ক্ষারক
ii. NaOH এর বিপরীতধর্মী
iii. লাল লিটমাসকে নীল করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৩৮. ক্ষারের জলীয় দ্রবণ লাল লিটমাসকে কোন বর্ণে পরিবর্তিত করে?
Ο ক) নীল
Ο খ) হলুদ
Ο গ) বেগুনি
Ο ঘ) গোলাপি
সঠিক উত্তর: (ক)
৩৯. ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড ও ক্লোরিনের বিক্রিয়ায় কোনটি তৈরি হয়?
Ο ক) লাইম ওয়াটার
Ο খ) মিল্ক অফ লাইম
Ο গ) ব্লিচিং পাউডার
Ο ঘ) এন্টাসিড
সঠিক উত্তর: (গ)
৪০. পানিতে দ্রবীভূত ধাতব অক্সাইডকে কী বলে?
Ο ক) নির্দেশক
Ο খ) অম্ল
Ο গ) লবণ
Ο ঘ) ক্ষার
সঠিক উত্তর: (ঘ)
৪১. চুনের পানিতে সালফিউরিক এসিড যোগ করলে কোন লবণটি উৎপন্ন হবে?
Ο ক) ক্যালসিয়াম সালফ্টে
Ο খ) ক্যালসিয়াম ক্লোরাইড
Ο গ) সোডিয়াম সালফেট
Ο ঘ) জিঙ্ক সালফেট
সঠিক উত্তর: (ক)
৪২. লেবুর রস কোন প্রকৃতির?
Ο ক) অম্লীয়
Ο খ) ক্ষারীয়
Ο গ) নির্দেশক
Ο ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর: (ক)
৪৩. ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড পদার্থটি-
i. চুনের পানি
ii. অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে
iii. হাইড্রোক্লোরিক এসিড বিপরীতধর্মী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৪. এসিড বা ক্ষারকের সংস্পর্শে নির্দেশকের কোনটি ঘটে?
Ο ক) আয়তন বাড়ে
Ο খ) তাপমাত্রা বাড়ে
Ο গ) রং পরিবর্তিত হয়
Ο ঘ) রং অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (গ)
৪৫. যে সকল পদার্থে এসিড ও ক্ষারক বৈশিষ্ট্য অনুপস্থিত থাকে তাকে কী পদার্থ বলে?
Ο ক) যৌগিক
Ο খ) হাইড্রোফিলিক
Ο গ) উভধর্মী
Ο ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর: (ঘ)
৪৬. HCI রাসায়নিক যৌগটি-
i. খাওয়ার উপযোগী
ii. খাদ্যদ্রব্য হজমে সাহায্য করে
iii. ঔষধ, চামড়াশিল্পে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৪৭. নির্দেশক কী?
Ο ক) এক ধরনের পেপার
Ο খ) একটি রাসায়নিক পদার্থ
Ο গ) ছক টেবিল
Ο ঘ) একটি নির্দেশিকা
সঠিক উত্তর: (খ)
৪৮. খাবার সোডায় ভিনেগার যোগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হবে?
Ο ক) CI2
Ο খ) CO2
Ο গ) SO2
Ο ঘ) H2
সঠিক উত্তর: (খ)
৪৯. কোন এসিডের অভাবে স্কার্ভি রোগ হয়?
Ο ক) এসিটিক এসিড
Ο খ) ট্যানিক এসিড
Ο গ) সাইট্রিক এসিড
Ο ঘ) এসকরবিক এসিড
সঠিক উত্তর: (ঘ)
৫০. NH3 গ্যাসীয় পদার্থটি-
i. ক্ষারকীয়
ii. পানিতে OH তৈরি করে
iii. নীল লিটমাসকে লাল করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
জে.এস.সি বিজ্ঞান অধ্যায় -১০ম : অম্ল, ক্ষারক ও লবণ
১. Mg(OH)2 এর সাসপেনশানকে কী বলে?
Ο ক) মিল্ক অফ লাইম
Ο খ) মিল্ক অফ ম্যাগনেসিয়া
Ο গ) লাইম ওয়াটার
Ο ঘ) কুইক লাইম
সঠিক উত্তর: (খ)
২. লবণ উৎপাদনে ক্ষারকের সাথে কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়?
Ο ক) ক্ষার
Ο খ) এসিড
Ο গ) পানি
Ο ঘ) গ্যাস
সঠিক উত্তর: (খ)
৩. সাবান তৈরির মূল উপাদান কোনটি?
Ο ক) ক্ষারক
Ο খ) এসিড
Ο গ) নির্দেশক
Ο ঘ) লবণ
সঠিক উত্তর: (ক)
৪. কোন যৌগিক পদার্থটি নীল লিটমাসকে লাল করে?
Ο ক) NaOH
Ο খ) NCI
Ο গ) KOH
Ο ঘ) CuO
সঠিক উত্তর: (খ)
৫. অ্যাপেল কোন এসিড বিদ্যমান?
Ο ক) ট্যানিক
Ο খ) ম্যালিক
Ο গ) সাইট্রিক
Ο ঘ) টারটারিক
সঠিক উত্তর: (খ)
৬. নিচের কোনটি নিরপেক্ষ পদার্থের উদাহারণ?
Ο ক) এসিড
Ο খ) ক্ষার
Ο গ) লবণ
Ο ঘ) ক্ষারক
সঠিক উত্তর: (গ)
৭.কানটিতে এসিটিক এসিড থাকে?
Ο ক) লেবুতে
Ο খ) তেঁতুলে
Ο গ) দইয়ে
Ο ঘ) ভিনেগারে
সঠিক উত্তর: (ঘ)
৮. নিচের কোনটি ক্ষারীয় যৌগ?
Ο ক) ইথানল
Ο খ) চুনের পানি
Ο গ) খাবার সোডা
Ο ঘ) ভিনেগার
সঠিক উত্তর: (খ)
৯. লিচেন উদ্ভিদ থেকে প্রাপ্ত রং এর সাহায্যে কোনটি তৈরি করা হয়?
Ο ক) লিটমাস পেপার
Ο খ) অ্যাসবেসটস
Ο গ) ফিল্টার পেপার
Ο ঘ) মিথাইল রেড
সঠিক উত্তর: (ক)
১০. এসিডের মধ্যে ফেনোফথ্যালিনের রং-
Ο ক) লাল
Ο খ) নীল
Ο গ) বর্ণহীন
Ο ঘ) গোলাপি
সঠিক উত্তর: (গ)
১১. লিটমাসকে ক্ষার দ্বারা গাঁজন করলে কোন বর্ণ ধারণ করে?
Ο ক) নীল
Ο খ) লাল
Ο গ) সবুজ
Ο ঘ) বর্ণহীন
সঠিক উত্তর: (ক)
১২. ল্যাকটিক এসিড থাকে কোনটিতে?
Ο ক) দইয়ে
Ο খ) লেবুতে
Ο গ) তেঁতুলে
Ο ঘ) ভিনেগারে
সঠিক উত্তর: (ক)
১৩. নিচের কোনটি লবণ জাতীয় পদার্থ?
Ο ক) দই
Ο খ) চুনের পানি
Ο গ) খাবার সোডা
Ο ঘ) সোডিয়াম হাইড্রোক্সাইড
সঠিক উত্তর: (গ)
১৪. লিটমাস কাগজের উৎস কী?
Ο ক) সালফার যৌগ
Ο খ) লিচেন গাছ
Ο গ) নাইট্রিক এসিড
Ο ঘ) ক্ষার
সঠিক উত্তর: (খ)
১৫. কোন যৌগ অম্লীয় কিনা তা সনাক্তকরণের প্রয়োজনীয় উপকরণ কোনপি?
Ο ক) চুন
Ο খ) পানি
Ο গ) লিটমাস পেপার
Ο ঘ) স্পেচুলা
সঠিক উত্তর: (গ)
১৬. কোন এসিড ত্বকে লাগলে ত্বকের মারাত্বক ক্ষতি হয়?
Ο ক) প্রাকৃতিক এসিড
Ο খ) খনিজ এসিড
Ο গ) ম্যালিক এসডি
Ο ঘ) ট্যাননিক এসিড
সঠিক উত্তর: (খ)
১৭. H2CO3 একটি খনিজ এসিড। কারণ এটি-
i. শক্তিশালী তাই ক্ষয়কারক
ii. অজৈব পদার্থ থেকে তৈরি হয়
iii. জীব দেহে তৈরি হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৮. ক্ষারকের মধ্যে লিটমাস দ্রবণের রং-
Ο ক) লাল
Ο খ) নীল
Ο গ) হলুদ
Ο ঘ) গোলাপী
সঠিক উত্তর: (খ)
১৯. যে সকল রাসায়নিক পদার্থ নীল লিটমাস কাগজকে লাল করে তাকে কী বলে?
Ο ক) ক্ষার
Ο খ) লবণ
Ο গ) এসিড
Ο ঘ) নির্দেশক
সঠিক উত্তর: (গ)
২০. কাপড় কাচার সোডার অণুতে কয় অণূ পানি থাকে?
Ο ক) ৩
Ο খ) ৪
Ο গ) ৭
Ο ঘ) ১০
সঠিক উত্তর: (ঘ)
২১. পানি কী ধরনের যৌগ?
Ο ক) এসিড
Ο খ) ক্ষারক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) মৃদু অ্যালকোহলীয়
সঠিক উত্তর: (গ)
২২. লিচেন গাছের রং থেকে প্রাপ্ত লিটমাসের রং কী?
Ο ক) সোনালী হলুদ
Ο খ) বাদামি
Ο গ) রক্তবর্ণ
Ο ঘ) হালকা গোলাপী
সঠিক উত্তর: (গ)
২৩. লেবুতে বিদ্যমান রাসায়নিক পদার্থটি-
i. আঙ্গুরে পাওয়া যায়
ii. নীল লিটমাসকে লাল করে
iii. অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪. সাবান তৈরিতে ব্যবহৃত ক্ষারকটির রাসায়নিক নাম কী?
Ο ক) চর্বি
Ο খ) সোডিয়াম হাইড্রোঅক্সাইড
Ο গ) সোডিয়াম ক্লোরাইড
Ο ঘ) পটাসিয়াম ক্লোরাইড
সঠিক উত্তর: (খ)
২৫. আঙ্গুর, টমেটোতে কোন ধরনের এসিড বিদ্যমান?
Ο ক) অজৈব এসিড
Ο খ) তীব্রএসিড
Ο গ) জৈব এসিড
Ο ঘ) সাইট্রিক এসিড
সঠিক উত্তর: (খ)
২৬. অম্লীয় দ্রবণে নীল লিটমাস কাগজের বর্ণ কী রকম হয়?
Ο ক) সবুজ
Ο খ) হলুদ
Ο গ) লাল
Ο ঘ) বেগুনি
সঠিক উত্তর: (গ)
২৭. টকস্বাদ বিশিষ্ট ফলসমূহের রস-
i. এসিডীয় প্রকৃতির
ii. লাল লিটমাসের সংস্পর্শে বর্ণহীন হয়
iii. নীল লিটমাসকে লাল করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২৮. যে সকল রাসায়নিক পদার্থ লাল লিটমাস কাগজকে নীল করে তাকে কী বলে?
Ο ক) ক্ষারক
Ο খ) এসিড
Ο গ) লবণ
Ο ঘ) নির্দেশক
সঠিক উত্তর: (ক)
২৯. অানারসে বিদ্যমান রাসায়নিক পদার্থটি-
i. এসকরবিক এসিড
ii. নীল লিটমাসকে লাল করে
iii. টক স্বাদবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৩০. জিংক অক্সাইড ও হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়া ঘটানো হলো। এতে উৎপন্ন যৌগ-
i. ক্যালসিয়াম অ্যাসিটট
ii. ক্যালসিয়াম কার্বনেট
iii. পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১. মিথেন কতটি ‘H’ পরমাণু রয়েছে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (গ)
৩২. টমেটোতে কোন এসিড থাকে?
Ο ক) এসিটিক এসিড
Ο খ) অক্সালিক এসিড
Ο গ) ম্যালিক এসিড
Ο ঘ) সাইট্রিক এসিড
সঠিক উত্তর: (খ)
৩৩. ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইডেকে কী বলে?
Ο ক) ক্ষার
Ο খ) ক্ষারক
Ο গ) অম্ল
Ο ঘ) লবণ
সঠিক উত্তর: (খ)
৩৪. চুনাপাথর সবধরনের এসিডের সাথে বিক্রিয়া করে কোন গ্যাসটি উৎপন্ন করবে?
Ο ক) H2
Ο খ) CO2
Ο গ) SO2
Ο ঘ) O2
সঠিক উত্তর: (খ)
৩৫. নিচের কোন ফলটির মধ্যে ট্যানিক এসিড বিদ্যমান?
Ο ক) তেঁতুল
Ο খ) চা
Ο গ) কমলা
Ο ঘ) আমলকি
সঠিক উত্তর: (খ)
৩৬. CuO যৌগটির বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) পিচ্ছিল
Ο খ) পানিতে দ্রবীভূত হয়
Ο গ) নীল লিটমাসকে লাল করে
Ο ঘ) টক স্বাদ বিশিষ্ট
সঠিক উত্তর: (ক)
৩৭. চুনের পানিতে বিদ্যমান পদার্থটি-
i. একটি ক্ষারক
ii. NaOH এর বিপরীতধর্মী
iii. লাল লিটমাসকে নীল করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৩৮. ক্ষারের জলীয় দ্রবণ লাল লিটমাসকে কোন বর্ণে পরিবর্তিত করে?
Ο ক) নীল
Ο খ) হলুদ
Ο গ) বেগুনি
Ο ঘ) গোলাপি
সঠিক উত্তর: (ক)
৩৯. ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড ও ক্লোরিনের বিক্রিয়ায় কোনটি তৈরি হয়?
Ο ক) লাইম ওয়াটার
Ο খ) মিল্ক অফ লাইম
Ο গ) ব্লিচিং পাউডার
Ο ঘ) এন্টাসিড
সঠিক উত্তর: (গ)
৪০. পানিতে দ্রবীভূত ধাতব অক্সাইডকে কী বলে?
Ο ক) নির্দেশক
Ο খ) অম্ল
Ο গ) লবণ
Ο ঘ) ক্ষার
সঠিক উত্তর: (ঘ)
৪১. চুনের পানিতে সালফিউরিক এসিড যোগ করলে কোন লবণটি উৎপন্ন হবে?
Ο ক) ক্যালসিয়াম সালফ্টে
Ο খ) ক্যালসিয়াম ক্লোরাইড
Ο গ) সোডিয়াম সালফেট
Ο ঘ) জিঙ্ক সালফেট
সঠিক উত্তর: (ক)
৪২. লেবুর রস কোন প্রকৃতির?
Ο ক) অম্লীয়
Ο খ) ক্ষারীয়
Ο গ) নির্দেশক
Ο ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর: (ক)
৪৩. ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড পদার্থটি-
i. চুনের পানি
ii. অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে
iii. হাইড্রোক্লোরিক এসিড বিপরীতধর্মী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৪. এসিড বা ক্ষারকের সংস্পর্শে নির্দেশকের কোনটি ঘটে?
Ο ক) আয়তন বাড়ে
Ο খ) তাপমাত্রা বাড়ে
Ο গ) রং পরিবর্তিত হয়
Ο ঘ) রং অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (গ)
৪৫. যে সকল পদার্থে এসিড ও ক্ষারক বৈশিষ্ট্য অনুপস্থিত থাকে তাকে কী পদার্থ বলে?
Ο ক) যৌগিক
Ο খ) হাইড্রোফিলিক
Ο গ) উভধর্মী
Ο ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর: (ঘ)
৪৬. HCI রাসায়নিক যৌগটি-
i. খাওয়ার উপযোগী
ii. খাদ্যদ্রব্য হজমে সাহায্য করে
iii. ঔষধ, চামড়াশিল্পে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৪৭. নির্দেশক কী?
Ο ক) এক ধরনের পেপার
Ο খ) একটি রাসায়নিক পদার্থ
Ο গ) ছক টেবিল
Ο ঘ) একটি নির্দেশিকা
সঠিক উত্তর: (খ)
৪৮. খাবার সোডায় ভিনেগার যোগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হবে?
Ο ক) CI2
Ο খ) CO2
Ο গ) SO2
Ο ঘ) H2
সঠিক উত্তর: (খ)
৪৯. কোন এসিডের অভাবে স্কার্ভি রোগ হয়?
Ο ক) এসিটিক এসিড
Ο খ) ট্যানিক এসিড
Ο গ) সাইট্রিক এসিড
Ο ঘ) এসকরবিক এসিড
সঠিক উত্তর: (ঘ)
৫০. NH3 গ্যাসীয় পদার্থটি-
i. ক্ষারকীয়
ii. পানিতে OH তৈরি করে
iii. নীল লিটমাসকে লাল করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Science